Blog

  • শোক ও শ্রদ্ধায় সুজানগরে জেলহত্যা দিবস পালিত

    শোক ও শ্রদ্ধায় সুজানগরে জেলহত্যা দিবস পালিত

    এম এ আলিম রিপন,সুজানগরঃ গভীর শোক ও বিন¤্র শ্রদ্ধায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পাবনার সুজানগরে ঐতিহাসিক জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা আ.লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আ.লীগ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধার সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মিলনের স ালনায় অনুষ্ঠিত জেলহত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুজানগর উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুজানগর উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এই দিনটি। ১৫ আগস্টের নির্মম হত্যাকান্ডের পর তিনমাসেরও কম সময়ের মধ্যে ১৯৭৫ সালের এই দিনে (৩ নভেম্বর) ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিভৃত প্রকোষ্ঠে বন্দি অবস্থায় বঙ্গবন্ধুর রাজনৈতিক সহযোদ্ধা এবং মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মুনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়। এর আগে ১৫ আগস্টের পর এই চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। মধ্যরাতে কারাগারের ভিতরের এমন জঘন্য ও বর্বরোচিত হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে বিরল। ওই ঘটনায় দেশবাসীসহ সারাবিশ্ব স্তম্ভিত হয়েছিল। জাতীয় এই চার নেতাকে হত্যার উদ্দেশ্য ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় ও চেতনাকে নির্মূল করা। কিন্তু বাংলাদেশের মুক্তিকামী মানুষ সুদীর্ঘ লড়াই-সংগ্রাম আর আত্মত্যাগের বিনিময়ে আওয়ামীলীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর খুনিচক্র এবং তাদের হত্যার রাজনীতিকে পরাজিত করেছে। সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, পৌরসভার সাবেক মেয়র ও সাবেক উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আজিজুর রহমান,সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল প্রমুখ। শেষে বঙ্গবন্ধু সহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে নিহত সকলের এবং ১৯৭৫ সালের (৩ নভেম্বর) নিহত জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মুনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো.রফিকুল ইসলাম। এর আগে সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে সুজানগর উপজেলা আ.লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • রওশন এরশাদের হাত কে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হতে জাপা নেতা সেলিমের আহবান

    রওশন এরশাদের হাত কে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হতে জাপা নেতা সেলিমের আহবান

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিক ভাবে আরো গতিশীল ও ত্বরান্বিত করার মাধ্যমে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির হাতকে শক্তিশালী করার লক্ষে ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় পার্টি উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৩রা নভেম্বর) সকাল ১১টায় ময়মনসিংহ সুন্দর মহলস্থ জাতীয় পার্টির কার্যালয়ে সদর উপজেলা জাতীয় পার্টি আহবায়ক ও উপজেলার পরাণগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ সরকারের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবজাল হোসেন হারুন এর এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পার্টির নবগঠিত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ কে আর ইসলাম,সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর লাল মিয়া লাল্টু,জেলা জাতীয় ছাত্রসমাজের সভাপতি সাব্বির হোসেন বিল্লাল হোসেন, শরীফ খান পাঠান মিল্টন, জাতীয় পার্টি সদর উপজেলার সম্মানিত সদস্য মেজবাহ উদ্দিন মন্ডল,যুগ্ম যুগ্ন আহবায়ক মোঃ মকবুল হোসেন, লিয়াকত আলী, রেজাউল করিম লাল মিয়া, আবু বকর সিদ্দিক, হাজী হারুন, মোশারফ হোসেন, হাছান মাহমুদ, ভাবখালীর সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী, আব্দুর রহমান, এমদাদুল হক লিটন, আজিজুল ইসলাম মেম্বার, নুরুল ইসলাম কাওছার আহমেদ, হুসাইন মোহাম্মদ সরোয়ার সরকার সহ ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

    নেতৃবৃন্দ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডকে রওশন এরশাদ এমপির নেতৃত্বে জাতীয় পাটির ঘাটি হিসাবে তৈরী করার মাধ্যমে দলকে আরো শক্তিশালী করতে অঙ্গিকার ব্যক্ত করেন।

    এসময় মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আবদুল আউয়াল সেলিম বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন,আগামী নির্বাচনে একক ভাবে মাঠে লড়বে,তাই দলের মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করার লক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে কাজ করতে হবে। সেজন্য জাতীয় পার্টিকে সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী হতে বিধায় দলের অলস নেতাকর্মীদের বাদ দিয়ে সাহসী,পরিশ্রমী এবং মেধাবী নেতৃবৃন্দ কে দলে জায়গা করে দেওয়া হবে।সে লক্ষে উপজেলা জাতীয় পার্টির প্রত্যেকটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড কে ঢেলে সাজানো হবে বলেও জানান তিনি।

