Blog

  • পাইকগাছায় ছুরিকাঘাতে চা বিক্রেতা জখম

    পাইকগাছায় ছুরিকাঘাতে চা বিক্রেতা জখম

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় ১শ টাকার জন্য ছুরিকাঘাতে মন্টু (৪০) নামে এক চা বিক্রেতাকে জখম করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে গড়ইখালী ইউপি’র কানাখালীতে এ ঘটনা ঘটেছে। আহত মন্টু উত্তর আমিরপুরের মজিদ সানার ছেলে।
    চিকিৎসাধীন আহত মন্টু জানান, বগুড়ার চক বাজারে আমার চায়ের দোকান রয়েছে। সমিতির কিস্তির টাকার প্রয়োজনে শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে কানাখালীর জাহাঙ্গীরের ছেলে সম্রাটের বাড়িতে যাই চা বিক্রির ১ শত পাওনা টাকার জন্য। কিন্তু সম্রাট টাকা দিতে অস্বীকার করায় দু’জনের মধ্যে তর্ক-বিতর্ক ও বাকবিতন্ডার ঘটনারঘটে। মন্টু অভিযোগ করেন এক পর্যায়ে আমি মোটরসাইকেলে চলে আসার মুহুর্তেই সম্রাট পিছন থেকে পিঠে ছুরিকাঘাত করে আহত করেন। এ ঘটনার পর স্থানীয়রা মন্টুকে উদ্ধার করে থানা ও পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথা বলেন তিনি।

    প্রেরকঃ
    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় কবি ও কবিতা বিষয়ক সংকলন “ধুলোবালি” এর মোড়ক উন্মোচন

    পাইকগাছায় কবি ও কবিতা বিষয়ক সংকলন “ধুলোবালি” এর মোড়ক উন্মোচন

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় কবি ও কবিতা বিষয়ক সংকলন “ধুলোবালি” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের আয়োজনে ৩০ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে “ধুলোবালি” এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে সভাপত্বি করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।
    মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছড়াকার এ্যাড. শফিকুল ইসলাম কচি।বিশেষ অতিথি ছিলেন, তালা থানার এস আই সুব্রত দেবনাথ। সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাধুরী রাণী সাধুর উপস্থাপনায় বক্তৃতা করেন, মোড়ল কওসার আলী, সুশান্ত বিশ্বাস, লুৎফর রহমান, অসিম রায়, প ানন সরকার, সমিরণ কুমার ঢালী, রোজী সিদ্দিকী,
    আক্তার হোসেন, রানী খাতুন, রাবেয়া আক্তার মলি, অভিজিত রায় প্রমুখ। “ধুলোবালি” এর ৫ম সংখ্যা প্রকাশিত হলো।

  • পাইকগাছায় দুর্গাপূজার একদিন আগেই মাঠে নেমেছে আনসার বাহিনী

    পাইকগাছায় দুর্গাপূজার একদিন আগেই মাঠে নেমেছে আনসার বাহিনী

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    সারাদেশের ন্যায় খুলনার পাইকগাছাতেও এ বছর দুর্গাপূজা শুরু হওয়ার একদিন আগেই মাঠে নেমেছে আনসার বাহিনী। পাইকগাছাতে এ বছর ১৫৪টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সবগুলো কেন্দ্রেই মহা প মী থেকে বিজয়া দশমী পর্যন্ত ৬ দিন ব্যাপী আনসার ও ভিডিপি নিরাপত্তার দায়িত্ব পালন করছেন বলে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন জানান। গুরুত্ব বিবেচনায় প্রতিটি কেন্দ্রে ৪,৬ ও ৮ জন করে সদস্য দায়িত্ব পালন করছেন। এ বছর পাইকগাছার ১৫৪টি পূজা মণ্ডপে মোট ৮৩২ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ৫২৪ জন সদস্য পুরুষ এবং ৩০৮ আছেন নারী আনসার। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার পাশাপাশি পূজা মণ্ডপে মোতায়েনকৃত আনসারদের সার্বিক তত্বাবধানে আছেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন।

  • সুজানগরের বরেণ্য রাজনীতিবিদ আবুল কাশেমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

    সুজানগরের বরেণ্য রাজনীতিবিদ আবুল কাশেমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

