Blog

  • চরতারাপুরে পাখিবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

    চরতারাপুরে পাখিবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক,সুজানগর : এক সময় পাখিদের অভয়ারন্য ছিল পাবনার চরতারাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা। কালের বিবর্তনে বর্তমানে হারিয়েছে প্রায় সবই। আর নানা কারণে পাখিবান্ধব ও পরিবেশ বান্ধব বৃক্ষ বিলুপ্ত হওয়ায় এ অ ল থেকে চলে গেছে অনেক প্রজাতির পাখি। আর এ জন্য হারিয়ে যাওয়া বিভিন্ন প্রজাতির পাখিদের নিরাপদ আবাসস্থল গড়ে তোলার লক্ষে চরতারাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে পাখিবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহন করা হয়েছে। এরই অংশ হিসেবে চরতারাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় তারাবাড়িয়া সরকারি রাস্তার পাশে পাখিবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয় । মঙ্গলবার (৩০ আগস্ট) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পাখিবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন চরতারাপুর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান। এ সময় ইউপি সচিব আসাদুজ্জামান , সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন , ইউপি সদস্য রুহুল আমিন, মোস্তাফিজুর রহমান বাবু, রনি আহমেদ ও স্থানীয় আ.লীগ নেতা রবিউল ইসলাম রবি প্রমুখ উপস্থিত ছিলেন। রোপণকৃত পাখিবান্ধব বৃক্ষের মধ্যে রয়েছে সোনালু,জারুল,বট, পাকুড় সহ অন্যান্য গাছের চারা। উদ্বোধনকালে প্রধান অতিথি চরতারাপুর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান বলেন পরিবেশ বান্ধব ও পাখিবান্ধব বৃক্ষ নিধনে ক্রমাগত ঘটেছে পরিবেশ বিপর্যয়। এখন আর অনেক প্রজাতির পাখি দেখা মেলেনা । আর এ জন্য এই ইউনিয়নে আগের বৈচিত্র ফিরিয়ে আনতে ও ইউনিয়নকে সমৃদ্ধ করতে পাখিবান্ধব ও পরিবেশ বান্ধব অভয়ারন্য করতে এ ধরণের উদ্যোগ গ্রহন করা হয়েছে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • পাইকগাছায়  বিধবা নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা

    পাইকগাছায় বিধবা নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় এক বিধবা নারীকে জোর করে ধর্ষণ চেষ্টার অভিযোগে খুলনার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদের জন্য পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনে নির্দেশ দিয়েছে। ঘটনাটি গত ১৮ জুন উপজেলার শিববাটীর রাস্তার মোড় সংলগ্ন ভিকটিমের বসত ঘরে।
    মামলা সুত্রে জানাগেছে, উপজেলার শিববাটীর রাস্তার মোড় সংলগ্ন এক বিধবাকে লস্কর ইউনিয়নের স্বরণখালী গ্রামের রমেশ চন্দ্র বাছাড় (৫৫) বিভিন্ন সময় ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। এক পর্যায় রমেশ বাছাড় বিধবাকে বিয়ের প্রস্তব সহ তাহার দায়িত্ব নেয়ার প্রস্তব দেয়। ১৮ জুন রাত সাড়ে ৯ টায় ওই নারী রমেশের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রমেশ জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এ ঘটনায় নারী বাদী হয়ে ৩ জুলাই খুলনার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করে। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদের জন্য পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনে পাঠায়। এ বিষয় রমেশ মন্ডল বলেন, মামলা হয়েছে কিনা আমি জানিনা। তবে ঘটনাটি সত্য না। খুলনা পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনে উপপুলিশ পরিদর্শক সোহেল হোসেন বলেন, মামলার তদন্ত কার্য্যক্রম চলমান রয়েছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পইকগাছায় হত দরিদ্র উপকারভোগী পরিবারেরর মাঝে ভি জি ডির চাল বিতরণ

