Blog

  • টাঙ্গাইলের মধুপুরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

    টাঙ্গাইলের মধুপুরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

    আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার অংশীজনদের নিয়ে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
    উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীনের এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু।
    সমাবেশে আরো উপস্হিত ছিলেন , উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, পৌর মেয়র মো. সিদ্দিক হোসেন খান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নাসির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, মধুপুর থানার ওসি তদন্ত মুরাদ হোসেন,বীর মুক্তি যোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদি। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, সুধীমহল,সহ সকল ধর্মালম্বীর লোকজন উপস্থিত ছিলেন।

  • আগৈলঝাড়ায় দুর্গোৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

    আগৈলঝাড়ায় দুর্গোৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
    গতকাল সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম সরোয়ার, ডাঃ বখতিয়ার আল মামুন,উপজেলা
    ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান
    মলিনা রানী রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ দৌলাতুন নেছা নাজমা, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াছ তালুকদার, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভট্টি, গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, রত্নপুর ইউপি চেয়ারম্যান গোলাম মস্তফা সরদার প্রমুখ।

  • ত্রিশালে ঝুঁকিপূর্ণ খাদ্যদ্রব্য-প্রসাধনী সামগ্রীর বিরুদ্ধে এসিল্যান্ডের অভিযান,জরিমানা-২৬হাজার টাকা

    ত্রিশালে ঝুঁকিপূর্ণ খাদ্যদ্রব্য-প্রসাধনী সামগ্রীর বিরুদ্ধে এসিল্যান্ডের অভিযান,জরিমানা-২৬হাজার টাকা

    আরিফ রববানী ময়মনসিংহ।
    ময়মনসিংহের ত্রিশালে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ খাদ্যদ্রব্য ও প্রসাধনী সামগ্রী এবং অস্বাস্থ্যকর পরিবেশ এবং নিম্নমানের খাবার পরিবেশন, ট্রেড লাইসেন্স না থাকা, মান উর্ত্তীর্ণ ও নকল প্রসাধন সামগ্রী বিক্রির
    উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

    মঙ্গলবার ( ২৭শে সেপ্টেম্বর) বিকালে উপজেলার পৌর শহরসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন মার্কেটে গিয়ে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এই অভিযান পরিচালনা করেন।ত্রিশাল থানা পুলিশ এবং বিএসটিআই, ময়মনসিংহ অঞ্চল উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন তিনি।

    এসময় অস্বাস্থ্যকর পরিবেশ এবং নিম্নমানের খাবার পরিবেশন, ট্রেড লাইসেন্স না থাকা, মান উর্ত্তীর্ণ ও নকল প্রসাধন সামগ্রী বিক্রির দায়ে তিন ব্যবসায় প্রতিষ্ঠানের মালিককে ছাব্বিশ হাজার টাকা অর্থদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান-জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ খাদ্যদ্রব্য ও প্রসাধনী সামগ্রীর উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ত্বকের ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী বেশ কিছু নিষিদ্ধ কসমেটিকস সামগ্রী জব্দ করা হয় এবং তিনটি প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও নাম ঠিকানা বিহীন, বিএসটিআইয়ের অনুমোদনবিহীন বেশ কিছু খাদ্য পণ্য জব্দ করে বিনষ্ট করা হয় এবং বিক্র‍য়ের সাথে জড়িত প্রতিষ্ঠানসমূহকে নগদ ২৬,০০০/- (ছাব্বিশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়। সেই সাথে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব পণ্য ভবিষ্যতে বাজারজাত না করার নিমিত্ত মুচলেকা গ্রহণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে তিনি বলেন- উপজেলার বিভিন্ন মার্কেটে বিভিন্ন দোকানে নকল প্রসাধনী সামগ্রী বন্ধে ও খাবার হোটেলে মানসম্মত পরিবেশ নিশ্চিতে জনস্বার্থে এই মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে। অভিযানকে সফল করতে তিনি সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগীতা প্রত্যাশা করেন।

  • সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগকে শক্তিশালী করতে মতিউর, ইমন ও মোবারককে বহিস্কার করুন সংবাদ সম্মেলনে -নুরুল হুদা মুকুট

    সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগকে শক্তিশালী করতে মতিউর, ইমন ও মোবারককে বহিস্কার করুন সংবাদ সম্মেলনে -নুরুল হুদা মুকুট

