Blog

  • পঞ্চগড়ে ‘আওয়ামী লীগের হারের কারণ আওয়ামী লীগই’

    পঞ্চগড়ে ‘আওয়ামী লীগের হারের কারণ আওয়ামী লীগই’

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
    পঞ্চগড়ে ‘আওয়ামী লীগের হারের কারণ আওয়ামী লীগই’
    পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে ‘আওয়ামী লীগের হারের কারণ আওয়ামী লীগই’ বলে মন্তব্য করেছেন পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক।

    পঞ্চগড় প্রেস ক্লাব হলরুমে জেলা পরিষদ নির্বাচন পরবর্তী আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

    আবু বকর সিদ্দিক বলেন, আমরা টাকার কাছে হেরেছি। জেলা আওয়ামী লীগের নেতারা অনেকে দিনে আওয়ামী লীগ প্রার্থী আবু তোয়বুর রহমানের মোটরসাইকেল মার্কার পক্ষে এবং রাতে জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল হান্নান শেখের চশমা মার্কার হয়ে কাজ করেছেন। টাকার কাছে তারা বিক্রি হয়েছেন।

    তিনি আরো বলেন, পঞ্চগড়ে শেখ হাসিনার আওয়ামী লীগ চলে না। এখানে চলে সুজন লীগ। জেলা আওয়ামী লীগের সভাপতি রেলমন্ত্রী সুজন ও সাধারণ সম্পাদক সম্রাট এবং তাদের যে হ্যান্ডগুলো আছে বিগত নির্বাচনে তারা আমাকে পরাজিত করেছে। ঠিক একই কায়দায় এবার জেলা পরিষদ নির্বাচনেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু তোয়বুর রহমানকে পরাজিত করেছে।

    আগামী জাতীয় সংসদ নির্বাচনে এসব নেতাকে মনোনয়ন না দিতে দলের সভাপতি শেখ হাসিনাকে অনুরোধ জানান আবু বকর সিদ্দিক।

  • গাইবান্ধায় জাগ্রত সাহিত্য পরিষদ আয়োজনে  কবিদের মিলনমেলা ও সাহিত্যসভা অনুষ্ঠিত

    গাইবান্ধায় জাগ্রত সাহিত্য পরিষদ আয়োজনে কবিদের মিলনমেলা ও সাহিত্যসভা অনুষ্ঠিত

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। —

    গতকাল শনিবার সকাল থেকে দিনব্যাপী গাইবান্ধা বাসস্ট্যান্ড সংলগ্ন নাসা কনভেনশন কমিউনিটি সেন্টারে গাইবান্ধায় কবিদের মিলনমেলা ও সাহিত্য সভা অনুষ্ঠিত হয়।
    ‘ভূ-প্রকৃতি ও আঞ্চলিকতার প্রেক্ষাপটে গাইবান্ধার ভাষায় আলাদা একটা মিশ্রণ আছে। যে কারণে গাইবান্ধার সাহিত্যে ভিন্নতর আমেজ পাওয়া যায়। বিশ্বাস, ঐতিহ্য এবং দেশপ্রেমকে ধারণ করে আধুনিকতার নিরিখে সাহিত্য রচনা করতে হলে, ব্যাপক অধ্যয়ন দরকার। বিশ্বায়নের প্রভাবে নতুন প্রজন্মের সাথে সাথে বড়রাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যান্ত্রিক নির্যাতন থেকে জাতিকে রক্ষা করতে হলে লেখক গবেষক সাহিত্যিকদের এগিয়ে আসা জরুরি জাগ্রত সাহিত্য পরিষদ গাইবান্ধার আয়োজনে সাহিত্যিকদের মিলনমেলায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ।
    শিশুসাহিত্যিক কবি মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূরের সভাপতিত্বে এবং কবি মোঃ মামুনুর রশিদ মন্ডল এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্ননীল সাহিত্যচর্চা পরিষদের সভাপতি কবি মোঃ আমিনুল ইসলাম, কবি নাসরিন রেখা, নদী বিষয়ক গবেষক কবি এ কে এম ফেরদৌস আলম, সাবেক বিভাগীয় সমাজসেবা কর্মকর্তা প্রবীণ লেখক কবি সুলতান উদ্দিন আহমেদ, কবি আবদুল হাদি, কবি আবুল কাশেম ইয়াসবির, দৈনিক গাইবান্ধার দর্পণ সম্পাদক সাংবাদিক কবি শফিউল ইসলাম, জনতা পাঠাগারের পরিচালক কবি লেখক লিপু রহমান, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক কবি,সাংবাদিক, লেখক, সংগঠক আবু নাসের সিদ্দিক তুহিন প্রমুখ।