    পইকগাছায় হত দরিদ্র উপকারভোগী পরিবারেরর মাঝে ভি জি ডির চাল বিতরণ

    পাইকগাছা (খুলনা)প্রতিনিধি।।পাইকগাছায় ১২৮ হত দরিদ্র উপকারভোগী পরিবারকে ভি জি ডি চাল দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় লতা ইউনিয়ন পরিষদে এ চাল দেন চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস।
    এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি জয়ন্ত কুমার ঘোষ, লতা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল, ইউপি সদস্য পুলকেশ রায়, আজিজুল বিশ্বাস, কুমারেশ মন্ডল, লতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি প্রকাশ সরকার টুকু, আওয়ামীলীগ নেতা আজিজ সরদার, ইউপি সচিব জাভেদ ইকবাল, সহকারী সচিব বাশিরুল ইসলাম, প্রধান শিক্ষক কালিদাস রায়, উপকারভোগী নিতাই রায়, বন্যা রায়, রুবিনা বেগম, মঞ্জুরা বিবি সহ লতা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ও ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং সকল উপকারভোগী।

  • অবশেষে তালা সার্জিকাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিক্ষা ভুল স্বীাকার করে অর্থ দন্ড দিয়ে আপোষ

    অবশেষে তালা সার্জিকাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিক্ষা ভুল স্বীাকার করে অর্থ দন্ড দিয়ে আপোষ

    পাইকগাছা,(খুলনা)প্রতিনিধি।।
    অবশেষে তালা সার্জিকাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিক্ষা ভুল স্বীাকার করে অর্থ দন্ড দিয়ে আপোষ করে নিলেল। গত ২৯ আগষ্ট গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় ২০ হাজার টাকা অর্থ দন্ড দিয়েএ আপস হয়। অনেকেই প্রশ্ন তুলেছে তা হলে কি এ রকম ভুল করে টাকার বিনিময এ সমস্থ প্রতিষ্ঠান পারপেয়ে যাবে।
    উল্লেখ্য, উপজেলার কপিলমুনি ইউনিয়নের সিলেমানপুর গ্রামে মৃত্যু ফরিদ সানার মেয়ে নবম শ্রেনির ছাত্রী রেশমা বেগম (১৫), গত ১৬ আগষ্ট অসুস্থ হয়ে পড়ে। ছাত্রীর মা আকলিমা জানান, মেয়ে অসুস্থ হয়ে পড়লে তালা সার্জিকাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পরিক্ষা করা হয়। সেখানে ধরাপড়ে এপেন্ডিসাইটিস। সে অনুযায়ী ওই দিনই পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। তিনদিন হাসপাতালে থাকার পর বাবলু নামে একজনের মাধ্যমে পাইকগাছার রাসেল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করি। ১৯ আগষ্ট রাসেল ক্লিনিকের চিকিৎসক বরকত আলী আমার মেয়েকে অপারেশন করে। পরে চিকিৎসক আমাকে অপারেশন ঘরে ডেকে নিয়ে বলে আপনার মেয়ের এপেন্ডিসাইটিস না ওখানে টিউমার হয়েছে। আমরা এ টিউমার অপারেশন করতে পরবো না। তখন মেয়ের কাটা জায়গা সেলাই করে আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার জন্য বলে। আমি গরিব মানুষ স্বামী নাই তার পরেও একবেলা খাই আরেক বেলা খাইনা কিভাবে ঢাকায় নিয়ে যাবো। আমি বারবার চিকিৎসককে অপারেশনের কথা বললেও তিনি সেটি করননি। উপায় না পেয়ে ধার দেনা করে খুলনা একটি ক্লিনিকি নিয়ে যাই। তারা চিকিৎসা পত্র দিয়ে ৩ মাস পরে যেতে বলে। টাকার অভাবে খুলনার ক্লিনিক থেকে বাড়ি নিয়ে এসেছি।

