সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ)ঃ রাজধানী ঢাকা ও ঢাকার আশপােেশর এলাকা সাভার আশুলিয়াসহ বিভিন্ন সড়কে অবাধে চলছে অবৈধ গাড়ি- সিএনজি, মাহিন্দ্রা, তিন চাকা এবং লাইসেন্সবিহীন, ফিটনেসবিহীন অবৈধ পরিবহন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসীনতায় সরকার প্রতি মাসে রাজস্ব হারাচ্ছে কোটি কোটি টাকা।
শুক্রবার (৫ আগস্ট ২০২২ইং) সূত্র জানায়, মহাসড়ক ও বিভিন্ন রোডে কিছু দালাল ও কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ রয়েছে। মহাসড়ক ও হাইওয়ে সড়কের পাশে ফুটপাত দখল করে গাড়ি পার্কিং দোকানপাট বসিয়ে পুলিশ ও রাজনৈতিক লিডার কর্তৃক দালাল চাঁদাবাজদের নিজস্ব বাহিনী দিয়ে দীর্ঘদিন যাবৎ চলছে চাঁদা উঠানোর জমজমাট কারবার।
বাংলাদেশ পুলিশের ট্রাফিক বিভাগের একজন (টিআই) মোঃ ফরিদুল ইসলাম অভিমত প্রকাশ করে বলেন, বিআরটিএ কর্তৃপক্ষ যানবাহনের ডকুমেন্ট হাল নাগাদ সঠিক ভাবে করতে দায়িত্ব কর্তব্য পালন করছেন কিন্তু প্রতি বছর লক্ষ লক্ষ যানবাহনের ডকুমেন্ট হাল নাগাদ না করে অবৈধভাবে বিশৃঙ্খলার মধ্যে অবৈধ যানবাহন চলছে সড়ক, মহাসড়কের সর্বত্র। ফলশ্রুতিতে জনগণ নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে আর সরকার হাজার হাজার কোটি টাকা রাজস্ব থেকে বি ত হচ্ছে বিষটি অতি গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনায় আনতে বিশেষভাবে সবিনয় বিনীত অনুরোধ করেন সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে। ট্রাফিক পুলিশ কর্মকর্তা ফরিদুল ইসলাম আরও বলেন, ঢাকা মহানগরসহ সারাদেশে ট্রাফিক ব্যবস্থা সুশৃঙ্খল করতে সক্ষম হলে বাংলাদেশের জনগণ তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লোকের মধ্যে বাংলাদেশ সম্পর্কে পজিটিভ ধারণা আসবে। ফলশ্রুতিতে দেশে বৈদেশিক বিনিয়োগ অনেক বেশি আসবে। ফলশ্রুতিতে দেশে বৈদেশিক বিনিয়োগ আসলে অর্থনৈতিক উন্নতি টেকসই উন্নয়ন নিশ্চিত হবে এবং বেকার সমস্যা দূর করতে সক্ষম হবে সরকার। মানুষের চলাচলে নিরাপত্তা খুঁজে পাবে এবং নিরাপদ সড়ক বিনির্মাণে এক ধাপ এগিয়ে যেতে সক্ষম হবে।
সরেজমিনে গিয়ে জানা যায়, সাভার ও আশুলিয়ার নবীনগর পল্লী বিদ্যুৎ ও বাইপাইলসহ বিভিন্ন সড়কে মেহেদী, গোলাপ, শাহিন, বাবুলসহ কয়েকজন গাড়ি প্রতি ১ হাজার টাকা থেকে শুরু করে ৩ হাজার টাকা মাসিক চুক্তিতে চাঁদা আদায় করছে, পুরাতন আশুলিয়ায় পুলিশ সদস্য জহির সিএনজিসহ বিভিন্ন গাড়ি থেকে মাসিক চাঁদা উঠায়, তা মোটা অংকের বলে অনেকেই জানায়। সেই সাথে রাজনৈতিক নেতার পরিচয় ব্যবহার করে সন্ত্রাসী চাঁদাবাজরা বিভিন্ন ফুটপাতে চাঁদা আদায় করে। কিছু ফুটপাতের দোকানদার ব্যবসার আড়ালে চাঁদা উঠায় এমন অভিযোগও রয়েছে। সূত্র জানায়, সিলেট সদরের আম্বরখানাসহ বিভিন্ন এলাকার সড়ক থেকে প্রতি বছরে প্রায় ২ কোটি টাকার চাঁদা আদায় করে সন্ত্রাসী চাঁদাবাজরা। এদিকে ভৈররের বিভিন্ন এলাকায় সাড়ে ৩ থেকে ৪ হাজার সিএনজি চালকদের কাছ থেকে প্রতি বছর ১ কোটি টাকার বেশি চাঁদা আদায় করে। নারায়ণগঞ্জ, রূপগঞ্জসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী চাঁদাবাজরা একদিকে যানবাহন থেকে চাঁদা নিয়ে থাকে, অন্যদিকে ফুটপাত থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করে বলে অভিযোগ উঠেছে।
