August 2, 2025, 10:40 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
আশুলিয়ায় শীর্ষ মা-দক কা-রবারি ও হ-ত্যা মাম-লার আ-সামি শরিফুল ইসলাম মোল্লা গ্রে-ফতার আমরা ধানের শীষের লোক, সবাইকে ঐ-ক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- অধ্যক্ষ সিরাজ সুজানগরে ছাত্রদলের উদ্যোগে বিক্ষো-ভ মিছিল ও প্র-তিবাদ সভা বানারীপাড়ায় ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত নিবন্ধনে নজি-র গড়েছে তারাগঞ্জের ইউএনও রুবেল রানা পুঠিয়ার বানেশ্বরে ইউনিয়ন বিএনপির অনু-মতি ছা-ড়াই বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন  দেশে ভু-য়া ডাক্তারের চিকিৎসা ও ভেজা-ল ওষুধ সেবনে মানুষের রো-গ ভালো হচ্ছে না আশুলিয়ায় সড়ক দুর্ঘ-টনায় এক শিশু নিহ-ত, আহ-ত ৫ জন সুজানগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অ-পসারণের দাবিতে মান-ববন্ধন র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অ-ভিযানে ১০৫ বোতল ফে-ন্সিডিলসহ ২ জন মা-দক ব্যবসায়ী গ্রে-ফতার
সুজানগরের গাজনার বিলে নিষিদ্ধ জালে চলছে অবাধে শিকার

সুজানগরের গাজনার বিলে নিষিদ্ধ জালে চলছে অবাধে শিকার

এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী গাজনার বিলে সরকারের জলমহাল বন্দোবস্ত নীতিমালা উপেক্ষা করে অবৈধভাবে বাঁশের বেড়া,খড়াজাল ,সোঁতিজাল ও চায়না দুয়ারী জাল দিয়ে অবাধে চলছে মাছ শিকার । এতে করে প্রচুর ডিমওয়ালা ও পোনা মাছ নিধন হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয় মানুষেরা। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,নদ-নদী,খাল বিলে মাছ চলাচলের পথে আড়াআড়ি বাধ বা স্থায়ী ভাবে বেড়া দেওয়া মৎস্য আইনে দন্ডনীয় অপরাধ। এছাড়া প্রতিবছর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৯ ইি র ছোট নলা মাছ (রুই, কাতলা, মৃগেল, কালবাউশ ও ঘনিয়া) এবং ৩০ সেন্টিমিটারের ছোট বোয়াল ও আইড় মাছ ধরা বা বিক্রি দন্ডণীয় অপরাধ। মৎস্য সংরক্ষণ আইনে এ বিধি লংঘল করলে এক থেকে দুই বছরের সশ্রম কারাদন্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা যেতে পারে। শনিবার সরেজমিনে দেখা গেছে এ আইন লঙ্ঘন করে উপজেলার গাজনার বিলের বিভিন্ন পয়েন্টে খড়াজাল,সোঁতিজাল,চায়না জাল ও বাঁশের বেড়া দিয়ে অবৈধভাবে মাছ শিকার করা হচ্ছে। স্থানীয়রা জানান, গাজনার বিলের স্বাভাবিক গতিপ্রবাহ বাধাগ্রস্থ করে খয়রান ব্রীজ এলাকা সহ বাদাই,উলাট গ্রামের কাছে ও হাটখালীতে এভাবে মাছ ধরছেন অনেকে। বিলে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরার কাজে জড়িত লোকমান হোসেন বলেন, এভাবে আমার মত অনেকেই এই বিলে ফাঁদ পেতে অবৈধ জাল দিয়ে ডিমওয়ালা ও পোনা মাছ শিকার করছেন । স্থানীয় মৎস্যজীবি মো.সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি জানান, সরকারি নীতিমালা উপেক্ষা করে এভাবে মাছ শিকারের কারণে বিলে মাছের বংশ বৃদ্ধি হচ্ছে না। এ কারণে আগের মতো আর মাছ পাওয়া যায় না। মৎস্যজীবিরাও বেকার হয়ে পড়েছেন। উপজেলা মৎস্য কর্তকর্তা নূর কাজমীর জামান বলেন, গাজনার বিলে অবৈধভাবে মাছ শিকার রোধ করতে ইতিমধ্যে একাধিকবার অভিযান পরিচালনা করে প্রচুর পরিমাণ অবৈধ জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলানো হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া স্থানীয় মানুষদের সচেতনতা তৈরিতে মাইকিং করা হয়েছে বলেও জানান তিনি। ইউএনও মো.রওশন আলী জানান, আইন লঙ্ঘনকারী কাউকেই ছাড় দেওয়া হবেনা ।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD