Blog

  • রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদ সাংবাদিক  আফতাব হোসেনের মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত

    রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদ সাংবাদিক আফতাব হোসেনের মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। —

    রংপুর সাহিত্য – সংস্কৃতি পরিষদের সাবেক সভাপতি, সাহিত্যিক, সাংবাদিক আফতাব হোসেন -এর চিরবিদায়ে পরিষদের পক্ষ থেকে গত ২৮ অক্টোবর ২০২২ শুক্রবার সন্ধ্যা ৬ টায় পরিষদের টাউন হল চত্বর কার্যালয়ে স্মরণসভার আয়োজন করা হয়।

    পরিষদের সহ সভাপতি সুনীল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় “আফতাব হোসেন : স্মৃতির মানুষ ” শিরোনামে নিজের লেখা পাঠ করেন বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম।

    সাংবাদিক আফতাব হোসেন স্মরণে আবেগঘন স্মৃতিচারণ করেন পরিষদের সাবেক সভাপতি, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা.মফিজুল ইসলাম মান্টু, বীর মুক্তিযোদ্ধা, সাবেক অতিরিক্ত সচিব সুশান্ত চন্দ্র খাঁ, কবি, আবৃত্তিকার, সাবেক যুগ্ম সচিব নারায়ণ চন্দ্র বর্মা, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শ ম আমজাদ হোসেন সরকার, বিশিষ্ট আইনজীবি এড. মাসুম হাসান।

    প্রকৃতি ও সবুজপ্রেমী আফতাব হোসেনকে নিয়ে স্মৃতিচারণ করেন সাজু কবীর। আরো যারা স্মৃতিচারণ করেন, বিভাগীয় লেখক পরিষদ রংপুর – এর সাধারণ সম্পাদক জাকির আহমদ, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান সোহাগ, পরিষদের সহ সভাপতি হাসনা হেনা বেগম রোজী, সাধারণ সম্পাদক এড. জাকিয়া সুলতানা চৈতী, অর্থ সম্পাদক মাহমুদা চৌধুরী, সমাজকর্মী জেনিফার আলী এলি, বাচিক শিল্পী আব্দুছ ছালাম, কবি শাহিদা মিলকী, আফজাল হোসেন, মাহবুন্নাহার বীণা, সুফি জাহিদ হোসেন, সাংবাদিক কামরুজ্জামান বাদশা, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ, রওশন আরা সোহেলী, নীরেশ মুখার্জী, এ এস এম হাবিবুর রহমান প্রমুখ।।

    প্রয়াত আফতাব হোসেনকে নিবেদন করে কবিতা পাঠ ও আবৃত্তিতে অংশ নেন, আফরোজা বেগম, লুৎফর রহমান সাজু, মেহেদী মাসুদ, মেসবাউর রহমান, মুনিরা আকতার, খন্দকার মাহফুজার রহমান, কবি,লেখক,সংগঠক, সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন।

    স্মরণসভায় মরহুম আফতাব হোসেনের পুত্র সাজিদ হাসান ও পুত্রবধু লুৎফুন নাহার আবেগআপ্লুত কন্ঠে উপস্থিত সকলের নিকট মরহুমের জন্য দোয়া প্রার্থনা করেন। অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জয় রাজ, সঙ্গীতা, শুভ কুমার রায়, হাসনাইন রাব্বি, হীরা, শফিক, শিমু।

    সভাপতির সমাপনী বক্তব্যের পর প্রয়াত আফতাব হোসেনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন খন্দকার মাহফুজার রহমান। স্মরণসভাটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন পরিষদের সাংগঠনিক সম্পাদক মামুন উর রশিদ। খবর বিজ্ঞপ্তির।

  • লালমনিরহাটে ৩০কেজি গাঁজাসহ সোহেল গ্রেফতার

    লালমনিরহাটে ৩০কেজি গাঁজাসহ সোহেল গ্রেফতার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের সদর থানাধীন পৌরসভার টিএন্ডটি মোড় এলাকায় অভিযান চালিয়ে একজন ব্যবসায়ী কে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার করে।

    লালমনিরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাদক নিয়ন্ত্রণের লক্ষ্যে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ী গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার জন্য লালমনিরহাট জেলায় জোরালো তৎপরতা অব্যাহত রয়েছে।এই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,সহকারী পরিচালক খায়রুল বাশার, সার্বিক নির্দেশনায় উপ-পরিদর্শক জুয়েল ইসলামের,নেতৃত্বে একটি বিশেষ টিম লালমনিরহাট পৌরসভার টিএন্ডটি মোড় এলাকায় অভিযান চালিয়ে সোহেল রানা (২৯), নামের একজন ব্যবসায়ী কে ৩০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    গ্রেফতারকৃত আসামি হলেন সোহেল রানা (২৯), রাজশাহী জেলার চারঘাট থানার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের মজিবর রহমানের পুত্র।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) মোতাবেক ব্যবস্থা গ্রহণ করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,সহকারী পরিচালক খায়রুল বাশার, জানান গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন পৌরসভার টিএন্ডটি মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩০কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ এক জনকে গ্রেফতার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।তিনি আরো বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, লালমনিরহাট কর্তৃক আগামীতে এধরণের অভিযান অব্যহত থাকবে। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে “শুন্য সহিষ্ণুতা” নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বদ্ধপরিকর।

