Blog

  • পাইকগাছার লতায় আকষ্মিক ঘূর্ণিঝড়ে একটি বসতবাড়ি লন্ডভন্ড

    পাইকগাছার লতায় আকষ্মিক ঘূর্ণিঝড়ে একটি বসতবাড়ি লন্ডভন্ড

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    খুলনার পাইকগাছার গদারডাঙ্গা এলাকার উপর দিয়ে বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে বয়ে যাওয়া আকষ্মিক প্রচন্ড গতির ঘূর্ণিঝড়ের কবলে পড়ে একটি কাঁচা বসত-বাড়ি বিধ্বস্ত হয়েছে। ‘
    স্থানীয় প্রত্যক্ষদর্শীরা দূর থেকে মোবাইলে ঘূর্ণিঝড়ের দৃশ্যটি ভিডিওধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে। যাতে দেখা যায়, প্রচন্ড বেগে ঘূর্ণিঝড়টি কয়েকটি চিংড়ী ঘেরের উপর দিয়ে বয়ে যাচ্ছে। এসময় ঘেরের পানি প্রচন্ড গতিতে ঘূর্ণায়মান অবস্থায় এক ঘের থেকে অন্য ঘেরের অন্তত ৫০/৬০ ফুট উপর দিয়ে বয়ে যাচ্ছে। এক পর্যায়ে গদারডাঙ্গা গ্রামের গপ্ফার গাজীর বাড়ি অতিক্রমের সময় তার কাঁচা বসতঘরটি নিমিষেই গুড়িয়ে উপরে তুলে ফেলে দেয়। তবে ঝড়ের সময় আশ-পাশের এলাকা শান্ত থাকতে দেখা যায়।
    ভিডিওতে দেখা যায়, এসময় ঝড়ের সাথে ঘেরের পানি আকাশের দিকে উঠে যাচ্ছে। ঘটনায় তাৎক্ষণিক এলাকায় ঘূর্ণিঝড় আতংক ছড়িয়ে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষে গ্রামবাসীকে আরো বেশি সতর্ক হওয়ার জন্য বলা হচ্ছে। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস ঘটনাস্থল পরেদর্শন করেছেন।
    এসময় তিনি অসহায় গপ্ফার গাজীকে সহযোগিতার জন্য সকলের সুদৃষ্টি কামনা করেন। তাকে সহযোগিতার জন্য ০১৭৬০- ১৪৭০৮৪ বিকাশ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

  • পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত

    পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে।দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে শুক্রবার সকাল ১১ টায় নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা ও সুন্দরবনে বাঘে আক্রান্ত ব্যক্তি, বাঘ বিধবা ও ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপনসহ সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।
    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ছড়াকার এ্যাড. শফিকুল ইসলাম কচি। বিশেষ অতিথি ছিলেন, অনারারি ক্যাপ্টেন অব: মোহন লাল দাশ, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর সভাপতি আশোক কুমার ঘোষ, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানী সাধু। বক্তৃতা করেন, কবি মোড়ল কওসার আলী, রোজী সিদ্দিকী, সুশান্ত বিশ্বাস, ফারজানা আক্তার ময়না।’ স্মৃতিচারণ করেন, বাঘে আক্রান্ত ব্যক্তি বিষ্ণু বিশ্বাস, মোতালেব গাজী, রহিমা বেগম। বক্তারা বলেন, বাঘ সুরক্ষায় সুন্দরবন সংলগ্ন জনপদের মানুষকে আরো বেশি সচেতন করতে হবে। তাহলে বন ও বাঘ ভালো থাকবে

  • জোয়ার্দার সৈকত এর আম্মার সুস্থতা কামনায় জুম্মার মসজিদে দোয়া কামনা

    জোয়ার্দার সৈকত এর আম্মার সুস্থতা কামনায় জুম্মার মসজিদে দোয়া কামনা

    মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
    বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি রফিকুল আলম জোয়ার্দার সৈকত এর আম্মা অসুস্থ হয়ে আজ ১৫ দিন থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন।তার সারিরিক অবস্থা উন্নতি না হওয়ায়, গত দুইদিন থেকে আইসিইউতে ১১নং বেডে ভর্তি রয়েছেন। আজ শুক্রবার তার জন্য ভাতসা, মহনল, ভুজইল, ঝিকড়া, গোবিন্দপুর, পদ্দপুর, দায়পুকুরিয়া সহ বিভিন্ন জুম্মার মসজিদে জোর্দ্দার সৈকত এর আম্মার সুস্থতা মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া খায়ের করা হয়েছে। আল্লাহ যেন তার আম্মাকে দ্রুত সুস্থ করে দেন এবং নেক হায়াৎ দান করেন। আমীন।

