Blog

  • রশিদ না থাকায় ২ চা কারখানাকে জরিমানা

    রশিদ না থাকায় ২ চা কারখানাকে জরিমানা

    মো :বাবুল হোসেন পঞ্চগড় :
    পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় চা কারখানায় মূল্য তালিকা না থাকায় ও চাষিদের কাছ থেকে কেনা চা পাতার রশিদ দেখাতে না পারায় দুই চা কারখানাকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের সুরমা অ্যান্ড পূর্ণিমা টি ফ্যাক্টরি ও রয়েল টি ফ্যাক্টরিকে এ জরিমানা করা হয়।

    এ অভিযানে নেতৃত্ব দেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা।
    সোহাগ চন্দ্র সাহা বলেন, বিভিন্নভাবে খবর আসছিল- তেঁতুলিয়ায় চা কারখানাগুলো মূল্য তালিকা না টাঙিয়ে মূল্য নির্ধারণ কমিটির নির্ধারণ করা দামের চেয়ে কম দামে কৃষকদের কাছ থেকে কাঁচা চা পাতা কিনছে।

    এ খবরের ভিত্তিতে শালবাহান ইউনিয়নে অভিযান চালানো হয়। অভিযানে দুই কারখানার কাছে চা পাতা কেনার রশিদ দেখতে চাওয়া হয়।
    এসময় তারা রশিদ দেখাতে পারেননি। একই সঙ্গে কারখানায় মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী দুই কারখানাকে ছয় হাজার করে জরিমানা করে সঙ্গে সঙ্গে আদায় করা হয়।
    জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

    অভিযানে চা বোর্ড পঞ্চগড় কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুন উপস্থিত ছিলেন।

  • পাহাড়ী ঢলে পানছড়ি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

    পাহাড়ী ঢলে পানছড়ি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।।

    পানছড়ি উপজেলার ৪ নং লতিবান ইউপির নালকাটা এলাকায় অবস্থিত শুকনাছড়ি ছড়া। এই ছড়ার উপর দিয়েই সড়ক ও জনপথের আওতাধীন একটি কালভার্ট রয়েছে।

    মঙ্গলবার (২৬ জুলাই ) পাহাড়ি ঢলের তীব্র শ্রোতে ধসে পড়েছে সেতুটি। বর্তমানে পানছড়ি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে সংশ্লিষ্ট এলাকার মানুষসহ নিত্য চলাচলকারীরা। স্থানীয় সুত্রে জানা যায়, বিগত ২০২১-২২ অর্থ বছরে দুটি প্রকল্পের মাধ্যমে দু”দফা সেতুটি রক্ষায লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হয়। স্থানীয় ইউপি সদস্য বিনয় বিকাশ চাকমা জানায়, কাজ চলাকালীন সময়ে সড়ক ও জনপথের একজন কর্মকর্তা আমাকে চুপ থাকার জন্য পাঁচ হাজার টাকা দিতে চেয়েছিল। আমি টাকা না নিয়ে বলেছি কাজের গুনগত মান ভালো করার জন্য। খাগড়াছড়ি সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলীকে কয়েকবার চেষ্টার পর তিনি মোবাইল রিসিভ করে বলেন আমার লোকজন ঘটনাস্থলে যাচ্ছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ। তিনি বলেন আমি জেলা প্রশাসক স্যারকে এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছি। পানছড়ি থানার ওসি আনচারুল করিম জানান, খবর শুনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এলাকাবাসীর দাবী পাশে একটি মন্দিরের গেইট ও প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা রয়েছে। দ্রুত পদক্ষেপ না নিলে সেটিও ছড়ার গর্ভে বিলীন হবে। এ ব্যাপারে সবাই সড়ক ও জনপথের দ্রুত হস্তক্ষেপ চায়।

  • তারাগঞ্জে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার সময় গ্রেপ্তার ১

    তারাগঞ্জে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার সময় গ্রেপ্তার ১

    খলিলুর রহমান খলিল,নিজস্ব প্রতিনিধি
    রংপুরের তারাগঞ্জে ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়দানকারী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়ন থেকে মোস্তাফিজুর রহমান সোহাগ নামের ওই ব্যক্তিকে আটক করে তারাগঞ্জ থানার পুলিশ। এঘটনায় থানায় মামলা হয়েছে।

