বিশেষ প্রতিবেদক : মঙ্গলবার ১ নভেম্বর সকাল ১০ টায় বানারীপাড়া উপজেলায় জাতীয় যুব দিবস – ২০২২ পালিত হয়েছে।দিবস পালনের কর্মসূচির মধ্যে ছিল যুব র্যালী ঋণ বিতরণ, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ এবং আলোচনা সভা। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্দ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার রিপন কুমার সাহা। আলোচনায় অংশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সাংবদিক এস মিজানুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক মোঃ জাহিদ হোসেন প্রমূখ। আলোচনা শেষে আত্মকর্মসংস্থানের জন্য দুজনকে ১ লক্ষ ২০ হাজার টাকা ঞ্চণ এবং ৩০ জন প্রশিক্ষণর্থীদেরকে সনদ বিতরণ করা হয়।#
Blog
-

কেশবপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
কেশবপুর প্রতিনিধিঃ
কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসারের কার্যালয়ের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২২ উপলক্ষে র্যালী, আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়েছে। ১নভেম্বর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও পলাশ মল্লিক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার, বাবুর আলী গোলদার, সুুফয়া খাতুন শিখা, নাজমূল হুসাইন প্রমুখ। -

কেশবপুরে জন্মদিনের উৎসবের মধ্যে এ্যাল কোহল পান করে দুই যুবকের মৃত্যু, হাসপাতালে এক
মোঃ জাকির হোসেন, কেশবপুর
কেশবপুর উপজেলার কালিচরণপুর গ্রামে এক যুবকের জন্মদিন পালনে আনন্দ উৎসবের মধ্যে এ্যাল কোহল পান করে দুই জন যুবকের মৃত্যু হয়েছে। আর এক জন গুরুতর অসুস্থ হয়ে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এলাকাবাসী ও থানার সূত্রে জানাযায় ২৯ অক্টোবর রাতে কেশবপুর উপজেলার কাটাখালি স্কুল মাঠে বসে কয়েক জন যুবক এক সাথে এ্যাল কোহল পান করে। এরপর রাতে তারা যার যার মত বাড়ি যেয়ে ঘুমাই। দিনে তারা আার জাগেনি। পরে দিন তাদের কেশবপুর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এরমধ্যে দুদিন পর ৩১অক্টোবর সন্ধ্যায় কেশবপুর উপজেলার কালিচরনপির গ্রামের রনজিত বাইন এর একমাত্র পুত্র ইন্দ্রজিৎ বাইন (১৮) ও মনিরামপুর উপজেলার সুজিতপুর গ্রামের মিহির বিশ্বাসের ছেলে রনি বিশ্বাস (২০) মারা যায়। অপর যুবক কালিচরনপুর ছোট পাচ্চুর ছেলে কৃষ্ণপদ(২০) যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন সাংবাদিকদের জানান জন্মদিনের উৎসব পালন করতে যেয়ে অতিরিক্ত এ্যাল কোহল পানে তাদের মৃত্যু হয়। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। -

নড়াইলের পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন ১৬ ও মেম্বার প্রার্থী ৮৯
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলের পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে
চেয়ারম্যান পদে লড়ছেন ১৬ ও মেম্বার প্রার্থী ৮৯। নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ও পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে জমজমাট প্রচার-প্রচারণা চলছে। আগামি ২ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। দু’টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ১৬ জন এবং মেম্বার পদে ৮৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে দলীয় প্রতীক ছাড়া এবারই প্রথম ইভিএম-এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও কৌতুহল বিরাজ করছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,
সরেজমিন গিয়ে দেখা যায়, শান্ত-স্বচ্ছ চিত্রা নদী বিধৌত জনপদ নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ও পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদ। তবে, দু’টি ইউনিয়নেই গ্রাম্য দ্বন্দ্ব-সংঘাত ও হানাহানি রয়েছে। ইতোপূর্বে একাধিক হত্যাকান্ডের ঘটনাও ঘটেছে এখানে। তবে সুষ্ঠু-সুন্দর পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে। শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সবাই।
কালিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পেড়লী ইউনিয়নে ১০ জন এবং পাঁচগ্রাম ইউনিয়নে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এক্ষেত্রে পেড়লী ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য (মেম্বার) পদে ১১ ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ৪৪ প্রার্থী মাঠে আছেন। এছাড়া পাঁচগ্রাম ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে নয় ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ২৫ প্রার্থী মাঠে আছেন। উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন সবাই।
এ ব্যাপারে পেড়লী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রজনীগন্ধা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মানজুর মোরশেদ সাগর বলেন, ভোটারদের কাছে ভালো সাড়া পেয়েছি। আশা করছি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। আমরা উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে চাই।
মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেন মোল্যা বলেন, দলীয় প্রতীক না থাকায় নির্বাচনে বাড়তি কোনো চাপ নেই। ভোটাররা তাদের মনের মতো প্রার্থীকে ভোট দিবেন। আর ইভিএম-এ গ্রামের লোকজন তেমন অভ্যস্ত নন। তারা ভোট দিতে গিয়ে সমস্যায় পড়তে পারেন।
৬ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মিজানুর রহমান লস্কর বলেন, আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আর এলাকার উন্নয়নে কোনো আগাম গল্প নয়, বিজয়ী হলে বাস্তবেই দেখাতে চাই।
৯ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী লায়েক শেখ বলেন, ভোটারদের ভালো সাড়া পেয়েছি। আশা করছি বিজয়ী হবো। বিজয়ী হলে ওয়ার্ডবাসীর উন্নয়ন করতে চাই। অপরপ্রার্থী মুজিবার রহমান শেখ বলেন, আমি সাধারণ খেটে খাওয়া মানুষ। বিজয়ী হলে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়তে চাই। জনগণের পাশে থাকতে চাই।
সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মুসলিমা বেগম বলেন, আমি মাইক প্রতীকে খুব ভালো সাড়া পেয়েছি। বিজয়ী হলে যার যা প্রাপ্য তা বুঝিয়ে দিব। অপরপ্রার্থী শামছুন নাহার শ্যামেলা বলেন, আমার আত্মবিশ্বাস অনেক ভোটে বিজয়ী হবো।
পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী বাদশা মোল্যা বলেন, পাঁচগ্রাম ছোট একটি ইউনিয়ন। শিক্ষা, সড়ক যোগাযোগসহ সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে ইউনিয়নবাসীর সেবা করতে চাই। আমার ঘোড়া প্রতীকে ব্যাপক সাড়া পেয়েছি। আশা করছি ২ নভেম্বরের নির্বাচনে বিজয়ী হবো।
চশমা প্রতীকের প্রার্থী এস এম সাইফুজ্জামান বলেন, আমি এই ইউনিয়নের প্রথম চেয়ারম্যান ছিলাম। নির্বাচন সুষ্ঠু হলে ভোটাররা এবারও আমাকে বিজয়ী করবেন। বিজয়ী হলে তথ্য-প্রযুক্তি নির্ভর মডেল ইউনিয়ন গড়ে তুলতে চাই।
মোটরসাইকেল প্রতীকের প্রার্থী এস এম আশিক বিল্লাহ বলেন, এ ইউনিয়নে তৃতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিগত দুই মেয়াদে তেমন কোনো উন্নয়ন হয়নি। আমি বিজয়ী হলে ইউনিয়ন পরিষদ ভবন, স্বাস্থ্য কেন্দ্র, ভূমি অফিস, পোস্ট অফিসসহ রাস্তাঘাটের উন্নয়ন করতে চাই। এছাড়া আমাদের এলাকায় ব্যাপক গ্রাম্য হানাহানি রয়েছে। কয়েকটি হত্যাকান্ডও ঘটেছে। চেয়ারম্যান নির্বাচিত হলে হানাহানি দুর করে সবাই যেন সুখ-শান্তিতে বসবাস করতে পারেন, সেই চেষ্টা করব।
এদিকে, ভোটাররা যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান। তাদের প্রত্যাশা বিজয়ী প্রার্থীরা এলাকার উন্নয়নে কাজ করবেন। নির্বাচনী প্রচারণাকালে তাদের (প্রার্থী) যেমন কাছে পাওয়া যাচ্ছে, বিজয়ের পরও যেন কাছে পাওয়া যায়।
