Blog

  • মুন্সীগঞ্জে খামারির ১১টি ভেড়া কুপিয়ে হত্যা 

    মুন্সীগঞ্জে খামারির ১১টি ভেড়া কুপিয়ে হত্যা 

    লিটন মাহমুদ,
    মুন্সীগঞ্জ প্রতিনিধি

    মুন্সীগঞ্জের মিরকাদিমে বিসমিল্লাহ ডেইরি এন্ড ভি ফ্যাটেনিং নামে একটি খামারে কুপিয়ে ও গলায় তার পেঁচিয়ে ১১টি ভেড়া হত্যা করেছে দুর্বৃত্তরা। 

    শনিবার (২৬ জানুয়ারি) রাতের কোনো এক সময় মিরকাদিম পৌরসভার চন্দনতলা গ্রামে এ ঘটনা ঘটে।

    বিসমিল্লাহ ডেইরির শ্রমিক মামুন জানান, বেশ কয়েকদিন ধরে এলাকার কয়েকজন মাদকসেবী খামারে ঢুকে মাদক সেবন করে আসছে। তাদের মধ্যে চব্দনতলা গ্রামের খালেক মিয়ার ছেলে লিখনও ছিল। তাদেরকে নিষেধ করার পর তিন-চার দিন ধরে আর আসেনি। আজকে সকালে ভেড়াকে খাবার খাওয়াতে গিয়ে ১১টি ভেড়া রক্তাক্ত-মৃত অবস্থায় পাওয়া যায়।

    খামার মালিক মোহাম্মদ আশিক বলেন, “শ্রমিকের মাধ্যমে জানতে পারি আমার খামারের ১১টি ভেড়া মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এর মধ্যে তিনটা ভেড়ার বাচ্চা পেটে আছে। আমার খামারে গরু-ছাগল ও মাছের পাশাপাশি ভেড়াও পালন করি। আমার সাথে কারো কোনো শত্রুতা ছিল না। কে বা কারা করেছে সেটাও জানি না। যারা এই অমানবিক কাজ করেছে আমি তাদের বিচার চাই।”

    মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মোর্শেদ উদ্দিন আহমেদ বলেন, “কয়েকটি ভেড়া কুপিয়ে মারা হয়েছে। বেশ কয়েকটি ভেড়াকে লিকুইড পদার্থ পুশ করে মারা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
    খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাতিমারা পুলিশ ফাঁড়ি ইনচার্জ আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, “একটি ঘরের মধ্যে ১১টি ভেড়া মরে পড়ে ছিল। মনে হচ্ছে শত্রুতা করে মেরে ফেলা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

  • পঞ্চগড় জেলা প্রশাসকের আশ্বাসে আদালত চত্বর ছাড়ল বৈষম্যবিরোধীরা

    পঞ্চগড় জেলা প্রশাসকের আশ্বাসে আদালত চত্বর ছাড়ল বৈষম্যবিরোধীরা

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় জেলা প্রতিনিধি : অনিয়ম, ঘুষ বাণিজ্য এবং ফ্যাসিস্ট আওয়ামী প্রীতি মনোভাবের অভিযোগ তুলে চার বিচারকের অপসারণের দাবিতে জেলা জজ কোর্ট ঘেরাও এবং রাস্তা অবরোধ করেছে পঞ্চগড়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

    রোববার (২৬ জানুয়ারি) বেলা সোয়া দুইটায় আদালতের সকল ফটকে তালা দিয়ে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক অবরোধ করে তারা। পরে রাত ৮ টায় জেলা প্রশাসকের আশ্বাসের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে আন্দোলনকারীরা।

    অভিযুক্ত ওই বিচারকরা হলেন- পঞ্চগড়ে সিনিয়র জেলা ও দায়রা জজ গোলাম ফারুক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মন্ডল, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকী।

