Blog

  • আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে  র‌্যালীওআলোচনা সভা অনুষ্ঠিত

    আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে র‌্যালীওআলোচনা সভা অনুষ্ঠিত

    বি এম মনির হোসেন
    আগৈলঝাড়া প্রতিনিধিঃ

    বরিশালের আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কৃষক কুলের নয়নমনি শহীদ আঃ রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ,জাতীয় ও দলীয় পতাকা উত্তেলন,আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে আজ বুধবার সকাল ১১টায় উপজেলা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তেলন শেষে দলীয় কার্যালয় থেকে আনন্দ র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয় চত্তরে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফিরোজ শিকদারের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল রইচ সেরিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সাইদুল সরদার, উপজেলা স্বেচ্ছসেবকলীগের সাধারন সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতসহ প্রমুখ। সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগ নেতা ছত্তার মোল্লা, ইউপি চেয়ারম্যান বিপুল দাস, শফিকুল হোসেন টিটু,
    আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রমনী কান্ত সরকার,
    শ্রমিকলীগের সভাপতি এ্যাড.কাসেম সরদার, সাধারন সম্পাদক ছরোয়ার দাড়িয়া, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন পাইক, উপজেলা যুবলীগ নেতা সেরনিয়াবাত ফয়জুল, মোঃ রিয়াজ হোসেন, মোঃ শহিদুল ইসলাম পাইক, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন শিকদার,রাজিহার ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ জাকির হোসেন তালুকদার, মোঃ শহিদ তালুকদার,মোঃ সুরুজ কাজি,মোঃ ফখরুল ইসলাম মামুনসহ প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া-মিলাদ পরিচালনা করে কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ফজলুল হক।

  • বেগমগঞ্জে রাস্তার পাশ থেকে ৫টি পাইপগান ও ৬টি কিরিচ উদ্ধার

    বেগমগঞ্জে রাস্তার পাশ থেকে ৫টি পাইপগান ও ৬টি কিরিচ উদ্ধার

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)

    নোয়াখালীর বেগমগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৫ টি দেশীয় তৈরিপাইপগান ও ৬টি কিরিচ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে ১০নং নরোত্তমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডরে খেজুরতলা এলাকার রাস্তার পাশে থেকে এসব অস্ত্র উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বেগমগঞ্জরে নোয়াখালী টু কুমিল্লা মহাসড়কের পাশে মজুমদারহাট এলাকায় ১০নং
    নরোত্তমপুর ইউনিয়ন ছাত্রলীগের কিছু সদস্যের সাথে ৯নং মিরওয়ারিশপুর ইউনিয়ন পরিষদ ছাত্রলীগ সদস্যদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে অস্ত্রগুলো কোন এক পক্ষ রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।

    এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার ডিউটি অফিসার উপপুলিশ পরিদর্শক (এসআই) আমেনা বেগম অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন,এখনো অভিযান চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন,এ ঘটনায় কয়েকজনকে ভাবে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে ওসি সাহেব বিস্তারিত বলতে পারবে।

  • সেনবাগের মোহাম্মদপুরে  নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্ব গ্রহন

    সেনবাগের মোহাম্মদপুরে নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্ব গ্রহন

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)

    নোয়াখালীর সেনবাগে ৭নং মোহাম্মদপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ফিরোজ আলম ভূঁইয়া রিগ্যান সহ নবনির্বাচিত মেম্বারগদের আনুষ্ঠানিক ভাবে তাদের দাযিত্ব গ্রহন করেছেন। মঙ্গলবার সকালে উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সদ্য বিদায়ী সাবেক চেয়ারম্যান রুহুল আমিনের সভাপতিত্বে ও পরিষদের সচিব হুমায়ুন কবির এবং ইউপি মেম্বার নাসির উদ্দিনের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট মাহমুদুল হক পাটোয়ারী লেবু,বাটইয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম ঊদ্দিন শাহীন, সেবারহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বাহার উল্লাহ বাহার, ফয়েজ আহম্মেদ ভূঁইয়া, ইউপি মেম্বার জহির হোসেন স্বপন, হাজ্বী আাবদুল রব, নজরুল ইসলাম, আবদুর রহিম, শাহাদাত হোসেন রাজু, মাসুদ, সাহাব উদ্দিন, হাসিনা আক্তার সহ অনেকেই। সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহারের মাধ্যমে সাবেক চেয়ারম্যান রুহুল আমিন আনুষ্ঠানিক ভাবে নবনির্বাচিত চেয়ারম্যান ফিরোজ আলম ভূঁইয়া রিগানের হাতে ক্ষমতা হস্তান্তর করেন।

