Blog

  • নামেই কেবল অবরোধ হাটে বাজারে সহজেই মিলছে ইলিশ

    নামেই কেবল অবরোধ হাটে বাজারে সহজেই মিলছে ইলিশ

    অমল তালুকদার,পাথরঘাটা (বরগুনা) থেকে:
    সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় বঙ্গোপসাগরে দেয়া ৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞার এমন অব্যবস্থাপনা দেখা যায়নি আর সাম্প্রতিককালে। একদিকে ঘোষিত অবরোধ, অপরদিকে হাটে বাজারে মিলছে ইলিশ সহ সামুদ্রিক মাছ!

    ইলিশের জাটকা নিধনে নিষেধাজ্ঞা আরোপের পর সফল হওয়ায় এই পথেই এগুচ্ছিল সরকার। গত ২০ মে থেকে এই নিষেধাজ্ঞা চলমান রয়েছে। শেষ হবে চলতি মাসের ২৩ জুলাই। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের মৎস্য আইনের সংশোধনে ২০১৫ সালের ১৯ ধারায় প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ফিশিং ভ্যাসেলে মাছ শিকার বন্ধের আইন করা হয়। তবে এ আইনের আওতায় গত তিন বছর ধরে উপকূলের ইঞ্চিন চালিত কাঠের ট্রলার গুলোকেও আনা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য -২ (আইন) অধিশাখা এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনটিতে ৬৫ দিন বঙ্গোপসাগরের মাছ আহরণের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। তবে স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীকে ম্যানেজ করে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার করছে অসাধু জেলেরা। তাদের দাবি নৌ পুলিশ ও কোষ্টগার্ডের সোর্সদের কাছে টাকা দিয়ে তাদের ম্যানেজ করেই তারা গভীর সমুদ্রে যাচ্ছে। তবে বিষয়টি অস্বীকার করছে নৌ-পুলিশ। কোষ্টগার্ড বলছে এমন কোন প্রমাণ পেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    মৎস্য ট্রলার মালিক আবুল হোসেন ফরাজি সাংবাদিকদের জানান, গভীর বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় দেশীয় ট্রলারের চেয়ে কয়েক গুণ বেশি ভারতীয় ট্রলার মাছ শিকার করছে। আমরা আমাদের সীমানায় জাল ফেলে মাছের জন্য অপেক্ষা করলে ভারতীয়রা আমাদের জেলেদের তাড়িয়ে দেয়। ‘তারা বলে তোদের দেশে অবরোধ তোরা মাছ শিকার করো কেন?’ তিনি বলেন,আমাদের জলসীমায় আমাদেরকেই মাছ ধরতে দেয়না ভারতীয় জেলেরা। এমন অবরোধ দিয়ে আমাদের লাভটা কি? এমন প্রশ্ন তুলেছেন পাথরঘাটার জেলে ও ট্রলার মালিকরা। তবে গভীর বঙ্গোপসাগরে কোস্টগার্ডের নিয়মিত পেট্রোল টহল চলছে বলে সাংবাদিকদের জানিয়েছেন কোষ্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শফিউল কিঞ্জল। তিনি জানান, যদি কোষ্টগার্ডের কাউকে ম্যানেজ করে নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারে যায় প্রমান পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

    এদিকে গভীর সমুদ্রে মাছ শিকার করে ঘাটে বিক্রি করতে এসে মৎস্য বিভাগের অভিযানের আটকা পড়ে গুনতে হচ্ছে জরিমানা। সাথে নিলামে বিক্রি করা হচ্ছে সামুদ্রিক মাছ। গত তিন দিনে বরগুনার পাথরঘাটা মৎস্য বিভাগের অভিযানে সাতটি ট্রলার থেকে আদায় হয়েছে ৪ লাখ ২০ হাজার টাকা।

    নাম প্রকাশ না করার শর্তে একাধিক জেলে এবং মৎস্য ব্যবসায়ী অভিযোগ করে জানান, ভারতীয় জেলেরা বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে নির্বিঘ্নে মাছ শিকার করে নিয়ে যাচ্ছে। যা কতৃপক্ষ যেন দেখেও দেখছে না। জেলেরা জানান গত দুদিন আগে একটি অভিযান চালিয়ে মংলায় নৌবাহিনী অভিযান চালিয়ে ১৩৫ জন ভারতীয় জেলেকে আটক করেছে। কিন্তু পাথরঘাটার কোস্টগার্ড সদস্যরা নদীতে টহল না দিয়ে স্থলে অভিযান চালায়। আর তাদের সোর্সদের মাধ্যমে টাকা দিয়ে ম্যানেজ করে অসাধু জেলেরা নির্ভয়ে গভীর সমুদ্রে মাছ শিকার করে।

