Blog

  • ময়মনসিংহে ওসি কামালের নির্দেশনায় পুলিশের  অভিযানে হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ২২

    ময়মনসিংহে ওসি কামালের নির্দেশনায় পুলিশের অভিযানে হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ২২

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী ও জুয়ারীসহ বিভিন্ন অপরাধের দায়ে ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

    বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

    কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী সহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি, জুয়া ও মাদক প্রতিরোধ এবং আদালতের পরোয়ানাভুক্ত অপরাধীদের গ্রেফতারে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ২২ জনকে গ্রেফতার করে পুলিশ।
    এর মাঝে এসআই টিটু সরকারের নেতৃত্বে একটি টীম র‌্যালী মোড় আদমজী এলাকা থেকে নিয়মিত মামলার আসামী রানা মিয়া, এসআই শাহ মিনহাজ উদ্দিনের নেতৃত্বে একটি টীম কাতলাসেন বাজার সংলগ্ন ভেকী বিল পাড় থেকে ৮ জুয়াড়ীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়ার সামগ্রী উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, মোঃ মোয়াজ্জেম হোসেন, মোঃ হেলাল উদ্দিন, মোঃ লিটন মিয়া, মোঃ বাবু, মোঃ এমদাদুল হক, মোঃ হেলাল উদ্দিন ও মোঃ হাফিজুল ইসলাম।এএসআই সুজন চন্দ্র সাহার নেতৃত্বে একটি টীম বাকৃবি বন বিভাগের কার্যালয়ের ভিতর থেকে ২ জুয়াড়ীকে জুয়ার সামগ্রী ও নগদ টাকা সহ গ্রেফতার করেন। তারা হলো, মোঃ ফারুক ও মোঃ সজিব।
    এছাড়া তাপস চন্দ্র সরকার হত্যা মামলা নং-১০০, তারিখ-২৫/০৯/২০২২ আসামী বলাশপুর মোড়লবাড়ীর মনিরকে গ্রেফতার করে। কোতোয়ালি মডেল থানার একটি চৌকস টীম অভিযান রাজধানীর তুরাগ থানা এলাকা মঙ্গলবার চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম অপরাধী মনিরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মনির ধারালো চাকু দিয়া উপর্যুপুরি ঘাই মেরে তাপস চন্দ্র সরকারকে হত্যা করে বলিয়া স্বীকার করে এবং বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। ইতিপূর্বেও অত্র মামলায় জড়িত আরো একজন আসামী গ্রেফতার করে।
    এছাড়া এসআই দিদার আলম, কুমোদলাল দাস, আরিফুল ইসলাম, জহিরুল ইসলাম, এএসআই জামাল, জহির উদ্দিন, হযরত আলী, নূরে আলম পৃথক অভিযান পরিচালনা পরোয়ানাভুক্ত ৯ জন এবং এসআই আনোয়ার হোসেন আরো একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, মোঃ আসিরুল ইসলাম, নির্মল ঋষি, মীর শিহাব উদ্দিন, মোহাম্মদ আলী, সালাম, মোঃ আজহার, মিজান মিয়া, আলী ও রায়হান। তাদেরকে বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ। মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে ওসি শাহ কামাল আকন্দ অভিযান সফল করতে ময়মনসিংহাসীর সার্বিক সহযোগীতা প্রত্যাশা করেন।

  • শেখ রাসেল বেঁচে থাকবে নতুন প্রজন্মের অনুপ্রেরণার উৎস হয়ে- ঘাগড়ায় চেয়ারম্যান সাইদুর রহমান

    শেখ রাসেল বেঁচে থাকবে নতুন প্রজন্মের অনুপ্রেরণার উৎস হয়ে- ঘাগড়ায় চেয়ারম্যান সাইদুর রহমান

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ সদর উপজেলার ১১নং ঘাগড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে
    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২২ উদযাপন করেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান।

    দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে মঙ্গলবার (১৮অক্টোবর) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটেন চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান । এসময় তার সাথে ইউনিয়ন পরিষদের সকল মেম্বার, আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

    এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান বলেছেন, শেখ রাসেল মিশে আছে আমাদের স্মৃতিতে আমাদের স্বাধীনতায়, আমাদের সমৃদ্ধিতে। শেখ রাসেল বেঁচে থাকবে নতুন প্রজন্মের অনুপ্রেরণার উৎস হয়ে। শেখ রাসেলের মতো আর কাউকে যেন এভাবে অকালে প্রাণ হারাতে না হয়। পরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ শেখ রাসেল এর আত্মার মাগফেরাত কামনাসহ জাতির জনকের কন্যা বাংলার উন্নয়নের রুপকার সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • গৌরনদী ও আগৈলঝাড়া  ইউনিয়ন মেম্বারদের সাথে মতবিনিময়

    গৌরনদী ও আগৈলঝাড়া ইউনিয়ন মেম্বারদের সাথে মতবিনিময়

    বি এম মনির হোসেনঃ-

    “শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি”
    বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রী), আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
    বুধবার সকাল এগারোটায় উপজেলার সেরাল গ্রামস্থ মন্ত্রীর বাস ভবন চত্তরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেন-“ শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি”-এ দর্শনকে ধারণ করে বর্তমান সরকার শহর ও গ্রামীণ অবকাঠামো এবং যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতি বিকাশে বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। সে লক্ষ্যে শহর-নগর ও গ্রামীণ জনপদের ভাবনাকে আবর্তিত করে সরকারের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের গত ১৪ বছরে স্থানীয় সরকার বিভাগে শুধুমাত্র পল্লী উন্নয়ন খাতে ৬৯,০০২ কিলোমিটার পাকা সড়ক, ৪,০৫,০৯৯ মিটার নতুন ব্রীজ, ১,০৯,০৭৮ কিলোমিটার পাকা পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ, ১,৭৬৭ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ, ৩৫৪টি উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ করেছে।
    এছাড়া ২,৬৮৯টি গ্রোথ সেন্টার ও হাটবাজার উন্নয়ন এবং ১,০৭৫টি সাইকোন সেল্টার নির্মাণ ও পুন:নির্মাণ করেছে। নাগরিক জীবনমান উন্নয়নে ৯,০৮৮ কিলোমিটার সড়ক ও ফুটপাত, ৪,১০৭ কিলোমিটার ড্রেন নির্মাণ, ১৫,০৪১ মিটার ব্রীজ ও কালভার্ট নির্মাণ, ৪১টি বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণ এবং ৫৩টি কমিউনিটি সেন্টার নির্মাণ করা হয়েছে।
    মন্ত্রী আবুল হাসানাত তার বক্তব্যে আরো বলেন- ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ হচ্ছে তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধি। আজ গৌরনদী উপজেলা থেকে ৮৪ এবং আগৈলঝাড়া উপজেলা থেকে ৬০ জন ইউনিয়ন পরিষদ সদস্য সভায় উপস্থিত হয়েছেন। সরকারের উন্নয়ন তৃণমূল পর্যায়ে পৌছানোর দায়িত্ব কিন্তু আপনাদের।
    আপনারা সরকারের উন্নয়ন চিত্র এবং সেবা সমূহ জনগণের নিকট উপস্থাপন করলেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সুফল জনগণ ভোগ করবে।
    বতর্মান সরকারের নির্বাচনী ইশতেহার ২০১৮ এর অঙ্গীকার অনুযায়ী পল্লী অঞ্চলে উন্নত রাস্তাঘাট এবং আধুনিক নগর সুবিধাদি প্রদানের জন্য আমার গ্রাম আমার শহর কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
    এ কর্মসূচির মাধ্যমে গ্রামীণ সড়ক, গ্রোথ সেন্টার এবং হাট-বাজার, গ্রামীণ পানি সরবরাহ, গ্রামীণ বর্জ ব্যবস্থাপনা, উপজেলা মাষ্টার প্লান, কমিউনিটি স্পেস, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধিকরণ, কম্পিউটার ভিলেজ নির্মাণ ইত্যাদির জন্য মোট ৩০টি গাইডলাইন প্রণয়ন করা হয়েছে।
    দেশব্যাপী সুপেয় পানি সরবরাহ, শতভাগ স্যানিটেশন নিশ্চিতকরণ, ভূ-উপরিস্থ পানি সংরক্ষণ ও ব্যবহার নিশ্চিতকরনে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গ্রামাঞ্চলে ৮,২২,৭০০ টি আর্সেনিকমুক্ত নিরাপদ পানির উৎস এবং পৌর এলাকায় ১,৩৭৩ টি উৎপাদক নলকূপ, ১৫৯টি পানি শোধনাগার, ১৬,২০৩ কিলোমিটার পাইপ লাইন স্থাপন করা হয়েছে।
    এছাড়া চলতি ২০২২-২৩ অর্থ বছরে পল্লী সেক্টরে ৫,০০০ কিলোমিটার নতুন সড়ক নির্মাণ, ৭,০০০ কিলোমিটার পাকাসড়ক রক্ষণাবেক্ষণ, ১,৯০০ মিটার ব্রীজ ও কালভার্ট নির্মাণ, ৫,৫০০ মিটার ব্রীজ ও কালভার্ট রক্ষণাবেক্ষণ, ১৪০টি গ্রোথ সেন্টার ও হাট-বাজার উন্নয়ন,
    ৬০টি উপজেলা ও ইউনিয়ন কমপ্লেক্স ভবন নির্মাণ ও সম্প্রসারণ, ১৩০টি সাইকোন সেন্টারসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্য স্থির করা হয়েছে। ফলে দেশের সড়ক নেটওয়ার্ক কভারেজ ৩৮.০২ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৩৯.৪৩ শতাংশে উন্নীত হবে।
    এছাড়া নগর অঞ্চলে ১,৭৬০ কিলোমিটার রাস্তা ও ফুটপাত নির্মাণ, ১৭০ কিলোমিটার ড্রেন নির্মাণের লক্ষমাত্রাও নির্ধারণ করা হয়েছে। এ সকল অবকাঠামো তৈরির ফলে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান তৈরির সুযোগ সৃষ্টি হবে যা সামগ্রিকভাবে গ্রামীণ দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
    মতবিনিময় সভার মন্ত্রী পুত্র এফবিসিসি আইয়ের পরিচালক সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগ সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, গৌরনদী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস- চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা নির্বাহী অফিসারগন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

