Blog

  • কালীগঞ্জে প্রধানমন্ত্রীর ঘর উপহার পেলেন ১৪ ভূমিহীন পরিবার

    কালীগঞ্জে প্রধানমন্ত্রীর ঘর উপহার পেলেন ১৪ ভূমিহীন পরিবার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলায় প্রধানমন্ত্রীর ঘর উপহার পেলেন ১৪ ভূমিহীন পরিবার তৃতীয় পর্যায়ে (২য় ধাপে)গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান করেন।

    মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সারাদেশে ২৬,২২৯ টি ভূমিহীন, গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান করেন। এর অংশ হিসেবে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তৃতীয় পর্যায়ে (২য় ধাপে) ১৪ ভূমিহীন পরিবারকে উপহারের ঘর দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    ২১ শে জুলাই ২০২২ইং বৃহস্পতিবার সকাল ১০ টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নানের সভাপতিত্বে শুভ উদ্বোধন অনুষ্ঠানে ভার্চ্যুয়াল যুক্ত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। বক্তব্য রাখেন চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজু, উপজেলা পরিবার পরিকল্পনা কমকর্তা ডা: দেবব্রত রায়, উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ছনি, উপজেলা প্রকৌশলী আবু তৈয়ব মো: শামসুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন সরকার, মদাতি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব, ভোটমারী ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন প্রমুখ। এ সময় সকলের হাতে গৃহের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ।এ সময় আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেনী পেষার মানুষ ও ভূমিহীন পরিবার যারা গৃহের চাবি ও জমির দলিল পেয়েছেন।

    হাসমত উল্লাহ।।

  • ময়মনসিংহ সদরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো ৫৫ পরিবার

    ময়মনসিংহ সদরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো ৫৫ পরিবার

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ সদর উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ৫৫ পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আধাপাকা ঘর পেয়ে তাদের স্বপ্ন পূরণ হয়েছে। ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’- এই স্ল্লোগানে সরকারি খাস জমিতে তাদের জন্য সরকারিভাবে ৫৫টা ঘর নির্মাণ করে দেয়া হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২৬,২২৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তরের ভিডিও কনফারেন্সে ভূমিহীনদের ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধনের পর এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যদিয়ে গৃহহীন পরিবারের হাতে এ দলিল তুলে দেয়া হয়।উপজেলা পরিষদের হলরুমে ইউএনও মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যদের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়। এসময় দলিল ও ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন, সহকারী কমিশনার ভূমি এইচ এম ইবনে মিজান,ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আশ্রব আলী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহিন,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা হক কলি, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তি বর্গরা।

  • ঝিনাইগাতীতে জমিসহ ঘর পেলো ১৫ ভূমিহীন পরিবার

    ঝিনাইগাতীতে জমিসহ ঘর পেলো ১৫ ভূমিহীন পরিবার

    মোঃ তারিফুল আলম (তমাল)
    শেরপুর জেলা প্রতিনিধিঃ

    শেরপুরের ঝিনাইগাতীতে ১৫ গৃহহীন ও ভূমিহীন পরিবার পেলেন জমির দলিল ও ঘরের চাবি। ২১ এপ্রিল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে উপকার ভোগিদের মাঝে জমির দলিল ঘরের চাবি হস্তান্তর করেন।এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুম এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, বীর মুক্তি যোদ্ধা শামছুল আলম, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ দিকে অতিথিগণ ১৫ পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন। উল্লেখ্য যে, ঝিনাইগাতী উপজেলা ১ম ধাপে ৬৫টি, ২য় ধাপে ২৫টি, ৩য় ধাপের ১ম স্তরে ১৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর প্রদান করা হয়। ৩য় ধাপের ২য় স্তরে বৃহস্পতিবার ১৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে এ ঘর প্রদান করা হয়। জানা গেছে, উপজেলার ৭ ইউনিয়ন থেকে বহু সংখ্যক আবেদনের মধ্যে থেকে ১ শত ২১ জনের নাম তালিকাভুক্ত করা হয়। পরে গোপনে ও প্রকাশ্যে তদন্ত সাপেক্ষে ৯৬টি পরিবারকে গৃহহীন ও ভূমিহীন হিসেবে চুড়ান্ত করা হয়।এদের মধ্যে পশ্চিশ বাকাকুড়ায় ১১ টি এবং নলকুড়ায় ৪ টি সহ ১৫ টি পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করা হয়। এছাড়াও মালিঝিকান্দা ইউনিয়নের দান্যারপাড় ও গৌরীপুর ইউনিয়নের গজারীকুড়া এলাকায় সেনাবাহিনী কর্তৃক নির্মিত আশ্রয়ন প্রকল্পের ঘরে ৫৫ টি পবিরারকে পূর্ণবাসিত করা হচ্ছে। বাকি ২৬ টি পরিবারকেও পরবর্তী পর্যায়ে জমিসহ ঘর হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

