Blog

  • জয়পুরহাটে র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক

    জয়পুরহাটে র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক

    মো.হৃদয় বাবু(সদর জয়পুরহাট) প্রতিনিধিঃ-

    র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান,আর্টিলারি ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে,মঙ্গলবার(১১ অক্টোবর)দিবাগত রাতে জয়পুরহাট জেলার সদর উপজেলার ধলাহার ইউনিয়নের ভানাই কুশলিয়া এলাকায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদক ১ শত ৪৪ পিস ফেন্সিডিলসহ শ্রী অমিত কুমার ওরফে দেব্রত কুমার ও মোঃ আরমান নামে দুই মাদক কারবারি কে হাতেনাতে আটক করেছে র‍্যাব সদস্যরা।

    আটককৃতরা হলেন-জেলার আক্কেলপুর উপজেলার বিহারপুর এলাকার শ্রী সুজিত কুমারের ছেলে শ্রী অমিত কুমার ওরফে দেব্রত কুমার (৩০) ও একই উপজেলার সাকিদারপাড়া এলাকার মোঃ মতিউর রহমানের ছেলে মোঃ আরমান (৪২)।

    জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আটককের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান,আর্টিলারি।

    প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব আরো জানানো হয় র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত মাদক কারবারিরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন যাবৎ আমদানি নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।

    পরবর্তীতে আটককৃত ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

  • সুজানগরে শিশুদের কোভিড-১৯ ভ্যাক্সিনেশন কার্যক্রমের উদ্বোধন

    সুজানগরে শিশুদের কোভিড-১৯ ভ্যাক্সিনেশন কার্যক্রমের উদ্বোধন

    এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগরে ৫-১১ বছরের শিশুদের (পেডিয়াট্রিক ফাইজার বায়োএনটেক)) কোভিড-১৯ ভ্যাক্সিনেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(১১ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে ও সুজানগর পৌরসভার সহযোগিতায় স্থানীয় সুজানগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কোভিড-১৯ ভ্যাক্সিনেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল হাননান ও উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার। উদ্বোধক ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিব। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবী, পৌরসভার স্যানিট্যারি ইনস্পেক্টর আমিরুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিথ ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • নড়াইলের অর্থনীতি পাল্টে যাবে শতকোটি টাকা বাড়তি আয়ের সম্ভাবনা