সাভারের আশুলিয়ার বিভিন্ন স্পট ও ফুটপাত দখল করে রেখেছে প্রভাবশালীরা। পল্লীবিদ্যুৎ রোড থেকে জিরানী বাজার পর্যন্ত এবং বাইপাইল থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত এবং বিভিন্ন রাস্তার দুপাশের ফুটপাত দখল করে নামে বে-নামে ব্যাপক ভাবে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। পরিবহন থেকেও প্রতিদিন ও মাসিক চাঁদা আদায় করার অভিযোগও রয়েছে অনেকের বিরুদ্ধে। সেই সাথে রাজধানীর মিরপুরের দারুসসালাম এলাকার ছোট দিয়াবাড়ী বেড়িবাঁধে অবৈধভাবে ঘাট বসিয়ে প্রতিদিন লাখ লাখ টাকার চাঁদাবাজি করা হচ্ছে। এসব এলাকার রাস্তার দুইপাশে বাজার বসিয়েও মোটা অংকের টাকা চাঁদাবাজি করছে স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসীরা।
জানা গেছে, সরকারি কোনো প্রকার ইজারা ছাড়াই বছরের পর বছর ধরে স্থানীয় একাধিক চক্র ও কিছু অসাধু পুলিশ সদস্য কর্তৃক চাঁদাবাজি করে আসছে। শুধু বেড়িবাঁধ থেকেই চাঁদা নিয়ে ক্ষ্যন্ত হয়নি তারা, কার্গো জাহাজ ভেড়ানোর জন্য তৈরি করেছে ল্যান্ড ষ্টেশনও। সেখানে মালবাহী ট্রাক লোড-আনলোডের ক্ষেত্রেও ইচ্ছেমতো চাঁদা নেয়া হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ল্যান্ড ষ্টেশন থাকলেও অদৃশ্য কারণে তৈরি ল্যান্ড ষ্টেশনই ব্যবহার করা হচ্ছে। এদিকে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নবীনগর, পল্লীবিদ্যুৎ, বাইপাইল থেকে জিরানী বাজার পর্যন্ত এবং ভাদাইল, ইউনিক বাজার, শিমুলতলা, ইয়ারপুর ইউনিয়নের জামগড়া চৌরাস্তা-ছয়তলা, নরসিংহপুর, জিরাবো, পুরাতন আশুলিয়া পর্যন্ত সড়কের রাস্তার দুইপাশে ফুটপাত দখল করে স্থাপনা তৈরি করে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে প্রভাবশালী মহল। সেই সাথে উক্ত এলাকায় গাড়ি থেকে চাঁদাবাজি করেন জহির নামের এক পুলিশ সদস্য। জানা যায়, বিভিন্ন ক্রাইম স্পট থেকে পুলিশকে প্রতি মাসে মোটা অংকের টাকা চাঁদা উঠিয়ে দেয় এড়িয়াভিত্তিক মার্কেটের মালিক পক্ষের লোকজন। সচেতন মহল ও স্থানীয়দের অভিযোগ, সাভার, আশুলিয়ার সড়ক ও মহাসড়কে এবং তুরাগপাড়ের বেড়িবাঁধের রাস্তার উপরের দুপাশে বিভিন্ন দোকান, লেগুনা ষ্ট্যান্ড বসিয়েও চাঁদাবাজি করে আসছে প্রভাবশালী এই চক্রগুলো। বছরের পর বছর উল্লেখ্য এলাকার মানুষজনকে একপ্রকার জিম্মি করেই অবৈধ কর্মকান্ড করে আসছে প্রভাবশালীরা। চাঁদাবাজ চক্রের সাথে কিছু জনপ্রতিনিধি রাজনৈতিক নেতা জড়িত রয়েছে বলে অনেকেই জানান।
জানা গেছে, রাজধানীর গাবতলী মাজার রোড হয়ে দারুসসালাম থানা রোড ও থানার সামনে দিয়ে ছোট সরু রাস্তা থেকে কিছু দূর গেলেই তুরাগ নদীর পাড় এলাকাটির নাম ছোটদিয়াবাড়ী । তুরাগ নদীর এ পাড়ের অংশ ছোট দিয়াবাড়ী, উপরের অংশ কাউন্দিয়া। এই পারের অংশের বাম দিকে গাবতলী আর ডান দিকে বেড়িবাঁধ রাস্তা। যা আশুলিয়া ও উত্তরার দিকে চলে গেছে। তুরাগের বাঁধঘেষা ছোট দিয়াবাড়ী মোড়টিকে পুঁজি করেই চক্রটি মূলত বিশাল চাঁদাবাজির ক্ষেত্র গড়ে তুলেছে। দেখা যায়, বাঁধ সংলগ্ন রাস্তাটি বেশ চওড়াই কিন্তু দুপাশে দখলের কারণে এটি ছোট হয়ে এসেছে। দুপাশের অবৈধভাবে গড়ে তোলা হয়েছে ছোট বড় শত শত দোকান। দারুসসালাম রোড থেকে বাঁধে উঠার সংযোগ সড়কের দুপাশের রাস্তা দখল করে বাঁশের আড়ৎ দেওয়া হয়েছে। এককালীন লাখ টাকা, পরে ১৫-২০ হাজার টাকার বিনিময়ে এটি ভাড়া দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দোকানিরা বলেন, তারা জায়গাটি ভাড়া নিয়েছেন হাজি জহিরের কাছ থেকে। তারা বলেন, এককালীন হিসেবে প্রায় লাখ খানেকের মতো টাকা দিয়েছেন আর প্রতি মাসে ১০হাজারের মতো টাকা ভাড়া দেন।
