Blog

  • কাজী ইমদাদুল হক স্মৃতি পদক পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিণ্টু ও অধ্যাপক বিভুতিভূষণ মণ্ডল

    কাজী ইমদাদুল হক স্মৃতি পদক পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিণ্টু ও অধ্যাপক বিভুতিভূষণ মণ্ডল

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    সমকালীন বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিণ্টু ও শিক্ষাবিদ, কলামিস্ট ও গবেষক অধ্যাপক বিভুতিভূষণ মণ্ডল কাজী ইমদাদুল হক স্মৃতি পদক- এ মনোনিত হয়েছেন। বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিণ্টু খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ানের সাবেক সভাপতি ও বিভুতিভূষণ মণ্ডল শহীদ আবুল কাশেম কলেজের (কৈয়াবাজার, হরিণটানা, খুলনা) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক। সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হক ১৮৮২ সালের ৪ নভেম্বর খুলনা জেলার পাইকগাছার গদাইপুর গ্রামের জন্ম গ্রহণ করেন। ৪ নভেম্বর ২০২২ শুক্রবার কাজী ইমদাদুল হকের ১৪১তম জন্ম বার্ষিকী। পাইকগাছা উপজেলা পরিষদ মিলানয়তনে কাজী ইমদাদুল হকের ১৪১তম জন্ম বার্ষিকী অনুষ্ঠান ৪ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের পক্ষ থেকে মনোনিত ব্যক্তিদের স্মৃতি পদক প্রদান করা হবে বলে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান জানিয়েছেন। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে কাজী ইমদাদুল হক স্মৃতি পদক ও কাজী ইমদাদুল হক রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হচ্ছে।

