October 30, 2024, 12:27 am
(রিপন ওঝা)
বাংলাদেশ নারী ফুটবল দল স্বাগতিক নেপালকে ৩-১গোলের ব্যবধানে জয়লাভ করেছে।
এ জয় উপলক্ষ্যে টিমের খাগড়াছড়ির তিন ফুটবলার ও এক কোচের জন্য ৪ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হলো খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ঘোষণা দিয়েছেন।
কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে মেয়েদের প্রতিপক্ষ ছিল অনেক কিছু। মাঠে ২৫ হাজার স্বাগতিক দর্শকের ছিল তাদের বাড়তি উৎসাহ
নেপালকে কখনও হারাতে পারে নি মেয়েরা। বৃষ্টির ফোঁটায় কাঁদার মাঠে সেরাটা দিতে পারার শঙ্কাও ছিল। সব শঙ্কাকে জয় করে ম্যাচের ১৩ মিনিটে প্রথম উৎসব করে টাইগ্রেসরা। কর্ণার থেকে আসা ক্রস থেকে গোল করেন শামসুন্নাহার।
বয়স ভিত্তিকের মতো এবার জাতীয় দলের মেয়েদের অর্জনের ঝুলি পূর্ণ হলো বড় এক শিরোপায়। স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে নারী সাফ ফুটবলে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
প্রথমার্ধে আরও একটি গোল করে লাল-সবুজের প্রতিনিধিরা। এবারের গোল আসে কৃষ্ণা রানি সরকারের পা থেকে। অধিনায়ক সাবিনা খাতুনের বল ধরে ম্যাচের ৪১ মিনিটে জোরের ওপর নেওয়া তার শট ফেরানোর কোন সুযোগই পান নি নেপাল গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে এক গোল শোধ করে ম্যাচ জমিয়ে তোলার আভাস দেয় স্বাগতিক নেপাল। কিন্তু ৭৭ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করে দলকে শিরোপার কাছে নিয়ে যান কৃষ্ণা। পরের সময়টা গোলবার অক্ষত রাখার কাজটা করতেও ভুল করেনি গোলাম রাব্বানি ছোটনের নারী ফুটবল দল।
এজয়ে সারাদেশের ন্যায় খাগড়াছড়ির জেলার সকল উপজেলায় ক্রীড়ামোদিদের মাঝে আনন্দের আমেজ বইছে এবং ভবিষ্যতেও এমন জয়ের ধারা অব্যহত থাকুক দোয়া কামনা করেন।