    নড়াইলের অর্থনীতি পাল্টে যাবে শতকোটি টাকা বাড়তি আয়ের সম্ভাবনা

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ
    নড়াইলে কালনা পয়েন্টে ‘মধুমতী সেতু’র উদ্বোধনী হয়। উক্ত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী গনভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে তিনি এ কথা বলেন। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপির সভাপতিত্বে (ভার্চুয়াল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস-এর সঞ্চালনায় সেতু প্রকল্প বিষয়ের ওপর উপস্থাপন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী, শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত মিঃ ইসা বিন ইউসুফ আল-দাহিলান, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মিঃ ইটো নাওকি প্রমুখ। বক্তারা সবাই ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দেন। এ সময় নড়াইলের অনুষ্ঠান স্থলে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী, খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মুহিত উদ্দিন,নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজা, নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান,পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন, সেতুর প্রকল্প পরিচালক শ্যামল ভট্টাচার্য, সওজ নড়াইলের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুজ্জামান,নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবাস চন্দ্র বোস, সাধার সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র আনজুমান আরা, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলী, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সাধারন সম্পাদক সৈয়দ মসিয়ূর রহমান প্রমুখ।
    এ সময় মানুষের মাঝে ছিল উচ্ছাস উদ্দীপনা ও আনন্দের বন্যা।
    মধুমতি সেতু চালু হওয়ায় এ অ লের আর্থ-সামাজিক ও সড়ক যোগাযোগ ব্যবস্থায় নবদিগন্তের সূচনা হবে। পাল্টে যাবে এক সময়কার পকেট জেলা ও ৬৪ নম্বর জেলা হিসাবে খ্যাত ছোট্ট নড়াইলের অর্থনীতি। সম্ভাবনার দ্বার খুলবে পর্যটন, মৎস, কৃষি, ব্যবসাসহ বিভিন্ন খাতের। এসব খাত থেকে বছরে শত কোটি আয়ের সম্ভাবনা সৃষ্টি হলো। শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চা আরও বৃদ্ধি পাবে। এছাড়া অল্প সময়ে ঢাকায় গিয়ে অফিস-আদালত, ব্যবসা-বানিজ্য, চাকরিসহ অন্যান্য প্রয়োজনীয় কাজ সেরে আবার বাড়িতে ফিরে আসতে পারবেন। নড়াইলে প্রস্তাবিত অর্থনৈতিক অ ল, বিসিক এবং নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্পকারখানা গড়ে ওঠার সম্ভাবনা বাড়বে;সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থান। ফলে নড়াইলের মানুষের জীবনযাত্রার উন্নয়ন ঘটবে।
    বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালের ১৯ ডিসেম্বর নড়াইলের সুলতান মে নির্বাচনী জনসভায় মধুমতি নদীর কালনা পয়েন্টে এ সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ২৪ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুর কাাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সেতুর পূর্ব পারে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা এবং পশ্চিম পারে নড়াইলের লোহাগড়া উপজেলা।
    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে এ সেতু নির্মাণ হয়েছে। জাপানের টেককেন করপোরেশন ও ওয়াইবিসি এবং বাংলাদেশের আবদুল মোনেম লিমিটেড যৌথভাবে এ সেতুর ঠিকাদার। সেতুর মাঝখানে ১৫০ মিটার দীর্ঘ স্টিলের স্প্যানটি ধনুকের মতো বাঁকা। ফলে এটি দেখতে যথেষ্ট দৃষ্টিনন্দন। ওই স্প্যানের উভয়পাশের অন্য স্প্যানগুলো পিসি গার্ডারের (কংক্রিট)। চারটি মূল লেনে দ্রুতগতির ও দুটি লেনে কম গতির যানবাহন চলাচল করবে। সেতুর দৈর্ঘ্য ৬৯০ মিটার ও প্রস্থ ২৭ দশমিক ১০ মিটার। উভয় পাশে সংযোগ সড়ক ৪ দশমিক ২৭৩ কিলোমিটার, যার প্রস্থ ৩০ দশমিক ৫০ মিটার। সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে ৯৫৯ দশমিক ৮৫ কোটি টাকা।
    জানা যায়,নড়াইল, যশোর, শিল্প শহর নওয়াপাড়া, বেনাপোল স্থল বন্দরসহ দক্ষিন-পশ্চিমা লের জেলার ১০জেলার সঙ্গে গোপালগঞ্জ-ফরিদপুর-মাদারিপুর-বরিশাল-পিরোজপুর-পটুয়াখালী এবং পদ্মা সেতু হয়ে ঢাকা-সিলেট-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ স্থাপিত হবে। নড়াইল শহর থেকে ঢাকার দুরত্ব হবে মাত্র ১২৭ কি.মি। নড়াইল, বেনাপোল, যশোরসহ দক্ষিনা লের অন্যন্য জেলার সড়ক যোগাযোগ ১শ থেকে প্রায় দেড়’শ কি.মি পথ কমবে।
    মধুমতি সেতুর প্রকল্প ব্যবস্থাপক ও সওজ নড়াইলের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান বলেন, সেতুটি চালু হওয়ায় এখন যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যাবে। তাই আপাতত যশোরের মনিহার সিনেমা হল চত্বর থেকে নড়াইলের কালনাঘাট পর্যন্ত ৫২ কিলোমিটার সড়ক প্রশস্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে সড়কটি ১৮ফুট প্রশস্ত থাকলেও তা বাড়িয়ে ২৪ ফুট করা হবে। নড়াইল অংশে ৪০ কোটি এবং যশোর অংশে ৩০ কোটি টাকা ব্যয়ে সড়ক প্রশস্তকরণ করা হবে। নড়াইল অংশে বরিশালের রিলায়বেল বিল্ডারস এবং যশোর অংশে ঢাকার মাসুদ হাইটেক কনস্ট্রাকশন কাজটি পেয়েছে। কাজের ওয়ার্ক অর্ডারও দেওয়া হয়েছে। আগামি ১ বছরের মধ্যে কাজটি সম্পন্ন করতে হবে।

