Blog

  • মহালছড়ি সেনা জোনের পক্ষ হতে প্রবারণা পূর্ণিমায় আর্থিক অনুদান প্রদান

    মহালছড়ি সেনা জোনের পক্ষ হতে প্রবারণা পূর্ণিমায় আর্থিক অনুদান প্রদান

    (রিপন ওঝা,মহালছড়ি)

    খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোন কর্তৃক বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ও কল্প জাহাজ ভাসানো (রিছিমি) উৎসব আয়োজনে আর্থিক অনুদান প্রদান করা হয়।

    উল্লেখিত অনুষ্ঠানে মহালছড়ি জোন অধিনায়কের নির্দেশনায় প্রবারণা পূর্ণিমা ও কল্প জাহাজ ভাসানো উদ্যাপন পরিষদ কর্তৃপক্ষকে অনুষ্ঠানটির সার্বিক উন্নয়নের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।

    রিছিমি ও মাসব্যাপী কঠিন চীবর দান অনুষ্ঠানটি সুষ্ঠ ও সুন্দরভাবে উদযাপনের জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সাথে সমন্বয় পূর্বক আশেপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে সকল ধর্ম ও বর্ণ নির্বিশেষে একসাথে কাজ করছে বলে মহালছড়ি সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়।

    মহালছড়ি বাজারস্থ প্রবারণা পূর্ণিমা উদযাপন কমিটির পক্ষ হতে অনুদান গ্রহণ করেন কমিটির উপদেষ্টা জনাব সুইহ্লাঅং রাখাইন পিপলু ও জনাব লাপ্রুচাই মারমা।

  • পাথরঘাটার আলহাজ্ব মোসলেম আলী খান আর নেই

    পাথরঘাটার আলহাজ্ব মোসলেম আলী খান আর নেই

    পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক ওয়ার্ড কাউন্সিলর খান মাহবুবুর রহমানের বাবা আলহাজ্ব মোসলেম আলী খান (৯০) (টিটিআর) রবিবার রাত পৌনে ১১টায় মৃত্যুবরন করেন। তার পারিবারিক সূত্রে জানাগেছে, মৃত্যুকালে তিনি কিশোরগঞ্জে তাবলীগে ছিলেন।
    তাঁর মৃত্যুর খবর শুনে পাথরঘাটা পৌরশহরের ঈমানআলী সড়কের বাসায় রবিবার সকাল থেকে আশেপাশের মানুষ ছুটে আসেন।

    অমল তালুকদার।।

  • সুনামগঞ্জ সদরে নদী ভাঙ্গন থেকে গ্রাম রক্ষা করতে হলে সম্বলিত ভাবে  সবাইকে এগিয়ে আসতে হবে …সহকারী কমিশনার ভূমি

    সুনামগঞ্জ সদরে নদী ভাঙ্গন থেকে গ্রাম রক্ষা করতে হলে সম্বলিত ভাবে সবাইকে এগিয়ে আসতে হবে …সহকারী কমিশনার ভূমি