    কে এম শহীদুল সুনামগঞ্জ:
    সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীক না থাকায় নির্বাচনে অংশ গ্রহন করেছেন জেলা আওয়মাীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক নির্বাচিত চেয়ারম্যান ও প্রশাসক আলহাজ্ব নুরুল হুদা মুকুট। আগামী ১৭ই অক্টোবর জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা । এবার নির্বাচনে জেলা পরিষদ চেয়াম্যান প্রর্থী দুজনই জেলা আওয়ামীলীগের। আর এই নির্বাচনকে কেন্দ্র করে দলের মধ্যে শুরু হয়েছে নানান কুন্দল, আলোচনা সমালোচনা ঝড়। নির্বাচনে জেতার জন্য দলের নেতারাই একজন আরেক জনকে কমিটি থেকে অব্যহতি দেওয়ার ঘোষনা দিচ্ছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। যা নিয়ে ইতি মধ্যে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যার ফলে জেলা আওয়ামীলীগের প্রতি আস্তা হারাতে বসেছে সুনামগঞ্জ বাসী ও দলীয় নেতা কর্মীরা।
    গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখা যায়। জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমনের স্বাক্ষরিত একটি পেডে ঘোড়া প্রতীকের সাথে মোটর সাইকেল প্রতীক নিয়ে প্রতিদন্ধীতা করার কারনে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুটকে অব্যাহিত দেওয়া হয়েছে বলে সামজিক ফেইবুকে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন । বিষটি যখন নুরুল হুদা মুকুটের নজরে আসে তখন নুরুল হুদা মুকুট তিনিও সাংবাদিকদের আহ্বান করে সংবাদ সম্মেলনের ডাক দিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি ফেইসবুকে প্রচার করেন ।
    ২৭ সেপ্টেম্বর রোজ সোমবার দুপুরে পৌর শহরের জগৎজ্যোতি পাঠাগারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে আলহাজ্ব নুরুল হুদা মুকুট বলেন আমি দীর্ঘ বছর যাবত আওয়ামীলীগের সাথে জড়িত আমি কখনো আওয়ামীলীগের নৌকা প্রতীকের বিরোধীতা করিনি । আমি জেলা পরিষদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত প্রথম চেয়ারম্যান। আমি জনগণের উন্নয়নের জন্য এবার নির্বাচনে পূণরায় অংশগ্রহন করেছি নৌকা প্রতীক না থাকায়? আমার সাথে নির্বাচনে ইমনের বড় ভাই খায়রুল কবির রুমেন পেয়েছে ঘোড়া প্রতীক এবং আমি পেয়েছি মোটর সাইকেল। এখানে অন্য কোন দলের কেউ নির্বাচনে অংশ গ্রহন করেনি। নির্বাচন হচ্ছে ঘোড়া ও মোটর সাইকেল প্রতীকের ? যদি আমার প্রতীদন্ধী প্রার্থী নৌকা প্রতীক পেত এবং সেন্টাল থেকে আমাকে নিষেধ করা হত তাহলে আমি নির্বাচনে অংশ গ্রহন করতাম না? যেহেতু নির্বাচনে আমাকে আমার নেত্রী মাননীয় প্রধান মন্ত্রীর পক্ষ থেকে কোন নিষেধ দেওয়া হয়নি তাই আমি জনগনের আশা আকাঙ্কা পূরণের জন্য নির্বাচনে পূণরায় অংশ গ্রহন করেছি। সেই কারনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমন তার বড় ভাইয়ের স্বার্থ হাসিলের জন্য জনগণের মাঝে বৃভ্রান্তি সৃষ্টি করার জন্য অগঠনতান্ত্রিক ভাবে দলের মান সম্মান ক্ষুন্ন্য করে চলেছেন। যা সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের জন্য একটি খারাপ সময়ে পরিনত হতে যাচ্ছে ও জনগনের থেকে আওয়ামীলীগের আস্তা ভরসাকে ভেঙ্গে দেওয়ার সামিল? আমি এসব অগঠনতান্ত্রিক কার্যকলাপের জন্য তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। পাশাপাশি সেন্টাল কমিটির প্রতি আহ্বান জানাচ্ছি যে সামনে আমাদের কঠিন দিন আসছে? তাই সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগকে শক্তিশালি করতে বহিস্কার যদি করতে হয় এসব অগঠনতান্ত্রিক বসন্তের কোকিল জনবিচ্ছিন্ন সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ইমন এবং নৌকার বিরোধীতাকারী মোবারক হোসেনকে বাদ দিয়ে নতুন করে একটি সুন্দর শক্তিশালী সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের কমিটি উপহার দেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটিসহ মাননীয় প্রধান মন্ত্রীর প্রতি আহ্বান জানাই বলে বক্তব্য পাঠ করেন নুরুল হুদা মকুট। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ,যুবলীগসহ অঙ্গসংগঠনের শতশত নেতা কর্মীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