  • ঝিনাইদহ প্রেসক্লাব চত্বরে দৈনিক দেশ রুপান্তর পত্রিকার সম্পাদক প্রথ্যাত সাংবাদিক অমিত হাবিবের প্রতি শ্রদ্ধা নিবেদন  ও জানাযা সম্পন্ন

    ঝিনাইদহ প্রেসক্লাব চত্বরে দৈনিক দেশ রুপান্তর পত্রিকার সম্পাদক প্রথ্যাত সাংবাদিক অমিত হাবিবের প্রতি শ্রদ্ধা নিবেদন ও জানাযা সম্পন্ন

    শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-

    দৈনিক দেশ রুপান্তর পত্রিকার সম্পাদক প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট অমিত হাবিবের নামাযে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। ২৯ জুলাই শুক্রবার ঢাকাতে দু’দফা জানাযা শেষে বিকাল ৫টায় তার মরদেহ নিজ জেলা ঝিনাইদহ প্রেসক্লাব চত্তরে এসে পৌছে। ঝিনাইদহের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সেলিম রেজা পিএএ, সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, দেশ রুপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি এম রবিউল ইসলাম রবি সহ ঝিনাইদহের কর্মরত সকল সাংবাদিকবৃন্দ তার মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞপন করেন। এরপর ঝিনাইদহ প্রেসক্লাব চত্তরে তার নামাযের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোআ ও মোনাযাত করা হয়।
    এর পর মরহুমের মরদেহ তার জন্মস্থান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের কাজীরবেড় গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মরদেহ দেখতে শতশত মানুষ উপস্থিত হলে এক হৃদয় বিদারক পরিস্থিতি সৃষ্ঠি হয় সকলের মাঝে। এরপর বাদ মাগরিব তার নিজ বাড়ির প্রাঙ্গনে তার সর্বশেষ জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তার পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে দাফন করা হয়।

  • ত্রিশালে বালিপাড়ায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    ত্রিশালে বালিপাড়ায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ব্যাপক ঝাক-জমক ও উৎসাহ উদ্দীপনা মুখর পরিবেশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের গৌরবোজ্জ্বল – সংগ্রাম ও সাফল্যের২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ।

    বৃহস্পতিবার ২৮শে জুলাই বালিপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বালিপাড়া ইউনিয়ন শাখার সভাপতি শাহাদাত উল্লাহ আদনান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইব্রাহিম খলিল নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি ও চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল, উপজেলা কৃষক লীগের সভাপতি মেজবাহ উদ্দিন উজ্জ্বল, পৌর সভার প্যানেল মেয়র মানিক সাইফুল বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সহ ইউনিয়ন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

    আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলে সেখানে জনপ্রিয় বাউল শিল্পী নুপুর দেওয়ান,ইয়াসিন সরকার,ডালিয়া সরকার পাগলা শফিক সরকার,বেনজির সরকার সহ দেশবরেণ্য বাউল শিল্পী বাঙ্গালী সাংস্কৃতির ঐতিহ্য বাউল সঙ্গীত পরিবেশনা করেন।

  • গোদাগাড়ীতে সিসিবিভিওর আয়োজনে ভূমির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

    গোদাগাড়ীতে সিসিবিভিওর আয়োজনে ভূমির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ভূমি ব্যবস্থাপনা (নথী সংরক্ষণ, সরকারী ভূমি অধিদপ্তরে অভিগম্যতা, ভূমি বিরোধ নিষ্পত্তি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

    আজ ২৯ জুলাই, শুক্রবার ২০২২ ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী-এর সহায়তায় ও সিসিবিভিও-রাজশাহীর আয়োজনে “রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ভূমি ব্যবস্থাপনার এ প্রশিক্ষণ উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলার হিন্দু, বৌদ্ধ, খ্রষ্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ কুমার সরকার। এই পর্বে উপস্থিত ছিলেন সিসিবিভিওর নারী উন্নয়ন কর্মকর্তা সবিতা রানী হেম্ব্রম, ইমরুল সাদাত মিলন, ভ‚মি উন্নয়ন কর্মকর্তা নিরঞ্জন কুজুর।

    ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগণের ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে অজ্ঞতা ভূমি সমস্যাকে একটি নতুন মাত্রা প্রদান করেছে, উপরন্তু এদের অনেকেই কোন বন্দোবস্ত ছাড়াই খাস জমিতে বসবাস করে। এই প্রশিক্ষণ রক্ষাগোলা সদস্য পরিবারের মাঝে ভূমি ব্যবস্থাপনা ও আইন সম্পর্কে সম্যক জ্ঞান ও সচেতনতা লাভ করবে। এতে করে অভীষ্ট জনগোষ্ঠী নিজেরাই খাস জমি বন্দোবস্তসহ, জমি বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করতে পারবে এই যৌক্তিকতাকে সামনে রেখে

    প্রশিক্ষণের আলোচ্য বিষয় হলো ভূমি সংস্কার ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন, জমি-জমার কাগজপত্র পরিচিত এবং খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা, উত্তরাধিকার আইন ও রীতি-নীতি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্পত্তি হস্তান্তর ও রেজিষ্ট্রেশন আইন, ভূমি ব্যবস্থাপনা এবং কাঠামো কর্মকর্তা ও কর্মচারীদের কাজ । প্রশিক্ষণের সমাপ্তী ঘোষনা করেন সিসিবিভিও’র কার্যনির্বাহী কমিটির সদস্য ও দক্ষিন গুণিগ্রাম রক্ষাগোলা সংগঠনের মোড়ল প্রসেন এক্কা এবং প্রশিক্ষণটি পরিচালনা করেন প্রশিক্ষণ সমন্বয়কারী নিরাবুল ইসলাম এবং তাকে সার্বিকভাবে সহায়তা করেন সমাজ সংগঠক রঞ্জিত সাওরীয়া।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • সুন্দরগঞ্জে পুত্রের নামে পিতার মিথ্যা মামলা

    সুন্দরগঞ্জে পুত্রের নামে পিতার মিথ্যা মামলা

    গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিজের ছেলের নামে আদালতে পিতার মিথ্যা মামলা দায়ের করার অভিযোগ পাওয়া গেছে।
    সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের হাতিয়া চৌধুরী বাজার গ্রামের সফিউল ইসলাম প্রতিহিংসা ও আক্রোশের বশবর্তী হয়ে নিজের ছেলে রইছুল ইসলামের বিরুদ্ধে আদালতে বাড়ি-ঘর ভাংচুর ও মারামারির মিথ্যা মামলা দায়ের করেছে। অথচ স্থানীয়রা জানান, পিতা সফিকুল ইসলাম প্রায়শই ছেলে রইছুলের গাছ কর্তন, খড়ের (পলের) ঢিবিতে অগ্নিসংযোগ, ঘরের দরজায় তালা লাগানোসহ বিভিন্ন ধরনের অত্যাচার করে আসছে। এছাড়া মসজিদের মুয়াজ্জিন সফিকুল ইসলাম তার ৪ ছেলের মধ্যে বড় ছেলে রফিকুল ইসলাম ও ৩য় ছেলে রইছুল ইসলামকে সম্পূর্ণভাবে জমিজমা থেকে বঞ্চিত করে। সমস্ত সম্পত্তি তার স্ত্রী কছিরন বেগমকে ২৪ শতক, ২য় ছেলে আব্দুর রশিদের নামে ২৭ শতক, সব ছোট ছেলে আব্দুর রাজ্জাকের নামে ২৫ শতক ও মেয়ে সাহেরা বেগমের নামে ৫ শতক জমি দলিল করে দিয়ে পারবারিক কোন্দলের বীজ বপন করে। সেই সাথে রাজ্জাক ও রইছুল ১৪ লক্ষ টাকা ব্যয়ে যৌথভাবে বিল্ডিং ঘর নির্মান করলেও ওই ঘর থেলে রইছুলকে উৎখাত করে অন্য ছেলেকে ঢুকানোর পায়তারা করছেন। এব্যাপারে সফিকুল ইসলামের আপন ভাই আজিজার রহমান সুপারের সাথে কথা হলে তিনি বলেন, রইছুলের নামে করা মামলা টি সম্পূর্ণ রুপে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি তার জাকজকম প্রমাণ।
    উল্লেখ্য-এর আগেও পিতা সফিউল ইসলাম ছেলে রইছুলের নামে থানায় অভিযোগ করলে তা মিথ্যা প্রমাণিত হয়।