    পাথরঘাটা মৎস্য ঘাট এলাকায় কোন মাছ ধরা ট্রলার চোখে পরছে না। জানা যায় এসব ট্রলার মাছ শিকার করে গভীর রাতে ঘাটে ফিরে মাছ বিক্রি করে আবার সমুদ্রে চলে যায়।

    চরদুয়ানী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইশান জানান, নৌ-পুলিশ, কোষ্টগার্ড ও মৎস্য বিভাগের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করছি। অভিযানে আটক হয়ে জেলেরা নিজেদের বাঁচাতে আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে।

    পাথরঘাটা উপজেলা মৎস্য দপ্তরের সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে আমরা থানা পুলিশকে সঙ্গে নিয়ে উপকূলীয় এলাকায় রাতে অভিযান চালাই। গত তিন দিনে আটক ৭টি ট্রলারের মাছ অকশনে বিক্রি করে তাদেরকে সমপরিমান অর্থদণ্ড করি। এতে সাড়ে ৪ লাখ টাকা সরকারি ফান্ডে জমা হল#

  • নড়াইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমারবিশ্বাসের গলায় জুতার মালা দেয়ার ঘটনায়: ৪ জনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর

    নড়াইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমারবিশ্বাসের গলায় জুতার মালা দেয়ার ঘটনায়: ৪ জনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

    নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস লাঞ্ছিত: ৪ জনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর। নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা দেয়ার ঘটনায় গ্রেফতারকৃত ৪ জনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৩ জুলাই) দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা এ রিমান্ড মঞ্জুর করেন। এরা হলেন-অধ্যক্ষকে লাঞ্ছিত করার দুই হোতা অনার্স শিক্ষার্থী রহমত উল্লাহ রনি ও মোবাইল মেকার শাওন খান এবং রিমন ও মনিরুল ইসলাম। তাদের বিরুদ্ধে আদালতে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুর রহমান। এ মামলায় ১৭০জনকে আসামি করা হয়েছে।
    পুলিশ ও কলেজ সূত্রে জানা গেছে, মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র রাহুল দেব রায় নিজের ফেসবুক আইডিতে নূপুর শর্মার ছবি ব্যবহার করে লেখে-প্রণাম নিও বস ‘নূপুর শর্মা’ জয় শ্রীরাম। এ পোস্ট দেয়ার পর গত ১৮ জুন সকালে কলেজে আসে রাহুল। এরপর তার বন্ধুরা পোস্টটি মুছে ফেলতে বললেও সে পোস্ট মুছেনি রাহুল।

    শিক্ষার্থীরা বিষয়টি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জানান। এক পর্যায়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজের সব শিক্ষকদের পরামর্শে রাহুলকে পুলিশের হাতে তুলে দেয়ার চেষ্টা করেন। এরই মধ্যে শিক্ষার্থীসহ স্থানীয়রা বিক্ষুদ্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে কলেজ চত্বরে থাকা শিক্ষকদের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জসহ কয়েক রাউন্ড টিয়ারশেল ছোঁড়ে। ঘটনার সময় অন্তত ১০ জন ছাত্র-জনতা আহত হন।
    এদিকে, অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ার অভিযোগ এনে বিক্ষুদ্ধ জনতা ঘটনার দিন ১৮ জুন বিকেলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস এবং শিক্ষার্থী রাহুল দেব রায়কে গলায় জুতারমালা পরিয়ে প্রতিবাদ জানান।

  • কালাইয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    কালাইয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধি

    জয়পুরহাটের কালাইয়ে রাইসা খাতুন ওরফে চম্পা (১৩) নামে এক স্কুলছাত্রী গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের মান্দাই গ্রামে এ ঘটনা ঘটে।

    রাইসা ওই গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে ও মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

    পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়াশুনা করে রাইসা খাতুন ওরফে চম্পা। শনিবর রাত সাড়ে ৮টার দিকে বাবা-মায়ের উপর অভিমান করে পোকা মারার কীটনাশক ট্যাবলেট (গ্যাস ট্যাবলেট) খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার অবস্থার অবনতি হওয়ায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। এরপরও অবস্থার অবনতি হওয়ায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর তাকে নিয়ে বগুড়া যাওয়ার পথেই মহাস্থানের মসলা গবেষণা কেন্দ্রে পৌঁছালে তার মৃত্যু হয়।

    এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি (অপমৃত্যু) মামলা হবে।

  • লালমনিরহাটে ৩০গাঁজা ও মাইক্রোসহ জাহিদ হোসেন গ্রেফতার

    লালমনিরহাটে ৩০গাঁজা ও মাইক্রোসহ জাহিদ হোসেন গ্রেফতার

    মো.হাসমত উল্ল্যাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ৮নং কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মৌজা এলাকা হইতে অভিযান চালিয়ে ৩০গাঁজাসহ এক জনকে গ্রেফতার করেন।পলাতক এক জন।

    লালমনিরহাট কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)এ টি এম গোলাম রসুল, এর নেতৃত্বে এসআই মফিজুল হক,এ এস আই অজিত কুমার সরকার, ও সঙ্গীয় ফোর্স সহ কালিগঞ্জ থানাধীন ৮নং কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর সিরাজুল মার্কেট এলাকায় অভিযান চলিয়ে ৩০কেজি মাদকদ্রব্য গাঁজা এবং ০১ টি মাইক্রোবাস উদ্ধারসহ জাহিদ হোসেন জিফাত কে গ্রেফতার করেন কালীগঞ্জ থানার পুলিশ। এবং ঘটনার স্থান থেকে সুকৌশলে পালিয়ে যায় এক জন।

    গ্রেফতারকৃত আসামিহলে জাহিদ হোসেন জিফাত(২২)পিতা দেলোয়ার হোসেন, গ্রাম বাড়াই পাড়া ৪নং ওয়ার্ড ইউনিয়ন টংভাঙ্গা থানা হাতীবান্ধা জেলা লালমনিরহাট। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়। মামলা নং -০২, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(গ)/৩৮/৪১ রুজু করা হয়।

    লালমনিরহাটের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি)এ টি এম গোলাম রসুল, জানান গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকা হইতে অভিযান চালিয়ে ৩০কেজি গাঁজাসহ এক জনকে গ্রেফতার করেন।

    হাসমত উল্ল্যাহ।।

  • সন্ত্রাস ও মাদক,জুয়া,চুরি,ডাকাতি মুক্ত সমাজ গঠনে বিট পুলিশিং এর বিকল্প নেই- ওসি শাহ কামাল।।

    সন্ত্রাস ও মাদক,জুয়া,চুরি,ডাকাতি মুক্ত সমাজ গঠনে বিট পুলিশিং এর বিকল্প নেই- ওসি শাহ কামাল।।

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোতোয়ালী পুলিশ বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ পিপিএম । তিনি বলেন- বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস ও মাদক,জুয়া নির্মূল এবং ধর্ষণবিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে।

    শনিবার (২ জুলাই) কোতোয়ালি মডেল থানার আওতাধীন বিট নং-৩৬ এর উদ্যোগে বোররচর ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত বিট পুলিশিং মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

    এসময় তিনি আরো বলেন-সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে। বিট পুলিশিং কার্যক্রমকে ফলপ্রসূ করতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করছেন বলেও জানান ওসি কামাল। এসময় বোররচর ইউনিয়নের রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

    সভয় কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ বলেন, পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে কোন অপরাধমুক্ত সমাজ গঠন করতে পারবে না। অপরাধমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।কোতোয়ালি মডেল থানা এলাকার প্রতিটি সমাজ থেকে চুরি,জুয়া, সন্ত্রাসী, মাদকের ছড়াছড়ি দূর করতে সকলের সহযোগীতা কামনা করেেন ওসি শাহ কামাল আকন্দ।

  • র‍্যাব-৫ এর অভিযানে দুইজন প্রতারক আটকসহ ২ জন ভিকটিক উদ্ধার

    র‍্যাব-৫ এর অভিযানে দুইজন প্রতারক আটকসহ ২ জন ভিকটিক উদ্ধার

    রিদয় হোসেন(সদর জয়পুুরহাট) প্রতিনিধিঃ-

    র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে, নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বিষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে (অফিস সহায়ক) ৩ টি ভূয়া নিয়োগপত্র, (ঢাকা সেনা সদর দপ্তর) এর ভুয়া ৮ টি সীলসহ দুইজন প্রতারক কে হাতেনাতে আটক করেছে র‍্যাব-৫ এর সদস্যরা।

    আটককৃতরা হলেন, নওগাঁর বদলগাছী উপজেলার বিষ্ণপুর পূর্বপাড়া এলাকার মৃত আব্দুল মতিন মন্ডলের ছেলে মোঃ খোরশেদ আলম মিঠু ও একই এলাকার মোঃ ফরছেদ আলীর ছেলে মোঃ সুজন মন্ডল।