  • পাইকগাছা থেকে ঋণের বোঝা মাথায় নিয়ে জেলেদের সমুদ্রযাত্রা

    পাইকগাছা থেকে ঋণের বোঝা মাথায় নিয়ে জেলেদের সমুদ্রযাত্রা

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    আগামী ১লা নভেম্বর থেকে শুরু হচ্ছে দুবলার চরের শুঁটকি মৌসুম ।জীবনের ঝুঁকি ও ঋণের বোঝা নিয়ে মৎস্য আহরণে সমুদ্রে যাত্রা করছে জেলারা। করোনায় মানবেতর জীবন যাপন করতে থাকা জেলেরা সমুদ্রে মৎস্য আহরণকে ঘিরে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে । ঘুরে দাঁড়ানোর আশায় জীবনের ঝুকি নিয়ে চলেছে উপকূলের জেলে-মহাজনেরা। সাগরে যেতে যে যার মত প্রস্তুত করছেন জাল, দড়ি, নৌকা-ট্রলার। কেউ কেউ গড়ছেন নতুন ট্রলার, আবার কেউ পুরাতন নৌকা মেরামত করে নিয়েছেন। প্রস্তুতি অনুযায়ী অনেকেই আগেভাগে রওনা দিচ্ছেন।
    খুলনা জেলার মধ্যে পাইকগাছা উপজেলা থেকে সব সবচেয়ে বেশি সংখ্যক জেলেরা দুবলার চরে মাছ আহরণ করতে যান। মৌসুমের শুরুতে দাদনদারদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে জেলারা তৈরী করেন মাছ ধরার বহর। এবছর উপজেলার বোয়ালিয়া, হিতামপুর, মাহমুদকাটী, নোয়াকাটি, কপিলমুনি, কাটিপাড়া, রাড়ুলী, শাহাপাড়া, বাঁকাসহ বিভিন্ন গ্রামের জেলে পল্লী থেকে অন্তত আড়াই’শ ট্রলার সমুদ্রে মাছ ধরার জন্য যাত্রা করেছে।দুবলার চর বাংলাদেশ অংশের সুন্দরবনের দক্ষিণে, কটকার দক্ষিণ-পশ্চিমে এবং হিরণ পয়েন্টের দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি দ্বীপ যা চর নামে হিন্দুধর্মের পূণ্যস্নান, রাসমেলা এবং হরিণের জন্য বহুল পরিচিত। কুঙ্গা ও মরা পশুর নদের মাঝে এটি একটি বিচ্ছিন্ন চর। এই চরের মোট আয়তন প্রায় ৮১ বর্গমাইল। আলোরকোল, হলদিখালি, কবরখালি, মাঝেরকিল্লা, অফিসকিল্লা, নারকেলবাড়িয়া, ছোট আমবাড়িয় এবং মেহের আলির চর নিয়ে দুবলার চর গঠিত।
    দুবলার চরে তৈরি হয় জেলে গ্রাম। মাছ ধরার সঙ্গে চলে শুঁটকি শোকানোর কাজ। বর্ষা মৌসুমের ইলিশ শিকারের পর বহু জেলে চার মাসের জন্য সুদূর কক্সবাজার, চট্টগ্রামসহ, বাগেরহাট, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা থেকে ডেরা বেঁধে সাময়িক বসতি গড়ে সেখানে। মেহেরআলীর খাল, আলোরকোল, মাঝেরচর, অফিসকেল্লা, নারিকেলবাড়িয়া, মানিকখালী, ছাফরাখালী ও শ্যালারচর ইত্যাদি এলাকায় জেলে পল্লী স্থাপিত হয়। এই চার মাস তারা মাছকে শুঁটকি বানাতে ব্যস্ত থাকেন। এখান থেকে শুঁটকি চট্টগ্রামের আসাদগঞ্জের পাইকারী বাজারে মজুদ ও বিক্রয় করা হয়।
    সুন্দরবনের পূর্ব বিভাগ থেকে মাছ সংগ্রহের অনুমতি সাপেক্ষে বহরদার ও জেলেরা দুবলার চরে প্রবেশ করে থাকেন। দুবলার চর থেকে সরকার নিয়মিত হারে রাজস্ব পেয়ে থাকে। প্রতি বছর বিএলসি বা বোট লাইসেন্স সার্টিফিকেট, ডিএফসি বা ডেইলি ফুয়েল (জ্বালানি কাঠ) কন্‌যাম্পশন ইত্যাদি প্রক্রিয়ায় বন বিভাগকে রাজস্ব প্রদান করে মৎস্য ব্যবসায়ীগণ সুন্দরবনে ঢোকার অনুমতি পান, এছাড়া আহরিত শুঁটকি মাছ পরিমাপ করে নিয়ে ফিরে আসার সময় মাছভেদে প্রদান করেন নির্ধারিত রাজস্ব।খুলনা জেলার বিভিন্ন নদ-নদীতে পলি জমে ভরাট হওয়ায় শুধুমাত্র সুন্দরবনের উপর নির্ভরশীল হওয়ার কারণে ও নানা প্রতিকূলতায় ভাগ্যের চাকা ঘুরাতে পারেনি জেলে পরিবারগুলো। বরং দিন দিন তাদের অবস্থার অবনতি ঘটেছে। ক্রমবর্ধমান ক্ষতির মুখে ইতোমধ্যে পূঁজি ও জাল-নৌকা হারিয়ে পেশা হারিয়েছেন অনেকে। আবার অনেকে চড়াহারে মহাজনদের সুদের মাশুল গুণে এ পেশায় টিকে থাকার জন্য কঠোর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। অথচ তফশীলি ব্যাংক থেকে জেলেদের সহজ শর্তে ঋণ প্রদান করার কথা থাকলেও বিভিন্ন শর্ত জুড়ে দেওয়ায় তা পূরণ করতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত চড়া সুদে ঋণ নিতে হয়।পাইকগাছার বোয়ালিয়া জেলে পল্লীর বাসিন্দা শিতেনাথ বলেন, প্রতি বছর আমরা বিভিন্নভাবে ঋণ করে সমুদ্রে যাই। সরকারিভাবে আমরা তেমন কোন সাহায্য সহযোগীতা পাই না। সুন্দরবনে জলদস্যু-বনদস্যুর উৎপাত ও মুক্তিপণ আদায়সহ আসাধু বনরক্ষীদের দৌরাত্ম্য কিছুটা বন্ধ হলেও এখনও সীমাহীন সমস্যায় মধ্যে থাকতে হয় আমাদের।
    ক্ষোভ প্রকাশ করে জেলেরা বলেন, আমরা প্রতিবছর জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র থেকে মাছ ধরে কোটি কোটি টাকা রাজস্ব সরকারকে দেই। কিন্তু আমরা সহজ শর্তে কোন ঋণ পাই না।তারা জেলেদের সকল সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণসহ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