  • মোংলায় বর্ণাঢ্য আয়োজনে উপজেলা যুবলীগের সভাপতির জন্মদিন পালিত

    মোংলায় বর্ণাঢ্য আয়োজনে উপজেলা যুবলীগের সভাপতির জন্মদিন পালিত

    মোংলা প্রতিনিধি।।
    মোংলা উপজেলা যুবলীগের সভাপতি ও মিঠাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইস্রাফিল হাওলাদার’র জন্মদিনে কেক কেটে আনন্দ উৎসব করে জন্মদিন পালন করেছেন নেতা কর্মিরা। বৃহস্পতিবার (২১ জুলাই)
    সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকর্মীদের উদ্যোগে মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়ায় আনন্দ উৎসব উদ্দীপনার মধ্যো দিয়ে মো. ইস্রাফিল হাওলাদার’র ৪০ তম জন্মদিন পালন করা হয়। এ সময় যুবলীগ নেতা মো. ইস্রাফিল হাওলাদার প্রথমেই সকলের কাছে দোয়া কামনা করেন। এবং নেতাকর্মীদের উৎসব মুখর আয়োজন করায় আবেগে আপ্লূত হয়ে নেতাকর্মীদের ও ইউনিয়ন বাসীদের আনন্দঘন মূহুর্তটি উৎস্বর্গ করেন। কেক কাটা অনুষ্টানে সুন্দরবন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ কবির উদ্দিন, মিঠাখালী আওয়ামীলীগের সভাপতি বাবু প্রিতিশ চন্দ্র হালদার, সাধারণ সম্পাদক মে. জাহাঙ্গীর হাওলাদার, মোংলা পৌর ২ নং ওয়ার্ড কাউন্সিলর এইচ এম শরিফুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. আরিফ ফকির, ইউপি সদস্য শাহিন সরদার, সাবেক ইউপি সদস্য সজল মন্ডল, মো. ওহিদুজ্জামান, মো. ইনামুল শেখ, মো. ওবায়দুল শেখ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় মো.ইস্রাফিল হাওলাদার বলেন, আজ মানুষের যে ভালোবাসা পেলাম, এটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। সবার ভালোবাসা পেয়ে আমি অভিভূত। যতদিন বেঁচে থাকব ততদিন আজকের স্মৃতি আমাকে প্রেরণা দেবে।

  • নড়াইলে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, মসজিদের ইমাম গ্রেপ্তার আদালতে সোপর্দ

    নড়াইলে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, মসজিদের ইমাম গ্রেপ্তার আদালতে সোপর্দ

    উজ্জ্বল রায়,নড়াইল থেকে:

