Blog

  • ময়মনসিংহ সিটির উন্নয়ন কর্মকাণ্ডকে নাগরিকদের কাছে পৌঁছাতে  ভূমিকা রাখবে নগরবার্তা

    ময়মনসিংহ সিটির উন্নয়ন কর্মকাণ্ডকে নাগরিকদের কাছে পৌঁছাতে ভূমিকা রাখবে নগরবার্তা

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রমের সংবাদ, ঘোষণা, পরিকল্পনা ইত্যাদি নিয়ে ত্রৈমাসিক প্রকাশনা ‘নগরবার্তা’র মোড়ক উন্মোচন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

    বৃহস্পতিবার (২৮শে জুলাই) বিকেল ৪ টায় সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে এ প্রকাশনার মোড়ক উন্মোচন করেন মেয়র।

    নগরবার্তার উদ্বোধনকালে মেয়র বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর কর্মকাণ্ডকে নাগরিকদের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নগরবার্তা। তাছাড়া ইতিহাস সংরক্ষণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেও ভূমিকা রাখবে নগরবার্তা।

    মেয়র আরও বলেন, আমরা জনগণের কাছে দায়বদ্ধ। এ দায়বদ্ধতাকে আরও জোরালো করবে সিটি কর্পোরেশন এর এই ত্রৈমাসিক প্রকাশনা। এ সময় মেয়র এ প্রকাশনাকে সমৃদ্ধ করতে সকলের সহযোগিতা কামনা করেন।

    প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার ও অন্যন্য কাউন্সিলরবৃন্দ, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ সহ অন্যান্য বিভাগ ও শাখা প্রধানগণ, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মতিউর আলম সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুলে শ্রেণিকক্ষ সংকট ও বেঞ্চ প্রয়োজন

    মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুলে শ্রেণিকক্ষ সংকট ও বেঞ্চ প্রয়োজন

    (রিপন ওঝা,মহালছড়ি)

    মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুল’র ছাত্রছাত্রীদের শ্রেণিকক্ষের হাসিমুখের পরিবেশ বলে দিচ্ছে নতুন বেঞ্চ পেয়ে তারা কতটা খুশি।

    করোনার সময় দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার কারণে বেশিরভাগ বেঞ্চগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পরে সেই সাথে ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধির ফলে দেখা দেয় শ্রেনিকক্ষ ও বেঞ্চের সংকট, বিদ্যালয় ফান্ডে পর্যাপ্ত অর্থ না থাকায় বেঞ্চ বানানো সম্ভব হচ্ছিলো না, সংকট নিরসনর বিশেষ মুহূর্তে সামাজিক মাধ্যমে দূরে ও কাছের শ্রদ্ধেয় বড়ভাই সহযোদ্ধা নিকটতম বন্ধুদের দেয়া অনুদানে নিয়ে আসা হয়েছে ১২ জোড়া হাই-লো বেঞ্চ(২৪টি)।

    এ বিষয়ে প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন বলেন মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুল প্রতিষ্ঠালগ্ন হতে সর্বক্ষেত্রে সুনাম অর্জন করছে। গত ২/৩টি মাস ধরে আমি ও সহপ্রধান শিক্ষক রিপন ওঝাসহ সামাজিক মাধ্যমে বিভিন্ন জনের নিকট হাত পেতেছি, আপনাদের দেয়া ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় ১২জোড়া বেঞ্চ দিয়েছে। তাই আপনাদের আন্তরিক ফুলেল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা শ্রদ্ধা ও ভালবাসা প্রকাশ করছি। আমাদের এ বিদ্যালয়ে আরো অনেক বেঞ্চ প্রয়োজন। বিদ্যালয়ের আর্থিক অনটন থাকায় পর্যাপ্ত বেঞ্চ তৈরি করতে সক্ষম হচ্ছি না। তবুও আশা করছি ভবিষ্যতে আপনারা বিদ্যালয়ের ও আমাদের অবহেলিত শিক্ষকদের পাশে দাড়াঁবেন। আমাদের বিদ্যালয়ে আরো কিছু বেঞ্চ ও শ্রেণিসংকট রয়েছে, তবে অচিরেই ঘুচে যাবে।