  • হাসানুল হক ইনু এমপির নেতৃত্বেজাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদের  রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

    হাসানুল হক ইনু এমপির নেতৃত্বেজাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদের রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপির নেতৃত্বে মঙ্গলবার ২৭শে সেপ্টেম্বর ২০২২ সকালে জাসদের রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে প্রথমে জাতীয় পতাকা উত্তোলনের সাথে জাতীয় সঙ্গীত গাওয়া ও জাসদের পতাকা উত্তোলন করা হয়।পরে রংপুর শিল্পকলা একাডেমির টাউন হলে জাসদের প্রতিনিধি সভার আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু এমপি ও সাবেক তথ্য মন্ত্রী ও তথ্য মন্ত্রণালয়ের সভাপতি,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জননেত্রী শিরিন আখতার এমপি,সভাপতিত্ব করেন ডাঃমোঃ একরামুল হোসেন স্বপন জাসদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর কেন্দ্রীয় সদস্য।সঞ্চালক ছিলেন রংপুর জেলা জাসদের সাধারণ সম্পাদক চেয়ারম্যান জননেতা কুমারেশ রায় কেন্দ্রীয় কমিটির সদস্য।

    আরো বক্তব্য রাখেন,ঠাকুরগাঁও জেলা জাসদের সভাপতি মোঃরাজিউর রহমান রাজু,দিনাজপুর জেলা জাসদের সভাপতি, নীলফামারী জেলা জাসদের সভাপতি,গাইবান্ধা জেলা জাসদের সভাপতি খাদেমুল ইসলাম খুদি বিভিন্ন নেতাকর্মী প্রমুখ।উক্ত অনুষ্ঠানে পীরগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা জাসদের সহসাধারণ সম্পাদক গীতি গমন চন্দ্র রায় গীতি উপস্থিত ছিলেন।

  • ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে ধসে পড়েছে উঠান-পাকা ঘরে ফাটল

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে ধসে পড়েছে উঠান-পাকা ঘরে ফাটল

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১নং ভোমরা ইউনিয়নের খামার সেনুয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে মোঃমিজানুর রহমান দীর্ঘ ৩০ বছর ধরে বসবাস করিয়া আসিতেছেন।তার বাড়ীর সংলগ্ন দক্ষিণ পার্শ্বে ১নং ভোমরাদহ ইউনিয়নের খামার সেনুয়া গ্রামের ৩নং ওয়ার্ডের বাসিন্দা গ্রাম পুলিশ মোঃশরিফুল ইসলাম মহল্লাদার অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে কাউকে তোয়াক্কা না করে বালু উত্তোলন করে শরিফুল তার উঠান ভরাট করে। বালু উত্তোলনের কয়েক কয়েক মাস গত হলে একই গ্রামের মোঃমিজানুর আঙিনা ধসে পড়েছে, পাকা বিল্ডিং ঘরে ফাটল ধরেছে মিজানুরের ঘর।বর্তমানে অসহায় মিজানুর তার বৃদ্ধ মাতাকে নিয়ে আতংকের মধ্যে ঘরে শয়ন করছে।সে জানেনা কখন ঘর ধসে পড়তে পারে।

    এ নিয়ে মোঃমিজানুর ইসলাম তার ঘর বাড়ি উঠান রাক্ষার্থে খতি পুরনের জন্য পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    এ বিষয়ে মোঃ মিজানুর রহমানের সাথে কথা হলে তিনি সাংবাদিক জানান পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি এখন ও কোন সু বিচার পাইনি।

  • জয়পুরহাটে প্রকৌশলী রফিকুলের নিজ বাসার পঞ্চম তলার ভাড়াটিয়াকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা

    জয়পুরহাটে প্রকৌশলী রফিকুলের নিজ বাসার পঞ্চম তলার ভাড়াটিয়াকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    জয়পুরহাটে সাজেদা ইসলাম সাজু (৩৭) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকালে শহরের জানিয়ার বাগান এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷ বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।

    জয়পুরহাটে জানিয়ার বাগানে (২৭ সেপ্টেম্বর) মঙ্গলবার বেলা আনুমানিক ২: ৩০ মিনিটে এ ঘটনাটি ঘটে। নিহত সাজেদা ইসলাম পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী।