  • লালমনিরহাটে ৪কেজি গাঁজা সহ ফাহাদ গ্রেফতার

    লালমনিরহাটে ৪কেজি গাঁজা সহ ফাহাদ গ্রেফতার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাট জেলার সদর থানাধীন চিনিপাড়া মৌজা হইতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৪কেজি গাঁজা সহ এক জনকে গ্রেফতার করেন।

    লালমনিরহাট ডিবি অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আমিরুল ইসলাম, এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ইব্রাহীম খলিল,এএসআই / ফরহাদ আলী, ও সঙ্গীয় ফোর্স সহ লালমনিরহাটের সদর থানাধীন চিনিপাড়া মৌজাস্থ জনৈক মোঃ কমল মিয়া (৩৫) এর বসতবাড়ির ১০ গজ পুর্বে গোসালা বাজার হইতে মহেন্দ্রনগর বাজার পাকা গামী রাস্তার পুর্ব পার্শ্ব হইতে মোঃ ফাহাদ হোসেন (২৫), এর ডান হাতে থাকা সাদা রংয়ের প্লাস্টিকের বাজার করা ব্যাগের ভিতর হইতে ৪ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সহ তাকে হাতেনাতে গ্রেফতার করেন। এবং অপর আসামী মোঃ নুর হোসেন,ডিবি পুলিশের উপস্থিত টের পেয়ে ঘটনার স্থান থেকে সু কৌসলে পালিয়ে যায়। এ বিষয়ে লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়।

    লালমনিরহাট ডিবি অফিসার ইনচার্জ(ওসি)মোঃ আমিরুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন চিনিপাড়া মৌজা হইতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৪কেজি গাঁজা সহ এক জনকে গ্রেফতার করেন

    হাসমত উল্ল্যাহ।

  • সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও স্কুল অব ফিউচার উদ্বোধন

    সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও স্কুল অব ফিউচার উদ্বোধন

    এম এ আলিম রিপন ঃ সারা দেশের শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি শিক্ষা দেওয়া ও ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দেশের অন্যান্য স্থানের ন্যায় পাবনার সুজানগর উপজেলার সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়েও শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও শেখ রাসেল স্কুল অব ফিউচারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(১৮ অক্টোবর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবসে প্রধান অতিথি হিসেবে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ৫ হাজার ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ ও ৩০০টি শেখ রাসেল স্কুল অব ফিউচার’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয় থেকে অনলাইনে যুক্ত ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। এ সময় পাবনা জেলা পরিষদের ৪ নং ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য আহমেদ ফররুখ কবির বাবু, সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু,সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,কে,এম শামসুল আলম, সাতবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম জানান, সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল স্কুল অব ফিউচার এ স্মার্ট বোর্ড ৬টি ল্যাপটপ ১৭টি,ডেস্কটপ কম্পিউটার ৪টি , ডিজিটাল হাজিরা মেশিন ৫টি ও আধুনিক সফটওয়্যার রয়েছে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • আশুলিয়ার গুরাট এলাকায় তিতাস গ্যাসের প্রায় দুই কিলোমিটার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