    আপনাদের এমন সহযোগিতা বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ আজীবন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।

  • জয়পুরহাটের আক্কেলপুরে “প্রশ্নোত্তরে স্কাউটিং” শিরোনামে বইয়ের মোড়ক উন্মোচন

    জয়পুরহাটের আক্কেলপুরে “প্রশ্নোত্তরে স্কাউটিং” শিরোনামে বইয়ের মোড়ক উন্মোচন

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    জয়পুরহাটের আক্কেলপুরে “প্রশ্নোত্তরে স্কাউটিং” শিরোনামে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা প্রশাসানের আয়োজনে (২৮ জুলাই) বৃহস্পতিবার উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান এর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম আকন্দ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক, রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জয়পুরহাট চেম্বার অব কমার্স এর সভাপতি আলহাজ্ব আহসান কবীর এল্পব।

    এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী হক, আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাধেশ্যাম আগরওয়ালা, উপজেলা প্রাণী সম্পদ কমকর্তা ডাঃ মো. রাশেদুল ইসলাম, পৌরসভার প্যালেন মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান সাদেক, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক, উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মীর মো. আতিকুজ্জামান মুনসহ বাংলাদেশ স্কাউটস আক্কেলপুর উপজেলার নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব স্কাউটস, বয়েজ স্কাউটস, রোভার স্কাউটস সদস্য, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং সুধীজন।

    মোড়ক উন্মোচন কালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উপজেলা স্কাউটস এর পক্ষ হতে “প্রশ্নোত্তরে স্কাউটিং” নামক বই প্রকাশের উদ্যোগ গ্রহণ করায় আমি আনন্দিত। ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে স্কাউটিং এর ভূমিকা প্রশংসনীয়। তরুণ প্রজন্মকে সৎ, কর্মঠ, সুশৃংখল ও আত্মমর্যাদাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে স্কাউটিং এর কোন বিকল্প নেই। সেজন্য সর্বাগ্রে প্রয়োজন শিশু-কিশোর-যুবদের মাঝে স্কাউটিং এর প্রতি বিশেষভাবে আগ্রহ সৃষ্টি করা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আক্কেলপুর উপজেলা স্কাউটস এর পক্ষ হতে প্রকাশিত “প্রশ্নোত্তরে স্কাউটিং” নামক বইটি পাঠে তরুণ প্রজন্ম স্কাউটিং এর প্রতি বিশেষ আগ্রহী হয়ে উঠবে এবং নিজেদেরকে স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে। শিশুকাল থেকে দায়িত্ব সচেতন, স্বেচ্ছাসেবী ও দক্ষ জনশক্তি তৈরিতে বইটি অসামান্য ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। বইটি প্রকাশের মাধ্যমে আক্কেলপুর উপজেলা স্কাউটস এর আন্তরিকতা ও সদিচ্ছারই বহিঃপ্রকাশ। আক্কেলপুর উপজেলা স্কাউটস এর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ।

