কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর নাগরিক সমাজের আয়োজনে নড়াইলের দিঘলিয়ায় সাম্প্রদায়িক হামলাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২০জুলাই শহরের দৌলত বিশ্বাস চত্ত্বরে নাগরিক সমাজের সভাপতি এ্যাড. আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে ও সাংবাদিক দীলিপ মোদকের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন নাগরিক সমাজের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আজিজুর রহমান। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফুল-উজ-খান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান, উপজেলা কমিউনিস্টপার্টির সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, উপজেলা খেলাঘরের সদস্য সচিব সৈয়দ আকমল আলী, উদীচি শিল্পিগোষ্ঠীর সভাপতি অনুপম মোদক, উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন দাস, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, ওয়ার্কাস পাটির নেতা বাবুর আলী গোলনার, শিক্ষক স্বপন মন্ডল প্রমুখ।
Blog
-
নড়াইলে সাম্প্রদায়িক হামলাকারীদের গ্রেফতারের দাবীতে কেশবপুরে মানববন্ধন
-
জয়পুরহাটে পর্নোগ্রাফি ভিডিও ও সরবরাহের অভিযোগে ৭ জন আটক
রিদয় হোসেন(সদর জয়পুরহাট) প্রতিনিধিঃ-
পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অপরাধে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট বাজার থেকে ৭ জনকে আটক করেছে র্যাব-৫ এর সদস্যরা। এসময় ৭টি সিপিও, ২৭টি হার্ডডিস্ক, ৭টি মনিটর জব্দ করা হয়। বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, উপজেলার পুনট বাজার গ্রামের আব্দুল বকুলের ছেলে শহিদুল ইসলাম (৩২), পুনট পাঁচ পাইকর গ্রামের ইউসুফ আলী ফকিরের ছেলে মেহেদী হাসান (২২), নান্দাইল দিঘি গ্রামের শরিফ উদ্দিনের ছেলে সাগর হোসেন (২৩), মুনছুর আলীর ছেলে মোমেন মন্ডল (২৭), পুনট পূর্ব নয়াপাড়ার মৃত আব্দুল বাকী প্রামানিকের ছেলে রবিউল ইসলাম রেজভী (৩০), পুনট বাজার সাহপাড়ার আবেদ আলী শাহ এর ছেলে ছানোয়ার হোসেন (৩২) এবং ফরপা গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে মমতাজ উদ্দিন (৩৫)।
জয়পুরহাট র্যাব ৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, গ্রেফরকৃতরা উপজেলার পুনট বাজারে তাদের দোকানে পর্নোগ্রাফি ভিডিও যুবসমাজের মাঝে সরবরাহ করে আসছিল এমন গোপন সংবাদ আসে র্যাবের কাছে। এমন সংবাদে ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করার যন্ত্রাংশসহ সাতজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কালাই থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি ।
-
টঙ্গীবাড়ীতে স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচন সন্পন্ন
মোঃলিটন মাহমুদ টঙ্গীবাড়ী মুন্সীগঞ্জঃ
উৎসব মূখর পরিবেশে আজ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামাড়খাড়া ইউনিয়নের স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচন আজ ২০ই জুলাই ( বুধবার )অনুষ্ঠিত হয়েছে।উক্ত বিদ্যালয়রে মোট ৮৭৯ জন অভিবাবক প্রতিনিধির মধ্যে ৬৮৭ জন উক্ত নির্বাচনে ভোট প্রদান করে। নির্বাচনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে এর মধ্যে
