হেলাল শেখঃ পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানাধীন রূপপুর ইউনিয়নের কাঁঠালডাঙ্গি রূপপুর গ্রামের এক বাড়ি থেকে মোছাঃ শিউলি খাতুন নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৫ সেপ্টেম্বর ২০২২ইং) সকালে আমিনপুর থানার রূপপুর ইউনিয়নের কাঁঠালডাঙ্গি রূপপুর নিজ বাবার বাড়ির শয়ন ঘর থেকে শিউলি খাতুন (৩২) এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে বলে আমিনপুর থানা পুলিশ জানিয়েছেন। এ ঘটনার পর থেকে বিদেশ ফেরত স্বামী মোঃ বিদ্যুৎ হোসেন (৩৮) পলাতক রয়েছে। জানা গেছে, প্রবাসী বিদ্যুৎ হোসেন পাবনা জেলার সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়নের বাদাই গ্রামের মোঃ পুকাই শেখের ছেলে। এলাকাবাসী জানায়, বিদ্যুৎ হোসেন পুর্ববাংলা সর্বহারা বাহিনীর সদস্য ছিলেন, বর্তমান সরকারের সময় সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য পুলিশ ও র্যাব অভিযান অব্যাহত থাকায় তিনি দেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে ছিলেন।
উক্ত বিষয়ে প্রতিবেশী মোঃ মোকলেছুর রহমান গণমাধ্যমকে জানান, বিদ্যুৎ হোসেন কিছুদিন আগে মালশিয়া থেকে দেশে ফিরে তার দ্বিতীয় স্ত্রী শিউলি খাতুনের বাবা তোজাম্মেল শেখ ওরফে তুজাইয়ের বাড়িতে উঠেন। এরপর থেকে তারা একত্রে বসবাস করে আসছিলেন। ঘটনাস্থল বাড়ির লোকজন জানায়, রবিবার রাত ১২ টার পর স্বামী -স্ত্রী একই ঘরে ঘুমিয়ে পড়েন, রাতের কোনো একসময় শিউলি’র গলাকেটে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা। খুব সকালে শিউলি’র গলাকাটা রক্তাক্ত লাশ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন আমিনপুর থানা পুলিশকে খবর দেন। এ ঘটনার পর থেকে বিদ্যুৎ পলাতক রয়েছে।
স্থানীয়রা জানায়, বিদ্যুৎ হোসেনের সাথে বিয়ের পূর্বে শিউলি খাতুনের আরও ৩টি বিয়ে হয়েছিলো, অনেকেই অভিমত প্রকাশ করেন যে, শিউলি অর্থলোভী নারী ছিলেন, তার পূর্বের স্বামীদের সাথে তার যোগাযোগ ছিলো। বিদ্যুৎ হোসেনের সাথে টাকা পয়সা নিয়ে এবং শিউলির পরকিয়া নিয়ে মাঝে মধ্যেই ঝগড়াঝাঁটি হতো বিদি্যুৎ ও শিউলি’র সাথে।
আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রওশন আলী গণমাধ্যমকে জানান, এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যদের দেয়া তথ্যের ভিত্তিতে রূপপুর ইউনিয়নের কাঁঠালডাঙ্গি রূপপুর থেকে নিহত নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। তিনি জানান, এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ হত্যার ঘটনার সাথে কারা জড়িত তদন্ত করে দেখা হচ্ছে এবং দ্রুত এ হত্যার রহস্য উদঘাটন করা হবে বলেও তিনি জানান. সেই সাথে এই হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত ঘটনার সাথে জড়িত কাউকেই আটক করার খবর পাওয়া যায়নি।
Blog
-

পাবনার আমিনপুরের রূপপুর থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ
-

পাইকগাছার গদাইপুর ইউনিয়ন বিট পুলিশিং এর ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
