Blog

  • বালিয়াডাঙ্গীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

    বালিয়াডাঙ্গীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের  বজ্রপাতে কামির হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার (২১ জুলাই) বিকালে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৫নং দুওসুও ইউনিয়নের লালাপুর শুকানিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কামির হোসেন ওই গ্রামের মৃত বসিরউদ্দীনের ছেলে।

    জানা যায়, বাড়ির পাশে বিকালে কামির হোসেন আমন ধান রোপণের জন্য জমি প্রস্তুত করছিল এসময় আকাশ থেকে হঠাৎ বজ্রপাত পরে তার উপর। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান।এ ঘটনার সত্যেতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য  সাইফুল ইসলাম।

    গৌতম চন্দ্র বর্মন
    ঠাকুরগাঁও।

  • কচুয়ার বিএমএসএফ সভাপতি  মারুফের ওপর হামলায় দৃষ্টান্তমূলক বিচারের দাবি কেন্দ্রীয় কমিটির

    কচুয়ার বিএমএসএফ সভাপতি মারুফের ওপর হামলায় দৃষ্টান্তমূলক বিচারের দাবি কেন্দ্রীয় কমিটির

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    বাগেরহাটের কচুয়ায় ইউএনও কাপ ফুটবল খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কচুয়া উপজেলা চেয়ারম্যানের সামনে অতর্কিত হামলায় আহত হয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা শাখার সভাপতি মীর আওসাফুর রহমান মারুফ।
    ২০ জুলাই বুধবার কচুয়া সিএস পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউএনও কাপ ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে তুচ্ছ বিষয়কে কেন্দ্রকরে কথা-কাটাকাটির এক পর্যায়ে কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ,কচুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কচি শিকদার,সদর ইউনিয়নের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান,সুজন শিকদার সহ কয়েক জন মিলে উপস্থিত সকলের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা শাখার সভাপতি ও ক্রীড়া সংস্থার সদস্য মীর আওসাফুর রহমান মারুফের উপর অতর্কিত হামলা চালায়।

    হামলায় আহত হয় সাংবাদিক মীর আওসাফুর রহমান মারুফ কচুয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে খবর পাওয়া যায়।তবে ঘটনার সময় উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল,উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার সহ অনেকেই উপস্থিত ছিলেন।ঘটনাটি নিয়ে আহত আওসাফুর রহমান মারুফ কচুয়া থানায় একটি লিখত অভিযোগ করেছেন।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,আসন্ন খেলা সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে।এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি।পরবর্তীতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

    কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন,দ্রুত সময়ের মধ্যে অভিযোগ তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

    আহত মীর আওসাফুর রহমান বলেন,ক্রীড়া সংস্থার কমিটি গঠন সংক্রান্ত বিষয়ের জেরে হত্যার উদ্দেশ্যে আমার উপর হামলা চালানো হয়েছে।আমি এ বিষয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছি।আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ উর্ধতন কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচার প্রার্থনা করি।

    ঘটনার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা শাখার পক্ষ থেকে জরুরি এক সভা ডেকে সাংবাদিকদের পক্ষ থেকে এমন ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে পাশাপাশি ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।

    এদিকে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সুস্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

  • ভোলা জেলার জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক মিজানুর রহমান সদস্য সচিব নুরুন্নবী

    ভোলা জেলার জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক মিজানুর রহমান সদস্য সচিব নুরুন্নবী

    মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধিঃ

    দ্বীপ জেলা ভোলার জাতীয় পার্টির (জাপা) আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ২১ জুলাই বৃহস্পতিবার জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খানের স্বাক্ষরিত ভোলা জেলা জাতীয় পার্টির পূর্বের আহবায়ক কমিটি বিলুপ্ত করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (এমপি) ভোলা জেলা জাতীয় পার্টির ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন।

    আহ্বায়ক কমিটিতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান কে আহবায়ক ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মেম্বার মোঃ নুরুন্নবী সুমন কে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