  • শৈলকুপায় ইবি ছাত্রীর গোপনে গোসলের ভিডিও ধারণ নিয়ে তোলপাড়

    শৈলকুপায় ইবি ছাত্রীর গোপনে গোসলের ভিডিও ধারণ নিয়ে তোলপাড়

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের শৈলকুপার একটি ভাড়া ছাত্রীনিবাসে ইসলামী বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ করা হয়েছে। এঘটনায় নিরাপত্তহীনতায় থাকা ওই ছাত্রী মঙ্গলবার দুপুরে ইবি প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করে ভিডিও উদ্ধারের দাবী করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে শৈলকুপার শেখপাড়া বাজারের একটি ছাত্রীনিবাসে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস সূত্রে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী সোমবার রাত ৮টার দিকে শেখপাড়া বাজারের ইসলামী ব্যাংক শাখার পেছনের ছাত্রীনিবাসে গোসল করছিলেন। এ সময় শৈলকুপা উপজেলার শেখপাড়া এলাকার এক ছেলে তার গোসলের ভিডিও ধারণ করতে থাকে। ওই ছাত্রী ভিডিও করা দেখে চিৎকার দিয়ে উঠলে অভিযুক্ত ছেলেটি পালিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী ছাত্রী জানান, আমি যখন গোসল করি, তখন সময় একটা ছেলে বাইরে থেকে লাঠির মাথায় ক্যামেরা বেধে ভিডিও ধারণ করছিল। আমি বুঝতে পারলে সে পালিয়ে যায়। এখন আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ভিডিওটি উদ্ধার করতে আমি যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছি। এদিকে অভিযোগ উঠেছে, ওই ছাত্রী এবং তার সহপাঠীরা বিষয়টি রাতেই প্রক্টরকে জানালে প্রক্টরিয়াল বডির কেউ ঘটনাস্থলে যাননি। এছাড়া ইসলামী বিশ^বিদ্যালয় থানায় বিষয়টি জানালে তারা সাফ জানিয়ে দিয়েছেন এলাকাটি তাদের এখতিয়ারের বাইরে। এ বিষয়ে ছাত্রীনিবাসের মালিক তহমিনা খাতুন মঙ্গলবার বিকালে জানান, সোমবার রাতে এমন একটি ঘটনা ঘটেছে। আমরা একটা ছেলেকে সন্দেহ করছি। এখন পুলিশ যদি সহায়তা না করে তবে মেয়েটি ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম মঙ্গলবার বিকালে জানান, বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত মেয়েটি ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছে। সে একটি ছেলেকে সন্দেহ করেছে। আমরা বিষয়টি শুনেছি। গোপনে করা ভিডিওটি উদ্ধারের চেষ্টা করছি বলেও ওসি জানান।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • ঝিনাইদহ  সমাবেশে শামসুজ্জামান দুদু নির্দলীয় তত্বাবধায়ক সরকার ও ব্যালট ছাড়া  ভোট করা হলে সমুচিত জবাব

    ঝিনাইদহ সমাবেশে শামসুজ্জামান দুদু নির্দলীয় তত্বাবধায়ক সরকার ও ব্যালট ছাড়া ভোট করা হলে সমুচিত জবাব