এ ব্যাপারে বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে হাজী জহির মোবাইল ফোনে বলেন, তিনি এখন অসুস্থ, এই বলে বিষয়টি এড়িয়ে যান, এ বিষয়ে কথা বলতে পারবেন না। নৌপরিবহন মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বলেন, এ বিষয়টি নজরে আসেনি আমাদের। এখন তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন। এ ব্যাপারে মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর মোঃ আসাদ মিয়া বলেন, এর আগে সড়কে ও গাড়িতে চাঁদাবাজির সময় কয়েকজনকে আটক করা হলেও আদালত থেকে তারা জামিনে এসে আবারও চাঁদাবাজি করছে। তিনি আরও বলেন, এদের আটকের চেষ্টা অব্যাহত আছে। এদিকে সিএনজি ও অবৈধ গাড়ির চালকরা অনেকেই বলেন, জহির পুলিশ প্রতি একটা সিএনজি’র মালিকের ১ হাজার টাকা দিতে হয় আর বড় গাড়ি থেকে ২ হাজার থেকে ৫ হাজার টাকা প্রতি মাসে দিতে হয় জহির পুলিশকে। যিনি আশুলিয়ায় ডিউটি করেন, চাঁদাবাজি অভিযোগের বিষয়ে পুলিশ সদস্য কঃ জহিরের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, আপনার সাথে দেখা করে সরাসরি কথা বলবো।
ঢাকা জেলার সাভার ট্রাফিক জোন পুলিশের জামগড়া পুলিশ বক্সের অফিসার ইনচার্জ (টিআই) সোহেল এর কাছে সড়কে যানজটের কারণ ও চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অবৈধ গাড়ি রোডে বেশি চলাচল করায় যানজটের সৃষ্টি হয়, তবে মাঝে মধ্যে অভিযান চালিয়ে অটো রিক্সা, মাহিন্দ্রাসহ অবৈধ তিন চাকা গাড়ি আটক করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ বিষয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
Blog
-
সড়কে বেশিরভাগ অবৈধ যানবাহন-সরকার রাজস্ব হারাচ্ছে কোটি কোটি টাকা
-
নাগরপুরে সাংবাদিক রতন এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় পরিষদের সহ সম্পাদক, নাগরপুর প্রেস ক্লাব এর প্রতিষ্ঠাকালীন যুগ্ন সম্পাদক, ইন্ডিয়া হতে রত্ন এ্যাওয়ার্ড ২০১৯ প্রাপ্ত, জাতীয় দৈনিক পত্রিকার নাগরপুর প্রতিনিধি, সাপ্তাহিক চলনবিলের আলো সহ বিভিন্ন পত্রিকার সিনিয়র সাংবাদিক মো. আমজাদ হোসেন রতন এর দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৪ আগষ্ট) বাদ এশা মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের প্রধান কার্যালয়ে চলনবিলের আলোর স্টাফ রিপোর্টার ডা.এম.এ.মান্নান এর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা ডা. ছিদ্দিক মিয়ার পরিচালনায় সাংবাদিক মো. আমজাদ হোসেন রতন এর দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নাগরপুরের কর্মরত সাংবাদিক বৃন্দ, চিকিৎসক, সমাজসেবক সহ নাগরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ।
উল্লেখ্য- নাগরপুরের সিনিয়র সাংবাদিক মো. আমজাদ হোসেন রতন বেশ কয়েকদিন যাবত উচ্চ রক্তচাপ, মাইগ্রেন সহ শারীরিক নানান রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। তিনি নাগরপুরের সাংবাদিক মহলসহ সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন। মহান আল্লাহ যেন দ্রুত সুস্থতা দান করেন, আমিন।