    নড়াইলে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, মসজিদের ইমাম গ্রেপ্তার আদালতে সোপর্দ
    নড়াইলের নড়াগাতিতে মসজিদের ইমাম কর্তৃক ৩য় শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী’কে যৌনপীড়নের অভিযোগে রামপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম মো. হুসাইন মোল্লা (২৭) কে গ্রেপ্তার করেছে নড়াগাতি থানা পুলিশ। সে পার্শবর্তী জেলা গোপালগঞ্জ সদর থানার শুলতানশাহী গ্রামের ফুরকান মোল্লার ছেলে।
    পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার জয়নগর ইউনিয়নের রামপুর গ্রামের কামাল হোসেনের মেয়ে ৩য় শ্রেণীতে পড়ুয়া ওই স্কুল ছাত্রী মঙ্গলবার (১৯ জুলাই) সকালে রামপুর জামে মসজিদে আরবী পড়তে যায়। পরে ওই হুজুর আরবি পড়া শেষে ভিকটিম’কে রেখে সবাইকে ছুটি দিয়ে দেয়। এরপর মসজিদে ঝাড়ু দেওয়ার কথা বলে পূর্বপাশে তার শয়ন কক্ষের ভিতরে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। পাশে বসিয়ে নিজের ভিকটিমের স্পর্শকাতর স্থানে হাত দেয়। ভিকটিম বাড়ী ফিরে ব্যথার কথা তার মা,বাবাকে জানালে লম্পট ইমামকে আটক করে পুলিশকে খবর দেয়।
    এই ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রীর পিতা বাদি হয়ে ওই লম্পট মসজিদের ইমামের বিরুদ্ধে যৌনপীড়নের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নড়াগাতি থানায় একটি মামলা দায়ের করেন। ওই ঘটনায় এলাকায় নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে।
    নড়াগাতি থানার ওসি (তদন্ত) আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা গ্রহণ করা হযেছে। অভিযুক্ত ইমামকে গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

  • মেহেদীর রং না মুছতেই নবদম্পতির একসাথে রহস্যজনক আত্মহত্যা

    মেহেদীর রং না মুছতেই নবদম্পতির একসাথে রহস্যজনক আত্মহত্যা

    রওশন আরা পারভীন শিলা,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে মেহেদির রং না মুছতেই শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে এক নবদম্পতি আতœহত্যা করেছে। তাদের আতœহত্যার প্রকৃত কারন জানা যায়নি। এ নিয়ে এলাকার জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দিবাগত রাতের যে কোন সময় উপজেলার সুদরানা গ্রামে।
    গতকাল বুধবার সরেজমিনে গিয়ে জানা যায়, ওই গ্রামের ছাইফুল ইসলামের ছেলে মাসুম (২৩) গত দুই মাস আগে বিয়ে করে তার আপন মামাতো বোন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের আশকর আলীর মেয়ে লিমা খাতুনকে (১৮)। আতœীয়তার সুবাদে পূর্ব থেকে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং সেই প্রেম থেকেই দু’জনের বিয়ে হয়। ছেলের মা নাদিরা বেগম জানান, মঙ্গলবার রাতে ছেলে মাসুম বাইরে বেড়াতে যায়। এদিকে পুত্রবধূ স্বামীর জন্য অপেক্ষা করতে থাকে। পরে মাসুম বাড়ি আসলে রাতের খাবার না খেয়েই স্বামী স্ত্রী এক ঘরে শুয়ে পড়ে। পরে গৃহকর্ত্রী নাদিরা তাদেরকে খাবারে জন্য ডাকাডাকি করলে মাসুম উঠে খাবার খেলেও পুত্রবধূ লীমা রাতের খাবার খায়নি।
    এদিকে গতকাল সকালে তাদেরকে ঘুম থেকে জাগানোর জন্য মা নাদিরা দফায় দফায় ডাকাডাকি করেন । কিন্তু তাদের কোন সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে পুত্রবধূর লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তিনি চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এসে শয়নঘরের দরজা ভেঙ্গে দেখতে পান দু’জনের ঝুলন্ত লাশ। পরে তারা লাশ দু’টি নামিয়ে নিচে রেখে দেন। এদিকে নবদম্পতির একসাথে আতœহত্যার বিষয়টি প্রচার হলে এলাকার হাজার হাজার মানুষ ওই বাড়িতে ভীড় জমায়।
    সংবাদ পেয়ে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান ও আত্রাই থানার ওসি তারেকুর রহমান ঘটনাস্থল পদির্শন করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক। মনে হচ্ছে অভিমান করেই দু’জনে এ ঘটনা ঘটিয়েছে। আত্রাই থানার ওসি তারেকুর রহমান বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আত্রাই থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।#

