Blog

  • পাঁচবিবির আওলাই শিরতা মাদরাসায় নিয়োগ দেওয়ার নামে বাণিজ্য অতঃপর সংঘর্ষ-থানায় অভিযোগ

    পাঁচবিবির আওলাই শিরতা মাদরাসায় নিয়োগ দেওয়ার নামে বাণিজ্য অতঃপর সংঘর্ষ-থানায় অভিযোগ

    রিদয় হোসেন(সদর জয়পুরহাট)প্রতিনিধিঃ-

    জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের শিরতা রফিকুল্লা দাখিল মাদরাসায় তিন পদে লোক নিয়োগের আগেই নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। স্থানীয় শিরতা গ্রামের সাইদুল ইসলামের ছেলে লিমনের চাকুরির জন্য টাকা দিয়েছিলেন গত শুক্রবার সন্ধ্যায় ওই মাদরাসায় তার ছেলেকে বাতিল করে নিয়োগ বোর্ড হচ্ছে এমন সংবাদ জানতে পেয়ে তার ছেলের চাকুরি বাবদ দেয়া টাকা ফেরত চাইতে গেলে পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিহাদ মন্ডলের হুকুমে তার লোকজনরা এলোপাথারী মারপিট করলে সাইদুল ইসলাম গুরুতর অসুস্থ হলে পরিবারের লোকজন তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করান ৷

    সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা যায়, শিরতা রফিকুল্লা দাখিল মাদরাসায় অফিস সহকারী একজন,আয়া একজন এবং একজন নিরাপত্তা কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই তিন পদে মোট ০৯জন প্রার্থী আবেদন করেন। প্রার্থীদের মেধা যোগ্যতা পরীক্ষা না করে ওই প্রতিষ্ঠানের সভাপতি আবু বক্কর সিদ্দিকের যোগসাজসে তিন পদের বিপরীতে তিন জনের কাছ থেকে প্রায় ৪৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া করছেন। ইতিমধ্যে জমি ও সোনা গহনা বন্ধক রেখে প্রার্থীরা টাকাও দিয়েছেন বলে অভিযোগে জানা যায়।

    ভুক্তভোগী সাইদুল ইসলাম তার ছেলের জন্য চাকুরি বাবদ পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও কুসুম্বা ইউনিয়ন চেয়ারম্যন জিহাদ মন্ডলকে নগদ (১ লক্ষ) টাকা দিয়েছেন গত ২৩ শে সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় নিয়োগ বোর্ডের কার্যক্রাম শুরু হয় এমনই অবস্থায় সাইদুল ইসলাম উক্ত টাকা ফেরত চাইতে গেলে জিহাদ ও তার সহযোগীরা এলোপাথারী মারপিট করে সাইদুলের ডান চোখে গুরুতর যখম হয়৷ ওই সময় সাইদুল ইসলামের স্ত্রী লাভলী বেগুম স্বামীকে আগাইতে গেলে তাকেও মারপিট করেন৷ শিরতা রফিকুল্লা দাখিল মাদরাসায় গত ২৩ শে সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে৷

    ওই মাদরাসার অন্য তম প্রতিষ্ঠাতা সদস্য আলী আহম্মেদ তার পরিবারের একজনকে মাদরাসায় চাকুরির জন্য সুপারিস করে বোর্ড খরচ বাবাদ এক লক্ষ টাকা নির্বাচিত কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিকের হতে দিয়েছিলো অন্য প্রার্থীর কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে আমার টাকা ফেরত দেন৷
    তিনি বলেন আমার বাবা দাতা সদস্য আমি প্রতিষ্ঠাতা সদস্য আমাদের পরিবারের ছেলে মেয়ের চাকুরি না হলো এটা আমার সবচেয়ে বড় দুঃখ৷

    দায়িত্বশীল সূত্রে যানা যায়, চাকুরি প্রত্যাশিদের টাকার অংকের পরিমান৷ কফিলউদ্দিনের ছেলে মামুনুর রশিদ নৈশপ্রহরি ১৮ লক্ষে রাফা দাফা করেন রুস্তমের স্ত্রী খুশি আয়া পদে ৮ লক্ষতে মিটিয়েছেন, গলাকাটা গ্রামের শাহিদুলের ছেলে রাব্বী অফিস সহকারি পদে সর্বচ্চ স্কোর ২৩ লক্ষতে সমঝতা করে চাকুরি প্রত্যাশিরা৷

    এবিয়ষে জানতে চাইলে কুসুম্বা ইউনিয়ন চেয়ারম্যন জিহাদ মন্ডল বলেন, আমি কারো কাছ থেকে টাকা পয়সা নেইনি আমার বিরুদ্ধে অভিযোগ সম্পর্ণ রুপে মিথ্যা৷ সাইদুল তার ভাগিনার টাকা নিয়েছে বলে শুনেছি তাদের নিজেদের মধ্যে কিছু ঘটতে পারে আমি ওখানকার সভাপতিও না কোন কিছু জানিও না৷

    শিরতা রফিকুল্লা দাখিল মাদরাসার সুপার মো. রফিকুল আলম বলেন, অভিযোগ সঠিক নয়। এখানকার কিছু মানুষ আছেন যারা বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ নেয়। সুবিধা না পেলেই তারা বিপক্ষে অবস্থান নেয়। নিয়োগ সংক্রান্ত কোন বিষয় ওদিন ছিলো না৷

    প্রতিষ্ঠানের সভাপতি মো.আবু বক্কর সিদ্দিক মন্ডল বলেন, অর্থের কোনো লেনদেন হয়নি। নিয়োগের ব্যাপারে আমার কোনো ক্ষমতা নাই। নিয়োগ বোর্ডের কথা ছিলো ডিজি মহাদয় না আসায় যারা অভিযোগ করেছেন তারাই নিজ নিজ প্রার্থীকে নিয়োগ দেওয়ার চেষ্টা করছেন।

    হাসপাতাল সূত্রে জানা যায়, জেলা আধুনিক হাসপাতালের চিকিৎসক নূর নবী বলেন, লাভলীর হাত ও গলায় আঘাত পেয়েছে সাইদুলের চোখের নিচে ইন্জরি হয়েছে৷ আমাদের আলাদা চোখের ডক্টর আছে, তারা দেখবে৷

    ভুক্তভোগী সাইদুল ইসলাম (২৪সেপ্টেম্বর) সন্ধ্যায় পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ করেন৷

    ভারপ্রপ্ত কর্মকর্তা ওসি পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে জানান, সাইদুল ইসলাম নামের এক ব্যক্তি নিয়োগ সংক্রন্ত ও মারা মারি ঘটনায় কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তদন্ত স্বাপেক্ষে ব্যবস্তা নেওয়া হবে৷

    এবিষয়ে জয়পুরহাট জেলা শিক্ষা অফিসার আঃ রাজ্জাক বলেন,মাদরাসার বিষয়টি মাদরাসা বোর্ড দেখে, নিয়োগের বিষয়ে আমি কিছু জানি না যেহেতু শিক্ষা সংক্রান্ত বিষয়ে থানায় অভিযোগ হয়েছে৷ আমি বিষয়টি দেখবো৷

    এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে সহকারী পরিচালক জান্নাতুন নাহার (দাখিল ও এবতেদায়ী) অফিস মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর,ঢাকা তিনি বলেন, রাজশহী বিভাগ শহীদ লতীফ বলতে পারবেন৷ তার দাপ্তিরিক ফোনে যোগা যোগ করা হলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি৷

  • পঞ্চগড় জেলার  বোদায় নৌকা ডুবি শিশু-নারীসহ ২৪ জনের মৃত্যু

    পঞ্চগড় জেলার বোদায় নৌকা ডুবি শিশু-নারীসহ ২৪ জনের মৃত্যু

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। —

    আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবিতে শিশুসহ ২৪ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছে অর্ধশত।

