Blog

  • সুজানগরে শেখ রাসেল দিবস উদযাপিত

    সুজানগরে শেখ রাসেল দিবস উদযাপিত

    এমএ আলিম রিপন,সুজানগরঃ ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক ,দূরন্ত প্রাণবন্ত নির্ভীক’-এই প্রতিপাদ্যের আলোকে নানা œ কর্মসূচির মধ্য দিয়ে পাবনার সুজানগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ১৮ অক্টোবর ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র রেজাউল করিম রেজা। অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল হাননান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ও এন এ কলেজের সহকারী অধ্যাপক আবুল হাশেম। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পল্লীগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুস শুকুর, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দিবসটি উপলক্ষ্যে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত চিত্রাঙ্কন,রচনা ও কবিতা আবৃত্তিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এর আগে সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর জন্মগ্রহন করেন। তোমরা যেমন তোমাদের বাবা-মায়ের আদরের সন্তান,তেমনি শেখ রাসেলও তার বাবা-মায়ের আদরের সন্তান ছিল। তাই তার সম্পর্কে জানতে তোমাদের নিয়ে এ আয়োজন করেছি। তাঁরা আরো বলেন, আজকের শিশুরাই আগামী দিনে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে। তাই দেশের ইতিহাস জানতে শিশুদের উৎসাহ দিতে হবে। একই সঙ্গে তাদের জানার সুযোগও তৈরি করে দিতে হবে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • অবশেষে সুজানগর-চিনাখড়া ও আতাইকুলা সড়কের সংস্কার কাজ শুরু

    অবশেষে সুজানগর-চিনাখড়া ও আতাইকুলা সড়কের সংস্কার কাজ শুরু

    এম এ আলিম রিপন ঃ অবশেষে সুজানগর-চিনাখড়া ও আতাইকুলা সড়কের সংস্কার কাজ শুরু করা হয়েছে। সুজানগর-চিনাখড়া সড়কের প্রায় তিন কিলোমিটার এবং সুজানগর থেকে আতাইকুলার প্রায় ৪ কিলোমিটার এ সড়ক দুইটির সংস্কার কাজ শুরু করা হয়েছে। দীর্ঘদিন ধরে সুজানগর-চিনাখড়া সড়কের বেহাল অবস্থায় ছিল। এবং দীর্ঘদিন যাবৎ সংস্কার না হওয়ায় পাবনা জেলার সড়ক ও জনপথ বিভাগের আওতাভুক্ত আ লিক এ সড়কের বিভিন্ন স্থানে বড়-বড় গর্ত আর খানা খন্দের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলের একেবারেই অনুপোযোগী হয়ে পড়েছিল গুরুত্বপূর্ণ এ সড়কটি। সুজানগর থেকে চিনাখড়া হয়ে রাজধানী ঢাকা যাওয়ার জন্য একমাত্র প্রধান এ সড়কের বেশিরভাগ স্থানে খানাখন্দ সৃষ্টি হওয়ায় কোন ধরণের যানবাহন যেতে চাইতো না । আর একটু বৃষ্টি হলে গুরুত্বপূর্ণ এ সড়কটি পরিণত হতো জলাশয়ের। ফলে দুর্ঘটনা ঘটার পাশাপাশি যানবাহনসহ জনসাধারণের চলাচল করতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে সুজানগর পৌরসভার প্রফেসারপাড়া থেকে পোড়াডাঙ্গা হয়ে চিনাখড়া পর্যন্ত প্রায় ১১কিলোমিটার সড়কের মধ্যে প্রায় তিন কিলোমিটার এবং সুজানগর থেকে আতাইকুলার প্রায় ১১ কিলোমিটার সড়কের প্রায় ৪ কিলোমিটার সড়কের বেশিরভাগ স্থানেই খানাখন্দের পাশাপাশি বড় বড় গর্তের সৃষ্টি হয়েছিল। এদিকে সড়ক দুইটির উন্নয়নকাজ শুরু হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এ সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন চালক ও পথচারীরা। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ পাবনার উপ-সহকারী প্রকৌশলী মোঃ আনিসুর রহমান জানান, খুব অল্প সময়ের মধ্যেই চলমান গুরুত্বপূর্ণ এ সড়ক দুইটির সংস্কার কাজ সম্পন্ন করা হবে । আর গুরুত্বপূর্ণ এ সড়ক দুইটির সংস্কার কাজে ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি ৭৭ লক্ষ টাকা।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে শেখ রাসেল দিবস পালিত

    মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে শেখ রাসেল দিবস পালিত

    নিউজ ডেস্ক

    “শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে শেখ রাসেল দিবস-২০২২ পালিত হয়েছে।

    দিবসটি উপলক্ষে ১৮ অক্টোবর ২০২২ মঙ্গলবার সকাল ১১ঃ০০ ঘটিকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রধান কার্যালয় ৮৮ মতিঝিলস্থ স্বাধীনতা ভবনে স্থাপিত শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন করে যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারীগণ শ্রদ্ধা নিবেদন করেন।

