Blog

  • পাইকগাছায় বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা

    পাইকগাছায় বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।পাইকগাছায় বিষপানে এসএসসি পরীক্ষার্থী জিৎ মন্ডল(১৬) এর অকাল মৃত্যু হয়েছে। সে উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া অকাইবাসিয়া গ্রামের গৌবিন্দ মন্ডলের একমাত্র ছেলে। স্থানীয়রা জানান,জিৎ শনিবার সকাল ১১ টার দিকে খড়িয়া বাইনতলা হাটে আসছিল। ধারনা করা হচ্ছে হাট থেকে বাড়ী ফেরার পথে সে একটি গাছের নীচে বসে বিষপান করে। জানাজানির পর তাকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর জিৎ মৃত্যু বরন করে। নিহতের প্রতিবেশি সাবেক ইউপি সদস্য প্রকাশ চন্দ্র মন্ডল বলেন,আমার জানামতে জিৎ খুবই ভালো মানুষ ছিলেন। এমনকি কারোর সাথে ঝগড়া বা গন্ডগোল হয়েছে তা আমার জানা নেই। অন্য একটি সুত্র জানান, গতকাল জিৎ এর মা’র একটি স্কুলে চাকুরী হয়েছে। সবাই সেই আনন্দে ব্যস্তছিল। একটি সূত্র জানায় অতিরিক্ত মোবাইল নিয়ে ব্যস্ত থাকায় জিৎকে বকাঝকা করায় অভিমানে সে বিষপান করতে পারে। ওসি মোঃ জিয়াউর রহমান জানান প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, পারিবারিক কলহের কারনে হয়তো জিৎ আত্মহত্যা করতে পারে। তদন্ত করলে মৃত্যুর আসল রহস্য বের হয়ে আসবে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় ৫০ বোতল ফেনসিডিল ও গাজাসহ আটক-৩ঃ থানায় মামলা

    পাইকগাছায় ৫০ বোতল ফেনসিডিল ও গাজাসহ আটক-৩ঃ থানায় মামলা

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় ফেনসিডিল ও গাজাসহ তিন জনকে পুলিশ গোপন সংবাদে পৃথক পৃথক অভিযান চালিয়ে আটক করেছে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার চাঁদখালীর শাহাপাড়ার মৃত্যু ইন্তাজ গাইনের ছেলে আঃ রশিদ (৬০) তার বাড়ীতে ফেনসিডিল বিক্রি করছিল।এ সংবাদ পেয়ে এস আই সুকান্ত কর্মকার,শেখ পলাশ ও মনজুরুল ইসলাম অভিযান চালিয়ে হাতেনাতে ৫০ বোতল ফেনসিডিল জব্দ করে। এ সময় আটক করে আঃ রশিদ ও সাতক্ষীরার কালিগঞ্জ থানার উজনপুর গ্রামের মোহাম্মদ আলী সরদারের ছেলে সেলিম সরদার (৪৫)কে। এর সাথে জড়িত মুল হোতা শাহপাড়া গ্রামের হাজেল গাইনের ছেলে মুকুল গাইন (৪৪)পালিয়ে যায়। অপরদিকে একই রাত সাড়ে ৯ টার দিকে ২৫ গ্রাম গাজাসহ প্রদীপ মন্ডল (৩০)কে এ এসআই নাসিরুদ্দিন আটক করেন। সে উপজেলার লস্কর ইউনিয়নের গোয়ালবাবাড়ি গ্রামের মৃত প্রসেনের ছেলে। তাদের নামে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। আইনে প্রক্রিয়ায় তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান জানান।

  • পাইকগাছায় বন্য প্রাণী সংরক্ষণ ও মৎস্য রক্ষা  সংরক্ষণ আইন বিষয়ে দু’দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