    আশুলিয়ার গুরাট এলাকায় তিতাস গ্যাসের প্রায় দুই কিলোমিটার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের গুরাট এলাকায় অভিযান চালিয়ে তিতাস গ্যাসের প্রায় দুই কিলোমিটার পাইপ লাইনের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছেন তিতাস কতর্ৃপক্ষ। সোমবার (১৭ অক্টোবর ২০২২ইং) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান চলে।
    জানা গেছে, আশুলিয়া এলাকাজুড়ে তিতাস গ্যাসের পাইপ লাইন থেকে হাজার হাজার অবৈধ সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র। এক স্থানে ৭-৮ বার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একদিনের অভিযান করলে লক্ষাধিক টাকা খরচ হয়। এক মাসে ৪ দিনে খরচ হয় ৪লক্ষাধিক টাকা ও এক বছরে প্রায় ৫০টি অভিযানে প্রায় ৫০-৬০ লক্ষ টকা খরচ হয় সরকারের।
    জানা গেছে, ঢাকা জেলার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের পল্লী বিদ্যুৎ, বাইপাইল, ভাদাইল, গাজীরচট, ইউনিক, শিমুলতলা, ইয়ারপুর ইউনিয়নের জামগড়া, গফুর মন্ডল স্কুলের আশপাশের এলাকা, চিত্রশাইল, ইউসুফ মার্কেটসহ বিভিন্ন এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র। এই চক্রের সাথে রাজনৈতিক নেতাকর্মী ও কিছু পুলিশ সদস্য এবং কিছু কথিত সাংবাদিকসহ অনেকেই জড়িত রয়েছে বলে বৈধ গ্রাহকরা ও এলাকাবাসী জানায়। তিতাস গ্যাসের মূল পাইপ লাইন থেকে দুই ই ি পাইপ দিয়ে হোটেল, কারখানা ও বাসা বাড়িতে এসব অবৈধভাবে সংযোগ দিয়ে থাকে বলে অনেকেই জানান।
    জানা গেছে, এর আগে ঢাকার আশুলিয়ার কাঠগড়া এলাকায় প্রায় ৫ শতাধিক বাসা বাড়ির গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কতর্ৃপক্ষ এবং ভ্রাম্যমান আদালতে কিছু অবৈধ সংযোগ ব্যবহারকারীদেরকে জরিমানা করা হয়েছে। গত ১৫ মার্চ ২০২২ইং সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পাইপ লাইনের ৮শতাধিক বাসা বাড়ির গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস গ্যাস কতর্ৃপক্ষ। গত (২০ জুলাই ২০২২ইং) আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান চালানো হয়েছে বলে সূত্র জানায়। এখনও অভিযান চলমান থাকলেও অবৈধ সংযোগ দেয়া বন্ধ নেই আর এসব অবৈধ সংযোগ দেওয়ার সাথে অনেকেই জড়িত রয়েছে বলে সূত্র জানায়।
    সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ (সায়েম) গণমাধ্যমকে বলেন, প্রতিটি অভিযানে বিপুল পরিমান পাইপ, রাইজার ও চুলা জব্দ করা হয়। তিনি আরও বলেন, আশুলিয়ার বিভিন্ন এলাকায় একটি অবৈধ দালাল চক্র তিতাসের মূল সরবরাহ লাইন থেকে ২-৩ ই ি পাইপ দিয়ে অবৈধ ও ঝুঁকিপূর্ণ ভাবে ফিটিংস ব্যবহার করে বিভিন্ন বাসা বাড়িতে অবৈধ সংযোগ প্রদান করে। তিনি আরও বলেন, অভিযানে অনেক বাসা বাড়িতে নেয়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও এক দুইদিন পর আবারও সেই এলাকায় অবৈধভাবে সংযোগ দেয় দালাল চক্র। এসব অবৈধ সংযোগের পাইপলাইন ও রাইজারগুলো জব্দ করা হচ্ছে। একাধিকবার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও বারবার কিছু বাড়ির মালিক ও দালালরা অবৈধ সংযোগ নিয়ে সরকারি গ্যাস ব্যবহার করে, এর কারণে ভ্রাম্যমান আদালতে এর আগে ৬জনকে জরিমানা করেছেন।উক্ত ব্যাপারে এ পর্যন্ত আশুলিয়া থানায় প্রায় ৫০টি মামলা দায়ের করা হয়েছে, এসব মামলায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে তিনি জানান। এসব অভিযানে তিতাস গ্যাসের সাভার জোনাল অফিসের সহকারী পরিচালক আনিসুর রহমানসহ ৫-৬জন কর্মকর্তা উপস্থিত থেকে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন।
    সোমবার আশুলিয়ার গুরাট এলাকার অভিযানের সময় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিলো। এ সময় আশুলিয়া থানার (এ এসআই) রবিউল ইসলাম বলেন, আজকের অভিযানে আশুলিয়া থানা পুলিশসহ বিপুল সংখ্যক পুলিশ ডিউটি পালন করেছেন, সেই সাথে কিছু নারী পুলিশ সদস্যও এসময় উপস্থিত ছিলেন।
    এ ব্যাপারে আশুলিয়া সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, আশুলিয়ার কাঠগড়া, গুরাটসহ বিভিন্ন এলাকার বাসা বাড়িতে অবৈধ ভাবে তিতাস গ্যাসের পাইপ লাইন থেকে অবৈধ সংযোগ নেয়ার অপরাধে বাড়ির ম্যানেজারসহ বেশ কয়েকজনকে জরিমানা করা হয়। তিনি আরও বলেন, এরপর যদি কেউ এরকম অবৈধ সংযোগ ব্যবহার করেন, তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ভাবে ব্যবস্থা নেয়া হবে এবং এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