  • সুবর্ণচরে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২

    সুবর্ণচরে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২

    রফিকুল ইসলাম সুমন নোয়াখালী)

    নোয়াখালীর সুবর্ণচরে সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক সৌদি প্রবাসী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ২ জন‌ আহত হয়েছে।নিহত মো. পিয়াস (২৮) কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের পশ্চিম বাটইয়া গ্রামের বাবুলের ছেলে।

    মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরীর বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলো, নোয়াখালী পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের খোরশেদ আলম এর ছেলে মো. সোহাগ (২৪) ও একই উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত রহিম উল্যাহর ছেলে আনোয়ার (২৩)। আহত দুইজনই নোয়াখালী পৌর বাজারের মৎস্য ব্যবসায়ী।পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে সুবর্ণচর-চেয়ারম্যান ঘাট সড়কে হারিছ চৌধুরী বাজার (আটকপালিয়া বাজার) উত্তর পাশে দুটি মোটর সাইকেলের অভারটেক করতে গিয়ে মুখোমুখি এ সংঘর্ষ হয়।

    এতে ঘটনাস্থলে মোটরসাইকেল দুটি ধুমরেমুছড়ে যায়। মোটরসাইকেল আরোহীরা গুরুতর আহত হলে তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ১ জনকে মৃত ঘোষণা করে। নিহতের কোন পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি পুলিশ। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিয়াস কয়েক মাস আগে সৌদি আরব থেকে দেশে এসেছিল। আগামী কয়েকদিনের মধ্যে সৌদি যাওয়ার কথা ছিল তার। লিখিত অভিযোগ পেলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

  • বরগুনায় সুবর্নজয়ন্তী সম্মেলন কক্ষের উদ্বোধন

    বরগুনায় সুবর্নজয়ন্তী সম্মেলন কক্ষের উদ্বোধন

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    বাকেরগঞ্জ থেকে বরগুনার জেলা সড়ককে করতে হবে আঞ্চলিক মহাসড়ক। প্রস্তাবনা পরিকল্পনা মন্ত্রণালয় ও বিআরটিএ অফিসে পাঠানো হয়েছে। আঞ্চলিক মহাসড়ক হলে বরগুনাবাসীর যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। সেইসাথে মৎস্য সম্পদ ও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে অর্থনৈতিকভাবে প্রবৃদ্ধি পারবে। বিদ্যুৎ ব্যবহারে সকলকে হতে হবে সাশ্রয়ী। খাদ্য সংকট যাতে না হয়, সেজন্য এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবেনা। এ কথাগুলো বলেছেন, বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। তিনি আজ প্রধান অতিথি হিসেবে বরগুনায় জেলা প্রশাসক কার্যালয়ের তৃতীয় তলায় “সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষ” এর উদ্বোধন করেছেন। একই সাথে মতবিনিময় সভা, শুদ্ধাচার পুরস্কার প্রদান ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান। আলোচনা করেন, অতিরিক্ত পুলিশ সুপার এসএম তারেক রহমান, সিভিল সার্জন ডা. মো. ফজলুল হক, পৌরসভার মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, সদর উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, বরগুনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুস সালাম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আবদুর রশিদ মিয়া, জেলা এনজিও ফোরামের সভাপতি আবদুল মোতালেব মৃধা, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেল হাফিজ। সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে একত্রে ১২০ জনকে নিয়ে সভা করা যাবে। স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করায়, বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শুভ্রা দাস, বরগুনার সাবেক ইউএনও সামিয়া শারমিনসহ ৬ জনকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে।