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

  • নড়াইলে মধুমতি সেতু উদ্বোধনের দিন মোটর সাইকেল-ফোন-টাকা চুরি থানায় অভিযোগ

    নড়াইলে মধুমতি সেতু উদ্বোধনের দিন মোটর সাইকেল-ফোন-টাকা চুরি থানায় অভিযোগ

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে মধুমতি সেতু উদ্বোধনের দিন মোটর সাইকেল-ফোন-টাকা চুরি। নড়াইলে দেশের প্রথম ছয় লেনের মধুমতি সেতু উদ্বোধনের দিন চেয়ারম্যানদের টাকা, মোবাইল এবং মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান,
    সোমবার (১০ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে মধুমতি সেতুর উদ্বোধন করা হয়। নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে সেতুর পশ্চিম প্রান্তের সংযোগ সড়কে অস্থায়ী প্যান্ডেল করা হয়। সেখানে আড়াই হাজার মানুষের বসার ব্যবস্থা থাকলেও অর্ধলক্ষাধিক মানুষ প্যান্ডেলের বাইরে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন।
    ভুক্তভোগীরা জানায়, আনন্দঘন দিনে এ ধরনের ঘটনা কোনোভাবে কাম্য নয়। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার শালনগর ইউনিয়নের চেয়ারম্যান লাবু মিয়ার মোবাইল ফোনসহ প্যান্ডেলে অবস্থানরত ১০ জনের মোবাইল ফোন চুরি হয়। এছাড়া লোহাগড়া পৌর প্যানেল মেয়র বিম্বনাথ দাশ ভুন্ডুলের ৩৯ হাজার টাকা,সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজ ভুঁইয়ার ২৫ হাজার টাকা, লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যানের বাবা শরীফুল আলমের ৬ হাজার টাকা,এছাড়া একটি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে।
    এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী পার করে সবাই অনুষ্ঠান-স্থলে আসন গ্রহণ করেছে। এ অঞ্চলের মানুষের আনন্দের দিনে এমন ঘটনা খুবই দুঃখজনক। মোটরসাইকেল চুরির বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। এছাড়া বিভিন্ন মাধ্যমে আমরা যে চুরির বিষয়গুলো জানতে পেরেছি, দ্রুত দোষীদের খুঁজে আইনের আওতায় আনার জন্য আমরা কাজ করছি।

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

  • নরমাল ডেলিভারিতে তিন সন্তানের জননী শাল দুধ খাওয়ায় বাঁচানো সম্ভব নয়

    নরমাল ডেলিভারিতে তিন সন্তানের জননী শাল দুধ খাওয়ায় বাঁচানো সম্ভব নয়

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ; পঞ্চগড়ের,বোদায়, এক দম্পতি নরমালে ৩সন্তানের মা হয়”,বোদা থানার,৪নং কাজলদিঘী কালিয়াগঞ্জের,বারুনীর ডাঙ্গায় অসহায় ভাগ‍্যবতী নাড়ী গর্ভজাত ৭ মাসে নরমাল ডেলীভারীতে ক্লিনীকে ৩ ছেলে ভূমিষ্ঠ হয়।
    তিন সন্তানের মা মোছাঃ খাদিজা বেগম২০ও বাচ্চার বাবা মোঃআলআমিন ইসলাম ২৪একজন অসহায় গরীব মানূষ তারা স্বামী ও স্ত্রী নিরুপায় হয়ে অসূস্হ বাচ্চা ৩টি মায়ের সামান‍্য শাল দুধ পান করে কিছুতেই জীবন বাচানো সম্ভব নয় বলেন

    নিস্পাপ ৩ সন্তানের প্রান বাচানোর জন পঞ্চগড়ের সর্ব স্তরের মানুষের সকলেই দোয়া ও সাহায্য কামনা করেছেন।

  • কেশবপুরে এক ঘন্টার এসিল্যান্ড স্কুলছাত্রী অন্তি

    কেশবপুরে এক ঘন্টার এসিল্যান্ড স্কুলছাত্রী অন্তি

    কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী অন্তি দাস এক ঘন্টার জন্য প্রতিকী উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্ব পালন করেছেন।
    ১১অক্টোবর সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামানের উপস্থিতিতে সে এই দায়িত্ব পালন করে। মানবাধিকার সংগঠন পরিত্রাণ ও ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্সের (এনসিটিএফ) উদ্যোগে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় এ কার্যক্রমের আয়োজন করা হয়।
    অন্তি দাস উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের রবিন দাসের মেয়ে। সে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
    অন্তি দাস সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্ব পালনকালে বাল্যবিবাহ, নারী নির্যাতন বন্ধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। অন্তি জানায়, নারী এবং কন্যা শিশুরা নেতৃত্ব এবং ক্ষমতায়নের যদি সামাজিক অবস্থা এবং অবস্থানের ইতিবাচক পরিবেশ পাই তাহলে গোটা পৃথিবী বদলে দেওয়ার সক্ষমতা রাখে।
    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান বলেন, আজকের তরুণ প্রজন্ম ও নারীরাই দেশের উন্নয়নে কাজ করবে। এ জন্য শিশুদের ছোট থেকেই দেশের জন্য প্রস্তুত করে তুলতে হবে।
    এ গালর্স টেকওভার প্রোগ্রামটি সঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার উজ্জ্বল কুমার দাস এবং স্বেচ্ছাসেবক মিনা দাস।
    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহা. আলমগীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, কপোতাক্ষ মহিলা সংস্থার সভাপতি সুফিয়া পারভিন শিখা প্রমুখ।