    গত বুধবার দুপুরে জেলা ও দায়রা জজসহ চার বিচারকের অপসারণের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ ও সমাবেশ করে তারা। ওই দিন বিক্ষোভে এই চার বিচারককে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের সময়সীমা বেঁধে দেন আন্দোলনকারীরা। বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ায় আজ আন্দোলন কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা।

    এসময় আদালত চত্বরের ভেতরে থাকা বিচারপ্রার্থী, আইনজীবীসহ আদালত–সংশ্লিষ্ট লোকজন বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত আটকা ছিলেন।

    পরে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে জেলা প্রশাসক মো. সাবেত আলী আদালত চত্বরে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, সরকারি সিদ্ধান্ত হতে কিছুটা সময় লাগে। তবে প্রক্রিয়া শুরু হয়েছে। সিদ্ধান্তটা আইন মন্ত্রণালয়ে সামারি হয়ে মাননীয় প্রধান বিচারপতির কাছে যায়। সিদ্ধান্ত হলো, অভিযোগ ওঠা চারজন বিচারক আগামীকাল থেকে পঞ্চগড় আদালতে কোনো বিচারকাজ করবেন না এবং তাঁরা এখান থেকে চলে যাবেন। আর আপনাদের যেসব অভিযোগ রয়েছে, তা লিখিত আকারে আমার কাছে দেবেন, আমি সেগুলো মাননীয় প্রধান বিচারপতির কাছে পাঠাব। জেলা প্রশাসকের ঘোষণার পর আন্দোলনকারীরা আদালত চত্বর ত্যাগ করেন।

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় জেলা প্রতিনিধি

  • লালমনিরহাট সাহিত্য-সংস্কৃতি সংসদ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী

    লালমনিরহাট সাহিত্য-সংস্কৃতি সংসদ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাট সাহিত্য-সংস্কৃতি সংসদ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৫ জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা স্পার-২ তে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার শতাধিক সাহিত্য-সাংস্কৃতিক অনুরাগী ও গুণী মানুষ অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ অনুষ্ঠানে ছড়া ও কবিতা আবৃত্তি, গান, পালাগান পরিবেশন করেন অনেকেই। আনন্দমূখর পরিবেশে গুণীজন সম্মাননা, সংগঠনের ৫ম প্রকাশনা সংকলন গ্রন্থ ‘স্ফুরণ’ এর মোড়ক উন্মোচন এবং নতুন কমিটি ঘোষণা করা হয়। 

    এতে ২০২৪ জুলাই-আগষ্টের ছাত্র জনতার অভ্যুত্থানে লালমনিরহাট জেলার প্রথম শহীদ মিরাজ খান ও রংপুরের শহীদ আবু সাঈদসহ দেশ বিনির্মাণে আত্মোৎসর্গকারী সকলকে উৎসর্গ করা হয়েছে। ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক ড. মো. হাসানুজ্জামান জুয়েল, কবি হাই হাফিজ, মঞ্জুরুল হক, আতাউর মালেক, মুসতাক মুকুল, সহযোগী অধ্যাপক শফিকুর রহমান, আনিছুর রহমান লাডলা, খান মুজাহিদ, ইরশাদ জামিল, আই টি এম অন্তর, নাজিরা পারভীন, জুলফিকার আরাফাত পরশ, জান্নাতুল ফেরদৌস শিল্পী, আব্দুস সালাম, ইয়ামিন বসুনিয়া, আব্দুল লতিফ সরকার, সাহিদুল আমিন দুলাল, আঃ লতিফ মৃধা, ছড়াকার শ. ম. শহীদ, ইব্রাহিম সরদার,  তহমিনা বেগম ইলা, আহেদুল ইসলাম আদেল, ডা. মো. আজমল হক,  নিরব রায়হান, জেসমিন খুশি, ঈশা শাহীন, আশরাফুল ইসলাম, তরণী কান্ত অধিকারী, গোলাপ হোসেন রতন, মাহবুবার রহমান, মোঃ আনোয়ার সাদাত পাটোয়ারী, ফেরদৌস আহমেদ কোয়েল, নুরন্নবী, মেরিনা সুলতানা সম্পা, জেসমিন নাহার, শাহনাজ পারভীন, দিগন্ত আহমেদ, আসমাউল হুসনা, আসমাউল হুরায়রা, মিজানুর রহমান মিলন, ইসমত আরা, মনিরুজ্জামান, সিরাজুন মনিরা, মুকুল দাস, জাহাঙ্গীর হোসেন, সরমিন বীথি, আজমেরী পারউইন লাবনী, আনাজিরা জাহান, ড. রুমা রায়, সাহানারা বেগম, আজিজুর রহমান, সৈয়দ মূলক চাঁদ সবুজ, মোকলেছার রহমান খান, তাসনিম আহমেদ নির্ঝর, ডালিম কুমার প্রমূখ। নতুন কমিটির সভাপতি আতাউর মালেক ও সাধারণ সম্পাদক হিসেবে সরমিন বীথির নাম অনুমোদন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সংগঠনের সহসভাপতি ইরশাদ জামিল। লাকী কুপন ড্র এবং সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

