Blog

  • হরিরামপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

    হরিরামপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ও বিএনপি নেতা সাংবাদিক জিল্লুর রহমান সরকারের পৃষ্ঠপোষকতায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরণ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো’র ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    ২৪শে জানুয়ারী শুক্রবার সকালে বুড়ির ভিটা বাজার নামক স্থানে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শের শাহ বিমান,ইউনিয়ন বিএনপির সভাপতি শাহারুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মনজুরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি জিল্লুর রহমান সরকার, ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক রওশন হাবীব সরকার,৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমজাদ আলী,সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী।

    আরো উপস্থিত ছিলেন,বিএনপি নেতা শাহ আলম,আব্দুল মান্নান, ছলেমান আলী,রাজু মিয়া যুবদল নেতা আসাদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

    শেষে মরহুম আরাফাত রহমান কোকো’র রুহের আত্মার মাগফেরাত কামনা করে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।।

  • Hope For Children  ছোটবাড়ি প্রোগ্রাম এর আয়োজনে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

    Hope For Children ছোটবাড়ি প্রোগ্রাম এর আয়োজনে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

    নুরুল ইসলাম (টুকু)
    জেলা প্রতিনিধি,খাগড়াছড়ি।

    বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত “হোপ ফর চিলড্রেন” ছোটবাড়ি প্রোগ্রাম এর আয়োজনে ২৫০ জন রেজিস্টার ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

    (২৪ জানুয়ারি )২০২৫ ইং খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের মারমা সংসদ এলাকায় “হোপ ফর চিলড্রেন” এর অফিসে সকাল ১০ ঘটিকা থেকে এ অনুষ্ঠান শুরু হয়।

    ডিকন কিনারাম ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেভারেন্ড ফাদার লিটন চাকমা,ডায়োসিসান ভিকার, বিলিভার্স ইষ্টার্ণ চার্চ, খাগড়াছড়ি ডায়োসিস।

    এতে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিকন ফাদার শান্তি রঞ্জন ত্রিপুরা, যাজক, সেন্ট থোমা বিলিভার্স ইষ্টার্ন চার্চ, হাপিং পাড়া। স্বপন জ্যোতি ত্রিপুরা, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর, খাগড়াপুর মহিলা কল্যান সমিতি, খাগড়াছড়ি।

    এসময় প্রধান অতিথি বলেন হোপ ফর চিলড্রেন শিক্ষা, স্বাস্থ্য ও কমিউনিটি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে।বাংলাদেশর শিশুদের শিক্ষার হার এগিয়ে নিতে কাজ করছে হোপ ফর চিলড্রেন । তিনি বলেন, শিক্ষার কোন বিকল্প নেই,যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি ততবেশি উন্নত। তিনি আরো বলেন, পাহাড়ের শিক্ষার হার পিছিয়ে রয়েছে, এই পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদেরকে প্রতিবছর শিক্ষা উপকরণ বিতরণ করছে হোপ ফর চিলড্রেন। একটি পরিবারের পাশাপাশি ছাত্র ছাত্রীদেরকে সহায়তা করছে হোপফর চিলড্রেন। সামনের দিন গুলোতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। ছাত্র-ছাত্রীদেরকে সু-শিক্ষিায় শিক্ষিত করতে পারলেই তাদের কাছ থেকে আমরা ভবিষ্যতে ভালো কিছু আশা করতে পারবো।

    এসময় বিভিন্ন এলাকার প্রায় ২৫০ জন ছাত্র-ছাত্রীর মাঝে খাতা,কলম,পেন্সিল, রং পেন্সিল, রাবার,কাটার টিফিন বক্স,পানির বোতল,জ্যামিতি বক্স,ড্রয়িং খাতা,স্কেলসহ ১১ আইটেম এর শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
    শিক্ষা সামগ্রী পেয়ে ছাত্র ছাত্রী অনেক আনন্দিত।

    এতে আরো উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিগন,অভিভাবক, সাংবাদিকসহ হোপ ফর চিলড্রেন ছোটবাড়ি প্রোগ্রাম এর প্রজেক্ট কো অর্ডিনেটর তপন বিকাশ ত্রিপুরা, সিএমভিটি’স রুপাসি চাকমা,সিস্টার প্রিয়াংকা ত্রিপুরা ও সিস্টার সিতা ত্রিপুরা।