  • বরগুনায় চিকিৎসকের অবহেলায়  রাস্তায় সন্তান প্রসব করলেন মা

    বরগুনায় চিকিৎসকের অবহেলায় রাস্তায় সন্তান প্রসব করলেন মা

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    বরগুনা সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে শহরের বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ঘুরে শেষ পর্যন্ত রাস্তায় সন্তান প্রসব করেছেন এক নারী। মঙ্গলবার (২৬ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে বরগুনা পৌর শহরের পশু হাসপাতাল সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

    ওই প্রসূতি নারীর নাম রিমা বেগম (১৯)। তিনি বরগুনার রিকশাচালক মো. ইব্রাহীমের স্ত্রী। এ ঘটনায় নবজাতক আশঙ্কামুক্ত হলেও প্রসূতি নারীর অবস্থা সংকটাপন্ন। তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

    জানা যায়, মঙ্গলবার সকালে বরগুনা সদর হাসপাতালে ভর্তি হয় প্রসূতি রীমা। ওই দিনই সন্ধ্যার পর তার প্রসববেদনা শুরু হয়। প্রসববেদনা নিয়ে রাত পর্যন্ত তিনি হাসপাতালে কাতরাচ্ছিলেন। কিছুক্ষণ পরে বরগুনা সদর হাসপাতালের দায়িত্বরত ডাক্তার-নার্সরা তাকে বরগুনা পৌরসভার বটতলা এলাকার আলরাজি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যেতে বলেন। তাৎক্ষণিক রীমাকে আল রাজি ক্লিনিকে নিয়ে যায় স্বজনরা।

    আলরাজি ক্লিনিকে ডাক্তার না থাকায় ক্লিনিক কর্তৃপক্ষ তাকে পশু হাসপাতাল সড়কে অবস্থিত শেফা ক্লিনিকে নিয়ে যেতে বলেন। কিন্তু শেফা ক্লিনিকেও ডাক্তার ছিলেন না। পরে স্থানীয় এক যুবলীগ নেতা আবু হানিফ দোলনের সহযোগিতায় রীমাকে অন্য আরেকটি ক্লিনিকে নিয়ে যাওয়ার জন্য রাস্তায় নামানো হয়। এই রাস্তায়ই একটি ফুটফুটে ছেলে সন্তান প্রসব করেন তিনি। পরে প্রসূতি ও নবজাতককে উদ্ধার করে শেফা ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে প্রসূতির অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে তাৎক্ষণিক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    প্রত্যক্ষদর্শী যুবলীগ নেতা আবু হানিফ দোলন বলেন, রাত সাড়ে ১১টার দিকে আলরাজি ক্লিনিকের সামনে দিয়ে বাসায় যাচ্ছিলাম। এমন সময় ক্লিনিকের ভেতরে দুই নারীর আহাজারি দেখে তাদের কাছে গেলে পুরো বিষয়টি জানতে পারি। আমি ওই প্রসূতিকে শেফা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাই। দুর্ভাগ্যবশত সেখানেও ডাক্তার ছিল না। পরে ডক্টরস কেয়ার নামে আরেকটি ক্লিনিকে ফোন করে জানতে পারি, সেখানে ডাক্তার আছে। তখন ওই নারীকে ডক্টর কেয়ার ক্লিনিকে নিয়ে যাওয়ার সময় পথেই বাচ্চা প্রসব করেন।

    রীমা বেগমের শাশুড়ি বলেন, রীমা প্রসব বেদনায় ছটফট করছিল, এমন সময় হাসপাতাল থেকে জানায়, ওর অবস্থা গুরুতর। হাসপাতালে তার চিকিৎসা হবে না। অন্য ক্লিনিকে নিয়ে যাওয়ার জন্য বলছে তারা। তাই রীমাকে নিয়ে আলরাজি ক্লিনিকে যাই। কিন্তু সেখানে ডাক্তার ছিল না। আমরা অসহায়ের মতো ছটফট করতে থাকি। এক দিকে আমরা গরিব, অপর দিকে রীমার অবস্থা খুবই খারাপ। শেফা হাসপাতালে গিয়েও ডাক্তার পাইনি। পরে অন্য একটি হাসপাতালে যাওয়ার পথে রাস্তায়ই রীমা বাচ্চা প্রসব করে।