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এ বছর পরিবর্তনের বছর। আগামী বছর দেশের প্রধানমন্ত্রী হবেন দেশ নায়ক তারেক রহমান। যারা এখনো আমাদের উপর হামলা করছেন, মামলা দিচ্ছেন তাদের তো পালানোর কোন জায়গা নেই। তিনি বলেন, নির্দলীয় তত্বাবধায়ক সরকার ও ব্যালটের মাধ্যমে ভোট ছাড়া বিএনপি হাসিনা সরকারের আমলে কোন নির্বাচনে যাবে না। আর এই দুটির কোন একটি নিয়ে টালবাহানা করা হলে সমুচিত জবাব দেওয়া হবে। কারণ এই সরকার ভোট চোর ও পদে পদে মানবাধিকার লঙ্ঘন করেছে। তারা মানুষের সভা সমাবেশে বাধা দেয়, হামলা করে। তারা গনতন্ত্র হরণকারী হিসেবে বিশে^ পরিচিত, তারা কথা বলতে দেয়না। সর্বপরি বর্তমান নির্বাচন কমিশনার হাসিনার আজ্ঞাবহ। তাদের কথাবার্তায় প্রমান হয়েছে এই কমিশন দিয়ে দেশে কোন সুষ্ঠ অবাধ নির্বাচন হবে না। শামসুজ্জামান দুদু মঙ্গলবার বিকালে ঝিনাইদহ শহরের উজির আলী হাইস্কুল মাঠে বিএনপির এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। জ¦ালানী তেলের মুল্য বৃদ্ধি, তীব্র লোডসেডিং, হামলা, মিথ্যা মামলায় হয়রানী, ভোলায় দুই ছাত্রদল নেতা হত্যা ও যশোরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের বাড়িতে হামলার প্রতিবাদে ঝিনাইদহ জেলা বিএনপি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এড এম মজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সঞ্চালনে প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, সহ-তথ্য ও গবেষনা সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সাবেক এমপি আব্দুল ওহাব, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপপু, বিএনপি নেতা আক্তারুজ্জামান, সাবেক পৌর মেয়র আব্দুল মালেক, এড মুন্সি কামাল আজাদ পাননু, আলমগীর হোসেন আলম, আব্দুল মজিদ বিশ^াস, শাহজাহান আলী ও মাহবুবুর রহমান শেখর প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শামসুজ্জামান দুদু আরো বলেন, এ সরকার ১০ টাকা কেজির চাল খাওয়াতে চেয়েছিল। কিন্তু চালের কেজি এখন ৮০ টাকা। ঘরে ঘরে চাকরীর কথা বলে ঘরে ঘরে অশান্তি সৃষ্টি করেছে। তিনি বলেন এই সরকার কতৃত্বাবাদী ও ফ্যাসিষ্ট সরকার। প্রতিবাদ করলেই তারা রক্ষিবাহিনীর আদলে হামলা করে। ভোলায় দুই ছাত্রনেতাকে হত্যা করেছে। যশোর উন্নয়নের কারিগর সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিতের উপর হামলা ও তার গাড়ি ভেঙ্গেছে। তিনি বলেন, ঝিনাইদহের এই বিশাল জনসমুদ্র বানচাল করতে আওয়ামীলী নিজেরাই নিজেদের অফিসে আগুন ধরিয়ে দিয়েছে। পথে পথে রামদা বাহিনী মোতায়েন করে সমাবেমস্থলে আসা নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এড এম মজিদ অভিযোগ করেন, আজকের সমাবেশে আসার সময় আ’লীগের রামদা বাহিনী আরাপপুর, ফুরসন্দি ও হামদহসহ বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে বহু বিএনপি নেতাকর্মীদের আহত করেছে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • আগামি নির্বাচন আওয়ামী লীগের কাছে অগ্নিপরীক্ষাঃএমপি ফারুক চৌধুরী