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।।

  • পাইকগাছায় সাবরেজিস্টার মোহাম্মদ কামাল হোসন পদোন্নতিতে  বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    পাইকগাছায় সাবরেজিস্টার মোহাম্মদ কামাল হোসন পদোন্নতিতে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় সাবরেজিস্টার মোহাম্মদ কামাল হোসন জেলা রেজিস্ট্রারের পদোন্নতি পাওয়ায় দলিল লেখক সমিতির পক্ষে তাকে বিদায় অনুষ্ঠানের মধ্যে দিয়ে অভিনন্দন জানানো হয়েছে। বুধবার সকালে দলিল লেখক সমিতিতে সমিতির সাধাররণ সম্পাদক গাজী বজলুর রহমানের সভাপতিত্বে বিদয়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবরেজিস্টার অফিসের মোহরার জিনায়েদ হোসেন, অফিস সহকারী খুকুমণি, মোরার মীহির কুমার রায়, সুবোধ কুমার চক্রবর্তি, এস এম মুক্তার হোসেন, সুভাষ চন্দ্র রায়, মিলন রায় চৌধুরী, প্রশান্ত কুমার রায়। বিদয় অনুষ্ঠানে বক্তরা বলেন, মোহম্মদ কামাল হোসেন খান ২০২২ সালের ১৪ জুন পাইকগাছা সাবরেজিস্টার অফিসে যোগদান করেন। ১ মাস ৭ দিন পর তিনি পদোন্নতি নিয়ে পটুয়াখালী জেলা রেজিস্ট্রার হিসাবে যোগদান করছেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।

  • পাইকগাছায় চিংড়ি ঘেরের হমলা ভাংচুর হাত পা ভেঙ্গে দেয়া মামলার ৭ আসামী জেল হাজতে

    পাইকগাছায় চিংড়ি ঘেরের হমলা ভাংচুর হাত পা ভেঙ্গে দেয়া মামলার ৭ আসামী জেল হাজতে

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় চিংড়ি ঘেরের হমলা ভাংচুর ঘেরমালিককে পিটিয়ে হাত পা ভেঙ্গে দেয়া মামলার ৭ আসামীকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের বিজ্ঞবিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন। বুধবার দুপুরে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে জামিনের জন্য ৭ আসামী আবেদন করে। কিন্তু বিজ্ঞবিচারক শুনানীন্তে তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।উল্লেখ্য গত ২৪জুন রাতে উপজেলার লতা ইউনিয়নের বাইনচাপড়া গ্রামে। এঘটনায় ২৫ জুন আহতের ভাই বাদী হয়ে হানিফ মীরের ছেলে রুবেল মীর(৩৬),মোফাজ্জেল হাওলাদারের ছেলে তুহিন হাওলাদার(৪০), রফিকুল হাউলাদার(৩৫), হানিফ মীর (৫৫),পরান মীর(৪০)মোতাহার (৩৫), শহিদুল সহ ১২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করে। এ মামলায় তারা পালাতক ছিলো। বুধবার তারা পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে জামিনের জন্য আবেদন করে। বিজ্ঞ বিচারক শুনানি অন্তে জামিন নামঞ্জুরকরে জেল হাজতে পাঠান হয়েছে এ মামলার আইজীবী সুরেশ সরকার জানান।

  • পাইকগাছায় অপরিকল্পিত ভাবে নদীর মাঝখান দিয়ে শহর রক্ষা বাঁধঃ জমি দখল নিয়ে মাছ চাষ

    পাইকগাছায় অপরিকল্পিত ভাবে নদীর মাঝখান দিয়ে শহর রক্ষা বাঁধঃ জমি দখল নিয়ে মাছ চাষ