  • কেশবপুরে শিশুদের কোভিড-১৯  ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন

    কেশবপুরে শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন

    কেশবপুর প্রতিনিধিঃ
    কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বাগদহা মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের পেড্রিয়াটিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটেক কোমিরেএনএটি, কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১১অক্টোবর সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আলহাজ্ব আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মজিদপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সেট্রাক্টর রবিউল ইসলাম, মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডলি খাতুন।

  • ধামইরহাট আমাইতাড়া বাজারে  সিংগার শোরুমের শুভ উদ্বোধন

    ধামইরহাট আমাইতাড়া বাজারে সিংগার শোরুমের শুভ উদ্বোধন

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে চালু হলো জনপ্রিয় ব্র্যান্ডেড কোম্পানী সিংগারের শোরুম। ১১ অক্টোবর বিকেল ৫ টায় বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক’র (মিথুন প্লাজায়) মার্কেটে এই শোরুমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমাইতাড়া বাজার বণিক সমিতির সভাপতি ও ধামইরহাট উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মো. জহুরুল হক। এ সময় বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, পৌরসভার কাউন্সিলর আমজাদ হোসেন, শোরুমের স্বত্বাধিকারী মো. এনায়েত হোসেন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক সুফল চন্দ্র বর্মন, ব্যবসায়ী এবি কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।
    শোরুমের ম্যানেজার ও সেলস কো-অর্ডিনেটর মো. আজমিনুর রহমান জানান, এখান থেকে জয়পুরহাট ও নওগাঁ নয় ধামইরহাটেরই এই শোরুমে স্বল্পমূল্যে বিশ্ববিখ্যাত কোম্পানী সিংগারের ফ্রিজ, স্মার্ট ও আধুনিক টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, বিশ্ববিখ্যাত সিংগার সেলাই মেশিন, ডেল ল্যাপটপ সহ উন্নত মানের হোম অ্যাপ্লায়েন্স পাওয়া যাবে।
    স্বত্বাধিকারী এনায়েত হোসেন জানান, ‘আমি কোন সস্তা ও নিম্নমানের পন্য নয় গ্রাহকদের মান সম্মাত সামগ্রী দিতে চাই, যে কোন পন্যকিনতে আজই আসুন শোরুমে-উদ্বোধন উপলক্ষে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে।’

    আবুল বয়ান,
    ধামইরহাট (নওগাঁ)।

  • র‌্যাব-১২’র বিশেষ অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ককটেল বোমা বিস্ফোরনের ঘটনায় ২ জন আটক।

    র‌্যাব-১২’র বিশেষ অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ককটেল বোমা বিস্ফোরনের ঘটনায় ২ জন আটক।

    প্রেস ব্রিফিং।

    ১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, ক্যাসিনো ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধ দমনে ও নিয়ন্ত্রনে র‌্যাব নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে।

    ২। সিরাজগঞ্জের সলঙ্গায় গত ১০/১০/২০২২ ইং তারিখ আনুমানিক বিকেল ৩.১৫ ঘটিকায় ককটেল বোমা বিস্ফোরনের ঘটনায় এলাকার জনগনের মধ্যে আতংকের সৃষ্টি হয়। তাৎক্ষনিক র‌্যাব-১২ এর সরব উপস্থিতি, র‌্যাবের কর্মতৎপরতায় এবং র‌্যাব-১২ অধিনায়কের দূরদর্শী নির্দেশনার মাধ্যমে আসামী গ্রেফতার এবং অনাকাক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। উক্ত অভিযানে নিন্মোক্ত আসামীদের র‌্যাব-১২ কর্তৃক গ্রেফতার করা হয়।

    ৩। গ্রেফতারকৃত এজাহার নামীয় আসামীঃ ১। মোঃ আল-আমিন হোসেন (২৩) , পিতা- মোঃ আজিজুর রহমান, সাং- মোবারকপুর মিলপট্টি, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর ২। মোঃ মিকাইল(১৯), পিতা-মৃত-আকেজ, সাং-তালশার মালতেপাড়া, থানা- কোটচাদপুর, জেলা- ঝিনাইদহ। এছাড়াও ঘটনাস্থল হতে নিস্ক্রিয়কৃত ০৭ টি ককটেল, ০৮ টি ইলেকট্রিক শক স্টিক এবং ০২ টি হাসুয়া জব্দ করা হয়।

