Blog

  • তারাকান্দায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালিত।

    তারাকান্দায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালিত।

    আরিফ রববানী ময়মনসিংহ।
    তারাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩তম জন্মবার্ষিকী ব্যাপক জাক-জমক ও উৎসব মূখর পরিবেশে পালিত হয়েছে।

    শুক্রবার (৫আগষ্ট) দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফুলপুর তারাকান্দা আসনের জাতীয় সংসদ সদস্য শরীফ আহমেদ এমপি। এসময় অন্যান্যদের মাঝে উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.ফজলুল হক,সহকারী কমিশনার ভূমি জিন্নাত শহীদ পিংকী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার খাতুন সহ স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা শেষে জন্মবার্ষিকী কে স্মরণীয় করে রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপন করা হয়। এছাড়াও মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

  • পানছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামাল এর জন্মবার্ষিকী পালিত

    পানছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামাল এর জন্মবার্ষিকী পালিত

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যোষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৫ আগষ্ট) সকাল ১০ টার সময় পানছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

    এই সময় পানছড়ি উপজেলার নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ,চেঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা,উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শফিকুল আলম, সাংবাদিক মিঠুন সাহা এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাও বক্তব্য রাখেন। ।এতে সঞ্চালনা করেন পানছড়ি যুব উন্নয়ন এর সহকারী কর্মকর্তা গিয়াস উদ্দিন।আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল এর জন্মবার্ষিকীতে যুব উন্নয়ন এর পক্ষ থেকে আমের চারা গাছ বিতরণ করা হয়।

  • পানছড়িতে ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মতবিনিময় সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে

    পানছড়িতে ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মতবিনিময় সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি

    ঐক্য,শিক্ষা,সংস্কৃতি, প্রগতি এই স্লোগানে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ও পানছড়ি উপজেলা শাখার আয়োজনে খাগড়াছড়ির পানছড়িতে সাংগঠনিক সফর ও মতবিনিময় সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৫ আগষ্ট) সকাল ১১টার সময় ত্রিপুরা কল্যাণ সংসদ পানছড়ি উপজেলা শাখার নিজস্ব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এই সময় ত্রিপুরা কল্যাণ সংসদ পানছড়ি উপজেলা শাখার সভাপতি বাদশা কুমার ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুশীল জীবন ত্রিপুরা।

    এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা প্রভাংশু ত্রিপুরা,সুরেশ মোহন ত্রিপুরা।এতে সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাংগঠনিক সম্পাদক কাজল বরণ ত্রিপুরা।।

    এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরা কল্যাণ সংসদ পানছড়ি শাখার সাধারণ সম্পাদক অপূর্ব ত্রিপুরা,পানছড়ি আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ,ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম, পানছড়ি উপজেলা শাখার নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    সংগঠনকে আরও গতিশীল কর‍তে আগামীতে বিভিন্ন উদ্যোগ ও কর্ম পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন বক্তারা।আলোচনা শেষে সংগঠনের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন সকলে।

  • পানছড়িতে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে  শেখ কামাল এর জন্মবার্ষিকী পালিত

    পানছড়িতে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শেখ কামাল এর জন্মবার্ষিকী পালিত

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যোষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৫ আগষ্ট) সকাল ৯ টার সময় পানছড়ি উপজেলা আআওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

    এই সময় পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মোমিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য জয়নাথ দেব,
    উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নুর মোহাম্মদ,যুগ্ন সাধারণ সম্পাদক ইউসুফ আলী,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উজ্জ্বল চৌধুরী, আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি অরুণ কুমার শীল, যুবলীগের সভাপতি আল আমিন,।

    এইসময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হারুনর রশীদ, নজরুল ইসলাম মোমিন,ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সেবা ডায়াগনস্টিক সেন্টার’র পদযাত্রা মহালছড়িতে

