Blog

  • বেতার মহাপরিচলকের মৃত্যুতে মধুমালা রেডিও ক্লাবের শোক

    বেতার মহাপরিচলকের মৃত্যুতে মধুমালা রেডিও ক্লাবের শোক

    প্রেস বিজ্ঞপ্তি:

    বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান এর মৃত্যুতে মধুমালা রেডিও ক্লাব, চাঁপাইনবাবগঞ্জ শোক প্রকাশ করেছেন। মধুমালা রেডিও ক্লাব সভাপতি ও কেন্দ্রীয় বেতার শ্রোতা ক্লাবের সদস্য মোঃ শাহাদাত হোসেন এক বিজ্ঞপ্তিরর মাধ্যমে বাংলাদেশ বেতারের মহাপরিচালক জনাব আহম্মদ কামরুজ্জামান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। ক্লাব সভাপতি শোক প্রকাশ করে বলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান আধুনিক বেতার এবং ডিজিটাল প্রচার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যুতে বেতার শ্রোতারা এক জনপ্রিয় ব্যক্তিকে হরালো।
    উল্লেখ্য, জনাব আহম্মদ কামরুজ্জমান ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন।

    বার্তা প্রেরক: মোঃ শাহাদাত হোসেন।।

  • চাটখিলে হাসপাতাল কেবিনে রোগী ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা

    চাটখিলে হাসপাতাল কেবিনে রোগী ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)

    চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সেজে কেবিনে ঢুকে রোগীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে চাটখিল থানায় এজাহার দায়ের করা হয়েছে। শুক্রবার বিকেলে চাটখিল উপজেলা কমপ্লেক্সের মেডিকেল অফিসার তাহামিনা আক্তার বাদী হয়ে দায়েরকৃত এজাহারে অভিযুক্ত মঞ্জুরুল হায়দার জনিকে আসামি করা হয়েছে।হাসপাতালের কেবিনে ঢুকে রুবিকে ধর্ষণের চেষ্টার ঘটনায় পুরো চাটখিলে তোলপাড় সৃষ্টি হয়েছে। ডাক্তার তাহমিনা আক্তারের অভিযোগ সূত্রে জানাগেছে, সানজিদা আক্তার ( ২৪) নামের গৃহবধূ জ্বর জনিত রোগে আক্রান্ত হয়ে গত ১৯ শে জুলাই সকাল সাড়ে ৭টার দিকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২য় তলার ১ নং কেবিনে ভর্তি হয়। ২০ শে জুলাই দুপুর সোয়া ১২ টার দিকে মঞ্জুরুল হায়দার জনি পিতা মৃত শাহাদত উল্লাহ ঠিকান সুন্দরপুর ( হারিছ ভবন ৬ষ্ঠ তলা), থানা চাটখিল নোয়াখালী, সানজিদার কেবিনে প্রবেশ করে। এ সময় সানজিদার কেবিনে থাকা তার আত্মীয়দের লুঙ্গি ও গামছা ক্রয় করার অজুহাতে দোকানে পাঠিয়ে দেয় জনি। কেবিনের দরজা বন্ধ করে সানজিদার শরীরের স্পর্শকাতরস্থানে হাত দিয়ে তাকে যৌন হয়রানী করে এবং ধর্ষণের চেষ্টা করে। সানজিদার ডাক চিৎকারে হাসপাতালের অন্যান্য রোগী ও কর্তব্যরতরা ছুটে আসলে জনি পালিয়ে যায়।

    এ রিপোর্ট লেখার সময় শুক্রবার রাত ৮টা ৩৭ মিনিটে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিনের সাথে যোগাযোগ করলে, তিনি বলেন, হাসপাতালে রোগীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। চাটখিল থানার মামলা নং ১৩। ওসি গিয়াসউদ্দিন বলেন, অভিযুক্ত জনিকে গ্রেফতার করার জন্য পুলিশ অভিযান পরিচালনা করছে।

    এদিকে কেবিনে ঢুকে রোগীকে ধর্ষণের চেষ্টার ঘটনা তদন্তের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ খন্দকার মোস্তাক আহমেদ একটি তদন্ত কমিটি গঠন করেছেন। মেডিকেল অফিসার ডাঃ তাহমিনা আক্তার কে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট এ কমিটিতে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডাঃ শহিদুল ইসলাম নয়নকে সদস্য হিসেবে রাখা হয়েছে। চার কর্ম দিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হয়েছে। কমিটির এক সদস্য নয়া বঙ্গবাজার কে জানান শনিবার সকাল ৯’টায় কমিটির বৈঠক হবে।

