Blog

  • শ্রীনগরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

    শ্রীনগরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

    লিটন মাহমুদ।
    মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

    মুন্সীগঞ্জের শ্রীনগরে স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজের সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ওই শিক্ষককে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

    রোববার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার রাঢ়িখালে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

    শিক্ষার্থীদের অভিযোগ, সহকারী প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করেন। এছাড়াও বিভিন্ন সময়ে ছাত্রীদের সাথে অসদাচরণ করেন তিনি। এ ব্যাপারে তারা বেশ কয়েকবার অধ্যক্ষর কাছে অভিযোগ করেও প্রতিকার পাননি বলেও দাবি করেন শিক্ষার্থীরা।

    পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশ্রফী ওই শিক্ষকের বিচারের আশ্বাস দিলে কর্মসূচি থেকে শ্রেণীকক্ষে ফিরে যান শিক্ষার্থীরা।

    এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে সহকারী প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য বলে দাবি করেন।

    স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ আজিজ জানান, তিনি শিক্ষার্থীদের অভিযোগ পেয়েছেন। বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • পানছড়িতে আমড়া বিক্রেতাকে সহায়তা করা চতুর্থ শ্রেণির সেই শিশুকে পুরষ্কৃত করা হয়েছে

    পানছড়িতে আমড়া বিক্রেতাকে সহায়তা করা চতুর্থ শ্রেণির সেই শিশুকে পুরষ্কৃত করা হয়েছে

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আদর্শ শিশু বিদ্যা নিকেতন এর চতুর্থ শ্রেণির ছাত্র অরিয়ান দেবকে মানবিক কাজে এগিয়ে এসে এক বয়ষ্ক আমড়া বিক্রেতাকে উঁচু টিলা উঠতে সহায়তা করায়
    তার ভালো কাজের জন্য পুরষ্কৃত করা হয়েছে।

    ১১ সেপ্টেম্বর( রবিবার) বিকাল ৪টার সময় অনির্বাণ শিল্পীগোষ্ঠী কার্যালয়ে তার হাতে এই পুরষ্কার তুলে দেন পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের ও তবলছড়ি ইউনিয়ন পরিষদের সচিব নজরুল ইসলাম ওয়াফেস ওসমান ও সাংবাদিক মিঠুন সাহা।

    জানা যায়, ছাত্রটি পানছড়ি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শিবু দেব এর একমাত্র ছেলে অরিয়ান দেব ( বাবু) সে আদর্শ শিশু বিদ্যা নিকেতনে চতুর্থ শ্রেণিতে পড়ে।সে ছাত্র হিসেবে অত্যন্ত মেধাবী।

    পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের সচিব নজরুল ইসলাম বলেন:তার এমন ভালো কাজে আমরা অত্যন্ত খুশি।আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তিনি এই সময় আরও বলেন আমরা যদি এইভাবে প্রতিটি ভালো কাজের জন্য উৎসাহিত করি। তাহলে আমাদের সমাজে ভালো ভালো ব্যক্তিরা মূল্যায়িত হবে।

    উল্লেখ্য: গত বৃহস্পতিবার ( ৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার সময় বিদ্যালয়ে যাওয়ার পথে পানছড়ি থানা টিলার সামনে ভ্যানচালকের কষ্ট দেখে স্বইচ্ছায় ছুটে এসে গাড়িটাকে উপরে তুলে আনতে সহায়তা করে সে।সে সময় এই মানবিক দৃশ্যটি নজড়ে পড়ে ইমতিয়াজ উদ্দিন হেলাল নামের এক তরুণ যুবকের। তিনি সে সময় দৃশ্যটি তার মুঠোফোনে ধারণ করে ফেইসবুকে তার টাইমলাইনে শেয়ার করেন। আর তাতেই প্রশংসায় ছেয়ে যায় ফেইসবুক ওয়াল।

  • আগৈলঝাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা নারীসহ আহত ৩

    আগৈলঝাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা নারীসহ আহত ৩

    আগৈলঝাড়া প্রতিনিধিঃ-

    আগৈলঝাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ৩,বরিশালের আগৈলঝাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের রডের আঘাতে ২ নারীসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। রবিবার (১১সেপ্টেম্বর) সকালে উপজেলার বাকাল গ্রামে এ ঘটনা ঘটে।
    আহত সূত্রে জনা গেছে প্রতিবেশী মৃত দেবপ্রসাদ কর্মকার এর পুএ এলভারড কর্মকার,ক্লিংটন কর্মকার লাঠি,রড,দা নিয়ে আব্দুল কাদের মিয়ার বাড়ির জায়গা দখল করতে যায় এ সময় খায়রুননেছা,সাথী বেগম, আকলিমা বেগম বাধা দিলে তাদের কে পিটিয়ে গুরুতর আহত করে ঘরে ঢুকে স্বর্ণালঙ্কার, টাকা, ধান লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • অসহায় মায়ের আবেদনে-নগদ অর্থ সহায়তা তুলে দেন-সিএমপি কমিশনার

    অসহায় মায়ের আবেদনে-নগদ অর্থ সহায়তা তুলে দেন-সিএমপি কমিশনার

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজে নগরের এক অসহায় মা তার তিন মেয়ের পড়ালেখার সাহায্যের জন্য আকুতি জানিয়েছিলেন কমেন্ট করে। তিনি জানিয়েছেন যে, তিন মেয়ের পড়ালেখার খরচ চালাতে মানুষের কাছে হাত পাততে হচ্ছে। সেই আবেদন দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে সিএমপি কমিশনার ঐ পরিবারের খোঁজ নিতে বলেন।

    আজ ১০ সেপ্টেম্বর, দুপুর ১২ টায় সিএমপি কমিশনার মহোদয় তাঁর নিজ কার্যালয়ে তাদের হাতে ১ বছরের শিক্ষা উপকরণ ও এক বছরের শিক্ষাখরচ বাবদ নগদ অর্থ সহায়তা তুলে দেন। এ কার্যক্রমে সহায়তা করে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন।

    উল্লেখ্য,গত ৭সেপ্টেম্বর সিএমপি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে নগরের কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের জন্য চালু হয় ‘এক টাকায় কেনার আনন্দ’ নামক একটি অভিনব বিপনীবিতান যে বাজারে ১ টাকা দিয়ে কাপড় ও ১০ টাকা দিয়ে নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি আইটেম কেনা যায়।

    তাছাড়া সিএমপি ও বিদ্যানন্দের একটি ভ্রাম্যমাণ সুপারশপ শহরের বিভিন্ন বস্তিতে বস্তিতে ঘুরে বেড়াচ্ছে ১ টাকায় বাজারের কাস্টমারের খোঁজে।

  • জামিনে মুক্তি পেলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ আকরাম

    জামিনে মুক্তি পেলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ আকরাম

    মোঃতরিকুল ইসলাম তরুন,
    কুমিল্লা থেকে ,
    কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও শেখ জাকির চেয়ারম্যানের ছোট ভাই শেখ আকরাম হোসেন জামিনে মুক্তি পেয়েছেন।
    রবিবার কুমিল্লা ৮ নং আমলী আদালতের সিনিয়র সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের আদালতে শেখ আকরাম হোসেনের আইনজীবী এ্যাডভোকেট তানভীর আহম্মেদ ফয়সাল মামলার বিস্তারিত তুলে ধরে জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেন।
    এসময় ২নং আসমী রাকিব হাছান আত্মসমর্পণ করে জামিন চাইলে তাকেও জামিন মঞ্জুর করেন।
    উল্লেখ্য এর আগে ৮ সেপ্টেম্বর একটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ এনে দৌলতপুর গ্রামের ইকবাল হোসেন স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ আকরামের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ৯ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যায় নানা নাটকীয়তার পর শেখ আকরামকে গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেন।
    রবিবার আদালত তাকে জামিনে মুক্তি দিলে নেতাকর্মীরা ফুলেল মালা দিয়ে বরণ করে নেন।

