Blog

  • সুজানগর উপজেলা আ.লীগের  নব নির্বাচিত সাধারণ সম্পাদকে সংবর্ধনা

    সুজানগর উপজেলা আ.লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদকে সংবর্ধনা

    এম এ আলিম রিপন,সুজানগরঃ নব নির্বাচিত বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সুজানগর পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে শুক্রবার রাতে স্থানীয় মানিকদীর ঈদগাহ মাঠ চত্বরে এ সংবর্ধনা প্রদান করা হয়। সুজানগর পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি আফসার আলীর সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগ নেতা রাকিব হাসান শাহীনের স ালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত নব নির্বাচিত সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, এন এ কলেজের সহকারী অধ্যাপক আবুল হাশেম, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুস সাত্তার মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সুজানগর শেখ রাসেল পৌর শিশু পার্কের উন্নয়নমূলক কাজের উদ্বোধন

    সুজানগর শেখ রাসেল পৌর শিশু পার্কের উন্নয়নমূলক কাজের উদ্বোধন

    এম এ আলিম রিপন,সুজানগরঃ সুজানগর শেখ রাসেল পৌর শিশু পার্কের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নের লক্ষ্যে বৃক্ষ রোপন ও উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। সুজানগর পৌরসভার আয়োজনে শনিবার সকালে শেখ রাসেল পৌর শিশু পার্কে এ বৃক্ষ রোপন ও উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন সুজানগর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান। অনুষ্ঠানে সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, এন এ কলেজের সহকারী অধ্যাপক আবুল হাশেম, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, পৌর কাউন্সিলর জাকির হোসেন, পাশু সরদার, মুশফিকুর রহমান সাচ্চু, আব্দুর রহিম, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন,পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • নাচোলে গাঁজাসহ গ্রেফতার-১

    নাচোলে গাঁজাসহ গ্রেফতার-১

    মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে নাচোল থানা পুলিশ।
    গ্রেফতার কৃত ব্যাক্তি হচ্ছে উপজেলার কাদিকোলা গ্রামের মৃত সাঈদ আলীর ছেলে মোঃ ইউসুফ নবীর (৪২)।
    নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান নিশ্চিত করে জানান গতকাল শুক্রবার বেলা ৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার কাদিকোলা গ্রাম থেকে এসআই আব্দুর রাজ্জাক, এ এস আই গোলাম রব্বানী, এ এস আই তনজেব আলীসহ মাদক ব্যবসায়ী ইউসুফ নবীরকে ৫০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আজ শনিবার তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • নড়াইলে সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত বাসটি জব্দ হলেও চালকসহ অন্যরা পালিয়ে গেছে

    নড়াইলে সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত বাসটি জব্দ হলেও চালকসহ অন্যরা পালিয়ে গেছে

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
    নড়াইলে সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত বাসটি জব্দ হলেও চালকসহ অন্যরা পালিয়ে গেছে।
    নড়াইলে যাত্রীবাহী বাসচাপায় শিশু নাজমিন (৮) নিহত হয়েছে। শুক্রবার (৮ জুলাই) সন্ধ্যায় শহরের মাছিমদিয়ায় হামিদমিয়ার ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে । নিহত নাজমিন মাছিমদিয়া এলাকার ইমদাদুল ইসলামের মেয়ে।
    পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় যশোর থেকে লোহাগড়ার কালনাঘাটগামী যাত্রীবাহী বাস মাছিমদিয়া হামিদমিয়ার ইটভাটার কাছে পৌঁছালে নাজমিনকে চাপা দেয়। নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, সদর থানার ওসি (চলতি দায়িত্ব) মাহমুদুর রহমান বলেন, বাসটিকে জব্দ করা হলেও চালকসহ অন্যরা পালিয়ে গেছে। এদিকে, কালিয়া উপজেলার টোনা গ্রামে ইজিবাইক চাপায় সাবিয়া নামে ছয় বছরের মাদরাসা ছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। সাবিয়া টোনা গ্রামের সাদিকুল শেখের মেয়ে এবং বড়দিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন হাফেজিয়া মাদরাসার ছাত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, সাবিহা তার বড়বোন জেবা (৭) ও প্রতিবেশী তন্বির (৭) সঙ্গে বৃহস্পতিবার সকালে মাদরাসায় যায়। সেখান থেকে ইজিবাইকে করে বাড়ির সামনে এসে নামে তারা। রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ইজিবাইক সাবিয়াকে চাপা দেয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সাবিয়ার মৃত্যু হয়। ঈদের আগে দু’টি সড়ক ঘটনায় তাদের পরিবারে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