    কে এম শহীদুল সুনামগঞ্জ ঃ
    সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা নদীর পাড়ে থাকা সকল গ্রাম গুলি রক্ষা করতে হলে অবৈধ ড্রেজার মেশিন ধারা রাতের আধাঁরে বালু উত্তোলণ বন্ধে গ্রামবাসীসহ সচেতন মানুষদের সম্মিলিত ভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নবাগত সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাফিউল মাজলুবিন রহমান। ১০ অক্টেবর দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধির সাথে সাক্ষাৎকালে তিনি বলেন। গত কয়েদিন যাবত সামিাজিক যোগাযোগে টেলিভিশন ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ায়ায় সুনামগঞ্জ সদর উপজেলার হরিণাপার্টি গ্রামে রাতের আধারেঁ একটি বালু খেকো চক্র প্রশাসনের চোখ ফাকিঁ দিয়ে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলণ করে নিয়ে যাচ্ছে, যার ফলে নদী গর্ভে বিলীন হচ্ছে নদীপাড়ে থাকা ঘর বাড়ি গ্রাম ও রাস্তাঘাট । নদীপাড়ে থাকা অসহায় মানুষের বাড়িঘর ভেঙ্গে যাওয়ার ফলে ঐ এলাকার সাধারন মানুষেরা মিলে ঐ সমস্ত অবৈধ ড্রেজার মেশিন বন্ধের দাবীতে মানব বন্ধন করেছেন। বিষটি জানতে পেরে নবাগত সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাফিউল মাজলুবিন রহমান তিনি গত ৮অক্টোবর সঙ্গিয় ফোর্স পুলিশ নিয়ে সদর উপজেলার হরিণা পার্টি এলাকাসহ সুরমা নদীতে অভিযান পরিচালনা করেন । এসময় কয়েকটি ড্রেজার মেশিন নৌকা জব্ধ করেন। অভিযান কালে তিনি নদীর পাড়ে থাকা গ্রামগুলির অবস্থা দেখে এলাকার সকল সচেতন নাগরিকদের প্রতি সচেতন থেকে যখনি কোন অবৈধ ড্রেজার মেশিন নদীতে কেউ চালাবে তখনি প্রশাসনের কাছে জানানোর আহ্বান জানান। গ্রামের সাধারন মানুষের ভোগান্তির দৃশ্য দেখে নদীর পাড়ে থাকা গ্রামগুলি রক্ষার জন্য সকলের সমন্বয়ে সম্মিলিত ভাবে সুরমা নদীর পাড় ভাঙ্গন রোধে ঐ সমস্ত অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলণ বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে। কিন্তু কিছু অসাধু ব্যাক্তিরা রাতের আধাঁরে প্রশাসনের চোখ ফাকিঁ দিয়ে বালু উত্তোলণ করে যাচ্ছে। তিনি সকলকে সচেতন থেকে এ সমস্ত ড্রেজার মেশিন বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জনান আর এজন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এই নবাগত সহকারী কমিশনার (ভূমি)। মো: সাফিউল মাজলুবিন রহমান।###

  • সুনামগঞ্জে মানব পাচারকারী চক্রের দুই সদস্য গ্রেফতার পুলিশের প্রেস ব্রিফিং

    সুনামগঞ্জে মানব পাচারকারী চক্রের দুই সদস্য গ্রেফতার পুলিশের প্রেস ব্রিফিং

    সুনামগঞ্জ প্রতিনিধি :
    মানব পাচারকারী চক্রের খপ্পরে পরে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে লিবিয়ায় এক যুবকের মৃত্যু ঘটনার সাথে জড়িত দুইজন গ্রেফতার করেছে পুলিশ।
    সোমবার বেলা ১১ টায় সুনামগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) আবু সাঈদ দুই আসামী গ্রেফতারসহ মানব পাচার মামলায় জড়িতদের বিস্তারিত তুলে ধরে বলেন- জগন্নাথপুর উপজেলার একওয়ান নামের এক যুবককে লিবিয়া হয়ে ইতালী পাচারের সময় শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়ার ঘটনায় দালাল আবুল হোসেন ও তার স্ত্রী আছমা আক্তারকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন, অন্যান্য আসামীরা প্রবাসে থাকায় তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারে ব্যবস্থা গ্রহন করা হবে।

    প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম, ডিআইও-১ আজিজুর রহমানসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

    পুলিশ সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রামের মৃত সমসর আলীর ছেলে মোঃ তরিকুল ইসলাম (৪১) বাদি হয়ে মানবপাচার আইনে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।

    এ মামলায় চার জনের নাম উল্লেখ্য করে মামলা দায়ের করেন। আসামী আবুল মিয়া দীর্ঘদিন যাবৎ তার লিবিয়া প্রবাসী পুত্র আসামী আলী হোসেনের মাধ্যমে বাদীর পুত্র একওয়ান ইসলামকে ইতালী পাঠানোর জন্য প্রলুব্ধ করে। আসামী আবুল মিয়ার তার ছেলেকে ইতালী পাঠানোর জন্য ঊনিশ লক্ষ টাকার চুক্তিতে ভিজিট ভিসার মাধ্যমে বাদীর ছেলে ভিকটিম একওয়ান ইসলামকে দুবাইয়ে প্রেরণ করে।