    অনুষ্ঠানে উপজেলা স্কাউটস এর সভাপতি আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান বলেন, উপজেলা স্কাউটস এর পক্ষ হতে “প্রশ্নোত্তরে স্কাউটিং” নামক বইটি প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। শিশু-কিশোর-যুবদের মাঝে সেবার মনোভাব তৈরী, সৃজনশীলতার সৃষ্টি ও আগামী দিনের যোগ্য নেতৃত্ব বিকাশে স্কাউটিং এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কাউটিংয়ের মাধ্যমে প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি শিশু-কিশোররা আত্মনির্ভরশীল, সহনশীল, নেতৃত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধ সৃষ্টিসহ ইতিবাচক গুণাবলী অর্জন করে থাকে। শিশুকাল থেকে দায়িত্ব সচেতন, দক্ষ জনশক্তি তৈরি ও শান্তিময় বাংলাদেশ তথা বিশ্ব বিনির্মাণে স্কাউট আন্দোলনের ভূমিকা সর্বজন স্বীকৃত। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সর্ববৃহৎ এ যুব আন্দোলনের সাথে শিশু-কিশোর-যুবদেরকে সম্পৃক্ত করার লক্ষ্যে অভিনব ধরণের “প্রশ্নোত্তরে স্কাউটিং” নামক বইটি প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়। আশা করি বইটি পাঠে শিশু-কিশোররা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেল পাওয়েল অব গিলওয়েল, তাঁর বৈচিত্রময় জীবনের কর্ম এবং স্কাউটস আন্দোলন সম্পর্কে সম্যক অবহিত হতে সমর্থ হবে। বইটি শিশু-কিশোরদের মাঝে স্কাউটস আন্দোলনের প্রতি আগ্রহ সৃষ্টি করতে পারলেই আমাদের ক্ষুদ্র এ প্রয়াস সার্থক হয়েছে বলে মনে করব।

    উলেক্ষ্য “প্রশ্নোত্তরে স্কাউটিং” বইটির প্রকাশক আক্কেলপুর উপজেলা প্রশাসন, সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ, কৃতজ্ঞতায় আশিক হোসেন, এনামুল হক, মুক্তার হোসেন, মো.ছানোয়ার হোসেন, মো.সিরাজুল ইসলাম মীর মো. রেজাউন নবী, মীর মো.আতিকুজ্জামান,মো. ফেদৌস ইসলাম, মো.সিরাজুল ইসলাম সহ আরো অনেকেই, গ্রন্থস্বত্ত্ব লেখক সম্পাদনা পরিষদ।

  • পঞ্চগড়ে চোরাই মাল সহ ট্রাক আটক করে হাইওয়ে পুলিশ

    পঞ্চগড়ে চোরাই মাল সহ ট্রাক আটক করে হাইওয়ে পুলিশ

    মো:বাবুল হোসেন পঞ্চগড়;
    পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলার কালানদি গজ দুই টি গোডাউন ঘর থেকে তালা কেটে মালামাল চুরি করে পালানোর সময় মালামালসহ একটি ট্রাক আটক করে ভজনপুর হাইওয়ে থানা পুলিশ।

    বুধবার (২৮) জুলাই গভীর রাতে আনুমানিক ৩ টার সময় পঞ্চগড় – বাংলাবান্ধা মহাসড়কে চুরির মালামাল সহ পঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকায় থেকে আটক করে ভজনপুর হাইওয়ে থানা পুলিশ।

    ভজনপুর হাইওয়ে থানার সুত্রে জানা যায় বুধবার গভীর রাতে মহাসড়কে ভজনপুর এলাকায় থানার একটি হাইওয়ে পুলিশ টিম দায়িত্ব পালন করছিলেন।

    এসময় একটি ট্রাক দ্রুত গতিতে আসলে তাকে ব্রেক করার জন্য সংকেত দেওয়া হলে। সংকেত না মেনে চালক গাড়ী না থামিয়ে আরও গতি বাড়িয়ে চলে যায়।

    এসময় পুলিশের সন্দেহ হলে (ঢাকা মেট্রো ট ১৫-৬৬১২)এই নাম্বারে গাড়িটিকে ধাওয়া করে
    কিন্তু পুলিশে ধাওয়া খেয়ে ট্রাকটি পালানোর চেষ্টা করে।

    পিছন থেকে ধাওয়া করে প্রায় ২০ কিলোমিটার ধাওয়া করে ধরতে সক্ষম হলেও গাড়ির চালক সহ গাড়িতে থাকা লোকজন পাশের জঙ্গল দিয়ে পালিয়ে যায়।