    সেবা ডায়াগনস্টিক সেন্টার’র পদযাত্রা মহালছড়িতে

    (রিপন ওঝা, মহালছড়ি)

    মহালছড়িতে আজ ৫আগস্ট সকাল ১০.০০ঘটিকায় ১ম বারের মতো সেবা ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে পদযাত্রা শুরু হয়েছে।

    আজকে উদ্বোধনের শুভদিনে ডাক্তারগণ চিকিৎসা সেবা ফ্রি দেয়ায় রোগী অনেক উপস্থিত ছিলেন। তাই ডাক্তার দীপা ত্রিপুরা শুক্লা, ডাক্তার মো ইসতিয়াকুর রহমান ও প্রতিটি ইউনিয়ন হতে দেড় শতাধিক রোগী চিকিৎসা সেবা নেয়ার জন্যে উপস্থিত ছিলেন।

    ফিতা কেটে উদ্বোধনের পরেই পবিত্র গ্রন্থ পাঠ করানো হয় এবং সংক্ষিপ্ত আকারে আলোচনা সভার আয়োজন দিয়ে উদ্বোধন অনুষ্ঠানটি সুসম্পন্ন করা হয়।

    উক্ত এ মহতী সময়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ১নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুনীল দাশ উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

    উক্ত এ মহতী সময়ে রিপন ওঝা’র সঞ্চালনা করেন।

    উক্ত সেবা ডায়াগনস্টিক সেন্টারের সেবাসমূহ হচ্ছে কম্পিউটারাইজড প্যাথলজি, হেমাটোলজি, বায়োকেমেস্ট্রি, ইমিউনোলজি, সিরাম ইলেকট্রোলাইট, হরমোন টেস্ট, আল্ট্রাসনোগ্রাফী, ডিজিটাল এক্সরে, ইসিজি, টিকাদান, মেডিকেল চেকআপ ধারাবাহিকক্রমে বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক চেম্বার পরিচালিত হবে।

  • কুড়িগ্রামে নেই পাঠদান কার্যক্রম, তবুও এমপিওভুক্তি

    কুড়িগ্রামে নেই পাঠদান কার্যক্রম, তবুও এমপিওভুক্তি

    কুড়িগ্রাম প্রতিনিধি:

    কুড়িগ্রামে এমপিওভুক্তির তালিকায় ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই পাঠদান কার্যক্রম, তবুও এমপিওভুক্তি। প্রতিষ্ঠানে সাইন বোর্ড টাঙ্গিয়ে শিক্ষা কার্যক্রম আছে শুধু কাগজ কলমে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ঝড়ে পড়া শিক্ষার্থীকে ভর্তি করে শুধু পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করানোসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে।

    গত ৬জুলাই সারাদেশের ন্যায় কুড়িগ্রাম জেলায় ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। এসব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নাগেশ্বরী উপজেলার বানূরখামার নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চন্ডিপুর আদর্শ নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, মমিনগঞ্জ নিন্ম মাধ্যমিক বিদ্যালয় ও আস্করনগর এ এস নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান স্কুল নামমাত্র স্কুল চালিয়ে এমপিওভুক্তির জন্যর অপেক্ষার প্রহর গুনতে থাকেন আর শিক্ষক ও কর্মচারী রদবদলে নিয়োজিত। প্রতিষ্ঠান চারটি প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা কার্যক্রম আছে শুধু কাগজ কলমে। প্রতিষ্ঠানের নিজস্ব জায়গা থাকলেও ভবন ও পাঠদানের জন্য উপযুক্ত নেই কোনো শ্রেণিকক্ষ এবং ছিলো না তেমন ছাত্র-ছাত্রী। কখনোই নিয়মিত ক্লাস হতো না। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ঝড়ে পড়া শিক্ষার্থীকে ভর্তি করে শুধু পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করানো হতো। দুপুরে জাতীয় পতাকা উত্তোলন করতেন এবং বিকাল হলে নামাতেন।

    এমপিওভুক্তি ঘোষণার পরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বানূরখামার নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চন্ডিপুর আদর্শ নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, মমিনগঞ্জ নিন্ম মাধ্যমিক বিদ্যালয় ও আস্করনগর এ এস নিন্ম মাধ্যমিক বিদ্যালয় ভবনের পরিত্যক্ত কক্ষগুলো সংস্কার করতে ব্যস্ত সময় পাড় করছেন প্রধান শিক্ষক ও সভাপতি। কক্ষে অনেক চেয়ার-বেঞ্চ ভেঙ্গে এখনো এলোমেলোভাবে পড়ে আছে। কক্ষের ভেতরে ময়লার স্তর দেখে মনে হয় কখনো এখানে পাঠদান কার্যক্রম চলেনি।

    একাধিক স্থানীয়দের অভিযোগ-মতে, বানূরখামার নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল হক গত ২০০৩সালে স্কুল প্রতিষ্ঠা করেন এবং পাশাপাশি নাগেশ্বরী ডিএম একাডেমিক উচ্চ বিদ্যালয়ে চাকরী করতেন ও প্রতিষ্ঠানে বেতন না থাকায় কয়েকজন সহকারী শিক্ষক-কর্মচারী চাকরী বাদ দিয়ে অন্য পেশা বেছে নিয়েছেন এবং অনিয়িমিতভাবে চলতো বিদ্যালয়টি। অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক জহুরুল হক তদবির করে প্রতিষ্ঠান এমপিওভুক্ত করে বর্তমানে বেকডেটে শিক্ষক ও কর্মচারী নিয়োগে লাখ লাখ টাকার বানিজ্য করছেন।

    চন্ডিপুর আদর্শ নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোস্তম আলী ও শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন বেতন না পাওয়ায় স্কুল বন্ধ করে জীবনের তাগিদে অন্যত্র কাজ করতেন। এ সুযোগে অত্র প্রতিষ্ঠানে দীর্ঘ ১০বছর ধরে নুরানী ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষা কার্যক্রম চলতো। এমপিওভুক্ত হওয়ার সাথে সাথেই প্রধান শিক্ষক রোস্তম আলী স্থানীয় জন-প্রতিনিধিদের সহযোগিতা নিয়ে বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী নিয়োগ বাণিজ্য করছেন।

    মমিনগঞ্জ নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের কোন ঘর না থাকায় প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস কৃষি কাজে ব্যস্ত ছিলেন। এবারে তিনি ঢাকা গিয়ে তদবির করায় বিদ্যালয় এমপিওভুক্ত করতে হয়েছে। প্রধান শিক্ষক স্কুল চালাতেন কাগজে কলমে এবং ছিলোনা কোন ভবন ও শ্রেণিকক্ষ। তবে চলতি বছর বল্লভেরখাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এলজিএসপির উন্নয়ন খাতের প্রকল্প দিয়ে একটি টিনসেট ঘর নির্মাণ করে দেন। তিনিও শিক্ষক-কর্মচারী নিয়োগ বাণিজ্যে ব্যস্ত।

    আস্করনগর এ এস নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল হকের একই অবস্থা। নেই বিদ্যালয়ে পাঠদান শুধু প্রতিষ্ঠান চলছে কাগজে কলমে।

    বানূরখামার নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল হক বলেন, আমি এখন ব্যস্ত আছি। পরে কথা হবে।

    চন্ডিপুর আদর্শ নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোস্তম আলী বলেন, ইতিপূর্বে টিনশেড ঘর ভেঙে যাওয়ায় স্কুল দীর্ঘদিন বন্ধ ছিলো তাই বিদ্যালয়ে নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা চলতো। প্রতিষ্ঠানে এমপি এসেছে। আমাদের আর কোন ভয় নেই।

    মমিনগঞ্জ নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস বলেন, প্রতিষ্ঠানে কোন ঘর না থাকায় পাঠদান করতে পারিনি। এখন থেকে নিয়মিত পাঠদান করবো।

    আস্করনগর এ এস নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল হক বলেন, আপনাদের যা লেখার লেখেন বুঝেন তো আমাদের প্রতিষ্ঠান এখন এমপিওভুক্ত।

    নাগেশ্বরী উপজেলা শিক্ষা অফিসার কামরুল ইসলাম বলেন, শিক্ষা মন্ত্রীর কড়া নির্দেশ কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া মাত্র তদন্ত সাপেক্ষে উদ্ধর্তন কতৃপক্ষকে অবগত করা হবে।

    দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোঃ কামরুল ইসলাম বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে তদন্ত পুর্বক সত্যতা প্রতিবেদন পেলে ব্যবস্থা নেয়া হবে।

  • টংগিবাড়ী আউটশাহীর মির্জানগরের  দেলোয়ারের উপর হামলা কারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

    টংগিবাড়ী আউটশাহীর মির্জানগরের দেলোয়ারের উপর হামলা কারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

    মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

    গতকাল শুক্রবার বিকাল ৫টায় মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ীথানাধীন আউটশাহীর মির্জানগরের বাসিন্দা মুদি দোকানদার দেলোয়ারের উপর হামলা কারিদের গ্রেফতার ও কোর্টে মিথ্যা মামলা করার প্রতিবাদে একালা বাসির মানববন্ধন

    সরেজমিনে গিয়ে জানাযায় যে গত ২০ জুলাই ২০২২ খ্রীঃ বেলা ১টার সময়ে দেলোয়ারের দোকানে এসে হামলা চালায়।
    এবং দেলোয়ার (৪৫) এর ডান হাত ভেঙ্গে দেয়। দেলোয়ার চিকিৎসা করাতে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্যকম্পেকেক্স এ যান সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
    চিকিৎসা করার পড় টংগিবাড়ী থানায় অভিযোগ দায়ের করতে যান।
    প্রথমে দেলোয়ার এর থানায় অভিযোগ পত্র গ্রহন করেননি
    এ সুযোগে প্রতিপক্ষের পক্ষে রাশেদা বেগম, ২১ জুলাই ২০২২ খ্রীঃ আমলী আদালত টংগিবাড়ী থান মুন্সীগঞ্জ কোর্টে একটি কাউন্টার মামলা দায়ের করেন যাহার মামলা নং সি আর ২৪১/২০২২ পরবর্তী তে দেলোয়ারের মামলা গ্রহন করাহয় ২৮ জুলাই ২০২২ খ্রীঃ যাহার মামলা নং ১৬/১৩১ আসামী
    ১/আনিক বেপারী (২৮) পিতা বুলু বেপারী ২/শামীম, বুলু বেপারী , ৩/ বুলু বেপারী পিতা মৃত্যু মাহমুদ বেপারী, ৪/ রাশেদা বেগম স্বামী বুলু বেপারী, সর্ব সাং মির্জানগর, এলাকা বাসির অভিযোগ দেলোয়ার কে প্রতিপক্ষ মেরে ডাল হাত ভেঙ্গে দিয়ে আবার কাউন্টার মামলা দিলো।
    দেলোয়ার থানায় অভিযোগ করে ও বিচার পাচ্ছেন না আসামীরা আবার দেলোয়ার কে হুমকি দিচ্ছে দেশে কি গরিবের বিচার নাই। সে জন্য আমরা মানববন্ধন করছি বিচার না পেলে
    আমরা মুন্সীগঞ্জ কোর্টে মানববন্ধন করবো।

