August 15, 2025, 10:42 am
কমিউনিটি পুলিশিং একটি সাংগঠনিক দর্শন ও ব্যবস্থাপনা; যা জনগণকে সম্পৃক্ত করে। জনগণ, সরকার ও পুলিশের অংশীদারিত্বের ভিত্তিতে এই কার্যক্রম অপরাধ দমন ও সমস্যা সমাধানকল্পে অপরাধের কারণ দূরীকরণ, অপরাধ প্রবণতা হ্রাস ও সমাজের বিভিন্ন সমস্যার সমাধান দেয়। এর মূলমন্ত্র হচ্ছে ‘শান্তি-শৃঙ্খলা সর্বত্র’। সমাজের প্রতিটি স্তরে অপরাধ প্রবণতা দূরীকরণ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে কমিউনিটি পুলিশিং সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং সমাজকে নিরাপদ রাখবে- এমনটাই প্রত্যাশা করছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সেই ধারাবাহিকতা ধরে কমিউনিটি পুলিশিং কার্যক্রম কে তরান্বিত করার লক্ষে সমাজে বিভিন্ন ধরনের অপরাধের প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, জনগণকে সচেতন করা, আইনি সহায়তা দেওয়া এবং পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে ময়মনসিংহ জেলা কমিউনিটি পুলিশং এর অন্যতম সংগঠক সাখাওয়াত হোসেন বাবুল।
তিনি ময়মনসিংহ জেলার দুইবার শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত কমিউনিটি পুলিশিং এর সদস্য, দুই দুই বার কমিউনিটি পুলিশিং কমিটির মাধ্যমে নেপাল ভ্রমন করেছেন এবং PRP পুলিশ সংস্কার কর্মসূচীর মাধ্যমে বাংলাদেশের ১১ টি জেলায় ফেসিলেটর ট্রেইনার হিসাবে কাজ করে কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের কে ট্রেনিং করিয়েছেন ।
প্রতি বছর ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালন করাসহ সমাজের যে কোন অপরাধ নির্মুলে তিনি পুলিশকে সহযোগিতা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ভূমিকা রাখছেন। প্রতি বছরের মতো এবারও শনিবার (২৯ অক্টোবর) ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ পালন করার লক্ষে বিশাল শোডাউন নিয়ে মূল কর্মসূচীতে যোগ দেন তিনি। সমাজের মাদক,
জুয়া,বাল্যবিবাহ, সন্ত্রাস, নারী নির্যাতন সহ যে কোন অপরাধ নির্মুলে কাজ করছেন সাখাওয়াত হোসেন বাবুল।