Blog

  • সুজানগরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন

    সুজানগরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ সংখ্যালঘু সুরক্ষা আইন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সুরক্ষা আইন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন সহ সাত দফা দাবিতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সুজানগর উপজেলা শাখার উদ্যোগে গণঅনশন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার(২২ অক্টোবর) স্থানীয় উপজেলা মোড় চত্বরে কেন্দ্রীয় কমিটি ঘোষিত এ অনশন কর্মসূচি পালন করে সুজানগর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও উপজেলা পূজা উদযাপন পরিষদ। কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুজানগর উপজেলা শাখার সভাপতি সুবোধ কুমার নটো, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সুজানগর উপজেলা শাখার সভাপতি রনজিত কুমার রায়, সাধারণ সম্পাদক তরিত কুমার কুন্ডু, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সুজানগর পৌর শাখার সভাপতি বিজন কুমার পাল, পূজা উদযাপন পরিষদ সুজানগর পৌর শাখার সভাপতি জয়ন্ত কুমার কুন্ডু ও সদস্য খোকন কুমার দাস সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন।

    ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন।

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    “আইন মেনে সড়কে চলি নিরাপদে ঘরে ফিরি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২’ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ঝিনাইদহের সহযোগিতায় এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ঝিনাইদহ সার্কেল এর আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। র‍্যালির শুরুতে শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে দিবসটির কার্যক্রমের শুভ সূচনা করেন ঝিনাইদহ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মনিরা বেগম। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন জেলা প্রশাসক। এছাড়া উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার জনাব মো: ইয়ারুল ইসলাম; অতিরিক্ত জেলা প্রশাসকগণ; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট; পুলিশ বিভাগ, ঝিনাইদহের প্রতিনিধি; সড়ক ও মহাসড়ক বিভাগ, ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী; স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী; বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, ঝিনাইদহ সার্কেলের সহকারী পরিচালক; জনাব তৈয়ব আলী জোয়ার্দার, সহসভাপতি, জেলা আওয়ামী লীগ, ঝিনাইদহ ; ট্রাফিক ইন্সপেক্টর; বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন, বাস মিনিবাস মালিক সমিতি সহ অন্যান্য সমিতির প্রতিনিধিবৃন্দ; এনজিও প্রতিনিধি; প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সড়ক সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • পাইকগাছায় দু’দিনের পরিবহন ধর্মঘটে সাধারণ মানুষের চরম ভোগান্তি

    পাইকগাছায় দু’দিনের পরিবহন ধর্মঘটে সাধারণ মানুষের চরম ভোগান্তি

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছায় দু’দিনের পরিবহন ধর্মঘটে যাতায়াতে সাধারণ মানুষের চরম ভোগান্তি হয়েছে। গত শুক্রবার ও শনিবার বাস মালিক শ্রমিক সমিতির পক্ষ থেকে দুই দিন পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়। ধর্মঘটে দূরপাল্লার নৈশ পরিবহন চলাচল করলেও পাইকগাছা-কয়রা-খুলনা রুটে কোন বাস চলাচল করেনি। ফলে সাধারণ মানুষের চরম ভোগান্তি হয়। অনেকেই ধর্মঘটের বিষয়টি না যেনেই বাসা থেকে বেরিয়েই বিপাকে পড়েন। অনেকেই গন্তব্যে পৌছাতে না পেরে পুনরায় বাড়িতে ফিরে যান। অনেকেই আবার ইঞ্জিন চালিত নছিমন, করিমন, ইঞ্জিন ভ্যান, ইজিবাইক ও মাহেন্দ্র সহ অন্যান্য যানবাহনের মাধ্যমে গন্তব্যে পৌছানোর চেষ্টা করেন। গজালিয়া গ্রামের গৃহবধু ফাতেমা বেগম জানান, মা’কে নিয়ে জিরোপয়েন্টে এসে দেখি পরিবহন ধর্মঘট। পরে ইঞ্জিন ভ্যানের মাধ্যমে মাকে খুলনায় পাঠায়। মোটর সাইকেল চালক নজরুল ইসলাম বলেন, পরিবহন ধর্মঘটের কারণে রোডে মানুষের চলাচল কম ছিল। এ জন্য অন্যদিনের তুলনায় ধর্মঘটে যাত্রী কিছুটা কমছিল। কানাখালী গ্রামের নিমাই চন্দ্র জানান, আমি কাজের সন্ধানে এলাকার বাইরে যাওয়ার জন্য জিরোপয়েন্ট আসি। পরে দেখি পরিবহন ধর্মঘট চলছে। তখন বাধ্য হয়ে আবার পুনরায় বাড়িতে চলে যায়। দুই দিনের ধর্মঘটে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে থানার ওসি জিয়াউর রহমান জানান।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় কৃষকলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    পাইকগাছায় কৃষকলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    সারাদেশে জামায়াত-বিএনপি’র নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পাইকগাছা উপজেলা ও পৌরসভা কৃষকলীগ এ কর্মসূচির আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক লীগের আহবায়ক এ্যাডঃ শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে ও সদস্য সচিব সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের স ালনায় প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাডঃ সোহরাব আলী সানা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সিনিয়র সহ-সভাপতি সমীরণ সাধু। বক্তব্য রাখেন, আওয়ামী লীগনেতা ইকরামুল ইসলাম, যুবলীগনেতা এসএম শামছুর রহমান, হাফিজুর রহমান হাফিজ, জিএম আজিজুল ইসলাম, সুভাষ চন্দ্র রায়, বিশ^নাথ মন্ডল, রফিকুল ইসলাম, অমরেশ গাইন, আব্দুল করিম মোড়ল, মতলেব মালী, সদানন্দ মন্ডল, বিপুল বিশ^াস, নূরুল ইসলাম, উপেন্দ্রনাথ মন্ডল, শফিকুল ইসলাম আজিজুল ইসলাম, জুলফিকার আলী ভুট্ট, ইউনুছ আলী, ফয়েজ উদ্দীন, জাহান আলী, বাপ্পি রাহা, গোবিন্দ, ডাঃ দিলকেশ মন্ডল, ফারদিন রায়হান জিতু, শফিকুল ইসলাম মোড়ল, রায়হান পারভেজ রনি, অহিদুজ্জামান ও রসুল গাজী।

  • পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে সভাপতি এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ এসএম বাবুল আক্তার, ¯েœহেন্দু বিকাশ, এসএম আলাউদ্দীন সোহাগ, বি সরকার, নজরুল ইসলাম, ইমদাদুল হক, আলাউদ্দীন রাজা, প্রমথ রঞ্জন সানা, আব্দুর রাজ্জাক বুলি, কৃষ্ণ রায়, আবুল হাশেম, অমল মন্ডল, পূর্ণ চন্দ্র মন্ডল, বদিউজ্জামান, আছাদুল ইসলাম ও ফসিয়ার রহমান। সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের সুস্থ্যতা কামনা সহ প্রেসক্লাবের দ্বিতল ভবনের নির্মাণ কাজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।

  • পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

    পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

    ইমদাদুল হক,ুপাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
    পাইকগাছায় র‌্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণের মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার উদ্যোগে শনিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে লিফলেট বিতরণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিসচা প্রধান উপদেষ্টা ও ইউএনও মমতাজ বেগম এর সভাপতিত্বে “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। নিসচা’র সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আব্দুল আজিজ ও সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের স ালনায় স্বাগত বক্তব্য রাখেন নিসচা সভাপতি এইচএম শফিউল ইসলাম। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফএমএ রাজ্জাক, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, বাস মালিক সমিতির প্রতিনিধি ও কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, এনআরবিসি ব্যাংকের ম্যানেজার শেখ জাহিদুজ্জামান হ্যাপি, ব্যাংক কর্মকর্তা দেলোয়ার হোসেন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, মটর সাইকেল চালক সমিতির সভাপতি মনিরুল ইসলাম, অমরেশ মন্ডল, ডাঃ সিরাজুল ইসলাম, সন্তোষ কুমার সরকার, মোশাররফ হোসেন, আশরাফুল ইসলাম রাবু, দয়াল ভান্ডারী, ফরিদুল, হারুন, মুজিবর রহমান, এসএম আলাউদ্দীন সোহাগ, মিনারুল ইসলাম ও মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে বক্তারা আইন মেনে সড়কে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এছাড়া মোটর বাইক দূর্ঘটনায় মৃত্যু প্রতিরোধে বাধ্যতামূলক হেলমেট ব্যবহারের উপর গুরুরোপ করেন।

  • সুজানগরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

    সুজানগরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ “আইন মেনে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই স্লোগানকে সামনে রেখে পাবনার সুজানগরে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২। এ উপলক্ষ্যে শনিবার সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার ও সুজানগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) দিলীপ কুমার। সভাপতির বক্তব্যে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম বলেন, শুধু বক্তব্য নয় সচেতন হতে হবে সবার। প্রতিদিনই সড়ক দূর্ঘটনা ঘটছে। আমাদের সচেতনতার জায়গাটা অনেক নিচু স্থানে চলে এসেছে। গ্রিল লাগিয়ে বা নিয়ম করে এটি রোধ করা সম্ভব নয়। আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা বিশৃঙ্খল সড়ক চাই না। নিরাপদ সড়ক গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। এ সময় তিনি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আইন মেনে চলার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির উপরও গুরুত্বারোপ করেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • নড়াইলে প্রেমিকের সঙ্গে অভিমান কলেজছাত্রী বন্যা রায়’র আত্মহত্যা

    নড়াইলে প্রেমিকের সঙ্গে অভিমান কলেজছাত্রী বন্যা রায়’র আত্মহত্যা

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে প্রেমিক ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করায় কলেজছাত্রী বন্যা রায়’র আত্মহত্যা।
    নড়াইলে ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ায় প্রেমিকের সঙ্গে অভিমান করে এক এইচএসসি পরীক্ষার্থী (১৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, বুধবার (১৯ অক্টোবর) বিকালে নড়াইল শহরের রূপগঞ্জ বাজারের স্বর্ণপট্টির নিজ বাসায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) তার ময়নাতদন্ত সম্পন্ন করে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
    নিহত কলেজছাত্রী বন্যা রায় নড়াইল ভিক্টোরিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং শহরের রূপগঞ্জ বাজারের রায় জুয়েলার্সের কর্ণধার স্বর্ণ ব্যবসায়ী বিমানেশ রায়ের কন্যা।
    পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বন্যা রায় সদরের কলোড়া ইউনিয়নের মুশুড়ী গ্রামের খালার বাড়ি থেকে সপরিবারে বেড়ানো শেষে বাবার সঙ্গে শহরের স্বর্ণপট্টির নিজ বাসায় ফিরে আসে। এরপর বাবা তার ব্যবসায়িক কাজে ব্যস্ত হয়ে পড়েন। এ সুযোগে ফাঁকা বাসায় একলা মেয়েটি গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। হঠাৎ বিকালে মা মেয়েটির খালার বাড়ি থেকে ফিরে এসে ডাকাডাকি করে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে তাকে ঝুলতে দেখে। এরপর পরিবারের লোকজন উদ্ধার করে তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    নিহতের বন্ধু-বান্ধবী সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষার্থী বন্যা রায়ের (১৮) একটি সমবয়সী একটি ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমিক ছেলেটি তার ফ্রেন্ড লিস্ট থেকে মেয়েটির ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দেয়। এতে অভিমান করে সে আত্মহত্যা করছে বলে তাদের ধারণা।
    তবে নিহতের বাবা বিমানেশ রায় বলেন, আমার মেয়ে আগামী ৬ নভেম্বর থেকে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার পরীক্ষার্থী ছিল। সে কী কারণে আত্মহত্যা করেছ, সেটা আমরা জানতে পারিনি। বেঁচে থাকাকালীন সে আমাদের কারোর সঙ্গে কোনো বিষয়ে শেয়ারও করেনি।
    এ প্রসঙ্গে সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, লাশ উদ্ধার করে বুধবার রাতে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি।

  • পঞ্চগড়ে আয়া নিয়োগের২৪ বছরেও বেতন হয়নি আরজিনার ৪৮ শতক জমি লক্ষ লক্ষ  টাকা দিয়ে মন ভরেনি কর্তৃপক্ষের

    পঞ্চগড়ে আয়া নিয়োগের২৪ বছরেও বেতন হয়নি আরজিনার ৪৮ শতক জমি লক্ষ লক্ষ টাকা দিয়ে মন ভরেনি কর্তৃপক্ষের