    হাসমত উল্ল্যাহ।

  • ধামইরহাটে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

    ধামইরহাটে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

    নওগাঁর ধামইরহাটে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ২৯ অক্টোবর সকাল ১০ টায় থানা চত্বর থেকে একটি বিশাল র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা হলরুমে ওসি মোজাম্মেল হক কাজীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আজাহার আলী। কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য কে সামনে রেখে আলোচনা সভায় পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল গনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের সঞ্চালক ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, বীর মুক্তিযোদ্ধা জাহিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, ওসমান গনি, ইসমাইল হোসেন মোস্তাক, বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল হাকিম, প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, মেহেদী হাসান, কাউন্সিলর আমজাদ হোসেন, আলতাব হোসেন, কাউন্সিলর জেসমিন সুলতানা কানন, ধামইরহাট প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আজিজ, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক সুফল চন্দ্র বর্মন, আদিবাসী নারী নেত্রী ডলি দাসসহ বিভিন্ন ইউনিয়ন থেকে কমিউনিটি পুলিশিং সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

    আবুল বয়ান
    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি।।।

  • সুনামগঞ্জ কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপন

    সুনামগঞ্জ কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপন

    কে এম শহীদুল সুনামগঞ্জঃ
    সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়েকমিউনিটি পুলিশ ডে-২০২২ উদযাপিত হয়েছে। ২৯অক্টোবর সকাল ১০টায় সুনামগঞ্জ পুলিশের উদ্যোগে এবছর কমিউনিটি পুলিশিং ডে-২০২২ প্রতিপাদ্য বিষয় ছিল “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র,শান্তি শৃঙ্খলা সর্বত্র”।
    অনুষ্ঠানের শুরুতে সকাল ১০টায় সুনামগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি সুনামগঞ্জ শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীতে এসে শেষ হয়।র‌্যালি শেষে জনাব মোহাম্মদ এহ্সান শাহ্, পুলিশ সুপারের সভাপতিত্বে শহীদমুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোঃ সুমন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), সুনামগঞ্জ এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জনাব আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব এ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, মাননীয় সংসদ সদস্য, সুনামগঞ্জ-৪ আসন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন,জেলা প্রশাসক, সুনামগঞ্জ,জনাব নাদের বখত,মেয়র, সুনামগঞ্জ পৌরসভা, জনাব খায়রুল হুদাচপল, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, আব্দুল মজিদ বীর মুক্তিযোদ্ধা, সভাপতি সুনামগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং এবং সাবেক কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সুনামগঞ্জ সদর উপজেলা কমান্ড। পরিমল কান্তি দে, (অবঃ)অধ্যক্ষ, সুনামগঞ্জ সরকারি কলেজ; নুরুর রব চৌধুরী, আহ্বায়ক, সুনামগঞ্জ সদর থানা কমিউনিটি পুলিশিং, বিমান কান্তি রায় সভাপতি পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা প্রমুখ। আলোচনা সভা ও র‌্যালিতে সুনামগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষজন উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্যঅবদানের স্বীকৃতি স্বরূপ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মহোদয়ের পক্ষ হতে সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষজনাব পরিমল কান্তি দে, উপদেষ্টা, জেলাকমিউনিটি পুলিশিং কমিটি, সুনামগঞ্জ-কে শ্রেষ্ঠকমিউনিটি পুলিশিং সদস্য এবং মোঃমিজানুর রহমান এসআই (নিরস্ত্র) দোয়ারাবাজার থানা সুনামগঞ্জকে শ্রেষ্ঠকমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

    অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ এহ্সান শাহ্ মহোদয়। তিনি কমিউনিটি পুলিশিং ডে-২০২২ এ অংশগ্রহণকারী অতিথিবৃন্দ ও সুধীজনদের ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