  • সুন্দরগঞ্জে এক মুষ্টি চাল সমিতির গাছ ও শাক সবজির বীজ বিতরণ

    সুন্দরগঞ্জে এক মুষ্টি চাল সমিতির গাছ ও শাক সবজির বীজ বিতরণ

    গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক মুষ্টি চাল সমিতির গাছ ও বিভিন্ন জাতের সবজির বীজ বিতরণ করা হয়।
    শুক্রবার সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের ধনিয়ারকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গাছ ও বিভিন্ন জাতের শাক সবজির বীজ বিতরণ করেন সমিতির প্রতিষ্ঠাতা ও নিজপাড়া গ্রামের মৃত নুরুন্নবী প্রামাণিকের ছেলে ঝালা চানাচুর বিক্রেতা সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সমিতির চেয়ারম্যান রাহিনুর বেগম, সাংবাদিক মোঃ আনিসুর রহমান আগুন, গ্রাম পুলিশ রেজাউল করিম। গাছের মধ্যে ছিল মেহগনি ও ইউক্লেকটাস। শাক সবজির বীজের মধ্যে ছিল, পুঁইশাক, লালশাক, লাউ, কুমড়া করলা,মুলা প্রভৃতি। পরে রামজীবন ইউনিয়নের গুচ্ছ গ্রামেও সাইফুল ইসলাম নানা জাতের তরিতরকারির বীজ বিতরণ করেন।

  • নালিতাবাড়ীতে স্কুলছাত্রী অপহরণ ফেসবুকে বার্তা খুঁজে লাভ নেই ওকে মেরে ফেলা হয়েছে

    নালিতাবাড়ীতে স্কুলছাত্রী অপহরণ ফেসবুকে বার্তা খুঁজে লাভ নেই ওকে মেরে ফেলা হয়েছে

    মোঃ তারিফুল আলম তমাল
    শেরপুর,জেলা,প্রতিনিধিঃ

    শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর এক স্কুলছাত্রীকে অপহরণ করে তার‌ই ফেসবুক আইডিতে ওই ছাত্রীর মুখ বাঁধা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে মেয়েটির নাম উল্লেখ করে এও বলা হয়েছে, ‘খুঁজে লাভ নেই, ওকে মেরে ফেলা হয়েছে। এর জন্য দায়ী ওর বাবা-মা।’ উপজেলার নয়াবিল ইউনিয়নের বনকুড়া এলাকার বাসিন্দা ওই ভিকটিম বনকুড়া উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী। ফেসবুক আইডিটি ডিঅ্যাকটিভ থাকলেও নালিতাবাড়ী বার্তা নামে একটি ফেসবুক পেজ থেকে শুক্রবার খবরটি ছড়িয়ে পড়ে।ওই স্কুলছাত্রীর স্বজনরা জানান, গত রোববার সকাল ১০টার দিকে কেউ একজন মেয়েটির মায়ের মুঠোফোনে কল করে সংসদ সদস্যের ফান্ড থেকে টাকা দেওয়ার কথা বলে তাকে স্কুলে ডেকে আনে। এরপর‌ই অপহরণ করা হয় মেয়েটিকে। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় একটি জিডি করেছেন ভিকটিম স্কুলছাত্রীর বাবা। এদিকে ভুক্তভোগী স্কুলছাত্রীর ফেসবুক আইডি থেকেই তার মুখ বাঁধা একটি ছবি পোস্ট করা হয় মঙ্গলবার রাতে। কিছুক্ষণ পর ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয়। ভুক্তভোগী মেয়েটির ভাই গাজীপুরের এক গার্মেন্টসকর্মী বলেন, ‘কয়েকদিন আগে গাজীপুরের বাসিন্দা মেহেদী নামে একজন মুঠোফোনে কল করে আমাকে বলেন- আপনার বোনের সঙ্গে আমার ফেসবুকে পরিচয়। তারপর আমরা ঘনিষ্ঠ হয়ে গেছি। আপনার বোন আমার মায়ের সঙ্গে অনেক কথা বলেছে। এখন আপনার বোন অন্যের সঙ্গে সম্পর্ক করেছে বলে শুনেছি। এটা কিন্তু ভাল হচ্ছে না।’ সে আরও জানায়, ‘আমাকে যে নম্বর থেকে ফোন করা হয়েছিল, সেই একই নম্বর থেকে আমার মাকে ফোন করে ওইদিন আমার বোনকে স্কুলে ডেকে নেওয়া হয়। এরপরই আমার বোনকে অপহরণ করা হয়েছে। এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, ‘আমরা মেয়েটির মুখবাঁধা ছবিটি পেয়েছি। মেয়েটির মোবাইল সিডিআর পরীক্ষা করেছি। এতে জানা গেছে মেয়েটি গাজিপুরেই থাকত এবং তখন থেকেই একটি ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।’ তিনি আরও জানান, ইতিমধ্যেই ছেলেটির পরিচয় সনাক্ত করা হয়েছে। পুলিশের একটি টিম গাজিপুরে আছে। শিঘ্রই তাকে গ্রেফতার ও মেয়েটিকে উদ্ধারের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