  • জয়পুরহাটে স্বামীর নির্যাতনে প্রাণ হারালেন গৃহবধূ

    জয়পুরহাটে স্বামীর নির্যাতনে প্রাণ হারালেন গৃহবধূ

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস।

    জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের চানপাড়া গ্রামে স্বামীর নির্যাতনের শিকার হয়ে শারমিন (২৬) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। শনিবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে এই ঘটনা ঘটে।

    নিহত গৃহবধূ পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের চানপাড়া গ্রামের আতিকের স্ত্রী। শারমিন আতিকের চতুর্থ স্ত্রী ছিল।

    নিহত শারমিনের পরিবার সূত্রে জানাযায়, প্রায় তিন মাস আগে আতিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শারমিন। বিয়ের পর থেকেই দুজনের মধ্যে দাম্পত্য কলহ বিবাদ লেগে থাকত। বেশকিছুদিন থেকেই শারমিনকে যৌতুকের জন্য চাপ দিতে থাকেন আতিক। বিষয়টি সমাধানের জন্য গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমাণ্য ব্যাক্তিদের নিয়ে বৈঠকও বসে। বৈঠক শেষে রাত দশটার দিকে শারমিনকে আবারও বেধড়ক মারধর করে স্বামী আতিক। এতে গুরত্বর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

    স্থানীয় ইউপি সদস্য মো. ফয়সাল হোসেন বলেন, দীর্ঘদিন থেকে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকত। একারনে বিষয়টি সমাধানের জন্য কালকে বৈঠকও বসেছিল। বৈঠক শেষে আমরা বাড়ী ফিরলে এই ঘটনা ঘটে। তবে তিঁনি স্বামীর নির্যাতনের বিষয়টি অস্বীকার করে বলেন সে গ্যাস বড়ি খেয়েছে তা শুনেছি।

    পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে স্বামীর নির্যাতনের কথা আমরা জানতে পেরেছি। এঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার পর থেকে স্বামী আতিক পলাতক আছে।

  • শান্তিপূণ ভাবে কেশবপুরপ্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত    আশরাফ সভাপতি জয়দেব সম্পাদক

    শান্তিপূণ ভাবে কেশবপুরপ্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত আশরাফ সভাপতি জয়দেব সম্পাদক

    মোঃজাকির হোসেন,কেশবপুরঃ শান্তিপূণ ভাবে
    কেশবপুর প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১১সেপ্টেম্বর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রেসক্লাবের ৫৮ জন ভোটারের ভেতর ৫৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
    কেশবপুর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে আশরাফ–জামান খান ৩৩ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট তম প্রতিন্ধী আজিজুর রহমান পেয়েছেন ২২ভোট, সাধারণ সম্পাদক পদে জয়দেব চক্রবর্ত্তী ৩৩ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট তম প্রতিন্ধী অজেদ খান ডাবলু ১৯ ভোট। প্রথম সহসভাপতি পদে আব্দুল হাই সিদ্দিকী ৩৯ভোট ও দ্বিতীয় মোতাহার হোসাইন ৩৩ভোট বিজয়ী হয়েছেন। তাদের নিকট তম প্রতিন্ধী রুহুল কুদ্দুস ২৫ভোট। প্রথম যুগ্ন সম্পাদক পদে উৎপল দে ৩৩ভোট ও আব্দুল্লাহ আল ফুয়াদ ২৮ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকট তম প্রতিন্ধী সিদ্দিকুর রহমান ২৬ভোট। কোষাধ্যক্ষ পদে শামসুর রহমান ৩০ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রতিন্ধী রুহুল আমিন বিশ্বাস ১৯ভোট। দপ্তর সম্পাদক পদে মশিয়ার রহমান ৩৮ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রতিন্ধী সোহেল পারভেজ ১৫ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ শাহীনুর ইসলাম ২৯ভোট। তার নিকট তম প্রতিন্ধী সুশান্ত কুমার ২৪ভোট। বিনাপ্রতিন্ধীতায় বিজয়ী গ্রন্থাগার সম্পাদক পদে মতিয়ার রহমান। নির্বাহী কমিটির ৫টি সদস্য পদে মেহেদী হাসান জাহিদ ৪৪ভোট, শাহিনুর রহমান ৪০ভোট, আব্দুস সাত্তার মোল্লা ৩৪ভোট, আব্দুর রাজ্জাক ৩২ভোট ও আব্দুল করিম ৩০ভোট। তাদের নিকট তম প্রতিন্ধী কবির ২৪ভোট, বাপ্পি ২৭ভোট ও আলমগীর ১০ভোট।
    নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন কেশবপুর প্রেসক্লাবের সদস্য আব্দুস সালাম। এছাড়া কমিশনের সদস্য ছিলেন প্রেসক্লাবের সদস্য মদন সাহা অপু ও রুহুল আমীন খান। কেশবপুর প্রেসক্লাবে দুই বছর পর পর ভোটের মাধ্যমে ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