    এছাড়া শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পক্ষ হতে কেক কাটা, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) এসএম মাহবুবুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বাহার রেজা চৌধুরী, বীর প্রতীক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পাহাড়ী, বীর প্রতীক, ট্রাস্ট্রের সচিব (উপসচিব) তরফদার মো. আক্তার জামীল প্রমুখ।

    আলোচনা সভায় বক্তারা বলেন, শেখ রাসেল ছিলেন নির্মল, বন্ধুবৎসল, প্রাণচাঞ্চল্যে ভরপুর এক মানবিক শিশু। ছোট বয়সের ব্যক্তিত্ব, মানবিকতা আর উপস্থিত বুদ্ধির কারণে শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষদের কাছে ভালবাসার নাম। বেঁচে থাকলে তিনিও হয়তোবা সামিল হতেন বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণে। ভিশন ২০২১, ২০৪১, এসডিজি ২০৩০, ডেল্টা প্ল্যান, চতুর্থ শিল্পবিপ্লব নিয়ে তার বোন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন যেমন দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন, বেঁচে থাকলে তিনিও নিঃসন্দেহে নিজেকে দেশের জন্য নিয়োজিত রাখতেন। বক্তারা কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শেখ রাসেল এর জীবনীর প্রতিটি দিনক্ষণের গল্পগুলো তুলে ধরার আহবান জানান।

  • নওগাঁর আত্রাইয়ে শেখ রাসেলের জন্মদিন পালিত

    নওগাঁর আত্রাইয়ে শেখ রাসেলের জন্মদিন পালিত

    নওগাঁ প্রতিনিধিঃ-নানা কর্মসূচির মধ্য দিয়ে নওগাঁর আত্রাইয়ে শেখ রাসালের জন্মদিবস পালিত হয়েছে। সরকার এ দিনটিকে জাতীয় দিবস হিসেবে পালন করছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল নয়টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা চত্বরে অস্থায়ী শহীদ মিনারে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন,থানা পুলিশ,মুক্তিযোদ্ধা সংসদ.উপজেলা আওয়ামীলীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সরকারী-আধা সরকারী স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বে-সরকারী উন্নয়ন সংগঠন পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে।পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক,উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ কাজী অনিক ইসলাম, আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ তারেক সরকারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সকাল এগারো টায় উপজেলা পরিষদ হল রুমে শিশু কিশোর আলোচনা সভায় পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া অনুষ্ঠান উপলক্ষে বিশেষ মোনাজাত করা হয়।#

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি।

  • নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত

    নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে ‘শেখ রাসেল দিবস-২০২২’ পালিত হয়েছে। নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, নড়াইল জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আ. লীগের সভাপতি এড. সুবাস চন্দ্র বোস, জেলা আ. লীগ সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, পৌর মেয়র আঞ্জুমান আরা, মুক্তিযোদ্ধা কমান্ড, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সরকারি কর্মকর্তা কর্মচারি, সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ ও সামাজিক সংগঠন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন পর একটি র ্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দিবসটির প্রতিপাদ্য ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভিক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। দিবসটি পালন উপলক্ষে নড়াইল বঙ্গবন্ধু পরিষদ বিকেল ৪টায় রুপগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

  • নাচোল আ’লীগের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন উদযাপিত

    নাচোল আ’লীগের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন উদযাপিত

    নাচোল উপজেলা ও পৌর আ’লীগের উদ্যোগে যথাযথ মর্যাদায় বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপিত করা হয়েছে।
    গত মঙ্গলবার বিকেলে আ’লীগ কার্যালয়ে দিবসটি উদযাপন উপলক্ষ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শেখ রাসেলের প্রতিকৃতিতে কেক কর্তন, পুস্পস্তবক অর্পন, র‌্যালি ও শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের শহীদদের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আ’লীগের সভাপতি ও মেয়র আব্দুর রশিদ খান ঝালু।

    বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম ঝাইটোন, সাবেক ছাত্রনেতা শামীম, পৌর ৮নং ওয়ার্ড আ’লীলগের সাধারণ সম্পাদক মঞ্জুর আনসারী, ৪নং ওয়ার্ড এর সভাপতি মানারুল ইসলাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হাসান তারিফ, নাচোল উপজেলা শাখার বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি এডঃ মোস্তাফিজুর রহমান বুলেট।

  • নাচোলে শেখ রাসেলের জন্মদিন উদযাপিত

    নাচোলে শেখ রাসেলের জন্মদিন উদযাপিত

    মোঃ মনিরুল ইসলাম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ “শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” প্রতিপাদ্যের আলোকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্যে দিয়ে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপিত করা হয়েছে।
    গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পরিষদ চত্বরে, দিবসটি উদযাপন উপলক্ষ্যে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, র‌্যালি, কুইজ প্রতিযোগিতার মধ্য পুরুষ্কার বিতরণ ও শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের শহীদদের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন।
    এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।

    বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ সুলতান পাপিয়া, মুক্তি যোদ্ধা কমান্ডার বেলাল উদ্দিন।
    এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।

  • ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত

    ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। ১৮ অক্টোবর সকাল ৯ টায় শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। শ্রদ্ধা নিবেদন শেষে একটি র‌্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন, ওসি মোজাম্মেল হক কাজী, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার আসাদুজ্জামান, সমাজসেবা অফিসার সোহেল রানা, মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক আমজাদ হোসেন প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অপর দিকে দলীয় কার্যালয়ে শেখ রাসেলের জন্মদিবস উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও ধামইরহাট উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় শেখ রাসেল দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • রাঙ্গাবালীতে বিদায় অনুষ্ঠানের নামে শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা আদায়

    রাঙ্গাবালীতে বিদায় অনুষ্ঠানের নামে শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা আদায়

    রফিকুল ইসলাম, রাঙ্গাবালী পটুয়াখালী,
    পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বড়বাইশদিয়া ইউনিয়নের বড়বাইশদিয়া এ হাকিম মাধ্যমিক বিদ‍্যালয় শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষক বিদায় অনুষ্ঠানের নামে অতিরিক্ত চাদা আদায়ের অভিযোগ ওঠেছে।

    জানাযায় মো: জয়নাল আবেদীন সহকারী শিক্ষক তার বিদায় অনুষ্ঠানের জন্য ৬ ষ্ঠ থেকে ৮ষ্ঠম শ্রেণি পর্যন্ত ১৫০ টাকা এবং ৯বম শ্রেণি থেকে ১০ ম শ্রেণি পর্যন্ত সকল ছাত্র /ছাত্রীর কাচ থেকে ২০০ টাকা করে চাদা আদায় করা হচ্ছে। ঐ বিদ‍্যালয় মোট ছাত্র /ছাত্রী সংখ্যা ৩০৯ জন। তাদের হিসাব মতে সকল ছাত্র /ছাত্রীর কাচ থেকে মোট আদায় হয় ৫০০০০(পঞ্চাশ হাজার) টাকা। আর এই দুর্দিনে ছেলে মেয়েরা তাদের অভিভাবকের কাছ থেকে আনছেন এই টাকা।

    বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহতাব হোসাইন বলেন, জয়নাল স‍্যারের বিদায় অনুষ্ঠানের জন‍্য ছাত্র/ ছাত্রীরা টাকা উঠিয়ে আমাদের কাছে দিচ্ছেন, এই টাকা তার বিদায় অনুষ্ঠানের জন্য খরচ করা হবে।

    সহকারী শিক্ষক মো: সামচুল হুদা বলেন শিক্ষক বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীরা টাকা দেওয়ার জন‍্য প্রস্তাব দিয়েছে এবং শিক্ষার্থীরা নিজেরাই টাকা উত্তালন করে আমাদের কে দিচ্ছে। এখানে আমাদের বেক্তি গতো কোন চাহিদা নাই ।

    তবে নাম প্রকাশে অন ইচছুক ক-একজন শিক্ষার্থী বলেন আমাদের কাছ থেকে স‍্যারেরা জোরকরে টাকা নিচ্ছেন টকা না দিলে ইস্কুলে আসতে নিসেদ করেছেন। জয়নাল স‍্যারের বিদায় অনুষ্ঠানের জন‍্য অনেক টাকা লাগবে আর এতো টাকা আমাদের পক্ষে দেয়া সম্ভব না।

    অভিভাবক মো: মজিবর সিকদার ও মফিদুল ইসলাম বলেন, বর্তমানে আমাদের মতো গরীব মানুষের ছেলে মেয়েদের লেখাপড়া করানো খুব কঠিন। পরিক্ষার ফী, মাসিক বেতন, বিদায় অনুষ্ঠান, খাতা কলম সহ বিভিন্ন খাতে টাকার প্রয়োজন। এতো টাকা আমরা কোথায় পাবো। তারা আরো বলেন যে বিদায় অনুষ্ঠানের জন‍্য টাকা লাগবে কিন্তু টাকার পরিমানটা বেশী হয়ে যায়। এই দুর্দিনে এত টাকা দিয়ে একজন শিক্ষক কে বিদায় দেওয়া খুব কঠিন । যদি তারা সকলের কাচ থেকে ৫০ টাকা করে নিতো তাহলে আমারা দিতে পারতাম ।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অনাদী কুমার সাহার কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি (মুঠোফোনে) বলেন, উক্ত বিষয়ে আমি কিছু জানিনা, যদি এমন কিছু হয় তাহলে তদন্ত করে ব‍্যাব¯হা নেওয়া হবে

    রফিকুল ইসলাম
    রাঙ্গাবালী পটুয়াখালী সংবাদদাতা।

  • পঞ্চগড়ে শেখ রাসেল দিবস পালিত

    পঞ্চগড়ে শেখ রাসেল দিবস পালিত

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
    পঞ্চগড়ে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে কালক্টরেট চত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পণ করেন, জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুনসহ জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
    পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে একইস্থানে এসে শেষ হয়। র‍্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শেখ রাসেলের নির্মম হত্যাকান্ড, ন্যায় বিচার, শান্তি ও প্রগতির পথে কালো অধ্যায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।