    স্বরচিত কবিতা আবৃত্তি করেন উপস্থিত সকল কবি বৃন্দ যথাক্রমে নিরু আরজুমান লাভলী, মিজান আহসান, অঞ্জলী রানী দেবী, আবুল কালাম আজাদ, জান্নাতুন নাঈম, তায়েব হোসেন, এম এ মমিন মিয়া, একরামুল হক, মোহসীন আলী, নাবিল আহমেদ, আমিনুল ইসলাম, আকতারুজ্জামান সুলতান, আবু তাহের, রিয়াদ হাসান, আসাদুজ্জামান ছোয়াদ, দিলার হাসান, নাজিদ মিয়া, মানিক লাল সরকার, সানজিদা আক্তার, মাসুম আবদুল্লাহ, মমতা রানী চাকী, ডা: ইকবাল হোসেন, জাহাঙ্গীর আলম আজাদ, মুরসালিন সুলতানা মীম, সুমাইয়া আক্তার স্নিগ্ধা, রোকাইয়া জাহান রুকু, মাহিশা ফারজানা মিশু, আশিক বিন ফারাবি, মাসউদ রানা ইরফান, সুমাইয়া নূর, মাহফুজুর রহমান মাহফুজ, শহিদুর রহমান, মোর্শেদা বেগম, সহিদুর রহমান সাইজী, আহসানুল হাবিব, আনোয়ার রশিদ, জাহিদুল ইসলাম, মাসুদ রানা, ফিরোজ কবীর, আবদুল লতিফ, তাপস মন্ডল, ময়নুল হোসেন, আসাদুজ্জামান আসাদ, আহাদ খন্দকার, আরিফুর রহমান সোহাগ, কুসুম কলি, জান্নাতুল ফেরদৌসী জেমি, শাহনাজ পারভীন শেলী, শরীফা ইসলাম রানী, নাজিরা জাহান, হারুন মোহাম্মদ আফজাল, মাজহারুল ইসলাম, ময়নুল ইসলাম মন্ডল, হাফিজার রহমান, মোকছেদ আলী, আল আমিন মোহ, অর্পণ ঠাকুর, রাসেল আহমেদ, কামরুন নাহার বেলা, রফিক উদ্দিন আহমেদ ডিজু, শফিউল ইসলাম, এম এ মমিন প্রমুখ। কবিতার পাশাপাশি গানের সুরে মাতিয়ে রেখেছিলেন শিল্পী মাসুম আবদুল্লাহ, মানিক লাল সরকার, আহসানুল হাবিব, নাজির হোসাইন আনোয়ার, জাকিরুল ইসলাম প্রমুখ।
    আয়োজনে ৬ জন কুইজ বিজয়ীকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। গাইবান্ধাসহ অন্যান্য জেলা থেকে আগত শতাধিক কবি সাহিত্যিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন আয়োজনে ঘোষণা দেন আগামী নভেম্বর মাসের ২৫ তারিখ শুক্রবার দিনব্যাপী সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর জাতীয় সম্মেলন লেখক পাঠক মিলনমেলা রংপুরে অনুষ্ঠিত হবে , রেজিষ্ট্রেশন করতে জয়িতা নাসরিন নাজ প্রতিষ্ঠাতা সভাপতি সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাথে ০১৭১৬৪৮৭০৯৬ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

