Blog

  • বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের নবগঠিত নেতৃবৃন্দের শ্রদ্ধা।।

    বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের নবগঠিত নেতৃবৃন্দের শ্রদ্ধা।।

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নব গঠিত উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

    রবিবার ২৪শে জুলাই সকাল ১১টায় ধানমন্ডি ৩২ নাম্বারে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ও সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেন এর নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মি নিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

    পরে নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

    এ সময় ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইব্রাহিম খলিল নয়ন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি সুয়েল মাহমুদ সুমন সহ নব গঠিত উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    শ্রদ্ধা নিবেদন শেষে নব নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক বলেন, কেউ যদি দূর্নীতি, অনিয়ম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ছেড়ে দেন না। বিগত ১৯বছর পর সম্মেলনের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের কমিটি হয়েছে। বিগত দিনের ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের দূর্নাম মুছতে টেন্ডারবাজ, হাইব্রীড মুক্ত কমিটি গঠন করার মাধ্যমে উপজেলা আওয়ামী লীগ একটি শক্তিশালী সংগঠনে পরিণত করা হবে। আগামী দিনে জাতির জনকের স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে তারই সুযোগ্য কন্যা উন্নয়নের মহা-কারিগর দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নকে আরো এগিয়ে নিতে দলকে সুসংগঠিত করতে দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের কমিটিতে স্থান করে দেওয়া হবে।

  • ত্রিশালে বঙ্গবন্ধু ও প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে উপজেলা  আ’লীগের মিলাদ ও দোয়া।।

    ত্রিশালে বঙ্গবন্ধু ও প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে উপজেলা আ’লীগের মিলাদ ও দোয়া।।

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আওয়ামীলীগের সকল প্রয়াত নেতাদের স্বরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

    ২৩জুলাই বিকেলে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের
    উদ্যোগে স্থানীয় সরকারি নজরুল কলেজ গেইট দরিরামপুর মার্কেট এর দ্বিতীয় তলা দলীয় কার্যালয়ে এই আয়োজন করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ,উপজেলা আওয়ামীলীগ নেতা রোকন উদ্দিন খোকন, হারুন অর রশিদ,আব্দুল বাতেন,সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুবুল আলম পারভেজ, উপজেলা কৃষকলীগ সভাপতি মেজবাহ উদ্দিন উজ্জল,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইব্রাহীম খলিল নয়নসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    মিলাদ মাহফিলে সংক্ষিপ্ত আলোচনায় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, দল আমাকে দায়িত্ব দিয়েছেন তাই ত্যাগী নেতাদের খোঁজে বের করে তাদেরকে মূল্যায়ন করবো। সভাপতি আবুল কালাম তাঁর বক্তব্যে বলেন, আমি অতীতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে আপনাদেরকে নিয়ে দল পরিচালনা করেছি দীর্ঘদিন । দল আমাকে যাচাই -বাচাই করে সভাপতি নির্বাচিত করেছেন।আমি আপনাদের সহযোগীতা চাই। আগামী দিনগুলোতে সবাইকে সাথে নিয়ে ত্রিশালে একটি সু-সংগঠিত আওয়ামীলীগ গড়ে তুলার মাধ্যমে জাতির জনকের স্বপ্ন পুরণে বাংলার মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক, মানবতার ফেরিওয়ালা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবো।

  • কেন্দুয়ায় এই প্রথম পরিবেশবান্ধব সাশ্রয়ী কংক্রিট ব্লক ইট তৈয়ার করছে এডভান্স ইকো ব্রিক্‌স

    কেন্দুয়ায় এই প্রথম পরিবেশবান্ধব সাশ্রয়ী কংক্রিট ব্লক ইট তৈয়ার করছে এডভান্স ইকো ব্রিক্‌স

    কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
    কাঠ, কয়লা পুড়িয়ে ইট তৈরিতে পরিবেশের জন্য
    দুর্ষণের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই পরিবেশে জন্য পরিবেশবান্ধব হতে পারে কংক্রিট ব্লক ইট। তাই নেত্রকোনার কেন্দুয়ার আশুলিয়া ইউনিয়নে এই প্রথম ইটের বিকল্প পরিবেশবান্ধব সাশ্রয়ী কংক্রিট ব্লক ইট তৈয়ার করছে এডভান্স ইকো ব্রিক্‌স নামের একটি প্রতিষ্ঠান।

