August 7, 2025, 10:32 pm
নুরুল ইসলাম (টুকু)
জেলা প্রতিনিধি,খাগড়াছড়ি।
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত “হোপ ফর চিলড্রেন” ছোটবাড়ি প্রোগ্রাম এর আয়োজনে ২৫০ জন রেজিস্টার ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
(২৪ জানুয়ারি )২০২৫ ইং খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের মারমা সংসদ এলাকায় “হোপ ফর চিলড্রেন” এর অফিসে সকাল ১০ ঘটিকা থেকে এ অনুষ্ঠান শুরু হয়।
ডিকন কিনারাম ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেভারেন্ড ফাদার লিটন চাকমা,ডায়োসিসান ভিকার, বিলিভার্স ইষ্টার্ণ চার্চ, খাগড়াছড়ি ডায়োসিস।
এতে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিকন ফাদার শান্তি রঞ্জন ত্রিপুরা, যাজক, সেন্ট থোমা বিলিভার্স ইষ্টার্ন চার্চ, হাপিং পাড়া। স্বপন জ্যোতি ত্রিপুরা, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর, খাগড়াপুর মহিলা কল্যান সমিতি, খাগড়াছড়ি।
এসময় প্রধান অতিথি বলেন হোপ ফর চিলড্রেন শিক্ষা, স্বাস্থ্য ও কমিউনিটি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে।বাংলাদেশর শিশুদের শিক্ষার হার এগিয়ে নিতে কাজ করছে হোপ ফর চিলড্রেন । তিনি বলেন, শিক্ষার কোন বিকল্প নেই,যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি ততবেশি উন্নত। তিনি আরো বলেন, পাহাড়ের শিক্ষার হার পিছিয়ে রয়েছে, এই পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদেরকে প্রতিবছর শিক্ষা উপকরণ বিতরণ করছে হোপ ফর চিলড্রেন। একটি পরিবারের পাশাপাশি ছাত্র ছাত্রীদেরকে সহায়তা করছে হোপফর চিলড্রেন। সামনের দিন গুলোতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। ছাত্র-ছাত্রীদেরকে সু-শিক্ষিায় শিক্ষিত করতে পারলেই তাদের কাছ থেকে আমরা ভবিষ্যতে ভালো কিছু আশা করতে পারবো।
এসময় বিভিন্ন এলাকার প্রায় ২৫০ জন ছাত্র-ছাত্রীর মাঝে খাতা,কলম,পেন্সিল, রং পেন্সিল, রাবার,কাটার টিফিন বক্স,পানির বোতল,জ্যামিতি বক্স,ড্রয়িং খাতা,স্কেলসহ ১১ আইটেম এর শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষা সামগ্রী পেয়ে ছাত্র ছাত্রী অনেক আনন্দিত।
এতে আরো উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিগন,অভিভাবক, সাংবাদিকসহ হোপ ফর চিলড্রেন ছোটবাড়ি প্রোগ্রাম এর প্রজেক্ট কো অর্ডিনেটর তপন বিকাশ ত্রিপুরা, সিএমভিটি’স রুপাসি চাকমা,সিস্টার প্রিয়াংকা ত্রিপুরা ও সিস্টার সিতা ত্রিপুরা।