  • ঝিনাইদহে শিক্ষার্থীদের স্কুল কলেজ ফাঁকি দেয়ার  প্রবণতায় উদ্বিগ্ন অভিভাবক মহল

    ঝিনাইদহে শিক্ষার্থীদের স্কুল কলেজ ফাঁকি দেয়ার প্রবণতায় উদ্বিগ্ন অভিভাবক মহল

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    বিশ্ব কবি রবিন্দ্রনাথ স্কুল পালিয়েছিলেন। এমন এক ডজন নামকরা কবি সাহিত্যিক স্কুল ফাঁকি দিয়েছিলেন বলে ইতিহাসে দেখা যায়। কিন্তু হাল আমলে স্কুল ফাঁকি দেওয়ার প্রবণতা যেমন অভ্যাসে পরিণত হয়েছে, তেমনি পড়ালেখাও লাঠে উঠেছে। শিক্ষার্থীরা বাড়ি থেকে স্কুল কলেজে যায়। কিন্তু ক্লাসে অনুপস্থিত থাকছে। স্কুল ফাঁকি দিয়ে তারা বিভিন্ন বিনোদনকেন্দ্র কিংবা নির্জন স্থানে বন্ধুর সঙ্গে আড্ডায় মিলিত হচ্ছে। টিনএজাররা বিপথগামী হচ্ছে। জড়িয়ে পড়ছে মাদকে। ফলে কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক শঙ্কা বাড়িয়ে তুলছে। ঝিনাইদহ জেলায় স্কুল পড়ুয়াদের মধ্যে এই প্রবণতা প্রকট আকার ধারণ করেছে। ভর-দুপুরে শিক্ষার্থীদের স্কুলে থাকার নিয়ম থাকলেও ব্যাগ রেখে আড্ডা দিচ্ছে বন্ধুদের সঙ্গে। ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুর পাড় এলাকায় প্রতিদিন এমন দৃশ্য চোখে পড়ছে। এভাবে শহরের ধোপাঘাটা ব্রিজ, নবগঙ্গা নদীর দেবদারু চত্বর, তামান্না পার্ক ও জোহান পার্কসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে হরহামেশাই দেখা মেলে স্কুল ড্রেস পড়া শিক্ষার্থীদের। এস বিনোদন কেন্দ্রে অনেকেই আবার ঘনিষ্ঠতায় আবদ্ধ হচ্ছে। কোথাও কোথাও বিড়ি-সিগারেটের নেশায়ও মত্ত হচ্ছে তারা। শিক্ষার্থীদের সঙ্গে যোগ হচ্ছে বহিরাগতরাও। স্থানীয় বাসিন্দা জাকির হোসেন জানান, নদীর পাড়ে যখন পার্কের কাজ শুরু হয় তখন আমরা সুস্থ বিনোদনের আশায় খুশি হয়েছিলাম। কিন্তু এখন দেখছি সকাল থেকে রাত ১১টা পর্যন্ত এখানে বিভিন্ন ছেলেমেয়েদের আনাগোনা। অনেক সময় ছেলেমেয়েদের আপত্তিকর অবস্থায়ও আমরা দেখতে পাই। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, বাচ্চারা কোথায় যাচ্ছে, স্কুলে আসছে কি না এটা দেখার যেমন আমাদের দায়িত্ব আছে তেমনি স্কুল কর্তৃপক্ষ তাদের দায় এড়াতে পারেন না। স্কুল বা কলেজ কর্তৃপক্ষ বিষয়টি অভিভাবকদের জানালে ব্যবস্থা গ্রহন করা যায়। ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লহ্মী রানী পোদ্দার বলেন, আমাদের কিছু মেয়েরা দেখা যাচ্ছে নিয়মিত বিদ্যালয়ে আসছে না। তাদের খোঁজ-খবর নিয়ে দেখা যাচ্ছে তারা বিভিন্নভাবে স্কুল ফাঁকি দিচ্ছে। একপর্যায়ে অভিভাবকদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে তাদের ডেকে আনছি এবং তাদের সঙ্গে কথা বলে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা অভিভাবকদের জ্ঞাতসারেই স্মার্টফোন ব্যবহার করে নানা অপরাধে জড়িয়ে পড়ছে। মেয়েরা স্কুল ড্রেস পরে স্কুলে আসার নাম করে বাসা থেকে বের হয়ে বন্ধুদের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। ঝিনাইদহ কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস বলেন, বর্তমান কিছু শিক্ষার্থীরা স্কুল ড্রেস পরে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। আমার প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সেসব স্থানে আমার টিম পাঠাই। এ বিষয়ে আমরা বাবা-মাকে জানালে তারা আমাদের বলেন, আমার সন্তান স্কুলে গেছে এমনটা করতেই পারে না। অনেকে আবার আমাদের খারাপ নজরে দেখে তাদের সন্তানকে নিয়ে কেন এ ধরনের কথা বলছি। সাবেক অধ্যক্ষ ও মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের নৈতিক ও মূল্যবোধের অভাব রয়েছে। একই সঙ্গে পারিবারিক শিক্ষারও অভাব, যে কারণে অনেক সময় তারা বিপথগামী হয়ে যায়। তারা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। এজন্যই এদের মাঝে পারিবারিক শিক্ষা, নৈতিক শিক্ষার প্রয়োজন। ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দপ্তরের চিকিৎসক ডা. অলিউর রহমান বলেন, ছেলেমেয়েদের বয়ঃসন্ধিকালে মানসিক, শারীরিক নানা পরিবর্তন হয়। ফলে বিষন্নতা, অমনোযোগিতাসহ নানা সমস্যায় পড়ে। এ থেকে উত্তরণে অভিভাবকদের সন্তানের প্রতি যতœবান হতে হবে। সেইসঙ্গে শিক্ষকদের নিয়মিত কাউন্সিলিং করতে হবে। ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম গনমাধ্যমকর্মীদের বলেন, ছেলেমেয়েরা স্কুল চলাকালে ক্লাস না করে স্কুল ড্রেস পরিহিত অবস্থায় পার্ক বা বিভিন্ন স্থানে বসে আড্ডা দিচ্ছে এ বিষয়টি আসলে খুবই দুঃখজনক। এই অভিযোগটি আমরা পাচ্ছি। এ বিষয়ে আমরা অভিভাবকদের নিয়ে একটি মিটিং করে তারা যেন তাদের সন্তানদেরকে স্কুলমুখী করেন এবং নজরদারি করেন এমন একটি মেসেজ দেবো।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • রাঙ্গাবালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    রাঙ্গাবালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    রফিকুল ইসলাম, রাঙ্গাবালী পটুয়াখালী :
    রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নে জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বিকাল ৪.৩০ ঘটিকায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেলি শেষে বড়বাইশদিয়া ইউনিয়ন যুবদলের অফিস কক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী যুবদলের বড়বাইশদিয়া ইউনিয়ন শাখার আহবায়ক মোঃ আনোয়ার মৃধা এর সভাপতিত্বে ও সদস‍্য সচিব তহিদুজ্জামান টিপু হাওলাদার এর পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুব দলের সুজন মাহমুদ, মিরাজ হাওলাদার, অপু সরোয়ার, সোয়েব তালুকদার, সাইমুন তালুকদার, মিরন সিকদার, হাসান তালুকদার,মো: অদুত হাওলাদার, চন্দন মুন্সী, রাজিব মৃধা প্রমুখ। এ ছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন শাখার বি এন পি নেতৃবৃন্দসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    রফিকুল ইসলাম
    রাঙ্গাবালী পটুয়াখালী সংবাদদাতা।