মোঃহাকিম দেওয়ান (ব্যালট নং ১ ) ৪৯৯ভোট পেয়ে প্রথম , মোঃ মামুন মোল্লা ব্যালট নং ( ৩ ) ৩৬৭ ভোট পেয়ে দ্বিতীয় , মোঃমোতালেব হোসেন শেখ (ব্যালট নং ৫ ) ৩৫২ ভোট পেয়ে তৃতীয় ও মোঃ মুক্তার শেখ ( ব্যালট নং ৪ ) ৩১১ ভোট পেয়ে চতূর্থ স্থান লাভ করে।
এই নিবার্চন সন্পর্কে বিদ্যালয়ের আহবায়ক কমিটির সভাপতি হাজী মোঃমজিবর সিকদার বলেন ,আমরা চেয়েছি স্কুলের পরিচালনা পরিষদ নিবার্চন সুষ্ট ভাবে সস্পন্ন করতে পেরেছি তার জন্য আল্লাহ পাকের দরবারে শোকরিয়া আদায় করছি ।
-
ঝিনাইগাতীতে নড়বড়ে বাঁশের খুটিতে দিয়ে চলছে বিদ্যুৎ সরবরাহ, আকাশে মেঘ জমলেই বিদ্যুৎ থাকে না
তারিফুল আলম তমাল,
শেরপুর জেলা প্রতিনিধিঃশেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নড়বড়ে জোড়াতালির বাঁশের খুটিতে চলছে বিদ্যুৎ সরবরাহ। ফলে আকাশে মেঘ জমলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পরে । বিদ্যুৎ গ্রহকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা গেছে, আওয়ামী লীগ সরকার দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর ঝিনাইগাতী উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনার ঘোষণা দিয়ে কাজ শুরু করেন।এসময় বিভিন্ন গ্রামাঞ্চলে জোড়াতালির বাঁশের খুটি দিয়েও শতশত বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। বিদ্যুৎ বিভাগ সুত্রে জানা গেছে, এ উপজেলায় পিডিপির প্রায় ১৩ হাজার বিদ্যুৎ গ্রহক রয়েছে। এ ছাড়া কৃষি কাজে ব্যবহৃত সেচ পাম্পের সংযোগ রয়েছে প্রায় ৬শ। এসব সংযোগের সিংহভাগ দেয়া হয়েছে জোড়াতালির বাঁশের খুটি কিংবা গাছের উপর দিয়ে।
এতে সামান্য ঝড় বৃষ্টি হলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পরে। এসময় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। আবার মাঝে মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে গ্রামবাসীদের। কোন কোন সময় বিদ্যুতের ছেড়া তাড়ে জড়িয়ে মারাও পরছেন মানুষ। এমন অভিযোগ ও রয়েছে অহরহ।
এদিকে এসব দুর্ঘটনা এরাতে ২০২১ সালে নড়বড়ে বাঁশের খুটি ও পুরনো সিমেন্টের খুটিগুলো সম্প্রসারন করে নতুন সিমেন্টের খুঁটি স্থাপনের কাজ হাতে নেয় সরকার । এ উদ্দেশ্যে ঠিকাদার ও নিয়োগ দেয়া হয়। প্রজেক্টের মাধমে নিয়োগ প্রাপ্ত ঠিকাদার ২০২১ সালে কাজও শুরু করেন।
কিন্ত কাজ চলছে ধীরগতিতে । অভিযোগ রয়েছে কাজের কোন অগ্রগতি নেই। খুড়িয় খুড়িয়ে চলছে খুটি সম্প্রসারনের কাজ। এতে জনদুর্ভোগ চরমে ওঠে এসেছে। প্রজেক্টের ময়মনসিংহ বিভাগীয় নির্বাহী প্রকৌশলী এসব খুটি সম্প্রসারনের কাজের দেখভাল ও দিক নির্দেশনায় ঠিকাদারের লোকজন কাজ করে থাকেন বলে জানা গেছে ।
স্থানীয় বিদ্যুৎ বিভাগ সুত্রে জানা গেছে, প্রজেক্টের কাজ হওয়ায় ঠিকাদারের লোকজন তাদের ইচ্ছা মাফিক কাজ করেন । এতে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। ঝিনাইগাতী উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন বলেন উপজেলার গ্রামাঞ্চলগুলোতে দুর্বল ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
একারনে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা ।বিদ্যুতের ছেড়াতারে জরিয়ে মানুষও মারা যাচ্ছে। তিনি বলেন বিদ্যুৎ খুটি সম্প্রসারনের কাজেও লক্ষ করা গেছে ধীরগতি। জনস্বার্থে খুটি সম্প্রসারনের কাজ দ্রুত করার দাবি জানান তিনি । ঝিনাইগাতী সদর বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ মোখলেছুর রহমান খান বলেন দুর্বল ব্যবস্থার কারনে আকাশে মেঘ জমলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখতে হয় দুর্ঘটনা এরাতে।