    টাকা পেয়ে বাদীর পুত্র একওয়ান ইসলামকে ইতালী না পাঠিয়ে লিবিয়ায় অবস্থানরত তার ছেলে আসামী আলী হোসেন ও তার আত্মীয় আসামী সালেহ আহমদ এর নিকট পাঠিয়ে দেয়। বাদী তার ছেলেকে ইতালিতে পাঠাতে না পারলে দেশে ফেরত আনার জন্য আসামী আবুল মিয়াকে জানায়। আসামীরা হঠাৎ বাদীর সাথে যোগাযোগ বন্ধ করে দিলে বাদীর সন্দেহ হয় এবং তার ছেলেকে দেশে নিয়ে আসার জন্য আসামী আবুল মিয়াকে চাপ প্রয়োগ করে।

    আসামী আলী হোসেন ও আসামী সালেহ আহমদদ্বয় লিবিয়ায় অবস্থারত তাদের সহযোগী মাফিয়া দ্বারা বাদীর ছেলে একওয়ান ইসলামকে শারীরিক ও মানসিক নির্যাতন করে পরিকল্পিতভাবে হত্যা করেছে। জগন্নাথপুর থানা পুলিশের দুইটি টিম মামলা রুজুর পর হতে সুনামগঞ্জ জেলাসহ সিলেট জেলা ও হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে নিরবিচ্ছিন্নভাবে অভিযান পরিচালনা করে ০৯/১০/২০২২ খ্রি. হবিগঞ্জ জেলা সদরের বাস স্ট্যান্ড সংলগ্ন মোহনপুর নামক এলাকা হতে মামলার এজাহারনামীয় আসামী আবুল মিয়া (৫০) ও তার স্ত্রী আছমা বেগম (৪০) গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১টি ভ্যানিটি ব্যাগ এবং ব্যাগের ভিতর রাখা ৪,১৫,৫০০/- (চার লক্ষ পনের হাজার পাঁচশত) টাকা, ৭টি মোবাইলফোন ১টি এটিএম কার্ড ২টি ব্যাংক চেকসহ ১টি পাসপোর্ট জব্দ করা হয়।
    ##

  • পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    সুনামগঞ্জ প্রতিনিধি
    ১২ রবিউল আওয়াল জসনে জুলুস হযরত মোহাম্মদের (সাঃ) জন্মদিনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার দুপুর ১২টায় সুনামগঞ্জের ঐতিহ্যবাহী রাজাপুরা দরবার শরীফ এর আধ্যাত্মিক সংগঠন হোসাইনীয়া কমিটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপনায় জসনে জুলুছ উপলক্ষে শহরের ঐতিহ্যবাহি যাদুঘরের সামনে থেকে র‌্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে যাদঘুরের সামনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    আবুল খয়েরের সভাপতিত্বে ও মাওলানা মুক্তার হোসেনর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজাপুরা দরবার শরীফ এর পীর আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল ক্বাদেরী(মা:জি:)।
    এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড. মো. আপ্তাব উদ্দিন,সদর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো: মোবারক হোসাইন,তরুন সমাজ সেবক আবুল হায়াত,হোসাইনীয়া কমিটি বাংলাদেশ এর কেন্দ্রীয় নেতা মাওলানা সিরাজুল ইসলাম খায়ের,হোসাইনীয়া যুব কমিটির কেন্দ্রীয় সেক্রেটারি মুফতি কে এম শামীম আহমদ চৌধুরী,জয়েন্ট সেক্রেটারি মুফতি কে এম নজরুল ইসলাম,মাওলানা ইমরান হোসাইন আল আযহারি,মাওলানা মিজানুর রহমান রাজাপুরী,মাওলানা আশরাফুল ইসলাম রাজাপুরী,হোসাইনীয়া কমিটি নেতা মো:বোরহান আহমদ, মাওলানা নাজমুল হুদা মিসবাহ,উপাধ্যক্ষ মাওলানা কাজী আমিন আত তাফহিম,মাওলানা মোসতাক আহমদ,মাওলানা দেলোয়ার হোসাইন, জনাব আব্দুল মবিন মুহুরী,জনাব মো: রোকন উদ্দিন মুহুরী ডা: সাইদুর রহমান প্রমুখ। ##