    শনিবার বিকালে পরিবেশ বান্ধব এই কারখানা পরিদর্শ করেছেন স্থানীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল।

    এ সময় তিনি পুরো কারখানা ঘুরে দেখেন এবং এ কারখানা আরও সমৃদ্ধ করার জন্য সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

    আশুজিয়া উচ্চ বিদ্যালয়ের পিছনে আনোয়ার হোসেন উজ্জল নামে এক ব্যবসায়ী গড়ে তুলেছে এডভান্স ইকো ব্রিকস কারখানা।

    এমপি অসীম কুমার উকিল পরিবেশ বান্ধব ব্রিকস কারখানা পরিদর্শন করায় কারখানার সিও মোঃ আনোয়ার হোসেন খুবই আনন্দিত হন এবং সংসদ সদস্যকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

    বালি, সিমেন্ট,নূড়ি পাথর ও ক্যামিক্যাল মিশিয়ে উন্নত মেশিনের মাধ্যমে তৈরী হচ্ছে বিভিন্ন সাইজ ও আকৃতির হলো ব্লক। একটি ব্লক সমান পাঁচটি ইট। এতে নির্মান কাজে সময় অনেক কম লাগে। শ্রমিক ও খরচ কম হয়। এই ব্লক লাল ইটের তুলনায় ওজনে কম হওয়ায় ভবনের ওজন ৮% পর্যন্ত কম হয়। হলো ব্লক দিয়ে তৈরী ভবনের ওজন কম হওয়ায় নির্দিষ্ট মাত্রায় ভুমিকম্প সহনীয় হয়। এর প্রধান বৈশিষ্ট হলো স্থায়িত্ব বেশী, কম নির্মান খরচ,দ্রুত নির্মান, ও পরিবেশ বান্ধব।

    সম্পূর্ন অটোমেটিক মেশিন দ্বারা উচ্চ চাপ ও ভ্রাইবেশনের মাধ্যমে হলো ব্লক,কনক্রিট হলো ব্লক,সিমেন্ট ব্রিকস তৈরী করা হচ্ছে ।
    ফলে ইটের চেয়ে অনেক শক্তিশালী হয়। তাছাড়া অগ্নি তাপ ও শব্দ দুষন রোধ করে। একটি ব্লক সমান পাঁচটি ইট,ফলে নির্মান খরচ ৩০% অথবা ;;৪০% কম হয়। তাছাড়াও প্লাস্টার ছাড়াও হলো ব্লক দিয়ে তৈরী বাড়ির দেয়াল সুন্দরভাবে স্থাপত্য সৌন্দর্য ফুটিয়ে তোলা যায়। এতে নান্দনিকতা অনেক গুণ বৃদ্ধি পায়।

    আশুজিয়া এডভান্স ইকো ব্রিকসের ডিরেক্টর মোঃ তোফাজ্জল হোসেন তপু রোববার (২৪জুলাই) দুপুরে জানান, ইকো ব্রিকস কারখানায় বর্তমানে ১৪ জন স্টাফ কাজ করছে।

    এ প্রতিষ্ঠানের ইন্জিনিয়ার মামুন জানান, প্রতিঘন্টায় ২০০ হলো ব্লক,সিমেন্ট ব্রিকস উৎপাদন করতে পারে। অতি দ্রুত এসব উৎপাদিত পরিবেশ বান্ধব ব্রিকস বিক্রয় কাজ শুরু হবে।

    এডভান্স ইকো ব্রিকসের সিও মোঃ আনোয়ার হোসেন মুঠোফোনে আলাপকালে জানান,এ কারখানায় দক্ষ ইন্জিনিয়ার দ্বারা মান নির্ণয় করার মাধ্যমে পরিবেশ বান্ধব ইট উৎপাদন করা হচ্ছে। বর্তমান সরকার পরিবেশ বান্ধব ও টেকসই নির্মাণ সামগ্রীর বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যেই বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠান “বাংলাদেশ হাউজ এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট” এর সার্বিক সহায়তায় পরিবেশ বান্ধব ও টেকসই নির্মাণ সামগ্রী প্রস্তুত কল্পে কেন্দুয়ার আশুজিয়া ইউনিয়নে এডভান্স ইকো ব্রিকস কারখানা গড়ে তুলে যাত্রা শুরু করেছি।

    হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোন থেকে।

  • বরগুনার তালতলীতে আগুনে ৮ দোকান পুড়ে ছাই, ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

    বরগুনার তালতলীতে আগুনে ৮ দোকান পুড়ে ছাই, ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    বরগুনার তালতলী উপজেলার ফকিরহাট বাজারে গভীর রাতে আগুন লেগে ৮টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ।

    শনিবার দিবাগত রাত আড়াই টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাতের ঘটনা ঘটে । সেখান থেকেই আশপাশের আরও ৭টি দোকানে আগুন লাগে। খবর পেয়ে তাালতলী ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে যায় ভোর ৫ টার দিকে। তবে এলাকাবাসী প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

    জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট বাজারের রাত আনুমানিক আড়াইটার দিকে জব্বার নামের এক স্টিল সিলভার ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে দ্রুত আরও ৭টি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে। এতে পুরো আটটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার স্টেশনে জানালে তারা প্রায় দুই ঘণ্টা পর ঘটনাস্থলে আসে ততক্ষণে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

    এই আগুনে একটি সিলভারের শোরুম, দুটি মুদি দোকান, দুটি ফার্মেসি, একটি বয়লারের মুরগী , একটি ফার্নিচারের দোকানসহ মোট ৮টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য টুকু সিকদার।

    এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ আগুন লাগার দুই ঘণ্টায়ও তালতলী থেকে ফকিরহাট বাজারে আসতে পারেনি ফায়ার সার্ভিস। যেখানে তালতলী থেকে ফকিরহাট বাজারে আসতে মাত্র ১৫ থেকে ২০ মিনিট লাগে। ফায়ার সার্ভিসের লোকজন যদি সময় মতো ঘটনাস্থলে আসতো তাহলে আমাদের এতো ক্ষয়ক্ষতি হতো না।

    ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জব্বার হাওলাদার বলেন, ‘সব সহায়সম্পত্তি বিক্রি ও ঋণ করে বছরখানেক আগে একটি সিলভারের শোরুম ও দোকান দেই। রাতে আগুন লেগে দোকানটি পুড়ে গেছে। এতে আমার শেষ সম্বলটুকু এখন ছাই হয়ে পড়ে আছে। আমি পথে বসে গেলাম। তিনি আরও বলেন, আমার প্রায় ৭৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

    তালতলী ফায়ার স্টেশনের সাব অফিসার মো. আহসান হাবিব বলেন, আমরা ৩টা ৫০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই সাড়ে ৪টার দিকে। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছি। এ ছাড়াও স্থানীয়দের ও ব্যবসায়ীদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিক্তিহীন। তবে ৮টি দোকান পুড়ে গেছে।

  • জেলায় শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন রোকনুজ্জামান

    জেলায় শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন রোকনুজ্জামান

    মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ

    টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মধুপুরের পুন্ডুরা গ্রামের কৃতিসন্তান রোকনুজ্জামান রন্জু। তিনি মা ও প্রসুতী সেবায় পেশাদারিত্বে বিশেষ অবদান রাখার জন্য টাগাইল জেলার শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে চাকুরীরত আছেন। তিনি বিশ্ব জনসংখ্যা দিবসে এ পুরুস্কার পান। পুরস্কার হিসেবে তাকে ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। রোকনুজ্জামান রনজু টাঙ্গাইল জেলার মধুপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের পুন্ডুরা গ্রামের মধুপুর পৌরসভার প্রথম মহিলা কাউন্সিলর মিসেস রোকেয়া বেগম ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (সাবেক ল্যাবটেকনোলজিষ্ট) মরহুম আব্দুল হাকিম এর বড় সন্তান। তার এ সফলতায় এলাকাবাসী আনন্দিত ও গর্বিত।

