July 25, 2025, 4:11 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
নেছারাবাদে ইউপি সদস্য ক্ষম-তাবলে সরকারি খাল দ-খল করে দোকান ঘর নির্মানের অ-ভিযোগ মসজিদে টানা ২০০ ওয়াক্ত নামাজ পড়ে বাইসাইকেল পেলো ৫ শিক্ষার্থী রাজশাহীর সেই ঢোপকল শুধুই স্মৃতি জয়পুরহাটে সেনা সদস্য পরিচয়ে বিয়ে করতে এসে বর ঘটক আ-টক আমরা এমন একটি দেশে বসবাস করি যেখানে বি-মানের ফি-টনেস থাকেনা – নাহিদ ইসলাম মানিকছড়িতে বালতির পানিতে ডু-বে শিশুর মৃ-ত্যু সুন্দরগঞ্জে কেউ শুনছে না অস-হায় কেতাব উদ্দিনের আকু-তি স্কুল পর্যায় যৌ-ন হ-য়রানী প্র-তিরোধে গৌরনদীতে কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত রাজারহাটে মাং-স বিক্রেতার কর্মশালা অনুষ্ঠিত  জুলাই বি-প্লবকে স্মর-ণীয় করে রাখতে ভালুকায় ফুটবল ম্যাচে মু-খোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা
লালমনিরহাট সাহিত্য-সংস্কৃতি সংসদ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী

লালমনিরহাট সাহিত্য-সংস্কৃতি সংসদ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী

মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

লালমনিরহাট সাহিত্য-সংস্কৃতি সংসদ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৫ জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা স্পার-২ তে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার শতাধিক সাহিত্য-সাংস্কৃতিক অনুরাগী ও গুণী মানুষ অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ অনুষ্ঠানে ছড়া ও কবিতা আবৃত্তি, গান, পালাগান পরিবেশন করেন অনেকেই। আনন্দমূখর পরিবেশে গুণীজন সম্মাননা, সংগঠনের ৫ম প্রকাশনা সংকলন গ্রন্থ ‘স্ফুরণ’ এর মোড়ক উন্মোচন এবং নতুন কমিটি ঘোষণা করা হয়। 

এতে ২০২৪ জুলাই-আগষ্টের ছাত্র জনতার অভ্যুত্থানে লালমনিরহাট জেলার প্রথম শহীদ মিরাজ খান ও রংপুরের শহীদ আবু সাঈদসহ দেশ বিনির্মাণে আত্মোৎসর্গকারী সকলকে উৎসর্গ করা হয়েছে। ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক ড. মো. হাসানুজ্জামান জুয়েল, কবি হাই হাফিজ, মঞ্জুরুল হক, আতাউর মালেক, মুসতাক মুকুল, সহযোগী অধ্যাপক শফিকুর রহমান, আনিছুর রহমান লাডলা, খান মুজাহিদ, ইরশাদ জামিল, আই টি এম অন্তর, নাজিরা পারভীন, জুলফিকার আরাফাত পরশ, জান্নাতুল ফেরদৌস শিল্পী, আব্দুস সালাম, ইয়ামিন বসুনিয়া, আব্দুল লতিফ সরকার, সাহিদুল আমিন দুলাল, আঃ লতিফ মৃধা, ছড়াকার শ. ম. শহীদ, ইব্রাহিম সরদার,  তহমিনা বেগম ইলা, আহেদুল ইসলাম আদেল, ডা. মো. আজমল হক,  নিরব রায়হান, জেসমিন খুশি, ঈশা শাহীন, আশরাফুল ইসলাম, তরণী কান্ত অধিকারী, গোলাপ হোসেন রতন, মাহবুবার রহমান, মোঃ আনোয়ার সাদাত পাটোয়ারী, ফেরদৌস আহমেদ কোয়েল, নুরন্নবী, মেরিনা সুলতানা সম্পা, জেসমিন নাহার, শাহনাজ পারভীন, দিগন্ত আহমেদ, আসমাউল হুসনা, আসমাউল হুরায়রা, মিজানুর রহমান মিলন, ইসমত আরা, মনিরুজ্জামান, সিরাজুন মনিরা, মুকুল দাস, জাহাঙ্গীর হোসেন, সরমিন বীথি, আজমেরী পারউইন লাবনী, আনাজিরা জাহান, ড. রুমা রায়, সাহানারা বেগম, আজিজুর রহমান, সৈয়দ মূলক চাঁদ সবুজ, মোকলেছার রহমান খান, তাসনিম আহমেদ নির্ঝর, ডালিম কুমার প্রমূখ। নতুন কমিটির সভাপতি আতাউর মালেক ও সাধারণ সম্পাদক হিসেবে সরমিন বীথির নাম অনুমোদন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সংগঠনের সহসভাপতি ইরশাদ জামিল। লাকী কুপন ড্র এবং সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

হাসমত উল্লাহ।।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD