Blog

  • ছিনতাই করা চলন্ত বাসে যাত্রীদের ৩ ঘণ্টা জিম্মি করে ডাকাতি ও ধর্ষণ

    ছিনতাই করা চলন্ত বাসে যাত্রীদের ৩ ঘণ্টা জিম্মি করে ডাকাতি ও ধর্ষণ

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল ঈগল পরিবহণ নামে একটি বাস। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে পৌঁছালে এতে ১০-১২ জন যাত্রী ওঠেন। যাত্রীবেশে ওঠা এই যাত্রীরা বাসটির নিয়ন্ত্রণ নিয়ে বাকি যাত্রীদের জিম্মি করে ফেলে। হাত-মুখ ও চোখ বেঁধে অস্ত্রের মুখে টানা তিন ঘণ্টা জিম্মি করে রাখা হয় যাত্রীদের। এই পুরো সময় বাসটি চলন্ত অবস্থায় ছিল। এর মধ্যেই চলে ডাকাতি ও ধর্ষণ। মধুপুরের কাছে এসে বাসটি দুর্ঘটনার শিকার হলে স্থানীয়রা এসে যাত্রীদের উদ্ধার করেন।
    বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থেকে ছিনতাই করা বাসের যাত্রীদের সর্বস্ব লুটের পর নারী যাত্রীদের পালাক্রমে ধর্ষণের এ ঘটনা ঘটেছে আজ বুধবার ভোরে। আন্তজেলা ডাকাত দলের সদস্যদের এই ভয়াবহ কাণ্ডের শিকার হয়েছেন কুষ্টিয়া-চট্টগ্রাম চলাচলকারী ঈগল পরিবহনের যাত্রীরা।
    বাস যাত্রীদের কাছ থেকে জানা যায়, গতকাল মঙ্গলবার কুষ্টিয়া থেকে ঈগল পরিবহনের একটি বাস অন্তত ২৫ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি বঙ্গবন্ধু সেতু পার হলে যাত্রীবেশী ডাকাতেরা অস্ত্রের মুখে ঘুমন্ত যাত্রীদের হাত-মুখ ও চোখ বেঁধে জিম্মি করে। এর পর যাত্রীদের কাছে থাকা মোবাইল, টাকা, স্বর্ণালংকার লুট করে নেয়। পরে ডাকাত দলের সদস্যেরা গাড়িতে থাকা নারী যাত্রীদের ধর্ষণ করে বলে জানান একাধিক যাত্রী।
    টানা তিন ঘণ্টা যাত্রীদের ওপর চালানো নির্যাতনের পর টাঙ্গাইলের মধুপুর উপজেলার রক্তিপাড়া নামক স্থানে এসে বাসটির গতি থামিয়ে ডাকাত দল নেমে যায়। মুহূর্তের মধ্যেই চোখ-মুখ ও হাত বাঁধা যাত্রীদের নিয়ে বাসটি রাস্তার পাশের বালুর ঢিবিতে কাত হয়ে পড়ে দুর্ঘটনার শিকার হয়। স্থানীয়রা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন।
    কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বাসটিতে নাটোরের বড়াই গ্রামের বাসিন্দা ফল ব্যবসায়ী হাবিবুর রহমান যাত্রী হন রাত ১০টায়। তিনি নাটোরের তরমুজ চত্বর থেকে বাসে ওঠেন। তিনি আমড়া, কাঁঠাল ও তাল ঢাকায় বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিলেন।
    ঈগল পরিবহনে অনেক দিন ধরে নিয়মিত যাতায়াত করা এই ভুক্তভোগী যাত্রী বলেন, ‘আমরা বাসে উঠে ঘুমিয়ে পড়েছিলাম। আমাদের বাসটি সিরাজগঞ্জের কাছাকাছি “দিবারাত্রি হোটেলে” রাতের খাবারের জন্য বিরতি দেয়। বাসের অনেকেই ওই হোটেলে খাবার খান। আমিও ওই বাসের সুপারভাইজার রাব্বি ও সহযোগী দুলালের সাথে বসে খাবার খেয়েছি। আগে যে চালক বাস চালাতেন, আজ সেই চালক ছিলেন না। কড্ডার মোড়ে আসার পর গেঞ্জি, শার্ট পরা ১০-১২ জন যাত্রী ওঠেন। তাঁদের প্রত্যেকেরই পিঠে ব্যাগ ছিল। তাঁরা বাসের খালি সিটগুলোতে বসে পড়েন। বাসটি বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর যাত্রীবেশে ওঠা এই ডাকাত দলের সদস্যেরা অন্য ঘুমন্ত যাত্রীদের অস্ত্রের মুখে একে একে বেঁধে ফেলে। একই সঙ্গে প্রত্যেক যাত্রীর চোখ ও মুখ বেঁধে জিম্মি করে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। এমনকি শিশুদেরও একই কায়দায় বেঁধে রাখে তারা। পরে সব যাত্রীর কাছ থেকে মোবাইল, টাকা, গয়না লুট করে নেয়। তার পর নারী যাত্রীদের ওপর পাশবিক নির্যাতন চালায়।’