    হাসমত উল্লাহ।।

  • বাবুগঞ্জে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে একই কার্ড একাধিকবার বিতরণে স্হানীয় ও সচেতন মহলে সমোলচনার ঝড়

    বাবুগঞ্জে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে একই কার্ড একাধিকবার বিতরণে স্হানীয় ও সচেতন মহলে সমোলচনার ঝড়

    কে এম সোহেব জুয়েল ঃ বাবুগঞ্জে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নিমন্ত্রণের কার্ড একাধিকবার বিতরণ করায় সচেতন মহল শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক সমালোচনার ঝড় লক্ষ্য করা গেছে।

    ঘটনাটি ঘটেছে বাবুগঞ্জে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে।

    নিমন্ত্রন কার্ড সুত্রে জানা গেছে ২৮ ও ২৯ জানুয়ারি ২০২৫ ইং আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এই আয়োজন উপলক্ষে অতিথিদের মাঝে একই কার্ড একাধিকবার ছাপিয়ে বিতরণ করায় হতশায় যেমনি পরছেন অভিভাবক ও অতিথি বৃন্দরা, তেমনি তারা মনে করছেন একাধিকবার কার্ড ছাপিয়ে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্হ হচ্ছেন স্কুল কর্তৃপক্ষ আর এর প্রভাব বিস্তার করে আসছে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের এমনটাই মনে করছেন তারা।

    এ বিষয় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমানের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, ইচ্ছে করে আমরা করি নাই। তা হলে কেন একাধিকবার কার্ড ছাপিয়ে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্হ হচ্ছেন এর প্রভাব কি শিক্ষক অভিভাবকদের উপর পরছেনা ? এ প্রশ্নের উত্তরে তিনি সদ উত্তর না দিয়ে তার ব্যাস্হ সময় দেখিয়ে ফোন কেটে দিলেন প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান।

    তবে নিমন্ত্রণি প্রথম বাড়ের বিতরনি কার্ডে বিশেষ অতিথি হিসেবে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আবদুল মালেক শিকদার,ইউনিয়ন সাবেক সদস্য সচিব মোঃ ছিদ্দিকুর রহমান মামুন, মোঃ দেলোয়ার হোসেন সাঈদ, সাবেক সভাপতি কৃষক দল বাবুগঞ্জ উপজেলা, মোঃ মাকসুদ মৃধার নাম দেখা গেলেও দ্বিতীয় বারের নিমন্ত্রনী কার্ডে তাদের নাম লক্ষ্য করা যায় নাই।

