মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি:
ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়ন প্রতিটি পুজা মন্ডপ পরিদর্শন করেন বড়তারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর ছেলে মোঃ আজিজুল হক ও কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃরায়হান আলম।তাঁরা পরিদর্শন করেন নিশ্চিন্তা বাজার পুজা মন্ডপ।শিশি পুজা মন্ডপ।ভুত পাড়া পুজা মন্ডপ। বড়তারা গ্ৰামের পাঁচটি পুজা মন্ডপ।এবং ছোট তারা গ্ৰামের পুজা মন্ডপ পরিদর্শন করেন এবং নগদ অর্থ প্রদান করেন।এবং তারা সকল সনাতন ধর্মাবলম্বীদের সাথে সাক্ষাৎ করেন তাদের খোঁজ খবর নেন।
প্রতিটি পুজা মন্ডপ আনসার সদস্যরা ও পুলিশ বাহিনীকে নির্দেশ দেন যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি যেনো না হয়।তাঁরা যেনো শান্তি শৃঙ্খলা ভাবে তাঁরা যেনো আরাধনা করতে পারেন। এবং তাদের নগদ অর্থ প্রদান করেন। আজিজুল হক ও রায়হান আলম শতাধিক নেতাকর্মী নিয়ে প্রতিটি পুজা মন্ডপ পরিদর্শন করেন। সনাতন ধর্মাবলম্বী মানুষ গুলো ভিষন ভাবে তাঁরা খুশি হন। এবং তাদের জন্য দোয়া করেন।
Blog
-

ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়ন পুজা মন্ডপ পরিদর্শন করেন আজিজুল হক ও রায়হান আলম
-

মুলাদিতে নুতন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার যোগদান।
মুলাদি উপজেলায় নব নিয়োযুক্ত যুব উন্নয়ন কর্মকর্তার যোগদানের মধ্য দিয়ে ওই এলাকায় বেকার যুব সমাজেকে প্রশিক্ষনের মধ্য দিয়ে কর্ম সংস্হান সৃস্টি করে নুতন অধ্যায় সৃষ্টি করার অভিপ্রায় ব্যাক্ত করেন নব নিয়ো যুক্ত কর্মকর্তা একেএম সহিদুল ইসলাম।
সহিদুল বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শাহাজিরা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও সোনালী ব্যাংকের অবসর প্রাপ্ত কর্মকর্তা মোঃ জব্বার হোসেন মৃধার পুত্র।
তিনি দীর্ঘ ২৭ বছরে বরিশালের বাবুগঞ্জ উজিরপুর বানুরিপাড়া ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় সুনাম ও দক্ষতার সাথে চাকুরী করে পদোন্নতি নিয়ে নোয়াখালী জেলার সুবর্ন চর উপজেলার যুবউন্নয়ন কর্মকর্তা হিসেবে সুনামের সাথে চাকুরি করে গত ৪ অক্টোবর ২০২২ ইং মঙ্গলবার নিজ জেলা বরিশালের মুলাদি উপজেলায় যোগদান করে নিজকে ধন্য ও গর্বিত মনে করেছেন।
সততা ও নিষ্ঠার সাথে বাকি জীবন মানুষের সেবায় কাজ করে যাবেন বলে এমনটি জানিয়েছেন এই কর্মকর্তা। বেকারত্ব দুরিভিষন ও আত্মকর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি করে রোল মুক্ত দেশ গড়তে ওই উপজেলার সকলের সহোযোগিতা ও দোয়া কামনা করছেন নব নিয়োযুক্ত কর্মকর্তা সহিদুল ইসলাম।।
-

