Blog

  • সুজানগর পৌরসভার উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

    সুজানগর পৌরসভার উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর পৌরসভার উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন দুপুরে বের হওয়া র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবীর স ালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন পৌর কর্মকর্তা-কর্মচারি অ্যাসোসিয়েশনের জেলা শাখার সাধারণ সম্পাদক বাবুল হোসেন, পৌর কর্মকর্তা-কর্মচারি অ্যাসোসিয়েশনের সুজানগর পৌরসভার সাধারণ সম্পাদক মাসুদ রানা ও স্যানেটারী ইনস্পেক্টর আমিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে পৌর কর্মকর্তা সুব্রত কুমার কুন্ডু, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় পৌর মেয়র রেজাউল করিম রেজা তার বক্তব্যে বলেন, শিশু জন্মের পরপরই জন্ম নিবন্ধন নিশ্চিত করতে হবে। এতে করে একজন শিশু রাষ্ট্রের সকল সুবিধা ভোগ করতে পারবে। উল্লেখ্য সুজানগর পৌরসভা এবছর অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলার সেরা হওয়ার গৌরব অর্জন করায় এদিন সকালে পৌর মেয়র রেজাউল করিম রেজার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • জন্ম ও মৃত্যু নিবন্ধনে জেলার সেরা সুজানগর পৌরসভা

    জন্ম ও মৃত্যু নিবন্ধনে জেলার সেরা সুজানগর পৌরসভা

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে এবছর জেলার সেরা হওয়ার গৌরব অর্জন করেছে সুজানগর পৌরসভা। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ পৌরসভা হওয়ার গৌরব অর্জন করায় সুজানগর পৌরসভার মেয়র রেজাউল করিম রেজার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। এ সময় জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সী, পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান,স্থানীয় সরকার বিভাগ পাবনার উপ পরিচালক মোখলেছুর রহমান সহ জেলার বিভিন্ন পৌরসভার মেয়র, উপজেলা নির্বাহী অফিসারগণ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য এছাড়াও জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে উপজেলা পর্যায়ে জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করে সুজানগর উপজেলা।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • স্বরূপকাঠির সম্ভাবনাময় জাহাজ শিল্প

    স্বরূপকাঠির সম্ভাবনাময় জাহাজ শিল্প

    আনোয়ার হোসেন স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি //

    সুজলা সুফলা শস্য শ্যামলা স্বরূপকাঠি উপজেলা কালের বিবর্তনের সাথে সাথে শিল্প কারখানার অঞ্চলে হিসেবে রুপান্তরিত হতে চলছে। এবং সেই সংগে সৃষ্টি হয়েছে হাজার হাজার শিক্ষিত বেকার যুবকদের
    কর্মসংস্থানের।

    পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা নদী বেষ্টিত এ অঞ্চলে নদীর তীরে গড়ে উঠেছে ডকইয়ার্ড বা জাহাজ নির্মানের কারখানা। ছোট বড় মিলিয়ে রয়েছে ২০টি ডকইয়ার্ড। এই গকইয়ার্ড বা জাহাজ নির্মান কারখানায় ১০/১৫ হাজার লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।

    এর পূর্ব স্বরূপকাঠিতে কাঠের ব্যাবসা, ও নার্সারি ব্যাবসার জন্য বিখ্যাত ছিলো। পাশাপাশি রোপ শিল্প, ক্রিকেট ব্যাট, ছোবরা শিল্প এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে জাহাজ নির্মাণ শিল্প বা ডকইয়ার্ড। এই ডকইয়ার্ডে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।

    স্বরূপকাঠি ব্যাবসা বানিজ্যের বেশির ভাগ কাঁচামাল নদী পথে পরিবহন করা হয়। খরচ কম এবং সহজতর বিধায় এখানে আশির দশক থেকে বড় বড় নৌকা ট্রলার মেরামত ও তৈরির জন্য গড়ে ওঠে ডকইয়ার্ড। ধীরে ধীরে ঐ ডকইয়ার্ড ব্যাবসায় সফলতা আসে এবং বাড়তে থাকে ডকইয়ার্ডের সংখ্যা, রূপ নেয় মানসম্পন্ন জাহাজ তৈরির কারখানায়। বর্তমানে ছারছীনা ডকইয়ার্ডে মেসার্স পাতারহাট সিপিং লাইন্স এর এম ভি দোয়েল পাখি ১০ নামে বিলাশ বহুল লাঞ্চের কাজ চলমান রয়েছে।