নাগরপুর, টাঙ্গাইল।
-
নাচোলে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বীরমুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও স্মৃতিচারন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান, নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএ ডাঃ সুলতানা পাপিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলী হোসেন শামীম, মাধ্যমিক শিক্ষা অফিসার আ,ফ,ম হাসান। এছাড়া বিভিন্ন অফিসের কর্ম কর্তাবৃন্দ, গনমাধ্যম কর্মী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। -
নওগাঁ প্রেসক্লাবে ক্যান্সার প্রতিরোধে সচেতনতামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত
রওশন আরা শিলা,নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ক্যান্সার প্রতিরোধে সচেতনতামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার রাত ৯টা থেকে জেলা প্রেসক্লাব নিজস্ব মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করে। জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ জার্মানে বসবাসরত নওগাঁর কৃতিসন্তান ডাক্তার গোলাম আবু জাকারিয়া।
এ সময় নওগাঁর সিভিল সার্জন ডাক্তার আবু হেনা মুহাম্মদ রাইহানুজ্জাম সরকার, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাক্তার আশেক হোসেন, নওগাঁ সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: শরিফুল ইসলাম খান, আলোর ভূবন ট্রাষ্টি বোর্ডের ডাক্তার হাসিন অনুপমা আজহারি, প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাবেক মো: নবির উদ্দিন ও সাবেক সভাপতি এমদাদুল হক, যুগ্ম সম্পাদক আব্দুর রউফ পাভেল এবং রোটারিয়ান আব্দুস সালাম বক্তব্য রাখেন।
এ মতবিনিময় সভায় জেলা প্রেসক্লাবের সকল সদস্য ছাড়াও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#
রওশন আরা পারভীন শিলা
নওগাঁ জেলা প্রতিনিধি।। -
সুজানগরে শেখ কামালের জন্মদিন পালিত
এম এ আলিম রিপন,সুজানগর ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মদিন পাবনার সুজানগরে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সকাল ১০টায় সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ কামালের জীবন আদর্শ তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলীর সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ এর স ালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.মর্জিনা খাতুন ও থানার ওসি আব্দুল হাননান। আলোচনা সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, সুজানগর এন এ কলেজের সহকারী অধ্যাপক আবুল হাশেম,শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, সুজানগর সরকারি মডের পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) দিলীপ কুমার, সুজানগর উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার,উপজেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ,সদস্য মাহমুদুজ্জামান মানিক, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম, চরভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষখ(ভারপ্রাপ্ত) ফেরদৌসী সুলতানা লিজা, বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর পৌর শাখার সভাপতি ফেরদৌস আলম ফিরোজ,সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, আ.লীগের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিগণ, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে বঙ্গবন্ধু ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।। -