  • ময়মনসিংহে মহানগর কৃষকদলের উদ্যোগে কোকোর ১০ম মৃত্যবার্ষিকী পালিত

    ময়মনসিংহে মহানগর কৃষকদলের উদ্যোগে কোকোর ১০ম মৃত্যবার্ষিকী পালিত

    আরিফ রববানী ময়মনসিংহ ।।

    বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম, দোয়া অনুষ্ঠান এবং এতিম বাচ্চাদের মাঝে খাবার বিতরণ করা হয়।

    শুক্রবার (২৪ জানুয়ারী) দুপুরে ময়মনসিংহ মহানগর কৃষকদলের উদ্দ্যোগে সংগঠনের সদস্য সচিব সুলতান আহমেদের আয়োজিত উক্ত আয়োজনে অনুষ্ঠিত দোয়া ও মাহফিলে আরাফাত রহমান কোকো সহ প্রয়াত বি.এন.পি’র প্রতিষ্ঠাতা, গণতন্ত্র পুনরুদ্ধারের রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান সহ, ২০২৪ এর সকল শহীদদের জন্য দেয়া করা হয়। এতে সংক্ষিপ্ত আলোচনায় সকলকে সংযত থেকে জনগণের বন্ধু হয়ে রাজনৈতিক সংখ্যাগরিষ্ঠতা বৃদ্ধি ও দল পরিচালনা করার জন্য আহ্বান জানান মহানগর কৃষকদলের সদস্য সচিব সুলতান আহমেদ।

    এসময় অন্যান্যদের নাঝে উপস্থিত ছিলেন মহানগর কৃষক দল সদস্য উত্তম, হাছান ও কৃষক দল নেতা পাপ্পু, পলাশ, রকি এবং সোহাগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

  • নলছিটির জনসমাবেশ জনসমুদ্রে পরিনত

    নলছিটির জনসমাবেশ জনসমুদ্রে পরিনত

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত, ৩১ দফা বাস্তবায়ন ও বর্তমান দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠির নলছিটি মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২৪ জানুয়ারী (শুক্রবার)  বিকাল ৩ টায় এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

    প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ডের নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হয়। বিকেল ৪টার পরে জনসমাবেশ পরিনত হয় জনসমুদ্রে বিদ্যালয় মাঠ পরিপূর্ণ হলে পুরো পৌরশহরই জনসমাবেশে পরিনত হয়। বিএনপির সাবেক ও বর্তমান দায়িত্বশীল নেতাদের মিলন মেলায় পরিনত হয় সভাস্থল।

    উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জনাব তৌহিদ আলম মান্না এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাইদুল কবির রানা এর সঞ্চালনায় বক্তব্য রাখেন।  জনসমাবেশের প্রধান অতিথি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামাল,বিএনপির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক জনাব মাহাবুবুল হক নান্নু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাবা জীবা আমিনা গাজী, ঝালকাঠি ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য জনাবা ইসরাত সুলতানা ইলেন ভূট্টো,  জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব মোস্তফা কামাল মন্টু, উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান, সদর থানা বিএনপির সভাপতি সরদার এনামুল হক এলিন,

    জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ রবিউল ইসলাম তুহিন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

    প্রধান অতিথির বক্তব্যে জামাল বলেন বাংলাদেশ অনেকবারই পথ হারিয়েছে কিন্ত সংগ্রামী জনগন প্রতিবারই আন্দোলন সংগ্রাম করে পুনরুদ্ধার করেছেন। হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু তাদের দোসরা এদেশে থেকে দেশকে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা করছে তাদের চিহৃিত করে আইনের হাতে সোপর্দ করুন। এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে হুশিয়ারী উচ্চারণ করে বলেন দলের ভিতরে যারা কোন্দল তৈরি করে আজকের সমাবেশের বিরোধিতা করেছেন তারা বিএনপির কেউ না তারা হাসিনার দোসর। ঝালকাঠি জেলা বিএনপি আজকে ঐক্যবদ্ধ কোনো সুযোগ বাদী লোকের জায়গা বিএনপিতে হবে না। যারা দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করবেন বা করছেন তাদেরকে আমরা চিহ্নিত করে ব্যবস্থা গ্রহন করছি এবং করবো। ভবিষ্যতে যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন তাহলে সারাজীবনের জন্য আস্তাকুঁড়ে নিক্ষেপ করা হবে এটা তারেক রহমানের নির্দেশ। 

    এসময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এনামুল হক সাজু, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহবায়ক আজাদুর রহমান খান, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুজন খান সহ আরো অনেকে।