  • আগামীকাল ঈদ-উল-আযহাঃ এখনই সাবধান হন

    আগামীকাল ঈদ-উল-আযহাঃ এখনই সাবধান হন

    নিকোলাস বিশ্বাস,
    বিশেষ প্রতিবেদক; ৯ জুলাই ২০২২- করনার প্রকোপ আবার হুহু করে বাড়ছে। গত ২৪ ঘন্টায় মোট ১০,৮২২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ১,৭৯০ জনের দেহে করনা শনাক্ত হয়েছে যার শতকরা হার ১৭। গত এক সপ্তাহে মোট ১,৯৫,৪৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২৯,২৯০ জনের দেহে করনা শনাক্ত হয় যার শতকরা হার হল ১৫। গত একমাসে করনা শনাক্তের শতকরা হার হল ১১। বর্তমান হাল দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক করনা শনাক্তের হার পর্যবেক্ষণ করলে স্পষ্টতঃ প্রতীয়মান হচ্ছে যে, করনার ভয়াল রূপ আবার দেখতে যাচ্ছি যদি এখনই আমরা সবাই সাবধান না হই।

    করনা প্রতিরোধ একক কোন বিষয় নয়। এর সাথে লড়তে হলে সামগ্রিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের বর্তমান পরিবেশ-পরিস্থিতি পর্যবেক্ষণ করলে মনে হয় যে, করনা আমাদের কিছুই করতে পারবে না। সমাজে সচেতনতার দারুণ অভাব পরিলক্ষিত হচ্ছে। আমাদের মাঝে “Don’t Care” একটা ভাব দেখা যাচ্ছে। আমাদের অনেকেরই ধারণা যে, করনা আমাদের কিছুই করতে পারবে না কারণ আমরা করনার টিকা নিয়েছি।

    রাস্তা-ঘাট, হাট-বাজার, বাস-লঞ্চ-ট্রেন স্টেশন সর্বত্রই মানুষ অবাধে চলাচলা করছে। কিন্তু সিংহভাগ মানুষের মুখেই কোন মাস্ক নেই। এ ব্যাপারে আমরা কম-বেশী সবাই উদাসিন। এ পরিস্থিতি আমাদের ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে। সরকার, স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্যবিশেষজ্ঞগণ বরাবরের মতই স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে যাচ্ছেন কিন্তু আমরা তাতে মোটেও কর্ণপাত করছি না। বিষয়টি বড়ই দুঃশ্চিন্তার ও ভয়ানক।

    আগামীকাল সারা মুসলিম জাহানে পবিত্র ঈদ-উল-আযহা পালিত হবে। বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানগণ পবিত্র ঈদ উদযাপনের অংশ হিসেবে ঈদের জামাতে ও মসজিদে নামাজ আদায় এবং ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করবেন। এছাড়াও দলে দলে আনন্দ-স্ফর্তি করা, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবীদের বাসায় বেড়ানো সহ নানা ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এর মানে হল শত-শত, হাজার-হাজার মানুষ একত্রিত হবেন এবং ধর্মীয় আচারাদী পালন করবেন। তাই এ সময় যদি অসতর্কতাবশতঃ মাস্ক ব্যবহার করা না হয় তাহলে আমাদের বড় রকমের পরিণতি ঘটতে পারে।

    স্বাস্থ্যবিধি মেনে চলার একটা গুরুত্বপূর্ণ অংশ হল চোখ-মুখ-নাক যথাযথভাবে আবৃত করে রাখা। এজন্য মাস্ক ও চশমা ব্যবহার করা উচিত। করনা থেকে রক্ষা পাওয়ার জন্য অন্ততঃপক্ষে নাক-মুখ ঢেকে রাখাটা খুবই জরুরী। এক্ষেত্রে আমরা ছোট-বড় সবাই মাস্ক ব্যবহার করতে পারি। বাজারে বিভিন্ন রকম মাস্ক পাওয়া যায়। কোনটি একবার ব্যবহার করে ফেলে দিতে হয়। আবার কোনটি একাধিকবার ব্যবহার করা যায় তবে এটি ব্যবহার করার পর সাবান দিয়ে ভালোভাবে ধূয়ে শুকিয়ে নিতে হবে। বাজারে প্রাপ্ত মাস্কগুলোর দাম মোটামুটি নাগালের মধ্যে। একটি মাস্কের অভাবে অবশ্যই আমরা স্বাস্থ্যঝুঁকিতে পড়তে চাই না। অতএব, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন এবং করনাকে প্রতিহত করুন।

    আজ পর্যন্ত বাংলাদেশে মোট ১,৪৪,৭,৮০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে যার মধ্যে ১৯,৮৬,৪৯০ জনের করনা শনাক্ত হয়। এক্ষেত্রে শতকরা শনাক্তের হার ১৪। উল্লেখ্য যে, এ যাবৎ বাংলাদেশে মোট ২৯,১৮৮ জন করনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। করনার এই ৪র্থ ঢেউয়ে মহান সৃষ্টিকর্তা দুনিয়ার সবাইকে নিরাপদে রাখুন- এই প্রার্থনা করি।।

  • পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন   মোঃ‌ তুহিন খন্দকার

    পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ‌ তুহিন খন্দকার

    মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

    পবিত্র ঈদউল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কলমা ইউ‌নিয়‌ন শাখার বিএনপির সাধারণ সম্পাদক তুহিন খন্দকার।


    মোঃতু‌হিন খন্দকার বলেন, পবিত্র ঈদউল আযহা ত্যাগের দিন। আল্লাহু তালার আদেশ পালনের জন্য ধর্মপ্রাণ মুসলিমরা পশু কোরবানী করে থাকেন। এ ত্যাগের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। শহরবাসী শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হন আত্মীয়-স্বজনের সঙ্গে।

    এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।

    তিনি আরোও বলেন, ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদউল আযহার অবিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এ প্রত্যাশা করি। বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে-পবিত্র ঈদউল আযহা এ প্রত্যাশা করি। সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।

  • স্বরূপকাঠিতে পিটিয়ে লঞ্চ কর্মচারীকে হত্যা

    স্বরূপকাঠিতে পিটিয়ে লঞ্চ কর্মচারীকে হত্যা

    আনোয়ার হোসেন।।

    স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি//

    স্বরূপকাঠিতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের কাঠের আঘাতে হাসান
    বেপারী (৩২) নামের এক লঞ্চ কর্মচারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে গগন
    গ্রামের কর্মকার বাড়ি এলাকায় ওইঘটনা ঘটেছে। প্রতিবেশি হাসেম আলীর
    ছেলে সরোয়ার হাসান বেপারীকে সাইজ কাঠের টুকরা দিয়ে আঘাত করলে হাসান
    ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। এলাকাবাসী হাসানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য
    কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

    পুলিশ লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘাতক সরোয়ার পালাতক।
    এলাকার ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম জানিয়েছেন সরোয়াররা তিন ভাই। তার ভাইদের বিরুদ্ধে এলাকায় পরকিয়ার অভিযোগ রয়েছে। সরোয়ারের ভাই শাহাদাতের একটি পরকিয়ার ঘটনায় সরোয়ারে পরিবারের সাথে হাসানের স্ত্রীর সাথে ঝগড়া ও মারামারি হয়। এ ঘটনায় হাসানের স্ত্রী পিরোজপুর আদালতে একটি মামলা দায়ের করেছেন। শুক্রবার বিকেলে ওই মামলার নেটিশ পায় সরোয়ার গ্রুপ। তারা রাতেই উত্তেজিত হয়ে গালাগাল দেয়। আজ শনিবার সকালে লঞ্চ কর্মচারী হাসান লঞ্চের
    কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলেন। এ সময়
    ঘাতক সরোয়াররা তিন ভাই তাকে আক্রমন করে। সরোয়ার তার হাতে থাকা একটি সাইজ করা কাঠের টুকরা দিয়ে সজোরে হাসানের মাথায় আঘাত করে। মাথায় আঘাত পেয়ে হাসান মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা গিয়ে হাসানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

    এ রিপোর্ট লেখার সময় হাসানের বাবা মহিউদ্দিন মিয়া পুত্র হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।
    নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, পরকিয়ার জের ধরে বলদিয়া ইউনিয়নের গগন গ্রামে প্রতিপক্ষের কাঠের আঘাতে হাসান বেপারী নামে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রকৃয়া চলমান। আসামী গ্রেফতারের জন্য চেষ্টা করা হচ্ছে।

  • দোয়ারাবাজার উপজেলা সহ দেশ বিদেশে অবস্থান রত সবাইকে ঈদের শুভেচছা জানিয়েছেন খোকন মিয়া

    দোয়ারাবাজার উপজেলা সহ দেশ বিদেশে অবস্থান রত সবাইকে ঈদের শুভেচছা জানিয়েছেন খোকন মিয়া

    দোয়ারাবাজার প্রতিনিধিঃ
    দেশও প্রবাসে অবস্থান রত সবাইকে ঈদের শুভেচছা জানিয়েছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা দোহালিয়া ইউনিয়নের প্রবাসী সমাজ কল্যান সংগঠনের অর্থ উপদেষ্টা ও প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদ প্রগতি উচ্চ বিদ্যালয় ও কলেজের সম্মানিত সদস্য ও সমাজ সেবক মোঃ খোকন মিয়া। তিনি এক বিবৃতিতে দোয়ারাবাজার উপজেলা সহ সকল প্রবাসীদের ঈদের শুভেচছা জানিয়েছেন। এছাড়াও সুনামগঞ্জ, সিলেটে বসবাস রত বানভাসি মানুষের সুখ, দুঃখে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