    র‍্যাব-৫,সিপিসি-৩ জয়পুুরহাট র‍্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আটককের বিষয়টি উল্লেখ করে জানানো হয় অভিযুক্ত ব্যক্তিদ্বয় ভিকটিম এবং তার মায়ের কাছে সেনা সদর দপ্তর এর মেসওয়েটার ও অফিস সহায়ক পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাড়ে নয় লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে ভিকটিম চাকরি খবর জানতে চাইলে গত ৩০ জুন ২০২২ ইং তারিখে নিয়োগপত্র নেওয়ার জন্য আরও পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসতে বলে। পরবর্তীতে তাদের কথা বার্তা অসামঞ্জস্য মনে হলে ভিকটিম গত ২ জুলাই তারিখে জয়পুুরহাট র‍্যাব কে অবগত করে এবং প্রতারকদ্বয় ভিকটিমের কাছে টাকা নিতে আসলে অত্র ক্যাম্পের একটি আভিযানিক দল তাদেরকে হাতেনাতে আটক করার পাশাপাশি ২ জন ভিকটিমদেরকে উদ্ধার করতে সক্ষম হয়।

    পরবর্তীতে ধৃত আসামীদের বিরুদ্ধে নওগাঁ জেলার বদলগাছী থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • ছাতকে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বিশুদ্ধ পানি বিতরণ প্রকল্প উদ্বোধন।

    ছাতকে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বিশুদ্ধ পানি বিতরণ প্রকল্প উদ্বোধন।

    দোয়ারাবাজার প্রতিনিধিঃ
    সুনামগঞ্জের ছাতকে বানবাসী মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য চট্রগ্রামের আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশে প্রথম ছাতকের প্রলয়ংকারী বন্যায় ক্ষতি গ্রস্ত মানুষের কথা বিবেচনা করে বন্যাপরবর্তি মানুষের পানি বাহিত রোগজীবাণু থেকে বাঁচতে।আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্থদের জন্য পরিশোধিত বিশুদ্ধ পানির ভাসমান প্রকল্প উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দীন। গতকাল রোববার দুপুরে শহরের চরের বন্দ মহল্লার সুরমা নদীর পাড়ে প্রকল্পটি উদ্বোধন কালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কর্মকর্তা ইকবাল হোসেন, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী সাকির আমিন, সাংবাদিক সেবুল হোসেন, বাবর জুয়ারদার,মুনসুর আহমেদ, আনোয়ার হোসেন খান প্রমূখ।আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী নাসির উদ্দীন জানান একটি স্টিলের নৌকায় পানি বিশুদ্ধ করন ভাসমান এ প্রক্ল্পটি তৈরি করতে ব্যয় হয় ৩৫ লক্ষ টাকা। বানবাসী মানুষ ছাড়া ও পুরো এক বছর বঞ্চিত হতদরিদ্র পরিবারের লোকজনের মধ্যে বিনামূল্যে বিশুদ্ধ পানি বিতরণ করা হবে ফাউন্ডেশনের উদ্যোগে। উদ্বোধনের পর প্রায় দুই হাজার মানুষ চরের বন্দ মহল্লা সহ আশপাশের বিভিন্ন এলাকার লোকজন এসে পানি গ্রহন করেন।

  • দোয়ারাবাজারে আনসার ভিডিপির উদ্যোগে আনসার ভিডিপির সদস্যদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়

    দোয়ারাবাজারে আনসার ভিডিপির উদ্যোগে আনসার ভিডিপির সদস্যদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়

    দোয়ারাবাজার প্রতিনিধি
    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নে দায়িত্ব রত আনসার ভিডিপির সদস্যদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    রবিবার বিকালে উপজেলা আনসার ভিডিপির কার্যালয়ের সামনে ২শতাধিক বানভাসি আনসার ভিডিপির সদস্যদের মধ্যে ত্রাণ বিতরণ করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মাসুদা সুলতানা, এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষিকা ইয়াছমিন বেগম, প্রশিক্ষক অজিত চন্দ্র দাস, বিভিন্ন ইউনিয়নে কর্মরত কমান্ডার ও আনসার ভিডিপির সদস্যরা।