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সব ধর্মাবলম্বীরা নিরাপদে ধর্মীয় কার্যক্রম করতে পারে- গৌরীপুরে সোমনাথ সাহা।
গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা সোমনাথ সাহা বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর সনাতন সম্প্রদায় কোনও দুশ্চিন্তা ছাড়া নির্বিঘ্নে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী শারদীয় দুর্গোৎসব পালন করছেন। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে সব ধর্মাবলম্বীরা নিরাপদে তাদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করতে পারেন।’
বুধবার (৫অক্টোবর) বিকালে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে গৌরীপুর আর.কে. স্কুল সংলগ্ন সাগর দিঘিতে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি ঘাটে থেকে বিসর্জন কার্যাদি সুষ্ঠুভাবে করার লক্ষ্যে বিসর্জন সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন এবং সকলের সাথে বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। দুর্গোৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় ও সুসংহত করবে। কোন অশুভ শক্তি যেন এই সম্প্রীতি ও সৌহার্দ্যকে ধ্বংস করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।’
উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সহযোগীতায় ও গৌরীপুর উপজেলা প্রশাসন এবং পৌরসভার যৌথ তদারকিতে আয়োজিত বিসর্জন অনুষ্ঠানে সকলের সাথে বিজয়াদশমীর শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি ও সাধারণ সম্পাদক সোমনাথ শাহা।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ধর্মে ধর্মে বৈষম্য করার কোন সুযোগ নেই, বরং নিশ্চিত করার চেষ্টা করছে যেন কোন বৈষম্য না থাকে। অতএব আমরা সবাই মিলে উৎসব পালন করছি এবং করবো। সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে কাজ করবো।
-

বিভিন্ন জেলার পূজা মন্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি
বি এম মনির হোসেনঃ-
শারদীয় দুর্গাপূজা ২০২২ উদযাপন উপলক্ষে বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান পূজামণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়। শারদীয় দুর্গোৎসব ২০২২ উদযাপন উপলক্ষে পুজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বিক নিরাপত্তার বিষয়ে পর্যবেক্ষণের জন্য বরিশাল রেঞ্জাধীন সকল জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পুজা মন্ডপ পরিদর্শন করেন এস এম আক্তারুজ্জামান ডিআইজি বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জ বরিশাল। রেঞ্জ ডিআইজি বরিশাল রেঞ্জ পুলিশের পক্ষ থেকে সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই উৎসবে হিন্দু সম্প্রদায়ের লোকদের শতভাগ নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ধর্মীয় আচার পালনের নিশ্চয়তা প্রদান করেন। ডিআইজি আরো বলেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি সকল ধর্মের অনুসারী মিলে আমরা আমাদের দেশটাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবো। রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামানের পূজামণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়ের সময়
পুলিশ সুপারগণ , পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। -

গৌরনদী পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি
বি এম মনির হোসেনঃ-
অদ্য ০৫-১০-২০২২ বুধবার রাত ৯টা বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান বরিশাল জেলাধীন গৌরনদী থানার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। পূজা মন্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম,
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)মোঃ শাহজাহান হোসেন, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান হারিছ,উজিরপুর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ রহমতুল্লাহ্, গৌরনদী সার্কেলের এডিশনাল এসপি এসএম আল বেরুনী, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু সাইদ নান্টু, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ হেলাল উদ্দিন, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, বরিশাল জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও গৌরনদী থানার অফিসার ফোর্স এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।পূজামন্ডপ পরিদর্শনকালে ডিআইজি সংশ্লিষ্ট পূজা কমিটির নেতৃবৃন্দ ও দর্শনার্থীদের সাথে মতবিনিময় করেন। তিনি সুশৃঙ্খলভাবে ও উৎসবমুখোর পরিবেশে পূজা উদযাপনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি কোন প্রকার গুজবে কান না দিয়ে আবহমান বাংলার ঐতিহ্য অনুযায়ী সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দূর্গোৎসব পালনের জন্য উপস্থিত সবাইকে আহবান জানান। -