কালিয়া উপজেলা নির্বাচন অফিসার বিশ্বাস সুজন কুমার জানান, পেড়লী ইউনিয়নে ১৮ হাজার ৩৭৫জন ভোটার আছেন। অন্যদিকে, পাঁচগ্রাম ইউনিয়নে ৬ হাজার ৫৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুষ্ঠু-সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। দলীয় প্রতীক ছাড়া প্রথম ইভিএম-এ ভোট নিয়ে আলোচনা-সমালোচনা
‘সুষ্ঠু-সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে’ ২ নভেম্বর নড়াইলের পেড়লী ও পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে। -

পঞ্চগড়ে বাংলাদেশ জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে পঞ্চগড় জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
বিকালে জেলা পরিষদ মিলনায়তনে পুনর্মিলনী ও আলেচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা জাসদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক এমরান আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কেন্দ্রীয় জাসদের নেতা সামুস কিবরিয়া প্রধান,জেলা জাসদ নেতা আজহারুল ইসলাম, শেখ সাজ্জাদ হোসেন বক্তব্য দেন।
সভায় অনেক প্রবীণ নেতা জাসদের রাজনীতির স্মৃতিচারণ করে বক্তব্য দেন। সভাটি সঞ্চালনা করে জেলা জাসদের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়।অধ্যাপক এমরান আল আমিন বলেন,গণতান্ত্রিক ব্যবস্থা,অসাম্প্রদায়িক সমাজ ও কল্যাণ রাস্ট্র নির্মাণে সকল গণতান্ত্রিক শক্তিকে একই প্লাটফর্মে এসে ঐক্যবদ্ধ হয়ে সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলে লুন্ঠনতন্ত্র উচ্ছেদ করতে হবে।
-

নড়াইলে ডেঙ্গি জ্বরে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার মৃত্যু
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে ডেঙ্গি জ্বরে আক্রান্ত হয়ে শেখ ফজলুল হক রোমান (২৮) নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পড়ুয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৩০ অক্টোবর) রাতে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নড়াইল সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামীমুর রহমান রোমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রোমান নড়াগাতি থানার খাসিয়াল ইউনিয়নের টোনা গ্রামের শেখ অলিয়ার রহমানের ছেলে। সে জবির প্রাণিবিদ্যা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এছাড়া রোমান ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এর আগে তিনি নড়াইলের নড়াগাতী থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ছিলেন।
সর্বশেষ গত ২৭ অক্টোবর ঘোষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হন তিনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রোমান গত শনিবার (২৯ অক্টোবর) ডেঙ্গি রোগের লক্ষণ নিয়ে নড়াইল সদর হাসপাতালে ভর্তি হন। রোববার ডেঙ্গিতে আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে রাতে তার মৃত্যু হয়। এর আগে গত শুক্রবার জ্বরে আক্রান্ত হয়ে নিজেই নিজের ফেসবুক আইডিতে ‘জ্বর’ লিখে স্ট্যাটাস দেন রোমান। এদিকে শেখ ফজলুল হক রোমানের মৃত্যুতে শোক জানিয়েছেন ছাত্রদল নড়াইল জেলা শাখার সভাপতি মো. ফরিদ হোসেন বিশ্বাস ও সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান। অপরদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আসাদুজ্জামান আসলাম এবং সাধারণ সম্পাদক সুজন মোল্যা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছাত্রদল নেতার মৃত্যুতে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন। -

নানা আয়োজনে সুজানগরে জাতীয় যুব দিবস পালিত