    এলাকাবাসী ও মামলার সূত্রে জানা যায়, হাড়িয়ারকুঠি ইউনিয়নের মেনানগর বড়বাড়ি এলাকার আনোয়ার হোসেন একটি মামলায় জেল হাজতে আছেন। আনোয়ার হোসেনের সঙ্গে মামলায় আটক হয়ে রংপুর হাজীরহাট মেট্রোপলিটন থানাধীন মধ্য অভিরামপুর শুকানচৌকি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মোস্তাফিজুর রহমান সোহাগও কারাবাসে থাকেন। একই সঙ্গে থাকার সুবাধে আনোয়ারের কাছে সোহাগ তাঁর পরিবার ও মামলা বিস্তারিত জেনে নেন। এরপর জেল থেকে বের হয়ে আনোয়ারের বাড়িতে আসে সোহাগ। এরপর মামলার বিস্তারিত বলে আনোয়ারের স্ত্রী শামীমাকে নানা রকম হুমকিধামকি দেন। মোটা অঙ্কের টাকাও দাবি করেন।

    বিষয়টি শামীমা বেগম প্রতিবেশিদের জানান। এতে এলাকাবাসীর সন্দেহ হলে সোহাগকে আটক করে তারাগঞ্জ থানা পুলিশকে খবর দেন। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ সোহাগকে আটক করে তারাগঞ্জ থানায় নিয়ে আসেন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় ভুয়া পরিচয়ে প্রতারণার অভিযোগে শামীমা বেগম বাদি হয়ে থানায় মামলা দায়ের করা হয়।

    জানতে চাইলে তারাগঞ্জ থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়েছে।

  • আশুলিয়ায় তৈয়বপুরে অবৈধ ঘাটে নৌকাডুবে ৫ মাসের অন্তঃসত্ত্বা নারী পোশাক শ্রমিকের মৃত্যু

    আশুলিয়ায় তৈয়বপুরে অবৈধ ঘাটে নৌকাডুবে ৫ মাসের অন্তঃসত্ত্বা নারী পোশাক শ্রমিকের মৃত্যু

