Blog

  • দুটি ওয়ান শুটার গান ও ১১ রাউন্ড গুলি উদ্ধার

    দুটি ওয়ান শুটার গান ও ১১ রাউন্ড গুলি উদ্ধার

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সীমান্ত এলাকা থেকে পরিতাক্ত অবস্থায় অবৈধ দুটি ওয়ান শুটার গান ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে পঞ্চগড় ১৮ বিজিবি সদস্যরা।

    আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্ত্র ও গুলি বিজিবি সদস্যরা জিডি মূলে রাতেই থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় আদালতকে বিষয়টি অবহিত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

    জানা যায়, উপজেলার দক্ষিণ ছেপড়াঝাড় নামক সীমান্ত এলাকায় বোধগাঁও বিওপির টহলরত সদস্যরা বাংলাদেশ অভ্যন্তরে পরিতাক্ত অবস্থায় অবৈধ দুটি ওয়ান শুটার গান ও ১১ রাউন্ড গুলি পড়ে থাকতে দেখে উদ্ধার করে।

    শ গভির রাতে আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের দক্ষিণ ছেপড়াঝাড় সীমান্ত এলাকা থেকে পরিতাক্ত অবস্থায় গান ও গুলিগুলো উদ্ধার করে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

    বিজিবি বাদী হয়ে জিডি মূলে আটোয়ারী থানা পুলিশের কাছে ওয়ান শুটার গানসহ গুলিগুলো হস্তান্তর করে।

  • নাচোলে ঐতিহ্যবাহী সোনাই চন্ডী হাট পরিদর্শন করলেন ইউএনও মোহাইমেনা

    নাচোলে ঐতিহ্যবাহী সোনাই চন্ডী হাট পরিদর্শন করলেন ইউএনও মোহাইমেনা

    মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ঐতিহ্যবাহী সোনাইচন্ডী গরুর হাটের ডাকবাংলা মেরামত, ড্রেন, টয়লেট, জনসাধারণের ছোটখাটো সমস্যা সমাধানের ক্লাব মেরামত ও ডাসবিনের সমস্যা সমাধানের লক্ষ্যে পরিদর্শন ও আলমাদরাসাতুল রাহমানিয়া আসসালাফিয়া এতিমখানার পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার শাহিনুল হক, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সুজানগর থানার ওসি(তদন্ত) মুক্ত রায় চৌধুরীকে বিদায় সংবর্ধনা

    সুজানগর থানার ওসি(তদন্ত) মুক্ত রায় চৌধুরীকে বিদায় সংবর্ধনা

    সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ অন্যত্র বদলি জনিত কারণে সুজানগর থানার ওসি (তদন্ত) মুক্ত রায় চৌধুরীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার পাবনার সুজানগর পৌরসভার এক নং বিট পুলিশিং কার্যালয়ে অন্যত্র বদলি হওয়া ওই পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান করা হয়। সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহিদুল হাসান রোজ এর সভাপতিত্বে এবং সুজানগরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মেহেদী মাসুদের স ালনায় সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুজানগর শাখার শাখা ব্যবস্থাপক রাশিদুল হক, বিদায়ী সুজানগর থানার ওসি (তদন্ত) মুক্ত রায় চৌধুরী, সুজানগর থানার নবাগত সাব-ইন্সপেক্টর ও পৌরসভার এক নং বিট পুলিশিং এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোদাচ্ছের হোসেন, প্রবীন সাংবাদিক মোহাম্মদ আলী, শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক আলাউদ্দিন, দৈনিক যায়যায়দিন পত্রিকার সুজানগর উপজেলা প্রতিনিধি এম.মনিরুজ্জামান, দৈনিক যুগান্তরের সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, পৌরসভার তিন নং ওয়ার্ড কাউন্সিলর জায়দুল হক জনি সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

    এম,এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • ঢাকা-বরিশাল পটুয়াখালী মহাসড়ক ফোর লেন উন্নীতকরণ প্রকল্পের পরিদর্শন