  • টাঙ্গাইলের মধুপুরে  কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    টাঙ্গাইলের মধুপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    সমাজে বিভিন্ন ধরনের অপরাধের প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, জনগণকে সচেতন করা, আইনি সহায়তা দেওয়া এবং পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে কমিউনিটি পুলিশ।
    প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালন করা হয়। প্রতি বছরের মতো এবারও আজ শনিবার (২৯ অক্টোবর) ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ পালন করা হচ্ছে।
    এবারের প্রতিপাদ্য, কমিউনিটি পুলিশিংয়ের মূল মন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র “কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এ বছর অনাড়ম্ভর অনুষ্ঠানের আয়োজন করে মধুপুর থানা পুলিশ। শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে টাঙ্গাইলের মধুপুর থানা চত্বর থেকে বেলুন উরিয়ে র‌্যালি বের হয়। মধুপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‌্যালীটি মধুপুর অডিটোরিয়ামে এসে শেষ হয়।
    র‌্যালী শেষে মধুপুর উপজেলা অডিটোরিয়ামে পুলিশিং ডে’ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল আমিন বিপিএম এর সভাপতিত্বে ও তদন্ত ওসি মুরাদ হোসেন এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় উপস্হিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, মধুপুর পৌর মেয়র মোঃ সিদ্দিক হোসেন খান ,উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক,আওয়ামীলীগের সহ-সভাপতি খন্দকার আব্দুর গফুর মন্টু, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট ইয়াকুব আলী, সহ-সভাপতি বাপ্পু সিদ্দিকী, যুগ্ম সস্পাদক সাবেক মেয়র মাসুদ পারভেজ, মধুপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোন্তাজ আলী, রানীভবানী সরকারী পাইলট মডেল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বাছেদ, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি গোলাম মোস্তফা খান বাবলু প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, মধুপুর থানার বিভিন্ন পুলিশ কর্মকর্তা, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন, কমিউনিটি পুলিশের সদস্যগন সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্হিত ছিলেন। পরে সন্ধায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

  • জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ সদস্য নির্বাচিত গৌরনদীর কাউন্সিলর মোঃ আল-আমিন হাওলাদার

    জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ সদস্য নির্বাচিত গৌরনদীর কাউন্সিলর মোঃ আল-আমিন হাওলাদার

    বি এম মনির হোসেনঃ-

    আজ ২৯ শে অক্টোবর রোজ শনিবার কমিউনিটি পুলিশ ডে-২০২২ উদযাপন উপলক্ষে পুলিশ লাইন্স বরিশাল এ আলোচনা সভার অনুষ্ঠানে গৌরনদী পৌর যুবলীগ এর সাধারণ সম্পাদক ও গৌরনদী পৌরসভা ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আল-আমিন হাওলাদার কে বরিশাল জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশং সদস্যর সম্মাননা প্রদান করেন মোঃ ওয়াহিদুল ইসলাম বিপিএম পুলিশ সুপার বরিশাল জেলা।
    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ওয়াহিদুল ইসলাম বিপিএম পুলিশ সুপার বরিশাল জেলা।
    আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম আক্তারুজ্জামান ডিআইজি বরিশাল রেঞ্জ।
    বিশেষ অতিথি ছিলেন জসিম উদ্দিন হায়দার জেলা প্রশাসক বরিশাল।
    এডভোকেট এস এম ইকবাল সভাপতি কমিউনিটি পুলিশিং ফোরাম বরিশাল কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক সাধারণ সম্পাদক কমিউনিটি পুলিশিং ফোরাম বরিশাল, আরো অনেক কমিউনিটি পুলিশ সদস্যবৃন্দ সাংবাদিকবৃন্দ সহ নেতাকর্মী গন উপস্থিত ছিলেন।

  • আগৈলঝাড়ায় কমিউনিটি পুলিশিং-ডে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

    আগৈলঝাড়ায় কমিউনিটি পুলিশিং-ডে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

    বি এম মনির হোসেনঃ-

    ”কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র,শান্তি শৃংখলা সবত্র” এই স্লোগানকে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় কমিউনিটি পুলিশিং-ডে ২০২২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ২৯ অক্টোবর শনিবার সকাল ১০ ঘটিকায় বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ কর্তৃক আগৈলঝাড়া থানা প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাজহারুল ইসলাম। আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি সরদার হারুন রানা, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম, আগৈলঝাড়া উপজেলা রিপোর্টার ইউনিটির সভাপতি সাইফুল মৃধা,আগৈলঝাড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ জাহিদুল ইসলাম, সাংবাদিক মোল্লা আজিজুল ইসলামসহ থানার অফিসার পুলিশ সদস্য ও স্হানীয় লোকজন। র‌্যালি ও আলোচনা সভা শেষে মিষ্টিমুখ করান।

  • জয়পুরহাটে চাচা শশুড়ের বিরুদ্ধে থানায় ভাতিজা বউয়ের অভিযোগ

    জয়পুরহাটে চাচা শশুড়ের বিরুদ্ধে থানায় ভাতিজা বউয়ের অভিযোগ

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    জয়পুরহাটের কালাই থানায় চাচা শশুড়ের বিরুদ্ধে এক ভাতিজা বউ লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত চাচা শশুড় কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের হিমাইল গ্রামের বাসিন্দা মোস্তফা ফকিরের ছেলে লুৎফর রহমান। তিনি এখন সৌদি আরব প্রবাসী।

    থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, সৌদি আরবে অবস্থানকালে লুৎফর রহমান তার পরিবারের সাথে কথা বলার জন্য তার ভাতিজা বউয়ের ম্যাসেঞ্জারে নিয়মিত ফোন দিতেন। এরই ধারাবাহিকতায় তিনি তার ভাতিজা বউকে প্রেমের প্রস্তাবসহ নানা অনৈতিক প্রস্তাব দিতে থাকে। বিষয়টি ওই নারী প্রথমে তার স্বামীকে জানায়। এরপর তিনি ও তার স্বামী লুৎফর রহমানের বাবা মোস্তফা ফকির, মা লুৎফন নেছা ও ভাই নয়ন ফকিরকে অবগত করলেও উল্টো তাকেই তারা দোষারোপ করেন ও হুমকী ধমকী দেন।

    ভুক্তভোগী ওই নারী জানান, তার প্রস্তারের কথাগুলো যদি আমার স্বামীকে বলে দেই, তাহলে তারা আমার স্বামীকে ভাড়া করা মাস্তান দিয়ে হত্যা করা হবে বলেও হুমকী দিয়েছে। আর এ জন্যই আমি আইনের আশ্রয় নিয়েছি।

    এসব অভিযোগের বিষয়ে রুৎফর রহমানের সাথে ম্যাসেঞ্জারে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অবশেষে তার মা লুৎফন নেছা মুঠোফোনে ছেলে লুৎফর রহমানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, আমরা ছেলেকে শাসন করেছি। এছাড়াও বিষয়টি নিয়ে দুই পরিবারের সদস্যরা বসে সমঝোতা করার চেষ্টা করছি।

    এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈন উদ্দীন বলেন, ভুক্তভোগী এক নারীর স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ পেয়েছি। খুব দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

  • পানছড়িতে  সদর ইউনিয়ন পরিষদ এর পক্ষ থেকে ক্রিড়া সামগ্রী  ও বৈদ্যুতিক পাখা বিতরণ

    পানছড়িতে সদর ইউনিয়ন পরিষদ এর পক্ষ থেকে ক্রিড়া সামগ্রী ও বৈদ্যুতিক পাখা বিতরণ

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ি পানছড়ি উপজেলার ৩নং সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ১৪টি ক্রিড়া সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক পাখা বিতরণ করেন পানছড়ি ৩নং সদর ইউনিয়ন পরিষদ।

    শনিবার (২৯ অঅক্টোবর) সকাল ১০ টার সময় পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে এই ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়।এই ক্রিড়া সামগ্রীর মধ্যে রয়েছে ফুটবল,নেট,জার্সি,ক্রিকেট ব্যাট,স্টাম্পসহ ইত্যাদি।

    এই সময় পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ চাকমা,৮ নং ইউনিয়ন পরিষদের সদস্য আমিরুল বাশার, সাংবাদিকবৃন্দসহ প্রমুখ।

  • পানছড়িতে পালিত হলো কমিউনিটি  পুলিশিং ডে-২০২২

    পানছড়িতে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে-২০২২

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি:

    “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই শ্লোগানে খাগড়াছড়ির পানছড়িতে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে-২০২২।

    ২৯ অক্টোবর (শনিবার) সকাল ১০টার সময় পানছড়ি থানা পুলিশের আয়োজনে দিবসটি উপলক্ষ্য এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

    এই সময় পানছড়ি থানার এসআই নাজমুল হোসেন এর সঞ্চালনায় ও অফিসার ইনচার্জ আনচারুল করিম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলার নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দুর্নীতি প্রতিরোধ কমিটি ও থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বকুল চন্দ্র চাকমা,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃঅনুতোষ চাকমা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব,

    এইছাড়াও পানছড়ি উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/মেম্বার, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,বাজারের ব্যবসায়ীনেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এসময় বক্তারা সমাজের প্রতিটি স্তর থেকে অপরাধ নির্মুলের পাশাপাশি নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধ,মাদকের কালাে থাবা থেকে দেশ এবং জাতিকে রক্ষা করতে কমিউনিটি পুলিশিং সদস্য সহ সকলের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন।

    এই সময় বক্তারা আরও বলেন,কমিউনিটি পুলিশিং এর মূল উদ্দেশ্য হচ্ছে অপরাধ প্রতিরোধ করা।পানছড়ি থানা পুলিশ কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সহ সর্বস্তরের জনগণের সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর অপরাধ তথা খুন,ধর্ষণ,মাদকের মতো মামলার আসামি গ্রেফতার করে কোর্টে প্রেরণ করতে সক্ষম হয়েছে।