    নিহতের সংখা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।
    নিহতদের মধ্যে বেশির ভাগই শিশু ও নারী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
    শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করছে।
    প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর অপরপাড়ে মহালয়া উপলক্ষে প্রতিবছরের ন্যায় বরদ্বেশ্বরী মন্দিরে ধর্মসভার আয়োজন করা হয়। মূলত ওই ধর্মসভায় যোগ দিতে নিহতরা নৌকা যোগে নদী পার হচ্ছিল দুপুরের দিকে নদীর মাঝপথে অতিরিক্ত যাত্রীর কারণে নৌকাটি ডুবে যায়। অনেকে সাঁতার জানায় তীরে আসতে পারলেও সাঁতার না জানা বিশেষ করে নারী ও শিশুরা পানিতে ডুবে যায়।
    বোদা থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত জানান, নদী হতে মৃত অবস্থায় ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে তিনজন শিশু, ১১ জন নারী ও দুজন পুরুষ রয়েছেন। এছাড়া আটজনকে হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। তাদের মধ্যে পাঁচজন শিশু, এক নারী ও দুজন পুরুষ রয়েছেন।
    এসআই শওকত আরও জানান, এখনো অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছে।
    তাদেরকে উদ্ধারে অভিযান চলছে।
    এদিকে নৌকাডুবিতে মৃত ২৪ জনের পরিবারকে ২০ হাজার ও আহতদের পাঁচ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে। বিকেল পৌনে ৫টার দিকে ঘটনাস্থল থেকে এ ঘোষণা দেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সলেমান আলী।
    পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কাজ পর্যবেক্ষণ করছেন।

  • রংপুরে ডাঃ হারুন স্মৃতি পাঠাগারের  শিক্ষার্থী পাঠকদের শিক্ষা ভ্রমণ

    রংপুরে ডাঃ হারুন স্মৃতি পাঠাগারের শিক্ষার্থী পাঠকদের শিক্ষা ভ্রমণ

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন।

    রংপুর রেল স্টেশন সংলগ্ন ২৮ নং ওয়ার্ডের খেরবাড়িতে প্রতিষ্ঠিত ডাঃ হারুন স্মৃতি পাঠাগারের পাঠক শিক্ষার্থীদের শিক্ষা ভ্রমণ সম্পন্ন।
    গতকাল ২৫ সেপ্টেম্বর রংপুর চিরিয়াখানার প্রাণী পরিচিতি, কবিতা পাঠ,খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    প্রধান অতিথি ছিলেন ডাঃ হারুন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ।
    বক্তব্য রাখেন লাইব্রেরিযান আব্দুল মুহাইমিন পিয়াম, পাঠকদের মধ্যে সুমি বেগম,নাসরিন আক্তার, টুশি বেগম,জুই আক্তার, রিয়ামনি,সুমাইয়া আক্তার, সাবা আক্তার, ফাতেমা আক্তার, আবির হোসেন, মাহিম, হ্যাপি আক্তার, সিয়াম হোসেন, আবিরা খাতুন জিয়ানা খাতুন, রাইসা মনি,রিতা আক্তার, জোহরা খাতুন, সায়েম বাবু ও ডাঃ হারুন স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন প্রমুখ।
    উল্লেখ্য ডাঃ হারুন স্মৃতি পাঠাগার নিয়মিত পাঠচক্র, জাতীয় দিবস পালন, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা সহ স্বাস্থ্যসেবা সচেতনতা মুলক কার্যক্রম নিয়মিত করে আসছেন।

  • রংপুরে অভিযাত্রিকের ২২৫৪ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত

    রংপুরে অভিযাত্রিকের ২২৫৪ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। —

    গত ২৩ সেপ্টেম্বর বিকেলে অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের ২২৫৪ তম সাপ্তাহিক সাহিত্য আসর অভিযাত্রিক সিনিয়র সহ-সভাপতি তৈয়বুর রহমান বাবু-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ।
    কবি রায়হান আহমেদ রিমনের প্রাণবন্ত উপস্থাপনায় আসরে কবিতা পাঠ করেন তৈয়বুর রহমান বাবু, মাসুদ বশীর, জাহিদ হোসেন, তাপস মাহমুদ, মাহমুদ এলাহী মন্ডল, ফকরুল ইসলাম,নাজমুল ইসলাম, জয়িতা নাসরিন নাজ, ইরশাদ জামিল, সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, মাসুম মোর্শেদ, মুরাদুজ্জামান হাবিব, এম জে নূর হোসেন, গোলাম রাব্বানী, নাহিদা ইয়াসমিন, সাকিল মাসুদ, রবিউল ইসলাম, রাশেদুজ্জামান, ধ্রুবক রাজ,জরিফা সুলতানা, মনিরা সিরাজ সাথী, আহসান হাবিব মানিক, সামু তাসমিন, দিবস রায়, মিষ্টি জান্নাত, মাহফুজা মিনি, তম বিভাবরী, ময়নুল ইসলাম, নূর হোসেন, শরীফ সুমন প্রমুখ।
    পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন, অভিযাত্রিক সাধারন সম্পাদক সাঈদ সাহেদুল ইসলাম।
    আসরে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতারের তালিকাভূক্ত শিল্পী ফারহান শাহীল লিয়ন।

