Blog

  • আলমপুরে সম্প্রীতি সমাবেশ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    আলমপুরে সম্প্রীতি সমাবেশ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    বঙ্গবন্ধুর চেতনায় আগামীর লক্ষ্য’দুর্নীতি মুক্ত বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে সম্প্রীতি সমাবেশ,র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২২- সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদ থেকে একটি র‌্যালি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয় এবং সেখানেই এক সমাবেশ ও আলোচনা অনুষ্ঠিত হয়।

    আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ক্ষেতলাল উপজেলা আ”লীগের সভাপতি,আনোয়ারুজ্জামান তালুকদার নাদিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,মহিলা সদস্য জোসনা বেগম,হোসনে আরা,পুরুষ সদস্য আব্দুল হালিম আকন্দ,আবু হাসান, সমাজ সেবক ফরিদ খন্দকার প্রমুখ।

    এছাড়াও আলমপুর ইউনিয়ন পরিষদের সকল সদস্য,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানের সভাপতি আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ”লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম তার বক্তব্যে বলেন,সামাজিক সম্প্রতি বন্ধন,সামাজিক ব্যবস্থা,দুর্নীতি মুক্ত দেশ গড়াসহ বর্তমান সমাজের ভয়াল থাবা মাদক বিস্তার রোধে সকল’কে সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি।

  • আগৈলঝাড়ায় গৃহবধুকে মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা কারী স্বামী রুবেল গ্রেফতার

    আগৈলঝাড়ায় গৃহবধুকে মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা কারী স্বামী রুবেল গ্রেফতার

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় গৃহবধুকে মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টার মামলার আসামী স্বামী রুবেলকে গ্রেফতার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ।
    থানা পুলিশ মামলা এজাহার হিসেবে নিয়ে রুবেল বেপারীকে গ্রেফতার করেছে। মামলার এজাহারের বরাত দিয়ে আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাজহারুল ইসলাম জানান উপজেলার রাজিহার ইউনিয়নের মাগুরা বাহাদুরপুর গ্রামের ছিদ্দিক বেপারীর ছেলে রুবেল বেপারী ঘরে স্ত্রী রেখে অন্য মেয়ের সাথে পরকীয়া করে আসছিল। স্বামীর পরকীয়ায় স্ত্রী ইতি বেগম বাধা দিলে তার উপর প্রতিনিয়ত নেমে আসে শারীরিক নির্যাতন। এঘটনা নিয়ে পুনরায় মঙ্গলবার রাতে রুবেল বেপারীর সাথে স্ত্রী ইতির ঝগড়াঝাটির এক পর্যায় ইতিকে শারীরিক নির্যাতন করে গুরুতর আহত করে। পরে স্বামী রুবেলসহ পরিবারের অন্য সদস্যরা মিলে হত্যার উদ্যেশে ইতি বেগমের মুখে বিষ ঢেলে দেয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ইতিকে উদ্ধার করে গুরুতর অবস্থায় উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এঘটনা নিয়ে গতকাল বৃহস্পতিবার জাতীয়, স্হানীয়, অনলাইন সংস্কারের একটি সংবাদ প্রকাশ হয় এবং ইতি’র পিতা মোস্তাফা সরদারকে থানায় এসে হত্যার চেষ্টার অভিযোগে থানা মামলা দায়ের করে। মামলার সাথে সাথে ইতির স্বামী রুবেল বেপারীকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত
    রুবেল বেপারীকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

  • জসীম উদ্দিন পান্নুর মৃত্যুতে আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের শোক প্রকাশ

    জসীম উদ্দিন পান্নুর মৃত্যুতে আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের শোক প্রকাশ

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও রাজিহার
    বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ জসীম উদ্দিন পান্নু ফকির(৫৬)অসুস্থ হয়ে বুধবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, মা, ভাই-বোনসহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শোক
    প্রকাশ করে ও রাজিহার বাজার ব্যবসায়িরা বৃহস্পতিবার শোক পতাকা উত্তোলন করে দুপুর থেকে বিকেল পর্যন্ত সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখে। বৃহস্পতিবার বাদ যোহর রাজিহার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে উপজেলার রাজিহার গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

  • “দক্ষিণ অঞ্চলের কুখ্যাত ডাকাত সর্দার গৌরনদীতে  গ্রেপ্তার এবং অস্ত্র গুলি উদ্ধার”

    “দক্ষিণ অঞ্চলের কুখ্যাত ডাকাত সর্দার গৌরনদীতে গ্রেপ্তার এবং অস্ত্র গুলি উদ্ধার”