    জনসমাবেশে আরাফাত রহমান কোকো এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

  • ভু-য়া বাদীর মি-থ্যা মামলা ও নিরীহ মানুষকে গ্রে-ফতারের প্রতিবাদে আশুলিয়ায় ছাত্র জনতার মানববন্ধন

    ভু-য়া বাদীর মি-থ্যা মামলা ও নিরীহ মানুষকে গ্রে-ফতারের প্রতিবাদে আশুলিয়ায় ছাত্র জনতার মানববন্ধন

    হেলাল শেখ: ঢাকার শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টির মারুফ হোসেন মুকুল এর নামে মিথ্যা মামলা, অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদ ও তার মুক্তির দাবীতে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল (স্নাতক) মাদ্রাসার ছাত্র-শিক্ষক, কর্মচারী ও স্থানীয় জনতা।

    শুক্রবার (২৪ জানুয়ারী) বাদ জুম্মা আশুলিয়ার শ্রীপুরস্থ তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদ্রাসার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

    মানব বন্ধনে এসময় বক্তারা বলেন, দারুল ইহসান ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি মারুফ হোসেন মুকুল-এর নামে মিথ্যা মামলা করা হতেছে। ওই মামলায় অন্যায়ভাবে তাকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয় ওই মামলায় মাদরাসার বোর্ড অব ট্রাস্টির সদস্য প্রফেসর হেলাল আহমেদকেও আসামী করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

    বক্তারা বলেন, প্রফেসর হেলাল এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকে রয়েছেন এবং তিনি ট্রাস্টির সদস্য। তিনি একজন বৃদ্ধ মানুষ। তার বাড়ি আশুলিয়ার শ্রীপুরে। তাকে উদ্দেশ্যে প্রণোদিতভাবে গত ৯ ডিসেম্বর ২০২৪ সালে উত্তরা থানায় হত্যা মামলা (নং ১৮) তে আসামি করা হয়েছে।

    বক্তারা আরো বলেন, এটা আমাদের বোধগম্য নয় যে, ট্রাস্টির সদস্য হেলাল আহমেদ থাকেন আশুলিয়ায়। আশুলিয়া থেকে এই বৃদ্ধ মানুষটিকে কিভাবে উত্তরা থানায় হত্যা মামলায় জড়ানো হয়েছে। মাদ্রাসার অন্য এক ট্রাস্টি মারুফ হোসেন মুকুলকে একই মামলায় কোন ওয়ারেন্ট ছাড়াই গত ২২শে জানুয়ারী বুধবার আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) অফিস থেকে আশুলিয়া থানা পুলিশ গ্রেফতার করে উত্তরা থানায় প্রেরণ করেন। অথচ তিনি জানেন না যে তার নামে মামলা দেওয়া হয়েছে।

    প্রফেসর হেলাল আহমেদ ও মারুফ হোসেন মুকুলকে যে ভুয়া ও মিথ্যা মামলায় জড়ানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে এই মিথ্যা মামলা থেকে তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দেয়ার দাবী জানান। তা না হলে শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

    উল্লেখ্য, ২০২০ইং সালে তৎকালীন আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক দারুল ইহসান ট্রাস্টের প্রধান কার্যালয় জোরপূর্বক দখল করে তার মেয়েকে একটি অফিস বানিয়ে দেয়। কিন্তু ছাত্র-জনতার বিপ্লবে ৫ই আগস্ট দেশ স্বৈরাচার মুক্ত হলে নানক ও তার কন্যা পালিয়ে যায়। তখন ট্রাস্টের প্রধান কার্যালয় আওয়ামী ফ্যাসিবাদের দখল মুক্ত হয়। ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি কিংবা অন্য কোনো ট্রাস্টির আওয়ামী লীগ কিংবা-এর অঙ্গ সংগঠনের সাথে কোনো সম্পর্ক নেই।

    দারুল ইহসান ট্রাস্টের সহকারী এস্টেট অফিসার মোঃ আসিফুজ্জামান, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থী সহ এলাকার সাধারণ জনতা মানববন্ধন ও বিক্ষোভে অংশগ্রহণ করেন।
    ছাত্র জনতার আন্দোলনে নিহত হওয়ার ঘটনায় যারা ভুয়া বাদী সেজে মামলা করেছে তাদেরকে গ্রেফতার করার দাবী জানিয়েছেন সচেতন মহল।

  • শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম: জেলা প্রশাসক মফিদুল আলম

    শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম: জেলা প্রশাসক মফিদুল আলম

    মোঃ আরিফ রববানী ময়মনসিংহ

    তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে ময়মনসিংহের জেলা প্রশাসক মফিদুল আলম বলেছেন, শারীরিক চর্চা ও মানসিক বিকাশের মাধ্যমে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলাই বর্তমান সরকারের লক্ষ। সেই লক্ষ পুরণে তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

    তিনি বলেন, বর্তমান তরুণ প্রজন্ম ও ছাত্র-ছাত্রীরাই বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য আমরা আশা করব খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে যে বহিঃপ্রকাশ ঘটবে, সেই বহিঃপ্রকাশের মাধ্যমে আমরা একটি সুশৃঙ্খল জাতি ও সুন্দর সমাজ গড়ে তুলতে পারব।

    শুক্রবার (২৩ জানুয়ারি) ময়মনসিংহ সার্কিট হাউসে মাঠে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় আয়োজিত জেলা প্রশাসক গোল্ডকাপ ভলিবল ও কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জেলা প্রশাসক মোঃ মফিদুল আলম। এতে জেলা প্রশাসক গোল্ডকাপ কাবাডি খেলায় মুক্তাগাছা উপজেলাকে ৪০-১৩ পয়েন্টে হারিয়ে ফুলপুর উপজেলা চ্যাম্পিয়ন হয়।

    জেলা প্রশাসক বলেন, একটি সুন্দর ও ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য আজকে যখন ছাত্র-জনতার আন্দেলনে দেশ থেকে স্বৈরাচার মুক্ত করেছে, বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশের মানুষ একটি সুন্দর সমাজ ও একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। যেখানে কোনো অপচেষ্টা, অপরাজনীতি ও বিশৃঙ্খলা থাকবে না।

    অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) কাজিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
    জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

    জেলা প্রশাসক আরো বলেন সুস্থ থাকতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। মাদকাসক্তি থেকে দূরে থাকতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা কোন বিকল্প নেই। এই খেলা গুলোর মাধ্যমে আগামী দিনের জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি হওয়া সম্ভব।

    এসময় অন্যান্যদের মাঝে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও খেলোয়াড় বৃন্দ উপস্থিত ছিলেন।

  • তেঁতুলিয়ায় নাম্বার বিহীন গাছের নিলাম বিজ্ঞপ্তি

    তেঁতুলিয়ায় নাম্বার বিহীন গাছের নিলাম বিজ্ঞপ্তি

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নাম্বার বিহীন গাছ নিলাম বিক্রয়ের দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) উপজেলার ভজনপুর ইউনিয়নের আড়িয়াখুড়ি নামক এলাকায় দুপুর পৌনে ২টায় সরেজমিনে গেলে আড়িয়াখুড়ি পুকুর পাড়ের একটি গাছের গায়েও নাম্বার দেখা যায়নি।

    জানা যায়, ৬নং ভজনপুর ইউনিয়ন পরিষদের মালিকাধীন/নিয়ন্ত্রণাধীন জমিতে(আড়িয়াখুড়ি পুকুর পাড়) রোপনকৃত পরিপক্ক, ঝুকিপূর্ণ ও মরা ইউক্যালিপ্টাস গাছ কর্তনপূর্বক বিক্রয়ের জন্য প্রাপ্ত প্রস্তাব, বন/বিট কর্মকর্তা তেঁতুলিয়া কর্তৃক দাখিলকৃত মূল্য নির্ধারণী প্রতিবেদন এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের গত ২০০৮ সালের অক্টোবর মাসের ২৮ তারিখে স্থাসবি/ইপ/বিবিধ-০৫/২০০৪/১২৬৩(৫০৫০) নং স্বারকে জারিকৃত পরিপত্রের আলোকে এবং গত সালের ডিসেম্বর মাসের ১৯ তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এই নিলাম বিক্রয়ের দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি। পৃথক সংখ্যা ও সরকারি দর উল্লেখ করে ১০০টি ইউক্যালিপ্টাস গাছের ৩লাখ ৬হাজার ২৪১ টাকা ৬০ পয়সা মূল্য নিধারণ করা হয়। দরপত্র সিডিউল বিক্রয়ের তারিখ ও সময় দেয়া হয় ১৬ থেকে ২২ জানুয়ারি এবং দরপত্র দাখিল ও বাক্স খোলার সময় ও তারিখ দেওয়া হয় ২৩ জানুয়ারি দুপুর ২টা ও বিকাল ৩টা।

    সরেজমিনে গিয়ে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, গাছ গুলো প্রায় ১ থেকে দেড় বছর আগে ক্রমিক নম্বর দিয়ে চিহ্নিত করা হয়েছিল। কতগুলো গাছে নাম্বারের চিহ্ন দেওয়া হয়েছিল এমন প্রশ্নে ভিডিও ধারণের সময় নাম প্রকাশে অনিচ্ছিুক এক নারী বলেন, কয়টি গাছে নাম্বারের চিহ্ন আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন।

    উপজেলার ভজনপুর ইউনিয়নের ইউপি সদস্য কাজিম উদ্দিন বলেন, নাম্বার ফেলানো অনেকদিন হয়ে যাওয়ায় চামড়া গজিয়ে নাম্বারগুলো মিশে গেছেন। কতগুলো গাছে নাম্বার ফেলানো হয়েছিল এমন প্রশ্নে তিনি বলেন ১০০টি গাছ।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে রাব্বি বলেন, এ বিষয়ে অভিযোগ আসায় দরপত্র নিলামটি স্থগিত করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • প্রবাসীর স্ত্রী’র রহস্যজনক মৃত্যু আদালতে  মামলা পলা-তক পল্লী চিকিৎসক

    প্রবাসীর স্ত্রী’র রহস্যজনক মৃত্যু আদালতে মামলা পলা-তক পল্লী চিকিৎসক

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহে পরকীয়ার জেরে প্রবাসীর স্ত্রী’র মৃত্যু নিয়ে আদালতে মামলা হয়েছে। মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক মুক্তার শেখ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে ঝিনাইদহের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শৈলকুপা আমলী আদালতের বিচারক ফারুক আযম এ আদেশ দেন। গৃহবধু সোনিয়া খাতুনের মামা শশুর মুক্তার হোসেন বাদি হয়ে মামলাটি করেন। মামলার বিবরণে জানা যায়, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর গ্রামের সৌদি প্রবাসী নিজাম উদ্দিনের স্ত্রী সোনিয়া খাতুন দুই সন্তানকে নিয়ে গ্রামে থাকতেন। চিকিৎসার অজুহাতে ওই বাড়িতে প্রায় আসা যাওয়া করত শৈলকুপার লক্ষণদিয়া গ্রামের পল্লী চিকিৎসক মুক্তার আলী শেখ। নিয়মিত যাতায়াতে সোনিয়া খাতুন ও মুক্তার শেখ অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। ২০২৪ সালের জুলাই মাসে মুক্তার শেখকে আপত্তিকর অবস্থায় আটক করে উত্তম-মাধ্যম দিয়ে তাড়িয়ে দেয় গ্রামবাসি। এদিকে মুক্তার শেখ ঝিনাইদহ শহরের কালিকাপুর এলাকায় একটি বাসা ভাড়া করে দেয় সোনিয়াকে। সেখানে প্রায় কয়েকমাস আসা যাওয়া করত মুক্তার। গত ১৮ জানুয়ারি শনিবার রাতে লম্পট মুক্তার শেখ কালিকাপুরের বাসায় যায়। ভোররাতে সোনিয়াকে রুমের মধ্যে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে সন্তানরা প্রতিবেশীদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। মামলার বাদি মুক্তার হোসেন অভিযোগ করেন, ঘটনার দিন পল্লী চিকিৎসক মুক্তার শেখ কালিকাপুরের বাসায় ছিলো। সোনিয়াকে হত্যা করে রাতেই সে পালিয়ে যায়। পরকীয়া সম্পর্ক না রাখায় মুক্তার শেখ ক্ষুব্ধ হয়ে সোনিয়াকে হত্যা লাশ ঝুলিয়ে রাখে বলে তাদের সন্দেহ। বক্তব্য জানতে পল্লী চিকিৎসক মুক্তার শেখের সাথে কথার চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বাদী পক্ষের আইনজীবী এ্যাড আমিনুর ইসলাম বলেন, আমরা আদালতে অভিযোগ দায়ের করেছি। তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে তিনি মনে করেন।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • ইসলাম ও খেলাফত ধ্বংসকারী  মোয়াবিয়ার বিরুদ্ধে লানত দিবস পালিত

    ইসলাম ও খেলাফত ধ্বংসকারী মোয়াবিয়ার বিরুদ্ধে লানত দিবস পালিত

    শহিদুল ইসলাম,
    বিশেষ প্রতিনিধিঃ

    বিশ্ব সুন্নী আন্দোলন, ঢাকা মহানগর শাখার উদ্যোগে আজ ২২শে রজব, বিশ্ব সুন্নী আন্দোলন দরবার হলে ঈমান দ্বীন বিনাশী মোয়াবিয়াবাদি খারেজি কুফরি প্রতিরোধ এবং প্রাণপ্রিয় আহলে বায়েতের খুনী ও ইসলামের খেলাফত উৎখাতকারী মোনাফেক মোয়াবিয়া ও কাফের এজিদের উপর ঘৃণা ও লানত দিবস পালিত হয়।

    এ উপলক্ষে আয়োজিত সম্মেলনে সভাপতির বক্তব্যে বিশ্ব সুন্নী আন্দোলন এর প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত বলেন, আল্লাহতাআলার হাবীব প্রাণাধিক প্রিয়নবী রাহমাতাল্লিল আলামীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া ও আইয়ামে জাহেলিয়াতের মুলুকিয়তের কঠিন প্রতিরোধ মোকাবিলা করে মহান মকবুল সাহবায়ে কেরাম রাদিআল্লাহু আনহুমের সীমাহীন কষ্টকর ত্যাগ ও উৎসর্গতার বিনিময়ে প্রতিষ্ঠিত ইসলামের আসল ধারা ও মানবতার রাষ্ট্র ও মানবতার বিশ্বব্যবস্থা খেলাফতে ইনসানিয়াত উৎখাত ও ধ্বংস করেছে অভিশপ্ত মোনাফেক মোয়াবিয়া খারেজি চক্র।

    আল্লামা ইমাম হায়াত বলেন, এখনো পর্যন্ত হকের কলেমার তাওহীদ রেসালাত খেলাফত ভিত্তিক চেতনার বিপরীত তথা ইসলামের আসল ধারার বিপরীত কুফরি বস্তুবাদি মুলুকিয়তের ধারা তথা মোয়াবিয়াবাদি খারেজি কুফরিয়াতের ধারাই ইসলামের নামে বা আহলে সুন্নাতের নামে প্রতারণা করে চলছে। কেবলাভূমি আল আরবকে সৌদিআরব ঘোষণা করে কলেমার চেতনার বিপরীত গোত্রবাদি জাতীয়তাবাদি ওয়াবিবাদি স্বৈরদস্যুতন্ত্র মুলুকিয়ত তার অন্যতম প্রমাণ।

    আল্লামা ইমাম হায়াত বলেন, কারবালায় পবিত্র আহলে রাসুল আলাইহিমুস সালামগণের মহান শাহাদাত ছিলো কলেমা কোরআন দ্বীন খেলাফত ও মানবতার বিপরীত বস্তুবাদি মতবাদ ও বস্তুবাদি মুলুকিয়ত স্বৈরদস্যুতন্ত্র মোয়াবিয়াবাদ থেকে কলেমার জীবনকাঠামো ও কলেমার রাষ্ট্রকাঠামো খেলাফতে ইনসানিয়াত তথা ইসলাম ও মানবতার আসল ধারা রক্ষার মহান শাহাদাত।

    আল্লামা ইমাম হায়াত বলেন, কোরআনুল করীম ও হাদিস শরীফে ঘোষিত ঈমানের মানদন্ড ও দ্বীনের প্রাণ দ্বীনের আসল ধারার কেন্দ্র নুরে রেসালাত আহলে রাসুল আলাইহিমুস সালামের খুনি সাহাবি দূরের কথা মুসলিমও হতে পারেনা এটাই ঈমানী আকিদা যার ভিত্তি কোরআনুল করীম ও হাদিস শরীফ।

    তিনি বলেন, হকের মানদন্ড পবিত্র আহলে রাসুল আলাইহিমুস সালামগণের দুশমন আল্লাহ ও তাঁর প্রিয়তম হাবীব প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন। আল্লাহতাআলার হাবীবের দুশমন সাহাবি হতে পারেনা।

    তিনি বলেন, হকের কোনো ইমাম মোয়াবিয়াকে সাহাবি বলতে পারেননা, কারন প্রাণাধিক প্রিয়নবী হজরত আম্মার বিন ইয়াসির রাদিআল্লাহু আনহুর শাহাদাতের হাদিস শরীফে মোয়াবিয়াকে খুনি বাগী ও জাহান্নামি বলেছেন ।

