August 15, 2025, 2:01 am
শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-
” আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ অক্টোবর সকাল ১০ ঘটিকায় মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব,নয়ন কুমার রাজবংশী এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত নিরাপদ সড়ক দিবসে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী সহ সভাপতি জনাব ময়জদ্দিন হামীদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) ও বাস মিনিবাস মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি মোছাঃ হাসিনা খাতুন হেনা, মহেশপুর থানা প্রশাসনের পক্ষ থেক (ওসি তদন্ত) মোঃ ইসমাইল হোসেন, মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, মহেশপুর বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি এম এ ওয়াদুদ মিয়া, সাধারণ সম্পাদক শ্রী শমেন কুমার নাথ ( মিঠু) শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল আজিজ, সাধারণ আবু হানিফ প্রমুখ।
এসময় শ্রমিক ইউনিয়নের নেতা কর্মী সহ স্থানীয় গণমাধ্যম কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।