এম এ আলিম রিপন,সুজানগরঃ ‘প্রশিক্ষিত যুব,উন্নত দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা,প্রশিক্ষিত যুবক এবং যুব মহিলাদের মাঝে সনদ ও ঋণের চেক বিতরণের মাধ্যমে পাবনার সুজানগরে পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২২। উপজেলা পরিষদ হলরুমে মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেনের স ালনায় জাতীয় যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রেজাউল করিম রেজা। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হোসেন। আলেচনা সভায় বক্তরা বলেন, যুব সমাজ যে কোন দেশের উন্নয়নের প্রধান চালিকা শক্তি। তাদের মেধা,সৃজনশীলতা,সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই গড়ে উঠে একটি জাতির অর্থনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক পরিমন্ডল। তাই দেশের যুবকদের মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং ধ্বংসাত্মক কার্যকলাপ পরিহার করে প্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান । উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কার্নিজ ফারজানা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জিল্লুর রহমান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পল্লীগ্রাম পত্রিকার সম্পাদক আব্দুস শুকুর, পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে উপজেলার ০৮ জন যুব প্রশিক্ষণ প্রাপ্ত যুবক এবং যুব মহিলাদের মাঝে ৩ লাখ ৪০ হাজার টাকার ঋণের চেক ও প্রশিক্ষণের সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।। -

সুজানগরে স্মরণকালের সর্ববৃহৎ মিছিল করল বিএনপি
এম এ আলিম রিপন,সুজানগর ঃ স্মরণকালের বিএনপির বৃহত্তম মিছিল দেখলো সুজানগরবাসী। নবগঠিত সুজানগর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করায় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে এ মিছিল বের করে উপজেলা ও পৌর বিএনপি। ২০০৮ সালে আ.লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর মঙ্গলবার(০১ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলার হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহনে বের হওয়া মিছিলটি এবারে প্রথমবারের মতো পৌর বাজার সহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রফেসরপাড়া চত্বরে গিয়ে শেষ। এ সময় মিছিলে স্লোগানে স্লোগানে নেতাকর্মীরা প্রকম্পিত করে তোলে সুজানগরের রাজপথ। মিছিলটি দেখে রাস্তার দুপাশের পথচারী, যানবাহনের চালক ও যাত্রী, ব্যবসা প্রতিষ্ঠানের ক্রেতা বিক্রেতা ও বিভিন্ন বাসাবাড়ীর মানুষজন করতালি দিয়ে মিছিলকে স্বাগত জানান। এর আগে সকল বাধা অতিক্রম করে মিছিলে যোগ দিতে দুপুর ২টা থেকেই স্থানীয় পৌরসভার ভবানীপুর এলাকায় জমায়েত হতে থাকেন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী । এ সময় থানা পুলিশ সদস্যরা বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নেয়। মিছিল শেষে উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক আলহাজ্ব এ.বি.এম তৌফিক হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ আব্দুর রউফের স ালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান, জেলা বিএনপির সদস্য আবুল হাশেম, সেলিম আহমেদ, আশিক খান, ডাঃ আহমেদ মোস্তফা নোমান, সুজানগর পৌর বিএনপির নতুন আহ্বায়ক কামরুল হুদা কামাল বিশ্বাস, সদস্য সচিব জসিম বিশ্বাস, জেলা যুবদলের সদস্য সচিব মনির আহমেদ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, বিএনপি প্রমুখ। সমাবেশে বক্তরা বলেন, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে মানুষের অধিকার ও জনগণের সরকার প্রতিষ্ঠা করতে যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে সুজানগর বিএনপি। এ সময় বক্তারা সুজানগর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করায় কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি সুজানগরের কৃতি সন্তান ও জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনকেও ধন্যবাদ জানান। উল্লেখ্য আগের কমিটি বিলুপ্তি ঘোষণার ২ বছর পর গত ২৩ অক্টোবর সুজানগর উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা এবং অনুমোদন দেয় পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। আলহাজ্ব এ.