    গাড়িতে ভুট্টা, সয়াবিন তেল, বিশুদ্ধ পানি, বিস্কুটসহ দোকানের মালামাল ছিলো।

    ট্রাকে থাকা মালামালের মূল্য অনুমানিক প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকা।

    এ সময় গাড়ি থেকে উদ্ধার করা হয় একটি বড় কাটার একটি ডিল কাটার মেশিন ২০ গজ কারেন্টের তার ও দুই টি মোবাইল ফোনসহ উদ্ধার করে।

    গাড়িতে ৪১ বস্তা ভুট্টা, ১৫১১ লিটার সয়াবিন তেল,৫ টি বিশুদ্ধ পানির বোতল , ২ বস্তা আটা,পাঁচ টি কোমল পানির বোতল,বিস্কুটসহ দোকানের মালামাল ছিলো।

    ভজনপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম খান চুরির মালামাল সহ ট্রাকটিকে আটক করার বিষয়টি নিশ্চিত করেন।

  • খাগড়াছড়িতে ওয়ালটনকে আর্থিক জরিমানা

    খাগড়াছড়িতে ওয়ালটনকে আর্থিক জরিমানা

    খাগড়াছড়িতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ওয়ালটন শো-রুম আলাদা ট্যাগ বসিয়ে মূল্য কারচুপি করছে। ৩৬৯০ টাকার ফ্যান ৪৩৯০ টাকা বিক্রি করছে। এমতাবস্থায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৪০,০০০ টাকা জরিমানা করলো।

    অন্যদিকে খাগড়াছড়িতে নূরজাহান ইলেকট্রনিকস ও সিঙ্গারকে ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ইলেকট্রনিকস সামগ্রী বিক্রয় করায় ২৭ জুলাই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খাগড়াছড়ি জেলা কার্যালয় কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়।

    উভয় প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় উক্ত জরিমানা করা হয়। জনস্বার্থে অভিযান চলমান থাকবে।

  • বরগুনার তালতলীতে সন্তান ভূমিষ্ট হওয়ার ২১দিন আগেই সিজার, নবজাতকের মৃত্যু

    বরগুনার তালতলীতে সন্তান ভূমিষ্ট হওয়ার ২১দিন আগেই সিজার, নবজাতকের মৃত্যু

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    বরগুনার তালতলীতে সন্তান ভূমিষ্ট হওয়ার ২১দিন আগে সিজার, ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার কারণে নবজাতকের মৃত্যু হয়েছে

    ২৬ তারিখ সন্ধ্যায় উপজেলার হাসপাতাল সড়কের দোয়েল ক্লিনিকে এ ঘটনা ঘটে।

    জানা গেছে, উপজেলার ছোটবগী ইউনিয়নের গাববাড়ীয়া এলাকার রাজু মিয়ার স্ত্রী জাকিয়া বেগমের ডাক্তারী পরীক্ষায় আল্ট্রাসনোগ্রামের তথ্যমতে তার দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার ২১ দিন আগে সিজার করেন উপজেলার দোয়েল ক্লিনিকে। সেখানে শনিবার রাতে ওই রুগিকে সিজার করান কর্তব্যরত ডাক্তার প্রশেনজিৎ কুন্ড অনিক। সিজারের ২দিন পরই ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার কারনে মারা গেল ওই নবজাতক।

    নবজাতকের পিতা রাজু মিয়া বলেন, ওই ক্লিনিক থেকে আল্ট্রাসনোগ্রামের তথ্যে নবজাতক ভূমিষ্ট হওয়ার তারিখ রয়েছে আগামী ১৫ আগষ্ট। ক্লিনিক কর্তৃপক্ষের আমাকে ভূল বুঝাইয়া ও আমাকে ভয়ভীতি দেখাইয়া গত ২৩ জুলাই সিজার করেন।