    কমিটির অন্যরা হলেন, শাহ মোয়াজ্জেম আজিম গোলদার, যুগ্ন-আহবায়ক ভোলা সদর, মোঃ ফয়জুল ইসলাম আকন, যুগ্ম-আহবায়ক দৌলতখান, মাওলানা কামাল উদ্দিন, যুগ্ম-আহবায়ক লালমোহন।

    দলীয় সূত্র জানাযায়, জাতীয় পার্টির বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মহাসচিব মেজর (অবঃ) রানা মোঃ সোহেলের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হকের সুপারিশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

  • আশুলিয়ায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র

    আশুলিয়ায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তাঁজপুর দক্ষিণ পাড়া ও ইয়ারপুর গ্রামসহ বিভিন্ন এলাকাজুড়ে তিতাস গ্যাসের পাইপ লাইন থেকে অবৈধ সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র।তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে এক স্থানে ৭-৮ বার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে, সরকারের একদিন অভিযান করলে ১ লক্ষাধিক টাকা খরচ হলে ৮ দিনে খরচ হয় ৮ লক্ষাধিক টাকা।
    জানা গেছে, ঢাকা জেলার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের পল্লী বিদ্যুৎ, বাইপাইল, ভাদাইল, গাজীরচট, ইউনিক, শিমুলতলা, ইয়ারপুর ইউনিয়নের জামগড়া, চিত্রশাইল, ইউসুফ মার্কেটসহ বিভিন্ন এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র। এই দালাল চক্রের সাথে রাজনৈতিক নেতাকর্মীসহ অনেকেই জড়িত রয়েছে বলে গ্রাহকরা জানায়। দালালরা তিতাস গ্যাসের মূল পাইপ লাইন থেকে দুই ইি পাইপ দিয়ে হোটেল, কারখানা ও বাসা বাড়িতে অবৈধভাবে সংযোগ দিয়ে থাকে।
    এর আগেও ঢাকার আশুলিয়ার কাঠগড়া পালোয়ান পাড়া এলাকায় ৫ শতাধিক বাসা বাড়িতে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন এবং ভ্রাম্যমান আদালতে একটি বাড়ির ম্যানেজারসহ ৬জনকে ১৭ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। গত ১৫ মার্চ ২০২২ইং সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পাইপ লাইনের ৮ শতাধিক বাসা বাড়ির গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গতকাল বুধবার (২০ জুলাই ২০২২ইং) আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান চালানো হয়েছে।
    সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম গণমাধ্যমকে বলেন, এর আগের অভিযানে বিপুল পরিমান পাইপ, রাইজার ও চুলা জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, আশুলিয়ার বিভিন্ন এলাকায় একটি অবৈধ দালাল চক্র তিতাসের মূল সরবরাহ লাইন থেকে ২-৩ ইি পাইপ দিয়ে অবৈধ ও ঝুঁকিপূর্ণ ভাবে ফিটিংস ব্যবহার করে বিভিন্ন বাসা বাড়িতে অবৈধ সংযোগ প্রদান করে। তিনি আরও বলেন, অভিযানে অনেক বাসা বাড়িতে নেয়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছেন। এসব অবৈধ সংযোগের পাইপলাইন ও রাইজারগুলো জব্দ করা হয়েছে। একাধিকবার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও বারবার কিছু বাড়ির মালিক ও দালালরা অবৈধ সংযোগ নিয়ে ব্যবহার করে, এর কারণে ভ্রাম্যমান আদালতে এর আগে ৬জনকে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন। উক্ত ব্যাপারে এ পর্যন্ত আশুলিয়া থানায় ৪৮টি মামলা দায়ের করা হয়েছে, এসব মামলায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে তিনি জানান। এসব অভিযানে তিতাস গ্যাসের সাভার জোনাল অফিসের সহকারী পরিচালক আনিসুর রহমানসহ ৫-৬জন কর্মকর্তা উপস্থিত থেকে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন। এ বিষয়ে অনেকেই অভিমত প্রকাশ করেন যে, গ্যাস অফিসের কিছু কর্মকর্তা কর্মচারী এসব অবৈধ সংযোগ দেয়ার সাথে জড়িত বলেই এমনটি হচ্ছে।
    আশুলিয়া সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, আশুলিয়ার কাঠগড়া এলাকার মোঃ লাল চাঁন এর বাড়িতে অবৈধ ভাবে তিতাস গ্যাসের পাইপ লাইন থেকে সংযোগ নেয়ার অপরাধে বাড়ির ম্যানেজার মোঃ শারাফাত আলীকে ১০ হাজার টাকা ও ৫ জন ভাড়াটিয়াকে ৭ হাজার টাকাসহ মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন আরও বলেন, এরপর যদি কেউ এরকম অবৈধ সংযোগ ব্যবহার করে তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ভাবে ব্যবস্থা নেয়া হবে।