আসন্ন শারদীয় দূর্গা পূজা ও গদাইপর বিট পুলিশিং এর আইন শৃঙ্খলা বিষয়ক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে গদাইপুর বাজার চত্ত্বরে অনুষ্ঠিত বিট পুলিশিং এর ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান। গদাইপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বর্ক্তৃতা করেন গদাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক নির্ম্মল চন্দ্র অধিকারী, গদাইপুর ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, গদাইপুর বিট পুলিশিং এর এসআই মোঃ কায়েস, এসআই ব্রজ কিশোর, এএসআই শেখ পলাশ হোসেন ও শরিফুল, ইউপি সদস্য আনিচুর রহমান, শেখ হারুন-অর রশিদ হিরু, মোঃ মোবারেক গাজী, সমাজ সেবক সোহরাব সরদার, গদাইপুর নার্সারী মালিক সমবায় সমিতির সভাপতি শেখ জিয়াউর রহমান, সরকার জাকির হোসেন, রহিমা বেগম প্রমুখ। আইনশৃঙ্খলা সভায় ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির কমিটির সভাপতি, সম্পাদকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা। -

সসাসের দু’দিনব্যাপী জাতীয় সঙ্গীত কর্মশালা অনুষ্ঠিত
মিজানুর রহমান মিলন ,
নিজস্ব প্রতিবেদক।“সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সম্মৃদ্ধ সমাজ” এই স্লোগান সামনে রেখে সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) কর্তৃক জাতীয় সঙ্গীত কর্মশালা গত ২২ ও ২৩ সেপ্টেম্বর ঢাকার একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এই কর্মশালায় সভাপতিত্ব করেন সসাসের নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল নোমান। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কলামিস্ট ও গবেষক রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গীতিকার ও সুরকার তাফাজ্জল হোসাইন খান ও জনাব রাজিবুর রহমান।
কর্মশালায় সংস্কৃতি ও ইসলাম বিষয়ে আলোচনা করেন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মান্নান এবং
আল্লাহর বান্দার পরিচয় ও বৈশিষ্ট্য বিষয়ে আলোচনা করেন সসাসের সাবেক নির্বাহী পরিচালক আব্দুল আলীম।
সসাস কর্তৃক পরিচালিত সারা দেশের প্রায় দেড় শতাধিক সাংস্কৃতিক সংগঠনের কণ্ঠশিল্পী, তরুন কবি, গীতিকার ও সুরকারদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বিশিষ্ট সুরকার ও শিল্পী গোলাম মাওলা, বিশিষ্ট সঙ্গীত শিল্পী আবু বকর সিদ্দিক, কবি ও গীতিকার আবু তাহের বেলাল, বিশিষ্ট সুরকার ও শিল্পী মশিউর রহমান, প্রফেসর সাইফুল আরেফীন এবং বিশিষ্ট নজরুল শিল্পী সালাহউদ্দিন আহমেদ।প্রধান অতিথি রাশেদুল ইসলাম বলেন, আমরা ছাত্রজীবনে সাংস্কৃতিক কার্যক্রমে অত্যধিক সক্রিয় ভূমিকা পালন করে থাকি। যখন কর্ম জীবনের সামগ্রিক পেরেশানি, অভাব-অনটন, দুঃখ-কষ্টের মধ্য দিয়ে আল্লাহ আমাদের পরীক্ষা করেন, তখন মনে হয় এই সংস্কৃতি, সঙ্গীত, নাটক দিয়ে কোনো কাজ হবে না। তখনই আল্লাহর উপর আমাদের ভরসা করা উচিৎ। তিনি বলেন, সঙ্গীত শিল্পী হতে হলে সঙ্গীত সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে হবে। এছাড়াও তিনি বলেন, আমরা যদি ব্যক্তি জীবন পরিশুদ্ধ করতে চাই তাহলে সর্বাবস্থায় হিংসা-গীবত, পরনিন্দা, চোগলখোরি, উপহাস, অহংকার থেকে বিরত থাকতে হবে। সর্বদা প্রকাশ্য ও অপ্রকাশ্য পাপ থেকে মুক্ত থাকতে হবে।