    তিনি বলেন, মোয়াবিয়া হক হলে এজিদও হক সাব্যস্ত হয় কারন এজিদ মোয়াবিয়ার অবৈধ মনোনীত। মোয়াবিয়াকে সাহাবি বলা হলে কোরআনুল করীম ও হাদিস শরীফের যেমন বিপরীত হয় তেমনি আহলে রাসুল আলাইহিমুস সালাম ঈমানের অংশ হিসেবে অস্বীকার হয় এবং খেলাফত অস্বীকার হয়ে মুলুকিয়ত বৈধতা দেয়া হয় যা চরম কুফর।

    তিনি বলেন, হাদিস শরীফে হকের দুশমন মোনাফেক বাতিল বাগী জাহান্নামি ঘোষিত খারেজি কুফরিয়াতের ধারা ই হকের দুশমন মোনাফেক মোয়াবিয়াকে হকের সাহাবি ও আল্লাহ তার কুফর খুন জুলুম মুলুকিয়তের উপর রাজি খুশি সন্তুষ্ট আছেন তথা রাদিআল্লাহু আনহু বলে কুফরি করে।

    তিনি বলেন, আল্লাহতাআলা ও প্রাণাধিক প্রিয়নবীর মনোনীত ও ঘোষিত ঈমান দ্বীন মিল্লাতের মাওলা হজরত মাওলা আলী রাদিআল্লাহু আনহুকে খোতবায় লাআনত দেয় গালি দেয়ার মাধ্যমেও হাদিস শরীফে ঘোষিত অভিশপ্ত মোনাফেক হিসেবে মোয়াবিয়া প্রমাণিত ।

    তিনি বলেন, মোয়াবিয়ার পক্ষ মানেই ঈমান- দ্বীন- খেলাফত- কলেমা- কোরআনুল করীম ও হাদিস শরীফের বিপরীত পক্ষ।

    তিনি বলেন, মোয়াবিয়াবাদি খারেজি মোনাফেকি কুফরি ধারা থেকে মুক্ত না হলে কেউ আসল ইসলাম খুঁজে পাবে না।

    তিনি বলেন, মোয়াবিয়াবাদি খারেজি কুফরিয়াত থেকে মুক্ত হলে আসল ইসলাম আবার পূণরুজ্জীবিত ও বিজয়ী হবে।

    তিনি বলেন, সব বাতিল মোনাফেকি ফেরকার মূলে আছে মোয়াবিয়াবাদি খারেজি কুফরিয়াত।

    তিনি বলেন, মুসলিম মিল্লাতের পতন ও পরাজয় এবং সকল দুর্দশা ও সকল সংকটের মূলে আছে মোয়াবিয়াবাদি খারেজি মোনাফেকি কুফরিয়াতের ধারা।

    তিনি বলেন, বাগী মোনাফেক মোয়াবিয়াকে যতক্ষণ কেউ সাহাবি বা মুসলিম মনে করবে ততক্ষণ সে হক ও বাতিল বুঝতে পারবেনা এবং কলেমা পড়েও মুসলিম দাবি করেও ঈমানহীন এলেমহীন হয়ে কুফরির আঁধারে নিমজ্জিত থাকবে।

    পরিশেষে আল্লামা ইমাম হায়াত বলেন, মোয়াবিয়া এজিদ বিরোধী হওয়া ঈমানী অস্তিত্বের প্রশ্নাতীত বিষয়। তবে ঈমানী আকিদা এবং দ্বীন খেলাফত জীবন ও ইনসানিয়াতের বিপরীত হয়ে এবং বস্তুবাদ মুলুকিয়তের সমর্থক হয়ে শুধু মোয়াবিয়া এজিদ বিরোধী হলেও আসল ইসলাম হবে না।

  • বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক পদপ্রার্থী হলেন সোহেল রানা

    বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক পদপ্রার্থী হলেন সোহেল রানা