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    খুলনার পাইকগাছায় শহর রক্ষার নামে নদীর মাঝখান দিয়ে বাঁধ দিতে না দিতেই বিশাল বিশাল খন্ড খন্ড দখল হয়ে গেছে। শুরু করেছে চিংড়ী- মাছ মাছ।
    পাইকগাছা পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত শিবসা নদী। শিববাটী ব্রীজ থেকে হাড়িয়া নদী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার ভরাট হয়ে গেছে। ভাটার সময় কোথাও পানি থাকে না। এ সুযোগে নদীর দু-ধার দিয়ে ইতোমধ্যে বিশাল এলাকা দখল হয়ে গেছে। নদীতে পানি বৃদ্ধি পেলে পৌরসভার কিছু নিচু এলাকায় পানি উঠে।এজন্য দাবী উঠেছে শহর রক্ষা বাঁধের। কয়েক মাস আগে পাইকগাছা পৌর কতৃপক্ষ শহর রক্ষা ব্াঁধের পরিকল্পনা গ্রহন করে। সরকারের অনুমতি ছাড়াই নদীর কুলে বাঁধ না দিয়ে অপরিকল্পিত ভাবে শিবসা ব্রিজ থেকে থানা পর্যন্ত ৯ ‘শ মিটার নদীর মাঝখান দিয়ে বাঁধ তুলেছে। ফলে শ’শ বিঘা জমি বাঁধের বাইরে পড়েছে।যা ইতোমধ্যে একটি ভুমি দখল চক্র খন্ডে খন্ডে বেঁধে দখল করেছে। যেখানে শুরু করেছে চিংড়ি বা মাছ চাষ। কেউ কেউ তৈরী করছে স্থাপনা। এব্যাপরে পাইকগাছা উপজেলা নাগরিক অধিকার ববাস্তবায়ন কমিটির সভাপতি অ্যাডভোকেট প্রশান্ত কুমার মন্ডল বলেন, সরকারের অনুমতি ছাড়াই অবৈধভাবে শহর রক্ষা বাঁধ দেয়ার নামে নদী দখল করা হচ্ছে। এখন নদী সংকীর্ণ হওয়ায় পৌরবাসী আরোও দ্রুত তলিয়ে যাবে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া প্রয়োজন।পৌর প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রঞ্জু বলেন, এটা সাময়িক বাঁধ। জমি দখলের কথা স্বীকার করে তিনি বলেন, তাদের নিষেধ করা হয়েছে। একবার তাদের বাঁধও কেটেও দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন,অবৈধভাবে সরকারী সম্পত্তি দখলের কোন সুযোগ নেই। আমি শুনেছি এবং এবাপারে তদন্ত করে অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত আইগত ব্যবস্থা নেয়া হবে।

  • নারীর অধিকার এবং অংশগ্রহণ বিষয়ে সেবা প্রদানকারীদের সাথে মতবিনিময় সভা

    নারীর অধিকার এবং অংশগ্রহণ বিষয়ে সেবা প্রদানকারীদের সাথে মতবিনিময় সভা

    স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি //

    সুইজারল্যান্ড সরকারের সহায়তায় এবং হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশনের তত্বাবধানে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের অপরাজিতা প্রকল্পের আওতায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বি আর ডি বি হলরুমে “নারীর অধিকার এবং অংশগ্রহণ বিষয়ে সেবাপ্রদানকারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন , চপল কৃষ্ণ নাথ উপজেলা কৃষি কর্মকর্তা,উপজেলা শিক্ষা অফিসার মো.ইউসুফ হারুন,মনিকা হালদার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,যুব উন্নয়ন কর্মর্কতা শাখাওয়াত হোসেন,তানিয়া আক্তার সহকারী তথ্য কর্মকর্তা,সিমুল সরকার সহকারী বিআরডিবি কর্মকর্তা,মো.মোহিবুল্লাহ সাধারণ সম্পাদক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি,আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক স্বরূপকাঠি প্রেসক্লাব,এছাড়া অপরাজিতা নারী নেতৃবৃন্দ।

    নেছারাবাদ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহানের সভাপতিত্ব করেন।ধারনা পত্র পাঠ করেন স্বরূপকাঠী ইউনিয়ন পরিষদের সদস্য ও অপরাজিতা নাসিমা আক্তার।