  • পাঁচবিবিতে মাদ্রাসার গাছ কেটে ভাগাভাগির অভিযোগ

    পাঁচবিবিতে মাদ্রাসার গাছ কেটে ভাগাভাগির অভিযোগ

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিনশিরা স্বতন্ত্র এবতেদ্বায়ী মাদ্রাসার গাছ কেটে ভাগাভাগি করে নেওয়ার অভিযোগ উঠেছে মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে। এঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এক ব্যাক্তিকে মারপিট করেছে মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক। এঘটনায় ভুক্তভোগী ওই ব্যাক্তি উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।

    জানাগেছে, পাঁচবিবি উপজেলার বিনশিরা স্বতন্ত্র এবতেদ্বায়ী মাদ্রাসার মাঠে থাকা ২ টি রেইনট্রি গাছ কেটে একটি গাছ আকবর হোসেন নামে এক ব্যাক্তি দিয়েছে এবং একটি গাছ মাদ্রাসার কমিটি বিক্রি করেছে। স্থানীয়রা বলছেন, কোন রকম নিয়মনীতি ছাড়াই গাছগুলো কেটে নেওয়া হয়েছে। তাছাড়া মাদ্রাসার সম্পত্তি থাকা সত্বেও দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি বলেও অভিযোগ অনেকের।

    এদিকে গাছ কাটাকে কেন্দ্র করে বিনশিরা গ্রামের রুবেল হোসেন নামে একজনকে শ্বাসরোধ করে হত্যার উদ্দেশ্যে মারপিটের অভিযোগ পাওয়া গেছে মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মজিদের বিরুদ্ধে। বিনশিরা স্বতন্ত্র এবতেদ্বায়ী মাদ্রাসার সাধারণ সম্পাদক মজিদ বলেন, কথা কাটাকাটি হয়েছে তবে মারধর করিনি।

    বিনশিরা স্বতন্ত্র এবতেদ্বায়ী মাদ্রাসার সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, ১৯৯২ সালে আকবর হোসেন মাদ্রাসায় গাছগুলো রোপণ করেন। পর্যায়ক্রমে একাধিবার গাছ কেটে বিক্রি করে কর্তৃপক্ষ। আকবর হোসেন যেহেতু গাছগুলো রোপণ করেছে তাই একটি গাছের দাবি তিনি করেন। পরে কমিটির সদস্যদের সম্মতিক্রমে আকবরকে একটি গাছ দেওয়া হয়েছে এবং বাঁকি অন্য গাছটি আমরা বিক্রি করে দিয়েছি।

    এবিষয়ে পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার মো.বরমান হোসেন বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামী আগৈলঝাড়ায় গ্রেফতার

    সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামী আগৈলঝাড়ায় গ্রেফতার

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাজহারুল ইসলাম সাংবাদিক দের জানান শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ গৈলা গ্রাম থেকে রব সরদারের ছেলে তিন মাসের কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী মোঃ শামীম সরদারকে
    এস আই মোঃ মনিরুল ইসলাম
    গ্রেফতার করে। অপরদিকে উপজেলার ফুল্লশ্রী গ্রাম থেকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী রফিজ উদ্দিন ফকিরের ছেলে মোঃ জাকির ফকিরকে শনিবার রাতে নিজ বাড়ি থেকে এস আই মোঃ আলি হোসন ও এস আই মোঃ তরিকুল ইসলাম গ্রেফতার করেন। রোববার সকালে গ্রেফতারকৃত শামীম ও জাকির ফকিরকে বরিশাল আদালতে প্রেরণ করেছে।

  • নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল মদসহ যশোরের ২ মাদক কারবারি আটক

    নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল মদসহ যশোরের ২ মাদক কারবারি আটক

    উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল মদসহ যশোরের ২ মাদক কারবারি আটক।
    নড়াইলের পুলিশ সুপার নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে ২৩ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সাজেদুল ইসলাম (ওসি ডিবি) এর নেতৃত্বে এসআই (নিঃ) অপু মিত্র সঙ্গীয় ফোর্স পার্থ ও ইনজামসহ নড়াইল পৌরসভাধীন হাতির বাগান এলাকা থেকে ১০ বোতল দেশীয় মদসহ যশোরের ২ জন মাদক কারবারিকে আটক করেছে।
    আসামিদ্বয় হলেন যশোর কোতোয়ালি থানাধীন বেজপাড়া গ্রামের মো: তরিকুল সাগর এর ছেলে মো: আল-আমিন(২৫) এবং ষষ্টিতলা গ্রামের মো: রফিকুল ইসলামের ছেলে মো: নুর ইসলাম (১৯)।
    আসামিদ্বয়কে নড়াইল সদর থানা হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

    উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি।

  • সুজানগরে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

    সুজানগরে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

    এমএ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের আগামী ১৮ অক্টোবর ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার(২৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলীর সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ এর স ালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা। এ সময় সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগীদের উদ্দেশে উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলী বলেন, শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর জন্মগ্রহন করেন। তোমরা যেমন তোমাদের বাবা-মায়ের আদরের সন্তান,তেমনি শেখ রাসেলও তার বাবা-মায়ের আদরের সন্তান ছিল। তাই তার সম্পর্কে জানতে তোমাদের নিয়ে আমরা এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি। তিনি আরো বলেন, আজকের শিশুরাই আগামী দিনে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে। তাই দেশের ইতিহাস জানতে শিশুদের উৎসাহ দিতে হবে। একই সঙ্গে তাদের জানার সুযোগও তৈরি করে দিতে হবে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সুজানগরের গাজনার বিলে নিষিদ্ধ জালে চলছে অবাধে শিকার

    সুজানগরের গাজনার বিলে নিষিদ্ধ জালে চলছে অবাধে শিকার

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী গাজনার বিলে সরকারের জলমহাল বন্দোবস্ত নীতিমালা উপেক্ষা করে অবৈধভাবে বাঁশের বেড়া,খড়াজাল ,সোঁতিজাল ও চায়না দুয়ারী জাল দিয়ে অবাধে চলছে মাছ শিকার । এতে করে প্রচুর ডিমওয়ালা ও পোনা মাছ নিধন হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয় মানুষেরা। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,নদ-নদী,খাল বিলে মাছ চলাচলের পথে আড়াআড়ি বাধ বা স্থায়ী ভাবে বেড়া দেওয়া মৎস্য আইনে দন্ডনীয় অপরাধ। এছাড়া প্রতিবছর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৯ ইি র ছোট নলা মাছ (রুই, কাতলা, মৃগেল, কালবাউশ ও ঘনিয়া) এবং ৩০ সেন্টিমিটারের ছোট বোয়াল ও আইড় মাছ ধরা বা বিক্রি দন্ডণীয় অপরাধ। মৎস্য সংরক্ষণ আইনে এ বিধি লংঘল করলে এক থেকে দুই বছরের সশ্রম কারাদন্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা যেতে পারে। শনিবার সরেজমিনে দেখা গেছে এ আইন লঙ্ঘন করে উপজেলার গাজনার বিলের বিভিন্ন পয়েন্টে খড়াজাল,সোঁতিজাল,চায়না জাল ও বাঁশের বেড়া দিয়ে অবৈধভাবে মাছ শিকার করা হচ্ছে। স্থানীয়রা জানান, গাজনার বিলের স্বাভাবিক গতিপ্রবাহ বাধাগ্রস্থ করে খয়রান ব্রীজ এলাকা সহ বাদাই,উলাট গ্রামের কাছে ও হাটখালীতে এভাবে মাছ ধরছেন অনেকে। বিলে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরার কাজে জড়িত লোকমান হোসেন বলেন, এভাবে আমার মত অনেকেই এই বিলে ফাঁদ পেতে অবৈধ জাল দিয়ে ডিমওয়ালা ও পোনা মাছ শিকার করছেন । স্থানীয় মৎস্যজীবি মো.সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি জানান, সরকারি নীতিমালা উপেক্ষা করে এভাবে মাছ শিকারের কারণে বিলে মাছের বংশ বৃদ্ধি হচ্ছে না। এ কারণে আগের মতো আর মাছ পাওয়া যায় না। মৎস্যজীবিরাও বেকার হয়ে পড়েছেন। উপজেলা মৎস্য কর্তকর্তা নূর কাজমীর জামান বলেন, গাজনার বিলে অবৈধভাবে মাছ শিকার রোধ করতে ইতিমধ্যে একাধিকবার অভিযান পরিচালনা করে প্রচুর পরিমাণ অবৈধ জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলানো হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া স্থানীয় মানুষদের সচেতনতা তৈরিতে মাইকিং করা হয়েছে বলেও জানান তিনি। ইউএনও মো.রওশন আলী জানান, আইন লঙ্ঘনকারী কাউকেই ছাড় দেওয়া হবেনা ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • নওগাঁর নিয়ামতপুরের ঘুঘুডাঙ্গায় তালপিঠা মেলাকে কেন্দ্র করে উৎসবের আমেজ

