Blog

  • পঞ্চগড়ের আটোয়ারীতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যক্তির মৃত্যু

    পঞ্চগড়ের আটোয়ারীতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যক্তির মৃত্যু

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়:
    পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে নিকান্দু বর্মন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

    রোববার (১০ জুলাই) রাতে জেলার আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া জামুরীবাড়ী গ্রামে তার নিজ শয়ন ঘরে এই দূর্ঘটনাটি ঘটে। জানা যায় নিহত নিকান্দু বর্মন একই এলাকার লক্ষিরামের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির অন্যঘরে রাতের খাওয়া শেষে নিজ ঘরে যান নিকান্দু বর্মন। এসময় ঘরের বিদ্যুতিক বাতি জ্বালানোর জন্য ইলেক্ট্রিক বোডের সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আটকে যান তিনি। একসময় পরিবারের সদস্যরা তাকে সুইচের সাথে আটকে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে পরিবারের পক্ষ থেকে জানা যায় নিকান্দু বর্মন হৃদ রোগে আক্রান্ত ছিলেন।

    আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

  • খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ও মন ভালো থাকে এবং মেধা বিকশিত হয়- চেয়ারম্যান সাঈদ

    খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ও মন ভালো থাকে এবং মেধা বিকশিত হয়- চেয়ারম্যান সাঈদ

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ সদর উপজেলার ৫নং সিরতা ইউনিয়নের, চর ভবানীপুর গ্রামের আলমখার মোড়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিবাহিত ও অবিবাহিত দুই দলের মধ্যে এক প্রিতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ফুটবল খেলাকে উজ্জীবিত করতে ঈদের পরদিন ১১জুলাই ২০২২ বিকেলে এ আয়োজন করা হয়। দর্শক হিসেবে গ্রামবাসীর উপস্থিতীতে এক আনন্দঘন পরিবেশে তৈরী হয়।

    খেলায় প্রধান অতিথির বক্তব্যে সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যুবলীগ নেতা আলহাজ্ব আবু সাইদ বলেন- নিজেদের মধ্যে একতা বোধ ও তরুণ প্রজন্মকে খেলার দিকে মনোযোগী করতে উক্ত আয়োজন ব্যপক ভূমিকা রাখবে।

    তিনি বলেন,খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ও মন ভালো থাকে এবং মেধা বিকশিত হয়। শুধু তাই নয়, খেলাধুলার প্রতি আকৃষ্ট থাকলে সকল অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা যায়। তাই যেকোন ধরণের অপরাধ মোলক কর্মকান্ড থেকে নিজেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।

    একই দিনে চেয়ারম্যান আলহাজ্ব আবু সাইদ চর ভবানীপুর,খরিচাসহ কয়েকটা খেলার অনুষ্ঠানে উপস্থিত থেকে উদ্ভোধন করেন। খেলা শেষে বিজয়ীদের হাতে জয়ের পুরস্কার এবং রানার্সআপ দের হাতেও পুরস্কার তুলে দেন তিনি।

    এ সময় উপস্থিত ছিলেন এসময় বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন,মোয়াজ্জেম হোসেন,সফুর উদ্দিন, আমজত আলী,আব্দুর রহমান,সফুর আলী,ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আব্দুল মোতালেব,যুগ্ন আহবায়ক হারুন অর রশিদ, রুহুল আমিন, যুবলীগের সভাপতি স্বপন, সাধারন সম্পাদক খোকন,ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা, যুগ্ম সাধারন সম্পাদক আল আমিন, ইউপি সদস্য মোজাম্মেল হক বাচ্চু, আজিজুল ইসলাম,ফয়জুর রহমান ফজলু,লিটনসহ ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • প্রয়াত প্রবীণ সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাসের জন্য দোয়া ও আশির্বাদ কামনা

    প্রয়াত প্রবীণ সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাসের জন্য দোয়া ও আশির্বাদ কামনা