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় পঞ্চগড় জেলা প্রতিনিধি :
    পঞ্চগড়ে অমর খানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতিসহ স্কুল কর্মচারীদের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে দুর্নীতি, অনিয়ম, বিদ্যালয়ের অর্থ আত্মসাৎসহ নানা দুর্নীতির প্রতিবাদে স্কুল অবরুদ্ধ করেছে এলাকাবাসী।
    অমরখানা উচ্চ বিদ্যালয় মাঠে অবরুদ্ধ করেন স্থানীয়রা। এসময় ভুক্তভোগীরা বলেন, মোছা: আরজিনা বেগম বিনা বেতনে ২৪বছর ধরে অমরখানা উচ্চ বিদ্যালয় আয়া পদে কর্মরত ছিলেন, চাকরির জন্য দিতে হয়েছে ৪৪ শতক জমি দান করে । জমি দাতা হিসেবে এই স্কুলে আয়া পদে চাকরি নিয়েছিলেন তিনি । কিন্তু বেতন পায়নি ২৪ বছর ধরে। বেতন করে দিবে মর্মে ১১লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় স্কুল কৃর্তপক্ষ । তবুও বেতন হয়নি তার কিছুদিন পর জানতে পারে বয়স বেশি হওয়ার কারণে চাকরি থাকতেছে না আরজিনার। সে জানতে পারে তার এই পদে অন্য কারও নিয়োগ হয়েছে । এছাড়াও গোপনে আরো দুইটি নিয়োগ হয়। বিষয়টি এলাকাবাসীর নজরে আসলে আজকে তারা স্কুলটিতে অবরুদ্ধ করে প্রধান শিক্ষকের উপর চড়াও হয় এলাকাবাসী। সহকারী প্রধান শিক্ষক, মোঃ আমিরুল ইসলাম , সহকারি শিক্ষক নাজিমউদ্দিন, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সামাদ সহ স্কুলের সহকারি শিক্ষকদের বিরুদ্ধে সম্প্রতি বিদ্যালয়ে তিনটি পদে চতুর্থ শ্রেণির কর্মচারী পদে গোপনে নিয়োগ হয়। নিয়োগ পরীক্ষায় জনপ্রতি ১০ লক্ষ টাকার বিনিময়ে পছন্দের প্রার্থীদের নিয়োগ দেবার অভিযোগ উঠে এদের বিরুদ্ধে। যে পদে নিয়োগ হয়, কম্পিউটার ল্যাব অপারেটর , অফিস সহায়ক এবং অফিস ক্লিনার পদে। এই তিনজন ব্যক্তিকে টাকার বিনিময়ে কৌশলে পরীক্ষায় প্রথমস্থানে কৃতকার্যের মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করেছেন এমনে অভিযোগ এলাকাবাসির । এছাড়াও বিভিন্ন সময়ে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, অযাচিত ভাউচারের মাধ্যমে অর্থ উত্তোলন, অভিভাবকদের সাথে উগ্র আচরণসহ নানা অনিয়ম রয়েছে। শিক্ষার্থীদের পরিক্ষার ফি দিতে হয় ৪০০ টাকা করে। যার ফলে অনেক দিন ধরেই বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ব্যহত হচ্ছে। প্রশ্নবিদ্ধ নিয়োগ বাতিল করে পরিচ্ছন্ন নিয়োগ ও প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ম্যানেজিং কমিটি সহ জড়িতদের শাস্তির দাবি জানান বক্তারা।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যরাও বলেন, শিক্ষকের বিষয়ে অনেক অভিযোগ রয়েছে স্থানীয়ভাবে। তবে সম্প্রতি এই নিয়োগের সময় তাদের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা স্পষ্ট হয়। তিনি নিয়োগ প্রক্রিয়া নিয়ে কখনোই ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে বসেনি। শুধু সভাপতিকে নিয়েই কাজ করেছেন। এবং মিটিং, রেজুলেশন ছাড়াই নিয়োগপত্র দিয়েছেন।’
    অপর অভিভাবক সদস্যরাও বলেন, তিনি ৩ টি পদে ৩০ লাখ টাকা এবং আরজিনার কাছি ১১ লক্ষ্য ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। পুরো নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছভাব । আমরা এই নিয়োগ বাতিলের দাবি জানাই। এসময় ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

  • মহেশপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উদযাপন উপলক্ষে রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    মহেশপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উদযাপন উপলক্ষে রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-

    ” আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    ২২ অক্টোবর সকাল ১০ ঘটিকায় মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব,নয়ন কুমার রাজবংশী এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত নিরাপদ সড়ক দিবসে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী সহ সভাপতি জনাব ময়জদ্দিন হামীদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) ও বাস মিনিবাস মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি মোছাঃ হাসিনা খাতুন হেনা, মহেশপুর থানা প্রশাসনের পক্ষ থেক (ওসি তদন্ত) মোঃ ইসমাইল হোসেন, মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, মহেশপুর বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি এম এ ওয়াদুদ মিয়া, সাধারণ সম্পাদক শ্রী শমেন কুমার নাথ ( মিঠু) শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল আজিজ, সাধারণ আবু হানিফ প্রমুখ।
    এসময় শ্রমিক ইউনিয়নের নেতা কর্মী সহ স্থানীয় গণমাধ্যম কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।