  • বঙ্গোপসাগরে ৩০ জেলেকে পিটিয়ে ১৩ লাখ টাকার মাছ লুট

    বঙ্গোপসাগরে ৩০ জেলেকে পিটিয়ে ১৩ লাখ টাকার মাছ লুট

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    বঙ্গোপসাগরে ৩০ জেলেকে পিটিয়ে ১৩ লাখ টাকার মাছ লুট
    বরগুনার পাথরঘাটা থেকে ৯০ কিলোমিটার পূর্বে বঙ্গোপসাগরে জেলে বহরে সশস্র ট্রলার ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় দুই ট্রলারের অন্তত ৩০ জেলেকে পিটিয়ে ও কুপিয়ে ১৩ লাখ টাকার ইলিশ মাছ ও পাঁচ লাখ টাকার রসদ লুট করে ডাকাত দল।

    ডাকাতদের কবলে পড়া জেলেরা শুক্রবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরে এ তথ্য জানান।

    এর আগে বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে পাথরঘাটা থেকে ৯০ কিলোমিটার পূর্বে বঙ্গোপসাগরের সশস্র ট্রলার ডাকাতির ঘটনা ঘটে।

    ডাকাত দল এফবি জুনায়েদ ট্রলারের ১৩ জন ও এফবি শাহ মোহছেন আউলিয়া-৩ এর ১৭ জেলেকে পিটিয়ে আহত করে। এ ট্রলার দু’টির মধ্যে এফবি জুনায়েদ পাথরঘাটার আবদুল্লাহর ও এফবি শাহ মোহছেন আউলিয়া-৩ আলম মোল্লার।

    এফবি জুনায়েদ ট্রলারের জেলেরা হলেন- শাহজাহান মাঝি (৫৫), মো. মিরাজ (৪২) শাহজাহান (৩৫) শাহিন (২৮) মাসুম মিয়া (৩৫), জাকির মিস্ত্রী (৩৫), মোহাম্মদ আলী (৪৫), জাকির হোসেন (৪০), রবিউল হক (৪৪), শহিদুল ইসলাম (৫২), খোকন (৩৪), মো. রাজু মিয়া (২৫) ও মো. মন্টু মিয়া (৩৬)। অন্য ট্রলারটি এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘাটে না আসায় জেলেদের নাম জানা যায়নি।

    এফবি জুনায়েদ ট্রলারের মাঝি শাহজাহান ও মালিক আবদুল্লাহ জানান, বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে বঙ্গোপসাগরে মাছ শিকার করে কূলে ফিরে আসার পথে ৩০ জনের অস্ত্রধারী ডাকাত দল ট্রলারে উঠে জেলেদের জিম্মি করে ফেলে। এসময় ডাকাত দল ট্রলারে থাকা পাঁচ লাখ টাকার মাছ, পাঁচ লাখ টাকার বরফ ও অন্যান্য বাজার সদাই লুটে নিয়ে যায়। ডাকাতদের পিটুনিতে মিরাজ, খোকন, মন্টু ও শাহজাহানসহ বেশ কয়েকজন জেলে আহত হয়েছেন।

    তারা আরও জানান, ডাকাতদের মধ্যে দু’জনের হাতে রিভলবার, দু’জনের হাতে পাইপগান, বাকিদের হাতে জিআই পাইপ ছিল। আহতদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। তাদের সবার বাড়ি পাথরঘাটার বিভিন্ন এলাকায়।

    এদিকে এফবি শাহ মোহছেন আউলিয়া-৩ ট্রলারের মালিক আলম মোল্লা বলেন, আমার ট্রলারে অস্ত্রধারী ডাকাত দল অন্তত আট লাখ টাকার মাছ লুটে নিয়ে গেছে। এতে বাধা দেওয়ায় হোসেন মাঝিকে কুপিয়ে জখম করা হয়েছে। তার মাথায় আঘাত লেগেছে। এখনো ঘাটে আসেনি ট্রলারটি।

    বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বঙ্গোপসাগরে সশস্র ট্রলার ডাকাতি হয়েছে। এখন পর্যন্ত দুই ট্রলারের তথ্য পেলেও ফিরে আসা জেলেরা জানিয়েছেন, অন্তত ১০টি ট্রলার ডাকাতি হয়েছে। আমরা খোঁজ খবর নিচ্ছি। বিষয়টি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), কোস্টগার্ড ও নৌ-পুলিশকে জানানো হয়েছে।