    কখনও প্রতিপক্ষকে দুর্বল ভাবা উচিত নয় উল্লেখ করে জাপা নেতা সেলিম বলেন-ময়মনসিংহ জাতীয় পার্টি তথা রওশন এরশাদ এমপির ঘাটি তা প্রমান করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে । প্রতিটি পাড়া, প্রতিটি মহল্লায় বাড়ী বাড়ী গিয়ে জাতীয় পার্টির প্রতীক লাঙ্গলের গনজোয়ার সৃষ্টি করতে হবে। লাঙ্গল মানেই উন্নয়নের প্রতীক। লাঙ্গল মানেই সন্ত্রাস, চাঁদাবাজের বিরুদ্ধের প্রতীক। তাই সকলকে জানান দিতে হবে লাঙ্গল প্রতীকে ভোট দেয়া মানেই উন্নয়নের অগ্রগতি। ময়মনসিংহে কন্যা জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির হাতকে শক্তিশালী করতে সকলকেই কাধে কাধ মিলিয়ে কাজ করার আহবান জানান আব্দুল আউয়াল সেলিম।

  • হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর ক্যান্সার বিষয়ক সায়েন্টিফিক সেমিনার

    হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর ক্যান্সার বিষয়ক সায়েন্টিফিক সেমিনার

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। —

    হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর নিয়মিত সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস।সন্তানকে বুকের দুধদিন, স্তন ক্যান্সারের ঝুঁকি এড়িয়ে চলুন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুরের আয়োজনে াজ ৩১ অক্টোবর সোমবার বিকেলে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার মিলনায়তনে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেনের পরিচালনায সায়েন্টিফিক সেমিনারের উদ্বোধন করেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ প্রবাল সুত্রধর,মূখ্য আলোচক ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ মোঃ এরশাদুল হক।বক্তব্য রাখেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোস্তফা আলম বনি।
    উক্ত সায়েন্টিফিক সেমিনারে শতাধিক অংশগ্রহনকারী অংশ নেন।
    উল্লেখ্য ক্যান্সার বিষয়ক সায়েন্টিফিক সেমিনারের সায়েন্টিফিক প্র্টনার ছিলেন এসকেএফ ফার্মাসিটিকেলস লিঃ।

  • মাধবপুর বাজার মুদি ও স্টেশনারি ব্যবসায়ী সমবায় সমিতি গঠন

    মাধবপুর বাজার মুদি ও স্টেশনারি ব্যবসায়ী সমবায় সমিতি গঠন

    মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি
    হবিগঞ্জের মাধবপুর বাজার মুদি ও স্টেশনারি ব্যবসায়ী সমবায় সমিতি গঠন করা হয়েছে।

    ২রা(নভেম্বর) বুধবার রাত ৮ ঘটিকার সময় মাধবপুর বাজারের ঝুলন মন্দিরের সামনে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় স্বপন সাহার সভাপতিত্বে ও বাদশা মিয়ার সঞ্চালনায় বাজারের সকল মুদি ও স্টেশনারি ব্যবসায়ীদের উপস্থিতিতে বক্তব্য রাখেন, কাজল ঠাকুর, মোঃএরশাদ আলী, অজিত পাল, সুধীর পাল, মিজান মিয়া, ওয়াসিম আকরাম, জামাল মিয়া, বিল্লাল মিয়া, দীপক মোদক, হাজী তাহের মিয়া সহ প্রমুখ ব্যক্তিবর্গ। পরে উপস্থিত সকলের সম্মতিক্রমে স্বপন সাহাকে সভাপতি, সুজিত পালকে সাধারন সম্পাদক ও মোঃএরশাদ আলীকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদিত হয়।

  • বরগুনা প্রোসক্লাব ২৭ শিশুকে পুরুস্কৃত করলো

    বরগুনা প্রোসক্লাব ২৭ শিশুকে পুরুস্কৃত করলো

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    বরগুনা প্রেসক্লাব আয়োজিত শিশু আনন্দমেলা ২০২২ এর বিষয় ভিত্তিক শিশু প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় বরগুনা পৌরসভার ভিআইপি মিলোনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে রচনা, আবৃত্তি, চিত্রাংকন, সংবাদ পাঠ, লোকসংগীত, হামদ নাত ও কুরআন তিলাওয়াতসহ নয়টি বিষয়ে বিষয়ভিত্তিক প্রতিযোগিতায় তিনজন করে সর্বমোট ২৭ বিজয়ীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