  • ঈদুল আজহা উপলক্ষে ত্রিশালের মঠবাড়ী ইউনিয়নে তরুণ রাজনীতিবিদ আলেক মাহমুদের শুভেচ্ছা

    ঈদুল আজহা উপলক্ষে ত্রিশালের মঠবাড়ী ইউনিয়নে তরুণ রাজনীতিবিদ আলেক মাহমুদের শুভেচ্ছা

    প্রেস বিজ্ঞপ্তিঃ
    পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা ইব্রাহিম খলিল নয়ন ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাকসুদ এর পক্ষে থেকে দেশের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন উপজেলার মঠবাড়ী ইউনিয়ন বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাবেক সভাপতি,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সভাপতি,ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সদস্য তরুণ রাজনীতিবিদ আলেক মাহমুদ।

    এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান, ত্যাগের মহিমায় পবিত্র ঈদ-উল-আযহা মহান আল্লাহর প্রতি অপরিসীম আনুগত্যের অনুপম নিদর্শন।

    মহান আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহীম (আঃ) প্রাণপ্রিয় পুত্র হযরত ইসমাইল (আঃ) কে কুরবানী করতে উদ্যত হয়ে আল্লাহর প্রতি যে আনুগত্য ও ভক্তি প্রদর্শন করেছেন তা অতুলনীয় সমগ্র বিশ্ববাসীর কাছে এ ত্যাগ চিরসমুজ্জ্বল ও অনুকরণীয় হয়ে থাকবে। একটি শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ বিনির্মাণে ধৈর্য্য ও সহনশীলতা অপরিহার্য।পবিত্র ঈদ-উল-আযহা মহান আদর্শ ও শিক্ষাকে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে হবে। পবিত্র ঈদ-উল-আযহা মুসলিম জাতির ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধকে আরো সুসংহত করবে বলে আমার বিশ্বাস। ঈদ-উল-আযহা সবার জন্য আনন্দপূর্ণ ও কল্যাণকর হোক।

    দেশের বিদ্যমান ক্রান্তিলগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে। তাই পবিত্র ঈদুল আযহার শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।

    তিনি আরো বলেন,বিশ্বব্যাপী করোনাভাইরাস ইতিমধ্যে চতুর্থ বারের মত আঘাত করায় এবারেও হয়তো পূর্বের ন্যায় সবাইকে নিয়ে ঈদের আনন্দ উদযাপন করা সম্ভব হবে না। তবুও আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব। কোনো অসহায় ও দুস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে।

    করোনাভাইরাসের মহামারিতে এখন বিশ্ব সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছে ভয় ও আতঙ্ক। এছাড়াও করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম এড়িয়ে চলার জন্য সবাইকে আহবান জানান। এবং এ অদৃশ্য করোনার কবল থেকে মানুষকে রক্ষা করতে আমি কায়মনোবাক্যে মহান রাব্বুল আলামীনের নিকট দোয়া করি। পবিত্র এ দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা। পবিত্র ঈদুল আযহায় আমি এই কামনা করি।

  • ময়মনসিংহ সদরের পরানগঞ্জ ইউনিয়নে স্বচ্ছতার সাথে ভিজিএফ বিতরণ

    ময়মনসিংহ সদরের পরানগঞ্জ ইউনিয়নে স্বচ্ছতার সাথে ভিজিএফ বিতরণ

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নে স্বচ্ছতার সাথে অসহায়, দুঃস্থ ও ছিন্নমুল পরিবারের মাঝে ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ এর ১০কেজি চাল বিতরণ করা হয়েছে।

    শুক্রবার (৮জুলাই ২০২২) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ২৬০৩ জন ভুক্তভোগীর মাঝে ভিজিএফ এই চাউল বিতরণ কর্মসুচীর উদ্ভোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ সরকার।

    এসময় বীরমুক্তিযোদ্ধা ইজ্জত আলী,যুবলীগ নেতা নাজমুল হক, আতাব উদ্দিন মেম্বার,রেখা রাণী,হালিমা খাতুনসহ ইউনিয়ন আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক, যুবলীগ এবং জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী, সংশ্লিষ্ঠ ইউনিয়নে জনপ্রতিধিগণ উপস্থিত ছিলেন।

    ইউপি চেয়ারম্যান আবু হানিফ সরকার বলেন, ভিজিএফ কার্ডধারীরা যাতে কোন ধরণের ভোগান্তির স্বিকার এবং বিশৃংখল পরিস্থিতি না হয় সেই লক্ষে স্বচ্ছতা বজায় রেখে পুরুষ ও নারী পৃথক সারিবদ্ধ করে সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ঠ ওয়ার্ড পযায়ের জনপ্রতিনিধিগণ ভিজিএফ বিতরণে সহযোগীতা করায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।