    ঢাকা-বরিশাল পটুয়াখালী মহাসড়ক ফোর লেন উন্নীতকরণ প্রকল্পের পরিদর্শন

    বি এম মনির হোসেনঃ-

    ঢাকা-বরিশাল ও পটুয়াখালী মহাসড়ক ফোর লেন উন্নীতকরণ প্রকল্পের গৌরনদী অংশের অধিগ্রহণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।বর্তমান সরকারের উন্নয়নের হাওয়া বইছে দক্ষিণাঞ্চল জুড়ে। তারই ধারাবাহিকতায় পদ্মা সেতু বরিশালবাসীর জন্য বয়ে এনেছে উন্নয়নের শুভযাত্রা। ঢাকা-বরিশাল ও পটুয়াখালী মহাসড়ক ফোর লেন উন্নীতকরণ প্রকল্পের আওতায় আজ ৩০ অক্টোবর, রবিবার বিকালে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে গৌরনদী অংশের অধিগ্রহণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, বরিশাল জসীম উদ্দীন হায়দার, সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (বরিশাল অঞ্চল) এ. কে. এম. আজাদ রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), বরিশাল গৌতম বাড়ৈ, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ বরিশাল তালুকদার মোহাম্মদ ইউনুস, মেয়র গৌরনদী পৌরসভা হারিছুর রহমান হারিছ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, গৌরনদী সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, নির্বাহী প্রকৌশলী (সওজ) সড়ক বিভাগ, বরিশাল মাসুদ মাহমুদ সুমনসহ এলাকার সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধারা। বিকালে বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউশনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। সেখানে তিনি ঢাকা-বরিশাল ও পটুয়াখালী মহাসড়ক ফোর লেন উন্নীতকরণ প্রকল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন এবং পাশাপাশি ফোর লেন উন্নীতকরণে বাটাজোর ঐতিহ্যবাহী অশ্বিনী কুমার ইনস্টিটিউশন রক্ষায় করণীয় বিষয়ে সকলের সাথে কথা বলেন। পরে তিনি অন্যান্য অতিথিসহ ঢাকা-বরিশাল ও পটুয়াখালী মহাসড়ক ফোর লেন উন্নীতকরণ প্রকল্পের গৌরনদী অংশের অধিগ্রহন কাজ সরেজমিনে পরিদর্শন করেন।

  • নানা আয়োজনে জয়পুরহাটে কমিউনিটি পুলিশিং ডে পালিত

    নানা আয়োজনে জয়পুরহাটে কমিউনিটি পুলিশিং ডে পালিত

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ এ স্লোগান সামনে রেখে জয়পুরহাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। শনিবার(২৯ অক্টোবর) বিকেলে জয়পুরহাট জেলা পুলিশ এর আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পুলিশ লাইন্স চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় বক্তব্য রাখেন,পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা পরিষদ নব-নির্বাচিত চেয়ারম্যান খাজা শামসুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফারজানা হোসেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আহসান কবির এপ্লব, জেলা পুলিশিং কমিটির আহ্বায়ক গোলাম হক্কানী, সদস্য সচিব নন্দলাল পার্শী, জয়পুরহাট মহিলা আওয়ামী লীগের সভাপতি শাম্মিম আজিজ সাজ, জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম , ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন প্রমুখ।

    এসময় বক্তারা বলেন,কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগণ এবং পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধাবোধ ও সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে। ফলে বিভিন্ন ধরনের অপরাধ যেমন-মাদক, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা, ইভটিজিং ইত্যাদি নিয়ন্ত্রণ সহজ হয়। এছাড়া জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ন্ত্রণেও প্রয়োজনীয় আগাম তথ্য দিয়ে কমিউনিটির সদস্য তথা সমাজের মানুষ পুলিশকে সহযোগিতা করতে পারেন।

  • জীবননগর জাতীয় পাটিতে সাজেন্ট ফারুকসহ বেশ কিছু নেতা কর্মির যোগদান।

    জীবননগর জাতীয় পাটিতে সাজেন্ট ফারুকসহ বেশ কিছু নেতা কর্মির যোগদান।

    আল আমিন মোল্লা।

    জীবননগর জাতীয় পাটিতে বেশ কিছু নেতা কর্মির
    যোগদান করে রবিবার বিকালে জীবননগর উপজেলা জাতীয় পাটির পক্ষে থেকে উপজেলা দিবস উদযাপন কালে এ যোগদান অনুষ্ঠিত হয় ।উপজেলা দিবস উপলক্ষে উপজেলা জাতীয় পাটির সভাপতি অবসার পাপ্ আনাররী লেফটেনেন্ট মুজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ,উপজেলা জাতীয় পাটির সহ সভাপতি মুমিনুর রহমান হানেহার, সাধারন সম্পাদক মোসাক কাক্কা ,পৌর জাতীয় পার্টির সভাপতি আশাদুল ইসলাম মোল্লা,হাসাদাহ ইউনিযান জাতীয় পার্টির সভাপতি মতিয়ার রহমান , সাধারন সম্পাদক আব্দুল হান্নান ,উথলী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নাসির উদ্দিন, রায়পুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক ইব্রাহিম শিকদার।

