Blog

  • মহালছড়ি উপজেলা কৃষকলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

    মহালছড়ি উপজেলা কৃষকলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

    (রিপন ওঝা,মহালছড়ি)

    খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা কৃষকলীগের আহ্বায়ক পিন্টু ভট্টাচার্য ও সদস্য সচিব খোকন চাকমা”মহালছড়ি উপজেলা কৃষকলীগ”- এর ৭১জন বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন।

    উক্ত এ কমিটি ২৭জুলাই মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল ও বিশেষ অতিথি সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন,
    সম্মানিত অতিথি বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির বাংলাদেশ কৃষকলীগের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী, বাংলাদেশ কৃষকলীগ সদস্য মোতাহের হোসেন চৌধুরী ও সকল ইউনিয়ন হতে আগত দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে ৩জন বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছিল।

    তবে অভিভাবক সংগঠন মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশক্রমে ৩০সেপ্টেম্বর জেলা কার্যালয়ে সন্ধ্যা ৭.০০ঘটিকায় আগামী ৩বছরের জন্যে অনুমোদন দিয়েছেন।

    কমিটিতে সভাপতি মোঃ ফরিদ ও সাধারণ সম্পাদক রিপন ওঝা, সহসভাপতি পদে মোঃ আলিম,মোঃ হাফিজুর রহমান, মোঃ মালেক মিয়া,কিরণজয় ত্রিপুরা,কালায়ন তালুকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ কুরাইশিন,জয় চৌধুরী,মোঃ আনোয়ার হোসেন(মেম্বার),সাংগঠনিক সম্পাদক পদে সোনাবরণ চাকমা, ধনঞ্জয় চৌধুরী জয়,মংশিনু মারমা, মোঃ নাজিম উদ্দিন,অর্থ সম্পাদক বাপ্পারাজ মহাজন,দপ্তর সম্পাদক বিপু চাকমা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুভাষ বণিক ও মুবাছড়ি ইউনিয়ন হতে মহিলা বিষয়ক সম্পাদক শ্যাংথুইমা মারমা(সংরক্ষিত নারী সদস্য) পদায়িত হয়েছে।

    কমিটি অনুমোদিত হওয়ার পরে জেলা কৃষকলীগ আহ্বায়ক পিন্টু ভট্টাচার্য ও সদস্য সচিব খোকন চাকমা,যুগ্ম আহ্বায়ক টারজান বড়ুয়া, সদস্য সুমন রুদ্র উপস্থিতিতে মহালছড়ি উপজেলা কমিটি হস্তান্তরেে পূর্বে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করা হয়।

  • ময়মনসিংহে ১২২পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতে কোতোয়ালি ওসি শাহ কামাল এর প্রেস ব্রিফিং

    ময়মনসিংহে ১২২পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতে কোতোয়ালি ওসি শাহ কামাল এর প্রেস ব্রিফিং

    ময়মনসিংহ প্রতিনিধিঃ
    সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজায় বিভাগীয় নগরীসহ কোতোয়ালী মডেল থানা এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই রোধ ও মাদকমুক্ত শান্তিময়, নিরাপদ বাসযোগ্য এলাকা উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ।

    শুক্রবার (৩০ সেপ্টেম্বর)বিকালে কোতোয়ালি মডেল থানার পুলিশের আয়োজনে থানা চত্বরে অফিসার ফোর্সদের উদ্দেশ্যে ব্রিফিংকালে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ এই প্রতিশ্রুতি দেন।

    কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের সভাপতিত্বে প্রেস ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রায়হানুল ইসলাম । এ সময় কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) ওয়াজেদ আলী, ১নং ইনচার্জ এসআই আনোয়ার হোসেনসহ বিভিন্ন ফাড়ির ইনচার্জ, বিট কর্মকর্তা, থানা ও ফাড়ি পুলিশের সকল অফিসার, পূজামণ্ডপে দায়িত্বরত আনসার সদস্য ও পুলিশ ফোর্স গন উপস্থিত ছিলেন।
    প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম বলেন,পূজামন্ডপের নিরাপত্তা, দর্শনার্থীদের নিরাপত্তার পাশাপাশি ঐ অঞ্চলের অপরাধ নিয়ন্ত্রণে রাখতে সকলকে সজাগ থাকতে হবে। একইসাথে পূজামন্ডপ ও আশপাশ এলাকায় সন্দেহভাজন কাউকে ঘুরাফেরা করতে দেখা গেলে আইনের আওতায় আনতে হবে।