তানোরে সুজনের সৌজন্য সাক্ষাৎ
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে আগামির নেতৃত্ব ও তরুণ প্রজন্মের গৌরব আলহাজ্ব আবুল বাসার সুজন পৌরসভার নয় নম্বর ওয়ার্ড কালীগঞ্জহাট জামে মসজিদে জুম্মার আদায় ও উপস্থিত মুসল্লীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
জানা গেছে, ৫ আগষ্ট শুক্রবার তানোর পৌরসভার কালীগঞ্জহাট জামে মসজিদে জুম্মার নামাজ আদায়, মসজিদ পরিদর্শন এবং মুসল্লীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় সাংসদের পক্ষ থেকে তিনি মসজিদের উন্নয়নে সার্বিক সহযোগীতার প্রতিশ্রুতি দিয়ে করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকে সরকারী বিধিনিষেধ মেনে শারীরিক দুরুত্ব বজায় রেখে সকলকে মাস্ক ব্যবহারের জন্য অনুরোধ করেন। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট ও রোকন সরকার প্রমুখ।
প্রসঙ্গত, বিগত তানোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করে নির্বাচনের মাঠে প্রচারণায় নেমেছিলেন সুজন। এ সময় তিনি এলাকার বিভিন্ন মসজিদ-মন্দিরের উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করেন। পৌর নির্বাচনে তার বিজয়ী হবার উজ্জ্বল সম্ভবনা সৃষ্টি হয়েছিল তবে মনোনয়ন পাননি। কিন্ত্ত মনোনয়ন বঞ্চিত হলেও তিনি দল, নেতা ও নেতৃত্বের সঙ্গে বেঈমানীও করেননি। স্থানীয় সাংসদের পক্ষ থেকে তিনি ব্যক্তিগত তহবিলের অর্থ খরচ করে নেতাকর্মীদের নিয়ে নৌকার পক্ষে ভোট করেছেন। তিনি ভুলে যাননি তার দেয়া প্রতিশ্রুতির কথা। অথচ যেখানে ভোটের মাঠে নানা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়ে অধিকাংশ জনপ্রতিনিধি সেই কথা ভুলে গেছে, সেখানে সুজন ব্যতিক্রম-এর মাধ্যমে প্রমাণ হয়েছে সুজন জনসেবার জন্যই রাজনীতিতে সম্পৃক্ত হয়েছে। আর সাধারণ মানুষ বলছে, এখন তারা বুঝতে পারছেন সুজনকে হারিয়ে কি ভুল করেছেন। পৌরবাসীর অভিমত তারা রাজনীতি বোঝে না আগামিতে যেকোনো মুল্য সুজনকে পৌর মেয়রের চেয়ারে বসাতে চাই।# -
ঝিনাইদহের মহেশপুরে কপোতাক্ষ নদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু।
শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-
ঝিনাইদহের মহেশপুরে কপোতাক্ষ নদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শক্রবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শিশুরা হলো মহেশপুর শহরের পশু হাসপাতাল পাড়ার ফারুক হোসেনের ছেলে জীম (১৪) ও রহমত আলীর ছেলে সাব্বির হোসেন (৯) সম্পর্কে তারা চাচাতো ভাই।
মহেশপুর ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার আব্দুস সোবহান জানান, শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের কপোতাক্ষ নদে গোসল করতে যায় ওই দুই শিশু। সেসময় অন্যদের সঙ্গে নৌকায় ঘুরছিল তারা। এক পর্যায়ে নৌকা উল্টে গেলে অন্যরা তীরে উঠলেও জীম ও সাব্বির নিখোঁজ হয়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মৃতদেহ উদ্ধার করে। পরে আছর বাদ নামাজে জানাযা শেষে মহেশপুর ময়দানের কবরস্থানে তাদেরকে দাফন করা হয়েছে। এমন ঘটনায় মহেশপুর শহরের সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া বইছে। -