  • পাইকগাছার আগড়ঘাটায় ঝুপড়ি ঘরে মুয়াজ্জিনের মানবেতর জীবন-যাপন

    পাইকগাছার আগড়ঘাটায় ঝুপড়ি ঘরে মুয়াজ্জিনের মানবেতর জীবন-যাপন

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।
    খুলনার পাইকগাছায় ঝুপড়ি ঘরে মানবেতর অসহায় জীবনযাপন করছেন মুয়াজ্জিন আবুল হাসান। তিনি উপজেলার আগড়ঘাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন।
    উপজেলার সিলেমানপুর গ্রামের কান্তা মিস্ত্রির ছেলে আবুল হাসান। পিতা কান্তা মিস্ত্রি পানি উন্নয়ন বোর্ডের গেট খালাসির চাকরি করতেন। পিতার মৃত্যুর পর তার পেনশনের ওয়ারিশ অংশের প্রাপ্ত সামান্য টাকা দিয়ে বসবাস করার জন্য ২ শতক জমি ক্রয় করেন। কিন্তু অর্থাভাবে ঘর নির্মাণ করতে না পেরে সেখানে ছোট একটি ঝুপড়ি ঘর বানিয়ে স্ত্রী, পুত্র, কন্যাকে নিয়ে মানবেতর ও অসহায় জীবনযাপন করছেন।
    মাটির দেয়াল, পলিথিন ও সুপারির পাতা দিয়ে তৈরি ওই ঘর। রোদ, বৃষ্টি ও কুয়াশা থেকে রক্ষা পেতে ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা চেয়েছেন স্থানীয় সংসদ সদস্য আক্তার“জ্জামান বাবু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের কাছে।
    মুয়াজ্জিন আবুল হাসান জানান, আমার যে সীমিত আয় তা দিয়ে কোনো মতে লবণ-ভাত খেয়ে দিনাতিপাত করছি।
    স্থানীয় মহিলা ইউপি সদস্য রাজিয়া জানান, মুয়াজ্জিন হাসান খুবই অভাব-অনটনের মধ্য দিয়ে সংসার চালান।
    এ বিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, বিষয়টি আমি শুনেছি তবে জায়গা আছে ঘর নাই- এ ধরনের কোনো অর্থ আসলে বিষয়টি গুর“ত্ব সহকারে দেখা হবে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় শেখ রাসেল দিবস উদযাপন