  • কালীগঞ্জে পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত

    কালীগঞ্জে পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    “কমিউনিটি পুলিশিংয়ের মূল মন্ত্র,শান্তি শৃংখলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জ থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত।

    গত ২৯ শে অক্টোবর ২০২২ইং কালীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে “কমিউনিটি পুলিশিং ডে-২০২২” উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন সভা অনুষ্ঠিত হয়। প্রথমে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্ত্বর এসে শেষ হয়। পারে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    লালমনিরহাটের, কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ(ওসি) এ টি এম গোলাম রসুল, পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করে আসছে। এর ধারাবাহিকতায় কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো বেগবান ও গতিশীল করার জন্য প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার “কমিউনিটি পুলিশিং ডে” পালিত হয়ে আসছে। সারাদেশের পুলিশের সাথে জনগনের সম্পৃক্ততা জোরদার করণের জন্য এই কমিউনিটি পুলিশং ডে এর আয়োজন করা হয়। রাস্তায় মদ, গাঁজা, বন্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। জনগণের যেকোনো প্রয়োজনে পুলিশকে পাশে পাবে যার কারণে বিভিন্ন ইউনিয়ন, হাটবাজার ও স্থানীয় পর্যায়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করা হয়েছে।

    লালমনিরহাট জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সেক্রেটারি এবং কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান (অবসরপ্রাপ্ত অধ্যাপক) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার,আব্দুল মান্নান, প্রধান আলোচক ছিলেন কালীগঞ্জ থানার অফিসার
    ইনচার্জ(ওসি)এ টি এম গোলাম রসুল।

    আরো উপস্থিত ছিলেন,কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং কমিটির সেক্রেটারি মনিরুল ইসলাম কাঞ্চন,কালীগঞ্জ থানা পুলিশের কর্মকর্তা কর্মচারী সহ থানা কমিউনিটি পুলিশিং কমিটির সকল সদস্যগন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    হাসমত উল্লাহ।।

  • বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদপত্র ও স্মার্ট কার্ড বিতরণ গৌরনদীতে

    বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদপত্র ও স্মার্ট কার্ড বিতরণ গৌরনদীতে

    বি এম মনির হোসেনঃ-

    বর্তমানে চাকুরী ও শিক্ষা ভর্তিতেও মুক্তিযোদ্ধা কোটা চালু রয়েছে। বর্তমান সরকারের সময়ে মুক্তিযোদ্ধারা বিভিন্ন ভাতা প্রাপ্তির পাশাপাশি মাসিক ২০হাজার টাকা সম্মানী ভাতা পাচ্ছেন আর পূর্ববর্তি সরকারের সময়ে সেই ভাতা দেয়া হতো ৩শ টাকা। বর্তমান আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তাই মুক্তিযোদ্ধাদের প্রথম শ্রেণির নাগরিক হিসেবে গণ্য করে তাদের জন্য সকল ধরনের সাহায্য সহযোগীতা আর সম্মান অব্যাহত রেখেছেন।
    অসাম্প্রদায়িক দেশ গঠনে শেখ হাসিনার সরকারকে পুনারায় ভোটের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত করতে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, দক্ষিণাঞ্চলীয় মুজিব বাহিনীর প্রধান আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ (এমপি)।
    বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ৩০ অক্টোবর রোববার উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ অডিটোরিয়মে উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা সংসদের দ্বায়িত্বপ্রাপ্ত কমান্ডার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদপত্র ও স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধনী অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
    এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই পদ্মা সেতুসহ গোটা দক্ষিণাঞ্চলের অবহেলিত মানুষের ভাগ্যরে উন্নয়ন ঘটেছে। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দক্ষিণাঞ্চল বাসীকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।
    গৌরনদী উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন
    বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত,গৌরনদী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান হারিছ,
    উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আও উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, মন্ত্রীর একান্ত সচিব খায়রুল বাশার, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, গৌরনদী উপজেলা আওয়ামী লীগ সভাপতি এইচ এম জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু সাঈদ নান্টু,গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান
    মোঃ ফরহাদ হোসেন মুন্সি,
    গৌরনদী পৌর যুবলীগ সাধারণ সম্পাদক ও পৌরসভা ৩ নং ওয়ার্ড কমিশনার মোঃ আল-আমিন হাওলাদার,
    সাংবাদিক মিজানুর রহমান,
    গৌরনদী উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ বদিরুজ্জামান সবুজ,আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, গৌরনদীর সাংবাদিকসহ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানগনসহ আওয়ামী লীগের নেতা কর্মীরা।
    পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা কৃষক কুলের নয়নমনি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাতের ছোট নাতি, বরিশাল জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ’র হাতে ডিজিটাল সনদপত্র প্রদানের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদপত্র এবং স্মার্ট কার্ড বিতরণের শুভ উদ্বোধন করেন। উপজেলায় ৮৪৮ জন বীর মুক্তিযোদ্ধা ডিজিটাল সনদপত্র এবং ও স্মার্ট কার্ড পাবেন।