বাবুগঞ্জে জমি সংক্রান্ত জের ধরে প্রবাসির স্ত্রীর উপর হামলা
নাসির উদ্দিন।।
বাবুগঞ্জে জমি সংক্রান্ত জেরে প্রতি পক্ষ প্রবাশির স্ত্রী উপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।।ঘটনাটি বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের রমজান কাঠি গ্রামের প্রবাসী শাহিন মোল্লার স্ত্রী মায়া বেগমের বেলায়।
প্রবাসির পুত্র মামলার বাদী তৌকির জানায় আমার একই বাড়িতে বসাবসরত আমার আপন চাচা নজরুল ইসলাম দীর্ঘ দিন ধরে আমাদের জমিজমা জোর পূর্বক ভোগদখল করে আসছে।
চাচা নজরুলের অত্যাচার সহ্য করতে না পেরে আমি আমার মাকে নিয়ে পাশ্ববর্তী উজিরপুর উপজেলার শিকারপুর বাসা ভারা করে দীর্ঘদিন যাবত বসাবাস করে আসছি।
কিন্তু গতকাল বৃহস্পতিবার ৪ জুলাই আমার মা মায়া বেগম আমার বাবার বারি রমজানকাঠিতে গিয়ে আমাদের নারিকেল গাছের নারিকেল পারায় বাধাঁ সৃস্টি করেন চাচা নজরুল গং রা।
এবং অকথ্য ভাষায় মাকে গালমন্দ করে। প্রতিপক্ষ আমার চাচা নজরুল মোল্লা ৪৩, লালু মোল্লা র পুত্র মজনু মোল্লা ৬২ খলিল মোল্লা ৫৩ খলিল মোল্লার পুত্র আরিফ রহমান মিজান ৩২ নারিকেল পারাকে কেন্দ্র করে গতকাল বিকাল ৫ টায় আমার মা মায়া বেগমকে লাঠি সোটা ও কিল ঘুসি দিয়ে মেরে রক্তাক্ত যখম করে তার গলায় থাকা এক ভরি ওজনের স্বর্নের চেইন নিয়ে যায় প্রতিপক্ষ হামলা কারিরা।
স্হানীয়রা আমার মা মায়া বেগমকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।
এ ব্যাপারে প্রতিপক্ষ হামলাকারিদের প্রশাসনের সর্বমহলে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।
-
বরিশালে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত
বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সংস্কৃতি আন্দোলনের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ ৫ আগস্ট শুক্রবার সকাল ১০ টায় যুব উন্নয়ন অধিদপ্তর, বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসন বরিশাল এর ব্যবস্থাপনায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক বরিশালসহ অন্যন্যা দপ্তরের অতিথিরা। পরে জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে অলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), এসপি ডিআইজি অফিস বরিশাল মোঃ নুরুল আমীন হাওলাদার, সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ বরিশাল তালুকদার মোঃ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কে এস এম মহিউদ্দিন মানিক বীর প্রতীক, এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্রিক বরিশাল প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মোঃ সোহেল মারুফ, উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল মোঃ আব্দুল কাদের, জেলা ক্রীড়া অফিসার বরিশাল মোঃ হুসাইন আহমাদসহ খেলোয়াড় ও সংগঠকবৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে এক আলোচনা সভার মাধ্যমে অতিথিরা শহীদ শেখ কামালের জীবনি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর এর পক্ষ থেকে ফলের চারা বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।
-
বানারীপাড়া থেকে কুড়িয়ানার আমড়া-পেয়ারা সহজেই পৌঁছাচ্ছে পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকায়
