Blog

  • হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর উদ্যোগে বিউবোর কর্মকর্তা কর্মচারীদের মাঝে উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস বিষয়ক ফ্রি মেডিকেল চেক-আপ ক্যাম্প

    হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর উদ্যোগে বিউবোর কর্মকর্তা কর্মচারীদের মাঝে উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস বিষয়ক ফ্রি মেডিকেল চেক-আপ ক্যাম্প

    রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন । —

    হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর উদ্যোগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর আয়োজনে গতকাল ২ জুলাই বিক্রয় ও বিতরণ বিভাগ-২ নেসকো লিঃ, রংপুর,( বিউবোর প্রতিষ্ঠান)এর কর্মকর্তা কর্মচারীদের মাঝে উচ্চরক্তচাপ ও প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা এবং চিকিৎসা বিষয়ক ফ্রি মেডিকেল ক্যান্প অনুষ্ঠিত হয়।
    বিদ্যুৎ বিতরণ অঞ্চল রংপুর বিভাগের প্রধান প্রকৌশলী মোঃ শাহাদাৎ হোসেন সাজু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ডিপিডি প্রকৌশলী লুৎফর রহমান, তত্বাবধায়ক প্রকৌশল বিদ্যুৎ বিভাগ (পঃ ও সঃ)-সার্কেল-১ প্রকৌশলী আশরাফুল ইসলাম মন্ডল,
    রংপুর ২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রংপুর প্রকৌশলী শংকর কুমার দেব, সহকারী প্রকৌশলী( আবাসিক) পলাশবাড়ী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র গাইবান্ধা, প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম ,নির্বাহী প্রকৌশলী বিক্রয় ও বিতরণ বিভাগ-২, নেসকো, লিঃ, তত্তাবধায়ক প্রকৌশলী, আবুল হাসনাত, বিউবোর বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প রংপুর ক এর ডিপিডি মোঃ লুৎ ফর রহমান
    হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেন ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন পাবলিক রিলেশন অফিসার জাহাঙ্গীর আলম, আবু নাসের সিদ্দিক তুহিন, সাজ্জাদুর রহমান,
    রাণী আকতার,সুমাইয়া রহমান ডলি, ময়নুল আহসান লিটন ।
    শেষে সকল অংশগ্রহণ কারীর হাই ব্লাড প্রেসার চেক আপ,ডায়াবেটিস টেস্ট পরিক্ষা করা হয়।
    বিদ্যুৎ বিভাগের প্রায় শতাধিক কর্মকর্তা কর্মচারী অংশ গ্রহন করেন।শেষে সকল স্টাফদের অংশগ্রহণে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়।

  • পঞ্চগড়ে মাদক টাপেনটাডল ২৯০পিছ সহ আটক ২

    পঞ্চগড়ে মাদক টাপেনটাডল ২৯০পিছ সহ আটক ২

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    ০২/০৭/২০২২ খ্রিঃ তারিখ বিকাল ০৬ঃ৩০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা,পঞ্চগড়ের এসআই / মোঃ মিজানুর রহমান, এর নেতৃত্বে পঞ্চগড় সদর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে পঞ্চগড় সদর থানাধীন ০২নং হাফিজাবাদ ইউনিয়নস্থ পানিমাছ পুকুরি গ্রাম হতে ধৃত আসামী ১| মোঃ বেদুল ইসলাম বাবলা(৩৫), পিতাঃ মৃতঃ তছির উদ্দিন সাং- পানিমাছ পুকুরি ২| মোঃ বাবুল হোসেন @ বাবলু (২২), পিতাঃ মোঃ মফিজল হক, সাং- মালিপাড়া, উভয় থানা ও জেলা-পঞ্চগড়দ্বয়ের এর নিজ হেফাজত হইতে ২৯০(পিচ) নেশা জাতীয় মাদকদ্রব্য Tapentadol ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ বিষয়ে পঞ্চগড় সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

  • পানছড়ি মানব সেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর মাসিক সভা সম্পন্ন

    পানছড়ি মানব সেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর মাসিক সভা সম্পন্ন

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিবেদক

    খাগড়াছড়ির পানছড়িতে নবগঠিত সামাজিক সংগঠন মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২ জুলাই) বিকাল ৪টার সময় অস্থায়ী কার্যালয় অনির্বাণ শিল্পীগোষ্ঠী ভবনে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।

    সংগঠন এর সভাপতি মতিউর রহমান এর শাশুড়ী মা অসুস্থ হওয়ার কারণে এতে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন সংগঠন এর সহ-সভাপতি অরুণ কুমার শীল।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলির সদস্য মুক্তিযোদ্ধা আলী আকবর।

    এতে সংগঠন এর অর্থ বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিঠুন সাহা।

    এতে অন্যান্যদের মধ্যে মতামত ও নিজের পরিচয় ব্যক্ত করেন সংগঠন এর যুগ্ন সাধারণ সম্পাদক নজর কান্তি ত্রিপুরা,অনুরুপা ত্রিপুরা,সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম,শিক্ষা, সাংস্কৃতিক ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম,কার্যনির্বাহী কমিটির সদস্য নিপা আক্তার,মনির হোসেন,মানিক সাঁওতাল,খোকন সাঁওতাল,রাফ্রুচাই মারমা, কামরুজ্জামান সুমন,হিরণ দাশ,মোঃইমরান খান,ফরহাদ মিয়া,ফাল্গুনী সাঁওতাল।

    আলোচনা সভায় সংগঠন এর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিভিন্ন আলোচনা, মাসিক টাকা কালেকশন এর বিষয়ে এবং আগামী ১০ জুলাই মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পানছড়িতে দরিদ্র অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করার জন্য উদ্যোগ গ্রহণ হয়।