    পাইকগাছায় শেখ রাসেল দিবস উদযাপন

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।। পাইকগাছায় উপজেলা প্রসাশনের আয়োজনে বর্নাঢ্য র্যালী,কেককাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের
    মধ্য দিয়ে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভা, সকালে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)মিহির বরন মন্ডল,ওসি তদন্ত রফিকুল ইসলাম, উপজেলা তথ্যপ্রযুক্তি কর্মকর্তা মৃদুল কান্তি দাস। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম,সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রন্জন সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস,পল্লী স য় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত ঘোষ, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, প্রধান শিক্ষক আঃ খালেক, সাংবাদিক আঃ আজিজ, আলাউদ্দীন রাজা।

  • ঝিনাইদহে চেতনানাশক ওষুধ নাকে ধরে ইজিবাইক ছিনতাই গ্রেফতার ১।

    ঝিনাইদহে চেতনানাশক ওষুধ নাকে ধরে ইজিবাইক ছিনতাই গ্রেফতার ১।

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    চেতনানাশক ওষুধ দিয়ে এক ইজিবাইক চালককে অজ্ঞান করে তার ইজিবাইক নিয়ে পালানোর সময় জনতার হাতে মিজানুর রহমান শেখ ওরফে মিরাজ নামে এক চোর আটক হয়েছে। পরে তাকে ঝিনাইদহ র‌্যাবের কাছে সোপর্দ করা হয়। মিজান গোপালগঞ্জ জেলার মুকসুদপুর এলাকার বাসিন্দা। মঙ্গলবার দুপুরে পাঠানো ঝিনাইদহ র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, ভিকটিম ইজিবাইক চালক আমিনুল ইসলাম চুন্নু সোমবার (১৭ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শহরের বিসিক শিল্প নগরী এলাকায় যাত্রী নামিয়ে দাড়িয়ে ছিলেন। এ সময় আসামী মিজানুর রহমান শেখসহ অজ্ঞাতনামা ৩/৪জন আসামী একটি সাদা রংয়ের মাইক্রোবাস নিয়ে সেখানে থামে। এরপর ইজিবাইক চালকের মুখে চেতনানাশক ঔষধ মিশানো রুমাল ধরে অচেতন করে মাইক্রোবাসে উঠিয়ে নেয়। মিজানুর রহমান শেখ চালক সেজে ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা টহলরত র‌্যাবের কাছে বিষয়টি জানায়। র‌্যাব তাৎক্ষনিক ভাবে অভিযান চালিয়ে মিজানুর রহমান শেখকে ইজিবাইকসহ আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক অপহৃদ ইজিবাইক চালক চুন্নুকে কালীগঞ্জ থানা এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় ভিকটিমের ভাতিজা তাজমুল হোসেন টিপন বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করেন। গ্রেফতারকৃত আসামী মিজানুর শেখ জিজ্ঞাসাবাদে ইজিবাইক চালক অপহরন ও ইজিবাইক চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

  • ঝিনাইদহে অস্ত্র আইনে জামায়াতের নায়েবে আমীরের ১৭ বছরের জেল

    ঝিনাইদহে অস্ত্র আইনে জামায়াতের নায়েবে আমীরের ১৭ বছরের জেল

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    অস্ত্র মামলায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হুসাইনকে ১৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলার সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতের বিচারক মোঃ নাজিমুদ্দৌলা এই দন্ডাদেশ প্রদান করেন। মামলার রায় সুত্রে জানা যায়, ২০১৬ সালের ২২ ফেব্রæয়ারি কোটচাঁদপুর উপজেলা পরিষদের সামনে থেকে মুয়াবিয়া হুসাইনকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক পৌরসভার সলেমানপুর গ্রাম থেকে একটি পাইপগান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোটচাঁদপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ২৫ মে পুলিশ আদালতে চার্জসিট দাখিলা করেন। বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত মঙ্গলবার দুপুরে ওই মামলার দুইটি ধারায় ১০ ও ৭ বছর করে কারাদন্ডাদেশ প্রদাণ করেন। রায়ের পর রাষ্টপক্ষের আইনজীবী এ্যাডঃ ইসমাইল হোসেন বাদশা বলেন, মামলায় দুইটি ধারায় সাজা হয়েছে। সাজা যুগপৎ ভাবে চলবে। এই মামলায় আসামী যদি আগে হাজতবাস করে থাকেন তবে রায় থেকে সেই সময় বাদ যাবে বলেও তিনি উল্লেখ করেন।