আব্দুল আউয়াল বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
কুড়িয়ানা থেকে ফিরেঃ
বরিশালের বানারীপাড়া ঘেষা আটঘর-কুড়িয়ানা এলাকার পেয়ারা বাগানে বেড়েছে বেপারীদের আনাগোনা। স্বপ্নের পদ্মা সেতু চালুর পর থেকেই পিরোজপুরের স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলার দূরের জেলায় পেয়ারা পাঠাতে এখন আর পথে পঁচার ভয় নেই খুব কম সময়ে পৌছে যাচ্ছে ঢাকায়। খুব সকালে পেয়ারার হাট বসে বানারীপাড়ার রায়ের হাট থেকে ট্রাকে করে নেয়া হচ্ছে পেয়ারা ও আমড়া বিভিন্ন স্থানে। উপজেলার আটঘর-কুড়িয়ানার পেয়ারা চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। আগে পিরোজপুরের বাসিন্দাদের ঢাকা যেতে সড়ক পথে সময় লাগতো ৭ থেকে ৮ ঘণ্টা, এখন তিন থেকে চার ঘণ্টায় পৌঁছানো যাচ্ছে। আর পেয়ারা, আমড়া, কলাসহ অন্যান্য পণ্য পরিবহনেও সাড়ে ৪ থেকে সাড়ে ৫ ঘণ্টার বেশি লাগছে না। পিরোজপুর জেলা কৃষি সম্প্রসারন অফিস সূত্রে জানা গেছে, পিরোজপুরের ৬ লাখ কৃষক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাভবান হবেন পেয়ারা চাষে। জেলার প্রধান অর্থকরী ফসলের তালিকায় ধানের পরে রয়েছে পেয়ারা, আমড়া, কলা। পেয়ারা চাষ হয় শুধু স্বরূপকাঠিতে আর এরপরেই রয়েছে আমড়া। স্বরূপকাঠি উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা রক্তিম কুমার ঘরামী বলেন, স্বরূপকাঠির ২ হাজার পরিবার পেয়ারা চাষে জড়িত। এছাড়া বরিশালের বানারীপাড়া ও ঝালকাঠির বেশ কিছু এলাকার লোক পেয়ারা চাষে জড়িত।উপজেলা কৃষি বিভাগের সূত্র মতে, বর্তমানে স্বরূপকাঠি উপজেলার প্রায় ৬ শ ৫০ হেক্টর জমিতে ২ হাজার ২৫টির মতো বাগান রয়েছে। এ বাগানে প্রতি বছরই পাঁচ থেকে ছয় কোটি টাকার পেয়ারা উৎপাদিত হয়। যাতায়াত ব্যবস্থা ভালো না থাকায় এতোদিন প্রতিমণ পেয়ারা দেড় শ থেকে দুই শ টাকায় বিক্রি করতে হয়েছে চাষিদের। চাষিরা মধ্যসত্ত¡ভোগীদের মাধ্যমে যাত্রীবাহী লঞ্চে বা ট্রলারে করে পেয়ারা ঢাকা পাঠাতেন। এতে যেমন সময় লাগতো ১২ থেকে ১৬ ঘণ্টা, তেমনি তরতাজা ফলটিও অনেক সময় পেকে যেতো বা পচে যেতো। এখন পদ্মা সেতুর কারণে সড়ক পথেই চাষিরা সরাসরি দ্রুত পচনশীল এ পণ্যটি ঢাকাসহ অন্যান্য এলাকায় পৌঁছাতে পারছেন। সড়ক পথে তাদের খরচও কম হচ্ছে। স্বরূপকাঠির কুড়িয়ানা এলাকার কালীপদ হালদার জানান, বাগান করার তিন বছরের মধ্যে আমড়ার ফলন পাওয়া যায়। একনাগারে ১৫ থেকে ২০ বছর পর্যন্ত আমড়ার উৎপাদন হয়। প্রতিমণ আমড়া ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হয়। যাত্রীবাহী লঞ্চ অথবা সড়ক পথে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয় পণ্যটি। এতে চাষিরা বেশি লাভবান হতে পারতেন না। এখন পদ্মা সেতু হওয়ায় আমড়া অল্প সময়ের মধ্যেই পাঠানো যাবে ঢাকায়। চাষিরা নিজেরাই আমড়া ঢাকা ও চট্টগ্রামে বড় বাজারগুলোতে বিক্রি করতে পারবেন। এতে মধ্যসত্ত¡ভোগীদের সহযোগিতার প্রয়োজন হবে না। লাভও বেশি হবে বলে জানিয়েছেন চাষিরা। বর্ষা মৌসুমে এখানকার উৎপাদিত পেয়ারা, আমড়া, লেবু ও কলা ট্রাক বা ট্রলারযোগে ঢাকা পৌঁছাতে ১৬ থেকে ২৪ ঘণ্টা সময় লাগতো। এ সময়ের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই পেয়ারা পেকে যেতো, অনেক সময় পচেও যেতো। আর আমড়াও পেকে যেতো। ফলে পাইকারি এবং খুচরা বিক্রেতা উভয়েই আর্থিক ক্ষতির সম্মুখীন হত। পদ্মা সেতু চালুর ফলে এখন আর আমড়া ও পেয়ারাসহ কৃষিপণ্য পঁচার আশংকা নেই। কুড়িয়ানা ইউনিয়নের জিন্দাকাঠী এলাকার পেয়ারা চাষি দিলীপ মজুমদার জানান, তিনি ৯ বিঘা জমিতে পেয়ারার চাষ করেছেন। গত বারের চেয়ে এবারের ফলন ভালো কিন্তু সময়মতো বৃষ্টি না হওয়ার কারণে পেয়ারার সাইজ ছোটো হয়েছে।