  • পটিয়ার আশিয়ায় আ’লীগের সম্মেলনে বক্তারা তৃণমূল আওয়ামীলীগকে শক্তিশালী করুন

    পটিয়ার আশিয়ায় আ’লীগের সম্মেলনে বক্তারা তৃণমূল আওয়ামীলীগকে শক্তিশালী করুন

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের প্রতিনিধি সভা গত ১ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত হয়েছে। বিকেলে আশিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব আয়ুব আলী। এতে উদ্বোধক ছিলেন আশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাপুর রহমান মঞ্জু, প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব আলী চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন-চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক মুছা সওদাগর, আশিয়া ইউনিয়নের চেয়ারম্যান এম এ হাশেম,
    বখতেয়ার উদ্দীন চৌধুরী, সেলিম উদ্দীন জাহাঙ্গীর,কামাল উদ্দীন, এডভোকেট বেলাল উদ্দীন,উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ইমরান উদ্দীন বশির, হাজী মোজাফফর আহমদ, নুরুল আবচার চৌধুরী, শরাফত আলী,ফৌজুল কবির চৌধুরী, ইদ্রিস সওদাগর, ফৌজুল কাদের খান,বেলাল উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন, হাশেম উদ্দীন চৌধুরী, নজরুল ইসলাম টিপু,শহিদুল ইসলাম চৌধুরী শিবলু,নাসিজ্জুমান বাহাদুর,উওম মুজকুরী,আলমগীর চৌধুরী, মাহফুজুল আলম চৌধুরী,আবদুল্লাহ আল নোমান,গালিব চৌধুরী।
    অনুষ্ঠানে পরিচালনা করেন ৬নং ওয়ার্ডের সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন। বক্তারা বলেন- আওয়ামীলীগ শক্তিশালী করতে তৃণমূলের কোন বিকল্প নেই। সকল ভেদাভেদ ভুলে দেশরত্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

  • ময়মনসিংহে ২৪ ঘন্টায় মধ্যে পারভেজ হত্যায় জড়িত ৩ আসামীকে গ্রেফতার করেছে কোতোয়ালি পুলিশ।

    ময়মনসিংহে ২৪ ঘন্টায় মধ্যে পারভেজ হত্যায় জড়িত ৩ আসামীকে গ্রেফতার করেছে কোতোয়ালি পুলিশ।

    আরিফ রববানী,ময়মনসিংহ।।
    ময়মনসিংহে কোতোয়ালি পুলিশের চৌকস অভিযানে
    ২৪ ঘন্টার মধ্যে যুবলীগ নেতা পারভেজ হত্যাকান্ডের সাথে জড়িত মুলহোতা দেলোয়ার হোসেন দিলীপসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃতরা পুলিশের কাছে হত্যাকান্ডের বর্ণনা ও অন্যান্য জড়িতদের নাম প্রকাশ করে জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী পুলিশের অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ।

    প্রাপ্ত তথ্য মতে, বিভাগীয় নগরীর গন্ত্রপা এলাকায় পূর্ব শক্রতার জের ধরে শুক্রবার রাতে যুবলীগ নেতা পারভেজ মঞ্জিলকে (৩৪) ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই সাদ্দাম হোসেন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা নং-১১, তারিখ-০৩/০৭/২০২২ ইং, ধারা-১৪৩/৩৪১/৩০২/১১৪/৩৪ পেনাল কোড দায়ের করে।
    কোতোয়ালি মডেল থানা সুত্রে জানা গেছে- হত্যাকান্ডের খবর পাওয়ার সাথে সাথে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে এসআই আনোয়ার হোসেন, এসআই নিরুপম নাগ, এসআই শাহ মিনহাজ উদ্দিন, এএসআই সুজন চন্দ্র সাহা সহ একদল চৌকস পুলিশ ফোর্স হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারে বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে শনিবার রাতে
    গৌরিপুরের ডৌহাখোলা এলাকা থেকে হত্যাকান্ডের মুলহোতা দেলোয়ার হোসেন দিলীপ, শহিদুল ইসলাম ওরফে শহিদকে গ্রেফতার করা হয়। এছাড়া সাব্বির নামে আরো একজনকে র‌্যাবের একটি দল আটক করে। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, হত্যার খবর পেয়ে জড়িতদের গ্রেফতারে তাৎক্ষনিক অভিযানে নামে পুলিশ। শনিবার তাদের গ্রেফতার করা হলে তারা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বিকার করেছে। এছাড়া সাব্বির নামে আরো একজনকে র‌্যাব আটক করে। ওসি জানায়- গ্রেফতারকৃতদের রবিবার আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি শাহ কামাল আকন্দ।