    পাইকগাছায় বন্য প্রাণী সংরক্ষণ ও মৎস্য রক্ষা সংরক্ষণ আইন বিষয়ে দু’দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা উপজেলা পরিষদের আয়োজনে বন্য প্রাণী সংরক্ষণ ও মৎস্য রক্ষা আইন বিষয়ে সংশ্লিষ্ট জনগণের মাঝে সচেতনতা মূলক দু’দিন ব্যাপী
    প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)’র সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লিপিকা ঢালী। পাইকগাছা বন ও পরিবেশ বিষয়ক কমিটির বাস্তবায়নে এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। প্রশিক্ষক ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান ও উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, সার্বিক সহায়তায় ছিলেন, পাইকগাছা উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগের উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর মোঃ হাফিজুর রহমান সরকার, উপজেলা পরিষদ সিএ কৃষ্ণপদ মন্ডল। ২ দিন ব্যাপী প্রশিক্ষণে ১০টি ইউনিয়নের ১শ জন সম্ভব্য আগ্রহী ও প্রশিক্ষণার্থীগণ অংশ গ্রহণ করেন। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন,১৯৫০ এর বিভিন্ন ধারা সমূহ আলোচনা, এর সংশোধনী সমূহের গুরুত্ব, সংশোধিত ধারা সমূহ আলোচনা, বন্য প্রাণী সংরক্ষণ আইন, ১৯২০, ৭৩ সালের এর বিভিন্ন ধারা সমূহ প্রশিক্ষণের বিষয়বস্তু ছিল।

  • ধামইরহাটে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ডিজিটাল আইডি কার্ড বিতরণ

    ধামইরহাটে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ডিজিটাল আইডি কার্ড বিতরণ

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ডিজিটাল আইডি কার্ড বিতরণ করা হয়েছে।

    ৩০ অক্টোবর বেলা ১১ টায় ধামইরহাট উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল স্কুল অব ফিউচার প্রোগ্রামের আওতায় ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণির ১ হাজার ৫০ জন শিক্ষার্থী ও ৩২ জন শিক্ষক-কর্মচারীদের ডিজিটাল আইডি কার্ড বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধামইরহাট উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। এ সময় উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা আইসিটি অফিসার মহিউদ্দীন ভুইয়া, প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু, ম্যানেজিং কমিটির সভাপতি মো. ছানাউল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আবু ইউসুফ, অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
    নতুন স্মার্ট পরিচয়পত্র পেয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্যম ও উৎফুল্লতা লক্ষ করা গেছে, মান সম্মত শিক্ষা ও ভাল ফলাফল অর্জনেও শিক্ষার্থীরা এ উদ্যম ধরে রাখবে বলে উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী আশাবাদ ব্যক্ত করেন। #

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত

    নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে তিনজন নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, রবিবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    আহত ও তাদের স্বজনরা জানান, গত ২৮ অক্টোবর বাগডাঙ্গা গ্রামের সিদ্দিক মোল্যার ছেলে নয়ন মোল্যার বিয়ের বরযাত্রী থেকে ফেরার সময় তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামের মোল্যা বংশ ও মিনে বংশের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।
    ওই গ্রামের মনির মিনা জানান, শুক্রবার সকালে বাগডাঙ্গা খেয়াঘাটে চা পানের জন্য তাদের মিনে বংশের লোকজন গেলে পরিকল্পিতভাবে একই পাড়ার মোল্যা বংশের লোকজন লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। ঠেকাতে গিয়ে তিনজন নারীসহ আহত হয় ১৫ জন। সদর হাসপাতাল সূত্রে জানা গেছে সংঘর্ষে আহত হয়ে শিয়াবুল মিনা (২২), বাবলু মিনা (৩৬), রজিবুল মিনা (২৮), বিল্লাল মোল্যার স্ত্রী ঝর্না বেগম (৪৫), হোসেন মিনা (৪৫), মুসা মিনার স্ত্রী চম্পা বেগম (৫০), রাব্বি মোল্যা (২৫), বিল্লালের স্ত্রী নাসরিন বেগম (৪৫), আলামিন মোল্যা (৫০), রানা মিনা (২৮), সামিউল মিনা (২৩), সজীব মিনা (২৩) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
    নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শরীফ মো. হাসান ফেরদৌস জানান, গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

    নড়াইল সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, বিয়ের গাড়ি ভাড়া নিয়ে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে গ্রামের দুটি বংশের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছেন। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

  • নড়াইল জেলা বাস মিনিবাস কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বিপ্লব বিশ্বাস সভাপতি, আব্দুল্লাহ আল মামুন সাধারন সম্পাদক নির্বাচিত

    নড়াইল জেলা বাস মিনিবাস কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বিপ্লব বিশ্বাস সভাপতি, আব্দুল্লাহ আল মামুন সাধারন সম্পাদক নির্বাচিত