    রিদয় হোসেন
    জয়পুরহাট সদর প্রতিনিধিঃ

    জাতীয় সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ-(এসইউএসবি) কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, মহাসচিব,বাংলাদেশ সাংবাদিক ও সংবাদপত্র ঐক্য পরিষদ কেন্রীয় কমিটি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নিরেন দাসের পিতা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক জয়পুরহাট বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান উপদেষ্টা,জাতীয় দৈনিক সূর্যোদয় পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সোনার দেশ পত্রিকার আক্কেলপুর প্রতিনিধি সাংবাদিক এবং ন্যাপ কমিউনিস্ট পার্টি অধ্যাপক মুজাফ্ফর আহমেদ এর ঘনিষ্ঠ সহচর প্রবীণ সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস গত বুধবার (২৯ জুন) ৪ টা ৪০ মিনিটে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন সাংবাদিক নিরেন দাসের পিতা প্রবীণ সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস।

    সনাতন ধর্ম অননুসারে সকল নিয়মনীতি মেনে আজ তাঁহার শেষকৃত্য হওয়ায় নিহত পিতার কোন প্রকার ভুল টুঁটি হয়ে থাকলে তা ক্ষমার চোখে দেখে তাহার পরম আত্মার শান্তি কামনায় সকলের কাছে দোয়া ও আশির্বাদ চেয়েছেন তার ছেলে সাংবাদিক নিরেন দাস।

    রিদয় হোসেন জয়পুরহাট সদর প্রতিনিধিঃ

  • শেখ হাসিনার নেতৃত্বে আজীবন মানুষের জন্য কাজ করে যাব-কৃষিমন্ত্রী

    শেখ হাসিনার নেতৃত্বে আজীবন মানুষের জন্য কাজ করে যাব-কৃষিমন্ত্রী

    মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    “আগামীর বাংলাদেশ হবে ক্ষুধা দারিদ্রমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, যতদিন বেঁচে আছি আজীবন মানুষের জন্য কাজ করে যাব”, সোমবার সকালে কৃষিমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা ধনবাড়ীর থোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর অর্থায়নে মানব উন্নয়ন ও গবেষণা সংস্থা কর্মায়ন আয়োজিত কুরবানি কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ হীরা। অনুষ্ঠানে ১৫০০ অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ৫০ টি গরু কোরবানি করে ২ কেজি করে গরুর মাংস বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে কৃষিমন্ত্রী সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

  • কুড়িগ্রামে বানভাসীদের নেই ঈদের আনন্দ

    কুড়িগ্রামে বানভাসীদের নেই ঈদের আনন্দ

    কুড়িগ্রাম প্রতিনিধি

    এইতো কদিন আগেই দুই দফা বন্যায় ভাসছিলো কুড়িগ্রামের বিভিন্ন অঞ্চল। পানিবন্দি ছিলা প্রায় দুই লক্ষাধিক মানুষ। বন্যায় ক্ষত বিক্ষত হয়েছিলো রাস্তাঘাট, বাড়িঘর। ক্ষতি হয়েছে বিভিন্ন ফসলের। বন্যার এই ধকল না কাটতেই দরজায় কড়া নারে পবিত্র ঈদ-উল আজহা। ঈদের খুশিতে ম্লান করে দিয়েছে বন্যার ভয়াবহতা। তাই চরাঞ্চলে ও নিন্মঞ্চলর মানুষের মাঝে নেই ঈদের আনন্দ।

    বানভাসীরা জানায়, পরপর দু দফা বন্যায় বিপর্যস্ত হয় পড়েছিলো কুড়িগ্রামের জনজীবন। চরম দুর্ভাগে ছিলেন এখানকার বানভাসীরা। রোজগারের পথ বন্ধ থাকায় আর্থিক সংকট কেঠে উঠেত পারেনি এখনও। তলিয়ে যাওয়া রাস্তাঘাট ও বসতবাড়ি থেকে পানি নেমে গেলেও রেয়ে গেছে ক্ষতির চিহ্ন। তাই এবারের ঈদ তাদের কাছে আনন্দ না হয়ে হয়েছে কষ্টের। হয়নি সন্তান ও পরিবারর কেনাকাটা এমনকী ঈদের খরচও। পেটের দায়ে ঈদের দিনও কাজের খোঁজে বের হতে হয়েছে তাদের।

    বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান সোলায়মান আলী বলেন নাগেশ্বরীর বেরুবাড়ী ইউনিয়নের কফিলের চর, সবুজপাড়া, চর রহমানের কুটিসহ এমন বন্যা কবলিতদর এ বছর নেই ঈদের আনন্দ। এতে ব্যাথিত হয়েছে ইউপি চেয়ারম্যান নিজেও। তাদের পাশে দাঁড়াতে সরকারি ও বেসরকারিভাবে সহযোগিতার আহ্বান জানান তিনি।

  • সুন্দরবন ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় ঈদে দর্শনার্থী মুখর মোংলার মেরিন ড্রাইভ সড়ক

    সুন্দরবন ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় ঈদে দর্শনার্থী মুখর মোংলার মেরিন ড্রাইভ সড়ক

    মোংলা প্রতিনিধিঃ
    ঈদুল আজহার ছুটিতে মোংলার মেরিন ড্রাইভ সড়ক দর্শনার্থীদের পদচারণ মুখরিত হয়ে উঠেছে। পৌর শহরের ফেরিঘাট থেকে শুরু করে কাইনমারী স্লুইস গেইট পর্যন্ত তিন কিলোমিটারের এই সড়কে বিকেল থেকে ভিড় জমছে দর্শনার্থীদের। বিভিন্ন বয়সের মানুষের পদচারণায় উৎসব মুখর হয়ে উঠেছে পৌর কর্তৃপক্ষের এ মেরিন ড্রাইভ সড়কটি। সড়কটি মোংলা বন্দরের পশুর চ্যানেল ও আন্তর্জাতিক বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী ক্যানেলের পাড় ঘেষে দিয়ে তৈরি করা হয়েছে। মেরিন ড্রাইভে এসে সুন্দরবন, পশুর চ্যানেলে সারিবদ্ধ কার্গো-কোস্টার জাহাজসহ নৌযান ধরণের নৌযান, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি ও সূর্যাস্তের দৃশ্য উপভোগ করছেন। শুধু মোংলাই নয় পাশের রামপাল উপজেলাসহ দূর দরান্ত এলাকা থেকে এখানে সময় কাটাতে ও প্রকৃতির সৌন্দর্য উপভোগে ছুটে আসছেন দর্শনার্থীরা। এছাড়া মেরিন ড্রাইভের পাশে নদীর পাড়ের ড্রেজিংয়ের বালু-মাটির স্তুপের ফলে সেখানে পাহাড়ের মত উচু উচু টিলা রয়েছে। সেখানে সৌন্দর্য উপভোগের পাশাপাশি সেলফি তুলে সময়টিকে স্মরণীয় করে রাখছেন সকলে।
    উপজেলার চাঁদপাই গ্রামের জুয়েল শেখ বলেন, আমাদের এলাকায় তেমন কোন দর্শনীয় স্থান না থাকা ১১ বন্ধু মিলে মোংলা বন্দর ও পৌর শহরের মেরিন ড্রাইভে ঘুরতে এসেছি। এক জায়গা দাঁড়িয়ে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের সুউচ্চ চুল্লি, সুন্দরবন, জাহাজ ও নদীর দৃশ্য দেখে খুব ভাল লেগেছে।