  • জয়পুরহাটে আ.লীগের পকেট কমিটি গঠণের অভিযোগ

    জয়পুরহাটে আ.লীগের পকেট কমিটি গঠণের অভিযোগ

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    জয়পুরহাটে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে কাউন্সিলর ৮ জন, পুলিশসহ আইন শৃংঙ্খলা বাহিনী ২০ জন।

    এমনই পরিবেশে বুধবার (১৯ অক্টোবর) দুপুরে সদর উপজেলার দাদরা জন্তিগ্রাম উচ্চ বিদ্যালয়ের একটি হলরুমে ০৮ নং জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের পকেট কমিটি গঠণের অভিযোগ তুলেছেন তৃণমূলের নেতাকর্মী ও কাউন্সিলরা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা কমিটির উপর দায় দিয়ে সম্মেলনস্থল থেকে চলে যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক।

    আগামী ২৩ অক্টোবর জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। দলীও অভ্যন্তরিন কন্দোলে উপজেলা আওয়ামী লীগের একটি গ্রুপ তরিঘরি করে তাদের স্বার্থ সিদ্ধির জন্য ০৮নং জামালপুর ইউনিয়নের অন্যান্য নেতাকর্মীকে না জানিয়ে এ সম্মেলনের মাধ্যমে ইউনিয় পকেট কমিটি গঠণ করা হচ্ছে এমন অভিযোগ স্থানীয় নেতাকর্মী ও কাউন্সিলরদের।

    এই ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ১৯ জন করে ১৭১, কোয়াবশন ১৫ ও ইউনিয়ন কমিটির ৬৫ জন মিলে মোট ২৫১ জন কাউন্সিলরদের মধ্যে সম্মেলনে উপস্থিত ছিলেন মাত্র ৮ জন।

    উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মিঠু বলেন, সম্মেলনে ৮ জন কাউন্সিলর, পুলিশ, সাংবাদিক সহ মোট ৩০ জনের মতো উপস্থিত ছিল। গঠণতন্ত্র অনুযায়ী এ সম্মেলন হয়নি।

    সম্মেলনে কাউন্সিলরদের উপস্থিতির বিষয়ে জানতে চাইলে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বলেন, কেন্দ্রীয় নির্দেশনায় জেলা আওয়ামী লীগের নির্দেশক্রমে আমরা সম্মেলন করছি বলে সভাপতি গোলাম মোস্তফাকে সঙ্গে নিয়ে সম্মেলনস্থল থেকে চলে যান।

    জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস, এম সোলায়মান আলী বলেন, আমি সম্মেলনে গিয়েছিলাম। সেখানে কাউন্সিলদের উপস্থিতি খুবই কম। গঠণতন্ত্র অনুযায়ী এ সম্মেলন হয়নি। ২৫১ জন কাউন্সিলরদের মধ্যে তিন ভাগের এক ভাগ অর্থাৎ ৮৪ জন কাউন্সিলর উপস্থিত থাকতে হবে।

    জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্মেলনটির প্রধান অতিথি আরিফুর রহমান রকেট এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সম্মেলন হয়েছে কিনা খবর পাই নাই, কাজে ব্যাস্ত ছিলাম জানিনা।

    উল্লেখ্য, জেলা আওয়ামী লীগের সভাপতি, স্থানীয় সংসদ সদস্য, জেলা কমিটির সকল সহ-সভাপতি ও সাধারন সম্পাদকের নাম সম্মেলনের ব্যানারে থাকলেও জেলা কমিটির একজন সহ-সভাপতি ছাড়া কেউ উপস্থিত ছিলেন না।