    সভাপতির বক্তব্যে ওসি শাহ কামাল আকন্দ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই উৎসব পালনকালে পূজারী ও ভক্তবৃন্দ যাতে শান্তিতে উৎসব করতে পারে তার দিকে কঠোরভাবে নজর রাখতে হবে। কারো দায়িত্বে অবহেলা জনিত কারণে কোন পূজামন্ডপ কিংবা মন্ডপ এলাকার আশপাশ এলাকায় অপরাধ সংগঠিত হলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে। এরপরও যদি কোন অপরাধ সংগঠিত হয় তাহলে পূজামণ্ডপে এবং আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তাৎক্ষণিক অপরাধীদের গ্রেফতার করতে হবে। এক্ষেত্রে অপরাধী কে তা দেখার কিংবা ভাবার কিছু নেই। অপরাধীকে অপরাধী মনে করেই আইনী ব্যবস্থা নিতে হবে। তিনি শারদীয় দুর্গোৎসব কে সকলের জন্য উউসব ও আনন্দমোখর করতে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সকলের সহযোগীতা প্রত্যাশা করেন।।

    ওসি জানান- কোতোয়ালি মডেল থানার পক্ষ থেকে বিট অফিসারগণের সমন্বয়ে ১২২টি পুজাঁ মন্ডপের প্রতিটিতে নিশ্চিত করা হয়েছে নিরবচ্ছিন্ন নিরাপত্তা।

    এবার ময়মনসিংহের মহানগর ৮৩টি, সদর উপজেলায় ৩৯টি মোট ১২২টি পুজা মন্ডপে পুজাঁ উদযাপন করবে সনাতন ধর্মাবলম্বীরা।

    ওসি শাহ কামাল আকন্দ বলেন-উৎসব আয়োজনে সামাজিক সম্প্রীতিতে আমরা সকলেই এক অপরের পরিপূরক। তিনি বলেন- ধর্ম যার-যার, উৎসব সবার এই প্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষে পুঁজা মন্ডপে সার্বিক জোরদারে সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • সাফ চ্যাম্পিয়নশিপ-২০২২ জয়ী ৮ নারী ফুটবলারকে তারাকান্দা ইউএনও’র শুভেচ্ছা

    সাফ চ্যাম্পিয়নশিপ-২০২২ জয়ী ৮ নারী ফুটবলারকে তারাকান্দা ইউএনও’র শুভেচ্ছা

    ষ্টাফ রিপোর্টারঃ
    সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২ জয়ী দলের ময়মনসিংহের ধোবাউরা উপজেলার কলসিন্ধুর এলাকার ৮ ফুটবলার শুক্রবার সকালে জেলা পুলিশ কর্তৃক সংবর্ধনা শেষে নিজ এলাকায় ফিরেছেন।

    শুক্রবার বিকাল ৩.৩০ টার দিকে ময়মনসিংহ থেকে সড়কপথে নিজ গ্রামে যাওয়ার পথে তারা তারাকান্দা উপজেলায় পৌছলে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাদের ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।

    ফুটবলারদের শুভেচ্ছা জানিয়ে ইউএনও মিজাবে রহমত বলেন,
    ‘তোমরা বৃহত্তর ময়মনসিংহের গর্ব। আমাদের মেয়েরা সাফ জয় করে ঘরে ফিরেছে। এটা আমাদের সবার গর্ব। দুর্গম জনপদে বেড়ে উঠেও ময়মনসিংহ তথা দেশবাসীর মুখ উজ্জ্বল করেছো। সেজন্য তোমাদের কাছে আমরা কৃতজ্ঞ। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম সহ উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • গোদাগাড়ীর কুখ্যাত মাদক সম্রাট তোতা  ১ কেজি হেরোইনসহ  গ্রেপ্তার