    আগামি নির্বাচন আওয়ামী লীগের কাছে অগ্নিপরীক্ষাঃএমপি ফারুক চৌধুরী

    আলিফ হোসেন,তানোরঃ
    আগামি জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের জন্য অগ্নিপরীক্ষা, এ পরীক্ষায় উত্তীর্ণ হতে সবার আগে আমাদের ঐক্যর প্রয়োজন। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নাই। আগামী জাতীয় নির্বাচনে আবারো আওয়ামী লীগকে সরকার গঠন করতে হলে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিকল্প নেই, অতীতের সব মানঅভিমান ও ভেদাভেদ ভুলে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ
    হতে হবে, কারণ আগামীর নির্বাচন হবে চ্যালেন্জিং, এ জন্যই কে কি পেলাম আর পেলাম না সেটা নিয়ে ঘরে বসে থাকার সময় নেই। দেশের স্বার্থে, স্বাধীনতা রক্ষার স্বার্থে ও বাঙালী জাতীর জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমাদের এক হয়ে কাজ করতে হবে। কোন কারনে শেখ হাসিনা সরকার না থাকলে আবার দেশে জঙ্গিবাদ কায়েম হবে, আর এটাই বাস্তবতা। দেশে এখন মুশতাকের অনুসারীরা আওয়ামী লীগকে ধ্বংস করতে নানা পরিকল্পনা করছেন। মহামারী করোনা ভাইরাস ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারনে বিশ্বের মোড়ল দেশগুলো অর্থনীতিতে তাল মাতাল, তারাও কিভাবে এই মন্দা থেকে মুক্তি পাওয়া যায় সে চিন্তায় বিভোর। আর আমাদের সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ও
    জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। গ্রামীণ দরিদ্র অসহায় মানুষের জন্য প্রতি মাসে ভিজিএফ, ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভবতী ভাতা, অল্প মুল্যে দেশের প্রায় এক কোটির বেশি পরিবারকে বিশাল ভর্তুকির মাধ্যমে টিসিবির পণ্য দেওয়া, সিটি করপোরেশন ও পৌর এলাকার জন্য ওএমএসের চাউল এবং গ্রামীণ মানুষের জন্য প্রধানমন্ত্রীর খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় বিগত কয়েক বছর ধরে দশ টাকা কেজিতে চাউল বিক্রি। অবশ্য এবার সেটাকে ১৫ টাকা কেজি ধরে প্রতিমাসে ৩০ কেজি করে চাউল কিনতে হবে। এতকিছুর পরও আপনারা যদি আওয়ামী লীগের বা শেখ হাসিনার পক্ষে না থাকেন তাহলে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার দেখবে। জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি এসব কথা বলেন। জানা গেছে,৩১ আগষ্ট মঙ্গলবার কামারগাঁ ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদের সভাপতিত্বে ও সম্পাদক সুফি কামাল মিন্টুর সঞ্চালনায় এবং কামারগাঁ ইউপি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে মাদারীপুর বাজার শেখ রাসেল স্মৃতি সংসদ চত্ত্বরে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খান।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত
    ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার,উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার ও আবু বাক্কার সিদ্দিক , চান্দুড়িয়া ইউপির চেয়ারম্যান ইউপি আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান, পাঁচন্দর ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপির চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সম্পাদক আতাউর রহমান, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সম্পাদক আমির হোসেন আমিন, উপজেলা যুবলীগের সম্পাদক জুবায়ের ইসলাম, তালন্দ ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, আলহাজ্ব সাইদুর রহমান সরকার আবু সাইদ, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শামসুল ইসলাম, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জিমি কাটার রণি, সম্পাদক ইন্জিনিয়ার মাহাবুর রহমান মাহাম, সাংগঠনিক সম্পাদক মইফুল ইসলাম ও পঙ্কজ কুমার হালদারপ্রমুখ। এদিকে আলোচনা সভা ও দোয়া শেষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