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইল জেলা বাস মিনিবাস কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজি: নং-১২৯৫)
    ত্রি-বার্ষিক নির্বাচনে বিপ্লব বিশ্বাস বিলো সভাপতি, আব্দুল্লাহ আল মামুন
    সাধারন সম্পাদক নির্বাচিত হয়েয়েছেন। শ্রমিকদের স্বতস্ফ’র্ত উপস্থিতিতে
    উৎসব মূখর পরিবেশে শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি
    উজ্জ্বল রায়, জানান, নির্বাচনের ভোট গননা শেষে রাত পৌনে ৯টায় ফলাফল ঘোষনা করেন নির্বাচন
    পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা
    বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি মো: রবিউল হোসেন। ফলাফল ঘোষনার সময়
    নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও নড়াইল বাস,মিনিবাস পরিবহন মালিক সমিতির
    সাধারন সম্পাদক, নড়াইল পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হক,কাউন্সিলর
    মো: রেজাউল বিশ্বাস এবং নড়াইল জেলা ট্রাক,ট্রাক্টর,কাভার্ডভ্যান,
    ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আবুল কাশেম,সাধারন সম্পাদক মো:
    আব্দুর রউফ মোল্যা উপস্থিত ছিলেন।
    এ নির্বাচনে কার্যকরী সভাপতি পদে মোতাহার হোসেন মোল্যা,সহ-সভাপতি পদে মো:
    অহিদুজ্জামান ওহিদুর,যুগ্ন সম্পাদক পদে মো: মকতুল হোসেন,সাংগঠনিক সম্পাদক
    পদে মো: কামরুল বিশ্বাস,সহ-সাধারন সম্পাদক পদে মো: তিতু গাজী,দপ্তর
    সম্পাদক পদে মোহাম্মদ হিরোন,কোষাধ্যক্ষ পদে মো: মাহবুর রহমান,প্রচার
    সম্পাদক পদে মো: রিপন মোল্যা,কার্য্যনির্বাহী সদস্য পদে মফিজুর রহমান
    মোল্যা,মো: আবু তাহের ও মো: ইসরাফিল শেখ নির্বাচিত হয়েছেন। মোট ১৯৬০
    ভোটের মধ্যে ১৮১৬ ভোট কাষ্টিং হয়।
    নির্বাচন চলাকালে নড়াইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা
    পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌরসভার মেয়র ও জেলা
    আওয়ামীলীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা, নড়াইল বাস,মিনিবাস পরিবহন মালিক
    সমিতির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন
    ভোট কেন্দ্রে এসে শ্রমিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

  • ​ফুলবাড়িয়ায় দুই বোনের সঙ্গে প্রেমের সম্পর্কে বড় বোনের প্রেমিক খুন

    ​ফুলবাড়িয়ায় দুই বোনের সঙ্গে প্রেমের সম্পর্কে বড় বোনের প্রেমিক খুন

    ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
    ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ছুরিকাঘাতে মামুন হাসান (২১) নামে এক যুবক খুন হয়েছে। এই ঘটনায় শাকিল মিয়া (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার আছিম ইউনিয়নের হুরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
    নিহত মামুন হাসান উপজেলার আছিম ইউনিয়নের হুরবাড়ি গ্রামের মৃত আব্দুল হাই’র অর্নাস পড়–য়া ছেলে। অপরদিকে গ্রেপ্তারকৃত শাকিল মিয়া একই উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ফুলতলা গ্রামের আব্দুল মালেকের ছেলে।
    গ্রেপ্তারকৃত শাকিলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
    তিনি বলেন, একই উপজেলার কালাদহ ইউনিয়নের সহোদর দুই বোনের সাথে প্রেমের সম্পর্ক ছিল নিহত মামুন হাসান ও গ্রেপ্তারকৃত শাকিল মিয়ার সাথে। নিহত মামুন হাসানের প্রেমের সম্পর্ক ছিল বড় বোনের সাথে ও গ্রেপ্তারকৃত শাকিল মিয়ার প্রেমের সম্পর্ক ছিল ছোট বোনের সাথে। তাদের দুইজনে মধ্যে কথা কাটাকাটি শুরু হলে এক পর্যায়ে মামুনকে ছুড়িকাঘাত করেন শাকিল। ঘটনাস্থলে মামুন নিহত হয়।
    খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মামুনের মরদেহ উদ্ধার করে ফুলবাড়ীয়া থানায় পুলিশ। রোববার (৩০ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফুলবাড়িয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হানিফ মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