    অপরদিকে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠি, সাহাজিরা, সিঙ্গা, মজিষা গ্রামের একাধিক শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষানুরাগী সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন, অন্যাণ্য এলাকার চেয়ে ওই বিদ্যালয়ে তাদের শিক্ষার্থীর সংখ্যা বেশি বলে দাবি জানিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, কার্ডে তাদের এলাকার কেউর নাম না লিখে আগরপুরের ব্যক্তি বিশেষ লোকদের কার্ডে নাম প্রকাশ করা হয়েছে এখানেও স্বেচ্ছাচারিতা ও স্বার্থপরায়নতা দেখিয়েছেন স্কুল কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছেন তারা। তবে এ সকল হিংসাত্মক চিন্তাধারা থেকে বেড়িয়ে আসতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহলের লোকজন।

  • ধামইরহাটে বন বিভাগের “স্থানীয় পর্যায়ের কর্মশালা” অনুষ্ঠিত

    ধামইরহাটে বন বিভাগের “স্থানীয় পর্যায়ের কর্মশালা” অনুষ্ঠিত

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ধামইরহাটে “সামাজিক বনায়নের মাধ্যমে রাজশাহী বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ সমীক্ষা “স্থানীয় পর্যায়ের কর্মশালা ” অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে আইএমইডি পরিকল্পনা মন্ত্রণালয় ও ট্রেইনিং ম্যানেজমেন্ট কনসালটেন্ট ইন্টারন্যাশনাল এর আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএমইডি প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর ৮ এর মহাপরিচালক শাহাদাত হোসাইন, পরিচালক কামাল হোসেন তালুকদার,  উপ পরিচালক সোহেল মারুফ। কর্মশালার সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক ও বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ। কর্মশালার শুরুতেই প্রকল্প পরিচালক রফিকুজ্জামান শাহ প্রকল্পের পরিকল্পনা, বাস্তবায়ন এবং ফলাফল ইত্যাদি সুদূর প্রসারী ভাবনা উপস্থিত সকলের সামনে উপস্থাপন করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, “পরিবেশ রক্ষায় জনস্বার্থে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মানুষের জীবন, জীবিকা এবং জনস্বার্থ এই প্রকল্পের সঙ্গে নিবিড়ভাবে সংযুক্ত। প্রত্যেকের সহযোগিতায় এই প্রকল্পের কার্যক্রম সফল হতে পারে। ” কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান, পাইকবান্ধা রেঞ্জ কর্মকর্তা ফরহাদ জাহান লিটন, বনবিট কর্মকর্তা আনিসুর রহমান। বন ও পরিবেশ সুরক্ষায় মতামত ব্যক্ত করেন ১ নং ধামইরহাট ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, আজমল হোসেন শাহান চৌধুরী, নারী নেত্রী বেলী খাতুন, বৈষম্য বিরোধী ছাত্রনেতা আলমগীর হোসেন আরাফ,  উপকারভোগী মহেশ পাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক, সাংবাদিক আবু মুসা স্বপন, সাংবাদিক নাজমুল হক।

    আবুল বয়ান ।

  • একজন ইউএনও  রোকনুজ্জামানের কারনে বদলে যাচ্ছে পাথরঘাটার সামগ্রিক চিত্র

    একজন ইউএনও  রোকনুজ্জামানের কারনে বদলে যাচ্ছে পাথরঘাটার সামগ্রিক চিত্র

    অমল তালুকদার, পাথরঘাটা (প্রতিনিধি) প্রতিনিধি: বরগুনার একটি জনগুরুত্বপূর্ণ উপজেলা এবং পৌরসভা পাথরঘাটা। আর এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রোকনুজ্জামান খান এর কর্মদক্ষতায় প্রতি দিন-ই এখন  বদলে যাচ্ছে পাথরঘাটার সামগ্রিক চিত্র । দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক মাসের ব্যবধানে বদলে গেছে পাথরঘাটা শহরের যানজট ও সড়কে চলাচলে পৌর নাগরিকদের ভোগান্তি। ইউএনও একই সঙ্গে পাথরঘাটা পৌরসভার প্রশাসক ও পাথরঘাটা উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে কাজ করে পৌরসভা ও উপজেলার অত্যন্ত গ্রামকেও তিনি নতুনভাবে সাজিয়েছেন।