    গোদাগাড়ীর কুখ্যাত মাদক সম্রাট তোতা ১ কেজি হেরোইনসহ গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেতক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ১ কেজি হেরোইনসহ মাদক সম্রাট খাদেমুল ইসলাম তোতা (৪০) কে গ্রেপ্তার করেছে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখা।

    শুক্রবার (৩০) সেপ্টেম্বর দিবাগত রাত সোয়া ২ টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ীতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মহিশালবাড়ী ফকিরাপাড়া গ্রামের মাসদার আলীর ছেলে।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার ইন্সপেক্টর পারভীন আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি পদ্মানদীর ওপার থেকে আসা হেরোইনের বড় চালান মহিশালবাড়ী এলাকায় ক্রয়-বিক্রয় হবে। এই সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার উপ-পরিচালকের নেতৃত্বে আমরা মহিশালবাড়ী এলাকায় কৌশলে অবস্থান করি। এক পর্যায়ে রাত সোয়া ২ টার দিকে মাদক ব্যবসায়ী খাদেমুল ইসলাম তোতার বাসায় তল্লাসী চালিয়ে খাটের তোষকের নিচে কালো বাজারের ব্যাগে রাখা ১০০ গ্রামের পলেথিনে মোড়ানো ১০ টি প্যাক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মোট ওজন ১ কেজি। সেই সময় মাদক ব্যবসায়ী খাদেমুল ইসলাম তোতাকে গ্রেপ্তার করা হয়।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা শাখার ইন্সপেক্টর পারভীন আক্তার আরো জানান, সে বড় মাপের মাদক ব্যবসায়ী । দীর্ঘদিন থেকে এই পেশার সাথে জড়িত। এর আগে সে হেরোইনের ২ কেজির চালান নিয়ে ধরা পড়েছিলো ও মামলাও আছে। সে মাদক ব্যবসা করে মাছ বহনকরার কাজে ব্যবহৃত কয়েকটি ট্রাক, জমি জায়গা, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্সসহ কালো সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। মাদক ব্যবসা করে স্বল্প সময়ে আঙ্গুল ফুলে কলাগাছ তারপর বটবৃক্ষ হয়েছেন।
    ওই কুখ্যাত মাদক সম্রাট গ্রেফতার বিষয়টি গোদাগাড়ীসহ রাজশাহী টক অফ দ্যা টাউনে পরিনত হয়েছে। মানুষের মুখে মুখে আলোচিত হচ্ছে পাপ বাপকেও ছাড়ে না। লোভ করে সে মাদক ব্যবসা করে শূন্য থেকে কোটিপতি হয়েছেন একদিন তো ধরা পড়তেই হবে।

    আটকৃতর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • পাথরঘাটায় ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যাক্তির মরদেহ উদ্ধার

    পাথরঘাটায় ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যাক্তির মরদেহ উদ্ধার

    পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধি:৩০ সেপ্টেম্বর শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে অজ্ঞাত পরিচয়েরর একটি মরদেহ(৪৬) উদ্ধার করছে পুলিশ।

    সদর ইউনিয়নের পূর্ব হাতেমপুরের মঠবাড়িয়া পাথরঘাটা প্রধান সড়ক সংলগ্ন জনৈক সেন্টু হাওলাদারের ধানক্ষেতের জমির ডোবার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    পাথরঘাটা সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পূর্ব হাতেমপুরের মঠবাড়িয়া পাথরঘাটা প্রধান সড়ক সংলগ্ন জনৈক সেন্টু হাওলাদারের ধানক্ষেতের জমির ডোবার মধ্যে নগ্ন অবস্থায় আনুমানিক ৪৬/৪৭ বছর বয়স্ক অজ্ঞাতনামা একজন পুরুষের মরদেহ অত্র এলাকার জনৈক এমদাদ হাওলাদার দেখতে পান।