    হাবিবুর রহমান বলেন, ‘আমার পাশে বসা নারীকে চার দফায় ধর্ষণ করা হয়েছে বলে আমি অনুধাবন করতে পেরেছি। আমরা অসহায় ছিলাম। হাত, মুখ, চোখ বাঁধা ছিল। কিছুই করতে পারিনি। টানা তিন ঘণ্টা আমরা ওই বাসটিতে জিম্মি ছিলাম। বাসটি কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে, আমরা কিছুই জানি না। দুর্ঘটনায় শিকার হওয়ার পর আমরা জানতে পারি, টাঙ্গাইলের মধুপুরের রক্তিপাড়া এলাকায় আছি।’
    এদিকে খবর পেয়ে কুষ্টিয়া থেকে মধুপুরে আসেন ঈগল পরিবহনের ব্যবস্থাপক আয়নাল হোসেন। গাড়িটির চালক ও সহযোগীদের বরাত দিয়ে তিনি বলেন, ‘মির্জাপুরের পাকুল্লা এলাকার একটি ফাঁকা মাঠে বাসটি ঘুরিয়ে টাঙ্গাইলের দিকে নিয়ে নেওয়া হয়। পরবর্তীতে বাসটিকে ময়মনসিংহের মহাসড়কের মধুপুরের দিকে নেয় ডাকাতেরা।’
    বাসের নারী যাত্রী কুষ্টিয়ার দৌলতপুর থানার তারাগুনিয়া গ্রামের শিল্পী বেগম বলেন, ‘আমি আমার অসুস্থ মেয়েকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিলাম। আমাদের সবাইরে হাত, মুখ, চোখ বাইন্দা ডাকাতরা সব লুট কইরা নিছে। আমার স্বামী পিয়ার আলিকে ছুরি দিয়ে আঘাত করছে। আমার কাছ থিকা ৩০ হাজার টাকা নিয়া গেছে।’ ওই বাসে থাকা অন্য নারী যাত্রীরা নির্যাতনের শিকার হয়েছেন বলে জানান তিনি।
    বাসটিতে করে বেসরকারি চাকরিজীবী নারায়ণগঞ্জের বাসিন্দা আব্দুর রশিদ নাটোর থেকে বাড়ি যাচ্ছিলেন অসুস্থ মাকে দেখার জন্য। সঙ্গে ছিল বেতনের ২২ হাজার ৮০০ টাকা। এর মধ্যে ১০০ টাকা রেখে বাকি পুরো টাকাই ডাকাতেরা নিয়ে গেছে বলে জানান তিনি।
    বাসযাত্রী হাবিবুর রহমান বলেন, ‘স্থানীয় বাসিন্দারা আমাদের উদ্ধার করেছেন। রক্তিপাড়া জামে মসজিদের ইমাম আমাকে নাশতাও করিয়েছেন।’সংবাদ পেয়ে মধুপুর থানা-পুলিশ তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। গাড়িতে থাকা দেশীয় অস্ত্র উদ্ধারের কথা স্বীকার করেছেন মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক। বিকেল ৫টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ডিবি পুলিশের একটি দল তদন্তকাজ চালাচ্ছে। পুলিশের সহযোগিতায় একদল উদ্ধারকর্মী বাসটি উদ্ধার করছেন। টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ঘটনাস্থল পরিদর্শন করে থানায় এসে বাসযাত্রী ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেছেন। এ সময় ময়মনসিংহ থেকে আসা ডিএনএ পরীক্ষাগারের কর্মীদের থানায় অবস্থান করতে দেখা গেছে।
    এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন বলেন, ‘ঘটনাটি তদন্তাধীন। বাসের এক যাত্রী বাদী হয়ে মামলা করবেন বলেও জানিয়েছেন।’