বি.এম তৌফিক হাসানকে আহ্বায়ক ও শেখ আব্দুর রউফকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট সুজানগর উপজেলা বিএনপি এবং কামরুল হুদা কামাল বিশ্বাসকে আহ্বায়ক ও জসিম বিশ্বাসকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট সুজানগর পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব এড.মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিতে যুগ্ন আহ্বায়ক হন রফিকুল ইসলাম মন্ডল, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জিন্নাহ, ওবাইদুল হক, হাজারী হারুনর রশিদ ও মিজানুর রহমান জালাল, সদস্য হিসেবে রয়েছেন এ.কে.এম সেলিম রেজা হাবিব, কৃষিবিদ হাসান জাফির তুহিন, আজম আলী বিশ্বাস, হাজারী জাকির হোসেন চুন্নু, ব্যারিষ্টার সাইফুর রহমান, আব্দুল হালিম সাজ্জাদ, মাহাতাব আলী মৃধা, নুরুল ইসলাম মাসুম চৌধুরী, শামসুর রহমান শামস, শফিউল্লাহ মনি, আব্দুস সালাম মোল্লা, মোহাম্মদ আলী মোল্লা, আবুল কালাম ফকির ও আহম্মদ আলী শেখ দুলাল। নতুন ঘোষিত সুজানগর পৌর বিএনপির আহ্বায়ক কমিটিতে যুগ্ন আহ্বায়ক হয়েছেন মঞ্জু শেখ, আব্দুস সালাম মোল্লা, তোরাপ আলী ও ইয়াকুব আরী প্রামানিক, সদস্য মোশাররফ হোসেন বাদশা, কাজী মনছুর, এস্কেন প্রাং, নাদের হোসেন মোল্লা, আলাউদ্দিন, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ, কাদের শেখ, মেহেদী হাসান স্বপন, সাফা, ইদ্রিস সরদার, সালাম মৃধা, হযরত আলী, হানিফ,রুবেল খন্দকার ও রশিদ সরদার। দলীয় সূত্রে জানা যায়, কমিটিতে আহ্বায়ক হিসেবে স্থান পাওয়া আলহাজ্ব এ.বি.এম তৌফিক হাসান এর আগে কাশীনাথপুর শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি, উপজেলার রাণীনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, উপজেলা বিএনপির দুইবার সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপির সাবেক ১ নং ভাইস প্রেসিডেন্ট, পাবনা জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক এবং সর্বশেষ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি রাণীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন । কমিটির নতুন সদস্য সচিব শেখ আব্দুর রউফ এর আগে সুজানগর উপজেলা ছাত্রদলের সফল সাধারণ সম্পাদক এবং সর্বশেষ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও এর আগে জনগণের ভোটে একাধিকবার তাঁতীবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এবং আওয়ামীলীগ রাষ্ট্রিয় ক্ষমতায় আসার পর তাঁর বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়ে হয়রানি ও সেই সকল মামলায় কারাবরণের পাশাপাশি নির্যাতনের স্বীকার হন তিনি। চালানো হয় তার বাড়িতে একাধিকবার হামলা-ভাঙচুর ও লুটপাট। পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে স্থান পাওয়া কামরুল হুদা কামাল বিশ্বাস এর আগে পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং সুজানগর পৌরসভা গঠনের পর সর্বপ্রথম নির্বাচনে তিনি মেয়র নির্বাচিত হন। কমিটিতে সদস্য সচিব হিসেবে স্থান পাওয়া জসিম বিশ্বাস সুজানগর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ সুজানগর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।। -