  • পঞ্চগড়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

    পঞ্চগড়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    ২২ অক্টোবর সকাল ১০ ঘটিকার সময় জেলা প্রশাসনের আয়োজনে পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন এবং বর্ণাঢ্য রেলি যাত্রা পঞ্চগড় শহরের মূল সড়ক প্রদর্শন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা শুরু হয় আইন মেনে চালাবো গাড়ি নিরাপদে ফিরব বাড়ি এই শ্লোগানকে সামনে রেখে সড়ক দুর্ঘটনা রোধে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক পঞ্চগড় বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার শফিক এডিএম দীপঙ্কর রায় নির্বাহী প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ ও উপসহকারী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম সড়ক জনপথ বিভাগ মোটরযান পরিদর্শক বিআরটিএ পঞ্চগড় সার্কেল রেজওয়ান সাহা বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন এ সময় পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

  • মোংলায় বিএনপি নেতা খলিলুর রহমান’র জানাজা ও  দাফন সম্পূর্ণ

    মোংলায় বিএনপি নেতা খলিলুর রহমান’র জানাজা ও দাফন সম্পূর্ণ

    মোংলা প্রতিনিধি
    মোংলা বন্দর শ্রমিক সংঘের সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিকদলের কেন্দ্রিয় কমিটির সদস্য প্রখ্যাত শ্রমিক নেতা মোঃ খলিলুর রহমান (৬৫) গত ২০ অক্টোবর বৃহস্পতিবার রাত সোয়া দশটায় খুলনার আদদ্বীন হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্নাালিল্লাহি—-রাজিউন)। ২১ অক্টোবর শুক্রবার জুমার নামাজ পরবর্তী মোংলার বিএলএস জামে মসজিদ চত্বরের জানাজা নামাজ শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
    শুক্রবার দুপুরে বিএলএস মসজিদে জানাজা নামাজের পূর্বে শোক সভায় বক্তব্য রাখেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোংলা-রামপাল আসনে ধানের শীষ প্রতীকের এমাপি প্রার্থী এ্যাড. আব্দুল ওয়াদুদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো. নূর আলম শেখ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, বিএলএস জামে মসজিদের ইমাম মাওলানা রেজাউল করিম, মরহুম খলিলুর রহমানের ছেলে ডা. গোলাম রাব্বি প্রিন্স ও জামাতা ছাত্রদলের সাবেক কেন্দ্রিয় সহ-সভাপতি শফিউল ইসলাম। এছাড়া শোক সভা ও জানাজা নামাজে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, মোংলা বন্দর শ্রমিক সংঘের সাবেক সাধারণ সম্পাদক এ কে এম সাহাবুদ্দিন, সাবেক ছাত্রদল নেতা মো. জাহিদ হোসেন, আওয়ামীলীগ নেতা কাজী গোলাম হোসেন বাবলু, উপজেলা যুবলীগের সভাপতি মো. ইস্রাফিল হোসেন হাওলাদার, বিএনপি নেতা আব্দুস সালাম ব্যাপারী প্রমূখ। জানাজা নামাজে ইমামতি করেন মাওলানা রুহুল আমীন। জানাজা নামাজের আগে সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মরহুম খলিলুর রহমানের মরদেহ শ্রমিক সংঘ চত্বরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। মৃত্যুকালে শ্রমিক নেতা মোঃ খলিলুর রহমান স্ত্রী, পূত্র-কন্যা-জামাতা-নাতি-নাতনিসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