  • মেটংঘর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

    মেটংঘর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন মেটংঘর ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পূর্ণ হয়েছে।

    গতকাল শনিবার অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোটদানের মধ্যদিয়ে আনন্দমুখর পরিবেশে উৎসব মুখর এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

    বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে শনিবার উপজেলার আকবপুর ইউনিয়নের মেটংঘর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

    এর মধ্যে ৪ জন বিজয়ী হয়েছেন। এদের মধ্যে মোঃ আবু বক্কর ছিদ্দিক ২৪৪ ভোট পেয়ে প্রথম হন। ২৩৬ ভোট পেয়ে দ্বিতীয় হন রফিকুল ইসলাম । ২৩৫ ভোট পেয়ে তৃতীয় হন মো. ছন্দু মিয়া ও ২২৯ ভোট পেয়ে চতুর্থ হন আজহার মিয়া।

    উল্লেখ্য, মেটংঘর ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবকদের মোট ভোটার সংখ্যা ৮৪২ জন। কাস্টিং হয়েছে ৫৭০ ভোট। উক্ত নির্বাচনে প্রত্যেক ভোটার ৪ টি করে ভোট দিতে পেরেছেন।

    নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মুরাদনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান । উপস্থিত ছিলেন-ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল,

    স্কুল কমিটির সভাপতি কাজী ফররুখ আহম্মদ ,প্রতিষ্ঠাতা গোলাম কিবরিয়া সরকার,

    সাবেক সভাপতি এম হান্নান, প্রধান শিক্ষক মোঃ শাহআলম, আব্দুল হাকিম সওদাগর,বাবুল আহমেদ মোল্লা,

    সমাজ সেবক ইউপি সদস্য দুলাল মেম্বার, ইলিয়াস, চঞ্চল খানসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
    । এসময় আরো উপস্হিত ছিলেন-বাঙ্গরা বাজার থানা পুলিশের
    এসআই ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।

  • রাজশাহীতে সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেপ্তারে আল্টিমেটাম

    রাজশাহীতে সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেপ্তারে আল্টিমেটাম

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কর্মকর্তা-কর্মচারী কর্তৃক
    এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেলের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতৃবৃন্দ। আগামী ৪৮ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেপ্তার না করা হলে বিএমডিএর কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি দিয়েছে রাজশাহীতে কর্মরত সাংবাদিকরা।

    রবিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে নগরীর দড়িখরবোনা মোড়ে দুই সাংবাদিকের ওপর বিএমডিএ’র কর্মকর্তা-কর্মচারী কর্তৃক হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ এই হুশিয়ারি উচ্চারণ করেন।

    রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন আরইউজের সভাপতি রফিকুল ইসলাম। আরইউজে’র সাধারণ সম্পাদক তানজিমুল হকের সঞ্চালনায় অন্যান্যদের মাছে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, বিএফইউজের নির্বাহী সদস্য বদরুল হাসান লিটন, আরইউজের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি জাবেদ অপু, , মোহাম্মদ আনিসুজ্জামান, আরইউজে’র কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুবু, আরইউজে’র সদস্য ও সিনিয়র সাংবাদিক আনোয়ার আলী হিমু, কাজী গিয়াস প্রমুখ।

    রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক বলেন, এটিএন নিউজের দুই সাংবাদিকের ওপর যে ন্যক্কারজনক হামলা হয়েছে, তা তদন্তের কিছু নেই। ঘটনাটি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হচ্ছিল। এর ফুটেজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিএমডিএ কর্তৃপক্ষের কাছেও আছে। এমন প্রমাণ থাকার পরও যদি এই দুর্নীতিবাজ নির্বাহী পরিচালক আব্দুর রশিদের বিরুদ্ধে আইনগত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। দ্রুত এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানাচ্ছি।
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

    বিক্ষোভ সমাবেশে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘রাজশাহীর মানুষ শান্তিপ্রিয়। এই শান্তিপ্রিয় জনগণকে সুযোগ হিসেবে নিয়ে রাজশাহীর ঐহিত্য রেশম শিল্পকে ধ্বংস করে দেয়া হয়েছে। উত্তরাঞ্চলের কৃষি ও কৃষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এই ব্যাংকেও কিছু দুর্নীতিবাজ কর্মকর্তারা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বরেন্দ্র অঞ্চলের কৃষকদের উন্নয়নের জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ নামে একটি প্রতিষ্ঠান করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বরেন্দ্র অঞ্চলের মানুষের ঐতিহ্যবাহী বিএমডিএ দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।

    আমরা রাজশাহীর সাংবাদিকরা নিজেদের চোখের সামনে বিএমডিএ’র কর্মকর্তাদের এমন পুকুরচুরি করতে দিতে পারি না। আমরা বিএমডিএর দুর্নীতিবাজদের নিয়ে সংবাদ প্রকাশ করার জেরেই গত ৫ সেপ্টেম্বর সোমবার এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব লাইভ সম্প্রচারে থাকা অবস্থায় বিএমডিএ অফিসের সামনে সেখানকার কর্মকর্তা-কর্মচারী নামধারী বিএনপি-জামায়াতের এক সময়ের ক্যাডাররা হামলা চালিয়েছে।

    এই ঘটনায় এটিএন নিউজের ক্যামেরাপার্সন রুবেল এখনো রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় একটি মামলাও হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আসামিদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। আগামী ৪৮ ঘন্টার মধ্যে হামলার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি। অন্যথায় রাজশাহীর জনগণকে সঙ্গে নিয়ে বিএমডিএ ঘেরাওসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’

    উল্লেখ্য, গত সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিএমডিএ কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের হামলায় আহত হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি ও ক্যামেরাপারসন। হামলার ঘটনায় সোমবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিএমডিএ নির্বাহী পরিচালক আব্দুর রশিদসহ ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক বুলবুল হাবিব। হামলার ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও অদ্যাবধি কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি।

  • লক্ষ্মীপুরে আসন্ন দূর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করার জন্য মন্ডপগুলিতে সিসি ক্যামেরা বিতরন

    লক্ষ্মীপুরে আসন্ন দূর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করার জন্য মন্ডপগুলিতে সিসি ক্যামেরা বিতরন

    নাজিম উদ্দিন রানাঃ
    আসন্ন শারদীয় দূর্গাপূজা ২০২২ উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলা দূর্গা মন্ডপগুলিতে নিরাপত্তা নিশ্চিতকল্পে সিসি ক্যামেরা বিতরন করা হয়। আজ রবিবার বিকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সিসি ক্যামেরা বিতরন করেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ। সদর উপজেলা পরিষদের অর্থায়নে ৩৩টি পূজা মন্ডপে সিসি ক্যামেরা দেওয়া হয়।
    এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান হোসেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপুসহ বিভিন্ন দূর্গা মন্ডপের সভাপতি সম্পাদকবৃন্দ।পর্যায়ক্রমে জেলার প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা দেওয়ার কথা জানান জেলা প্রশাসক।