    উল্লেখ্য মঞ্জুরুল হায়দার জনি চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিপ্লোমা ডাক্তার মনিরুল হায়দারের ছোট ভাই। তাছাড়া হাসপাতালে সামনেই রয়েছে হায়দার মেডিকেল নামে তাদের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে মনিরুল হায়দার মনির তার ডিউটি বাদ দিয়ে হায়দার মেডিকেলে বসেই বেশী সময় ব্যয় করেন। এখানে বসেই তিনি ওষুধ বেচাকেনা করে থাকেন। এছাড়া তিনি যেসব প্রেসক্রিপশন দেন এগুলোর ওষুধ তার দোকান থেকে ক্রয় করার জন্য রোগীদের উপদেশ দিয়ে থাকেন।

  • নোয়াখালীর সোনাইমুড়িতে নারীর নগ্ন ভিডিও ধারণ, ডিবি পুলিশের হাতে আটক ১

    নোয়াখালীর সোনাইমুড়িতে নারীর নগ্ন ভিডিও ধারণ, ডিবি পুলিশের হাতে আটক ১

    রফিকুল ইসলাম সুমন( নোয়াখালী)

    নোয়াখালীতে প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক স্থাপন, গোপনে নগ্ন ভিডিও ধারণ, তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেখিয়ে টাকা ও স্বর্ণালংকার আদায়সহ একাধিক নারী অপহরণ মামলার আসামি মোরশেদ আলম রুবেল (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।শুক্রবার (২২ জুলাই) দুপুরে জেলার সোনাইমুড়ী উপজেলার আটিয়াবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

    জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম শনিবার (২৩ জুলাই) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
    আটক রুবেল সোনাইমুড়ী উপজেলার আটিয়াবাড়ি এলাকার মৃত. আব্দুল মান্নানের ছেলে।

    পুলিশ সূত্রে জানা যায়, রুবেলের সঙ্গে ৫ মাস আগে মোবাইলে এক নারীর পরিচয় হয়। পরিচয় একসময় প্রেমের সম্পর্কে রূপ নেয়। সে সম্পর্কের সূত্র ধরে সুকৌশলে ওই নারীকে চৌমুহনী থ্রি-স্টার হোটেলে এনে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় এবং গোপনে তার নগ্ন ভিডিও ধারণ করে রুবেল। পরবর্তীতে রুবেল তার ধারণ করা ভিডিও ওই নারীর মুঠোফোনে পাঠায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় সে নারী থেকে নগদ ৮৫ হাজার টাকা, এক জোড়া কানের দুল ও একটি স্বর্ণের চেইন আদায় করে এবং আরও টাকার জন্য চাপ দিতে থাকে।

    ভুক্তভোগী ওই নারী এ বিষয়ে নোয়াখালী পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করলে পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখাকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন।ওসি মো. সাইফুল ইসলাম জানান, আটকের সময় রুবেলের কাছ থেকে স্বর্ণের ১ জোড়া কানের দুল, ১টি চেইন ও নগ্ন ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল সেটটি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

  • বানারীপাড়ায় র‌্যাব-৮ এর অভিযানে বিপুল পরিমান ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার

    বানারীপাড়ায় র‌্যাব-৮ এর অভিযানে বিপুল পরিমান ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার

    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥

    বরিশাল র‌্যাব-৮’র বিশেষ অভিযানে বানারীপাড়ায় ১৯৫ বোতল ফেন্সিডিল ও সাড়ে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়ার শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল মোল্লা ওরফে ল্যাংটা সোহেলের বাড়িতে অভিযান পরিচালনা করে র‍্যাব- ৮। গতকাল শুক্রবার বিকাল ৫টায় বরিশাল র‌্যাব-৮’র কম্পানি কমান্ডার মেজর জাহাঙ্গির আলমের নেতৃত্বে এক দল র‌্যাব সদস্যরা বানারীপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহিষাপোতা গ্রামে ল্যাংটা সোহেলের বাড়িতে অভিযান পরিচালনা করেন। ওই সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী সোহেল মোল্লা ওরফে ল্যাংটা সোহেল (৩৫),তার সহযোগী শাহাদাত হোসেন (২৭) ও হারুন হাওলাদার (৩৩) পালিয়ে যেতে সক্ষম হয় । অভিযানেকালে ১৯৫ বোতল ফেন্সিডিল ও সাড়ে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় রাতে বরিশাল র‌্যাব-৮’র ডিএডি আ.মতিন বাদী হয়ে তিন জনকে আসামী করে বানারীপাড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।

