Blog

  • ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৭দফার দাবীতে হিন্দুদের  গণঅনশন-হাকিম নরে কিন্তু হুকুম নরেনা-অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৭দফার দাবীতে হিন্দুদের গণঅনশন-হাকিম নরে কিন্তু হুকুম নরেনা-অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শনিবার সকালে পীরগঞ্জ পুজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় সকাল সন্ধ্যা গণ অনশন অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিএন ডিগ্রি কলেজর অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় এক বক্তব্যে বলেন পীরগঞ্জ উপজেলার ৬ নং ইউনিয়ন গড়গাঁও গ্রামের শ্মশান ঘাট হিন্দুদের আদি শ্মশান যাহা রেকর্ড ভূক্ত শ্মশান কিন্তু শ্মশান ঘাট দখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন স্থানীয় এক মহল।তিনি আরও বলেন হাকিম নরে,হাকিমের হুকুম নরেনা,ইউএনও বদলী হয়েছে কিন্তু উপজেলা চেয়ারম্যান তো বদলী হয়নি সেদিন তো ইউএনও,উপজেলা চেয়ারম্যান সহ সীমানা নির্ধারণ খুটি খাম্বা গারেন আজ কেন রায় পাল্টে গেল, কেন শ্মশান ঘাটে বাশের বেড়া লাগানো হলো আমি প্রশাসনের কাছে জব চাই।এবং ৭দিনের মধ্যে এর সঠিক সমাধান না হলে আবার ও অনশন কর্মসূচী করা হবে।

    এছাড়া আরও বক্তব্য রাখেন,পীরগঞ্জ পৌর মেয়র মোঃ ইকরামুল হক,পীরগঞ্জ উপজেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব,উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান,পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রফুল্ল শীল,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি,সাধারণ সম্পাদক অতুল চন্দ্র রায়,বীর মুক্তি যোদ্ধা ইব্রাহিম খান প্রমুখ।

    এ সভায় ৭টি দাবী আদায়ের লক্ষ্যে গণ অনশনে অংশগ্রহণ করেন প্রায় ৫ শতাধিক লোক।অনশনে বক্তার তাদের নায্য অধিকারের কথা তুলে ধরে সরকারের কাছে,প্রশাসনের কাছে,মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী শেখ হাসিনার কাছে।এবং পীরগঞ্জ উপজেলার বড় গড়গাঁও গ্রামের শ্মশান ঘাট যেন আর জবর দখল না হয় এনিয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু নিরসন চেয়েছেন হিন্দু সম্প্রদায়ের মানুষজন।

    গীতি গমন চন্দ্র রায় গীতি
    স্টাফ রিপোর্টার।

  • ক্ষেতলালে জাতীয় পার্টি’র সম্মেলন অনুষ্টিত সভাপতি মাহফুজার সাধারণ সম্পাদক মুকুল

    ক্ষেতলালে জাতীয় পার্টি’র সম্মেলন অনুষ্টিত সভাপতি মাহফুজার সাধারণ সম্পাদক মুকুল

    এস এম মিলন জয়পুরহাট প্রতিনিধিঃ

    জয়পুরহাটের ক্ষেতলালে বর্ণাঢ্য
    আয়োজনের মধ্যদিয়ে উপজেলা ও পৌর জাতীয় পার্টি’র সম্মেলন
    অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব
    মাহফুজার রহমান ও সাধারণ সম্পাদক মুকুল হোসেন এবং পৌর
    সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক আজিজ সরদার (পলু)
    নির্বাচিত হয়েছেন।

    শনিবার ২২(অক্টোবর) ক্ষেতলাল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা জাতীয়
    পার্টির আয়োজনে আহ্বায়ক আলহাজ্ব মাহফুজার রহমানের
    সভাপতিত্বে এসম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের
    মাধ্যমে দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও
    জয়পুরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি হেলাল উদ্দীন।

    অনুষ্ঠেয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
    কেন্দ্রীয় জাতীয় পার্টি’র চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া ৩ আসনের
    সংসদ সদস্য নূরুল ইসলাম তালুকদার এমপি।
    প্রধান বক্তা, কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও
    জয়পুরহাট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আ,স,ম মুক্তাদির
    তিতাস।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির
    চেয়ারম্যানের উপদেষ্টা ও নওগাঁ জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডঃ
    তোফাজ্জল হোসেন, সাবেক এমপি ও চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক
    আব্দুল হোসেন, নির্বাহী সদস্য শামসুদ্দিন রিন্টু, জি.এম বাবু
    মন্ডল, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নূরুল্লা মাছুম।
    দ্বিতীয় অধিবেশনে উপজেলার কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে উপজেলা
    জাতীয় পার্টির সভাপতি হিসেবে আলহাজ্ব মাহফুজার রহমান ও
    সাধারণ সম্পাদক হিসেবে মুকুল হোসেনসহ ৫১ এবং পৌর জাতীয়
    পার্টির সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক আজিজ সরদার
    (পলু) সহ ৩১ সদস্য বিশিষ্ঠ কার্যকরী কমিটির নাম ঘোষনা করেন,
    অনুষ্ঠানের প্রধান অতিথি নূরুল ইসলাম তালুকদার এমপি। এসময়
    উপস্থিত ছিলেন, উপজেলা ও পৌর জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের
    নেতৃবৃন্দ।

  • ঠাকুর পাড়ায় গায়ের জোড়ে জমির মূল্য পরিশোধ না করেই জমি ও গোডাউন দখলের অভিযোগ

    ঠাকুর পাড়ায় গায়ের জোড়ে জমির মূল্য পরিশোধ না করেই জমি ও গোডাউন দখলের অভিযোগ

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ

    রংপুর জেলার গংগাচড়া থানার খলেয়া ঠাকুরপাড়া এলাকায় মোঃ আব্দুল্লাহ গংদের বিরুদ্ধে জোরপূর্বক বায়নাকৃত জমির মূল্য পরিশোধ না করেই জমি – গোডাউন দখল , হাঁস মুরগি ও গরুর সেট ভাঙচুর , গোডাউনে থাকা মালামাল লুটপাট , গুণ্ডা বাহিনী দিয়ে মারপিট , অর্থ লুট ও শ্লীলতাহানির অভিযোগ এনে এজাহার দাখিল করেছে ভুক্তভোগী রতন চক্রবর্তী ।

    রতন চক্রবর্তী জানান , আব্দুল্লাহর সাথে গত ২৩ নভেম্বর ২০২০ তারিখে আমার ৫২ শতক জমির বিক্রির বায়নামা দলিল (১৭৯০১) করা হয় । কিন্তু পরপর তিন টি তারিখ নিয়েও সে বাকি টাকা পরিষদ করতে পারেনি । বায়নামা দলিলের অঙ্গীকার করা শর্ত অনুযায়ী আমি তার থেকে গ্রহণ করা টাকা ফেরত দিতে গেলে উল্টো আমাকে হুমিকি ও ভয়ভীতি দেখায় । আমাকে মরার জন্য পুরুস্কার ঘোষণা করে । এ ব্যাপারে তাকে নিয়মানুযায়ী একটি লিগ্যাল নোটিশ ও পাঠাই।

    রতন আরও জানায় , ১৭ ও ১৮ অক্টোবর ২২ তারিখে আবদুল্লাহ গংয়ের শতাধিক গুণ্ডা বাহিনী বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমার মাতৃ ছায়া ট্রেডার্স এর স্থাপনকৃত সাইনবোর্ড ভেঙে ফেলে , জমি ও গোডাউন দখল করে। এসময় তারা জমিতে থাকা গাছগাছালি, মুরগির খামার, হাঁসের খামার, গরুর সেট ভাঙচুর করে অন্তত ১১ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে । আমার বড় ভাইয়ের ব্যবহৃত ওই গোডাউনে থাকা ধান, পাট, তামাক, রডের বান্ডিল, সিমেন্ট (যার বাজারমূল্য আনুমানিক ১৩ লক্ষ টাকা ট্রাকযোগে লুটতরাজ করে।