  • তানোরে সুজনের খাবার বিতরণ

    তানোরে সুজনের খাবার বিতরণ

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরের রাজনৈতিক অঙ্গনে আদর্শিক ও মানবিক নেতৃত্বের প্রতিচ্ছবি এবং আগামির নেতৃত্ব বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ সম্পন্ন, মেধাবী ও তরুণ নেতৃত্ব আবুল বাসার সুজন। স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর বিশস্ত সৈনিক আবুল বাসার সুজন। ইতমধ্যে তিনি দলমত নির্বিশেষে সব শ্রেণী-পেশার মানুষের হৃদয়ে পৃথক স্থান অধিকার করে নিয়েছেন। এদিকে ২৮ অক্টোবর শুক্রবার আবুল বাসার সুজন তানোর পৌর এলাকার চাপড়া শিশু সদন মসজিদে জুম্মার নামাজ আদায় করেন এবং শিশুদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন ও সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরন করেন। এ সময় তানোর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব ও কালীগঞ্জহাট স্কুলের সভাপতি রামিল হাসান সুইট উপস্থিত ছিলেন।এদিকে এসব খাবার হাতে পেয়ে এসব শিশুদের মূখে হাসির ঝিলিক ফুটে উঠে। তারা সাংসদ ও সুজনের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • ট্রাক্টরের ধাক্কায় শিক্ষানবিশ আইনজীবী  মৃত্যু