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইঊনিয়নের তৈয়বপুরে তুরাগ নদীতে অবৈধ ঘাট পার হওয়ার সময় নৌকাডুবে ৫ মাসের অন্তঃসত্ত্বা এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
    সোমবার (২৫ জুলাই ২০২২ইং) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে সাউদার্ন সার্ভিসেস লিমিটেড এর অপারেটর রোজিনা বেগম (২৫) সহ ৩৫ জন পোশাক শ্রমিক যাত্রী নিয়ে নৌকায় ঘাট পার হওয়ার সময় মাঝ নদীতে নৌকা ডুবে যায়। ৩৪ জন যাত্রী নদীর তীরে উঠতে পারলেও নিখোঁজ হোন রোজিনা বেগম। এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও ডবুরি দল অভিযান চালিয়ে নিখোঁজ নারীর লাশ উদ্ধার করেন।
    ডিইপিজেড ফায়ার সার্ভিস কর্মকর্তা জানায়, আশুলিয়ার তৈয়বপুরে তুরাগ নদী হয়ে নৌকাযোগে জিরাবো সাউদার্ন সার্ভিসেস লিমিটেড পোশাক কারখানায় ৩৫ জন পোশাক শ্রমিক কাজে যাচ্ছিলেন। এ সময় নৌকাটি নদীর মাঝখানে পৌঁছালে হঠাৎ করে নৌকার নিচ থেকে পানি উঠে ডুবে যায়। সবাই সাঁতরে নদীর তীরে উঠতে পারলেও অন্তঃসত্ত্বা রোজিনা বেগম নিখোঁজ হোন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে প্রায় ৪-৫ ঘন্টার চেষ্টায় নিহতের মরদেহ উদ্ধার করেন।
    টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ ইদ্রিস হোসেন গণমাধ্যমকে বলেন, তুরাগ নদীতে নৌকাডুবির খবর পেয়ে ডুবুরি দলসহ আমরা অভিযান চালিয়ে প্রায় ৪ ঘন্টার চেষ্টায় নিখোঁজ ওই পোশাক শ্রমিক অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার করেছি। তিনি আরও বলেন, আর কেঊ নিখোঁজের তথ্য না থাকায় আমরা এ অভিযান সমাপ্ত ঘোষণা করেছি। উক্ত নৌকাডুবির কারণ জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, নৌকায় অতিরিক্ত যাত্রী উঠানোর কারণে এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, নদীর কোনো ঢেউ বা ¯্রােত ছিলো না।
    স্থানীয় জনপ্রতিনিধি ইয়ারপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার ফারুক মিয়া বলেন, নৌকাডুবির ঘটনায় আশুলিয়া ও টঙ্গী ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়, তারা এসে ভিকটিম অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার করেছেন। আশুলিয়া থানা পুলিশ এসেছে তারা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবেন বলেও তিনি জানান। নিহত রোজিনা বেগম রংপুর জেলার বদরগঞ্জ থানার নয়াপাড়া গ্রাম থেকে এসে আশুলিয়ার তৈয়বপুর গ্রামের প্রবাসী কবির হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে ঘর ভাড়া নিয়ে স্বামী মোঃ আশিক (২৭) এর সাথে বসবাস করতেন। নিহতের আরও একটি ৪ বছরের শিশু সন্তান রয়েছে। এ দিকে অনেকেই জানান, উক্ত ঘাটটির কোনো ইজারা নেই, তাই এই অবৈধ ঘাটে যারা অবৈধভাবে নৌকা দিয়ে যাত্রী পাড় করে এ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান সচেতন মহল।
    উক্ত ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ গণমাধ্যমকে বলেন, নদীতে ডুবে অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধারের খবর পেয়ে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তৈয়বপুর এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করে ওই নারীর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। কোনো অভিযোগকারী না থাকলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি দাফন করার অনুমতি দেয়া হবে, আর যদি নিহতের পরিবারের কারো অভিযোগ পাওয়া যায় তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং লাশ ময়নাতদন্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে মারপিটসহ জীবন নাশের হুমকি দেয়ায় থানায় ডায়েরী

    পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে মারপিটসহ জীবন নাশের হুমকি দেয়ায় থানায় ডায়েরী

    পাইকগাছা (খুলনা)প্রতিনিধি।।
    পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে মারপিটসহ জীবন নাশের হুমকি দেয়ায় পাইকগাছা থানায় সাধারণ ডায়েরী করেছে ভুক্তিভোগী পরিবার ।
    সাধারণ ডায়েরী সুত্র জানাযায়, উপজেলার হরিঢালী ইউনিয়নের মামুদকাটী গ্রামের শৈলেন দাশের ছেলে রামপদ দাশ(৬১) এর সাথে প্রতিবেশি নারায়ন দাশ(ঠাকুর) ছেলে সুদেব দাশ, জয়দেব দাশ এর সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। গত শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে রামপদ দাশ তাদের বাড়ির সামনের রাস্তার উপর আসলে প্রতিপক্ষরা রামপদ দাশকে উদেশ্য করে গালিগালাজ করতে থাকে। এ সময় এলাকাবাসী এগিয়ে আসলে তাকে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় সোমবার পাইকগাছা থানায় হাজির হয়ে সুদেব(৩৮), ও জয়দেব(৩৫) নামে সাধারণ ডায়েরী । পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, পরিবারের জান মালের ক্ষতি সহ শান্তি শৃঙ্খলা বিনষ্ট ও শান্তি ভঙ্গের সম্ভবনা থাকায় সাধারণ ডায়েরী হিসেবে নেয়া হয়েছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।