দু’দিনব্যাপী উক্ত কর্মশালা পরিচালনা করেন সসাসের সহকারী নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রাশেদুল ইসলাম, তৌহিদুজ্জামান, মোশাররফ মুন্না, মিজানুর রহমান, নাজমুস সাকিব, মুরসালিন সরকার, মো. মাহদী হাসান, ডি এম যুবায়ের ইসলাম, ওয়াহেদুজ্জামান আহমেদ, জাকির হোসাইন, শাফায়াত হোছাইন, আবু জার গিফারী, এম. ইস্পাহানী সরকার, তারিকুল ইসলাম সহ প্রমুখ।
-

আজ আমার শেষ দিন এই দেশে, ফেসবুক স্ট্যাটাস লিখে যুবকের আত্মহত্যা
মিজানুর রহমান মিলন ,
বগুড়া জেলা প্রতিনিধি।।আজ আমার শেষ দিন এই দেশে, ফেসবুক স্ট্যাটাসে এই কথা লিখেছেন মোরশেদ মুক্তাদির। ফেসবুক ওয়ালে ১০ ঘন্টা আগে এই পোস্টটি দিয়েছেন তিনি। এ পোস্ট দেওয়ার কয়েক ঘন্টা পরেই তিনি আত্মহত্যা করেছেন। শনিবার বিকেল ৪ টায় বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের পোঁওতা মহল্লায় এ ঘটনাটি ঘটে। নিহত মোরশেদ ওই মহল্লার মৃত আফজাল হোসেনের ছেলে।
নিহত মোরশেদ মুক্তাদির ফেসবুক ফ্রেন্ড ইসাসির আরাফাত জানান, তার ফেসবুকে পোস্টে দেখলাম
“”আজ আমার শেষ দিন এই দেশে”” পরে বিকেলে শুনলাম মোরশেদ আত্মহত্যা করেছে।সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক উজ্জ্বল হোসেন জানান, শনিবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাওয়ার পর নিজ ঘরে শুয়ে ছিলেন মোরশেদ
মুক্তাদির। দুপুর বেলা খাবার সময় তাকে ডাকতে গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরেও ভিরত থেকে কোন সাড়া না দেওয়ায় তার পরিবারের সদস্যদের মনে সন্দেহ জাগে। এরপর ওই ঘরের একটি ছোট্ট ছিদ্র পথ দিয়ে দেখতে পায় গলায় ফাঁস লাগানো অবস্থায় তীরের সঙ্গে ঝুলছে মোরশেদের মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিক ভাবে মনে হয়েছে এটা একটি আত্মহত্যা।আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। নিহত পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় মোরশেদের মৃতদেহ তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।
-

পাইকগাছায় ১১ বছরের কন্যা শিশুর বাল্য বিয়ে বন্ধঃ বর,কনেসহ আটক-৭
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় নোটারী পাবলিকের মাধ্যমে ১১ বছরের শিশুর কন্যার বিয়ে বন্ধ করে দিলেন ইউএনও মমতাজ বেগম।
জানা যায়, রবিবার সকালে এ্যাডভোকেট মোহতাছিম বিল্লাহর বাড়িতে রেজোয়ান ঢালী(২২) এর সাথে ১১ বছরের শিশু কন্যার বিয়ের প্রস্তুতি চলছিল। সংবাদ পেয়ে ইউএনও মমতাজ বেগমের উপজেলা আনছার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন ও এস আই হায়ফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে আইনজীবির বাড়ীতে অভিযান চালায়। এসময় বর কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের সাতালিয়া গ্রামের কেরামত আলী ঢালীর ছেলে রেজোয়ান ঢালী (২২), কনে পাইকগাছার ফকিরাবাদ গ্রামের নহর আলী গাজীর মেয়ে,ছেলের মামা হযরত শেখ, ছেলের ভগ্নিপতি ইয়াছিন গাজী, মেয়ের নানা গড়ইখালীর খোকন গাইন এবং মেয়ের ২ নানীকে আটক করেন। রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতরা পাইকগাছা থানা হেফাজতে ছিল। -

পাইকগাছায় সুপেয় পানি সরবরাহের প্রকল্প উদ্ধোধন