    এতে অবকাঠামো উন্নয়নসহ সার্বিক কর্মকান্ডে ফিরে এসেছে স্বচ্ছতা ও গতিশীলতা। ইউএনও তৎপরতায় স্থানীয় ইউনিয়ন পরিষদে জনসেবার মানও বেড়েছে। প্রশাসনিক কাঠামো হয়েছে অত্যন্ত শক্তিশালী। সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের কর্মকান্ডে বেড়েছে স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা। দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির বেড়াজাল থেকে বের হয়ে পাথরঘাটা পৌরসভা ও পাথরঘাটা উপজেলা পরিষদকে মডেল উপজেলা পরিষদ ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে তিনি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

    পাথরঘাটা ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রোকনুজ্জামান খান ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর পাথরঘাটায় যোগদান করেন। গত ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পাথরঘাটা উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে ২০২৪ সালের ১৮ আগষ্ট দায়িত্ব পান। এর প্রায় একমাস পর ওই বছরের ২৫ সেপ্টেম্বর পাথরঘাটা পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পান।

    পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি আমিন সোহেল বলেন, ইউএনও রোকনুজ্জামান খান  ইউএনও পদের পাশাপাশি পাথরঘাটা উপজেলা পরিষদের প্রশাসক ও পাথরঘাটা পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন। এতে পৌর নাগরিকদের দীর্ঘদিনের ভোগান্তি যেমন কমেছে তেমনি শহরে শৃঙ্খলা ফিরে এসেছে।  পাশাপাশি গ্রামগঞ্জ ও ছোট ছোট হাটবাজারে মানুষের ভোগান্তি কমিয়ে আনা হয়েছে। এছাড়াও পাথরঘাটা পৌরসভার সামনের পুকুরটিতে সৌন্দর্য বর্ধন করে চিত্ত বিনোদনের আকর্ষণীয় স্পট তৈরি করা হয়েছে। যেখানে প্রতিদিন বিকাল থেকে রাত অবদি মানুষের ভীড় লেগেই থাকে। এ সময় পুকুরের চারপাশে শিশুসহ নারী পুরুষরা পরিবার নিয়ে ঘুরতে আসেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, পাথরঘাটা পৌরসভার ও পাথরঘাটা উপজেলার সকল অফিসের সেবার ব্যাপারে তিনি খুব সোচ্চার থাকেন এবং সকল বিভাগের সাথে সুন্দর সমন্বয় সাধন করেন। প্রত্যেক বিভাগের কর্মকর্তাদের নিকট তিনি অত্যন্ত জনপ্রিয়। তিনি বিভিন্ন শিক্ষাবান্ধব কর্মকান্ডের জন্য সকল পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থীরা তাকে খুবই পছন্দ করেন। তার কর্মকান্ডে শিক্ষায় এসেছে ব্যাপক গতিশীলতা। তার অফিসের সেবার দরজা সবসময় সবার জন্য উন্মুক্ত থাকে।

    পাথরঘাটা পৌরসভার তথ্য অনুসারে, পৌর প্রশাসক নিয়োগ হওয়ার সাথে সাথেই দুই সপ্তাহ ব্যাপী পৌর কর মেলায় আদায় হয়েছে ১ কোটি ২২ লাখ টাকার রাজস্ব। দায়িত্ব গ্রহণের ১০০দিনে রাজস্ব আয় হয়েছে ২কোটি ২১লক্ষ টাকা। পৌর এলাকায় পর্যটক, সাধারণ মানুষ ও সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তার জন্য সার্ভার রুম স্থাপন করে ৪৮টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ৩১টি ক্ষতিগ্রস্থ রাস্তাকে চলাচল উপযোগী করা, ২০১৮সালের টেন্ডারকৃত অসমাপ্ত রাস্তার কাজ সম্পন্ন করার জন্য কাজ শুরু করে ৩টি কাজ ইতোমধ্যে সম্পন্ন করা এবং নতুন ৩টি রাস্তার কাজও শুরু করেছেন। ৬টি পাম্প মেরামত করে পৌরবাসীর জন্য নিরবচ্ছিন্ন পানি সেবা দিয়ে যাচ্ছেন। মসক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে প্রায় প্রতিদিন। উদ্যোক্তাদের জন্য ফাস্টফুড মার্কেট তৈরি করেছেন। পৌরবাসীর আর্থিক লেনদেনে ভোগান্তি দূর করতে স্থাপন করা হয়েছে পৌর ভবনে একটি এনআরবিসি ব্যাংক বুথ। এছাড়া পৌরসভার সকল কার্যক্রমসহ সনদপত্র, ওয়ারিশ সার্টিফিকেট ও সকল লাইসেন্সে ডিজিটাল ব্যবস্থাপনায় আনা হয়েছে।

    পাথরঘাটা উপজেলা পরিষদের তথ্য অনুসারে, পাথরঘাটা উপজেলা এলাকায় ৩০ বছরের নিখোঁজ ১৮৮ জেলে ও সিডরের ৩৪৯ জন নিহতের স্মৃতিফলক স্থাপন করা, আবাসনের মধ্যে বসবাসরত ৪৪৯ পরিবারের জন্য এনএসএস এর মাধ্যমে বিশুদ্ধ পানির ব্যবস্থা, উপজেলা পরিষদ মাঠে মুক্ত মঞ্চে স্থাপন, উপজেলা পরিষদ মাঠে হেলিপ্যাড, হরিণঘাটাকে পর্যটন হিসেবে পরিচয় করতে নতুন নতুন পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন এবং পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরে লেগেছে আধুনিকতার ছোঁয়া।

    পাথরঘাটার স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রত্যায়’ এর সভাপতি মেহেদী সিকদার বলেন, এ কর্মকর্তার মনমানসিকতা অনেক ভালো। স্বেচ্ছাসেবী সংগঠন ও কর্মীদের নিয়ে পাথরঘাটার বিভিন্ন গরীব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন তিনি। তাই একদিকে যেমন তিনি মানবিক ব্যক্তিত্বসম্পন্ন অপরদিকে তিনি প্রচন্ড রকমের কর্মঠ মানুষ। তাই সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন ধরনের কাজ করে তিনি পাথরঘাটা উপজেলায় ব্যাপক পরিচিতি পেয়েছেন। একই সঙ্গে তার কার্যক্রমের পাথরঘাটা বদলে যাচ্ছে।

    এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রোকনুজ্জামান খান বলেন, ইউএনও এর পাশাপাশি পাথরঘাটা উপজেলা পরিষদের প্রশাসক ও পাথরঘাটা পৌরসভার প্রশাসকের দায়িত্ব পেয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। পৌর নাগরিকসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী ও সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় তৃণমূল পর্যায় কাজ করতে সহজ হয়েছে। তাছাড়া দীর্ঘদিনের অনিয়মকে শৃঙ্খলায় ফিরিয়ে আনা ও মানুষের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছি। তবে পর্যটন বান্ধব ও মৎস্য সম্পদের ওপর নির্ভরশীল এ উপজেলায় কাজ করার অপার সম্ভাবনা রয়েছে। যা উন্নয়ন পরিকল্পনায় অগ্রাধিকার দেয়া প্রয়োজন।