বানারীপাড়ায় গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে ৪ বীমা কর্মকর্তাকে বরখাস্ত ও লিগ্যাল নোটিশ
এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতঃ বানারীপাড়ায় গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে ৪ বীমা কর্মকর্তাকে রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া বরখাস্ত করেছেন। অর্থ আত্মসাতের অভিযোগে রখাস্তকৃতরা হলেন, বানারীপাড়া সার্ভিস সেলের ইনচার্জ জেনারেল ম্যানেজার মোঃ মিজানুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ ইনজামুল হক পিয়াল, সান্তানু আক্তার এবং সহকারী জেনারেল ম্যানেজার মোঃ মনিরুজ্জামান খোকন এ চারজন মোট ১৪ লাখ ৫৯ হাজার ৭৪১ টাকা আত্মসাৎ করেছেন।
এদের মধ্যে শান্তানু এবং খোকন স্বামী -স্ত্রী। বানারীপাড়া সার্ভিস সেলের ইনচার্জ সাবেক জেনারেল ম্যানেজার মোঃ মিজানুর রহমান সহ চার জনকে কোম্পানিকে ৭ কার্য দিবসের মধ্যে অর্থ পরিশোধ করার জন্য লিগ্যাল নোটিশ প্রদান করেছে রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড। অপর দিকে বরখাস্তকৃতরা রুপালী লাইফ ইনসিওরেন্সের গ্রাহক এবং কোম্পানির আর্থিক ক্ষতির জন্য বানারীপাড়া রূপালীর অফিসের পাশেই যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানির অফিস নিয়েছে। তাদের বিরুদ্ধে আরো অভিযোগ রূপালী লাইফ ইনসিওরেন্স থেকে কোনরকম ছাড়পত্র ছাড়াই তারা যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানিতে যোগদান করেন। রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানির গ্রাহকদের ভুল বুঝিয়ে তাদের প্রিমিয়াম নিয়মিত রূপালীতে জমা না দিয়ে গ্রাহকদের আর্থিক ক্ষতি করছে। বানারীপাড়া থানায় এ বিষয়ে অভিযোগ করেছেন রূপালী কোম্পানির পক্ষে বরিশাল বিভাগীয় ইনচার্জ মোঃ শাহীন মাহমুদ মাসুম। রূপালি কর্তৃপক্ষ জানান, বরখাস্তকৃতরা গ্রাহকদের ৩/৪ টি প্রিমিয়াম আদায় করে । অথচ ওই অর্থ রূপালীতে জমা না দিয়ে যমুনা লাইফে জমা দিয়ে রূপালির আর্থিক ক্ষতি করছে।
এদিকে বরখাস্তকৃতদের বিরুদ্ধে রয়েছে আরো নানাবিধ অভিযোগ। এর মধ্যে মোঃ মিজানুর রহমান ইতিপূর্বে হোম ল্যান্ড লাইফ, নাইজ সমবায় সমিতির গ্রাহকদের অভিযোগে নাইজ সমিতিকে উপজেলা সমবায় কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। এখন ও অনেক পাওনাদার গ্রাহক বিভিন্ন জনের কাছে ধরনা দিচ্ছেন।এ ব্যাপারে অভিযুক্ত রূপালী লাইফের সাবেক জিএম বর্তমান যমুনার জুনিয়র সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, আমাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়। ইতিমধ্যে আমার বিরুদ্ধের লিগ্যাল নোটিশের জবাব আমাদের আইনজীবীর মাধ্যমে দেয়া হয়েছে । গত দেড় দু বছরের গ্রাহকদের প্রিমিয়ামের অর্থ আমাদের কাছে ছিল। অনেক গ্রাহকদের বুঝিয়ে যমুনায় তাদের অর্থ জমা দেয়া হয়েছে। বর্তমানে ২৫ জনের মতো গ্রাহকের প্রিমিয়ামের অর্থ রয়েছে যা শ্রীঘ্রই সমাধান করবো।
এ বিষয়ে যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত মহা পরিচালক মোঃ কমারুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, রূপালী লাইফের বরখাস্তকৃতদের যমুনা লাইফে নিয়োগ দেয়া হয়নি। তাদেরকে অফার লেটার দেয়া হয়েছে। বেতনভূক্ত কর্মকর্তা হলে বিগত কর্মস্থলের ছাড়পত্র দিতে হবে। তারা কমিশন ভিত্তিতে কাজ করছে। গ্রাহকদের কোন ক্ষতি করলে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।#
-

সিরাজগঞ্জের শারদীয় দূর্গাপূজার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন র্যাব-১২’র অধিনায়ক
প্রেস বিজ্ঞপ্তি।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিরাজগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন র্যাব-১২ এর অধিনায়ক জনাব মোঃ মারুফ হোসেন, পিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি।
গত মঙ্গলবার (৪ অক্টোবর ২০২২ ইং) সন্ধ্যায় তিনি সিরাজগঞ্জের কেন্দ্রীয় পূজা মন্ডপ শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া ও কালীবাড়ি গোবিন্দবাড়ি পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট সকলের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় তিনি মন্ডপে আসা শিশু কিশোরদের সাথে নিয়ে র্যাব-১২ এর পক্ষ থেকে কেক কাটেন।
পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি জানান, অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্মীয় উৎসবকে নির্বিঘ্ন করতে র্যাব সদা প্রস্তুত। এছাড়া শারদীয় দুর্গোৎসবে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে র্যাব অন্যান্য আইন শৃংখলা বাহিনীর সাথে সমন্বয় করে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। এছাড়াও তিনি সিরাজগঞ্জের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নরেশ চন্দ্র ভৌমিক, শহর পূজা উদ্যাপন পরিষদের সভাপতিসহ সিনিয়র সাংবাদিকগণ, র্যাব-১২ এর বিভিন্ন কর্মকর্তা এবং র্যাব সদস্যরা।
র্যাব-১২ কে তথ্য দিন- মাদক,অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
স্বাক্ষরিত
মোঃ মোস্তাফিজুর রহমান
সিনিঃ সহকারী পুলিশ সুপার
মিডিয়া অফিসার
র্যাব-১২
মোবা-০১৭৭৭-৭১১২০৩
-

ত্রিশালের মঠবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান কদ্দুস মন্ডলের শারদীয় শুভেচ্ছা বিনিময়
ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের প্রতিটি পূজা মন্ডপ ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গোৎসবের শারদীয় শুভেচ্ছা বিনিময় ও পুজাঁর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কদ্দুস মন্ডল।মঙ্গলবার (৪অক্টোবর) সন্ধ্যায় তিনি ইউনিয়নের দাস পাড়া পূজা মন্ডপে গিয়ে পুজাঁ উদযাপন ও পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।এসময় বাংলাদেশের উন্নয়নের রুপকার সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে তিনি বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা ক্ষমতা থাকলে সকল ধর্মের মানুষ নির্ভিগ্নে উৎসব মোখর পরিবেশে তাদের ধর্ম পালন করতে পারে।
চেয়াম্যান কদ্দুস মন্ডল এসময় তার বক্তব্যে ইউনিয়নকে মাদক, ইভজিটিং, বাল্য বিয়ে, জুয়া, কিশোর অপরাধমুক্ত শান্তিপূর্ণ ইউনিয়ন হিসেবে গড়তে এলাকার মাদক ব্যবসায়ীদের এ ব্যবসা ছেড়ে সৎ ভাবে চলার পরামর্শ দিয়ে বলেন-যারা মাদক ব্যবসায়ী আছেন, আপনারা মাদকের ব্যবসা বাদ দিয়ে অন্য ভালো ব্যবসা করুণ,অর্থের সমস্যা থাকলে প্রয়োজনে আমি আপনাদের অর্থ দিয়ে সহযোগীতা করবো। ভালো কাজে যে কোন সময় আমি আপনাদের পাশে থাকবো। মাদক ব্যবসা ছাড়লে আমি তাকে পুরস্কার দিবো।
পুঁজা মন্ডপ পরিদর্শন কালে তার সাথে ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-

তারাকান্দায় ইউএনও মিজাবে রহমত এর পুঁজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়
আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের তারাকান্দায় শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার করার লক্ষে শারদীয় দুর্গা পূজায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।মঙ্গলবার (৪অক্টোবর) বিকাল থেকে মধ্য রাত পর্যন্ত উপজেলার শহর ও বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন কালে তিনি পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। মতবিনিময়ে পুঁজা মন্ডপে নিরাপত্তার কাজে কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনী আনসার ও ভিডিপি সদস্যদের পূজা মন্ডপে দায়িত্ব পালনের বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা দিয়ে তিনি বলেন- নিরাপত্তা জোরদারের লক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের শারদীয় দূর্গাপূজায় সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। সনাতন ধর্মাবলম্বীরা যেনো তাদের ধর্ম সুন্দর ও সুশৃঙ্খলভাবে পালন করতে পারে সেদিকে নজর রাখতে হবে। কোন রকম বিশৃঙ্খলা করতে দেওয়া যাবে না। মদ্যপান ও জুয়ারি কাউকে ছাড় দেওয়া যাবে না। আনসার ও ভিডিপি সদস্যদের এই বিষয়ে নজর রাখতে হবে।
তিনি আরও বলেন, “আনসার ও ভিডিপি সদস্যরা সার্বক্ষণিক টহলে থাকবেন। কোন অপ্রীতিকর ঘটনা হলে তাৎক্ষণিক উপজেলা মনিটরিং টিমকে জানাতে হবে।” এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীরা যেনো নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে পারে সেবিষয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। এসময় সহকারী কমিশনার ভূমি মাহমুদা সুলতানা,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, এবছর উপজেলার ৫১টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে । আনসার ও ভিডিপি সদস্যরা টহলে রয়েছে । সর্বমোট ৩শতাধিক আনসার ও ভিডিপি সদস্যরা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে দায়িত্ব পালন করবেন।
-

ময়মনসিংহে এড.জহিরুল হক খোকার নেতৃত্বে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করলেন আ’লীগ নেতাকর্মীরা
আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে আনন্দঘন পরিবেশ ও শান্তিপূর্ণ ভাবে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাৎসব উদযাপিত হচ্ছে। মন্ডপ গুলো যেন সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারেন সে জন্য প্রতিটি মন্ডপে সরকারি ভাবে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। মহানবমীর দিনে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নগরীর বিভিন্ন পুজাঁ মন্ডপে অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পূজামন্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায় মানুষের খোঁজ খবর নেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা ।মঙ্গলবার ৪অক্টোবর সন্ধ্যায় তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নগরীর দূর্গাবাড়ি ধর্মসভা, দূর্গাবাড়ি দশভুজা, আঠারবাড়ি, জুবিলী ঘাট, বড় কালিবাড়ি, দূর্গাবাড়ি, রঘুনাথ জিউর আখড়া, থানাঘাট,কালিবাড়ি, র্যালীর মোড়সহ ১০/১২টি মন্ডপ ও মন্দির পরিদর্শন করেন এবং মন্ডপ, মন্দির কমিটির নেতৃবৃন্দ, ভক্ত ও পূজারীবৃন্দের সাথে কুশল, মতবিনিময় এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেওয়াসহ শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন। পরিদর্শনকালে জহিরুল হক খোকা বিভিন্ন পূজা মন্দিরে উপহার সামগ্রী বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সকল ধর্মীয় সম্প্রীতির দেশ। আওয়ামী লীগ সরকার সকলের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। এই দেশ সবার। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। সেই লক্ষ্যেই জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে।
এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, দফতর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দীন ইসলাম ফখরুল, যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু,তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আইনুল হক, শ্রম বিষয়ক সম্পাদক এডভোকেট আবু বকর সিদ্দিক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবুল কালাম রাসেল, ত্রাণ সম্পাদক অধ্যক্ষ আতিকুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ভাষাণী, উপ দফতর সম্পাদক মিজানুর রহমান ডেভিট, এডভোকেট ইমদাদুল হক সেলিম, জিয়াউল হক সবুজ, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহরিয়ার মোঃ রাহাত খান, জেলা যুব মহিলা লীগের আহবায়ক অধ্যাপক বিলকিস খানম পাপড়ী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এডভোকেট এবিএম নুরুজ্জামান খোকন, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির হিমেল সহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাথে ছিলেন। এ সময় নগরীর ১নং ফাঁড়ির ইনচার্জ এসআই আনোয়ার হোসেন সহ পুলিশের একটি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।