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছার লতা ইউনিয়নে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন পুকুর থেকে পাইপ লাইনে সুপেয় পানি সরবরাহের প্রকল্প উদ্ধোধন করা হয়েছে। রোববার সকাল ১০টায় আঁধারমানিক সরকারি পুকুর থেকে পানি সরবরাহের এ প্রকল্প নেয়া হয়। প্রকল্পের পূণ সংস্কারের উদ্বোধন করেন লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। উপস্থিত ছিলেন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন প্রকল্পের প্রজেক্ট ইঞ্জিনিয়ার সুশান্ত সরকার, প্রকল্পের ম্যানেজার মোঃ জুলফিকার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অনিল সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বূধর বিশ্বাস, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গৌতম রায়, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সনজিত সরকার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ঠাকুর দাশ সরকার, অভিজিৎ সরকার,মিহির মন্ডল, ইউপি সদস্য আজিজুল বিশ্বাস, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতœা সরকার, কুমারেশ মন্ডল, মিসেস রিনা পারভীন, ইউনিয়ন সাবেক ছাত্রলীগ নেতা নিউটন রায়, ইউনিয়ন ছাত্রলীগ নেতা অনিন্দ্য মন্ডল ও ইউনিয়ন ছাত্রলীগ নেতা অমৃত লাল সরকার।ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা। -

নিজ ঘরে মিললো গৃহবধূর গলা কাটা মরদেহ, স্বামী আটক
এম এ আলিম রিপনঃ পাবনার আমিনপুর থানার রুপপুর ইউনিয়নের কাঁঠালডাঙ্গি কাঁঠালডাঙ্গি গ্রাম থেকে শিউল খাতুন (২৫) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিউলি খাতুন ওই গ্রামের তোজাম্মেল শেখের মেয়ে ও সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়নের বাদাই গ্রামের মো.পুকাই শেখের ছেলে বিদ্যুৎ হোসেনের স্ত্রী। জানাযায়, বিদ্যুৎ হোসেন সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশে ফিরে তার দ্বিতীয় স্ত্রী শিউলি খাতুনের পিতা তোজাম্মেল শেখের বাড়িতে উঠেন। এবং এরপর থেকে তারা একত্রে ওই বাড়িতেই বসবাস করে আসছিলেন। রবিবার শেষ রাতের দিকে শিউলিকে তার স্বামী গলাকেটে হত্যা করে পালিয়ে যায় বলে দাবি করেন শিউলির মা করিমন খাতুন। এদিন ভোরে শিউলির গলা কাটা মরদেহ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন আমিনপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। আমিনপুর থানার ওসি(তদন্ত) ইমরান মাহমুদ তুহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে জানান, এ ঘটনায় নিহতের মা করিমন খাতুন বাদী হয়ে একটি মামলা করেছেন। এর পরপরই অভিযান চালিয়ে নিহতের স্বামী বিদ্যুৎ কে গ্রেফতার করে পুলিশ। এছাড়া এ হত্যাকান্ডের সাথে কে বা কারা জড়িত এবং কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের বরাত দিয়ে ওসি(তদন্ত) আরো জানান, বিদ্যুৎ হোসেনের সাথে বিয়ের পূর্বে শিউলী খাতুনের আরও ২টি বিয়ে হয়েছিল। এখনও তাদের সাথে শিউলির নিয়মিত যোগাযোগ হয় সন্দেহে স্বামী বিদ্যুৎ এর সাথে প্রায়ই ঝগড়া হত শিউলীর।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি। -