  • বাংলাদেশের একমাত্র চতুর্থ দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর ছুটি শেষ

    বাংলাদেশের একমাত্র চতুর্থ দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর ছুটি শেষ

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;

    দুর্গাপূজা ঈদে মিলাদুন্নবীএবং সাপ্তাহিক ছুটি শেষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর টানা ১০ দিন বন্ধ থাকার পর আজ থেকে স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে।

  • পঞ্চগড়ে বিএনপির শোক মিছিল

    পঞ্চগড়ে বিএনপির শোক মিছিল

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;

    বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে ও হামলায় শহিদ, আব্দুর রহিম, নুরে আলম,শাওন প্রধান,শহিদুল শাওন, আবদুল আলিম এর প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ধর্মের অপব্যবহার রোধে হেযবুত  তওহীদের শীষর্ক আলোচনা সভা অনুষ্ঠিত

    ধর্মের অপব্যবহার রোধে হেযবুত তওহীদের শীষর্ক আলোচনা সভা অনুষ্ঠিত

    মো.হৃদয় বাবু(সদর জয়পুরহাট প্রতিনিধি)

    জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পৌর শহরের ড়াঃ ওসমান গুনি সরদার ফাউন্ডেশন কমিউনিটি সেন্টারে সোমবার (১০ অক্টোবর) সকালে হেযবুত তওহীদের আয়োজনে শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন,মাসুদ রানা চৌধুরী, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী ও রংপুর বিভাগীয় আমির মশিউর রহমান।

    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ-(এসইউএসবি) কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক, আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নিরেন দাস, বগুড়া জেলা আঞ্চলিক আমির আশেক মাহমুদ ও বিভাগীয় অনলাইন প্রচার সম্পাদক আবু হাসান সাদ্দাম জয়পুরহাট জেলা সাহিত্য ও গবেষণা সম্পাদক জামাল উদ্দিন, আক্কেলপুর উপজেলা সভাপতি গাজীউল ইসলাম ও হেযবুত তওহীদের বিভিন্ন নেতৃবৃন্দরা,

    অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, ধর্মের নামে হুজুক-গুজব দাঙ্গা সৃষ্টি করে মানবজাতির চলার পথ দূরভীষ করে ফেলেছে, সেখান থেকে মানবজাতির সামনে ইসলামের প্রকৃত রুপরেখা উপস্থাপন করার লক্ষে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে হেযবুত তওহীদ !

  • রাজশাহীতে হত্যার ঘটনায় সংবাদ সম্মেলনে নাম উল্লেখের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    রাজশাহীতে হত্যার ঘটনায় সংবাদ সম্মেলনে নাম উল্লেখের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    উদ্দেশ্যো প্রনোদিত ভাবে হত্যার ঘটনায় সংবাদ সম্মেলনে নাম উল্লেখের প্রতিবাদে এবং সঠিক তদন্তের প্রকৃত আসামীদের গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সাবিনা ইয়াসমিন (৩৫) নামের এক নারী।

    তিনি রাজশাহী নগরীর উপকন্ঠ বেলপুকুর থানার বেলপুকুর গ্রামের মোঃ সুজন আলীর স্ত্রী।

    সোমবার দুপুর ১টায় মহানগরীর মতিহার থানার অক্ট্রয় মোড়ে (কাজলা) অবস্থিত একটি অফিসে সাংবাদিকদের উপস্থিতে এই সংবাদ সম্মেলন করেন তিনি।

    মোসাঃ সাবিনা ইয়াসমিন তার লিখিত বক্তব্যে বলেন, (৬ জুন ২০২২) ভোর ৬টার দিকে বেলপুকুর রেললাইনের উত্তর পাশে মৃত হাসিবুর রহমান সাগর (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করে বেলপুকুর থানা ও রেলওয়ে ঈশ্বরর্দী থানা পুলিশ।