    এখানে ৩০ বছর ধরে জাহাজ নির্মাণের কাজ চলছে। এর আগে হাতে গোনা কয়েকটি ডকইয়ার্ডে ছোট আকৃতির জাহাজ তৈরি হলেও ২০০০ সালের পর থেকে এই ব্যবসা ব্যাপকভাবে সম্প্রসারিত হতে শুরু করে। ফলে ২০ টিরও বেশি ডকইয়ার্ডে কর্মসংস্থান হয়েছে ১০/১৫ হাজার বেকার যুবকদের।

    তবে এই জাহাজ শিল্প কারখানায় যারা কাজ করেন তাদের অনেকেরই নাই কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা। তবু তারা মেধা, অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে একজন দক্ষ ইঞ্জিনিয়ারের মতো অনায়াসেই বড় বড় জাহাজ নির্মাণ করে চলছেন। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে এমনকি তাঁদের নেই ভালো কোন সেফটির ব্যাবস্থা। এই সকল শ্রমিকদের যদি জাহাজ নির্মান বিষয়ে প্রোপার প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় তাহলে এর থেকেও বড় বড় আন্তর্জাতিক মানের জাহাজ তৈরি করতে পারবে। এই জাহাজ নির্মান শিল্পকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, হার্ডওয়্যার ও রঙসহ স্টিলপাতের শতাধিক প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে এবং ঐ সকল প্রতিষ্ঠানে বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি হয়েছে। স্বরূপকাঠি উপজেলা নয়, দেশের বিভিন্ন এলাকার মানুষও কর্মসংস্থানের খোঁজে ছুটে আসেন এখানে।

    কালিবাড়ি খালের তীরে গড়ে ওঠা চৌধুরী ডকইয়ার্ড এর মালিক গোলাম সরোয়ার বলেন, আমাদের এই সকল ডকইয়ার্ডে তৈরি হচ্ছে নতুন আধুনিক মানের জাহাজ, পাশাপাশি মেরামত করা হচ্ছে পুরাতন জাহাজ। আন্তর্জাতিক নৌ রুট থাকায় ডকইয়ার্ডগুলো আধুনিকায়ন করে তৈরি করছে উন্নত মানের ছোট-বড় নানা আকৃতির জাহাজ, লঞ্চ, ট্রলার ও বালুবহনকারী কার্গোসহ প্রায় সব ধরনের লোহার তৈরি নৌযান। এখানে বর্তমানে ৩০ ফুট থেকে শুরু করে সর্বোচ্চ ২৫০ ফুট পর্যন্ত লম্বা জাহাজ তৈরি হচ্ছে। একটি বড় জাহাজ তৈরি করতে সময় লাগে ৬ থেকে ৭ মাস এবং একটি জাহাজ তৈরি করে ঠিকাদারদের ২ থেকে ৩ লাখ টাকার বেশি লাভ হয়।

    ডকইয়ার্ড মালিকদের সঙ্গে কথা বলে আরো জানা যায় প্রায় ৩০-৪০ বছর আগে থেকে এ উপজেলায় জাহাজ নির্মাণ শিল্পের সূচনা হয়। বর্তমানে এখানে মান সম্পন্ন ও বড় আকারের জাহাজ তৈরি হওয়ায় দেশের বিভিন্ন এলাকার মানুষের কাছে ব্যাপক পরিচিত লাভ করেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে এখানে জাহাজ মালিকরা তাদের জাহাজ নির্মাণ ও মেরামত করতে আসেন। তারা আরও জানান জাহাজ নির্মাণের কাঁচামাল ঢাকার পোস্তা খোলা , চট্টগ্রামের ভাটিয়ারি, কুমিরা, সীতাকুণ্ড, কক্সবাজার ও সিলেট থেকে সংগ্রহ করা হয়। এ ছাড়া কিছু কাঁচামাল ও মেশিনপত্র বিদেশ থেকেও আমদানি করা হয়। যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় এসব কাঁচামাল এখানে পৌঁছাতে দেরি হয়, ফলে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায়, বিশেষ করে সন্ধ্যা নদীতে ব্রিজ না থাকায় অত্যন্ত ঝুঁকি নিয়ে ভারি ও দামি মালামাল পরিবহন করতে হয়। সরকারি ও বেসরকারি উদ্যোক্তারা প্রয়োজনীয় আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এলে আমরাও লাভবান হবো এবং এই শিল্পই হতে পারে কোটি কোটি টাকার রাজস্ব আয়ের উৎস