  • পাবনা প্রতিশ্রুতির উদ্যোগে ঢালারচরের উপকারভোগীদের মাঝে গরু বিতরণ

    পাবনা প্রতিশ্রুতির উদ্যোগে ঢালারচরের উপকারভোগীদের মাঝে গরু বিতরণ

    এম এ আলিম রিপনঃ পাবনা জেলার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়নের উপকারভোগীদের ২৯-৩০ আগস্ট দুইদিন ব্যাপী গরু পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পাবনা প্রতিশ্রুতির উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ঢালারচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত ওই প্রশিক্ষণে ইউনিয়নের কাকশিমুল গ্রামের হতদরিদ্র ১৩ জন নারী উপকারভোগী অংশগ্রহন করেন। পরে মঙ্গলবার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই গ্রামের হতদরিদ্র ০৮ জন নারী উপকারভোগীদের মাঝে বকনা বাছুর গরু বিতরণ করেন বেড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রিজু তামান্না । ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোরবান আলীর সভাপতিত্বে ও পাবনা প্রতিশ্রুতির সহকারী পরিচালক মো. ওয়ালিদ হাসানের স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বেড়া উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মো.মিজানুর রহমান ও উপজেলা সমাজসেবা অফিসার মো.রফিকুল ইসলাম। এ সময় পাবনা প্রতিশ্রুতির পরিচালক মো.মনির হোসেন, অডিট অফিসার কায়নাত রশিদ ও পাবনা প্রতিশ্রুতির ত্রিমোহনী শাখার শাখা ব্যবস্থাক মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরবর্তী বাজেট বরাদ্দ প্রাপ্তির পরে প্রশিক্ষণে অংশগ্রহনকারী অপর হতদরিদ্র ৫ জন নারী উপকারভোগীর মাঝে গরু বিতরণ করা হবে।

    ক্যাপশনঃ পাবনা প্রতিশ্রুতির উদ্যোগে মঙ্গলবার বেড়ার হতদরিদ্র ০৮ জন নারী উপকারভোগীদের মাঝে গরু বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রিজু তামান্না।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • নওগাঁয় খাদ্যমন্ত্রীর প্রেস ব্রিফিং

    নওগাঁয় খাদ্যমন্ত্রীর প্রেস ব্রিফিং

    নওগাঁ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন আগামী ১লা সেপ্টেম্বর থেকে সারাদেশে ওএমএস ও খাদ্যবান্ধব এবং টিসিবি’র কার্ডহোল্ডারদের মধ্যে নায্যমূল্যে চাল ও আটা বিক্রি কার্যক্রম শুরু করা হচ্ছে। দেশে পর্যপ্ত চাল মজুদ থাকা সত্বেও সম্প্রতি হঠাৎ করে বাজারে চালের মূল্য কেজি প্রতি ৫ থেকে ৬ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ভোক্তাদের অসুবিধার কখা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে মানবিক এই কর্মসূচী গ্রহন করা হচ্ছে।

    খাদ্যমন্ত্রী মঙ্গলবার বেলা ১১টায় নওগাঁ সার্কিট হাউস মিলনায়তনে খাদ্য বিভাগ আয়োজিত এক প্রেস ব্রিফিং-এ কথা বলেছেন। তিনি বলেছেন ইতিপূর্বে সারাদেশে ৮১৩টি কেন্দ্রে প্রতিদিন ১ মেট্রিক টন করে চাল সরবরাহ করা হতো। আগামী ১লা সেপ্টেম্বর থেকে দেশে ২ হাজার ৩শ ৬৩টি কেন্দ্রে প্রতিদিন ২ মেট্রিক টন করে চাল সরবরাহ করা হবে। এসব কেন্দ্রে টিসিবি’র কার্ডহোল্ডারদের অগ্রাধিকার দেয়া হবে।

    খাদ্যমšী¿ বলেছেন দেশে বর্তমানে ১৯ লক্ষ ৫০ হাজার ৫৩১ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে। খাদ্যশষ্য সংগ্রহ অভিযানের আরও দু’দিন বাঁকী রয়েছে। অর্থাৎ এ দু’দিনে আরও ৫০ হাজার মেট্রিক টন খাদ্য সংগৃহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি মহল সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে সাধারন মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার লক্ষেই এই অপতৎপরতা চালাচ্ছে। কিন্তু জনবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষড়যন্ত্রকারীদের সকল অপতৎপরতা নস্যাৎ করে সাধারন মানুষের মুখে হাসি ফুটাতে যার কিছু করা দরকার তার সব কিছু করে যাচ্ছেন।