    উল্লেখ্য শীর্ষ মাদক ব্যবসায়ী ল্যাংটা সোহেল দীর্ঘদিন যাবৎ বানারীপাড়া ও পার্শ্ববর্তী উপজেলায় মাদক ব্যাবসা করে আসছে।
    ইতিপুর্বে সোহেল বিভিন্ন সময় র‌্যাব ও পুলিশের হাতে অবৈধ অস্ত্র ,ফেন্সিডিল,ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন সময় গ্রেফতার হলে কিছুদিন হাজতবাস করে আইনের ফাঁকফোকর দিয়ে বেড়িয়ে এসে সে পুনরায় মাদক ব্যবসা পরিচালনা করে।

    এদিকে এলাকাবাসী সোহেল ও তার সহযোগীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

  • আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ৩নং হা-মীম গেট রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

    আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ৩নং হা-মীম গেট রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ৩নং হা-মীম গেট রোডসহ বিভিন্ন রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেছেন যুবলীগ নেতা ইয়ারপুর ইউপি’র ৬নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মোঃ জলিল উদ্দিন ভুঁইয়া (রাজন)।
    বৃহস্পতিবার (২১ জুলাই ২০২২ইং) সকাল ৯টায় প্রথমে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ৩নং হা-মীম গেট মসজিদের ৩০০ ফিট রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন মোঃ জলিল উদ্দিন ভুঁইয়া (রাজন) মেম্বার। আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৬নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার, স্থানীয় মান্নান ভুঁইয়াসহ এলাকাবাসী ইয়ারপুর ইউনিয়ন পরিষদের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভুঁইয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া করেন।
    এরপর ইয়ারপুর ইউনিয়নের চিত্রশাইল কাঁঠালতলা বাজারের রাস্তার নির্মাণ কাজের পরিদর্শন করেন! নতুন মেম্বার মোঃ জলিল উদ্দিন ভুঁইয়া (রাজন) বলেন, আমি যুবলীগের রাজনীতি করছি, বর্তমানে ইয়ারপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়ে মানুষের কল্যাণে সেবামূলক কাজ করে খুবই ভালো লাগছে। আমি নতুন মেম্বার তাই সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি, আমি যেন সঠিকভাবে মানুষের সেবা করতে পারি। তিনি আরও বলেন, আমাদের ইয়ারপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব সৈয়দ আহমেদ ভুঁইয়া অসুস্থ্য আমরা সবাই তার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাই।

  • পর্যটনের ক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে — সংস্কৃতি মন্ত্রী

    পর্যটনের ক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে — সংস্কৃতি মন্ত্রী

    রওশন আরা শিলা,নওগাঁ প্রতিনিধি : সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন যথাযথ মান উন্নয়নের মাধ‍্যমে পাহাড়পুরের পর্যটনের গুরুত্ব বাড়িয়ে তোলা হবে। কারন পর্যটনের ক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক অবকাঠামোকে মজবুত করারও যথেষ্ঠ সুযোগ রয়েছে।

    প্রতিমন্ত্রী শুক্রবার দুপুর ১২টায় ঐতিহাসিক পাহাড়পুর যাদুঘর সেমিনার কক্ষে আয়োজিত “পাহাড়পুর বৌদ্ধ বিহারকে দর্শক বান্ধব করার লক্ষে অংশিজনের অংশগ্রহণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

    প্রত্নতত্ত্ব অধিদপ্তর রাজশাহী ও রংপুর আঞ্চলিক কার্যালয় বগুড়া এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহা-পরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব রতন চন্দ্র পন্ডিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

    সভায় পাহাড়পুর বৌদ্ধ বিহারকে কিভাবে আরও আকর্ষণীয়, আরও দর্শক নন্দিত এবং ভ্রমন পিপাসুদের নিকট আরও গুরুত্ববহ করে তোলা যায় সে ব‍্যাপারে পরামর্শ প্রদানপূর্বক বক্তব‍্য রাখেন নওগাঁ-২ ধামইরহাট – পত্নীতলা আসনের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার, নওগাঁ – ৩ মহেদবপুর – বদলগাছি আসনের সংসদ সদস্য মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম, অতিরক্ত জেলা প্রশাসক রাজস্ব মিল্টন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল ইসলাম, বদলগাছি উপজেলা নির্বাহী অফিসার মোছা: আল্পনা ইয়াসমিন, বদলগাছি থানার অফিসার্স ইনচার্জ মো: আতিয়ার রহমান, নওগা জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন, পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান কিশোরসহ অন্যান্যরা।

    সংস্কৃতি মন্ত্রী বলেছেন দেশী বিদেশী পর্যটকদের অধিকতর আকৃষ্ট করতে যোগাযোগ ব্যবস্থা, আবাসিক ব্যবস্থা সহ আধুনিক সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে।

    প্রতিমন্ত্রী আরও বলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকার পর্যটন খাতকে অধিক গুরুত্ব প্রদান করেছে। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে হলে পর্যটন খাতকে শক্তিশালী করার কোন বিকল্প নাই।

    প্রতিমন্ত্রী এম খালিদ এমপি পরে পাহাড়পুর ঐতিহাসিক নিদর্শনস্থলে দি হেরিটেজ ক্যাফেল নামের একটি মান সম্পন্ন হোটেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।#

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।।

  • চিত্র নায়িকা দিঘি’র আগমন-আশুলিয়ার জামগড়া ফ্যান্টাসী কিংডমে জনতার ঢল!

    চিত্র নায়িকা দিঘি’র আগমন-আশুলিয়ার জামগড়া ফ্যান্টাসী কিংডমে জনতার ঢল!

    হেলাল শেখ: ঢাকার আশুলিয়ার জামগড়া ফ্যান্টাসি কিংডমে চিত্র নায়িকা দিঘি’র আগমন-এই উপলক্ষে বিনোদন প্রেমি জনতার ঢল জামগড়া ফ্যান্টাসিতে। এক সময়ের শিশু শিল্পী এই চিত্র নায়িকা দিঘি এখন সফল নায়িকা।
    শুক্রবার (২২ জুলাই ২০২২ইং) দুপুর ১২টায় ফ্যান্টাসি কিংডমের জেনারেল ম্যানেজার অব: মেজর মঞ্জুরুল এর অনুমতিক্রমে বিনোদন সংবাদ সংগ্রহের জন্য সরেজমিনে গিয়ে দেখা যায়, ফ্যান্টাসি কিংডমের ভেতরে বিনোদন প্রেমি প্রায় ৩ থেকে ৪ হাজার বিভিন্ন বয়সের মানুষ ঢল। সুন্দর পরিবেশে শান্তিপূর্ণভাবে আনন্দ উপভোগ করেছেন বিনোদন প্রেমিরা।
    উক্ত প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা জানান, ফ্যান্টাসি কিংডমে বাহিরের খাবার নিষিদ্ধ। বিনোদন প্রেমিদের কোনো সমস্যা হলে নিরাপত্তাকর্মীদের কাছে সাহায্য সহযোগিতা নিতে হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সবাই আনন্দ উপভোগ করবেন, কোনো ব্যক্তি কোনো প্রকার সমস্যা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
    আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) বলেন, আশুলিয়ার জামগড়ায় অবস্থিত আন্তর্জাতিক সীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান ফ্যান্টাসি কিংডমে গণমাধ্যম কর্মীদেরকে অনুমতিক্রমে প্রবেশ করতে হয়। কয়েকজন সাংবাদিক জানান, আমরা এখানে সংবাদ সংগ্রহের জন্য আসছি কিন্তু ফ্যান্টাসি কিংডমের পক্ষ থেকে আমাদেরকে এক গ্লাস পানিও খাইতে দেননি। হেলাল শেখ বলেন, ফ্যান্টাসি কিংডম বিনোদন কেন্দ্রে বেড়াতে এসে আমার খুবই ভালো লাগছে, ফ্যান্টাসি কিংডমের জেনারেল ম্যানেজার অব: মেজর মঞ্জুরুল সাহেব আমাদের ক্লাবের কয়েকজন সদস্যকে সংবাদ সংগ্রহের জন্য অনুমতি দেন। এরপর তিনি আর কোনো খবর রাখেননি। আমরা দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেখানে ছিলাম। ফ্যান্টাসি কিংডমে কর্মরত সবাইকে ধন্যবাদ।