    মোংলা পৌর শহরের জয়বাংলা সড়কের বাসিন্দা কেয়া আক্তার, শারমিন আক্তার, শেহলাবুনিয়ার ঝুমুর বেগম, বাতেন সড়কের লাভলি ও কাইনমারীর টুটুল মন্ডল বলেন, ঈদের দিন ব্যস্ততা থাকায় ওই দিন না পারলেও পরদিন সোমবার বিকেলে পরিবারসহ মেরিন ড্রাইভে ঘুরতে এসেছি। বাচ্চারা খুব মজা করছে। অনেক কিছু দেখার আছে এখানে। তবে আরো ভালো ব্যবস্থা থাকলে ভালো হতো। বিশেষ করে বসার জায়গা। অনেক বড় জায়গা, হাটতে হাটতে হাপিয়ে উঠতে হয়। বাচ্চাদের ও আমাদের বসার জায়গার জন্য আরো সুব্যবস্থার প্রয়োজন। রাজশাহী থেকে মোংলায় বেড়াতে আসা হাসিবুর রহমান বলেন, ঈদের ছুটিতে এখানে এসে পরিবার নিয়ে মেরিন ড্রাইভে এসেছি। এখানে আসলে প্রাণ জুড়িয়ে যায়। নদী, বাতাস, আকাশের মেঘের ভেলা, জাহাজ ও সবুজ প্রকৃতি দেখতে খুবই ভাল লাগে। এবারসহ তিনবার এসেছি এখানে। মেরিন ড্রাইভের দুই পাশে রয়েছে লাইট পোস্টও। যার কারণে রাতেও পদচারণা রয়েছে লোকজনের। রয়েছে বসার পাকা স্থাপনাও। মেরিন ড্রাইভের এক পাশে নদী আর এক পাশে কাশবনসহ বিভিন্ন ফুল-গাছের সমারোহ রয়েছে। এ সড়কের পাশে রয়েছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম, নৌবাহিনীর ক্যাম্পও। ঈদের ছুটিতে পূর্বের তুলনায় দর্শনার্থীদের ব্যাপক ভিড় বাড়ায় সেখানে বসেছে বিভিন্ন ধরণের খাবার ও বাচ্চাদের খেলনা সামগ্রীর দোকানপাটও। ঘুরতে আসা মানুষের কারণে ভাল আয়ও হচ্ছে মৌসুমি এসকল দোকানীদেরও। পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান বলেন, মুলত শহররক্ষার জন্য নির্মিত এ মেরিন ড্রাইভের দুই পাশের সৌন্দর্য বর্ধন করায় দর্শনার্থীদের ভিড় সেখানে লেগেই থাকে। মেরিন ড্রাইভ এলাকায় বিভিন্ন ধরণের গাছপালার পাশাপাশি ফাঁকে ফাঁকে রয়েছে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার, হরিণের প্রতিকৃতি। রয়েছে সিংহসহ অন্যান্য প্রাণীর মুরালও। আগামীতে এ সড়ককে ঘিরে আরো উন্নয়ন অর্থাৎ দর্শনার্থীদের মনোরঞ্জনে ইকোপার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কমলেশ মজুমদার বলেন, মেরিন ড্রাইভটি এখানকার মানুষের একমাত্র বিনোদনের কেন্দ্রে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, মুলত সুন্দরবন ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় দর্শনার্থীরা মেরিন ড্রাইভে ছুটে আসছেন আনন্দ উপভোগের জন্য। মেরিন ড্রাইভের পাশে সাফারি পার্ক তৈরির পরিকল্পনা রয়েছে পৌর কর্তৃপক্ষের।