    রতন চক্রবর্তীর স্ত্রী কাকলি রানী বলেন , এতসব কিছুর ক্ষতি করেও তারা ক্ষান্ত হয়নি। ১৯ অক্টোবর ২২ তারিখে আব্দুল্লাহর নির্দেশে তুহিন মিয়া, সোনা মহন্ত সহ ১০-১৫ জন সন্ত্রাসী জোরপূর্বক আমাদের বাড়িতে প্রবেশ করে আমার সাথে অসৌজন্যমূলক আচরন করে শ্লীলতাহানি করার চেষ্টা করে । ওই সময় বাসায় কেউ না থাকায় তারা আমার গলায় চাকু ধরে ডয়ারের চাবি নেয়, এরপর ১০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায় । গোয়ালঘরে থাকা ৩ টি বিদেশি শাহীওয়াল জাতের গরু ও ২টি দেশী গরু নছিমনে করে নিয়ে যায়, যার বাজার মূল্য আনুমানিক সাড়ে আট লাখ টাকা। গরু নিয়ে যাওয়ার সময় আমার প্রতিবেশীরা মোবাইল ফোনে গরু নিয়ে যাওয়ার ভিডিও ফুটেজ ধারণ করে রেখেছেন । আমার স্বামী থানায় অভিযোগ দিলেও অজানা কারণে আমাদের সাথে অবিচারের কোন মামলা এখন পর্যন্ত রেকর্ড হয়নি।

    ঠাকুরপাড়া এলাকার জগদীশ চন্দ্র রায় বলেন , গরু নিয়ে যাওয়ার দিন আমি দোকানে কাজ করছিলাম ।হঠাৎ জানতে পারে ছুটে যাই দেখতে । দেখি গেট বন্ধ করে আব্দুল্লাহর লোকজন নছিমনে গরু তুলে নিয়ে যায় । আমিও ভিডিও করে রেখেছি ।

    খলেয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল মাজেদ বলেন, শুধু মাত্র বায়না করেই কেউ জমি দখল, গাছগাছালি কাটা, ক্ষতিসাধন করতে পারে না । এটা অন্যায় । জমিজমা নিয়ে সমস্যা হলে বসে সমাধান করা যায় কিন্তু বসাবসি না করে গরু বের করে নিয়ে যাওয়াটা তারা ঠিক করেনি । পরে অবশ্য আমি ও ইউনিয়ন চেয়ারম্যান মোতালেব ভাইসহ গরু গুলো উদ্ধার করে আবার আগের জায়গায় দিয়ে এসেছি ।

    এ ব্যাপারে গংগাচড়া থানার তদন্তকারী অফিসার এস আই দীনেশের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আসলে গরু গুলো বের করা তারা অন্যায় করেছে । বর্তমানে রতন চক্রবর্তীর দেওয়া এজহারের বিষয়টি তদন্তাধীন রয়েছে । আমরা পূর্ন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করব ।

  • ধামইরহাটে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত-১০০ শয্যায় উন্নীত করণের প্রস্তাব এমপি শহীদুজ্জামানের

    ধামইরহাটে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত-১০০ শয্যায় উন্নীত করণের প্রস্তাব এমপি শহীদুজ্জামানের

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
    নওগাঁর ধামইরহাটে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
    ২২ অক্টোবর বিকেল ৩ টায় হাসপাতাল সভাকক্ষে জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এমপি’র সভাপতিত্বে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। হাসপাতালের বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেন ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও আরিফুল ইসলাম, পৌর মেয়র মোঃ আমিনুর রহমান, অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল হক , মেডিকেল অফিসার ডা. নিয়াজ মোস্তাক চৌধুরী, প্যানেল মেয়র কাউন্সিরর মুক্তাদিরুল হক, সহকারী সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর আনিছুর রহমান, নার্স ইনচার্জ ওয়াহিতা খাতুন, এনজিও ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি শারমনি আকতার সুরভী প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার বলেন,‘যেহেতু প্রতিনিয়ত ৮০/৯০ জনের বেশি রোগী ভর্তি থাকছে, সেহেতু অচিরেই ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্স যাতে ১০০ শয্যায় উন্নীত করা হয় সে লক্ষে আমি মন্ত্রনালয়ে এ বিষয়ে তদারকির আহবান জানাবো।
    আলোচনা সভায় এম্বুলেন্স ভাড়া নিয়ে আলোচনা উঠলে স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, শীঘ্রই এম্বুলেন্সের ভাড়ার নির্ধারিত চার্ট হাসপাতালে টাঙ্গানো হবে।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পানছড়ি উপজেলা শাখার কমিটি গঠিত

    বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পানছড়ি উপজেলা শাখার কমিটি গঠিত

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।

    সুরেশ কুমার ত্রিপুরাকে সভাপতি,মাসুদ আলমকে সাধারণ সম্পাদক ও লাফ্রুচাই মারমাকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

    খাগড়াছড়ির পানছড়িতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পানছড়ি উপজেলা শাখার কমিটি গঠন লক্ষ্যে মতবিনিময় ও কাউন্সিল অধিবেশন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২২ অক্টোবর) সকাল ১০ টার সময় পানছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।

    এইসময় চিকনচাঁন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিত্র বড়ুয়ার সঞ্চালনায় ও লোগাং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ কুমার ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন।

    এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন আহ্বায়ক কাজী সাইফুল ইসলাম,সদস্য মাসুদ পারভেজসহ নবগঠিত কমিটি পানছড়ি শাখার নেতৃবৃন্দ।

    আলোচনা সভা শেষে লোগাং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ কুমার ত্রিপুরাকে সভাপতি,পানছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ আলমকে সাধারণ সম্পাদক ও চেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাফ্রুচাই মারমাকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

    এই সময় বক্তারা শিক্ষকদের কল্যাণে সবসময় কাজ করে যাওয়ার জন্য ও সবসময় পাশে থাকার জন্য আহ্বান জানান।

  • রংপুর সাফল্য স্কুলে লায়ন্স ক্লাব অব রংপুর  মহানগর এর শিক্ষা উপকরণ বিতরণ

    রংপুর সাফল্য স্কুলে লায়ন্স ক্লাব অব রংপুর মহানগর এর শিক্ষা উপকরণ বিতরণ

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। —

    লায়ন্স ক্লাব অব রংপুর মহানগর এর উদ্যোগে অক্টোবর সেবা মাস২০২২ উপলক্ষে সাফল্য কিন্ডার গার্টেন স্কুল খের বাড়ির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
    এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুর মহানগরের প্রেসিডেন্ট লায়ন একেএম সাদেকুল ইসলাম সাজু, ডিরেক্টর লায়ন সাজ্জাদ হোসাইন স্বাধীন, ট্রেজারার লায়ন শফিকুল ইসলাম কাঞ্চন। সাফল্য কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক জয়িতা নাসরিন নাজ সহ সাফল্য স্কুলর শিক্ষক বৃন্দ।
    উল্লেখ্য লায়ন্স ক্লাব অব রংপুর মহানগর ইতিমধ্যেই সামাজিক কাজে অনন্য ভুমিকা রেখে চলেছেন যা সুধি সমাজে আলোচনা হচ্ছে।