  • রাজশাহীর শ্রেষ্ঠ জনপ্রতিনিধি ময়না ও বাবু

    রাজশাহীর শ্রেষ্ঠ জনপ্রতিনিধি ময়না ও বাবু

    আলিফ হোসেন, তানোরঃ

    রাজশাহীর শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মনোনিত হয়েছেন তানোর উপজেলা যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না এবং তানোর উপজেলায় শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান মনোনিত হয়েছেন কলমা ইউপি চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী। জানা গেছে, বিশ্ব পরিবার পরিকল্পনা দিবসে মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রমে তাদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরুপ তাদের এই সম্মানে ভুষিত করা হয়েছে। এদিকে ২১ জুলাই বৃহস্পতিবার পরিবার পরিকল্পনা বিভাগীয় কার্যালয়ে সেরা উপজেলা চেয়ারম্যান হিসেবে সনদপত্র গ্রহণ করেছেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ও কলমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী।এদিন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এক অনুষ্ঠানে তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কলমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সম্মাননা স্বরুপ এ সনদপত্র তুুলে দেন।পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে এ সনদপত্র প্রদান করা হয়। চেয়ারম্যান ময়না উপজেলায় শিশুস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখেন। এছাড়াও একই অবদান রাখেন ইউপি চেয়ারম্যান বাবু চৌধুরী।তানোরে এই দুই চেয়ারম্যান মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রম দিবসে বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরুপ রাজশাহীর তানোরকে সেরা উপজেলা পরিষদ ও কলমাকে সেরা ইউনিয়ন পরিষদ নির্বাচিত করা হয়।তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বলেন, রাজশাহী-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পরামর্শে পুরো উপজেলায় মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রমে সব ধরণের পরিকল্পনা বাস্তবায়ন পরিচালনা করা হয়। এই সনদের অর্জন গোটা তানোর উপজেলাবাসির। কলমা ইউপি চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী বলেন, আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি মহোদয় আমাদের অভিভাবক। তিনি বলেন, এমপি মহোদয়ের পরামর্শক্রমে ইউপিতে মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রম সফল করতে নানা উদ্যোগ নেয়া হয়। তিনি তার এই অর্জন কলমাবাসিকে উৎসর্গ করেন।

  • প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন অস্ত্র মামলায়

    প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন অস্ত্র মামলায়

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    জমি নিয়ে সজল হোসেনের বিরোধ ছিল প্রতিবেশি সুমনের। তাই ফন্দি আঁটে সুমনকে ফাঁসানোর। বিরোধর জের ধরে সজল হোসেন দেশী অস্ত্র ও গুলি দিয়ে প্রতিবেশি সমুনকে ফাঁসাতে যায়, কিন্তু নিজের জালে জড়িয়ে এখন শ্রীঘরে সজল। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার শ্যামনগর গ্রামে। র‌্যাব সজলকে আটক করে অস্ত্র মামলায় চালান দিয়েছে। গ্রেফতারকৃত সজল পার্শবর্তী বড়বাড়ী গ্রামের প্রবাসী শফি উদ্দিনের ছেলে। ঝিনাইদহ র‌্যাবের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ওই গ্রামের সুমন হোসেনের সাথে প্রতিবেশী সজল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রাতে দেশীয় অস্ত্র ও গুলি দিয়ে সুমনকে ফাঁসানোর চেষ্টাকালে র‌্যাবের একটি অভিযানিক দল সজলকে আটক করে। উদ্ধার করে একটি দেশীয় ওয়ান শুট্যার গান ও ১ রাউন্ড গুলি। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামীকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজল অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানের বিষয়টি স্বীকার করেছেন।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।।

  • ঝিনাইদহে ধান বোঝাই ট্রাকে ভারতীয় ফেনসিডিল

    ঝিনাইদহে ধান বোঝাই ট্রাকে ভারতীয় ফেনসিডিল

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের মহেশপুরে একটি ধান বোঝাই ট্রাক থেকে দেড়’শ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে মহেশপুরের ৫৮ বিজিবি। এ সময় ট্রাকের ড্রাইভার পলাশকে আটক করা হয়। পলাশ মহেশপুরের কুল্লা সাহেবপাড়ার রবিউল ইসলামের ছেলে। ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোহাম্মদ তারেক জানান, গোপন সুত্রে খবর পেয়ে উপজেলার কুশাডাঙ্গা গ্রামে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় সীমান্ত থেকে আসা একটি ধান বোঝাই ট্রাক তল্লাসী করে ট্রাকের মধ্যে ১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল পায়। ট্রাকসহ চালককে বিজিবি আটক করে মহেশপুর থানায় সোপর্দ করেছে। বিজিবি সুত্রে জানা গেছে, ভারত থেকে এই ফেনসিডিলের চালান আনার সঙ্গে জড়িত মহেশপুরের হানিফপুর গ্রামের আলী কদরের দুই ছেলে মোঃ জহিরুল ইসলাম ও মোঃ রফিকুল ইসলামের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।