    তারা আরও বলেন, এই মুহুর্তে সিজার না করলে বড় ধরনের সমস্যা হতে পারে। শিশুটিকে পটুয়াখালী ও বরিশালে নিয়ে যেতে পারেন তবে বরিশাল যে চিকিৎসা দেবে তা আমরাও দিতে পারবো। অথচ ক্লিনিক কর্তৃপক্ষের দারুন অবহেলার কারনে সিজারের ২দিন পরই পুত্র সন্তানটি মারা যায়।আমি হাসপাতাল কর্তৃপক্ষর বিচার চাই।

    কর্তব্যরত ডা. প্রশেনজিত কুন্ড অনিক বলেন, আমি ওটি’র ডাক্তার, শিশু বিশেষজ্ঞ নই। শিশুটি ভূমিষ্ট হওয়ায় জন্মগত ক্রুটি ছিল। ঠান্ডা আবহাওয়ার কারনে শিশুটিকে পটুয়াখালী ও বরিশালের শিশু বিশেষজ্ঞদের কাছে নিয়ে যেতে বলেছি।

    বরগুনার সিভিল সার্জন ডা. মো. ফজলুল হক বলেন, আমি এ ধরনের সংবাদ আগে পাইনি, এখন শুনলাম। তদন্ত সাপেক্ষে ওই ক্লিনিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • বাবুগঞ্জে ভাইয়ের স্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মুক্তিযোদ্ধার পুত্রকে কুপিয়ে যখম

    বাবুগঞ্জে ভাইয়ের স্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মুক্তিযোদ্ধার পুত্রকে কুপিয়ে যখম

    মো.নাসির উদ্দিন।
    বাবুগঞ্জ থেকে ফিরে।

    বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা হারুন অর রসিদের পুত্র কলেজ ছাত্র হাসান আল কাইয়ুম (পিয়াস) কে(২৫) ২৭ জুলাই বুধবার রাত আনুমানিক ৮ টায় চাচাত ভাই স্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদ করায় একই গ্রামের প্রতিপক্ষ আয়নাল প্যাদার পুত্র আলামিন (৩০) মুর্তাজা প্যাদার পুত্র রায়হান (২৩) সিরাজ উদ্দিন প্যাদার পুত্র আয়নাল (৫৫) ফসু প্যাদার পুত্র অলি (২৪) সালাম প্যাদার পুত্র সবুজ (২৭) মুক্তিযোদ্ধার পুত্র কলেজ পড়ুয়া ছাত্র পিয়াসকে কুপিয়ে রক্তাক্ত যখম করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

    এব্য্যাপারে বাবুগঞ্জ থানায় মামলার প্রস্তুতির কথা জানিয়েছেন আহতের পরিবারের লোকজন। অভিযোগ সুত্রে জানাগেছে আগরপুর স্টান্ডে গতকাল বুধবার পিয়াসকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত যখম করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

    এ ব্যাপারে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের প্রধান সঞ্জিত চন্দ্র শীল ঘটনার সত্যতা স্বীকার করে দোষিদের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নেয়ার কথা জানিয়েছেন।

    এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।

  • কালাইয়ে বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত

    কালাইয়ে বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ী এলাকায় বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ কালাই সিডিপি’র উদ্যোগে এ দিবসটি পালন করা হয়।

    সংস্থার ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ এমডি জুয়েল হোসেন।

    এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান ও গুড নেইবারস এর মেডিকেল অফিসার আলমাস জাহিদ খান।
    সংস্থার হেল্থ অফিসার মরিয়ম ইয়াসমিনের সঞ্চালনায় দিবসের আলোচনা সভায় অংশগ্রহণ করেন এলাকার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যরা।

  • চাটখিলে বিএমএসএফের আহবায়ক কমিটি গঠন

    চাটখিলে বিএমএসএফের আহবায়ক কমিটি গঠন

    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    চাটখিল,নোয়াখালী,বৃহস্পতিবার, ২৮ জুলাই,২০২২:
    নোয়াখালীর চাটখিলে স্কাইভিউ চাইনিজ এন্ড রেস্টুরেন্টের হলরুমে বৃহস্পতিবার সন্ধ্যায় “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম” (বিএমএসএফ) এর উপজেলা আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
    এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএমএসএফের যুগ্ম-সাধারন সম্পাদক কামরুল কানন।