ঝিনাইদহে সাপের কামড়ে স্কুল শিক্ষকের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের ইস্তেফাপুর গ্রামের সাপের কামড়ে বদিউজ্জামান এপো (৫১) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে। মৃত বদিউজ্জমান সদর উপজেলার মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। সে ওই গ্রামের মুক্তিযোদ্ধা আমিরুল ইসলামের ছেলে।স্বজনরা জানায়, এপো রাত ১০ টার দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে যায়। এসময় বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। যন্ত্রণা শুরু করে পরিবারে লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেছে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।ঝিনাইদহ সদর হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডা: লিমন পারভেজ জানান, হাসপাতালে পৌছানোর আগেই প্রধান শিক্ষককের মৃত্যু হয়েছে। মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। সাপে কাটলে প্রথম ঘন্টায় হাসপাতালে পৌছাতে হবে তাহলে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করা যায়।ঝিনাইদহ
আতিকুর রহমান। -

নড়াইলে পাউবোর খাল খনন উপকারের বদলে দুর্ভোগ বেড়েছে বেশি
উজ্জ্বল রায়, নড়াইলে জেলা প্রতিনিধি:
নড়াইলে পাউবোর খাল খনন উপকারের বদলে দুর্ভোগ বেড়েছে বেশি। নড়াইলে খাল খনন নড়াইল সদর উপজেলার গারোচোরা থেকে চানপুর পর্যন্ত তিন কিলোমিটার খাল পুনর্খনন করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। উপকারের বদলে তা এখন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
খাল খননের পর দুই পাড়সহ পাকা রাস্তা ভেঙে পড়ায় এলাকার মানুষ এখন দুর্ভোগ পোহাচ্ছেন। আট মাস পার হলেও ভেঙে যাওয়া পাড় ও রাস্তা সংস্কার করা হয়নি। আমাদের নড়াইলে জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, পাউবো সূত্রে জানা গেছে, ২৩ লাখ টাকা ব্যয়ে চলতি বছরের জানুয়ারিতে খালটির ১ হাজার ৭০০ মিটার পুনর্খননের কাজ শুরু হয়। মেসার্স নাজমুল হক নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান খালের উপরিভাগে ৪০ থেকে ৫০ ফুট এবং তলদেশ ১০ ফুট চওড়া করে খাল পুনর্খননের কাজ পায়।
গত ২২ সেপ্টেম্বর সরেজমিনে দেখা গেছে, শাহাবাদ ইউনিয়নের চারটি বিলের কৃষিকাজে সেচ সুবিধার জন্য খালটি পুনর্খনন করে চিত্রা নদীর সঙ্গে যুক্ত করা হয়েছে। খালের উপরিভাগে ৪০ থেকে ৫০ ফুট এবং তলদেশ ১০ ফুট চওড়া করে কাটার নির্দেশনা ছিল। কিন্তু উপরিভাগ কাটা হয়েছে ১৫ থেকে ১৬ ফুট এবং তলদেশ ১০ থেকে ১২ ফুট চওড়া করে কাটা হয়েছে। নদীর কাছাকাছি এলাকায় খালের মতো করে না কেটে সরু আকারে কাটা হয়েছে। এতে নদীর পানি খালে প্রবেশ করতে পারছে না। অনেক স্থানে ঢালু না করে খাড়াভাবে খাল খনন করা হয়েছে। এতে এসব স্থানে দুই পাড়ের মাটি ধসে পড়ে খাল পাড়ের বসতভিটা হুমকির মুখে পড়েছে। ভেঙে গেছে পৌরসভার পাকা রাস্তা।
গারোচোরা গ্রামের বাসিন্দা সাজ্জাদ হোসেন ও অবসরপ্রাপ্ত শিক্ষক লুতফুন্নেছাসহ কয়েকজন বলেন, ‘ঝুড়ি-কোদাল দিয়ে খাল কাটা হলে পাড়ের বাসিন্দাদের এত ক্ষতি হতো না। খননযন্ত্র দিয়ে খাল কাটা হয়েছে। এতে পাড়ে কোনো ঢাল তৈরি হয়নি। খালের পাড় খাড়াভাবে কাটায় পাশের বিভিন্ন স্থাপনাসহ পৌরসভার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। যে উদ্দেশ্যে খাল খনন করা হয়েছে তা পূরণ হয়নি।
ভ্যানচালক রোস্তম আলী বলেন, ‘রাতে ভ্যান চালানো যায় না। অনেক সময় অন্য ভ্যানকে সাইড দিতে গেলে খাদে পড়ে যেতে হয়। এক সপ্তাহ আগে খাদে পড়ে গিয়ে নয়নপুর গ্রামের ভ্যানচালক হরিপদ বিশ্বাসের পা ভেঙে গেছে।