  • পাইকগাছায় বিশ্ব জনসংখ্য দিবস পালিত

    পাইকগাছায় বিশ্ব জনসংখ্য দিবস পালিত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    খুলনার পাইকগাছায় দু-দিন ধরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সনদপত্র বিতরণ করা হয়। বৃহস্পতি ও বুধবার সকালে
    উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।
    সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন,
    ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, গাইনী বি‌শেষজ্ঞ ডাক্তার সুজন কুমার সরকার, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, থানার সেকেন্ড,? অফিসার মোশাররফ হোসেন।
    উপজেলার পরিবার পরিকল্পনার সেবার শ্রেষ্ঠত্বের পুরস্কার নেন উপজেলার উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব কুমার দাশ, পরিবার কল্যাণ পরিদর্শিকা সিলভী আক্তার, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ জিয়াউর রহমান,? পরিবার কল্যাণ সহকারি জাহানারা বেগম জয়া, কপিলমুনি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কপিলমুনি শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।

  • পাইকগাছায় ৪ টি গাঁজা গাছ সহ আটক-১

    পাইকগাছায় ৪ টি গাঁজা গাছ সহ আটক-১

    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।
    খুলনার পাইকগাছা থানা পুলিশ গাঁজা গাছ সহ এক ব্যক্তিকে আটক করেছে।
    বুধবার রাত ৩টার দিকে চাঁদখালী ইউপির কাঁটাবুনিয়া গুচ্ছ গ্রামের বাসিন্দা আজিবর সরদার ( ৩৫) তার ঘরের পিছন থেকে এসআই আসাদুজ্জামান ও এএসআই গোপাল সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে ৪ টি গাঁজা গাছ উদ্ধার করে খামারী আজিবরকে আটক করেন।
    ওসি মোঃ জিয়াউর রহমান জানান,এ ঘটনায় মাদক আইনে ধৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

  • পাইকগাছায় গৃহহীনদের মাঝে ঘরের দলিল ও চাবি হস্তান্তর

    পাইকগাছায় গৃহহীনদের মাঝে ঘরের দলিল ও চাবি হস্তান্তর

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    খুলনার পাইকগাছায় ভুমিহীন,ও গৃহহীনদের আশ্রায়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ে ৪৭ জনের মাঝে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ভার্চুয়ালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
    উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু,সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ ইবনে মাসুদ আহম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, কৃষি অফিসার জাহাঙ্গীর আলম,তথ্য প্রযুক্তি কর্মকর্তা মৃদৃল কান্তি দাশ,মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা মুক্তিযোদ্ধা (সাবেক) কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ওসি ( তদন্ত ) রফিকুল ইসলাম ও প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রঞ্জু।

  • পাইকগাছায় বৃষ্টির অভাবে আমন ক্ষেত ও বীজতলা ফেটে চৌচির,দুশ্চিন্তায় চাষিরা

    পাইকগাছায় বৃষ্টির অভাবে আমন ক্ষেত ও বীজতলা ফেটে চৌচির,দুশ্চিন্তায় চাষিরা

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    আমন ধান রোপণের উপযুক্ত সময় শ্রাবণ মাস।বৃষ্টির দেখা নেই। আমনের ক্ষেত ফেটে চৌচির। মারা যাচ্ছে বীজতলায় ধানের চারা। প্রচণ্ড তাপদাহ বৃষ্টির জন্য হাহাকার।যে ছিটে ফোটা বৃস্টি হচ্ছে তা মাটিতে শুকিয়ে যাচ্ছে।আকাশপানে চেয়ে আছেন কৃষক।বর্ষার মৌসুমেও বৃষ্টিপাত না হওয়ায় নিরুপায় কৃষকরা বাধ্য হয়ে শ্যালো মেশিন দিয়ে পুকুর-বিল থেকে পানি দিয়ে আমন ধানের চারা অনেক কষ্টে রোপণ করেছিলো। তখন ধারণা করেছিলেন বৃষ্টিপাত হবে। তবে বর্ষার ভরা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় আমন ক্ষেত নিয়ে বিপাকে পড়েছেন পাইকগাছার কৃষকরা। এ অবস্থায় স্থানীয় কৃষি বিভাগ সেচযন্ত্র চালুর মাধ্যমে জমিতে পানি দিয়ে ধান রোপণের পরামর্শ দিয়েছে। পাইকগাছা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় ১৭ হাজার ২৫৩ হেক্টর জমিতে আমন চাষের লক্ষমাত্রা রয়েছে।এর জন্য ৯৫ হেক্টর জমিতে বীজতলা তৈরি হবে।বৃস্টির অভাবে অনেক কৃষক এখনও বীজতলা করতে পারেনি।
    বর্ষা ঋতুতে বৃষ্টির উপর অনেকাংশে নির্ভরশীল থাকেন কৃষকরা।বৃস্টির অভাবে আমন আবাদ শুরু করতে পারছে না কৃষকরা। সর্বত্র আমনের বীজতলা তৈরি করার সময়। কিন্তু এখনো পর্যন্ত অধিকাংশ কৃষক বীজ তলা তৈরি করতে পারেনি। বীজ তলা ফেটে এখন চৌচির। বৃষ্টির অভাবে কৃষকদের রোপণ করা আমন ধানের জমিও ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ফলে কৃষকদের ক্ষেত নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে।উপজেলার হিতামপুর গ্রামের কৃষক আব্দুস সালাম বলেন, আমন ধানের ক্ষেত প্রস্তুত ও রোপণ সম্পূর্ণ বৃষ্টির পানির ওপর নির্ভরশীল। এই ভরা বর্ষা মৌসুমেও বৃষ্টির দেখা নেই। জমিতে পানি না থাকায় আমন ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে যাচ্ছে। একদিকে পানির অভাবে জমি প্রস্তুত করা যাচ্ছে না, অন্যদিকে পানির অভাবে বীজতলা শুকিয়ে ধানের চারা মরে যাচ্ছে। গদাইপুর গ্রামের কৃষক আ:করিম জানান, অন্যান্য বছর এই দিনে জমিতে আমন ধান লাগানো প্রায় শেষ হয়ে যায়। কিন্তু এবার অনাবৃষ্টির কারণে জমিতে পানি না থাকায় ধান রোপণ করা যাচ্ছে না।অনেকে বীজতলা করতে পারেনি। আমন চাষে বিঘ্ন ঘটলে প্রান্তিক চাষিরা লোকসানে পড়বে বলে তিনি জানান। এ অবস্থায় মহাবিপদে আছেন চাষিরা।
    উপজেলা কৃষি অফিসার মো:জাহাঙ্গীর আলম জানান,ঠিকমত বৃস্টি নাহওয়ার কারণে আমন ধানের বীজ তলা তৈরিও চারা রোপণে কিছুটা দেরি হচ্ছে।কৃষকদের নাবীজাতের ধানের বীজতলা করার পরামর্শ দেওয়া হয়েছে।বৃস্টি হলে আমনের আবাদ স্বাভাবিক হয়ে যাবে। আশা করছি আমনের আবাদ থেকে কাঙ্খিত ফসল উৎপাদনে আমরা সক্ষম হবো।