    পাথরঘাটা, বরগুনা ।

  • শেরেবাংলা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মোঃ সেলিম আহমেদ

    শেরেবাংলা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মোঃ সেলিম আহমেদ

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর শেরেবাংলা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যাবসায়ী, সমাজ সেবক ও রাজনীতিবিদ মোঃ সেলিম আহমেদ। এ উপলক্ষে ২৬ জানুয়ারী রবিবার বেলা ২ টায় বিদ্যালয়ের সভাকক্ষে নবনির্বাচিত সভাপতি মোঃ সেলিম আহমেদ ও অভিভাবক সদস্য মোঃ দেলোয়ার হোসেনকে ফুল দিয়ে বরন করে নেন প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান সহ সকল শিক্ষক-কর্মচারী ও অতিথিবৃন্দ। সভাপতিকে বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান, পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, সদস্য সচিব মোঃ রোকুনুজ্জামান টুলু, বিএনপি নেতা মোঃ নজরুল ইসলাম, মোঃ হেমায়েত উদ্দিন খলিফা, মোঃ হান্নান হাওলাদার, মোঃ আনোয়ার হোসেন, মোঃ রাশেল হাওলাদার, শহিদ হাওলাদার প্রমুখ।মোঃ সেলিম আহমেদ সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

  • পীরগঞ্জে মানাসীর বিল ও পীরোত্তর সম্পত্তি নিয়ে তেলেসমাতি এলকাবাসীর প্রতিবাদ

    পীরগঞ্জে মানাসীর বিল ও পীরোত্তর সম্পত্তি নিয়ে তেলেসমাতি এলকাবাসীর প্রতিবাদ

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    রপুর জেরলার পীরগঞ্জ উপজেলার মানাসীর বিল খাস কালেকশন বাতিল ও লীজ দেয়ার ঘটনায় এবং পীরোত্তর সম্পত্তি বিক্রি ও জবরদখলের প্রতিবাদে এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনা দেখা দিয়েছে। যেকোনো সময় ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ।

    যে কোনো দূর্ঘটনা এড়াতে গত শনিবার রাতে উপজেলার ১৫নং কাবিলপুর ইউনিয়নের নিজ কাবিলপুর নয়া বাজারে স্থানীয় জনগণের ডাকে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ওই এলাকায় পুলিশ, জনতা মুখোমুখি অবস্থানে রয়েছে। যেকোনো মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে।
    সূত্রে প্রকাশ,উপজেলার ১৫নং কাবিলপুর ইউনিয়নের জলমহাল মানাসীর বিলের ২ একর জমি কাবিলপুর গ্রামের জাইদুল ইসলামকে ৯৯ বছরের জন্য লীজ দেয়। এরপরও পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র নির্দেশে গত ২৩ ডিসেম্বর খাস কালেকশনের জন্য কাবিলপুরের বাবলু আকন্দকে আগামী পহেলা বৈশাখ পর্যন্ত বিলটি থেকে মাছ আহরণের জন্য লীজ দিলে বিলে ৪ লাখ টাকার পোনা মাছ ছাড়া হয়। এ খবর জানতে পেরে ৯৯ বছরের লীজ গ্রহীতা জাইদুল ইসলাম বিল থেকে মাছ ধরার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় অভিযোগ করেন। শনিবার খাস কালেকশন গ্রহীতা বাবলু বিলে মাছ ধরতে গেলে পুলিশ তাকে বাঁধা দিয়ে জাল আটক করে। এ নিয়ে এলাকাবাসী পুলিশকে ঘিরে ফেললে পরিস্থিতি বেসামাল হয়। একপর্যায়ে পুলিশ বাবলুকে এবং জাল রেখে চলে যায়। পরে বিষয়ট নিয়ে শনিবার রাতে নিজ কাবিলপুর নয়া বাজারে স্থানীয় জনগণের ডাকে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

    এতে বক্তব্য রাখেন,সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল আলম,মৎস্য জীবি বাবলু আকন্দ,মোজাহার আলী,ওয়ার্ড বিএনপি সভাপতি হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা মোজাহার আলী,হাবিল কাবিল মাজারের মতোয়াল্লী সোহরাব ফকির প্রমুখ। বক্তারা বলেন,প্রশাসনের গাফিলতি আর ভুলের কারনে আজ আমরা রক্তক্ষয়ী সংঘর্ষের মুখে। বিষয়টি নিরসনের জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন শান্তিপ্রিয় এলাকাবাসী।