ফলে দুর্ভোগের সীমা থাকে না ব্যবসায়ীসহ উপজেলাবাসীদের। তিনি বিদ্যুৎ সরবরাহ উন্নত প্রজুক্তিতে করার পাশাপাশি জরুরি ভিত্তিতে পুরাতন খুটি সম্প্রসারনের কাজ করার দাবি জানান।
এ বিষয়ে বিস্তারিত জানতে ঠিকাদার জাহাঙ্গীর হোসেন জুয়েলের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। ঠিকাদারের সাইট ম্যানেজার জাকির হোসেন বলেন, ২০২১ সালে কাজ শুরু হয়। ২০২৪ সাল পর্যন্ত কাজ শেষের মেয়াদ । ইতিমধ্যে ৫০ভাগ কাজ হয়েছে।তিনি বলেন সরঞ্জামাদি সরবরাহ না পাওয়ায় দ্রুত কাজ করা সম্ভব হচ্ছে না।
ঝিনাইগাতী উপজেলা আবাসিক প্রকৌশলী রুকুনুজ্জামান বলেন এসব প্রজেক্টের কাজ দেখভালের দায়িত্ব ময়মনসিংহ বিভাগীয় নির্বাহী প্রকৌশলীর। তার দিক নির্দেশনায় কাজ করা হচ্ছে। আমাদের উপর দ্বায়িত্ব থাকলে এলাকার গুরুত্ব অনুযায়ী কাজ করা সম্ভব হতো। এবিষয়ে জানতে ময়মনসিংহ প্রজেক্ট এরিয়ার নির্বাহী প্রকৌশলী রায়হান নবী খানের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
-
প্রধানমন্ত্রীর উপহার’তৃতীয় ধাপে জয়পুুরহাটে ১৫২ টি গৃহহীন পরিবার ঘর পাচ্ছেন
স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস
জয়পুরহাটে ঘর পাচ্ছে আরও ১৫২ গৃহহীন পরিবার
মুজিবশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে জয়পুরহাটে আরও ১৫২ ভূমিহীন ও গৃহহীন পরিবার উপহার পাচ্ছে নান্দনিক ঘর।মঙ্গলবার (১৯ জুলাই) দুপরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম।
জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম জানান, ভূমিহীন ও গৃহহীনদের সরকারি ব্যবস্থাপনায় দুই শতক জমিতে দু’কক্ষ বিশিষ্ট সেমি পাকা একটি করে ঘরের নির্মান কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। নজরকারা এসব ঘরে রয়েছে পানি ও বিদ্যুৎসহ প্রতিটি গৃহে ইটের দেয়াল, কংক্রিটের মেঝে, সবুজ টিনের ছাউনি, একটি রান্না ঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা। রয়েছে আধুনিক ও উন্নত জীবন যাত্রার সকল সুযোগ-সুবিধা। আসছে আগামী বৃহস্পতিবার ঘরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দীন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট উম্মুল বানীন দ্যুতি, জয়পুুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেনসহ সকল ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দরা।
-
ইউএনও অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল মহালছড়িতে
(রিপন ওঝা, মহালছড়ি)
মহালছড়িতে বাজার ব্যবসায়ী সমিতির সকল ব্যবসায়ীদর সকাল-সন্ধ্যা সকল ধরনের দোকানপাট বন্ধ রেখে ইউএনও বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে।
আজ সন্ধ্যা ৭.৩০ঘটিকায় মহালছড়ি বাজার ব্যবসায়ীর সমিতি নিজ কার্যালয়ে আগামীকাল ২০জুলাই রোজ বুধবার সকাল ৮.০০ঘটিকা হতে সন্ধ্যা ৭.০০ঘটিকা পর্যন্ত সকল প্রকার দোকানপাট বন্ধ রাখার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়েছে এবং সকাল ১০.৩০ ঘটিকায় ইউএনও বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