  • গৌরনদীতে বিআরবি কোম্পানির ট্রেডার্স সম্মেলন অনুষ্ঠিত

    গৌরনদীতে বিআরবি কোম্পানির ট্রেডার্স সম্মেলন অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের গৌরনদীতে বিআরবি ক্যাবেল্স ইন্ডাষ্ট্রিজ লিঃ এর উদ্যোগে গৌরনদী, আলৈঝাড়া ও উজিরপুরের বিদ্যুৎ ব্যবসায়ী (বিক্রেতাদের)নিয়ে বার্ষিক সম্মেলন ও পুরস্কার বিতরন করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় গৌরনদী বাসস্ট্যান্ড চড়–ইভাতি রেস্তোরায় এসভা অনুষ্ঠিত হয়। কোম্পানির জেনারেল ম্যানেজার আ.কাদির’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সরদার আবদুল হালিম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির এসিস্ট্যান্ড জেনারেল ম্যানেজার সোহেল আহমেদ, সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ মিজানুর রহমান, গৌরনদী বিক্রয় কেন্দ্রের ব্যবস্থাপক মোঃ জাহিদুল ইসলাম। সভার সার্বিক পরিচালনা করেন গৌরনদী বিক্রয় কেন্দ্রের মার্কেটিং অফিসার মোঃ জহিরুল ইসলাম। গৌরনদী বাসস্ট্যান্ড সবুজ বাংলা ইলেকট্রিক’র প্রোপ্রাইটর বি এম বেলাল এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাটাজোড় বাবুল ইলেকট্রিকের সত্যাধিকারী মোঃ আক্তার হোসেন বাবুল, গৌরনদী বন্দর জাকির ইলেকট্রিকের সত্যাধিকারী মোঃ জাকির হোসেন, আগৈলঝাড়া সরদার ট্রেডার্স এর প্রোপ্রাইটর মোঃ ছরোয়ার আলম, উজিরপুর মূন ইলেকট্রিকের সত্যাধিকারী মোঃ আবদুল আলীম-সহ গৌরনদী, আলৈঝাড়া ও উজিরপুরের ১শত জন বিক্রেতাকে নিয়ে আলোচনা সভার শেষে মধ্যাহ্ন ভোঁজ ও ৫জন সেরা বিক্রেতাকে পুরস্কার এবং সনদপত্র প্রদান করা হয়।

  • সুন্দরগঞ্জে বিভিন্ন মেয়াদে ৩ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    সুন্দরগঞ্জে বিভিন্ন মেয়াদে ৩ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মেয়াদে ৫ জন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে।

    থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেমের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা হতে ৫জন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, চরখোদ্দা গ্রামের মৃত সোহরাব মন্ডলের ছেলে ০৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি আতাউর রহমান, খামার ধুবনী গ্রামের মৃত আব্দুল গফুর সরকারের ছেলে ৬মাসের সাজাপ্রাপ্ত আসামি আব্দুল জলিল সরকার ও বোয়ালী বাজারের মৃত দছিজল হকের ছেলে ৬ মাসের সাজা প্রাপ্ত আসামি জহুরুল ইসলাম। এব্যাপারে তদন্ত ওসি মোঃ সেরাজুল হক গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • হাতীবান্ধায় নিরাপদ সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

    হাতীবান্ধায় নিরাপদ সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    “আইন মেনে সড়কে চলি নিরাপদে ঘরে ফিরি ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ও বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    (২২ আক্টোবর)২০২২ইং শনিবার হাতীবান্ধা উপজেলা প্রশাসন আয়োজিত প্রথমে উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রক্ষিন করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। পরে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

    জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠানে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহা আলম, হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ, হাতীবান্ধা ফায়ার সার্ভিসের অতিরিক্ত ইনচার্জ নির্মল কুমার রায় ,সাংবাদিক সুমন খান, রকিবুল হাসান রিপন,উপজেলা জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা – কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন থেকে আশা ছাত্র ছাত্রী সহ আরো অনেকে।