    বি এম মনির হোসেনঃ-

    বরিশাল জেলার গৌরনদী থানার কেফায়েতনগর এলাকার ডাকাতির ঘটনায় রুজুকৃত মামলায় দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাত অনুমান ১০ঃ১০ ঘটিকায় বরিশাল জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শাহজাহান হোসেন পিপিএম এর নেতৃত্বে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন অভিযান পরিচালনা করে। ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, তিনটি রামদা, একটি সেলাই রেঞ্জ এবং একটি প্লায়ার্স উদ্ধার করে। এ অভিযানে গৌরনদী সার্কেলের এডিশনাল এসপি এসএম আল বিরুনী, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন এবং মামলা তদন্তকারী কর্মকর্তা অংশ নেন। অদ্য ২২/৯/২২খ্রি. সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংক্রান্তে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। পুলিশ সুপার বরিশাল জেলা ওয়াহিদুল ইসলাম বিপিএম প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন। এ সময় তিনি এই অভিযানে অংশগ্রহণ করা টিমের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানান এবং সম্পত্তি সংক্রান্ত যেকোনো অপরাধ দমন, উদ্ঘাটন এবং প্রতিরোধে জেলা পুলিশকে সর্বোচ্চ সতর্ক রাখার আশ্বাস ব্যক্ত করেন। উল্লেখ্য যে এ ডাকাতের ঘটনায় সংশ্লিষ্ট ডাকাত সরদার দেলোয়ার হোসেন দিলু সহ ৮ জন ডাকাতকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং লুণ্ঠিত মালামাল (স্বর্ণালংকার ও টাকা) উদ্ধার করা হয়েছে। বক্তব্যকালে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানানো সহ যেকোনো অপরাধ প্রতিরোধে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

  • সাংবাদিকদের দেশ-জাতির উন্নয়নে কাজ করতে হবে- ওসি শাহ কামাল আকন্দ

    সাংবাদিকদের দেশ-জাতির উন্নয়নে কাজ করতে হবে- ওসি শাহ কামাল আকন্দ

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ বলেছেন-
    সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের আয়না। সমাজের দর্পণ হিসেবে সব সাংবাদিকদের দেশ-জাতির উন্নয়নে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেয়ার চিন্তা-ভাবনা করছেন। যার প্রক্রিয়া প্রায় শেষপর্যায়ে রয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে সরকারের গঠনমূলক সমালোচনা করেন। এসময় তিনি বর্তমান সরকারের দেশব্যাপী স্কুল, কলেজ শিক্ষা, স্বাস্থ্য বাসস্থান ও যোগাযোগ ব্যবস্থা,আইনশৃঙ্খলাসহ সব অবকাঠামো উন্নয়নের সংবাদগুলো গুরুত্ব দিয়ে প্রচার করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

    বৃহস্পতিবার (২২শে সেপ্টেম্বর)বিকেলে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব কনফারেন্স রুমে দৈনিক আজকের দর্পণ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রেস ক্লাবের কর্মকর্তা ও সদস্যদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। ওসি শাহ কামাল আকন্দ বলেন, সব প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সংবাদকর্মীরা একত্রিত হলে ময়মনসিংহ নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সুষম উন্নয়ন তরান্বিত হবে।

    ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি একেএম ফখরুল আলম বাপ্পী চৌধুরী’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা কোতোয়ালী থানার ওসি মোঃ শাহ কামাল আকন্দ।
    দৈনিক আজকের দর্পণের ব্যুরো চিফ ময়মনসিংহ সারোয়ার জাহান জুয়েল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও দৈনিক আজকের খবরের সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক ময়মনসিংহ প্রতিদিনের সম্পাদক ডঃ মোঃ ইদ্রিস খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও নিউজ পোর্টাল জনতার আদালত.কম-এর সম্পাদক আব্দুল কাদের চৌধুরী মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক ঊর্মিবাংলা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক সুমন ভৌমিক, সুবর্ণ বাংলা পত্রিকার সম্পাদক আরিফ রেওগীর, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের অর্থ-সম্পাদক শরাফত আলী শান্ত, কার্যনিবর্হী সদস্য ও দৈনিক আমাদের নতুন সময় জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল আমীন, সরিষাবাড়ি উপজেলা শাখা প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক, নিউজ পোর্টাল তথ্য প্রতিদিনের সম্পাদক মারুফ হোসেন কমল, দৈনিক বাংলা ৭১ ময়মনসিংহ ব্যুরো চিফ নিহার রঞ্জন কুন্ড, সিনিঃ ফটো সাংবাদিক মোঃ ফারুক, দৈনিক আজকের দর্পণের ময়মনসিংহ জেলা প্রতিনিধি দিলরুবা ইয়াসমিন, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সিনিঃ সহ-সভাপতি ফারুক আহমেদ, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফকরুদ্দীন আহমেদ, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আলোকিত বাংলাদেশ ত্রিশাল প্রতিনিধি জহিরুল কাদের কবির, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক মোমিন তালুকদার, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক জাকিয়া বেগম আকলিমা, সদস্য একেএম আসাদুজ্জামান পাইলট, আসাদুল ইসলাম মিন্টু, এশিয়ান টিভি ত্রিশাল প্রতিনিধি তাসলিমা রত্না’সহ জাতীয় দৈনিকের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ ।জাকজমকপূর্ণ আয়োজনে ফুলেল শুভেচ্ছা ও পত্রিকার অগ্রগতি কামনা করেন অতিথিবৃন্দ।