    ৪। ০১ নং এজাহার নামীয় আসামী মোঃ আল-আমিন(২৩) ও ২ নং এজাহার নামীয় আসামী কারিগরী কাজে দক্ষ। গ্রেফতারকৃত আসামীদের ভাষ্য অনুযায়ী অপরাধ চক্রের মূল হোতা শামীমের নেতৃত্বে অপরাধ কার্যক্রম পরিচালনা করে আসছে।

    ৫। গত ১০/১০/২০২২ ইং তারিখ দুপুর ০২.০০ মেজর আনিসুজ্জামানের নেতৃতে র‌্যাব-১২ এর একটি অভিযানিক দল একটি অভিযান চলাকালে ককটেল বিস্ফোরনের ঘটনাস্থল থেকে ২ জন দুর্বৃত্তকারী কে তাৎক্ষনাত আটক করতে সক্ষম হয়। পরবর্তিতে র‌্যাব হেডকোয়ার্টার এর বোমা নিস্ক্রিয়করন দল এসে অবিস্ফোরিত ০৭ টি ককটেল নিস্ক্রিয় করে এবং বাসাটিকে নিরাপদ হিসেবে ঘোষনা করে।

    ৬। উল্লেখ্য যে গ্রেফতারকৃত ১ নং আসামী মোঃ আল-আমিন হোসেন (২৩) এর বিরুদ্ধে পূর্বের মাদক মামলা চলমান রয়েছে।

    ৭। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত চক্রটি দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় তাদের কার্যক্রম চালিয়ে আসছিল।

    ৮। গ্রেফতারকৃত আসামীদের আইনগত সুষ্টু তদন্তের মাধ্যমে মূল রহস্য উদঘাটনের প্রক্রিয়া চলমান ।

    প্রেস ব্রিফ্রিংয়ের মাধ্যমে জনাব মোঃ মারুফ হোসেন, পিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি, অধিনায়ক, র‌্যাব-১২,সিরাজগঞ্জ এ তথ্য নিশ্চিত করেন।

    মোঃ মোস্তাফিজুর রহমান

    সিনিঃ সহকারী পুলিশ সুপার

    মিডিয়া অফিসার

    র‌্যাব-১২

    মোবা-০১৭৭৭-৭১১২০৩

  • পাইকগাছায় মৎস্য কাটা মার্কেটের ঢালু সড়কটি মারাত্মক ঝুকিপূর্ণ

    পাইকগাছায় মৎস্য কাটা মার্কেটের ঢালু সড়কটি মারাত্মক ঝুকিপূর্ণ

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।। পাইকগাছা পাৌরসভার ৭নং ওয়ার্ডের বাইপাস ঢালু সড়কটি গাইডওয়াল না থাকায় মারাত্মক ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। এলজিইডির খালের পাশ দিয়ে মৎস্য কাঁটা মার্কেটসহ বাজারে সহজে যাতায়তের জন্য পৌর কর্তৃপক্ষ সড়কটি নির্মান করে। কিন্তু এ পথে নেই কোন গাইডওয়াল। ফলে ছোটখাট দুর্ঘটনা লেগেই আছে। যেকোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটে জানমালের ক্ষয়ক্ষতির আশংস্কা করছে সর্বসাধারণ। উপজেলার শিবসা ব্রীজ সড়কের পশ্চিম পাশে এ বাইপাস সড়কটি নির্মান করা হয়েছে।যা অত্যান্ত ঢালু,পাশে এলজিইডির একটা গভীর বিশাল খাল। পাশে পাইকারী মাছের বাজার। যেটা কাটা মার্কেট নামে পরিচিত। প্রতিদিন প্রায় কোটি টাকার মাছ বেচাকেনা হয়। দেশ বিদেশ থেকে বিভিন্ন প্রকার ট্রাক,পিকআপ এখানে আসে। স্থানীয় ভাবে চলাচল করে নসিমন,করিমন,ভ্যান, মাইক্রো,মটর সাইকেল সহ নানা প্রকার বাহন। খুব সাবধানে চলাচল করলেও থেকে গেছে মারাত্মক ঝুকি। মৎস্য আড়ৎদারী সমিতির সম্পাদক মিঠু বলেন, সড়কটিতে যাননবাহন চলাচল খুবই ঝুকিপূর্ণ। দুর্ঘটনা এড়াতে গাইডওয়াল খুবই জরুরী। এ ব্যাপারে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন এখানে কোন রাস্তা ছিলনা মাছের কাটা বাজারের জন্য কয়েক বছর আগে রাস্তা নির্মান করে পিচ করে দিয়েছি। পর্যায়ক্রমে গাইড ওয়ালটাও করে দেয়া হবে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।