  • তেঁতুলিয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে সাংবাদিক লাঞ্চিত করার অভিযোগ

    তেঁতুলিয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে সাংবাদিক লাঞ্চিত করার অভিযোগ

    তরিকুল ইসলাম,
    তেঁতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় চেয়ারম্যানের বিরুদ্ধে সাংবাদিক লাঞ্চিত হওয়ার লিখিত অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৮ জুলাই ২০২২) প্রায় মধ্যরাতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক হোসেনের হাতে বেধরক মারধরের লাঞ্চিত হয়েছেন দৈনিক সময়ের আলো ও অনলাইন বার্তাবাজার ডটকমের সাংবাদিক আল আমিন। এ ঘটনায় বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরসহ তেঁতুলিয়া মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেছেন তিনি। এতে অভিযুক্তরা হলেন- ৫নং বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বুড়াবুড়ি গ্রামের মৃত আব্দুল গণির ছেলে মোঃ তারেক হোসেন, ওই একই গ্রামের গ্রাম পুলিশ কুরানুর ছেলে মোঃ দেলোয়ার হোসেন, গ্রাম পুলিশ আসাদ আলীর ছেলে রওশন ও ইউপি সদস্য মোঃ আতাউর রহমান।

    অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (৮ জুলাই) দুপুর ৩টার দিকে চুরির অপবাদ দিয়ে সাংবাদিক আল আমিনের বড় ভাই আলমগীর হোসেনকে অভিযোগে অন্যতম অভিযুক্ত ব্যক্তি চেয়ারম্যান তারেক হোসেনের নির্দেশে অভিযুক্ত গ্রাম পুলিশের সহযোগিতায় ওই ইউনিয়নের আশ্রয়ন-২ প্রকল্পের মনিকো গুচ্ছগ্রামের এক গোপন ঘরে তাকে অবরুদ্ধ করে রাখেন। পরে স্থানীয় লোকজনের নিকট বিষয়টি জানাজানি হলে প্রায় ৮ ঘন্টা অবরুদ্ধ রাখার পর ওখান থেকে বের করে তাকে রাত ১১টার দিকে চেয়ারম্যানের বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে তাকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে জেলহাজতে প্রেরণে ষড়যন্ত্রের ছক আঁকেন চেয়ারম্যান। খবর পেয়ে সাংবাদিক আল আমিন তার ভাইকে সেখান থেকে উদ্ধার করতে গেলে তার উপর চড়াও হয়ে উঠেন চেয়ারম্যান তারেক হোসেন। পরে চেয়ারম্যানের হুকুমে এবং ইউপি সদস্য আতাউর রহমানের জোগসাজসে সাংবাদিককে গ্রাম পুলিশ দেলোয়ার হোসেন, রওশন এবং ড্রাইভার রনজু বেধরক মারধর করে প্রাণনাশের হুমকি প্রদর্শন করেন। এতে চেয়ারম্যান স্বয়ং সাংবাদিকতার স্বাদ চিরতরে মিটাইয়া দেয়ার হুমকি দিয়ে মারধর করেন। পরে সাংবাদিক ও তার ভাইকে দেশীয় অস্ত্রের মুখে ফেলে সাদা কাগজে সই করে নেন বলে অভিযোগ সুত্রে জানা যায়।

    এ বিষয়ে নির্যাতিত সাংবাদিক আল আমিন জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আমার ভাইকে চুরির অপবাদে আটকে রাখার খবর পেয়ে চেয়ারম্যানের বাড়িতে উপস্থিত হতেই আমার উপর চড়াও হয়ে উঠেন চেয়ারম্যান। আমাকে রশি দিয়ে বেঁধে রাখার জন্য অভিযুক্ত গ্রাম পুলিশকে হুকুম দেন তিনি। আমার সাংবাদিকতাকে চিরতরে মিটাইয়া দেয়ার হুমকি দিয়ে অভিযুক্তদের সহযোগিতায় আমার শার্টের কলার ধরে এলোপাতারি চড় থাপ্পর ও কিল-ঘুষি মারতে থাকে। এ সময় আমাকে মামলা-মোকাদ্দমা দিয়ে ফাঁসিয়ে দেয়ার হুমকি দেন ওই চেয়ারম্যান। আমি এর উপযুক্ত বিচার চেয়ে শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দিয়েছি।

    চেয়ারম্যানের হাতে সাংবাদিক নির্যাতনের বিষয়টিকে চরম ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসক্লাব, জার্নালিস্ট ক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনগুলো। সাংবাদিক সংগঠনগুলোর নেতাকর্মীরা এ ঘটনায় ঘৃণা ও প্রতিবাদ জানিয়ে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

    তবে মারধরের ঘটনাটি অস্বীকার করেছেন বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান তারেক হোসেন। তিনি জানান, ওই সাংবাদিকের ভাইকে চুরির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। কিন্তু তার ভাই সাংবাদিক আল আমিন আমার উপর উত্তেজিত হয়ে মামলা দেয়ার হুমকি প্রদর্শন করে। এতে গ্রাম পুলিশ দ্বারা মারধরের শিকার হতে পারেন। তবে তিনি খুবই উদ্ধ্যত আচরণ করেছেন। এ জন্য তাকে কয়েকটা চড়-থাপ্পর দেয়া হয়েছে।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা বলেন, এ প্রসঙ্গে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সদর হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন

    পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সদর হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন

    কে এম শহীদুল সুনামগঞ্জ প্রতিনিধিঃ
    পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে ২৫০ শয্যার সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে রোগীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২ টায় রোগীদের মধ্যে খাবার পরিবেশন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডাঃ আনিসুর রহমান, সহকারি পরিচালক মাহবুবুর রহমান, মেডিসিন বিশেষঞ্চ বিষ্নু প্রসাদ,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রফিকুল ইসলাম, মেডিসিন বিশেজ্ঞ ডাঃ মাহমুদুর রহমান রকি,ইমাজেন্সী মেডিকেল অফিসার ডাঃ সৈকত দাস, বর্হি-বিভাগের মেডিকেল অফিসার ডাঃ জহর লাল শিপলু,ডাঃ সনজিত রঞ্জন তালুকদার,নাসিং সুপার ভাইজার নিভা সুতার,রুপালী রায়, অফিসার বুরহান উদ্দীন, সিনিয়র স্টাফ নার্স রুবি আক্তার, রুনা আহমেদ, ওয়ার্ড ইনচার্জ খাদিজা বেগম, স্টাফ নার্স মোহসিনা শারমিন, হুমায়রা আক্তার, স্বর্ণা রাণী দেব নাথ, স্টোর কিপার সোলেমান আহমেদ, বাবুর্চি মইনুল হক, আলমগীর, আনোয়ার,রাজিব আহমদ প্রমুখ।

  • পানছড়িতে মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    পানছড়িতে মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি

    মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নবগঠিত মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে খাগড়াছড়ির পানছড়িতে অর্ধশতাধিক দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

    শনিবার (৯ জুলাই) সকাল ১১ টার সময় পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

    মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম এর সঞ্চালনায় ও সভাপতি মতিউর রহমান এর সভাপতিত্বে এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা সমীর দত্ত চাকমা।এই সময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর সম্মানিত উপদেষ্টা মনিতা ত্রিপুরা,মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান,উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংগঠন এর উপদেষ্টা রফিকুল ইসলাম।এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠন এর সাধারণ সম্পাদক মিঠুন সাহা ।

    এই সময় উপস্থিত ছিলেন মানবসেবা শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর উপদেষ্টা আলী আকবর,সহ সভাপতি হারুনর রশীদ,অরুণ কুমার শীল, যুগ্ন সাধারণ সম্পাদক নজর কান্তি ত্রিপুরা,মহিলা কলেজের প্রভাষক ও যুগ্ন সাধারণ সম্পাদক অনিক সাহা, প্রচার সম্পাদক নিখিল চাকমা, অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন,সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম,

    এইছাড়াও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনির হোসেন,কাখারাং ত্রিপুরা,কাজী ইসমাইল,মানিক সাঁওতাল, খোকন সাঁওতাল,কামরুজ্জামান সুমন,হিরণ দাশ,ইমরান খান,ফারুক মিয়া,হেলাল উদ্দিন, ফাল্গুনী সাঁওতাল, অন্তু সাহা রিমি,ফরহাদ মিয়া।এইছাড়াও বন্ধু অমল রায়ও উপস্থিত ছিলেন।

    ঈদ সামগ্রীর মধ্যে ছিলো মুরগী, সেমাই,চিনি,দুধ পাওডার, কিসমিস,বাদাম,পিঁয়াজ, মাংসের মুসল্লা,,তেল, আটা।

  • হোসেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন

    হোসেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন

    গীতি গমন চন্দ্র রায় গীতি।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ৩ নং হোসেন গাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ মমতাজ আলী (মাস্টার) সৎ যোগ্য নির্ভীক পরীক্ষিত জননেতা গরীব মেহনতী সহ সর্ব স্তরের মানুষের অতি আপনজন তারুণ্যের অহংকার এই সেই ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ৩নং হোসেন গাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মমতাজ আলী মাস্টার আসন্ন ৩ নং হোসেন গাঁও ইউনিয়নের নির্বাচন ২০২২ উপলক্ষে ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।এবং ইউনিয়নের প্রতি পাড়া মহল্লায় গিয়ে ভোট প্রার্থনা করে ব্যাপক জন সমর্থন পেয়েছেন।

    তিনি এক সাক্ষাৎকারে সাংবাদিক গীতি গমন চন্দ্র রায় গীতি কে বলেন আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ৩ নং হোসেন গাঁও ইউনিয়ন কে মডেল ইউনিয়ন হিসেবে পরিনত করব,ইউনিয়নে দূর্নীতি জিরো টলারেন্স রাখবো।