  • প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন সুজানগরের আরও ৪৬ গৃহহীন পরিবার

    প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন সুজানগরের আরও ৪৬ গৃহহীন পরিবার

    এম এ আলিম রিপনঃ মুজিব জন্মশতবার্ষিকী পালন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নতুন করে সুজানগরে মাথা গোঁজার ঠাঁই পেলেন ৪৬টি অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবার। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ন্যায় সুজানগরেও গৃহহীন ও ভূমিহীনদের মুজিববর্ষের এ উপহার প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ঘোষণার পরেই সুজানগর উপজেলার অসহায় ভূমিহীন ও গৃহহীন ৪৬টি পরিবারের মাঝে গৃহ ও জমির দলিলাদি হস্তান্তর করেন প্রধান অতিথি সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলীর সভাপতিত্বে গৃহ ও জমির দলিলাদি হস্তান্তর প্রদান অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.মর্জিনা খাতুন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মিনহাজুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ আব্দুল হাননান,উপজেলা প্রকৌশলী রাকিব হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা কাজমীর জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন,নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হাই, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার,সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী , আ.লীগ নেতা ইউনুস আলী বাদশা, মাহমুদ্দুজ্জামান মানিক, রাজা হাসান, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ এবং সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না। সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে মাথা গোঁজার ঠিকানা পেয়ে আবেগ আপ্লুত হয়ে হয়ে পড়েন সুজানগরের ৪৬টি গৃহহীন পরিবারের সদস্যরা। তারা এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে এবং সুস্থতা কামনা করেন। উল্লেখ্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও ‘দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্দেশনায় মুজিববর্ষ উপলক্ষ্যে সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নে ২৫টি ভায়না ইউনিয়নে ১৭টি এবং আহম্মদপুর ইউনিয়নে ৪টি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে আশ্রয়ন প্রকল্প-২ এর ৩য় পর্যায়ের তৃতীয়ধাপে নতুন করে সর্বমোট ৪৬ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য সেমিপাকা বসতবাড়ি নির্মাণ করা হয়। যাদের জমি ও বাড়ি কোনো কিছুই নেই তাদের সরকারি ব্যবস্থাপনায় দুই শতাংশ সরকারের এক নম্বর খাস খতিয়ানভূক্ত সম্পত্তিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রেরিত ডিজাইন অনুসরণ করে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নান্দনিক এসব সেমিপাকা বসতবাড়ি নির্মাণ করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলী জানান, নতুন এ সব বসতবাড়িতে থাকছে দুইটি শয়নকক্ষ,একটি টয়লেট,রান্নাঘর ও একটি বারান্দা। ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ছিন্নমূল ও ভূমিহীন পরিবারের তথ্য স্থানীয় ভূমি অফিস থেকে যাচাই করে নিশ্চিত হওয়ার পরেই সুবিধাভোগীদের তালিকা তৈরি করা হয়েছে।আর এই প্রকল্পের অধীনে ভূমিহীন-গৃহহীন বিধাব, অসহায়, বয়স্ক এবং প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে এই ঘরগুলো দেওয়া হয় বলেও জানান তিনি। উল্লেখ্য ইতোপূর্বে সুজানগর উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১ম পর্যায়ে সুজানগর উপজেলায় ২০ টি এবং ২য় পর্যায়ে ১২ টি এবং ৩য় পর্যায়ের প্রথম ও দ্বিতীয় ধাপে ১৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়েছে। সুজানগর উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশলী দপ্তর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের সার্বিক সমন্বয়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য এ সকল ঘরের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • নওগাঁয় আদালত অবমাননা করে জমি দখলের অভিযোগ