    এর আগে (৪ জুন ২০২২) রাত ৮টার দিকে বাড়ি থেকে হয়ে সাগর নিখোঁজ হয়। মৃত সাগর বেলপুকুর থানার বেলপুকুর গ্রামের মোঃ শাহাদত আলীর ছেলে। নিখেঁাজের ১দিন পড়ে অর্থাৎ (৬ জুন) বেলপুকুর রেললাইনের উত্তর পাশে মৃত হাসিবুর রহমান সাগরের লাশ উদ্ধার করা করে পুলিশ। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহত যুবকের লাশ তঁার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় গত ৫ অক্টোবর নিহত যুবক হাসিবুলের মা-বাবা, ছোট ভাই ও চাচা একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি অনুমান নির্ভর কথা বলে আমার এবং আমার স্বামী মোঃ সুজন আলীর নাম উদ্দেশ্যো প্রনোদিন ভাবে উল্লেখ করেছে। যাহা একটি অনলাইন নিউজ পোর্টাল ও একটি ফেসবুক লাইভে দেখানো হয়েছে। এই ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মৃত যুবক হাসিবুলের মৃত্যুর ৪মাস পরে তার মায়ের এমন বক্তব্য বিভ্রান্তিকর ও মানহানিকর। যেহেতু হত্যা মামলাটির তদন্ত চলছে। ঘটনার রহস্য উদঘাটন করে প্রকৃত আসামীদের সনাক্ত করার দায়িত্ব সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার। সেখানে অতি উৎসাহি হয়ে ফেসবুক ও অনলাইন নিউজ পোর্টালে নাম উল্লেখ করে বক্তব্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার কোন প্রয়োজন নাই। ভবিষ্যতে ভূক্তভোগী পরিবারের লোকজন তাদের মত প্রকাশে সচেতনাতা অবলম্বন করার জন্য অনুরোধ করেন। অন্যাথায় আদালতের দারস্থ হবেন বলেও জানান এই নারী।

    এ ব্যপারে জানতে চাইলে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, মৃত হাসিবুর রহমান সাগরের লাশ উদ্ধার করা হয়েছে। সেখানে অজ্ঞাত আসামী আছে। তবে কোন ব্যক্তির নাম উল্লেখ নাই। মামলাটি তদন্ত করছে ঈশ্বরর্দী জিআরপি থানা। সংবাদ সম্মেলন করে কারো নাম উল্লেখ করা অতিরঞ্জিত বলেও জানান ওসি।

  • জয়পুরহাটের সাজেদা হত্যার রহস্য উদঘাটন বেরিয়ে আসলো পরকীয়া প্রেমিক

    জয়পুরহাটের সাজেদা হত্যার রহস্য উদঘাটন বেরিয়ে আসলো পরকীয়া প্রেমিক

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    গত মাসের ২৭ সেপ্টেম্বর জয়পুরহাট পৌরসভার জানিয়ার বাগানে বেলা অনুমানিক বেলা ১টা থেকে দেড়টার মধ্যে সাজদা ইসলাম সাজো নামে এক গৃহবধূকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়।