    এছাড়া বিনামূল্যে শিশুদের ব্লাড গ্রুপিং ক্যাম্প এবং মহাকাশ বিষয়ে ধারণা প্রদানের লক্ষ্যে মহাকাশ ক্যাম্প আয়োজনের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ ও বরগুনা সায়েন্স সোসাইটিকেও সম্মাননা স্মারক দেওয়া হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ মোঃ মতিউর রহমান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক চিত্তরঞ্জন শীল এবং বরগুনা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মুনির জামান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সঞ্জীব কুমার দাস।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড. সোহেল হাফিজ। স্বাগত বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর কবীর মৃধা।

    অনুষ্ঠানের শেষদিকে তালতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ শিক্ষক আঃ মান্নান-এর মৃত্যুতে এবং জেলা হত্যাকাণ্ডে নিহত জাতীয় চার নেতার স্মরণে সংক্ষিপ্ত দোয়া-মোনাজাত করা হয়।

    প্রসঙ্গত করোনা অতিক্রান্ত শিশুদের মনস্তাত্ত্বিক বিকাশের পাশাপাশি বরগুনা প্রেসক্লাব ভবনের চতুর্থ তলায় বঙ্গবন্ধু মিলনায়তন নির্মাণের লক্ষ্যে মাসব্যাপী এ শিশু আনন্দমেলার আয়োজন করে ঐতিহ্যবাহী বরগুনা প্রেসক্লাব।

    গত ২৮ সেপ্টেম্বর এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরগুনা ১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। এসময় বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমানসহ পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ধামইরহাটে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    ধামইরহাটে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    আবুল বয়ান, ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ
    নওগাঁর ধামইরহাটে ৩রা নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ৩ নভেম্বর বিকেল সাড়ে ৩ টায় আমাইতাড়া মোড়ে পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুকিত কল্লোলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ দেলদর হোসেন। পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ মুক্তাদিরুল হক মুক্তার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আজাহার আলী, সহ সভাপতি আবু হানিফ, মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ জাবিদ হোসেন মৃদু, সহ সভাপতি সেলিম মাহমুদ রাজু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী কমল, সালেহ আহমদ, সিরাজুল ইসলাম, লুইছার রহমান, আলমপুর ইউনিয়নের সভাপতি ও চেয়ারম্যান ওসমান গনি, খেলনা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হোসেন, ধামইরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, পৌর যুবলীগের সভাপতি ফারুক হোসেন, সম্পাদক ও কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আবু সুফিয়ান হোসাইন, সম্পাদক আহসান হাবীব পান্নু, সরকারি এম এম কলেজ ছাত্র লীগের সভাপতি সৌরভ বাবু, সম্পাদক সুমন বাবু, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম, সম্পাদক আনন্দ কুমার শীল প্রমুখ সহ বিভিন্ন ইউনিয়নের দলীয় ও সহযোগি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ প্রতিনিধি।

  • আওয়ামী লীগের উদ্যোগে আগৈলঝাড়ায় জাতীয় জেল হত্যা দিবস পালিত

    আওয়ামী লীগের উদ্যোগে আগৈলঝাড়ায় জাতীয় জেল হত্যা দিবস পালিত

    বি এম মনির হোসেনঃ-

    যথাযোগ্য মর্যাদায় বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্দ্যোগে জাতীয় জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ৩ নবেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
    পরে জাতীয় চার নেতাসহ সকল শহীদরে স্মরণে নীরবতা পালন করেন। শেষে নেতা কর্মীদের সমন্বয়ের র‌্যালী উপজেলার প্রধান সড়ক হয়ে মুক্তিযোদ্ধা অফিস ঘুরে দলীয় কার্যালয়ে শেষ হয়। দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত আলোচনা সভায় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতসহ উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা কর্মী এবং ইউপি চেয়ারম্যানগন।
    পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক।

  • গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত

    গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের গৌরনদীতে জেল হত্যা দিবস-২০২২ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ, পৌর ও সহযোগি সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার বিকাল ৪টায় গৌরনদী বাসষ্ট্যান্ড দলিয় কার্যালয়ে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
    উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.হারিছুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন-নাহান মেরী, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা পরিষদের সদস্য রাজু আহামেদ হারুনর, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান শামীম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সাঈদ নান্টু, ইউপি চেয়ারম্যান, আবদুর রব সরদার, আবদুর রাজ্জাক হাওলাদার, গোলাম হাফিজ মৃধা, সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সরদার আবদুল হালিম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ নুরুল হক, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন বাচ্চু, মো.মাসুম মল্লিক খোকন, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. নান্টু হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান,
    সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুবুর রহমান, পৌর যুবলীগের সাধারন সম্পাদক মো.আল-আমীন হাওলাদার, যুবলীগ নেতা কাজী মোস্তাফিজুর রহমান রনি,
    গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু, সাধারন সম্পাদক লুৎফর রহমান দ্বীপ,
    সরকারী গৌরনদী কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি মো.সুমন মাহমুদ, কাউন্সিলর মো.ইখতিয়ার হাওলাদার, মো.মিলন খলিফা,
    মো. সাখাওয়াত হোসেন সূজন, সাবেক কাউন্সিলর রেঝাউল করিম টিটু, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক শরীফ নাহীয়ান হোসেন রাতুল,
    উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো.ইমরান মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.স্বপন হাওলাদার-প্রমূখ।