    এম এ আলিম রিপন ঃ সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বরেণ্য রাজনীতিবিদ আবুল কাশেমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ১ অক্টোবর শনিবার । মরহুম আবুল কাশেম এর কনিষ্ঠ পুত্র সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন জানান মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিলের পাশাপাশি পরিবারের পক্ষ থেকে এদিন মরহুমের কবর জিয়ারত ও এতিমখানায় খাবার বিতরণ করা হবে। উল্লেখ্য ২০১৬ সালের এই দিনে পরিবারপরিজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সর্বপরি রাজনৈতিক সহযোদ্ধাদের কাঁদিয়ে আবুল কাশেম নাফেরার দেশে চলে যান। মরহুম আবুল কাশেম জীবিত থাকাকালীন ১৯৬৩ সাল থেকে ১৯৭৩ সাল পর্যন্ত স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এর পর তিনি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সক্রিয়ভাবে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত হন। এবং তিনি আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার কিছু দিনের মধ্যে সাংগঠনিক যোগ্যতার কারণে প্রথমে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রাপ্ত হন। এর পর ১৯৭৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দলের সাধারণ সম্পাদক এবং ২০০৪ সাল থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি দুইবার সুজানগর ইউপি চেয়ারম্যান এবং ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি দীর্ঘদিন সুজানগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া সফল এবং আদর্শ রাজনীতিক হিসাবে সকলের নিকট পরিচিত ছিলেন প্রয়াত আবুল কাশেম। এদিকে সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বরেণ্য রাজনীতিবিদ আবুল কাশেমের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • স্বরূপকাঠিতে সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ

    স্বরূপকাঠিতে সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ

    আনোয়ার হোসেন।

    স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি//

    স্বরূপকাঠিতে শেখর হালদার (৩৩) নামে কথিত এক সাংবাদিক বিভিন্ন জনকে চাকুরী দেয়ার কথা বলে প্রতারণা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই
    সাংবাদিক গণপতিকাঠি গ্রামের সুকেশ মিস্ত্রীর পুত্র সাওনকে ঔষধ প্রশাসন অধিদপ্তরে চাকুরী দেয়ার কথা বলে দুই বছর আগে ৮লাখ টাকা নিয়ে আত্মসাত
    করেন। ২০২০ সনে সুকেশ মিস্ত্রীর থেকে নগদ ছাড়াও বিকাশ এবং রকেট এর মাধ্যমে ৮ লাখ টাকা নেয়ার পরে সাওনকে চাকুরী দেয়নি। টাকা ফেরত চাইলে সুরেশকে নানাভাবে ভয়ভীতি দেখায় বলে তিনি আভিযোগ করেন। এছাড়াও রোঙ্গাকাঠি গ্রামের কলেজ ছাত্রী শান্তনা হালদারকে তথ্য মন্ত্রনালয়ে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে আবেদন করতে বলেন এবং টাকা দাবী করেন। শান্তনার বাবা টাকা দিতে অস্বীকৃতি জানানোর পরে তার মেসেঞ্জারে প্রেমের প্রস্তাব দেন বলে অভিযোগ আছে।

    বিথী নামের এক ছাত্রীকেও চাকুরী দেয়ার কথা বলে ২৯হাজার টাকা নেয় কথায় কাজে মিল না পেয়ে পরে আর কোন টাকা লেনদেন করে নাই। সাংবাদিক পরিচয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার পাশাপাশি দরিদ্র
    পরিবারের ছাত্রীদের প্রলুব্ধ করার চেষ্টা করে শেখর হালদার।
    ইতোমধ্যে তার বিরুদ্ধে দুইলাখ টাকা চাঁদা দাবীর অভিযোগে আদালতে মামলা করেছেন কুহুদাসকাঠি
    গ্রামের মুদি দোকানদার রফিকুল ইসলাম। গত ১৯ সেপ্টেম্বর দোকানদার রফিক বাদী হয়ে পিরোজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ওই মামলা দায়ের করেন। কথিত সাংবাদিক শেখর হালদার কুহুদাসকাঠি গ্রামের শুধাংসু হালদারের পুত্র।
    জানাগেছে শেখর হালদার সমদেকাঠি,জলাবাড়ি,আটঘর কুড়িয়ানসহ উপজেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে টিভি চ্যানেলের সাংবাদিক পরিচয়ে মানুষকে ভয়ভীতি
    দেখিয়ে টাকা হাতিয়ে নেন। এলাকাবাসীর অভিযোগ শেখর বিভিন্ন সরকারি কর্মকর্তার সাথে সম্পর্কের কথা বলে চাকুরী দেয়ার ক্ষমতা দেখান । সে সুবাধে
    ঝালকাঠির সীমান্তবর্তী গনপতিকাঠি গ্রামের সুকেশ মিস্ত্রীর পুত্র সাওনকে ঔষধ প্রশাসন অধিদপ্তরে চাকুরী দেয়ার কথা বলে দুই বছর আগে ৮লাখ টাকা নিয়ে
    প্রতারণা করছেন।
    কারো কাছ থেকে টাকা নেয়ার কথা অস্বীকার করেন শেখর হালদার। তিনি বলেন,সুকেশের ছেলে সাওন একটি ঝামেলায় জড়িয়ে পড়েছিল এবং আমি তখন সুকেশকে সাহায্য করতে গিয়ে তার সাথে সম্পর্ক হয়। ##