জানতে চাইলে ঠিকাদার এনামুল হক বলেন, ৪০-৪৫ বছর সংস্কার না করায় খালের বেশির ভাগ অংশ ভরাটসহ বেদখল হয়ে বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের মেপে দেয়া জায়গায় খাল খননের কাজ করেছি।
এনামুল হক আরও বলেন, দরপত্রে খননযন্ত্র দিয়ে খাল কাটার নির্দেশনা আছে। খাল কাটতে গিয়ে নানা ধরনের বাধার সম্মুখীন হয়েছি। ঠিকমতো খাল কাটতে পারিনি।
নড়াইল পৌরসভার মেয়র আনজুমান আরা বলেন, খাল খননের পর ১১ ফুট চওড়াবিশিষ্ট প্রায় ১ কিলোমিটার পাকা রাস্তা ভেঙে যায়। ভেঙে যাওয়া রাস্তাটি মেরামতের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে পাউবোকে চিঠি দেয়া হয়। পানি উন্নয়ন বোর্ড ভাঙা রাস্তার পাশ দিয়ে বাঁশের খুঁটি ও গাছের গুঁড়ি পুঁতে কিছু বালুর বস্তা দিয়ে দায়সারাভাবে রাস্তা ভরাট করে। তিনি দ্রুত এই ভাঙা স্থান ভরাটের জন্য পাউবো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন বলেন, প্রায় চার যুগ ভরাট খাল পুনর্খননের উদ্যোগ নেয়ায় এলাকাবাসীর বাধার সম্মুখীন হতে হয়েছে। কাজ করতে সমস্যা হয়েছে। অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।উজ্জ্বল রায়, নড়াইলে জেলা প্রতিনিধি।
-

রাজশাহীতে সাংবাদিকদের হামলাকারি সকল আসামীদের গ্রেফতার শাস্তির দাবীতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলামের ওপর হামলাকারী বিএমডিএ’র সকল আসামীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় নগরীর কোর্ট চত্বর শহীদ মিনারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সব আসামীর অবস্থান জানা সত্ত্বেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। শুধুমাত্র ২ জন আসামীকে লোক দেখানো গ্রেপ্তার করা হয়েছে। দুই আসামী ধরার পর পুলিশের এই নিরবতা রহস্যজনক। মহামান্য আদালতের কাছে গ্রেপ্তারকৃত দুই আসামীর জামিন না দেওয়ার আহ্বান জানান বক্তারা।
বক্তারা বলেন, বিএমডিএ কার্যালয়ে সাংবাদিকদের ওপর এ হামলা স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার ওপরই হামলা। বিএমডিএ কার্যালয়ে যে জবাবদিহিতাহীনতা ও বিশৃঙ্খলা বিরাজ করছে তারই প্রকাশ। তাই সব আসামীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান বক্তারা।
গত ৫ সেপ্টেম্বর লাইভ চলাকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ- বিএমডিএ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সংঘবদ্ধ হামলার শিকার হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলাম। এ ঘটনায় ৫ সেপ্টেম্বর রাতেই নগরীর রাজপাড়া থানায় বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশিদকে প্রধান আসামী করে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮/১০ জনের নামে মামলা দায়ের করা হয়।
গত রোববার দিবাগত রাতে ঢাকার মোহাম্মদপুর থেকে ১৩ দিন পর জড়িতদের মধ্যে অন্যতম আসামী বিএমডিএর ভান্ডাররক্ষক জীবন ও গাড়িচালক আব্দুস সবুরকে সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় গ্রেপ্তার করে রাজপাড়া থানা পুলিশ। তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।
মোঃ হায়দার আলী
রাজশাহী।