  • নির্বাচনে পরাজিত হয়ে ক্ষোভে এসি খুলে নিয়ে গেলেন সাবেক চেয়ারম্যান

    নির্বাচনে পরাজিত হয়ে ক্ষোভে এসি খুলে নিয়ে গেলেন সাবেক চেয়ারম্যান

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হেরে যাওয়ার ক্ষোভে কার্যালয়ের নিজ রুমে লাগানো এসি খুলে নিয়ে গেছেন ইউপি চেয়ারম্যান। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হাইকুল ইসলামের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে এসি খুলে নেওয়ার ঘটনা ঘটে।

    বুধবার (২ নভেম্বর) ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাইকুল ইসলাম প্রার্থী হয়েছিলেন। কিন্তু তিনি বিজয়ী হতে পারেননি। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বজলুর রহমান খান চেয়ারম্যান পদে নির্বাচিত হন।

    স্থানীয় সূত্রে জানা যায়, হাইকুল ইসলাম চেয়ারম্যান থাকা অবস্থায় ২০১৯ সালে তার নিজ রুমকে শীতাতপ করার জন্য এসি লাগান। এবার নির্বাচনে পরাজিত হওয়ার কারণে তিনি বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে তিনজন মানুষ এনে এসি খুলে নেন। এরপর ভ্যানে উঠায়ে নিয়ে যান।

    ইউনিয়ন পরিষদের এসি খুলে নেওয়ার খবর শুনে পরিষদ এলাকায় বিকেলে মানুষের ভিড় জমে। এসময় স্থানীয় কয়েকজন বলেন, ইউনিয়ন পরিষদে লাগানো মানে এটি সরকারি টাকায় কেনা। তাহলে এই এসি কেন খুলে নিয়ে যাবে। এভাবে নিয়ে যাওয়া মানে চুরি করা। দিনদুপুরে কেন পরিষদের এসি চুরি করে নিয়ে গেল। আমরা এর বিচার চাই।

    এ বিষয়ে নির্বাচনে চেয়ারম্যান পদে হেরে যাওয়া হাইকুল ইসলাম বলেন, ওই এসি আমার ব্যক্তিগত টাকায় কেনা। যার জন্য আমি খুলে নিয়ে এসেছি।

  • মহালছড়িতে জেল হত্যা দিবস পালন

    মহালছড়িতে জেল হত্যা দিবস পালন

    রিপন ওঝা,মহালছড়ি।

    মহালছড়িতে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠন কর্তৃক আজ বৃহস্পতিবার ৩ নভেম্বর সকালের দিকে দলীয় কার্যালয়ের অস্থায়ী বেদীতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় বিকাল ৫.৩০ঘটিকায় শহীদ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শোকাবহ জেল হত্যা দিবস পালন করেছে।

    উক্ত সভায় সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা জনাব রতন কুমার শীল, সঞ্চালনায় ছিলেন মহালছড়ি উপজেলা সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন জসিম।

    আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি চিন্তাহরন শর্মা, নন্দন দে,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ লাল মিয়া, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক রেজাউল হক মাসুদ , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, মহালছড়ি সরকারি কলেজ ছাত্র লীগের সভাপতি মোঃ হামিদুল ইসলাম।

    আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ ফরিদ,সহসভাপতি মোঃ আলীম ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কুরাইশিন, জয় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় চৌধুরী।

    আলোচনা সভায় বক্তারা জেল হত্যা দিবসকে পরিকল্পিত ষড়যন্ত্র উল্লেখ করে বলেন, জাতীয় চার নেতা হত্যাকাণ্ড ছিল জাতির পিতাকে স-পরিবারে হত্যার ধারাবাহিকতা। এ ধরনের বর্বর হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল। ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুর অবর্তমানে মুক্তিযুদ্ধের অবদান রাখা চার নেতাকে হত্যা করার মাধ্যমে বাংলার মাটি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস এবং বাঙালি জাতিকে নেতৃত্বশুন্য করার অপচেষ্টা চালিয়েছিল। সেদিন যে ষড়যন্ত্র শুরু হয়েছিল তা আজও বন্ধ হয় নি। তারা শোককে শক্তিতে পরিণত করে” ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়তে সকলকে যার যার অবস্থান থেকে ভুমিকা রাখতে সকলের প্রতি আহবান জানান।