  • সকলের নিকট দোয়া কামনা করেছেন সমাজসেবক বিকাশ দাশ গুপ্ত

    সকলের নিকট দোয়া কামনা করেছেন সমাজসেবক বিকাশ দাশ গুপ্ত

    নিজস্ব প্রতিনিধিঃ
    বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক, রাউজান ৬নং ওয়ার্ড এর স্থায়ী বাসিন্দা বিকাশ দাশ গুপ্ত শারীরিক ভাবে অসুস্থ হয়ে গত ৭ দিন ধরে ঢাকায় একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় আছেন,তার আশু রোগমুক্তি কামনায় সকলের নিকট দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন তরুন সমাজসেবক ও রাজনীতিবিদ বিকাশ দাশ গুপ্ত।

  • কমিউনিটি পুলিশিং এর একজন দক্ষ সংগঠক সাখাওয়াত হোসেন বাবুল

    কমিউনিটি পুলিশিং এর একজন দক্ষ সংগঠক সাখাওয়াত হোসেন বাবুল

    কমিউনিটি পুলিশিং একটি সাংগঠনিক দর্শন ও ব্যবস্থাপনা; যা জনগণকে সম্পৃক্ত করে। জনগণ, সরকার ও পুলিশের অংশীদারিত্বের ভিত্তিতে এই কার্যক্রম অপরাধ দমন ও সমস্যা সমাধানকল্পে অপরাধের কারণ দূরীকরণ, অপরাধ প্রবণতা হ্রাস ও সমাজের বিভিন্ন সমস্যার সমাধান দেয়। এর মূলমন্ত্র হচ্ছে ‘শান্তি-শৃঙ্খলা সর্বত্র’। সমাজের প্রতিটি স্তরে অপরাধ প্রবণতা দূরীকরণ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে কমিউনিটি পুলিশিং সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং সমাজকে নিরাপদ রাখবে- এমনটাই প্রত্যাশা করছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    সেই ধারাবাহিকতা ধরে কমিউনিটি পুলিশিং কার্যক্রম কে তরান্বিত করার লক্ষে সমাজে বিভিন্ন ধরনের অপরাধের প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, জনগণকে সচেতন করা, আইনি সহায়তা দেওয়া এবং পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে ময়মনসিংহ জেলা কমিউনিটি পুলিশং এর অন্যতম সংগঠক সাখাওয়াত হোসেন বাবুল।
    তিনি ময়মনসিংহ জেলার দুইবার শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত কমিউনিটি পুলিশিং এর সদস্য, দুই দুই বার কমিউনিটি পুলিশিং কমিটির মাধ্যমে নেপাল ভ্রমন করেছেন এবং PRP পুলিশ সংস্কার কর্মসূচীর মাধ্যমে বাংলাদেশের ১১ টি জেলায় ফেসিলেটর ট্রেইনার হিসাবে কাজ করে কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের কে ট্রেনিং করিয়েছেন ।

    প্রতি বছর ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালন করাসহ সমাজের যে কোন অপরাধ নির্মুলে তিনি পুলিশকে সহযোগিতা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ভূমিকা রাখছেন। প্রতি বছরের মতো এবারও শনিবার (২৯ অক্টোবর) ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ পালন করার লক্ষে বিশাল শোডাউন নিয়ে মূল কর্মসূচীতে যোগ দেন তিনি। সমাজের মাদক,
    জুয়া,বাল্যবিবাহ, সন্ত্রাস, নারী নির্যাতন সহ যে কোন অপরাধ নির্মুলে কাজ করছেন সাখাওয়াত হোসেন বাবুল।