    খাদ্যমন্ত্রী বলেছেন আগামী ১লা সেপ্টেম্বর থেকে প্রতিটি ওএমএস কেন্দ্রে টিসিবি’র কার্ডধারীদের প্রতি কেজি চাল ৩০ টাকা মূল্যে মাসে দু’বার ৫ কেজি করে চাল দেয়া হবে। টিসিবি’র কার্ড নাই এমন সাধারন মানুষদের এন আই ডি কার্ডের বিপরীতে একই পরিমাণ চাল দেয়া হবে। এ ছাড়াও খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় সারাদেশে ৫০ লক্ষ পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা মূল্যে প্রতি পরিবারকে মাসে ৩০ কেজি করে চাল বিতরন করা হবে। অপরদিকে ঢাকা মহানগরে ৫০টি ট্রাকে উন্মুক্তভাবে চাল বিক্রি করা হবে। ট্র্কাসেল কর্মসূচীতে প্রতিদিন প্রত্যেকটি ট্রাকে ২ মেট্রিক টন করে চাল ওএমএস-এর আওতায় বিক্রি করা হবে বলে প্রেসব্রিফিং এ জানিয়েছেন খাদ্যমন্ত্রী। একই ব্যক্তি যাতে বার বার এসব কর্মসূচীতে চাল আটা সংগ্রহ করতে না পারে সে জন্য টিসিবি কার্ডহোল্ডারদের কার্ডে সীলমোহর দেয়া হবে। অপরদিকে সাধারন ভোক্তাদের জাতীয় পরিচল পত্রে অনুরুপভাবে সীলমোহর প্রদান করা হবে বলে তিনি উল্লেখ করেন।

    খাদ্যমন্ত্রী বলেন দেশে চলতি আউশ মওসুমে এ যাবৎকালের সর্বোচ্চ পরিমাণ ধান উৎপাদিত হচ্ছে। একদিকে আউশের পর্যাপ্ত উৎপাদন অপরদিকে বিপুল সংখ্যক মানুষকে ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় সম্পৃক্ত করা হচ্ছে। কাজেই বাজারে ইতিমধ্যেই চালের দাম কমতে শুরু করেছে। খুব শীঘ্রই চালের দাম স্বাভাবিক পরিস্থিতিতে চলে আসবে।

    এ সময় নওগাঁ সদর আ্সনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, মন্ত্রী’র একান্ত সচিব মোঃ শহিদুজ্জামানসহ খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।#

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি

  • নওগাঁয় ১৫ আগষ্ট উপলক্ষ্যে বিশাল শোক সমাবেশ উন্নয়নের এই অগ্রগতি অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নাই -তথ্যমন্ত্রী

    নওগাঁয় ১৫ আগষ্ট উপলক্ষ্যে বিশাল শোক সমাবেশ উন্নয়নের এই অগ্রগতি অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নাই -তথ্যমন্ত্রী

    নওগাঁ প্রতিনিধি ঃ তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারনে বর্তমান সরকারের সময় দেশে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়নের এই অগ্রগতি অব্যাহত রাখতে হলে দেশ পরিচালনার ক্ষেত্রে পুনরায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামলীগের কোন বিকল্প নাই। কারন বিএনপি ক্ষমতায় আসলে দেশে আবারো সন্ত্রাস, আগুন সন্ত্রাস বোমাহামল্ াআর জঙ্গিবাদের উত্থান ঘটবে। যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়েছিল, যাদের সময় বিদ্যুৎ আর সারের জন্য মানুষ হত্যা করা হয়েছিল, যারা দূনীতিতে পর পর ৫ বার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মানুষ তাদের আর ক্ষমতায় দেখতে চায়না।

    তথ্যমন্ত্রী মঙ্গলবার বিকাল সোয়া ৫টায় নওগাঁ নওযোয়ান ঈদগাহ মাঠে জেলা আওয়ামীলীগ আয়োজিত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত এক বিশাল শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কখা বলেছেন।

    নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে আয়োজিত শোক সমাবেশে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, নওগাঁ-২ ধামইরহাট-পতœীতল্ াআসনের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার, নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছি আসনের সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দিন তরফদার এবং নওগাঁ-৬ রানীনগর-আত্রাই আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ার হোসেন হেলাল বক্তব্য রাখেন।

    তথ্যমন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগনের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করছেন। আজ থেকে ১৩/১৪ বছর আগে দেশের অবস্থা এমন ছিলনা। বর্তমানে দেশের রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসা সব ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন পরিলক্ষিত হচ্ছে। এখন মানুষ আর না খেয়ে থাকেনা। আগে ঘরে ঘরে খাদ্যের অভাব ছিল। অনাহারে অর্ধাহারে বাসী পচা ভাত খেয়ে মানুষ জীবন কাটাতো। কিন্তু বর্তমান সরকারের বদৌলতে আজ আর কেউ না খেয়ে থাকেনা। ভিক্ষুকরাও এখন বাসী পচা ভাত খায়না। ভিক্ষুকরা এখন দু’মুঠো চাল কিংবা ২ টাকা বা ৫ টাকা ভিক্ষা নিতে চায়না। কমপক্ষে ১০ টাকা দিলে তারামোটামুটি খুশি হয়। এই পরিনবর্ত কেবলমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শিতার ফসল। দেশের মানুষের জীবন যাত্রার মান অনেক উন্নত হয়েছে।

    তিনি আরও বলেন বিএনপি’র সময় বিদ্যুতের খাম্বা রাজনীতির কথা সবার জানা আছে। সে সময় বিদ্যুত আর সারের জন্য মানুষকে হত্যা করা হয়েছিল। বিদ্যুতের বর্তমান উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন বিএনপি’র সময় মাঝে মাঝে বিদ্যুৎ আসতো। আর এখন মাঝে মাঝে বিদু্যুৎ যায়।

    তথ্যমšত্রী বলেন ইউক্রেন যুদ্ধের কারনে সারা পৃথিবীতে কিছুটা বিরুপ প্রভাব পড়েছে। বাংলাদেশেও এর বাইরে নয়। বিশ্বের উন্নত দেশগুলোতেও জ্বালানী বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। সেসব দেশেও সরকারীভাবে মানুষকে সাশ্রয়ী করতে নানা পদক্ষেপ গ্রহন করতে হয়েছে। সেসব দেশের মানুষদেরও কষ্ট পেতে হয়েছে। তবে আশার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সুদুরপ্রসারী নেতৃত্ব দিয়ে ইতিমধ্যে তেল ও জ্বালানীর মূল্য সমন্বয় করার পদক্ষেপ গ্রহণ করেছেন। আর কিছুদিনের মধ্যে এসব সমস্যার সমাধান হবে এবং মানুষের জীবনযাত্রা আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

    তিনি বলেন মানুষের এই সাময়িক কষ্ট দেখে বিএনপি মায়াকান্না দেখাচ্ছে। কিন্তু বিএনপি’র এই মায়াকান্না দেখানোর কোন অধিকার নাই। কারন দেশের মানুষের দুঃখ কষ্ট আওয়ামীলীগের মত আর কেউ বোঝেনা।

    তথ্যমন্ত্রী আরও বলেছেন সরকারের উদারতা দেখে বিএনপি যদি আবারো আগুন সন্ত্রাসী চালায়, আবার যদি বোমা হামলা চালায়, নাশকতা করে, মানুষ হত্যার রাজনীতি শুরু করে সেক্ষেত্রে আওয়ামীলীগ বসে থাকবেনা। দেশের সাধারন জনগনকে সাথে নিয়ে তাদের ঐ সন্ত্রাসী কর্মকান্ডের সমুচিত জবাব দিবে। জনগনকে সাথে নিয়েই আমরা ঐসব সন্ত্র্সা এবং আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। সরকারও চুপচাপ বসে থাকবেনা। প্রশাসন শক্ত হাতে তা প্রতিরোধ করবে।

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।