    ট্রাক্টরের ধাক্কায় শিক্ষানবিশ আইনজীবী মৃত্যু

    মোা ;বাবুল হোসেন পঞ্চগড়।।
    সদর উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় আসাদুজ্জামান রাকিব (২৯) নামে এক মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে।
    রাতে সদর উপজেলার গরিনা বাড়ি ইউনিয়নের রজলি খালপাড়া এলাকায় সড়কে এই দূর্ঘটনাটি ঘটে।

    জানা যায়, নিহত আইনজীবী রাকিব জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের বামনপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। পেশায় সে একজন শিক্ষানবিশ আইনজীবী।

    পারিবারিক ও স্থানীয়রা জানায়, আটোয়ারী উপজেলায় বোনের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে তেঁতুলিয়ার ভজনপুরে ফিরছিলেন আইনজীবী রাকিব। ফেরার পথে রজলি খালপাড়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা আটোয়ারীগামী একটি দ্রুতগামী ট্রাক্টর তাকে সজোড়ে ধাক্কা দেয়। এতে মোটরসাকইকেল থেকে রাস্তায় পড়ে গুরুত্বর আহত হন তিনি। এসময় স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এর পর রংপুর মেডিকেলে নেয়ার পথে পথিমধ্যে মৃত্যুবরণ করে সে।

    নিহতের চাচাতো বড় ভাই আইনজীবী এ্যাডভোকেট আবুল কালাম আজাদ মোটরসাইকেল দূর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বোনের বাড়ি থেকে ফিরছিলো সে। পথিমধ্যে দূর্ঘটনায় গুরুত্বর আহত হলে রংপুরে নেয়ার পথে মৃত্যুবরণ করে সে।

  • গোদাগাড়ীতে ৫০ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ীর  সুকুমার গ্রেফতার

    গোদাগাড়ীতে ৫০ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ীর সুকুমার গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে শুক্রবার বিকাল সাড়ে ৫ টার সময় শ্রী সুকুমার মন্ডল (২৮) কে ৫শ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি দল।
    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সুকুমারের পিতার নাম শ্রী লক্ষী মন্ডল, মাতার নাম পার্বতী রানী। বাড়ী গোদাগাড়ী পৌরসভার ৪ নং ওয়ার্ডের
    রেলবাজার, বারইপাড়া মহল্লায় পৌরসভার রেলবাজার, বারইপাড়া মহল্লার জনৈক মোঃ সজল ডাক্তার এর বসত বাড়ীর দক্ষিনে পদ্মা নদীর ধারে সিঁড়ির উপর হতে তাকে মাদকসহ গ্রেফতার করা হয় বলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ তৌফিকুল ইসলাম
    জানান।

    উদ্ধারকৃত অবৈধ হেরোইনের বাজার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার জনাব তাপস সরকার এর তত্ত্বাবধানে, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ তৌফিকুল ইসলাম নের্তৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) উৎপল কুমার সরকার, এসআই (নিঃ) আবু হানিফা, কং/মোঃ শফিকুল ইসলাম, কং/মোঃ ফেরদৌস হোসেন, কং/মোঃ আহসান হাবিব, কং/মোঃ নাজমুস সাকিব এবং নারী কং/মোসাঃ পপি আক্তার এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়।

    এ ব্যপারে গোদাগাড়ী মডেল থানায় ২০১৮ সালের মাদকদব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণীর ৮(গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সম্পাদকের বাবার দাফন সম্পন্ন

    দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সম্পাদকের বাবার দাফন সম্পন্ন

    লিটন মাহমুদ।
    নি‌জস্ব প্রতি‌বেদকঃ

    জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উপদেষ্টা মন্ডলীর সভাপতি হারুন অর রশীদ এর মৃত্যুতে পটুয়াখালী জেলা সাংবাদিকদের শোক শুক্রবার ২৮অক্টোবর ২০২২ইং জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উপদেষ্টা মন্ডলীর সভাপতি এবং জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মোঃ শফিকুল ইসলাম সাদ্দাম এর পিতা হারুন অর রশীদ আজ সকাল আনুমানিক ১২ টার দিকে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ) তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিভিন্ন জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

    ইতোমধ্যে মোঃ হারুন-অর রশিদের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় রাজধানী যাত্রাবাড়ীতে প্রথম জানাজা ও বাদ এশা মরহুমের নিজ গ্রাম কুমিল্লা মুরাদনগর উপজেলার জাহাপুরে দ্বিতীয় জানাজা শেষে জাহাপুর কেন্দ্রীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়। জানাজার নামাজে মরহুমের একমাত্র পুত্র মোঃ শফিকুল ইসলাম সাদ্দাম, বিভিন্ন জেলা-উপজেলার সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে সকাল সাড়ে ১১টায় ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। মরহুম হারুন অর রশীদ ঢাকা দায়রা জজ আদালতে সহকারী আইনজীবী হিসেবে কাজ করতেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর এবং মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, পুত্রবধূ, ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