    নওগাঁর নিয়ামতপুরের ঘুঘুডাঙ্গায় তালপিঠা মেলাকে কেন্দ্র করে উৎসবের আমেজ

    রওশন আরা শিলা,নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় মৌমজার নাম ঘুঘুডাঙ্গা। নওগাঁ – মহাদেবপুর – ছাতড়া – শিবপুর সড়কের একটি সংযোগ সড়ক কাপাষ্টিয়া বাজার থেকে দক্ষিন দিকে চলে গেছে নিয়ামতপুর উপজেলা সদর পর্যন্ত। এই সড়কে কাপাষ্টিয়া বাজার থেকে প্রায় ৩ কিলোমিটার পর্যন্ত কেবলই তালগাছ। সারি সারি তালগাছ একপায়ে দাঁড়িয়ে আকাশপানে উঁকি মারছে। এক অভূতপূর্ব প্রাকৃতিক মনোরমদৃশ‍্যপট সৃষ্টি হয়েছে।

    ক্রমেই প্রকৃতি মানুষদের এখানকার সৌন্দর্য আকৃষ্ট করতে শুরু করে। প্রতিদিন শত শত নারী পুরুষ শিশু কিশোর আবালবৃদ্ধ বনিতা এই সৌন্দর্য উপভোগ কতে আসেন। ইতিমধ‍্যে তাল গাছের সৌন্দর্যমন্ডিত এই ঘুঘুডাঙ্গার সৌন্দর্যের সুখ‍ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে বিকেল হলেই দর্শনার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠে ঘুঘুডাঙ্গার সবুজ চত্বর। কেবল নওগাঁ জেলা নয় দেশের অন‍্যান‍্য জেলা থেকেও এখান তাল সড়কের সৌন্দর্য উপভোগ করতে আসেন। তেমনি শনিবার ফরিদপুর জেলা থেকে এসেছিলেন দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তি। ফেসবুকে দেখে তিনি এসেছিলেন। তিনি এখানকার ব‍্যতিক্রমী সৌন্দর্যে মুগ্ধ।

    চারিদিকে ফসলের সবুজ বুক চিরে এঁকেবেঁক চলে গেছে ঘুঘুডাঙ্গার তাল সড়ক। অনেকদুর থেকেই সারি সারি তাল গাছের সৌন্দর্য।

    আজ থেকে প্রায় ৩৬ বছর আগে ১৯৮৬ সালে এই তালগাছ গুলো রোপন করা হয়। বর্তমান সরকারের খাদ‍্যমন্ত্রী সে সময়ের স্থানীয় ইউপি চেয়ারম‍্যান সাধন চন্দ্র মজুমদার এই তালগাছগুলো রোপন করেছিলেন। গাছগুলো এখন মহিরুহ।

    এই সৌন্দর্য স্থিতীশীল করতে মানুষের চাহিদার অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে তালপিঠামেলা। তারই
    ধারাবাহকিতায় ২৪ সেপ্টেম্বর আয়োজন করা হয় তৃতীবারের মত পিঠামেলার। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ‍্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। এ অনুষ্ঠানে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার মো: রাশিদুল হক, চ‍্যানেল আই-এর বার্তা প্রধান কৃষি ব‍্যক্তিত্ব শাইখ সিরাজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    মেলায় শতাধিক ষ্টলে তালের তৈরী বিভিন্ন রকমের পিঠা প্রদর্শিত হচ্ছে। এই তালপিঠা মেলাকে কেন্দ্র করে আশে পাশের গ্রামগুলোতে উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে। শ্বশুর বাড়িতে জামাই, জামাইবাড়িতে শ্বশুড় শ্বাশুড়ি ছাড়াও অন‍্যান‍্য আত্মীয়স্বজনরা বেড়াতে এসেছেন। আয়োজন করা হয়েছে হরেক রকম পিঠা ছাড়াও বিভিন্ন ধরনের খাবারের।#

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।।