    নেছারাবাদ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসেন বলেন, সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে সম্ভাবনাময় জাহাজ নির্মাণ ও মেরামত শিল্প গড়ে ওঠায় এলাকায় ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এই শিল্প বিকাশে সরকারিভাবে যেসকল উদ্যোগ গ্রহণ করা যায় তার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আনোয়ার হোসেন
    স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি।

  • পাইকগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত মানবিক সহায়তা চেক বিতরণ

    পাইকগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত মানবিক সহায়তা চেক বিতরণ

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত মানবিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা -কয়রা থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন শাহিন,আবু সাঈদ কালাই, গোবিন্দ মন্ডল প্রমূখ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • লক্ষ্মীপুরে কৃষকলীগের নবগঠিত জেলা কমিটিকে সংবর্ধনা

    লক্ষ্মীপুরে কৃষকলীগের নবগঠিত জেলা কমিটিকে সংবর্ধনা

    নাজিম উদ্দিন রানা: লক্ষ্মীপুর জেলা কৃষকলীগের নবগঠিত আহবায়ক কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদকের বাসভবন প্রাঙ্গনে এ সংবর্ধনার আয়োজন করেন জেলার সকল উপজেলা, থানা ও পৌরসভার কৃষকলীগ।
    এরআগে নবগঠিত কমিটিকে চন্দ্রগঞ্জ সহ বিভিন্ন পয়েন্টে ফুলের শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেয় নেতাকর্মীরা। পরে সংবর্ধনাস্থলে আনুষ্ঠানিকভাবে তাদের সংবর্ধনা প্রদান করা হয়।
    নবগঠিত কমিটির আহবায়ক মোঃ মোশারফ হোসেন সিএম আব্দুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান ভূঁইয়া, যুগ্ম আহবায়ক মাকসুদুল করিম মামুন, রাশেদুল ইসলাম নিজাম, মোঃ নাদিম-উন-নবী পলাশ ভূঁইয়া ও খন্দকার সাহিদুল ইসলাম রিয়াজ সহ অন্যান্য সদস্যবৃন্দ সংবর্ধনা পেয়ে সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ও জেলা কৃষকলীগকে শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা করেন।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মোঃ গোলাম ফারুক পিংকু, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু।প্রধান বক্তা ছিলেন,
    বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম পাটোয়ারী প্রমুখ।
    সদর থানা কৃষকলীগের ১ম যুগ্ম আহবায়ক মামুন পাটোয়ারীর সভাপতিত্বে ও পৌর কৃষকলীগের সভাপতি রাজু আহমেদের পরিচালনায় এছাড়াও কৃষকলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • মুন্সীগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত ১

    মুন্সীগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত ১

    মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

    মুন্সীগঞ্জ সদর উপ‌জেলার মুক্তারপুরে কোমল পানীয় বোঝাই ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে।

    আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে মুক্তারপুর এলাকার ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

    সদর ট্রাফিকের ইনচার্জ বজলুর রহমান আমা‌দের কে বলেন, ঢাকা থেকে কোমল পানীয় বোঝাই একটি ট্রাক মুন্সীগঞ্জ শহরের অভিমুখে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মুক্তারপুর এলাকার সেতুর কাছেই উল্টে যায়। এ সময় সড়কে থেমে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় ট্রাকটি। ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা এক যাত্রী মারা যান।

    বজলুর রহমান আরও বলেন, নিহতের পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা করেছে।

  • জেলা পরিষদ সদস্য নির্বাচন,পাথরঘাটায় ২ প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

    জেলা পরিষদ সদস্য নির্বাচন,পাথরঘাটায় ২ প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

    অমল তালুকদার,পাথরঘাটা,(বরগুনা):
    বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ১১টায় পাথরঘাটা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামানের কার্যালয়ে অর্ধশত মুক্তিযোদ্ধা অংশগ্রহণে সংবাদ সম্মেলন করেন, ডেপুটি কমান্ডার মুক্তিযুদ্ধ সংসদ পাথরঘাটা ও জেলা পরিষদের সাধারণ সদস্য প্রার্থী এম এ খালেক। একইদিন দুপুর একটায় পাথরঘাটা কলেজ প্রাঙ্গণে পাল্টা সংবাদ সম্মেলন করেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাধারণ সদস্য প্রার্থী মোঃ এনামুল হোসাইন।

    সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক অভিযোগ করে বলেন, আসন্ন বরগুনা জেলা পরিষদ নির্বাচনে আমি এখন সাধারণ আসন-৫ নং ওয়ার্ডের পাথরঘাটা উপজেলার সদস্য পদে টিউবয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। তবে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের বরগুনা ২ আসনের মাননীয় সংসদ সদস্য শওকত হাসান রহমান রিমন আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে নিয়ে কয়েকদিন পূর্বে পাথরঘাটা পৌরসভার ৬ নং ওয়ার্ড প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মালিকানাধীন কে.বি বরফ কলে জেলা পরিষদের ভোটারদেরকে ডেকে নির্বাচনের সভা করেন, এবং ভোটারদেরকে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ভোট দিতে চাপ প্রয়োগ করেন। উপস্থিত ৯০ জন ভোটারকে ৩০ হাজার টাকা করে মোট ২৭ লক্ষ টাক প্রদান করেন। ওই সময় মাননীয় সংসদ সদস্য রিমন সাহেবের উপস্থিতি ওই অর্থ বিতরণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।
    তিনি আরো বলেন, একজন সংসদ সদস্য এভাবে একজন প্রার্থীর হয়ে কাজ করতে পারেননা, এটা নৈতিকতার চরম অবক্ষয়।
    এমপি মহোদয়ের এই বিতর্কিত ভূমিকের জন্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে পরিবেশ সৃষ্টি বাধাগ্রস্ত হেচ্ছে বলে মনে করেন বীর মুক্তিযুদ্ধে খালেক।

    পাল্টা সংবাদ সম্মেলনে মোঃ এনামুল হোসাইন বলেন, জেলা পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ড পাথরঘাটা উপজেলার সদস্য পদে তালা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি
    ২৫/০৯/২০২২ তারিখ জেলা রিটার্নিং কর্মকর্তা আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জনাব এম এ খালেক সাহেবের প্রার্থিতা জেলা রিটেনিং কর্মকর্তা ১৮/০৯/২০২২ বাতিল ঘোষণা করায় মহামান্য হাইকোর্টের রায় অনুযায়ী পুনরায় গত ০৪/১০/২০২২ প্রতিক বরাদ্দ দেন। পরবর্তী সময়ে আমি নির্বাচনের কার্যক্রমে অংশগ্রহণ করলে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্পূর্ণ উদ্দেশ্য পরিণত ভাবে আমাকে ও মাননীয় সংসদ সদস্য মহোদয়ের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা সত্য ও মানহানিকার বিষয় নিয়ে এবং এই নির্বাচনকে প্রভাবিত করার জন্য বেআইনি সংবাদ সম্মেলন করে। আমার প্রতিপক্ষ প্রার্থী জনাব এম এ খালেক বাংলাদেশ আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের কোন পদ ধারন করেননি। তারা জাতীয় পার্টি করেছেন বলেও এনামুল অভিযোগ করেন।

  • জয়পুরহাটে ফুটবল খেলার প্রচার- প্রচারনার উদ্ভোধন

    জয়পুরহাটে ফুটবল খেলার প্রচার- প্রচারনার উদ্ভোধন

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    এক ঝাঁক যুবকের স্বপ্ন পূরণে জয়পুরহাট জেলার ঐতিহাসিক পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ-২০২২ এর প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন করা হয়েছে।

    আগামী ১৪ অক্টোবর শুক্রবার উক্ত ফুটবল খেলায় সিলেট হবিগঞ্জের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম জয়পুরহাট পাঁচবিবির রায়নগর খেলোয়াড় কল্যাণ সমিতি অংশগ্রহন করবেন।

    এই খেলাকে কেন্দ্র করে ব্যান্যার, ফেসটুন ও বাদ্যযন্ত্রসহ পিকআপ ভ্যান গাড়ী সাজিয়ে ব্যাপক প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন করেন পাঁচবিবি পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।

    এ সময় উপস্থিত ছিলেন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব,রায়নগর খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি অভিলাষ চন্দ্র বর্মণ, সংগঠনের উপদেষ্টা মুন্জুরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ ও আয়োজকরা।

  • জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ৩য় স্থান অর্জন করায় ইউএনও’র প্রতি  তারাকান্দাবাসী

    জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ৩য় স্থান অর্জন করায় ইউএনও’র প্রতি তারাকান্দাবাসী