  • বালিপাড়া ইউনিয়নের ১,২,৩,৪,৫,৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের  কর্মী সম্মেলন অনুষ্ঠিত

    বালিপাড়া ইউনিয়নের ১,২,৩,৪,৫,৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৯নং বালিপাড়া ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কর্মকাণ্ড কে আরো শক্তিশালী করার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার হতকে শক্তিশালী করতে ওয়ার্ড পর্যায় থেকে দলকে সাংগঠনিকভাবে তরান্বিত করার কাজ করছে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহাদাত উল্লাহ আদনান। সে লক্ষে সম্মেলনের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডকে গতিশীল করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ইউনিয়নের ১,২,৩,৪,৫,৬ নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার ২৮ বিকাল ৪ ঘটিকায় ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের পরিষদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধক হিসাবে উপস্থিত থেকে বালিপাড়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ এর ওয়ার্ড সম্মেলনের উদ্বোধন করেন ত্রিশাল উপজেলার সেচ্ছাসেবক লীগের সভাপতি ইব্রাহীম খলিল নয়ন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। প্রধান বক্তা ছিলেন উপজেলার বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাকসুদ খান।

    ৯নং বালিপাড়া ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহাদাত উল্লাহ আদনান এর সভাপতিত্বে ও ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহাগ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং বালিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদ উল্লাহ সহ ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী প্রমুখ। সম্মেলনের প্রথম পর্ব শেষে দ্বিতীয় পর্বে ১,২,৩,৪,৫,৬ নং ওয়ার্ডের সভাপতি/সহসভাপতি/সাধারণ সম্পাদক/সহ সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

  • দীর্ঘ এক দশক পরে অনুষ্ঠিত হচ্ছে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

    দীর্ঘ এক দশক পরে অনুষ্ঠিত হচ্ছে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

    সুমন খান:

    ॥ বরিশালের বানারীপাড়ায় দীর্ঘ এক দশক পরে আজ ২৯ অক্টোবর শনিবার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপজেলায় সর্বশেষ ২০১২ সালের ১৪ মে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। প্রায় এক দশক পরে অনুষ্ঠেয় কাঙ্খিত এ সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আপামর নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। সভাপতি ও সাধারণ সম্পাদক পদ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা ও হিসাব-নিকাশ।
    পৌর শহরে পদ প্রত্যাশীদের তোড়ন, রঙবেরঙের ব্যানার,ফেষ্টুন,বিলবোর্ড ও পোষ্টারে ছেয়ে গেছে। কাউন্সিলের দিনক্ষন চূড়ান্ত হওয়ার পর থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদ পেতে সম্ভাব্য প্রার্থীরা আওয়ামী লীগের কেন্দ্রীয়,জেলা ও স্থানীয় নেতৃবৃন্দের সমর্থন পেতে নানা ভাবে লবিং-তদবির ও দৌঁড়ঝাপ করেছেন। সভাপতি পদে যাদের নাম আলোচিত হচ্ছে তারা হলেন,বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য, বানারীপাড়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুক, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও বানারীপাড়া পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা,উপজেলার চাখার ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খিজির সরদার,উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত সৈয়দ আমিনুল ইসলাম জাকিরের ছোট ভাই প্রফেসর ড. সৈয়দ আতিকুল ইসলাম প্রমুখ। সাধারণ সম্পাদক পদে উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন মোল্লা ও পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডুর নাম প্রার্থী হিসেবে আলোচিত হচ্ছে। সম্মেলন সফল করতে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যেই সকল প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

    আজ ২৯ অক্টোবর শনিবার সকাল ১০টায় বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠেয় এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক,আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি উপস্থিত থাকবেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহে আলম,কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য আনিসুর রহমান ও বরিশালের সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা প্রমুখ উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এদিকে আওয়ামী লীগের তৃনমূলের সাধারণ নেতা-কর্মী ও সমর্থকরা দুঃসময়ে দলের ত্যাগী,সৎ,পরীক্ষিত,জনপ্রিয় ও মেধাবীদের সমন্বয়ে উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনের দাবি জানিয়েছেন। ###