    জাইদুল ইসলাম পরিবারের লোকজন বলেন,আমরা বিলটি ৯৯ বছরের জন্য লীজ নিয়েছি। তারপরও প্রশাসন কেন এবং কিভাবে বিলটিতে খাস কালেকশন করতে দিলো,এখন তো পরিস্থিতি খুবই খারাপ। যেকোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে।

    অপরদিকে উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও পীরগঞ্জ  উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম পহেলা জানুয়ারী ২০২৫ ইং মানাসীর বিল এর ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
    সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল আলম বলেন,এ ঘটনাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশীলদার) এর কারনে ঘটেছে এবং তহশীলদারদের কারণেই গ্রামবাসী মুখোমুখি অবস্থানে রয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।

    চতরা ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা বখতিয়ার হোসেন এর সাথে কথা হলে তিনি বলেন,আমি স্যারের নির্দেশ এ লিজ দেই এবং স্যারের আদেশে বিলের খাস কালেকশন কার্যক্রম বাতিল করেছি। তিনি আরও বলেন,৯৯ বছরের জন্য যে ব্যক্তিকে লিজ দেয়া হয়েছে এটা কতদূর সঠিক আমার জানা নেই। কাগজপত্র না দেখে আমি কিছুই বলতে পারছি না বলে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম জানান।।

  • মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কর্মচারীদের ৩ দিনের কর্মদক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু

    মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কর্মচারীদের ৩ দিনের কর্মদক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু

    লিটন মাহমুদ,
    মুন্সীগঞ্জ প্রতিনিধি
    মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সহায়ক কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধি শীর্ষক তিন দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে।

    রোববার (২৬ জানুয়ারী) বিকেল সাড়ে ৩ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত এ প্রশিক্ষণ হয়। চলবে আগামী ২৭ জানুয়ারী মঙ্গলবার পর্যন্ত। এ প্রশিক্ষণ চীফ জুডিসিয়াল আদালতে সভা কক্ষে অনুষ্ঠিত হচ্ছে।

    কর্মদক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ও সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।

    প্রশিক্ষণ কর্মশালাটি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি, মানিক দাস, ইফতি হাসান ইমরান ও দুরদানা রহমান।

    কর্মদক্ষতা বৃদ্ধি কর্মশালায় মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারি, স্টেনোগ্রাফার, এম এল এস এস পদ সহ অন্যান্য কর্মচারীদের কর্মদক্ষতার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

  • বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সিদ্দিকুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

    বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সিদ্দিকুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

    এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।। কাস্টমস বিভাগের অ্যাসিষ্ট্যান্ট কমিশনার (অবসরপ্রাপ্ত) ৭১’র মুক্তিযোদ্ধা সৈয়দ সিদ্দিকুর রহমান (৭০) আর নেই। শনিবার ২৫ জানুয়ারী সকাল পৌণে ১১টায় ঢাকার বসুন্ধরার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)।

    ব্রেন স্ট্রোকের কারনে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

    এদিন (শনিবার) বাদ মাগরিব ঢাকায় বসুন্ধরার ডি ব্লক জামে মসজিদে প্রথম ও রোববার ২৬ জানুয়ারী সকাল ১০টায় বানারীপাড়া উপজেলার খলিশাকোঠা মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাঁকে গার্ড অব অনার ও দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মাদারকাঠি গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় চির নিন্দ্রায় শায়িত করা হয়।

    এ সময় বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. বায়েজিদুর রহমান, ণথানার ওসি মো. মোস্তফা, উপজেলার সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান, সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, চাখারের সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী সরদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য আনিছুর রহমান মিলন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুম সরদার, সলিয়াবাকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী বশির আহম্মেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারি কমান্ডার মীর সাইদুর রহমান শাহজাহান, চাখার ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুলতান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

    মরহুম সৈয়দ সিদ্দিকুর রহমান বানারীপাড়া থানা জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এদিকে তার মৃত্যুতে বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।#

    এস মিজানুল ইসলাম
    বানারীপাড়া, বরিশাল ।