    ষ্টাফ রিপোর্টারঃ
    ২০২১-২২ অর্থ বছরে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে
    শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ময়মনসিংহের ১৩ উপজেলার ৩য় স্থান অর্জন করেছে তারাকান্দা উপজেলা । এছাড়াও জেলায় জন্ম নিবন্ধনে ৭৮ ভাগ ও মৃত্যু নিবন্ধনে ৯১ ভাগসহ গড় ৮৪ ভাগ নিবন্ধন করা হয়েছে।

    বৃহষ্পতিবার (৫অক্টোবর) বেলা ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের এবারের প্রতিপাদ্য ছিল ‘নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব’।

    স্থানীয় সরকারের উপ-পরিচালক জাহাঙ্গীর আহমেদ সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।

    আরো উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, জেলা প্রশাসক এনামুল হকসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    প্রধান অতিথির বক্তব্য বিভাগীয় কমিশনার বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন, কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। দ্রুত নাগরিক সেবা প্রদান এবং গ্রহণের জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন আবশ্যক। যে কোন ব্যাক্তির নিবন্ধন হয়ে থাকলে তাৎক্ষণিক যেকোনো সেবা প্রদান সহজ হবে।

    তিনি আরও বলেন, সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উৎসাহী করে তুলতে হবে। জন্ম-মৃত্যু নিবন্ধনের সময় খেয়াল রাখতে হবে যাতে তথ্য ভুল না হয়। এছাড়াও জন্ম-মৃত্যু নিবন্ধন করতে এসে যেন কেউ হয়রানির শিকার না হয় সেদিকেও সবাইকে খেয়াল রাখার আহবান জানান জেলা প্রশাসক।

    সভায় জনসাধারণের মাঝে জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে সকলের প্রচেষ্টায় তারাকান্দা উপজেলার অর্জন করায় বিভাগীয় কমিশনার পুরস্কার তুলে দেন। তারাকান্দা উপজেলা প্রশাসনের পক্ষে পুরস্কার গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত,

    উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে- জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস ২০২২। ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলার মধ্যে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গতিশীলতা আনয়নসহ নানামূখি পদক্ষেপ গ্রহণ করে নিয়মিত উপজেলা জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা করে সংশ্লিষ্ট সকলের আন্তরিকতায় জনসাধারণের মাঝে জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে সকলের প্রচেষ্টায় তারাকান্দা উপজেলার এ অর্জন।

    সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মাকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন।

    এ অর্জনে যারা অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত। শ্রেষ্ঠত্বের এই সার্টিফিকেট ও ক্রেস্ট অর্জনের জন্য উপজেলা নির্বাহী অফিসার কে অভিনন্দন ও সাধুবাদ জানিয়ে তাহার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন উপজেলার সর্বস্তরের জনগণ।

  • ক্ষেতলালে দুই ইউপি নির্বাচনে নৌকার পার্থীদের নিয়ে আনন্দ মিছিল- শোডাউন

    ক্ষেতলালে দুই ইউপি নির্বাচনে নৌকার পার্থীদের নিয়ে আনন্দ মিছিল- শোডাউন

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধি।

    আগামী ২রা নভেম্বর আসন্ন ইউপি নির্বাচনে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বড়তারা ও তুলসীগঙ্গা (২টি) ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ইউপি ২টিতে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
    বড়তারা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছে বড়তারা ইউনিয়ন আ’লীগের সভাপতি, নৌকা প্রতীকে দুইবারের নির্বাচিত ও স্বর্ণপদক প্রাপ্ত বর্তমান চেয়ারম্যান বোরহান উদ্দীন ফকির এবং তুলসীগঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছে ক্ষেতলাল উপজেলার সাবেক ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ্ব বজলুর রহমান খান।
    গত মঙ্গলবার রাতে কেন্দ্রীয় আ.লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত তালিকা প্রকাশ পায়। গণভবনে আ.লীগের মনোনয়ন বোর্ডের যৌথসভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    ঢাকা থেকে মনোনয়ন নিয়ে ফেরার পথে গতকাল বিকেলে জয়পুরহাট জেলার প্রবেশ পথ বাঁশের ব্রিজে ফুলের মালা দিয়ে নৌকার মাঝিদের বরণ করে নেওয়া হয় এবং কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও আওয়ামী লীগ নেতা রায়হান আলমের নেতৃত্বে শত শত মোটর সাইকেল শোডাউন দিয়ে নৌকার মাঝিদের বরণ করে নির্বাচনী এলাকায় নিয়ে আসে।