  • পাইকগাছায় “ন্যাশনাল পোর্টাল ” বিষয়ক  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    পাইকগাছায় “ন্যাশনাল পোর্টাল ” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    খুলনার পাইকগাছায় সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের “ন্যাশনাল পোর্টাল “বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
    প্রধান অতিথি হিসাবে জুমে সংযুক্ত ছিলেন,এসপায়ার টু ইনোভেট প্রোগ্রাম প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন। বিশেষ অতিথি ছিলেন এটুআই এর অমিত সুন্দর রায়। কোর্স সমন্বয়ক ছিলেন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ। কর্মশালায় অংশ নেন উপজেলা নির্বাহী অফিসের সিএ মোঃ হাবিবুর রহমান, লোনাপানি কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা শাহনাজ পারভীন, বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ রেজায়েত আলী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসানসহ ৩১ জন।

  • পাইকগাছায় স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও সাবেক হুইপ মোস্তফা রশীদী সুজা’র মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    পাইকগাছায় স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও সাবেক হুইপ মোস্তফা রশীদী সুজা’র মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    খুলনার পাইকগাছায় স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজা’র ৪র্থ মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সোমবার সকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবকলীগের উপজেলা সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন। সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহ-সভাপতি কামরুল হাসান ও ইউপি সদস্য পিযুষ কান্তি মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাফুজুল হক কিনু, সুজন কুমার রায়, দপ্তর সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, অমল রাজ মন্ডল, মনোজ কুমার মন্ডল, আশুতোষ মন্ডল, ইউপি সদস্য রফিকুল ইসলাম, অসিত কুমার মন্ডল, সমারেশ বিশ্বাস, উজ্জ্বল মন্ডল, নির্মল দাশ, পৌর সভাপতি বাশারুল ইসলাম বাচ্চু, ইউনিয়ন সভাপতি শেখ মোস্তফা আল-তারিক, গৌতম রায়, স্বেচ্ছাসেবকলীগ নেতা হামিম সানা, মোঃ কামরুজ্জামান, মোঃ আব্দুল গপ্ফার গাজী, তপু রায়হান, তেজেন কুমার মন্ডল, মোঃ সোহাগ হোসেন বাবু, যতিন্দ্র নাথ সরকার, অরুন মন্ডল, ছাদ্দাম, মোঃ হাবিবুর রহমান, আমিনুল ইসলাম ডাবলু। সভায় আগামী ২৮ জুলাই উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এর মৃত্যু বার্ষিকী যথাযতভাবে পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

  • ঝিনাইদহে ভুয়া চিকিৎসকের ২ বছরের কারাদন্ড, হাসপাতাল সীলগালা

    ঝিনাইদহে ভুয়া চিকিৎসকের ২ বছরের কারাদন্ড, হাসপাতাল সীলগালা

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহে এক ভূয়া চিকিৎসককে ২ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শারমিন আক্তার সুমী এ দন্ডাদেশ দেন। সেই সাথে অনুমোদন না থাকায় হাসপাতালটি সীলগালা করা হয়। আদালত সুত্রে জানা যায়, সদর উপজেলা সাধুহাটি বাজারে দীর্ঘদিন ধরে রাহেলা জেনারেল হাসপাতালটি অনুমোদন না নিয়ে মানুষের চিকিৎসা দিয়ে আসছিল হাসপাতালের মালিক সৌরভ হোসেন। নিজেকে এমবিবিএস চিকিৎসক দাবি করে সেবা দিচ্ছিলো সৌরভ। বিষয়টি জানতে পেরে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মিথিলা ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী সেখানে অভিযান চালায়। অভিযানে সৌরভ ভুয়া চিকিৎসক প্রমাণিত হওয়ায় তাকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করে আদালতের বিচারক। সেই সাথে হাসপাতালটি সীলগালা করা হয়।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।।

  • আহম্মদপুর ইউনিয়ন আ.লীগের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী

    আহম্মদপুর ইউনিয়ন আ.লীগের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী

    নিজস্ব প্রতিনিধিঃ পাবনার সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অর্ন্তগত আমিনপুর থানা আওয়ামীলীগের উদ্যোগে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার আহম্মদুপর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়ার স ালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব। বিশেষ অতিথির বক্তব্য দেন বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু এবং সুজানগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, আমিনপুর থানা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম, ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন,সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নেছারা খাতুন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডাঃ শামসুর রহমান, স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ, সাইফুল ইসলাম ও ইউপি সদস্য বাবু প্রমুখ। অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • নওগাঁ থানায় সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় পুলিশের বিরুদ্ধে বেশ কিছু সিদ্ধান্ত গৃহিত