  • ধামইরহাটে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গণঅনশন

    ধামইরহাটে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গণঅনশন

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রতি বাস্তবায়নের দাবীতে গণঅনশন অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২২ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে দুপুর পর্যন্ত গণঅনশন কর্মসূচিতে সভাপতিত্ব করেন ধামইরহাট উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি খোকা মাহাতো। ধর্মীয় রাষ্ট্র নয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই, ধর্ম যার যার-রাষ্ট্র সবার এই স্লোগানকে সামনে রেখে গণঅনশনে আরও বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি প্রদীপ কুমার আগারওয়ালা, সাধারণ সম্পাদক তাপস কুমার মহন্ত, আদিবাসী নেতা দিপক কিস্কু, নারী নেত্রী ডলি দাস, কমিটির প্রচার সম্পাদক সুফল চন্দ্র বর্মন প্রমুখ। পরে দুপুর ২ টায় গণঅনশনে অংশগ্রহনকারীদের পানি পান করিয়ে দিনের অনশনের সমাপ্ত করা হয়।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই স্লোগান নিয়ে আজ ২২ অক্টোবর শনিবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসন ও বিআরটিএ বরিশাল এর আয়োজনে সার্কিট হাউস সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল শাহ মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম বিপিএম, প্রধান নির্বাহী প্রকৌশলী সওজ সড়ক বিভাগ বরিশাল মাসুদ মাহমুদ সুমন, সহকারী পরিচালক (ইঞ্জিঃ) বিআরটিএ বরিশাল সার্কেল এন ডি শাহআলম, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, সাধারণ সম্পাদক বরিশাল জেলা আওয়ামী লীগ বরিশাল এ্যাড. তালুকদার মোহাম্মদ ইউনুস, মটরযান পরিদর্শক বিআরটিএ বরিশাল সার্কেল ইকবাল আহাম্মেদসহ মালিক-শ্রমিক সমিতি সদস্যরা উপস্থিত ছিলেন। শুরুতে সার্কিট হাউজ প্রাঙ্গণে র‌্যালি অনুষ্ঠিত হয় র‌্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয় পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে অতিথিরা জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

  • গৌরনদীতে ২ কেজি ১০০ গ্রাম গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

    গৌরনদীতে ২ কেজি ১০০ গ্রাম গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের গৌরনদীতে ২ কেজি ১০০ গ্রাম গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেন, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন দৈনিক নতুনবাজার পত্রিকার স্টাফ রিপোর্টার বি এম মনির হোসেনকে জানান,এস আই মোঃ কামাল হোসেন সঙ্গিয় ফোর্স নিয়ে গৌরনদী উপজেলার বার্থি ইউনিয়নের উত্তর বাউরগাতী গ্রামের ছিদ্দিক খানের ছেলে নিশাত খান (২২) কে গতকাল বৃহস্পতিবার রাত ৯ টা ৩০ মিনিটে উত্তর বাউরগাতী মতি মিরার বাড়ির সামনে থেকে
    গাঁজা কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময়
    গাঁজা সহ মাদক ব্যবসায়ি নিশাত খানকে আটক করে।
    অপর দিকে শুক্রবার দুপুর দুইটা পনেরো মিনিটে এস আই শাহজাহান সঙ্গিয় ফোর্স নিয়ে বার্থী-বাঘমারা সড়কে চেকপোস্ট চলাকালীন সময়ে গাঁজা কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময়
    গৌরনদী উপজেলার বার্থি ইউনিয়নের বার্থি গ্রামের মৃত্যুঃ- চন্দ্রমাধব চক্রবর্তীর ছেলে বলরাম চক্রবর্তী (৪০)কে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে।মাদক উদ্ধারের ঘটনায় এস আই মোঃ কামাল হোসেন ও এস আই শাহজাহান
    বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মাদক ব্যবসায়ি নিশাত খান ও বলরাম চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

  • লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামী ১০ বছর পর গ্রেফতার

    লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামী ১০ বছর পর গ্রেফতার

    নাজিম উদ্দিন রানা : লক্ষ্মীপুর সদরে যুবদল নেতা দিদারুল আলম হত্যার ১০ বছর পর মো. হিরন ভূঁইয়া নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ অক্টোবর) রাত ৮ টার দিকে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের মির্জাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

    হিরন একই এলাকার ভূঁইয়া বাড়ির রফিক উল্যা ছেলে। নিহত দিদার শিক্ষানবিশ আইনজীবী ছিল। বিএনপির দুই গ্রুপের মধ্যে আভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

    এ ঘটনায় দিদারের স্ত্রী রেহানা আক্তার বাদী হয়ে কর্নেল মজিদসহ ২৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তখন পুলিশের তদন্তে চার্জশিট থেকে কর্নেল মজিদের নাম বাদ পড়েছে।দিদার হত্যা মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

    সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মজিবুর বলেন, হিরন এতো বছর ধরে আত্মগোপনে ছিল। সে বাড়িতে আসার গোপন সংবাদের পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।হিরন হত্যা মামলার চার্জশিটভূক্ত দ্বিতীয় আসামী।