  • সাংবাদিক মুজাহিদ কে হত্যার হুমকি, থানায় জি ডি।

    সাংবাদিক মুজাহিদ কে হত্যার হুমকি, থানায় জি ডি।

    এস মশিউর।।
    স্টাফ রিপোর্টার :
    কিশোরগঞ্জের ইটনায় সাংবাদিক মুজাহিদ সরকার কে হত্যার হুমকি দিয়েছে মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ-জনতাগঞ্জ বাজারের সাধারণ সম্পাদক ও প্রাক্তন মেম্বার মৃত্যু আজিজ মিয়া ছেলে স্বাধীন আহমেদ।

    ২১ শে জুলাই( বৃহস্পতিবার) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নোংরা ভাষায় কমেন্ট, মেসেজ ও মেসেঞ্জারে ফোন করে সাংবাদিককে হত্যার হুমকি দেয়া হয়।

    বিষয়ে সাংবাদিক মুজাহিদ সরকার বলেন, আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যক্তিগত আইডিতে একটা উক্তি পোস্ট করি, যেখানে কাউকে মেনশন করে কিছু বলা হয় নাই কিন্ত আমার ফেসবুক ফ্রেন্ড স্বাধীন আহমেদ আমাকে বাজে বাজে কমেন্ট এবং মেসেজ করেন। আমাকে এই সব বলার কারণ কি জানতে চাইলে তিনি আমাকে হত্যার হুমকি দিয়ে বলেন, তুই আমাকে চিনিস, আমি কে? তোর মা কে **** এবং দুই মিনিট খারাপ খারাপ ভাষায় গালাগালি করে। তোর মতো সাংবাদিক প্রতিদিন জন্ম দেই। তোরে ইটনা বা আজমিরীগঞ্জ বাজারে যদি আমার সামনে পাই কুত্তার মতো মেরে ফেলবো (ভয়েস রেকর্ডিং আছে)। এই ব্যাপারে ইটনা থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করা হয়, জি ডি নং ৭৮০।

    ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুল হাসান মোল্লা বলেন, অভিযোগ নেওয়া হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

    এ ঘটনায় কর্মরত প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে হুমকিদাতার শাস্তির দাবি করেছেন।

  • পাইকগাছায় প্রতিপক্ষের হামলা মারপিটে আহত -১

    পাইকগাছায় প্রতিপক্ষের হামলা মারপিটে আহত -১

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলা মারপিটে আছাদুল সানা( ৪৫) নামে এক ব্যক্তি মাথা ও পিঠে রক্তাক্ত জখম হয়ে আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার চাঁদখালীর দক্ষিন গড়েরআবাদে এ ঘটনা ঘটেছে। আহতের স্ত্রী সাবিনা অভিযোগ করেন,উঠান থেকে বৃষ্টির পানি প্রতিবেশিদের পুকুরে পড়ায় এ দ্বন্ধের জেরে আলামিন,একরামুল, আতিয়ার সানা সহ ৫/৬ জনের মারপিটে ও ধারালে অস্ত্রের আঘাতে স্বামী আছাদুলের মাথা ফেটে জখম হয়েছেন। এ সময় স্বামীকে রক্ষা করতে যেয়ে আজিজুল সানা সহ আমিও আঘাতপ্রাপ্ত হয়েছি। আহতের পারিবারিক সুত্র জানায়, আহত ব্যক্তি বর্তমানে খুলনা-২৫০শর্যা হাসপাতালে ভর্তি হযেছেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা( খুলনা )প্রতিনিধি।

  • পাইকগাছায়  জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

    পাইকগাছায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    খুলনারপাইকগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।শনিবার ১০ টায় উপজেলা চত্বর থেকে র‍্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম.আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ টিপু সুলতান, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা লোনাপানি কেন্দ্র দেবাশীষ কুমার মন্ডল, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, বৈজ্ঞানিক কর্মকর্তা শাওন আহম্মেদ, মাসুদুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পল্লী স য় ব্যাংক শাখা ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, ইন্সট্রাক্টর রিসোসসেন্টার মোঃ ঈমান উদ্দিন, শিক্ষক প্রদীপ কুমার শীল,মৎস্য সাম্প্রসারণ কর্মকর্তা অসিত কুমার সরকার, প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাক, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, এফএ রনধীর সরকার ও এসআই মোস্তাফিজুর রহমান।

  • পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়

    পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি এ মতবিনিময় সভা বাস্তবায়ন করে। সভাপতিত্বে করেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। “নিরাপদ মাঠে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ”- প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান। স্বাগত বক্তব্যে মৎস্য কর্মকর্তা বলেন, এই অ লটি মৎস্য উৎপাদনের জন্য অত্যান্ত সমৃদ্ধ। উপজেলায় মোট কৃষি জমি রয়েছে ২৮ হাজার ১৬৯ হেক্টর। যারমধ্যে ২১ হাজার ৭৬৭ হেক্টর জমিতে মৎস্য উৎপাদন হচ্ছে। ২০২১-২২ অর্থ বছরে বৈশ্বয়িক প্রভাবের মধ্যেও গতবারের তুলনায় এবছর উৎপাদন আশানুরূপ বেশী হয়েছে। উপজেলায় ৬ হাজার ৮৪৫ মেট্রিকটন চিংড়ি, ৯ হাজার ২৪০ মেট্রিকটন মাছ, ৩ হাজার ১৫০ মেট্রিকটন কাঁকড়া সহ মোট ১৯ হাজার ২৩৫ মেট্রিকটন মৎস্য উৎপাদন হয়েছে। এলাকার চাহিদা পূরণ করে একই বছরে ১৪ হাজার ১৬৬ মেট্রিকটন মৎস্য উদ্বৃত্ত থাকে বলে উল্লেখ করেন।
    সভায় মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণার অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা দেবাশীষ মন্ডল ও বৈজ্ঞানিক কর্মকর্তা শাওন আহম্মেদ। বৈজ্ঞানিক কর্মকর্তাদ্বয় বলেন, লোনাপানি কেন্দ্র থেকে উন্নত চাষাবাদের কলাকৌশল উদ্ভাবন এবং কৃত্রিম প্রজননে অনেকগুলো টেঁকসই প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। যার মধ্যে নোনা ট্যাংরার কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদন, পারশে মাছের কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদন, গ্রীণ হাউজ পদ্ধতিতে গলদা চিংড়ির আগাম ব্রুড উন্নয়ন কৌশল, শীলা কাঁকড়ার প্রজনন ও পোনা উৎপাদন কৌশল, দাতিনা মাছের কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদন এবং চিত্রা মাছের কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদন অন্যতম। এছাড়া রয়না ও কাইন মাগুড় মাছের কৃত্রিম প্রজননে প্রাথমিক সফলতা অর্জিত হয়েছে।
    মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন
    সহকারী কমিশনার (ভূমি) এম.আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান,এসআই মোস্তাফিজুর রহমান, সহকারী মৎস্য অফিসার এসএম শহীদুল্লাহ, সম্প্রসারণ কর্মকর্তা অসিত কুমার সরকার ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার ও পাইকগাছার সাংবাদিকবৃন্দ।

  • তানোরে মৎস্য কর্মকর্তার মতবিনিময়

    তানোরে মৎস্য কর্মকর্তার মতবিনিময়

    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর তানোরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা (চলতিদায়িত্ব) শরিফুল ইসলাম উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। জানা গেছে,২৩ জুলাই শনিবার “নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তানোর উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম মৎস্য চাষে কিভাবে সফল হওয়া যায় ও মৎস্য চাষে বর্হিরবিশ্বে কিভাবে এগিয়ে যাচ্ছে, মৎস্য সম্পদ রক্ষায় মৎস্য চাষি ও মৎস্যজীবীদের করনীয়সহ দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন, তানোর মডেল প্রেস ক্লাবের সভাপতি আলিফ হোসেন, সিনিয়র সহসভাপতি আব্দুস সবুর,যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, তানোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, কোষাধ্যক্ষ সোহেল রানাপ্রমূখ। এছাড়াও বিভিন্ন এলাকার আদর্শ মৎস্যচাষিগণ উপস্থিত ছিলেন।