  • এবার পুর্ণদিবস কর্মবিরতি পালন করেছে ময়মনসিংহ সদরের পিআইও

    এবার পুর্ণদিবস কর্মবিরতি পালন করেছে ময়মনসিংহ সদরের পিআইও

    ষ্টাফ রিপোর্টার ময়মনসিংহ।।
    কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারাদেশের ন্যায় জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে পুর্ণদিবস কর্মবিরতি পালন করেছে ময়মনসিংহ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা।

    দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তারাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারি কল্যাণ পরিষদের ডাকে ২২সেপ্টম্বর বৃহস্পতিবার সকাল ৮ থেকে বিকাল অফিস চলাকালীন সময় পর্যন্ত পুর্ণদিবসের এই কর্মবিরতি পালন করেছেন তিনি।

    এর আগেও গত ১২ সেপ্টেম্বর সোমবার থেকে ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত চার দিনব্যাপী অর্ধদিবস কর্মবিরতি শেষে বৃহস্পতিবার দুপুরে পাঁচ দফা দাবীতে
    জেলা প্রশাসক এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করেন।

    পুর্ণদিবস কর্মবিরতিতে ময়মনসিংহের সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মনিরুল হক ফারুক রেজা সহ কর্মরত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ গ্রহণ করেন।

    খোঁজ নিয়ে জানা যায়, দাবি আদায়ের লক্ষ্যে ময়মনসিংহে জেলা সদর সহ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার (ডিআরআরও) কার্যালয় ও সকল উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিরাও সকাল ৮টা থেকে বিকাল অফিস চলাকালীন সময় পর্যন্ত পুর্ণদিবস কর্মবিরতি পালন করে।

    ২২সেপ্টেম্বর সকাল ১০টার দিকে ময়মনসিংহ জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ভবনের সামনে গিয়ে দেখা যায়- দাবি সংবলিত ব্যানার টাঙিয়ে তার পাশে সদর উপজেলা পিআইও ও তাঁর কার্যালয়ের কয়েকজন কর্মচারী বসে কর্মবিতরিতে অবস্থান নিয়েছেন।

    পাঁচ দফা দাবিতে উল্লেখ করা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২-এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের মতো দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারিদের পদনাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ পদোন্নতি/চলতি দ্বায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণ।

    দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়ে সদর উপজেলার পিআইও মনিরুল হক ফারুক রেজা জানান- আমরা এর আগেও ১২সেপ্টেম্বর সোমবার থেকে ১৫সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত শান্তিপুর্ণ ভাবে অর্ধদিবস কর্মবিরতি শেষে দাবী আদায়ের লক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসক মহোদয় এর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছিলাম।

    দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তারাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারি কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আজ (২২সেপ্টেম্বর) পুর্ণদিবস কর্মবিরতি পালন করা হয়েছে। এই পুর্ণদিবস কর্মবিরতির সময়সীমা বৃদ্ধির ব্যাপারে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক চালিয়ে যাওয়া হবে। তবে আগামী শনিবার ২৪সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটি এব্যাপারে সিদ্বান্ত দিবেন।তারা সেই সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন পিআইও মনিরুল হক ফারুক রেজা।

  • জয়পুরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

    জয়পুরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস।

    মুন্সিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের গুলি বর্ষণে বিএনপি ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল।

    বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শহরের রেলষ্টেশন এলাকা থেকে মিছিলটি বের হয়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্রের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আবু রায়হান উজ্জল ও সদস্য সচিব মোক্তাদুল হক আদনান।

    এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস্ মতিন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনজুরে মওলা পলাশ, হারুনুর রশীদ জুয়েল, জেলা যুবদল সদস্য আবু সাহেদ সোহেল, এফতাদুল হক, ইকবাল হোসেন প্রমূখসহ আরো অন্যান্য নেতৃবৃন্দরা।

  • শালিখায় আজকের দর্পণ পত্রিকার ৮ম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

    শালিখায় আজকের দর্পণ পত্রিকার ৮ম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

    শালিখা মাগুরা সংবাদদাতাঃ মাগুরার শালিখায় দৈনিক আজকের দর্পণ পত্রিকা ৯ বছরে পদার্পণ উপলক্ষে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

    আজকের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ নওয়াব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব শালিখার সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষক সমিতির সহসাংগঠনিক সম্পাদক ও প্রধান শিক্ষক মোঃ বাহারুল ইসলাম৷ প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন,মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ইংরেজি শিক্ষক ও গবেষক শ্রী ইন্দ্রনীল বিশ্বাস৷ শালিখা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহিদুজ্জামান চাঁদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব শালিখার সিনিয়র সহসভাপতি কবি, সাংবাদিক ও প্রধান শিক্ষক স্বপন বিশ্বাস,জিআর এম তারিক,মুক্তিযুদ্ধের সংগঠক ও সমাজ সেবক মোঃ আক্কাস আলী খান,শালিখা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক,সহসভাপতি মোঃ সাইফুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম রাজিব, দপ্তর সম্পাদক মোঃ মনিরুল ইসলাম,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আবু হুরাইরা,দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ উবাইদুর রহমান,শালিখা প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোঃ হাবিবুল হক চৌধুরী প্রমুখ। বক্তারা দৈনিক আজকের দর্পণ পত্রিকা ৮ম বর্ষ শেষ করে ৯ম বর্ষে পদার্পণ করায় পত্রিকাটির উত্তর উত্তর সাফল্য কামনা করেন৷

  • জাতীয় দৈনিক চৌকস পত্রিকার ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী-২২সেপ্টেম্বর আশুলিয়ায় অনুষ্ঠিত হবে

    জাতীয় দৈনিক চৌকস পত্রিকার ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী-২২সেপ্টেম্বর আশুলিয়ায় অনুষ্ঠিত হবে

    সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ)ঃ রাজধানী মতিঝিল থেকে প্রকাশিত জাতীয় দৈনিক চৌকস পত্রিকার ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী -২২ সেপ্টেম্বর ২০২২ইং দুপুর ১২ টায় আশুলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এস. এম নজরুল ইসলাম, সম্পাদক দৈনিক চৌকস ও চেয়ারম্যান আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা।
    উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোঃ মঞ্জুরুল আলম রাজিব, চেয়ারম্যান- সাভার উপজেলা পরিষদ ও সাধারন সম্পাদক, সাভার উপজেলা আওয়ামীলীগ এবং প্রধান উপদেষ্টা “আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাব”। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোঃ ফারুক হাসান তুহিন, প্রতিষ্ঠাতা সভাপতি-আশুলিয়া থানা আওয়ামীলীগ। সেই সাথে আরও উপস্থিত থাকবেন ঢাকা প্রেসক্লাব এর সভাপতি আওরঙ্গজেব কামাল ও আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খাঁন (লিটন) এবং বিভিন্ন টেলিভিশনের প্রতিনিধি, প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিসহ ঢাকা জেলা, সাভার উপজেলা, আশুলিয়া থানা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।
    উক্ত অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন,মোঃ কলিম উদ্দিন প্রামানিক, ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক চৌকস ও অর্থ সচিব, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা। স্থান: ব্যবস্থাপনা সম্পাদকের কার্যালয়, কাঠগড়া পশ্চিম পাড়া, আশুলিয়া, ঢাকা।