  • পানছড়িতে মনসা পুঁথিপাঠে নারীদের জমজমাট আসর

    পানছড়িতে মনসা পুঁথিপাঠে নারীদের জমজমাট আসর

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।

    খাগড়াছড়ির পানছড়িতে মনসাপূজা উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে এসে বাড়ির উঠানে দলবেঁধে বসে মনসার পুঁথি পাঠ করছেন নারীরা।এই সময় বিভিন্ন গানের সুরের সঙ্গে একজন নারী পুঁথির কলি পাঠ করছেন এবং অন্য নারীরা তাতে ঠোঁট মিলিয়ে গেয়ে যাচ্ছেন।

    ০৩ আগষ্ট (বুধবার) বেলা ৪টার সময় পানছড়ি আদি ত্রিপুরা পাড়া এলাকায় মহাশ্মশান শিব মন্দির কমিটির সভাপতি পূর্ণ আশ্চর্য এর বাড়িতে নারীদের এই আসরের এ দৃশ্য দেখা যায়।

    জাতি-বর্ণ নির্বিশেষে হিন্দু সম্প্রদায় দেবী মনসার পূজা আষাঢ়-শ্রাবণ মাসে পালন করে। বর্ষার প্রকোপে এ সময় সাপের বিচরণ বেড়ে যায়, তাই সাপ থেকে রক্ষা পাওয়ার জন্য ভক্তকূল দেবীর আশ্রয় প্রার্থনা করে। এছাড়া ধন-সম্পদ, সন্তান-সন্তুতির জন্য সর্পদেবীর ভক্ত তার দ্বারস্থ হয়। মনসা একজন লৌকিক দেবী। তবুও তার অসাধারণ জনপ্রিয়তার কারণে হিন্দু সমাজের সকল সম্প্রদায় তাকে দেবী হিসেবে মর্যাদা দেয়। মনসার পূজা উপলক্ষে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার গ্রামীণ নারীরা শ্রাবণ মাসের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত বাড়ি বাড়ি ঘুরে মনসার পুঁথি পাঠ করেন। পুঁথিপাঠের আসরের এ আয়োজন চলে আসছে কয়েক যুগ ধরে। সংসারের কাজকর্ম সেরে বেলা তিনটা থেকে পুঁথিপাঠে অংশ নেন নারীরা।

    সবিতা সাহা (৫০) বলেন,আমরা অনেক বছর যাবত মনসার পূজা উপলক্ষে আমরা পুঁথি পাঠ করি। আমি ছোট বয়স থেকে মা–কাকিমাদের সঙ্গে পুঁথিপাঠের আসরে যেতাম। এখন গ্রামের বউ–ঝিদের সঙ্গে পালা করে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে পুঁথি পাঠ করি।’

    পানছড়ি মহাশ্মশান কমিটির সভাপতি পূর্ণ আশ্চর্য বলেন, মনসার পুঁথিপাঠের বিষয়টি শুধুই ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি একই সঙ্গে সংস্কৃতির অংশ। মনসার কাহিনি নিয়ে কালজয়ী সাহিত্য রচিত হয়েছে। তবে অঞ্চলভেদে পুঁথি ও তার পঠনরীতি আলাদা। শ্রাবণ মাসের প্রথম দিন থেকে এই পুঁথিপাঠ আরম্ভ হয়, চলে মাসব্যাপী।

    পালাগান, কবিগান ও পুঁথিপাঠের আসর মানুষের মাঝে দারুণ প্রভাব ফেলে। অসাম্প্রদায়িক চেতনার বিকাশে গ্রামীণ ও লোকজ সংস্কৃতির এ ধরনের অনুষ্ঠানে নানা বর্ণের মানুষের ভিড় থাকত চোখে পড়ার মতো। একসময় গ্রামেগঞ্জে প্রতিনিয়ত এসব অনুষ্ঠান হলেও কালের বিবর্তনে তা হারিয়ে যাচ্ছে।

  • মধুপুরে কন্দাল ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত

    মধুপুরে কন্দাল ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত

    আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুরে কন্দাল ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার(০৩ আগস্ট) দুপুরে উপজেলার শোলাকুড়ি দিঘির পাড়ে মধুপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু। এসময় উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসাইন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী, শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন প্রমুখ। উক্ত মাঠ দিবসে এলাকার কৃষক কৃষাণীগন উপস্হিত ছিলেন। উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষিকর্মকর্তাগন উপস্হিত ছিলেন।

  • মোংলায় মোবাইল কোর্টে ৬ দোকানীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড

    মোংলায় মোবাইল কোর্টে ৬ দোকানীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড

    মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
    নোংরা পরিবেশ, মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে মোংলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার ভোক্তা অধিকার আইনে বুধবার দুপুরের পর পৌর শহরে আকস্মিক এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় তিনি শহরের শেখ আঃ হাই সড়ক ও কমিশনার সফিউল্লাহ সড়কের আশপাশের দোকানপাটে অভিযান চালান। অভিযানে একটি বেকারী, একটি মুদি দোকান, একটি মিষ্টির দোকান ও তিনটি ওষুধের দোকান মালিককে নগদ ১৫ হাজার টাকার অর্থদন্ড দেন তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক বাসুদেব কুমার বিশ্বাসসহ পুলিশ ও আনসার সদস্যরা।
    উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক বাসুদেব কুমার বিশ্বাস বলেন, বাজার মনিটরিংকালে যেসব দোকানীদের মধ্যে অনিয়ম পাওয়া যায় তাদেরকে জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, বিশেষ করে বেকারী, মিষ্টি, ওষুধ ও মুদিসহ বিভিন্ন পণ্যের দোকানীদের বার বার ভোক্তা অধিকার আইন মেনে বেচা-কেনা করার জন্য নির্দেশনা দেয়া হলেও তা তারা কোনভাবেই মানছেন না। তাই ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সকলকে সর্তক করার পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

  • লালমনিরহাটে ফেন্সিডিল উদ্ধার আসামী পলাতক

    লালমনিরহাটে ফেন্সিডিল উদ্ধার আসামী পলাতক

    মো.হাসমত উল্ল্যাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার ৫নং চন্দ্রপুর, ইউনিয়ন উত্তর বালাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য ১৪১বোতল ফেন্সিডিল উদ্ধার করেন কালীগঞ্জ থানার পুলিশ।

    লালমনিরহাটের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)এ টি এম গোলাম গোলাম রসুল, আই জিপি ব্যাজ প্রাপ্ত এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ নুরুজ্জামান, ও সঙ্গীয় ফোর্স সহ কালীগঞ্জ থানাধীন ৫নং চন্দ্রপুর, ইউনিয়নের ইউনিয়নের উত্তর বালাপাড়া মৌজায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ১৪১বোতল ফেনসিডিল উদ্ধার করেন। আসামীরা পুলিশের উপস্থিতির টের পেয়ে সকলে সুকৌশলে পালিয়ে যায়।

    পলাতক আসামীরা হলে মোঃ রুবেল মিয়া, জোবাউল ইসলাম। পলাতক আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়।মামলা নাম্বার নং ০১ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৩(গ)/৩৮/৪১ রুজু করা হয়।

    কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) এ টি এম গোলাম গোলাম রসুল, আই জিপি ব্যাজ প্রাপ্ত, জানান গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার ৫নং চন্দ্রপুর ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ১৪১বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করেন কালীগঞ্জ থানার পুলিশ।

    হাসমত উল্ল্যাহ।।

  • জয়পুুরহাটে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত

    জয়পুুরহাটে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত

    রিদয় হোসেন(সদর জয়পুুরহাট) প্রতিনিধিঃ-

    জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ আইয়ুব আলী (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জয়পুরহাট-হিলি রোড়ের হিচমী বাইপাস সড়কে এ দুর্ঘটনায় ঘটে।

    নিহত যুবক আইয়ুব আলী জেলার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের পার্বতীপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে বলে জানা গেছে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্ত্রী তালাক দেওয়ার জন্য জয়পুরহাটে আসছিল আইয়ুব আলী। আসার পথে জয়পুরহাট-হিলি রোড়ের হিচমী বাইপাস পার হওয়ার সময়ে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। সে সময়ে ট্রাকের নিচে পড়ে নিহত হন আইয়ুব আলী। পরে নিহিতের লাশটি হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

    জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি)একেএম আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জয়পুরহাট-হিলি রোড়ের হিজমি মোড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর আইয়ুব আলী ট্রাকের নিচে পড়ে নিহত হয়েছে। পরে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

  • আক্কেলপুরে সারের দাম বেশি নেওয়ায় পাঁচ  ব্যবসায়ীকে জরিমানা

    আক্কেলপুরে সারের দাম বেশি নেওয়ায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় কৃষকদের কাছ থেকে ইউরিয়া সারের দাম বেশি নেওয়ায় পাঁচ
    ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

    বুধবার(০৩ আগস্ট) দুপুরে আক্কেলপুর উপজেলার বিভিন্ন সারের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

    এ পাঁচ ব্যবসায়ীর কাছ থেকে মোট ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন আক্কেলপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুল হাসান।

  • জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের আরো বেশি ঐক্যবদ্ধ হতে হবে: ড. শ্রী বীরেন শিকদার

    জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের আরো বেশি ঐক্যবদ্ধ হতে হবে: ড. শ্রী বীরেন শিকদার

    এইচ,এম রাজীব

    হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষে মাগুরার শালিখায় উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি ও এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড শ্যামল কুমার দে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক যুব-ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, মাগুরা জেলা আওয়া মীলীগের সাধারণ সম্পাদক ও মাগুরা জেলা পরিষদের প্রশাসক বাবু পংকজ কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা আওয়ামীলীগের সহসভাপতি বাশুদেব কুন্ডু, শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড কামাল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা, উপজেলা কৃষকলীগের সভাপতি বাবু রামমোহন দে মন্ডল, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর। এছাড়া উপজেলা আওয়ামীলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, যুবলীগ এবং ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিয়াচুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. শ্রী বীরেন শিকদার বলেন, দেশবিরোধী কুচক্রী মহলের ষড়যন্ত্রকে প্রতিহত করতে নবগঠিত শালিখা উপজেলা আওয়ামীলীগের নেতা কর্মীদের অতীতের চেয়ে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। পাশাপাশি যে কোন ষড়যন্ত্রের মোকাবেলায় সকলকে অগ্রনী ভূমিকা পালনের আহবান জানান তিনি। অনুষ্ঠানে প্রথমেই এ্যাড শ্যামল কুমার দে কে সভাপতি ও ইলিয়াচুর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষনা করে উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট একটি পূনাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।

  • মাগুরা-২ আসনের সাংসদ এর সঙ্গে শালিখা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

    মাগুরা-২ আসনের সাংসদ এর সঙ্গে শালিখা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

    এইচ,এম রাজিব

    মাগুরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক যুব- ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এর সঙ্গে গতকাল মঙ্গলবার রাত ৯ টায় তাঁর মাগুরা বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন শালিখা রিপোর্টার্স ইউনিটির নব নির্বাচিত সদস্যবৃন্দ। এ সময় ড. শ্রী বীরেন শিকদার এর হাতে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক তুলে দেন শালিখা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহীদুজ্জামান চাঁদ, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সহ সভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক এইচ এম রাজিব,সহ-সাংগঠনিক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহিনুর রহমান, প্রচার সম্পাদক আবু হুরায়রাসহ আরো অনেক । জনবান্ধব ও সাংবাদিকবান্ধব একজন নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পেরে শালিখা রিপোর্টার্স ইউনিটির নব নির্বাচিত সদস্য বৃন্দ মহান এই নেতার প্রতি অশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • শেরপুরে রিক্সা চালকের টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারী অস্ত্রসহ গ্রেপ্তার

    শেরপুরে রিক্সা চালকের টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারী অস্ত্রসহ গ্রেপ্তার

    মাসুম বিল্লাহ,শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
    বগুড়া জেলার শেরপুর থানায় তিনজন ছিনতাইকারীকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার।
    মাননীয় পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় শেরপুর থানাকে অপরাধ মুক্ত করার লক্ষ্যে শেরপুর থানা, বগুড়া অভিযান টিম কর্তৃক শেরপুর থানার মামলা নং-০১, তারিখ-০১/০৮/২০২২, ধারা-৩৯৪ পেনাল কোড সংক্রান্তে অভিযান পরিচালনা করিয়া তিনজন ছিনতাইকারীকে অদ্য ০১/০৮/২০২২ খ্রিঃ দুপুর অনুমান ১৩.৩০ ঘটিকার সময় শেরপুর পৌরসভাধীন শেরপুর ধুনট মোড় এলাকা হইতে ৩টি মোবাইল ফোন, ৩টি ধারালো চাকু ও ৭২০/-টাকা উদ্ধার করতঃ নিম্ন বর্নিত আসামীদের গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
    গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ
    আসামী ১। মোঃ রাব্বি পোদ্দার (২১), পিতা-মোঃ ফজলু পোদ্দার, গ্রাম-পশ্চিম দত্তপাড়া, ২। মোঃ সাজ্জাদ আহাম্মেদ ওরফে প্লাবন (২১), পিতা-মোঃ রাজু আহাম্মেদ, গ্রাম-শেরুয়া বটতলা, ৩। মোঃ খলিল ইসলাম ওরফে আকাশ (১৭), পিতা-মোঃ নুরু শেখ, গ্রাম-হামছায়াপুর, সকলের থানা-শেরপুর, জেলা-বগুড়া।