    পরবর্তীতে উক্ত ব্যাক্তি স্থানিয় ইউপি সদস্য আঃ আলিম ও চৌকিদারকে মোবাইলে খবর দেন। ইউপি সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে থানা পুলিশকে খবর দিলে সাব ইন্সপেক্টর মোঃ সাইফুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনদের সহায়তায় ডোবা থেকে উক্ত লাশ উত্তোলন করে ও লাশের সুরতহাল তৈরী করে ময়নাতদন্তের জন্য বরগুনা প্রেরন করেন।

    এলাকাবাসীর ধারনা মতে কাকড়ার কামড়ের কারনে লাশের ডান কানে ক্ষত ও কপালে রক্ত সহ রীরে জোক দেখা যায়।

    উল্লেখ্য ইউপি সদস্য আঃ আলীম ও মোঃ এমাদুল হক সহ বাজারে থাকা অন্যান্য লোকজনদের ভাষ্যমতে উক্ত ব্যাক্তি ভবগুরে ও পাগল। উক্ত ব্যাক্তিকে গত-২৮-০৯-২০২২ ইং তারিখ নগ্ন অবস্থায় মাছেরখাল বাজারে দেখা গেছে বলে এলাকাবাসি জানিয়েছে।

    পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার বলেন, একটি অজ্ঞাত নামা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আমরা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।

  • ভারতে আটক জেলেদের ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা পরিবারের

    ভারতে আটক জেলেদের ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা পরিবারের

    অমল তালুকদার, , পাথরঘাটা (বরগুনা)থেকেঃ
    গভীর সমুদ্রে নিম্নচাপের কারনে গত ১৮ থেকে ২১ আগস্ট ট্রলার ডুবে ৩৬ ঘন্টা ভাসতে ভাসতে জলসীমা অতিক্রম করে ভারতে ঢুকে পরা জেলেদের ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে বরগুনার পাথরঘাটায় উপজেলার ১৭ জেলে পরিবার। শুক্রবার সকাল ১০ টার সময় পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবে ওই সকল জেলে পরিবার গুলো উপস্থিত হয়ে এই হস্তক্ষেপ কামনা করেন।

    নিখোঁজ জেলেদের পরিবার সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসের ১৮ তারিখ হঠাৎ করে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ শুরু হয়। এর কয়েকদিন আগে এই উপকূলের জেলেরা তাদের ট্রলারে রসদ নিয়ে মাছ ধরার জন্য গভীর সমুদ্রে যায়। এদিকে নিম্নচাপ শুরু হলে সাগর উত্তাল হয়ে পড়ায় কয়েকটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তখন ডুবে যাওয়া ট্রলার গুলোর অধিকাংশ জেলেরা সমুদ্রে ভাসতে থাকে। তারা ৩৬ ঘন্টা ভাসার পরে বাংলাদেশী জলসীমা থেকে ভারতীয় কোস্টগর্ডের একটি জাহাজ তাদেরেকে উদ্ধার করে ভারতের কাকদ্বীপের বুদ্ধপুর এলাকার কৃষ্ণ আশ্রয়ন কেন্দ্র অস্থান করছেন। সেখানে উদ্ধার হওয়া জেলেদের ৩ বেলা খাবার চিকিৎসা ঠিকমতো না দেয়ায় আরো অসুস্থ্য হয়ে পরেছেন। তাদেরকে সরকারের মাধ্যমে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য অনুরোধ করেন।