  • হরিণাকুন্ডু পৌরসভার মেয়রের বিরুদ্ধে সাত কাউন্সিলরের অভিযোগ

    হরিণাকুন্ডু পৌরসভার মেয়রের বিরুদ্ধে সাত কাউন্সিলরের অভিযোগ

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভার মেয়র ফারুক হোসেনের বিরুদ্ধে গোপনে নিয়োগ বানিজ্য করার অভিযোগ তুলেছে তার পরিষদের ৭জন কাউন্সিলর। স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রনালয়ের সিনিয়র সচিবের বরাবর এই অভিযোগ করা হয়। এছাড়া অভিযোগের অনুলিপি স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রনালয়ের উপসচিব, খুলনার বিভাগীয় কমিশনার ও ঝিনাইদহ জেলা প্রশাসককে দেওয়া হয়েছে। অভিযোগে সাক্ষর করেছেন ১নং ওয়ার্ডের কাউন্সিলর নিখিল কুমার হালদার, ২নং ওয়ার্ডের কাউন্সিলর নাসির উদ্দীন, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আবু আসাদ রুনু, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর হাসেম আলী, ৭, ৮ ও ৯নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর শারমীন আক্তার সম্পা ও ১, ২ ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ছায়েরা খাতুন। লিখিত অভিযোগ উল্লেখ করা হয়েছে, হরিণাকুন্ডু পৌরসভার মেয়র ফারুক হোসেন অর্ধ কোটি টাকার অর্থ বানিজ্য করার জন্য তার নিকটতম আত্মীয় স্বজনদের গোপনে চাকরী দেওয়ার পাঁয়তারা করছেন। পৌরসভার নিয়োগ বিধি ভঙ্গ ও পৌর সংস্থাপন কমিটির অনুমোদন ছাড়াই হিসাব রক্ষক পদে মেজবাহ উদ্দীন মিঠুন, নি¤œমান সহকারী পদে হাসানুজ্জামান, সহকারী কর আদায়কারী পদে জামিরুল ইসলাম ও টিকাদারকারী হিসাবে বুলবুলকে নিয়োগ দেওয়ার চেষ্টা চালাচ্ছে। অভিযোগ বলা হয়, হরিণাকুন্ডু পৌরসভা বিএমডিএফ এ ৩০ লাখ টাকার দেনা আছে। এই নিয়োগ পক্রিয়া সম্পন্ন হলে হরিণাকুন্ডু পৌরসভার কর্মকর্তা ও কর্মচারিদের বেতন ভাতা বন্ধ হয়ে যাবে। অভিযোগকারী কাউন্সিলররা জানান, মেয়র ফারুক হোসেন কাউন্সিলরদের সঙ্গে খারাপ আচরণ করেন। এ কারণে বেশির ভাগ কাউন্সিলর পৌরসভার মিটিংয়ে যান না। অথচ মিটিংয়ে কোরাম সংকট থাকার পরও বিধি ভঙ্গ করে একের পর এক সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন। ২নং ওয়ার্ডের কাউন্সিলর নাসির উদ্দীন অভিযোগ করেন, পৌরসভার সরকারী ট্রাকটি তার নিজের ইটভাটায় দেওয়া হয়েছে। ট্রাক ভাড়ার টাকা জমা হচ্ছে কিনা জানতে গেলে দুর্ব্যবহার করেন মেয়র। জন্ম-মৃত্যু সনদ নিতে ৫০ টাকা থেকে ৫০০ টাকা গ্রহন করা হয়। পৌর এলাকায় তার পচ্ছন্দের ঠিকাদারের মাধ্যমে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করাচ্ছেন বলেও নাসির উদ্দীনসহ অভিযোগকারী কাউন্সিলররা উল্লেখ করেন। এ বিষয়ে হরিণাকুন্ডু পৌরসভার মেয়র ফারুক হোসেন বুধবার জানান, মেয়র নির্বাচিত হওয়ার আগেই অভিযোগকারীরা আমার বিরুদ্ধে মানববন্ধন করেছিল। তারা হরিণাকুন্ডুতে আওয়ামী লীগের অন্য গ্রুপ করেন। এ কারণে পৌরসভার ভালো তারা চান না। পরিষদের মিটিংয়ে তারা যোগদান না করে বিরোধীতা করেন। তিনি বলেন, নিয়োগ বানিজ্য করার কোন প্রশ্নই ওঠে না। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হবে। যাদের নাম অভিযোগকারীরা দিয়েছেন তারা আমার কেউ না। মেয়র ফারুক বলেন, আমি দুই কোটি টাকার দেনা নিয়ে পৌরসভার দায়িত্ব নিয়ে সব দেনা শোধ করেছি। বিএমডিএফ এর দেনা আর অর্ধেক আছে। তিনি বলেন, কাউন্সিলর ও পৌর কর্মচারীরা বেতন পেতেন না এখন নিয়মিত পাচ্ছেন। পৌরসভার ট্রাকটি মেরামত করে ইটভাটায় ভাড়া দেওয়া হয়েছে। ভাটা মালিক পৌরসভার ফান্ডে ২০ হাজার টাকা মাসে ভাড়া দেন। ট্রাক মেরামত, তেল, মবিল ও ড্রাইভারের বেতন সবই বহন করেন ইটভাটা মালিক।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।