  • সুজানগরে গাঁজাসহ আটক যুবলীগ নেতা বহিষ্কার

    সুজানগরে গাঁজাসহ আটক যুবলীগ নেতা বহিষ্কার

    এম এ আলিম রিপন ঃ গাঁজাসহ পুলিশের হাতে আটক পাবনার সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো.মানিক প্রামানিককে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বুধবার রাতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ পাবনা জেলা শাখার আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি ও যুগ্ন আহবায়ক মো. শিবলী সাদিক সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে উপজেলার ভাঁয়না ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মানিক প্রামানিককে (৪৫) গাঁজাসহ মঙ্গলবার রাতে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হওয়ায় বুধবার পাবনা কোর্টে প্রেরণ তাকে প্রেরণ করে থানা পুলিশ। সে ভাঁয়না ইউনিয়নের চর চলনা(চরপাড়া) গ্রামের মৃত আনছার আলী প্রামানিকের ছেলে। সুজানগর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান জানান, দলের ভাবমূর্তি নষ্ট ও শৃঙ্খলা ভঙ্গের কারণে মানিক প্রামানিকের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।।

  • পাইকগাছায় আলোচিত সেই ম্যারাথন পকেটমার আটক

    পাইকগাছায় আলোচিত সেই ম্যারাথন পকেটমার আটক

    পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
    পাইকগাছার কপিলমুনিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতীমন্ত্রীর আগমনী অনুষ্ঠানস্থল ঘিরে ম্যারাথন পকেট মারীর ঘটনার মূল নায়ককে গ্রেফতার করেছে রুপসা থানা পুলিশ। খুলনা জেলার পাইকগাছা থানা পুলিশের প্রেরিত এক বার্তার সূত্র ধরে উপরোক্ত এলাকায় অভিযান চালিয়ে মাত্র দু’দিনের মধ্যে তাকে আটক করা হয়েছে বলে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত পরবর্তীতে প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হবে বলে জানান পুলিশের ঐ সূত্র। এদিকে সর্বশেষ তাকে পাইকগাছা থানায় নেয়া হচ্ছে। প্রসঙ্গত, গত ২ আগস্ট বিশ্ববরেণ্য বিজ্ঞানী স্যার পিসিরায়ের ১৬১ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যাওয়ার পথিমধ্যে সকালে সরকারের সংষ্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ (এমপি) কপিলমুনি বদ্ধভূমি (স্মৃতিসৌধ) পরিদর্শন করেন। এসময় অতিরিক্ত ভীঁড়ের চাপে ব্যাপক ম্যারাথন পকেটমারীর ঘটনা ঘটে। বিষয়টি দেশের বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক ভাবে প্রকাশ হলে নড়েচড়ে বসে প্রশাসন।

  • পাইকগাছার লতা ইউনিয়নে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকীর প্রস্তুতি সভা

    পাইকগাছার লতা ইউনিয়নে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকীর প্রস্তুতি সভা

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পাইকগাছার লতা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে লতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি নির্মল চন্দ্র বৈদ্য।
    প্রধান অতিথি ছিলেন লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। স ালনা করেন লতা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঙ্গল চন্দ্র মন্ডলের স ালনায় বক্তব্য রাখেন লতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি প্রকাশ সরকার টুকু, সাংগঠনিক সম্পাদক সোহরাপ হাওলাদার, আওয়ামীলীগ নেতা- ভূধর বিশ্বাস, কালিপদ বিশ্বাস, আজিজ সরদার, মোতালেব সানা, অর্জুন মন্ডল, মদন মোহন মন্ডল, অনিল সরকার, তারক মন্ডল, গৌতম রায়, দীনেশ মন্ডল, হাসান সরদার, আলমগীর খলিফা, ইউপি সদস্য পুলকেশ রায়, স্বপন মন্ডল, কুমারেশ মন্ডল, শওকত হাওলাদার, মহিলা সদস্যা- রীনা পারভিন, বিনতা বিশ্বাস, চম্পা বেগম, যুবনেতা- রথীন্দ্রনাথ বিশ্বাস, মৃগাঙ্ক বিশ্বাস, নিউটন মিস্ত্রী, পলাশ মন্ডল, লতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিথুন সরকার, ছাত্রনেতা অমৃত লাল সরদার, আনন্দ সরদার সহ লতা ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।।।