স্থানীয় ফল ব্যবসায়ী তাপস বড়ালের বাড়ি উপজেলার মাহামুদকাঠী এলাকায়। বাগান থেকে পেয়ারা কিনে ঢাকায় পাঠান তিনি। প্রায় ২০ বছর ধরে পেয়ারা, আমড়ার মৌসুমে এ কাজটি করছেন তিনি। ‘পদ্মা সেতু আমাদের জন্য আশীর্বাদ। প্রতিবছর এই মৌসুমে ঢাকায় পেয়ারা পাঠাতে গিয়ে পদ্মার এপারে ঘাটে ট্রাক বোঝাই পেয়ারা আটকা পড়ে পচে যায়।গত মৌসুমে ৭ থেকে ৮ ট্রাক পেয়ারা আটকা পড়ে পচে গেছে। একারণে লোকসান গুনতে হয়েছে’— জানান তাপস বড়াল। এরপর তিনি বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর এ পর্যন্ত ৭ ট্রাক পেয়ারা ঢাকায় পাঠিয়েছি। সব পেয়ারাই তাজা অবস্থায় পাঠানো গেছে। এখন আর পচার ভয় নেই।লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার চরলরেঞ্জ ইউনিয়নের শহীদনগর এলাকার আলাউদ্দিন বাবুলের সাথে কথা হলে তিনি বলেন, তিনি ১২ বছর ধরে এখান থেকে পেয়ারা কিনছেন। পদ্মা সেতু হওয়ার কারণে এখানে বেপারী বাড়ছে আর পেয়ারার দামও বাড়ছে। বর্তমানে পেয়ারা মণপ্রতি ৫ শ ৫০ টাকা দরে কিনছেন। গেলো বছর এই সময় পেয়ারার মণ ছিল ২ শ থেকে ৩ শ পঞ্চাশ টাকা।আটঘর বাজারে থাকা আড়ৎদার মোশারেফ মলিক জানান, পদ্মা সেতু হওয়ার কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পেয়ারা পাঠানো সহজ হয়েছে।স্বরূপকাঠি উপজেলার কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার বলেন, এখন ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার মানুষ টাটকা পেয়ারা খেতে পারবে। মানুষজন ঝক্কি-ঝামেলা ছাড়া সহজেই পেয়ারা বাগানে ঘুরতে আসতে পারবে। তিনি বলেন, পেয়ারার মৌসুমে পদ্মা থাকে উত্তাল। অনেকেই ভয়ে আসতে চাইতেন না। সরাসরি সড়ক পথে আসার সুযোগ হওয়ায় পর্যটকদের সেই ভয় এখন আর নেই। তিনি আরও জানান, বিভিন্ন সময়ে পেয়ারা বাগানে ঘুরতে এসেছেন আমেরিকার রাষ্ট্রদূত, ভারতের রাষ্ট্রদূত, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাসহ দেশি-বিদেশি পর্যটকরা।স্বরূপকাঠি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলাম বলেন, পেয়ারা বাগানকে কেন্দ্র করে প্রতিবছর জমে ওঠে ভাসমান পেয়ারার হাট। শুধু পেয়ারা নয় ভাসমান হাটে বিক্রি হয় নানা ধরনের কৃষিপণ্য । এ হাট দেখতে বর্ষা মৌসুমে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে। পদ্মা সেতুর কারণে পর্যটকের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। এরপর তিনি বলেন, পেয়ারা ছাড়াও সুস্বাদু ও পুষ্টিকর ফলের তালিকায় রয়েছে আমড়া। ফরমালিনমুক্ত ফলটি সবাইরই প্রিয়। চাষ লাভজনক হওয়ায় পেয়ারার পাশাপাশি কৃষকরাও ঝুঁকছেন আমড়া চাষে। জেলার চাহিদা মিটিয়ে আমড়া পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। প্রতি বছর আমড়া বিক্রি করে চাষিরা কয়েক কোটি টাকা আয় করছেন।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।