    জয়পুরহাট সদর থানা পুলিশকে খবর দিলে আনুমানিক বেলা ৩, ৩০ মিনিটে লাশ উদ্ধার করা হয়। উদ্ধার করার সময় নিহতের সাজেদা ইসলামের হাত দুটি পিছনে বাঁধা ছিল ও গলায় ওড়না প্যাঁচানো ছিল। তাছাড়া ফ্লোরে কিছু রক্ত দেখা গিয়েছে এবং আসবাবপত্র এলোমেলো ছিল। তার মেয়ে আরিফা আহাজারি করে বলেন আমার মাকে হত্যা করা হয়েছে এবং আমাদের সোনা দানা টাকা পয়সা সব নিয়ে গিয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি তাদের কাজের মেয়ে এ হত্যার সাথে জড়িত আছে বলে তিনি মনে করেন এবং নিহতের মায়ের ফোনে গত কাল এক জৈনক ব্যক্তি ফোন করেছিলো৷ যারা আমার আম্মুকে মেরেছে তাদের ফাঁসি চাই৷

    (ওসি) সিরাজুল ইসলাম জানান, সাজেদা ইসলাম সাজু শহরের জানিয়ার বাগান এলাকায় ভাড়া বাসায় থাকতেন। বিকেলে তার ছোট মেয়ে আরিফা এসএসসি পরিক্ষা দিয়ে বাসায় এসে তার মায়ের হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে প্রেরণ করে।

    তিনি আরও জানান, কারা কী কারণে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরই এই হত্যাকান্ডের রহস্য উন্মোচন করবে পুলিশ। হত্যা রহস্য উদঘাটনে বিভিন্ন তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে। ঘটনাস্থলে সিআইডি, ডিবিসহ পুলিশের বিভিন্ন টিম কাজ করছে বলেও জানান তিনি।

  • জয়পুরহাটে এক গৃহবধূর লাশ উদ্ধার

    জয়পুরহাটে এক গৃহবধূর লাশ উদ্ধার

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    জয়পুরহাটে পারভিন আক্তারে (৩৭) নামে এক গৃহবধূর লাশ ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে জয়পুরহাট সদর থানা পুলিশ।

    মঙ্গবলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাটে জানিয়ার বাগানে এ ঘটনাটি ঘটে।

    জানা গেছে, নিহত সাজেদা একজন গৃহিণী এবং তার স্বামী হাফিজুল ইসলাম একজন প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। তিনি গত বছর নভেম্বর মাসে এ বাসায় ভাড়া নেন। তিনি পাঁচবিবি উপজেলার রসুলপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। নিহত সাজেদা ইসলামের দুইটি কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে হাবিবা, তিনি ঢাকায় এআইইউবি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। দ্বিতীয় কন্যা আরিফা ইসলাম এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

    দ্বিতীয় আরিফা ইসলাম জানান, আজ পরীক্ষা দিয়ে বাসা ফিরে আমার মায়ের লাশ দেখতে পেয়ে পুলিশ’কে খবর দেয়। এরপর জয়পুরহাট সদর থানা পুলিশ বিকেল ৩ টার দিকে এসে লাশটি উদ্ধার করে। আমার মাকে হত্যা করা হয়েছে। আমাদের সোনা দানা টাকা পয়সা সব নিয়ে গিয়েছে।

    এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তাদের কাজের মেয়ে এ হত্যার সাথে জড়িত আছে বলে তিনি মনে করেন।

    বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, যেহেতু লাশের পিছনে দুই হাত বাধা ছিল এবং গলায় কাপড় পেঁচানো ছিল সুতরাং প্রাথমিকভাবে আমরা মনে করছি এই গৃহবধূকে হত্যা করা হয়েছে।