  • জাতীয় পার্টি আগামীতে ৩০০ আসনে এককভাবে নির্বাচন করবে -এড. তোফাজ্জল হোসেন

    জাতীয় পার্টি আগামীতে ৩০০ আসনে এককভাবে নির্বাচন করবে -এড. তোফাজ্জল হোসেন

    আবুল বয়ান,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে জাতীয় পার্টির কর্মী সম্মেলন ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর বিকেল ৪ টায় আমাইতাড়া বাজারে পৌর জাতীয় পার্টির সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক ডা. আমিনুল ইসলামের সঞ্চালনায় পথ সভায় প্রধান অতিথি বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, জাপার চেয়ারম্যান জি,এম কাদেরের উপদেষ্টা ও নওগাঁ জেলা জাপার সভাপতি এড. তোফাজ্জল হোসেন বলেন, ‘ জাতীয় পার্টি আর আওয়ামীলীগে নেই আমরা আগামীতে ৩০০ আসনে একক ভাবে নির্বাচন করবো। তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকার দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রনে ব্যর্থ হয়েছে, জনগন আগামীতে জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।’
    সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহের আলী, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক হান্নান দেওয়ান, যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মন্ডল, সাবেক সভাপতি আব্দুর রহমান, ইউনিয়ন জাপার সভাপতি সখেদুল ইসলাম, ছাত্র সমাজের সভাপতি মুক্তারুল আলম, যুব সংহতির সভাপতি মো. মুরাদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • ধামইরহাটে থানা ও পৌর কৃষকদলের আহবায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা

    ধামইরহাটে থানা ও পৌর কৃষকদলের আহবায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
    নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তা বাদী দল (বিএনপি)’র থানা ও পৌর কৃষকদলের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর বিকেল ৫ টায় দলীয় কার্যালয়ে থানা কৃষকদলের আহবায়ক মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে ও পৌর কৃষকদলের আহবায়ক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম সরকার। প্রধান বক্তা হিসেবে থানা বিএনপির সাবেক সম্পাদক এম এ ওয়াদুদ, বিশেষ অতিথি হিসেবে থানা কৃষকদলের সদস্য সচিব রমজান আলী, পৌর কৃষকদলের সদস্য সচিব আরমান হোসেন, উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, বিএনপি নেত্রী শাহিনা ইয়াসমিন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষে ২১সদস্য বিশিষ্ট নবগঠিত থানা ও পৌর কমিটির নেতৃবৃন্দ সকলের সাথে পরিচিত হন এবং আগামীতে কেন্দ্রীয় বিএনপির ডাকে সকল আন্দোলনে মাঠে সক্রিয় ভূমিকা পালনে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

    আবুল বয়ান,
    ধামইরহাট, নওগাঁ।

  • পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা

    পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা

    ষ্টাফ রিপোর্টারঃ
    পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
    জনবলকাঠামো, নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার ২৯শে সেপ্টেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর মহাখালীস্থ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কার্যালয়ের সামনে উক্ত কর্মসূচি পালন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