    শেখ তৈয়ব আলী খুলনা।

    বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ এর ১ম জাতীয় কাউন্সিলের তারিখ আগামী ০৭ ফেব্রুয়ারি ২০২৫।উক্ত কাউন্সিলকে সামনে রেখে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা।ইতিমধ্যই  কাউন্সিল তারিখ ঘোষণার করা হয়েছে, ঘোষণা করার সাথে সাথে কাউন্সিলরদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন পদপ্রার্থীরা।সার্বিক বিষয়ে কথা হয় সাধারণ সম্পাদক পদপ্রার্থী সোহেল রানা সম্পকের সঙ্গে, তিনি বলেন-বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ জন্য সৎ ,পরিশ্রমী, কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সময় দেয় , নিজের জেলায় কমিটি দিয়েছে এমন যোগ্য নেতৃত্ব এখন সময়ের দাবি। আমি ৫ জুলাই এর পরের কর্মী নই, ছাত্র অধিকার পরিষদ থেকে সততার সঙ্গে রাজনীতি করে যোগ্যতার পরিচয় দিয়েছে। পল্টন থানার সমন্বয়ক এর দায়িত্ব পালন করেছে। বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছে। বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে ফ্যাসিস্ট হাসিনার আমলে নিয়মিত রাজপথে ছিলাম। নিজ হাতে লিখে জেলা কমিটি দিয়েছি। সততা ও নিষ্ঠার সাথে নিয়মিত দায়িত্ব পালন করেছেন।নিজের কাছে আপনি যোগ্য প্রার্থী কিনা; এমন প্রশ্নের জবাবে সোহেল রানা সম্পদ বলেন, ‘বর্তমানে শ্রমিক রাজনৈতিক প্রেক্ষাপটে দেশবাসী ও ৭কোটি ৩৪ লাখ শ্রমিক শ্রেণীর মানুষ যেমন ব্যক্তিত্ব খুঁজছেন; আমি মনে করি প্রতিটি ক্ষেত্রেই আমি যোগ্য।সাধারণ সম্পাদক মনোনীত হলে আপনার পরিকল্পনা কী; জানতে চাইলে তিনি বলেন- এতো দিন আমরা শুধু আন্দোলন ভিত্তিক শ্রমিক রাজনীতিতে ছিলাম , আমরা মাত্র শ্রমিক রাজনীতির ট্রেড ইউনিয়ন জগতে প্রবেশ করেছি। আমরা ১ টি ট্রেড ইউনিয়ন গঠন করেছি আরও ৬৩ জেলায় ৬৩ টি ট্রেড ইউনিয়ন গঠনের টার্গেট নিয়েছি। তৃণমূলের সহযোগিতায় আগামী ১লা মে এর আগে ৬৩ টি ট্রেড ইউনিয়ন গঠন করার টার্গেট নিয়েছি।প্রকৃত তৃণমূলের শ্রমিক নেতাকর্মীদের প্রাধান্য দিতে চাই।প্রবাসী শ্রমিকদের নিয়ে যা করা প্রয়োজন তার সর্বোচ্চটা করতে চাই। নেতৃত্ব নির্বাচনে গত ফ্যাসিস্ট আমালে, দলের দুঃসময়ে যারা কেন্দ্রীয় ও জেলা মহানগর পর্যায়ে যারা দায়িত্বে ছিলো এখন দলের সুসময়ে তারা আর একবার দায়িত্ব পালন করুক এটা আমি চাই।সোহেল রানা সম্পদ বলেন- প্রায় ৫ বছরেরও বেশি দীর্ঘ রাজনৈতিক জীবন। একটা দিন একটা মুহুর্তও দলের সিদ্ধান্তের বাহিরে যাইনি। ফেসবুক নেগেটিভ পোস্ট করেছি এমন রেকর্ড নাই। মুদি বিরোধী আন্দোলনে সাহসী ভূমিকা রেখেছি। নিজের জীবন বাজি রেখে ২৮ অক্টোবর ৫ আগষ্ট ফ্যাসিস্ট হাসিনার তান্ডবের বিরুদ্ধে রুখে দাড়িয়েছি। নিজ নির্বাচনী আসন কুমিল্লা-০২ (হোমনা-মেঘনা) শহীদ মিনারে ফুল দিতে গিয়ে অন্যায়ভাবে পুলিশের হাতে থানায় আটক হয়েছি। গণ অধিকার পরিষদ এর দুঃস্বময়ে প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে ভূমিকা রেখেছি। এখনও দলকে সু-সংগঠিত করতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি।জানা যায়, কুমিল্লা হোমনা উপজেলায় ফতেরকান্দি গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম নিয়েছিলেন তিনি। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সমন্বয়ক হিসেবে প্রথম রাজনীতিতে পদবী পান। তারপর যুব অধিকার পরিষদ এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক দায়িত্ব পালন করেন। তারপর বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক কর্মকান্ডে রাখছেন অভাবনীয় ভূমিকা।তিনি বাঁধন(স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) সরকারি তিতুমীর কলেজ ইউনিটেরসাধারন সম্পাদক ও সভাপতি ছিলেন । বাঁধন,ঢাকা সিটি জোনের উপদেষ্টাও ছিলেন।