  • ঝিনাইদহ জেলা পরিষদের নির্বাচন লড়াই জমে উঠেছে

    ঝিনাইদহ জেলা পরিষদের নির্বাচন লড়াই জমে উঠেছে

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই আ’লীগ নেতা মনোনায়পত্র প্রত্যাহার করে নেয়ায় গত নির্বাচনে প্রতিদ্বন্দিকারী দুই চেয়ারম্যান প্রার্থী আ’লীগ সমর্থীত প্রার্থী কনক কান্তি দাসের সাথে স্বতন্ত্র প্রার্থী ও বঙ্গবন্ধু সৈনিকলীগের নেতা এম হারুন অর রশিদের ফের ভোটযুদ্ধ হতে যাচ্ছে। এর আগে জেলা পরিষদের চেয়ারম্যান পদে আ’লীগ সমর্থীত প্রার্থী সাবেক চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবং শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেন, জেলা আ’লীগের ধর্ম বিষায়ক সম্পাদক সাকে পৌর চেয়ারম্যান আনিছুর রহমান খোকা ও সৃজনী বাংলাদেশের নির্বাহী পরিচালক এম হারুন অর রশিদসহ ৪ জন মনোনায়নপত্র দাখিল করেন। দলীয় সমাঝোতায় গত ২২ সেপ্টেম্বর আনিছুর রহমান খোকা এবং গতকাল রোববার বীর মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেন মনোনায়নপত্র প্রত্যাহার করে নেন। যে কারনে গত ৫ বছর আগে অনুষ্ঠিত সেই পুরানো দুই প্রার্থী এবারো জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতায় লিপ্ত হয়েছেন। নির্বাচন নিয়ে আ’লীগ সমর্থীত প্রার্থী সাবেক চেয়ারম্যান কনক কান্তি দাস বলেন, তিনি আশা করেন এবারের নির্বাচনে তেমন কোন প্রতিদ্বন্দিতা ছাড়ায় জয়লাভ করবেন। তিনি জানান দলের যে দু’জন প্রার্থী প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত উপেক্ষা করে মনোনায়ন দাখিল করেছিলেন, তারা প্রত্যাহার করে নিয়েছেন। একই সাথে ওই দুই জন নেতাসহ দলিয় নেতৃবৃন্দ তার পক্ষে কাজ করছেন। স্বতন্ত্র প্রার্থী সৃজনী বাংলাদেশের নির্বাহী পরিচালক এম হারুন অর রশিদ বলেন, গত জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি সামন্য ভোটে পরাজিত হয়েছিলেন। এবারো তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে লড়ছেন। তিনি আরো বলেন গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত ঝিনাইদহ পৌরসভা নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। জেলা পরিষদ নির্বাচন যদি সেই ভাবে সম্পন্ন হয় তাহলে তিনি অবশ্যই বিজয়ী হবেন বলে জোর দাবি রাখেন। উল্লেখ্য হারুন অর রশিদ এর আগে একাধিকবার পৌরসভা ও উপজেলা পরিষধ নির্বাচনে দাড়িয়ে পরাজিত হন। ঝিনাাইদহ জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহম্মেদ বলেন দলিয় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ ভাবে কাজ করছেন এবং দুইজন সিনিয়র নেতা তাদের মনোনায়ন প্রত্যাহার করে নিয়েছেন। যে কারনে তাদের দলিয় প্রার্থীর জয়লাভের বিষয়ে শতভাগ আশাবাদি। এদিকে জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায় জেলা পরিষদের সাধারণ সদস্য পদে ৩ জন মনোনায়ন পত্র প্রত্যাহার করেছে। ফলে এখন সাধারণ সদস্য পদে ২২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • পৌর মেয়রের অবৈধ নিয়োগ বাণিজ্যে’র প্রতিবাদে হরিণাকুন্ডুতে মানববন্ধন

    পৌর মেয়রের অবৈধ নিয়োগ বাণিজ্যে’র প্রতিবাদে হরিণাকুন্ডুতে মানববন্ধন

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের হরিনাকুন্ডু পৌরসভার মেয়র ফারুক হোসেনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, জন্ম নিবন্ধনে নির্ধারিত ফি’র অতিরিক্ত আদায়, পৌর কাউন্সিলদের সাথে অসদাচরণসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সোমবার সকালে হরিণাকুন্ডু উপজেলা শহরের দোয়েল চত্বরে পৌরবাসি ও পৌর কাউন্সিলরবৃন্দ এই কর্মসুচির আয়োজন করে। মানববন্ধনে ব্যানার, লিপলেট, ফেস্টু ও প্লাকার্ড নিয়ে কাউন্সিলরবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এসময় হরিণাকুন্ডু পৌরসভার সাবেক মেয়র শাহীনুর রমান রিন্টু, বর্তমান কাউন্সিলর নাসির উদ্দিন, আবু আহসান রনুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বর্তমান মেয়র ফারুক হোসেন পৌরসভায় অবৈধভাবে নিয়োগ বাণিজ্য করছে। পৌরবাসী জন্ম নিবন্ধন করতে গেলে নির্ধারিত ফি’র থেকে কয়েকগুণ বেশি টাকা আদায় করছে। এছাড়া পৌরবাসী নাগরিক সেবা নিতে গেলে বিভিন্ন হয়রানী ও তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। বক্তারা মেয়রের দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতি তদন্ত করে ব্যবস্থা গ্রহনের দাবি জানান। মানববন্ধনের বিষয়ে মেয়র ফারুক হোসেন বলেন, পৌরসভায় এখনো কোন নিয়োগ হয়নি। অথচ তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চলাচ্ছে। তিনি বলেন শুরু থেকেই এই চক্রটি আমার ঘোর বিরোধী।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।