    জেলে ফিরোজ ও হাসানের মা ফিরোজা বেগম, রফিকুল ইসলামের স্ত্রী হাফিজা বেগম জানান, তাদের পরিবার গুলোর উপার্জন করা ব্যাক্তিরা সাগরে মাছ শিকারে গিয়ে ফিরে আসেননি, প্রচন্ড ঝড়ে তাদের ট্রলার ডুবে যায়। প্রথমে মনে করছিলাম তারা আর বেচে নেই, অনেকদিন পরে জানতে পেরেছি তারা ভারতে আছে। প্রধানমন্ত্রী আপনিতো একজন মা, সেই মা হিসেবে আপনি আপনার ছেলেদের ফিরিয়ে এনে দিন। তাদের সন্তানদের নিয়ে আমরা খুব কস্টে দিন পার করছি। বর্তমানে আমরা নিশ্ব হয়ে গিয়েছি তার পরেও ট্রলার মালিককে টাকা দিয়েছি তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য। ট্রলার মালিকের সাথে কথা বলতে চাইলেও তেমন কোন কথা বলা যায়না। শুনেছি তারা নাকি ভারতের দুতাবাসে কাগজ জমা দিয়েছে। এখন আপনি চাইলেই তারা দেশে আসতে পরেন। আপনি আপনার ছেলেদের এনে দিন। ভারতে থাকা জেলেদের ছোট ছোট ছেলে-মেয়ে নিয়ে খুব কষ্টে সংসার চলছে। টাকার অভাবে তাদের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে।

    ভারতে আশ্রয় কেন্দ্রে থাকা এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝি মো. নাসির উদ্দিন মূঠোফোনে জানান, হঠাৎ ঝড়ের কবলে পরে তাদের ট্রলারটি ডুবে যায়। এর পরে তারা ৩৬ ঘন্টা সাগরে ভাসমান থাকার পরে বাংলাদেশী জলসীমার মধ্যে থেকে ভারতীয় কোস্টগার্ডের একটি জাহাজ তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। বর্তমানে যেখানে তাদেরকে রাখা হয়েছে সেখানে ৩ বেলা খাবার ঠিকমতো দেয়া হয় এবং ভাল করে চিকিৎসাও দেয়া হয় না। এরকম যদি হয় তবে তারা আরো সবাই অসুস্থ হয়ে যাবে। তিনি বাংলাদেশী সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসেন।

    বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, এসব জেলেদের ফিরিয়ে আনতে জেলে এবং ট্রলার মালিকদের পক্ষ থেকে সকল রকমের খোঁজ খবর নেয়া হচ্ছে এবং জেলেদের কাগজপত্র ভারতীয় দুতাবাসে জমা দেয়া হয়েছে। তাছারা ভারতে গিয়ে জেলেদের খোজ খবর নিয়েছি। আমরাও সরকারের হস্তক্ষেপ কামনা করছি যাতে ভারতে অশ্রয় নেয়া জেলেরা দ্রুত দেশে ফিরে আসতে পারে।

  • লক্ষ্মীপুরে দুর্গা পূজা উপলক্ষে মহিলা ঐক‍্য পরিষদের বস্ত্র বিতরণ

    লক্ষ্মীপুরে দুর্গা পূজা উপলক্ষে মহিলা ঐক‍্য পরিষদের বস্ত্র বিতরণ

    শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ মহিলা ঐক‍্য পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর শহরস্থ আনন্দময়ী কালীবাড়ি প্রাঙ্গনে এ আয়োজন করা হয়।
    বস্ত্র বিতরণে সার্বিক সহযোগিতা করেন লক্ষ্মীপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কুল প্রদিপ চাকমা।
    মহিলা ঐক‍্য পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি রুপালী প্রভা নাথ এর সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য এড. শৈবাল কান্তি সাহা। বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খিষ্টান ঐক‍্য পরিষদ লক্ষ্মীপুর শাখার সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক সুদেব দাস, বাংলাদেশ যুব ঐক‍্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক শিমুর সাহা, আইনজীবী ঐক‍্য পরিষদ জেলা শাখার সভাপতি এড. প্রিয়লাল নাথ, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খিষ্টান ঐক‍্য পরিষদ লক্ষ্মীপুর সদর শাখার সভাপতি শিপন মজুমদার, যুব ঐক‍্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক জুটন কুরী ও সাংগঠনিক সম্পাদক শংকর মজুমদার।