    মোঃ সেলিম মিয়া
    ফুলবাড়ীয়া ময়মনসিংহ প্রতিনিধিঃ

  • মহালছড়িতে এপিবিএন ও স্বাস্থ্য কমপ্লেক্স যৌথ মেডিকেল ক্যাম্প

    মহালছড়িতে এপিবিএন ও স্বাস্থ্য কমপ্লেক্স যৌথ মেডিকেল ক্যাম্প

    (রিপন ওঝা,মহালছড়ি)

    খাগড়াছড়ির মহালছড়িতে আজ ৩০ অক্টোবর রোজ রবিবার
    সকাল ১০.০০ঘটিকায় ৬ এপিবিএন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যৌথ উদ্যোগে একটি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

    মহালছড়ির মুবাছড়ি ইউনিয়নের মহামুনিপাড়াস্থ সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় মাঠে এই মেডিকেল ক্যাম্পেইনটি শুরু করা হয় এবং বিকাল ৩.০০ঘটিকায় শেষ হয়।

    উক্ত ক্যাম্পেইনটি মহালছড়ি ৬ এপিবিএন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ যৌথভাবে এলাকার দুঃস্থ ও হতদরিদ্র মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করবে বলে জানা গেছে।

    উক্ত এ কর্মসূচিতে ৬ এপিবিএন’র সহকারী পুলিশ সুপার মোঃ তাসলিম হুসাইন, সহকারী পুলিশ সুপার রুবেল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ কলিন্স চাকমা, ডাঃ দীপংকর ধর, ডাঃ নুনু মারমা, ডাঃ রুপময় তনচংগ্যা ও ফার্মাসিস্ট রাজীব পাল সহ অন্যান্য সহযোগীগণ।

    উক্ত মেডিকেল ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন মহালছড়ি ৬ এপিবিএন এর অতিরিক্ত ডিআইজি মোঃ আওরঙ্গজেব মাহবুব এবং উপস্থিত থেকে তিনি দিক নির্দেশনা প্রদান করেছেন।

    আজকের মহতী উদ্যোগে দূর্গম পাহাড়ী এলাকায় ৬ এপিবিএন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এই যৌথ উদ্যোগকে স্থানীয় জনসাধারন স্বাগত জানায়। মহিলা, শিশু ও বয়োবৃদ্ধগণ নিজেদের দোরগোড়ায় এরূপ উন্নত চিকিৎসা সেবা পেয়ে মহালছড়ি ৬ এপিবিএন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও সাধুবাদ ব্যক্ত করেন।

    মহালছড়ি ৬ এপিবিএন ও স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা মহালছড়িতে সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি এই রকম মানবিক কাজ করে আসছে, ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে বলে জানা যায়।