    হাসমত উল্লাহ।।

  • মধুপুরে পিতাকে রক্ষা করতে গিয়ে ছেলের মৃত্যু -পিতা আহত

    মধুপুরে পিতাকে রক্ষা করতে গিয়ে ছেলের মৃত্যু -পিতা আহত

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুরে মৌমাছির কামড়ে তানভীর হাসান (২৪) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন নিহতের বাবা আব্দুল খালেক।
    বৃহস্পতিবার (২০অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার বেরিবাইদ ইউনিয়নের মাগন্তিনগর টার্গেট বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। তিনি মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়নের মাগন্তিনগর গ্রামের আব্দুল খালেকের ছেলে।
    সরেজমিনে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার সকালে তানভীরের বাবা আব্দুল খালেক বাড়ি থেকে মুদির দোকানে যাওয়ার পথে বাড়ির কাছেই মৌমাছির ঝাঁক তাকে আক্রমণ করে। তার চিৎকার শুনে বাড়ি থেকে দৌড়ে এসে ছেলে তানভীর হাসান মাটিতে লুটিয়ে পড়া বাবাকে উদ্ধারের চেষ্টা চালায়। পরবর্তীতে মৌমাছির ঝাঁক তার ওপরেও আক্রমণ চালায়। সে খালি গায়ে থাকায় মুহূর্তের মধ্যেই পুরো শরীরে পালাক্রমে মৌমাছি কামড়াতে থাকে। মৌমাছির আক্রমণ থেকে বাঁচতে তানভীর দিকবেদিক ছুটাছুটি করতে থাকে। মৌমাছির দলও তার শরীরে দফায় দফায় কামড়াতে থাকে। একপর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকে। এ সময় আশপাশের লোকজন আগুনের ধোঁয়া তৈরি করে মৌমাছি তাড়িয়ে তানভীরকে উদ্ধার করে দ্রুত মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে উন্নত চিকৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যা ৭টায় তার মৃত্যু হয়।
    তানভীর সরকারি সা’দত কলেজ থেকে চলতি বছর শিক্ষাজীবন শেষ করেছেন। গত ১৩ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • ময়মনসিংহের নন্দাইলে জাতীয় সমাজ তান্ত্রিক দল-জাসদের সন্মেলন অনুষ্ঠিত

    ময়মনসিংহের নন্দাইলে জাতীয় সমাজ তান্ত্রিক দল-জাসদের সন্মেলন অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ময়মনসিংহের নন্দাইলে শনিবার ১২নং জাহাঙ্গীরপুর ইউনিয়ন জাসদের সম্মেলন অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে নান্দাইল উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আজ ২২-১০-২০২২ইং তারিখ ১২নং জাহাঙ্গীরপুর ইউনিয়ন সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক জনাব মোঃ সাইদুল ইসলাম মন্ডল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আঃ হান্নান আল আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাসদের সহ- সভাপতি জনাব পিকলু সাহা, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক জবাব মোঃ আমরু মিয়া বক্তব্য রাখেন উপজেলা জাসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আনিস, উপজেলা জাসদের কার্যকরী সদস্য দুলাল মিয়া, ইউনিয়ন জাসদের সাংগনিক সম্পাদক কামরুজ্জামান কামাল, ইউনিয়ন জাসদের শিক্ষা সম্পাদক জানাব নাহিদুজ্জামান নাঈম-সহ ইউনিয়ন জাসদের নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন জাহাঙ্গীরপুর জাসদর সভাপতি জনাব শহীদুল্লাহ শহীদ।
    প্রধান অতিথির বক্তব্যে আঃ হান্নান আল আজাদ বলেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতায় রাখতে হবে। কোন অপশক্তি যেন ক্ষমতায় বসতে না পারে এ জন্য আমাদের সতর্ক থাকতে হবে। এক শ্রেনীর দুর্নীতিবাজরা বাজার সিন্ডিকেট করে জনগণের দুর্ভোগ বাড়িয়েছে। লুটেরা চাটুকারের দল রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করছে। গুন্ডা বাজি ক্ষমতা বাজি করে দেশকে ঝুঁকির মুখে ফেলেছে। সবশেষে শহীদুল্লাহ্ শহীদকে সভাপতি এবং মোঃ কামরুজ্জামান কামালকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।