    অনুষ্ঠানে মহিলা ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক ভানু নাগের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক টুম্পা সাহা, সাংগঠনিক সম্পাদক অনিতা দত্ত, আইন বিষয়ক সম্পাদক জয়শ্রী ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক স্মৃতি কর, কোষাধ্যক্ষ বুল্টি রানী নাথ, জেলা কমিটির সদস‍্য এ‍্যানী সাহা ও সদর উপজেলা মহিলা ঐক‍্য পরিষদের সভাপতি চ‍ামেলী পাল প্রমুখ।

  • শাল্লা উপজেলায় ধর্ষণ মামলার আসামী বাহারা ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু ও মেম্বার দেবব্রত গ্রেপ্তার

    শাল্লা উপজেলায় ধর্ষণ মামলার আসামী বাহারা ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু ও মেম্বার দেবব্রত গ্রেপ্তার

    সুনামগঞ্জ প্রতিনিধি
    সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সালিশের নাম করে এক কিশোরীকে গণধর্ষনের মামলার প্রধান আসামী বাহারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু ও ইউপি মেম্বার দেবব্রত দাস মাতবরকে গ্রেপ্তার করেছে শাল্লা থানা ও ডিবি পুলিশ।

    শুক্রবার বিকেল ৪টায় সুনামগঞ্জ জেলা শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকার পানসী রেস্টেুরেন্টের সামনে থেকে শাল্লা থানা পুলিশ ও ডিবির সদস্যরা মিলে তাদেরকে গ্রেপ্তার করে। গত ১৫ই সেপ্টেম্বর সালিশের নামে কিশোরীকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের একটি কক্ষে নিয়ে ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু ও ইউপি মেম্বার দেবব্রত দাস মিলে ধর্ষণ করে। এ ঘটনায় গত ১৬ই সেপ্টেম্বর ধর্ষিতা নিজে বাদি হয়ে বাহারা ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টুকে প্রধান আসামী করে পরিষদের ইউপি সদস্য দেবব্রত দাস ও প্রেমিক মলয় দাসসহ তিনজনকে আসামী করে শাল্লা থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। যার মামলা নং- ২ ।

    স্থানীয় একাধিক সুত্র জানায়, উপজেলার বাহাড়া ইউনিয়নের বাহাড়া গ্রামের মলয় দাসের সঙ্গে ঐ কিশোরীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল । বিয়ে না করায় গত জানুয়ারিতে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের মামলা করে ওই কিশোরী। এতে প্রেমিক মলয় দাস দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে অন্যত্র বিয়ের প্রস্তুতি নিলে ওই কিশোরী মলয়ের বাড়িতে অবস্থান নেয়। পরে মলয়ের পরিবার বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টুকে জানায়। কিছুক্ষণ পর চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু মলয়ের বাড়ি গিয়ে বিষয়টি সমঝোতা করে দেয়ার কথা বলে ওই কিশোরীকে রাতেই বাড়ি পাঠিয়ে দেন। সকালে তাকে সালিশের কথা বলে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।

    ভুক্তভোগী কিশোরীর অভিযোগ, ঘটনার সময় পরিষদের অফিসের একটি কক্ষে নিয়ে ওই কিশোরীকে চেয়ারম্যান নান্টু ও তার পরিষদের মেম্বার দেবব্রত দাস মাতবর মিলে গণধর্ষণ করেন। পরে কোনো মতে ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে ওই কিশোরী প্রাণভয়ে থানায় আশ্রয় নেয়। তবে মামলা না নিতে পুলিশকে ম্যানেজ করার শত চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি মাদকসেবী চরিত্রহীন ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু ও ইউপি মেম্বার দেবব্রত দাসের।
    এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী ধর্ষন মামলার আসামী শাল্লার বাহারা ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। ##

    সুনামগঞ্জ প্রতিনিধি।

  • সাম্প্রদায়িক অপশক্তির চক্রান্ত প্রতিহত করতে প্রশাসন প্রস্তুতঃ ইউএনও আতিকুল মামুন