  • নড়াইলে হিন্দু স্প্রদায়ের ঐতিহ্যবাহী মেলা শেষ

    নড়াইলে হিন্দু স্প্রদায়ের ঐতিহ্যবাহী মেলা শেষ

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইলে হিন্দু স্প্রদায়ের ঐতিহ্যবাহী মেলা শেষ
    শ্যামা মায়ের ৪০০ বছরের ঐতিহ্যবাহী মেলা। নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের শ্রী শ্রী শ্যামা মায়ের মন্দিরটি ৪০০ বছরের পুরোনো। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মহানামযজ্ঞ উপলক্ষে প্রতিবছর এ মন্দিরে মেলা বসার ঐতিহ্য দীর্ঘদিনের। তবে করোনা ভাইরাসের কারণে গত দুই বছর এ ঐতিহ্যে ছেদ পড়ে। এ বছর করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকায় প্রাচীণ এ মন্দির প্রাঙ্গণে আবারও বসেছে মেলা। উৎসবে মেতেছে হিন্দু স্প্রদায়ের মানুষ। শ্যামা মায়ের পূজা-অর্চনায় বিশ্ববাসীর মঙ্গল কামনা করছে তারা। একইসঙ্গে দেশ মাতৃকার কল্যাণ ও বিশ্ব শান্তি কামনায় মন্দির প্রাঙ্গণে তিনদিন ব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান চলছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) থেকে শুরু হওয়া এ মহানামযজ্ঞ অনুষ্ঠান রবিবার ভোরে শেষ হবে।
    স্থানীয় লোকজন জানান, উপজেলার পুরুলিয়া গ্রামে প্রায় ৪০০ বছর আগে প্রতিষ্ঠা করা হয় শ্রী শ্রী শ্যামা মায়ের মন্দির। ওই মন্দির প্রাঙ্গণে প্রতিবছর শ্যামা মায়ের পূজা-অর্চনার পাশাপাশি মহানামযজ্ঞ অনুষ্ঠানকে কেন্দ্র জাকজমকপূর্ণ মেলা বসে। ২০২০ সালে করোনাভাইরাস ছড়িয়ে পড়লে মেলা বন্ধ করে দেওয়া হয়। তখন স্বাস্থ্যবিধি মেনে শুধু পূজা-অর্চনা করেছে পুণ্যার্থীরা। এ বছর করোনাভাইরাসের প্রকোপ কমে আসার কারণে মন্দির কমিটি আবার মেলার আয়োজন করেছে।
    বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মন্দির প্রাঙ্গণে মহানামযজ্ঞ অনুষ্ঠান ও মেলার উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নিশ্চিন্ত কুমার পোদ্দার। এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকার প্রমূখ।
    মেলায় শিশুদের বিনোদন দেওয়ার জন্য বিভিন্ন খেলার আয়োজন রাখা হয়েছে। মাটির খেলনা, শোপিচ, তৈজসপত্র, গ্রামীণ ঐতিহ্যের নানা সামগ্রীর পসরা নিয়ে বসেছেন প্রায় শতাধিক দোকানিরা।
    মেলায় আসা তন্দ্রা রানী বিশ্বাস বলেন, ‘বিয়ের পর থেকে তিনি প্রতিবছর এ মন্দিরে এসে পূজা-অর্চনা দিয়ে পরিবারের মঙ্গল কামনা করেন। মেলা থেকে বিভিন্ন সামগ্রী ক্রয় করে বাড়িতে ফেরেন। দুই বছর ধরে প্রাণের এ উৎসবে মিলিত হতে পারেননি তিনি। আবার এ উৎসবে মিলিত হতে পেরে আনন্দ লাগছে তার।’ মেলায় মাটির তৈরি জিনিসপত্রের দোকান নিয়ে বসা শংকর কুমার পাল বলেন, ‘প্রতিবছর মেলায় এ অঞ্চলের মানুষের ঢল নামে। মানুষের সংসারের নানা প্রয়োজনীয় জিনিস মেলা থেকে ক্রয় করেন তারা। করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর এ বছর আবার মেলা বসায় তারা খুব খুশি।
    শ্রী শ্রী শ্যামা মায়ের মন্দিরের সেবায়েত নন্দ দুলাল চক্রবর্তী বলেন, ‘মন্দিরটি অনেক পুরোনো ও ঐতিহ্যবাহী। অনেক রাজনৈতিক ও ভৌগোলিক পরিবর্তনের মধ্য দিয়ে ৪০০ বছরের ঐতিহ্য ধরে রাখা সম্ভব হয়েছে। করোনাকালীন দুই বছর পর এলাকার মানুষ মন্দিরে উৎসবে মিলিত হয়েছে। এ বছর মানুষ প্রাণ খুলে পূজা-অর্চনায় ও মহানামযজ্ঞ অনুষ্ঠানে যোগ দিচ্ছে। শামিল হয়েছে উৎসবে। জমে উঠেছে বাঙালির সংস্কৃতির মেলা।

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • পঞ্চগড় দেবীগঞ্জে শ্যামলী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

    পঞ্চগড় দেবীগঞ্জে শ্যামলী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়:
    পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় শ্রী সমাজ রায় (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।দূর্ঘটনাটি রোববার (৩০ অক্টোবর) সকালে দেবীগঞ্জ উপজেলার টেপরিগঞ্জের বটতলি এলাকায় ঘটে।এসময় আহত হয়েছেন চক্র রায় (৪০)।
    নিহত সমাজ রায় উপজেলার খারিজা ভাজনি পঞ্চায়েত পাড়ার সুবাশ চন্দ্র রায়ের ছেলে।
    পুলিশ ও টেপরিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.গোলাম রহমান সরকার জানান,সমাজ রায় সকালে মিলনগঞ্জ বাজার থেকে ভাউলাগঞ্জ বাজারের দিকে যাওয়ার সময়।লোকাল সড়ক থেকে মুল সড়কে উঠতে গিয়ে, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি কোচ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় এতে সড়কে ছিটকে পড়ে ওই যুবক।পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
    দেবীগঞ্জ থানার এস আই মো.হেলাল উদ্দিন শ্যামলী পরিবহনের একটি গাড়ীর ধাক্কায় মোটরসাইকেল আরোহী ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।