    নওগাঁ থানায় সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় পুলিশের বিরুদ্ধে বেশ কিছু সিদ্ধান্ত গৃহিত

    রওশন আরা পারভীন শিলা,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ সদর ভডেল থানায় জিডি করতে ডিউটি অফিসারের হাত পা ধরে অনুরোধ না করায় এক সাংবাদিককে লাঞ্ছিত করা হয়েছে। হাত পা ধরতে হবে কেন এই প্রতিবাদ করায় তার ঘাড় ধরে থানা হাজতে নেয়ার জোর চেষ্টা করে। এ ছাড়াও তার মোবাইল ফোনটিও কেড়ে নেয়ার চেষ্টা করে। অপরদিকে সকল সাংবাদিককে থানার দালাল বলে উল্লেখ করা হয়েছে। পুলিশের এই ঔদ্ধর্তপূর্ণ আচরনের প্রতিবাদে প্রেসক্লাবে আয়োজিত এক জরুরীসভায় জেলা পুলিশের বিরুদ্ধে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

    জানা গেছে নওগাঁ জেলা প্রেসক্লাবের সদস‍্য দৈনিক জবাবদিহী ও আমার বার্তা জেলা প্রতিনিধি রাসেল রানা তার এক আত্মীয়কে সাথে নিয়ে রবিবার বেলা সাড়ে ১২. টায় পাসপোর্ট হারানো বিষয়ক একটি সাধারন ডাইরী করতে যান। এ সময় ডিউটি অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন এ এস আই আল আমীন। সেখানে কনষ্টেবল তহুরা এবং কনস্টেবল মুমিন ছিলেন। প্রাথমিক ভাবে জিডি নিতে অস্বীকৃতি জানায়। পরে কনষ্টেবল তহুরা বলে যে, স‍্যারের হাত পা ধরে অনুরোধ করলে মন ভালো হলে জিডি নিতেও পারেন। এ কথা শুনে হতবাক রাসের রানা বলে জিডি করা সাধারন মানুষের অধিকার। কেন জিডি নিবেন না। এটি পুলিশের সাথে তর্কের সামিল উল্লেখ করে উক্ত ডিউটি অফিসার আল আমীন ও কনষ্টেবল মুমিন রাসেল রানার ঘাড়ে হাত দিয়ে থানা হাজতের দিকে নিয়ে যেতে থাকে। এ সময় ওসি তদন্ত সেখানে এসে জানতে চান।ডিউটি অফিসার মিথ‍্যা বলে রাসেল থানার ভিতরে উত্তেজিত হয়ে কথা বলেছে। তখন রাসেলের পরিচয় জানতে চান ওসি তদন্ত। সাংবাদিক পরিচয় বিশ্বাস না হওয়ায় প্রেসক্লাবের সভাপতির নিকট মোবাইলে তার পরিচয় নিশ্চিত হয়ে জিডি গ্রহণের নির্দেশ দেন।

    জিডি নেয়ার পর মুমিন নামের ঐ কনষ্টেবল আস্ফালন করে বলে সকল সাংবাদিক থানার দালাল। তাদের কাজ না করে দেয়ায় ভালো। রাসেল সে কথার প্রতিবাদ করে চলে আসেন।

    এদিকে সন্ধ‍্যায় উদ্ভুত পরিস্থিতি নিয়ে নওগাঁ জেলা প্রেসক্লাবে এক জরুরীসভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশের এই ন‍্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ ছাড়াও অতি সত্বর এই ঘটনার বিরদ্ধে কোন ব‍্যবস্থা গৃহিত না হলে পুলিশের সাথে সাংবাদিকরা কোন সম্পর্ক রাখবে কিনা তা ভেবে দেখবে। পুলিশের সকল অনুষ্ঠান বর্জন ও যে কোন সংবাদ প্রকাশ বন্ধ রাখা হবে বলেও সিদ্ধান্ত গৃহিত হয়। #

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।।