    সাম্প্রদায়িক অপশক্তির চক্রান্ত প্রতিহত করতে প্রশাসন প্রস্তুতঃ ইউএনও আতিকুল মামুন

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.
    আতিকুল মামুন বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তির চক্রান্ত প্রতিহত করতে পটিয়া
    উপজেলা ও থানা প্রশাসন প্রস্তুত রয়েছে। হিন্দু ধম্বাবলীদের সর্বোচ্চ
    ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পুজায় যারাই বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে
    ব্যবস্থা নেওয়া হবে। ২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পটিয়া উপজেলার
    হাইদগাঁও, কেলিশহর, দক্ষিণ ভুর্ষি ও ধলঘাট ইউনিয়নে পুজামন্ডপের প্রস্তুতি
    পরিদর্শনে গিয়ে এ কথা বলেন।
    এসময় উপস্থিত ছিলেন- সামাজিক সম্প্রীতির কমিটির সদস্য ও দক্ষিণ জেলা
    আওয়ামীলীগের সদস্য বিজন চক্রবর্ত্তী, কেলিশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
    সরোজ কান্তি সেন নান্টু, ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনবীর ঘোষ
    টুটুন, হাইদগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রাজ্জাক।
    উল্লেখ্য, ১ সেপ্টেম্বর ষষ্ঠী পুজার মধ্যে দিয়ে হিন্দু সম্প্রদায়ের
    সর্বোচ্চ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

    মহিউদ্দীন চৌধুরী
    পটিয়া,চট্টগ্রাম।

  • দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসব – তারিকুল ইসলাম

    দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসব – তারিকুল ইসলাম

    মোংলা প্রতিনিধি
    দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসব। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।
    বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ‘ধর্ম যার যার, উৎসব সবার’- এ মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশে আমরা সব ধর্মীয় উৎসব একসঙ্গে পালন করি। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। বর্তমান আওয়ামী লীগ সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সবার উন্নয়ন করে যাচ্ছে। সব ধর্মের মানুষ সমভাবে উন্নয়নের সুফল উপভোগ করছে।
    অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রেখে আমরা ঐক্যবদ্ধভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলি।
    শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মোংলা উপজেলার দক্ষিণ চাঁদপাই সর্বজনীন দুর্গপুজা উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তরিকুল ইসলাম এ কথা বলেন। চেয়ারম্যান বলেন, স্বাধীনতার পর থেকে এই মন্দিরে এই প্রথম দূর্গাপূজা অনুষ্টিত হচ্ছে, যাদের অক্লান্ত প্রচিষ্ঠায় এই শারদীয় উসৎব সফল হতে যাচ্ছে তাদের ধন্যবাদ জানাই। বিশেষ করে দিপু মৃর্ধার কথা না বললে নয়, এই অঞ্চলের গর্বিত সন্তান দিপু মৃর্ধা, তার অক্লান্ত প্রচেষ্টায় এ উসৎব অনুষ্টিত হচ্ছে। অতীতে ও দেখেছি করোনা প্রাদুর্ভাবের সময় তার অবদান ছিলো প্রশংসনীয়। তা ছাড়া মনবিক দিক থেকে একজন উদর মনের মানুষ তিনি, এক কথায় সাদা মনের মানুষ এই দিপু মৃধা। আমি তার সর্বদা সাফল্য কামনা করি। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন মোংলা উপজেলা যুবলীগের ক্রিড়া সম্পাদক মো. দুলাল ফকির, দক্ষিণ চাঁদপাই সর্বজনীন দুর্গপুজা উদযাপন কমিটির সভাপতি শংকর মন্ডল, হেলাল ফকির, প্রমূখ। পরে পিথা কেটে অনুষ্টানিক ভাবে উদ্বোধন করেন চেয়ারম্যান মোল্লা মোঃ তরিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, দীপঙ্কর মৃধার মাতা সুষমা মৃধা, স্বর্গীয় বাবুরাম মৃধার স্ত্রী (ভূমি দাতা) বিরাজি মৃধা, তুহিন মন্ডল, সজিব মন্ডল সহ কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।