    শেফা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. জান্নাতুল আলম লিমা বলেন, আমি ডিউটি শেষে বাসায় গিয়েছিলাম। কিছুক্ষণ পর খবর পাই, পশু হাসপাতাল সড়কে এক নারী সন্তান প্রসব করেছেন। তাকে উদ্ধার করে আমাদের এখানে আনা হয়েছে। তখন আমি সঙ্গে সঙ্গে ছুটে এসে ওই নারীকে দেখি। তার প্রচুর রক্তক্ষরণ হওয়ায় অবস্থা গুরুতর, তাই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলেছি। তবে নবজাতক সুস্থ আছে।

    কী কারণে রীমা বেগমকে হাসপাতালে চিকিৎসা না দিয়ে ক্লিনিকে পাঠানো হলো জানতে বরগুনা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব উদ্দিন জানিয়েছেন, রাতে তিনি হাসপাতালে ছিলেননা। রোগীর স্বজনরা চিকিৎসকের সাথে কথা না বলেই একজন নার্সের পরামর্শে হাসপাতাল থেকে ক্লিনিকে নেবার কথা বলে রোগী নিয়ে চলে গেছে।

  • অপরাধমুক্ত সমাজ গড়তে বিট পুলিশিং কে সহযোগিতা করার আহবান  ওসি শাহ কামালের

    অপরাধমুক্ত সমাজ গড়তে বিট পুলিশিং কে সহযোগিতা করার আহবান ওসি শাহ কামালের

    আরিফ রববানী ময়মনসিংহ
    ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ বলেন, ময়মনসিংহ জেলা একটি শান্তি প্রিয় এলাকা। জেলার একটি মানুষও যেন পুলিশি সেবা হতে বঞ্চিত না হন সে দিকে লক্ষ রাখা এবং সন্ত্রাস ও মাদক বিরোধী সমাজ গড়তে ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

    বুধবার বিকালে ময়মনসিংহ নগরীর বাগমারা কমিউনিটি সেন্টারে কোতোয়ালি মডেল থানার আওতাধীন ১৭ নং বিট কর্তৃক আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভায় এসব কথা বলেন। এসময় তিনি ছিনতাই,চুরি-ডাকাতি ও মাদক ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে কঠোর ভূমিকা রাখতে বিট কর্মকর্তাকে আহবান জানিয়ে মাদকসেবিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ প্রদান করেন।

    অনুষ্ঠানে ওসি শাহ কামাল আকন্দ উপস্থিত ব্যাক্তিবর্গ ও সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আরো বলেন, সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা। তিনি দৃঢ় প্রত্যয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশকে সন্ত্রাসের জনপদ হিসেবে তৈরি করে ফেলা হয়েছিলো। মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষ ও আইন শৃঙ্খলা বাহিনী সন্ত্রাস ও জঙ্গী দমন করেছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা যেভাবে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন করেছি, একইভাবে খুন হত্যা,কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধেও সবাইকে এগিয়ে আসতে হবে।ওসি বলেন মাদকের সরবরাহ, চাহিদা এবং এর ক্ষতি হ্রাস করার জন্য আমরা কাজ করছি। মাদক সামাজিক ব্যাধি। এটি নিজের জীবনের সঙ্গে সঙ্গে একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দিতে পারে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা দুর্বার গতিতে চলছে। মাদক নিরোধ সম্ভব না হলে দেশের সেই উন্নয়ন যাত্রা থমকে যেতে পারে।মাদক নির্মূলেও সফল হতে হবে। সরকারের সদিচ্ছা রয়েছে, আমরা সফল হব। আমরা এ যুদ্ধে জয়ী হব। এ জন্য একযোগে কাজ করতে হবে। অন্যথায় নতুন প্রজন্ম পথ হারিয়ে ফেলবে।মাদক নির্মূলে কঠোর হয়ে কাজ করতে হবে সব এলাকার জনগণকেও। মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে জনপ্রতিনিধি, সমাজপতি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে শপথ নিতে হবে। সিদ্ধান্ত নিতে হবে সমাজে যেন মাদক ও মাদক ব্যবসায়ী স্থান না পায়। এ দায়িত্ব সঠিকভাবে পালন করা সম্ভব হলে মাদক নিয়ন্ত্রণে আসবে বলেও মনে করেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় কাউন্সিলর,রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