    নওগাঁয় আদালত অবমাননা করে জমি দখলের অভিযোগ

    রওশন আরা শিলা.নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের মহাভার গ্রামে মৃত বাসতুল্যা মন্ডলের ৯০ শতক জমি জোর পূর্বক দখল করার অভিযোগ পাওয়া গেছে।

    অভিযোগ সূত্রে জানাযায় গত মৃত বাসতুল্যা মন্ডলের মেয়ে ফরিদা বিবি (৩৮) গং ওয়ারিশ সুত্রে জমির মালিক হলেও জমির দখল নিতে পারেনা প্রভাবশালীদের প্রভাবে। জানা যায় একই গ্রামের মৃত জসিমদ্দিনের ছেলে মো. নুরুল ইসলাম মন্ডল,মো. হরুন উদ্দিন মন্ডল ও মো. মন্জুর আলি মন্ডলের ছেলে মো.আব্দুর রাজ্জাক ও রবিউল মন্ডল তারা নিজেদের প্রভাব খাটিয়ে ১৯৮৬ সালে মৃত ফয়েজ উদ্দিনের ছেলে নফছের আলি মন্ডলের কাছে থেকে অবৈধ ভাবে জাল দলিল মৃলে বলে ৯০ শতক জমি ক্রয় করেন। যে দলিল মূলে ক্রয় করেন, ওই জাল দলিল ১৩/০৮/২০১৭ ইং আদালতে বাতিল বলে গন্য হয়। এবং মূল জমির মালিক আদালত কর্তৃক ডিগ্রী পায়। ডিগ্রী পাওয়ার পরেও এলাকাতে গিয়েও আজও জমি দখল নিতে পারেনি। তারা জমি দখল নিতে গেলে জমির অবৈধভাবে দখলদাররা এলাকার প্রভাবশালী হওয়ার কারণে তাদেরকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি প্রদর্শন করে। পরবর্তীতে আবারও দখলদাররা ডিগ্রি পাওয়ার জন্য উচ্চ আদালতে আপিল করে। বর্তমান আদালতে মামলা চলমান রয়েছে।

    মৃত বাসতুল্যা মন্ডলের মেয়ে ফরিদা বিবি বলেন, আমার বাবার বুধুরিয়া মৌজার ১২১৪-১৭২৬ দাগে ৯০শতক জমি প্রভাবশালীরা জাল দলিল করে দখল করে নিয়েছে। আমরা অসহায় হাওয়াই আদালতের ডিগ্রী পাওয়ার পরেও দখল পাচ্ছিনা। আমাদেরকে বিভিন্ন সময়ে রাত্রীবেলায় এসে হুমকি ধমকি দিচ্ছে। বিভিন্ন রকম মামলার ভয়-ভীতি দেখাচ্ছে। আমরা গরীব দেখে কোন সুবিচার পাচ্ছিনা। আমি এবং আমার পরিবার এর লোকজন সব সময় নিরাপত্তাহীনতায় ভুগছি তাই প্রশাসনের কাছে জোর দাবী আমাকে যেন সঠিক বিচার করে দেওয়া হয়।

    বিবাদী মো. নুরুল ইসলাম মন্ডল এর সাথে কথা বলে জানা গেছে,তিনি তার যায়গা দখল করেছে,কাওকে কোন হুমকি প্রদর্শন করেনি,এই বিষয়ে কোন কথা বলতে রাজি নয় বলে জানান।

    স্থানীয় চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদি বলেন, আমরা মিমাংসা করার চেষ্টা করেছি, দলিল মূলে মৃত বাসতুল্যা মন্ডলের ছেলে-মেয়ে
    প্রকৃত জমির মালিক, তারা জমি পাবে। এই জমি বিষয়ে কয়েকবার বৈঠক করেও কোন কাজ হয়নি। প্রভাবশালীরা জোরপূর্বক দখল করে রাখার কারণে মোছা. ফরিদা গংদের আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

    নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির বলেন,এই বিষয়ে লিখিত একটি অভিযোগ পেয়েছি,শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জকে দায়িত্ব দেওয়া আছে,তিনি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন। #

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।।