    এই ঘটনার প্রেক্ষিতে গত মাসে ২৯ তারিখে তার স্বামী হাফিজুল ইসলাম বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই হত্যার সঠিক তথ্য উদঘাটনের জন্য জয়পুরজয়পুরহাটের সাজেদা হত্যার রহস্য উদঘাটন ,বেরিয়ে আসলো পরকীয়া প্রেমিক
    গত মাসের ২৭ সেপ্টেম্বর জয়পুরহাট পৌরসভার জানিয়ার বাগানে বেলা অনুমানিক বেলা ১টা থেকে দেড়টার মধ্যে সাজেদা ইসলাম সাজু নামে এক গৃহবধূকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়।
    এই ঘটনার প্রেক্ষিতে গত মাসে ২৯ তারিখে তার স্বামী হাফিজুল ইসলাম বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই হত্যার সঠিক তথ্য উদঘাটনের জন্য জয়পুরহাট জেলার পুলিশ সুপার জনাব নূরে আলম এর দিক নির্দেশনা , অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার মোশফেকুর রহমান এছাড়াও এই তথ্য উদঘাটনের জন্য কাজ করেন জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম ও ডিবির ওসি জনাব শাহেদ আল মামুন পুলিশের এই টিমটি তথ্য প্রযুক্তি ব্যবহার করে ১২ দিন পর হত্যাকারী রাব্বি হোসেন (২৩ )
    জয়পুরহাট খন্দপুরের অধিবাসীকে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার এলাকা থেকে গ্রেফতার করা হয়। রবিবার (১০ অক্টোবর )বেলা ১ টায় পুলিশ সুপারের কার্যালয়ে একটি প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার জনাব তরিকুল ইসলাম নিশ্চিত করেন। প্রেস ব্রিফিংয়ে জানা গেছে, সহযোগী হত্যাকারী আবু সাঈদ (২৩) জয়পুরহাটের একটি প্রাইভেট স্কুলের কম্পিউটার অপারেটর পদে চাকরি করেন। তিনি দীর্ঘদিন ধরে মৃত: সাজেদা ইসলাম সাজুর সাথে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়িয়ে আসছিলেন। গত ২৭ সেপ্টেম্বর মৃত সাজেদা ইসলাম সাজুর মেয়ে এস এস সি পরীক্ষা দিতে গেলে আবু সাঈদ ফোনে জানতে পারে বাড়ি ফাঁকা পেয়ে এই সুযোগে আবু সাঈদ তার বন্ধু রাব্বিকে নিয়ে একই উদ্দেশ্যে মৃত সাজেদা ইসলাম সাজুর বাড়িতে যায় এবং তারা দুজন শারীরিক সম্পর্ক করতে চাইলে সাজদা ইসলাম সাজু রাজি না হওয়ায় আসামী আবু সাইদ সাজেদার বুকের উপর উঠে বসে এবং আসামি রাব্বি পা চেপে ধরে এবং আবু সাঈদ গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে। এ বিষয়ে আসামি রাব্বি হোসেন বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। আসামি রাব্বির স্বীকারোক্তি মোতাবেক আসামি আবু সাঈদকে গ্রেফতার করা হয়েছে।জেলার পুলিশ সুপার নূরে আলম দিক নির্দেশনা দেয় অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেনকে ও অতিরিক্ত পুলিশ সুপার মোশফেকুর রহমান এছাড়াও এই তথ্য উদঘাটনের জন্য কাজ করেন জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম ও ডিবির ওসি শাহেদ আল মামুন।পুলিশের এই টিমটি তথ্য প্রযুক্তি ব্যবহার করে ১২ দিন পর হত্যাকারী রাব্বি হোসেন (২৩ )
    জয়পুরহাট খন্দপুরের অধিবাসীকে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। রবিবার (১০ অক্টোবর )বেলা ১টায় পুলিশ সুপারের কার্যালয়ে একটি প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার জনাব তরিকুল ইসলাম নিশ্চিত করেন। প্রেস ব্রিফিংয়ে জানা গেছে সহযোগী হত্যাকারী আবু সাঈদ (২৩) জয়পুরহাটের একটি প্রাইভেট স্কুলের কম্পিউটার অপারেটর পদে চাকরি করেন। তিনি দীর্ঘদিন ধরে মৃত: সাজদা সাজুর সাথে দীর্ঘদিন ধরে পরকিয়া সম্পর্ক গড়িয়ে আসছিলেন। গত ২৭ সেপ্টেম্বর মৃত সাজেদা সাজুর মেয়ে এসএসসি পরীক্ষা দিতে গেলে আবু সাঈদ ফোনে জানতে পারে বাড়ি ফাঁকা এই সুযোগে আবু সাঈদ তার বন্ধু রাব্বিকে নিয়ে একই উদ্দেশ্যে মৃত স্বদেশ ইসলাম সাজুর বাড়িতে যায় এবং তারা দুজন শারীরিক সম্পর্ক করতে চাইলে সাজদা ইসলাম সাজু রাজি না হওয়ায় আসামী আবু সাইদ সাজেদার বুকের উপর উঠে বসে এবং আসামি রাব্বি পা চেপে ধরে এবং আবু সাঈদ গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে। এ বিষয়ে আসামি রাব্বি হোসেন বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। আসামি রাব্বির স্বীকারোক্তি মোতাবেক আসামী আবু সাঈদকে গ্রেফতার করা হয়েছে।