  • সজীব ওয়াজেদ জয়ের সুস্থতা কামনায় যুবলীগের বৃক্ষরোপণ, দোয়া ও মিলাদ মাহফিল।

    সজীব ওয়াজেদ জয়ের সুস্থতা কামনায় যুবলীগের বৃক্ষরোপণ, দোয়া ও মিলাদ মাহফিল।

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, ডিজিটাল বাংলাদেশের রূপকার, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়-এর ৫২ তম জন্মদিন উপলক্ষে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে বিকাল ৪টায়,ময়মনসিংহ জেলা যুবলীগের বৃক্ষরোপণ, বাদ আছর দারুল ইমাম মাদ্রাসায় দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হয়।

    বুধবার বিকালে ময়মনসিংহ জেলা_যুবলীগের উদ্যোগে জি,আর,পি জামে মসজিদে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতৃবৃন্দ বলেন-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, সজীব ওয়াজেদ জয় সমৃদ্ধ আগামীর বাংলাদেশ। আগামীর আওয়ামী লীগের কর্ণধার। সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশের রূপকার। তাঁর কারণেই বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট আজ মহাবিশ্বে। কিন্তু সুশীল সমাজের একশ্রেণীর কিছু লোক রয়েছেন যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে খুনী জিয়াউর রহমানকে বসাতে চায়, বিশ্বমানবতার মা বাংলাদেশের উন্নয়নের কবি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পাশে মুর্খ খালেদা জিয়াকে এবং একজন সজ্জন শিক্ষিত মার্জিত সজীব ওয়াজেদ জয়ের পাশে কুলাঙ্গার, চোর তারেক জিয়াকে বসাতে চায় যা সত্যিই একটি হাস্যকর ব্যাপার। মনে রাখবেন বঙ্গবন্ধুর পরিবারের সাথে খুনি জিয়ার পরিবারের তুলনা হতে পারে না।

    তারা যুবলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন-আগামী নির্বাচনকে সামনে রেখে চলমান বিভিন্ন বিষয় নিয়ে নানামুখী ষড়যন্ত্র করছে বিএনপি-জামাত। তাদেরকে কঠোর হাতে প্রতিহত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

    পরে জাতির পিতা বঙ্গবন্ধুর দৌহিত্র , কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয়ের আগামীর সফলতা কামনায় ও তাঁর পরিবারের সকলের জন্য দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক শাহরিয়ার মো: রাহাত খান, শাহ শওকত ওসমান লিটন, এইচ এম ফারুক সহ জেলা ও মহানগর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ত্রিশালে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    ত্রিশালে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    আরিফ রববানী ময়মনসিংহ
    বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের গৌরবোজ্জ্বল – সংগ্রাম ও সাফল্যের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতির জনক বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন দলীয় নেতা-কর্মীরা। বিকাল সাড়ে ৪টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে জাতির জনক বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিনে তার আগামীর সফলতা প্রত্যাশা করে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,স্বেচ্ছাসেবক লীগের প্রয়াত সাবেক সভাপতি বাবু নির্মল গুহসহ দলের প্রয়াত সকল নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনাসহ জাতির জনকের কন্যা মানবতার ফেরিওয়ালা উন্নয়নের ফেরিওয়ালা দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে দোয়া শেষে, কেক কাটার মাধ্যমে স্বেচ্ছাসেবক লীগের গৌরবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

    উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইব্রাহিম খলিল নয়নের সভাপতিত্বে দোয়া পুর্ববর্তী
    আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম। প্রধান বক্তা হিসাবে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

    উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাকসুদ খান এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ত্রিশাল পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক এমদাদুল হক স্বপন,যুগ্ম আহবায়ক মানিক চন্দ্র রাজ বর,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ইলিয়াস হোসাইন,জহির শেখ মোস্তাফিজুর রহমান রাজন,শফিকুল ইসলাম শরীফ, ইমরান আল সাব্বির, রুবেল চৌধুরি সদস্য,আহমেদ ইমতিয়াজ বুলবুল, নোমান,ধানীখোলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক সাদেক আলী, সাবেক সাধারন সম্পাদক রাজিব আহমেদ, সাদেক আলীসহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

    আলোচনায় বক্তারা বলেন- অসহায়,গরীব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন লড়াই করেছেন। তিনি অন্যায়ের কাছে কখনোই মাথা নত করেননি। জেল-জুলুম এবং অত্যাচার সহ্য করে তিনি বাঙালির অধিকার প্রতিষ্ঠা করেছেন। তিনি এক যুগেরও বেশি সময় কারাগারে অন্তরীণ ছিলেন। তিনি সমগ্র বিশ্বের নিপীড়িত, শোষিত ও অধিকার বঞ্চিত মানুষের অনুপ্রেরণার এক অনিঃশেষ উৎস। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ বিশ্বের কাছে এখন আর তলাবিহীন ঝুড়ি নয়, উন্নয়ন ও গণতন্ত্রের রোল মডেল।

    তারা আরও বলেন, জাতির পিতা আমাদের মাঝে নেই। কিন্তু রয়েছে তার আদর্শ তার কর্ম। আমরা তাঁর দেখানো পথ অনুসরণ করেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো ইনশাআল্লাহ।।

  • কুমিল্লায় জাতীয় ভোক্তা অধিকারের উদ্যাগে তদারকি অভিযান

    কুমিল্লায় জাতীয় ভোক্তা অধিকারের উদ্যাগে তদারকি অভিযান

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    আজ ২৭ শে জুলাই বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কুমিল্লার আদর্শ সদর উপ‌জেলার পাচথুবী ইউনিয়নের শি‌বের বাজার এবং চাঁনপুর ব্রিজ এলাকায় বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হয়। এ সময় দেখা যায়, উক্ত এলাকার আইস‌ক্রিম এবং আইস‌ক্রিমবার প্রস্তুতকারক প্রতিষ্ঠা‌নে মানব স্বা‌স্থ্যের জন‌্য ক্ষ‌তিকারক রং, স‌্যাক‌রিন ও ঘন‌চি‌নির ব‌্যবহার, অস্বাস্থ‌্যকর প‌রি‌বে‌শে প্রস্তুত এবং ঢাকার নামি-দা‌মি ব্রা‌ন্ডের নাম নকল ক‌রে মোড়কীকরণ করা হ‌চ্ছে। এ সকল অ‌ভি‌যো‌গে শি‌বের বাজার এলাকার মেসার্স প্রিয় আইসবারকে ৫০ হাজার টাকা জ‌রিমানা এবং ২ মণ আইস‌ক্রিম, ৫ প‌্যা‌কেট বি‌ভিন্ন কালা‌রের রং, এক কৌটা স‌্যাকা‌রিন এবং এক কৌটা ঘন‌চি‌নি জব্দ ক‌রে ধ্বংস করা হয়। একই অ‌ভি‌যো‌গে চাঁনপুর ব্রিজ এলাকার মেসার্স কমলা আইস‌ক্রিম ফ‌্যাক্ট‌রি‌কে ২৫ হাজার টাকা জ‌রিমানা ১ রিল নকল আইসবা‌রের মোড়ক, অনু‌মোদনহীন ৩ কৌটা ফ্লেবার এবং ২ প‌্যা‌কেট রং জব্দ ক‌রে ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠান‌টি তালাবদ্ধ ক‌রে বন্ধ ক‌রে দেওয়া হয়। বেলা ১১টা থে‌কে ২টা পর্যন্ত সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলামের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে নিরাপদ খাদ‌্য প‌রিদর্শক এ‌কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে বলে জেলা খাদ্য পরিদর্শক আসাদুল ইসলাম জানান।