ডেঙ্গু প্রতিরোধে সুজানগরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান-২০২২ শুরু করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও সুজানগর পৌরসভার সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর হতে এ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন,উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম, পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিব, পল্লীগ্রাম সম্পাদক আব্দুস শুকুর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ,পৌরসভার কঞ্জারভেন্সী ইনস্পেক্টর হাসান উদ্দিন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম বলেন, আমাদের সকলকে সচেতন হতে হবে। বাড়ীর আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রেখে সুস্থ ও সুন্দরভাবে বাঁচতে হবে। আজ একটা দিন আমরা শুধু সড়ক পরিস্কার করছি এটা যথাযথ নয়, আমাদের প্রতিদিনই নিজ বাড়ির আঙ্গিনা পরিস্কার রাখতে হবে। ডেঙ্গু রোগ নিরাময়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। পৌর মেয়র রেজাউল করিম রেজা বলেন,ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও সুজানগর পৌরসভার সহযোগিতায় এ অভিযান অব্যাহত থাকবে।
-

কোতোয়ালী পুলিশের অভিযানে মেঘনা গ্রুপে ডাকাতির ঘটনায় ৮ ডাকাতসহ ৪হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার
আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে চাঞ্চল্যকর মেঘনা গ্রুপের ডিপোতে ডাকাতির ঘটনায় এ পর্যন্ত ৮ ডাকাতকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার পুলিশ। একই সাথে ৪ হাজার লিটার সয়াবিন তৈল উদ্ধার করা হয়েছে বলে
মঙ্গলবার প্রেসব্রিফিং এ জানিয়েছেন পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা। এসময় অতিঃ পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি,অতিঃ পুলিশ সুপার (ক্রাইম)রায়হানুল ইসলাম,অতিঃ পুলিশ সুপার (ট্রাফিক)মোঃ হাফিজুর রহমান,অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুল ইসলাম ফকির, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ, পুলিশ পরিদর্শক তদন্ত ফারুক হোসেনসহ জেলা ও কোতোয়ালি মডেল থানা পুলিশের অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন।প্রেস ব্রিফিং এ বেরিয়ে এসেছে ডাকাত দলের সদস্যদের ব্যাপারে কিছু চাঞ্চল্যকর তথ্য।এদের মধ্যে রয়েছে ময়মনসিংহের ভালুকার জামাল হোসেন।
চুরি-ছিনতাই করে একাধিকবার জেলে গিয়েছেন । জেল খেটে নিজেকে না শুধরে জামিনে বেরিয়েই হয়েছেন আরও ভয়ংকর। জেলে থাকতেই খোঁজ পেয়েছিলেন একটি ডাকাত দলের। তাদের প্রলোভনেই তিনিও নাম লেখান ডাকাত দলে। শুধু জামালই নয়, এভাবে আরও অনেকেই কারাগারে পরিচয় হওয়ার পর জামিনে রেরিয়ে একে অপরের সঙ্গে যোগাযোগ করে বনে যান ডাকাত।ময়মনসিংহের একটি শিল্প প্রতিষ্ঠানের ডিপোতে ডাকাতির ঘটনায় জড়িত আটজনকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহম্মাদ ভূঁঞা। এ ঘটনায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- আবুল কালাম (৩০), জালাল হোসেন (৪৬), নজরুল ইসলাম (৩০), আবু সাঈদ ওরফে সৈকত (২৭), বাদল ওরফে আসলাম (২৮), ইন্তাজ আলী (৩৫), রাকিব (২৮) ও ইউনুছ (৫৫)। প্রত্যেকের নামে চুরি, ডাকাতি, মাদকসহ পাঁচটির বেশি মামলা রয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাছুম আহম্মাদ ভূঁঞা জানান, গত ২২ সেপ্টেম্বর দিবাগত রাতে সদর উপজেলার বেলতলী এলাকায় মেঘনা গ্রুপের ডিপোতে কর্মচারী পরিচয়ে ২৫-৩০ জন ডাকাত প্রবেশ করে। এ সময় পাহাদারদের হাত-পা বেঁধে একটি ট্রাক, ৮ হাজার ৩৮৮ লিটার সয়াবিন ও নগদ ২ লাখ ১১ হাজার টাকাসহ ২৯ লাখ ২৬ হাজার ২৪৬ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়।
পরে তদন্ত শেষে সোমবার ডাকাতির ঘটনায় সম্পৃক্ত শরীয়তপুরের পালং থানা এলাকার আবুল কালামকে গ্রেপ্তার করলে তার দেখানো মতে চার হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। এর আগে অন্যদের গ্রেপ্তার করে লুণ্ঠিত ট্রাকসহ ২০ লাখ ৩০ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ সুপার। এদিকে দেশের শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের ডিপোতে ডাকাতির ঘটনায় ডাকাত গ্রেফতার ও মালামাল উদ্ধার করায় ময়মনসিংহবাসীর মাঝে ব্যাপক আলোচনারা স্থান দখল করে নিয়েছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ ও তার নেতৃত্বাধীন পুলিশ বাহীনী।