    মানববন্ধনে বক্তব্যে কর্মকর্তারা বলেন- জনবল–সংকট সমস্যার সমাধান ছাড়াও তাঁদের অন্যতম দাবি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের পদ ও বেতন গ্রেড উন্নীতকরণ করা।

    বক্তারা বলেন, অন্যান্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা নির্দিষ্ট সময়ের ব্যবধানে পদোন্নতি পেয়ে উঁচু পদে যেতে পারেন। কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের এ সুযোগ নেই। তাঁদের দপ্তরে যাঁরা অফিস সহকারী কিংবা পিআইও পদে ঢুকছেন, ওই পদে থেকেই অবসর নিচ্ছেন। একই দেশে দুই রকম নিয়ম থাকতে পারে না।

    পাঁচ দফা দাবিতে উল্লেখ করা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২-এর আলোকে প্রস্তাবিত জনবলকাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের মতো দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদের নাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব শূন্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণ।

    আক্ষেপ করে এক কর্মকর্তা বলেন, ‘দেশের প্রতিটি উপজেলায় আমাদের কার্যক্রম আছে। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বসেরা। এই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তারাই প্রতিটি দুর্যোগে নিজের জীবন বাজী রেখে সরকার ও জনকল্যাণে কাজ করে, কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এখন দুর্যোগে। তারা আরো জানান- আমাদের দাবিগুলো যদি বাস্তবায়ন করা না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

    এদিকে তাদের দাবী আদায়ের আন্দোলন কে যৌক্তিক বলে মনে করেন দেশের সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গরা। তাই প্রতিটি দুর্যোগে সরকারের সকল সেবা জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার মাধ্যমে জনগণের মুখে হাসি ফুটাতে প্রস্তাবিত দাবীগুলো বাস্তবায়নের জন্যও সরকারের কাছে জোর সুপারিশ করছেন তারা।

  • ধলঘাট ক্যাম্প সার্বজনীন দূর্গামন্দির পরিদর্শনে ইউএনও

    ধলঘাট ক্যাম্প সার্বজনীন দূর্গামন্দির পরিদর্শনে ইউএনও

    নিজস্ব প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী
    ধলঘাট ক্যাম্প সার্বজনীন দূর্গামন্দির পরিদর্শনে আসেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুন,দক্ষিন জেলা আওয়ামীলীগের সদস্য বাবু বিজন চক্রবত্তী,ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু রণবীর ঘোষ(টুটুন),ইউ.পি সদস্য বাবু রনধীর চক্রবত্তী,মোঃ শফিউল আলম, ইউ.পি সদস্যা রিংকি দেব,ধলঘাট ক্যাম্প সার্বজনীন দূর্গোৎসবের সভাপতি ত্রিদীপ কুমার দে,সাধারন সম্পাদক জুয়েল দাশ,অর্থ সম্পাদক সমীর চৌধুরী,পূজা পরিষদের নেতৃবৃন্দ শিবু দেব,দোলন চৌধুরী,রুপক হোড়,সুজন সর্দ্দার সহ আরো অনেকেই।

  • লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবলীগের সহ-সভাপতি নিহত

    লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবলীগের সহ-সভাপতি নিহত

    লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে আলাউদ্দিন পাটোয়ারী (৪৬) নামের ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি নিহত হয়েছে। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কমলা শীষ রায় আলাউদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

    আজ (২৯ সেপ্টেম্বর) শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের পদ্মা দীঘির পাড়ে এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানায়, আলাউদ্দিন দীঘির পাড়ে কালভার্টের উপর বসে মোবাইলে কথা বলছিলেন হঠাৎ ৫/৬ জন সন্ত্রাসী এসে তাকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।এসময় তাকে আহত অবস্থা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কমলা শীষ রায় তাকে মৃত ঘোষণা করে।

    এদিকে যুবলীগ কর্মী নিহতের খবর ছড়িয়ে পড়লে তাতক্ষণিকভাবে সদর হাসপাতালে ছুটে যান লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম সালাহউদ্দিন টিপুসহ আরও অন্যান্য নেতার্কমী।তাঁরা হত্যাকারীদের গ্রেফতার করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জোর দাবী জানান।

    উল্লেখ্য নিহত আলাউদ্দিন বসিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাসেম জিহাদীর চাচাতো ভাই।