    সাংবাদিক ও সমাজসেবক রুবেল ভুঁইয়ার সভাপতিত্বে এই অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
    আলোচনা শেষে দৈনিক আমাদের সময় পত্রিকার চাটখিল প্রতিনিধি মেহেদী হাছানকে (রুবেল ভূঁইয়া) আহবায়ক এবং দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার চাটখিল প্রতিনিধি ইয়াছিন চৌধুরীকে সদস্য সচিব করে ১৩ সদস্যের আহবায়ক কমিটি ঘোষনা করেন প্রধান অতিথি।

    কমিটির সদস্যরা হলেন কামরুল কানন (একাত্তর টিভি), আলাউদ্দিন (সম্পাদক আলোকিত নোয়াখালী)সাইফুল ইসলাম রিয়াদ(নোয়াখালীর বার্তা) , সিরাজুল ইসলাম হাসান(দৈনিক বর্তমান দিন),আনোয়ারুল আজিম(দৈনিক সংবাদ প্রতিদিন),মনির হোসেন সোহেল(দৈনিক গনমানুষের আওয়াজ/ চ্যানেল সিক্স) , ওমর ফারুক (বিডি টাইমস/ প্রিয় নোয়াখালী)ইসমাইল হোসেন সজিব(দৈনিক সকালের সময়),মাহবুবুর রহমান পিংকু (দৈনিক এই আমার দেশ।

    নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বিএমএসএফ ঘোষিত ১৪ দফা বাস্তবায়নে কাজ করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।

  • পাইকগাছায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে স্যার পিসি রায় সড়ক

    পাইকগাছায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে স্যার পিসি রায় সড়ক

    ইমদাদুল হক, পাইকগাছা,খুলনা।।
    খুলনার পাইকগাছার রাড়ুলী ইউনিয়নের স্যার পি সি রায় সড়কের ইট ও খোয়া,উঠে যত্রতত্র খানা-খন্দ হওয়ায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার পিসিরায়ের ২ আগষ্ট জন্মবার্ষিকীর আগেই সড়কটি সংস্কারের দাবী জানিয়েছে এলাকাবাসী।
    উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন রাড়ুলী। যেখানে ২ আগষ্ট ১৮৬১ সালে জন্ম গ্রহণ করেন জগদ্বিখ্যাত বিজ্ঞানী আচার্য স্যার প্রফুল্ল চন্দ্র রায় (পিসিরায়)। তার নামে একমাত্র ইটের সোলিং এর সড়কটি ইট খোয়া উঠে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এ সড়কের পাশে ১৮৫০ সালে প্রতিষ্ঠিত উপমহাদেশের প্রথম বালিকা বিদ্যালয়। আছে কলেজিয়েট ইন্সটিটিউট, হাট-বাজার ও বিভিন্ন প্রতিষ্ঠান। প্রতিদিন হাজার ছাত্র/ ছাত্রী ও সাধারণ জনগণ এ সড়কে চলাচল করতে যেয়ে চরম দুর্ভোগের শিকার হন। যত্রতত্র খানাখন্দ হওয়ায় ইঞ্জিন চালিত গাড়ী গুলো হেলে দুলে পড়ে। গাড়ীর চাকায় নোংরা পানি ছিচকে পথচারীদের জামা কাপড় নষ্ট করে দেয়। এব্যাপারে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, দ্রুত যাতে সড়কট সংস্কার করা যায় সে ব্যাপারে খুলনা-৬ সংসদ সদস্যের সাথে কথা বলেছি। রাড়ুলি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আতাউর রহমান জানান আগামী ২ আগষ্ট বিজ্ঞানী স্যার পিসি রায়ের জন্ম দিনের আগে সড়কটি সংস্কার জরুরি।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।