উক্ত বিক্ষোভ মিছিলে বাজারের সকল ব্যবসায়ীগণ ও ক্ষতিগ্রস্থ সকল জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার মতামত প্রকাশ করেছে। এ বিষয়টি নিয়ে সর্বমহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।
উক্ত বৈঠকে এক সিনিয়র ব্যবসায়ী বলেন যে, মোঃ আব্দুর রশিদ মাটি কাটার স্থানে পান নি তবুও কোন আইনে ২দিন পরে অফিসে ডেকে নিয়ে আইনানুগ ব্যবস্থা নিতে পারে? এমন আইন কোথায় পয়দা হয়েছে? তিনি আরো বলেন এমনকি বাবুপাড়ার সম্মুখে রাতের আধারে কয়েকটি স্থাপনায় ভরাটের কাজে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে শশ্মানের মাটি ও সাবেক নিচের বাস স্টেশনের মসজিদের বিশাল পাহাড়ের মাটি কেটে ধানের জমি ভরাট করেছে তখন এই প্রশাসনিক কর্মকর্তা আপনি কোথায় ছিলেন। এক দেশে আইন ভিন্ন ভিন্ন হতে পারে না,আইন সবার জন্যে সমান।
উক্ত বৈঠকে মহালছড়ি ব্যবসায়ি সমিতির সভাপতি ও সিনিয়র ব্যবসায়ীসহ ক্ষুদ্র মাঝারী সকল ব্যবসায়ীগণ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত যে, মহালছড়ি বাজারের কোকারিজ ব্যবসায়ী মোঃ আব্দুর রশিদ। তিনি নাকি গত ১৭তারিখ চব্বিশ মাইল কান্তির চৌধুরীর বাগান হতে মাটি কেটে দোকানে পেছনে ভরাট করতেছে, এমতাবস্থায় আজ ১৯ তারিখ বিকাল ৩ ঘটিকায় কোনপ্রকার অভিযোগ ব্যতিত দোকানের বাজার ব্যবসায়ী মোঃ রশিদকে উপজেলা প্রশাসনিক অফিসে ডেকে নিয়ে যায় এবং যাওয়ার পরে ওনাকে বলা হয় যে, আপনার মাটি কাটার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু নগদে অর্থ দিত না পারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজ ক্ষমতাবলে সাত দিনের জেল দেওয়া হয়।
এ বিষয়ে মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার বলেন, পাহাড়ের মাটি কাটার জড়িত থাকবে এমন সকলকেই যথাযথ প্রক্রিয়ায় আইনের আওতায় আনা হবে।
-
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির ঈদ পুনমিলনী ও মাসিক সমন্বয় সভা
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনমিলনী ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সোমবার সকালে শহীদ গফুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মির্জা মিজানুর আলম, শেখ ফারুক হোসেন, দেবাশীষ দাশ, মোঃ আসাদুজ্জামান, ঝংকার ঢালী,মোঃ আলমগীর হোসেন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি পাইকগাছা শাখার সভাপতি প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, আশুতোষ কুমার মণ্ডল, এসএম শফিকুল ইসলাম, ডিএম শফিকুল ইসলাম, সৌরভ রায়, মোঃ হাফিজুল ইসলাম, মোঃ লুতফুর রহমান, কোহিনূর ইসলাম, আলমগীর হোসেন, মোঃ খলিলুর রহমান, অলক মৃধা, সহকারী শিক্ষক সমিতির সভাপতি বিএম আক্তার হোসেন, সম্পাদক এসএম আসাদুল্লাহ মিঠু, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আলিম প্রমূখ।ইমদাদুল হক,
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি। -
পাইকগাছায় সাংবাদিকদের সাথে উপজেলা প্রসাশনের মতবিনিময় এবং প্রেস ব্রিফিং
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবার কে ৩য় পর্যায়ে জমি ও গৃহপ্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় এবং প্রেস প্রিফিং করেছে উপজেলা প্রসাশন। মঙ্গলবার দুপুরে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে মতবিনিময় এবং প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার সরদার আলী আহসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, থানার এসআই মোশারফ হোসেন। বক্তব্য রাখেন সাংবাদিক আলাউদ্দীন রাজা,জি এ গফুর,এস এম আলাউদ্দীন সোহাগ,স্নেহেন্দু বিকাশ,এন ইসলাম সাগর, আঃ রাজ্জাক বুলি, আবুল হাসেম প্রমূখ। -
নওগাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর দুধ সংরক্ষণে ভোক্তা অধিকার এর জরিমানা
রওশন আরা পারভীন শিলা,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ সদর উপজেলায় বরুণ কান্দি গ্রামের মো. ইসমাইল এর ছেলে মো.রহিস উদ্দিন দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে গরুর দুধ সংরক্ষণ করে অবৈধ ভাবে বেশী মুনাফা পাওয়ার আশায় গুড়া দুধ মিশে দুধ তরল করে বাজারে,বাজার জাত করতো এমন এক গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান গরুর দুধ জব্দ ও তুলসী গঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে তদারকিকালে ০৫ টি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে গরুর দুধ সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ পণ্য ও ঔষধ বিক্রয় এবং নির্ধারিত দামের অতিরিক্ত দামে পণ্য বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যাবস্থায় ১৩,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: শামীম হোসেন ও নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব চিন্ময় প্রামানিক।
জনস্বার্থে এ ধরনের তদারকি সবসময় অব্যাহত থাকবে জানান।# -
নওগাঁর আত্রাইয়ে এডভোকেসি নেটওয়াক সদস্যদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
রওশন আরা পারভীন শিলা.নওগাঁ জেলা প্রতিনিধিঃ–নওগাঁর আত্রাইয়ে বে—সরকারী এনজিও সংস্থা ওয়েব ফাউন্ডেশনের আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন প্রকল্পের আওতায় এডভোকেসি নেটওয়াক সদস্যদের জন্য মানবাধিকার,গণতন্ত্র,সুশাসন,নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক তিন দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (19 জুলাই)এডভোকেসি নেটওয়াক এর সভাপতি সাংবাদিক মিতুমনি সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ও এডভোকেসি নেটওয়াক আত্রাই উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন টগর। তিনি বলেন, ”সমাজের কাইকে পিছিয়ে রেখে দেশ কখনো উন্নয়ন করতে পারে না। কাউকে বাদ দিয়ে উন্নয়ন হয়তো সম্ভব কিন্তু টেকসই ইন্নয়ন সম্ভব নয়”। এ সময় স্বাগত বক্তব্য রাখেন ওয়েব ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী সুদিপ কুমার ঘোষ, মহিলা বিষয়ক কমকর্তা নওজেশ আরা বেগম,ওয়েব ফাউন্ডেশনের প্রশিক্ষক আমিনুল হক বেলাল,উপজেলা সহায়ক মিনহাজুল করিম(ইমন)। এসময় উপস্থিত ছিলেন এডভোকেসি নেটওয়ার্ক সহ সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদীকা শামসুন্নাহার রনি, সহ- সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল মজিদ মল্লিক, সাংবাদিক ওমর ফারুক,সদস্য সাংবাদিক ফরিদুল আলম পিন্টু, সাংবাদিক মামুনুর রশীদ, ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য শেফালী বেগম, হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য বেগম আরা, বিশা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য বিউটি বেগম, দলিত নেতা শেখর সরকার,প্রতিবন্ধী সদস্য মোঃ ছাইফুল ইসলাম,স্টুডেন্ট মোঃ আসিফ হাসান প্রমূখ।#