Blog

  • ঝিনাইদহ পরিবার পরিকল্পনা কার্যালয়ে জনবল নিয়োগের মৌখিক পরীক্ষা হঠাৎ স্থগিত

    ঝিনাইদহ পরিবার পরিকল্পনা কার্যালয়ে জনবল নিয়োগের মৌখিক পরীক্ষা হঠাৎ স্থগিত

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ পরিবার পরিকল্পনা কার্যালয়ে জনবল নিয়োগের মৌখিক পরীক্ষা হঠাৎ স্থগিত করা হয়েছে। পরীক্ষার আগের দিন এ ভাবে পুর্ব ঘোষনা ছাড়াই মৌখিক পরীক্ষা স্থগিত হওয়ায় চাকিরী প্রত্যাশীরা হতাশ হয়ে পড়েছেন। অনেকে আবার ক্ষোভ প্রকাশ করে বলেছেন পরীক্ষা বন্ধের পেছনে কারো না কারো ইন্ধন আছে। তবে কেন বা কি কারনে পরীক্ষা স্থগিত ঘোষনা করা হলো সে বিষয়ে সংশ্লিষ্ট কেউ মুখ খুলছেন কেউ। তথ্য নিয়ে জানা গেছে, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে ৮ জন, পরিবার কল্যাণ সহকারী পদে ৬৭ জন ও আয়া পদে ৮জন নিয়োগের জন্য দরখাস্ত আহবান করা হয়। নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে অত্যন্ত সচ্ছভাবে লিখিত পরীক্ষার আয়োজন ও উত্তীর্ন প্রার্থীদের যাচাই-বাচাই করে কমিটি বৈধ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য নামের তালিকা প্রকাশ করে। তাতে দেখা যায় পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে ২৮ জন,পরিবার কল্যাণ সহকারী পদে ২৬৮ জন ও আয়া পদে ৩২ জন বৈধ প্রার্থী ছিল। এদিকে হঠাৎ মৌখিক পরীক্ষা স্থগিত করার ঘোষনা পেয়ে সাব্বির আহম্মেদ ও ফয়সাল আজাদ নামে দুই প্রার্থী জানান, এমন খবরে আমরা হতাশ হয়েছি। এটা আইন বহির্ভুত। আয়া পদে উত্তীর্ন শান্তনা খাতুন জানান, মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি শেষ করার পর এমন ঘোষনায় আমি আশাহত হয়েছি। তিনি দ্রুত মৌখিক পরীক্ষা গ্রহনের দাবী জানান। রোশনা খাতুন ও নাজনীন সুলতানা নামে দুই চাকরী প্রত্যাশী জানান, নিয়োগ কমিটি সুনিদ্দিষ্ট কারণ ছাড়া কারো ইন্ধনে এমন হঠকারী সিদ্ধন্ত নিতে পারেন না। এটা আমাদের প্রতি চরম অন্যায়। নিয়োগ কমিটির সদস্য সচিব জেলা পরিবার পরিকল্পনার ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডাঃ জাহিদ আহমেদ জানান, নিয়োগ কমিটির সভাপতি জেলা প্রশাসক। তার সার্বক্ষনিক তত্বাবধানে লিখিত পরীক্ষা প্রহন ও ফলাফল প্রস্তুত করা হয়েছে। যেখানে মেধাবীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। গোটা পক্রিয়ার সচ্ছতায় সর্বমহলে প্রশংসিত হয়। তিনি বলেন, আবেদনকারীরা টেলিটকের মাধ্যমে আবেদন করেছেন। যেখানে ইউনিয়ন/ওয়াার্ড/ইউনিট ও গ্রামের নাম উল্লেখ করা হয়েছিল। অধিদপ্তরের নিদের্শনা মোতাবেক লিখিত পরীক্ষার সময় প্রার্থী যাচাই বাছাইয়ের কোন সুযোগ ছিল না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার আগেই যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ইউনিয়ন/ওয়াার্ড/ইউনিট ও গ্রামের বাইরের কোন অবৈধ প্রার্থীর চড়ান্ত নিয়োগের সুযোগ নেই। অথচ একটি মহল বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডাঃ জাহিদ আহমেদ দাবী করেন, ২০১১ ও ২০১৪ সালের নিয়োগে সহকারী পরিচালক (সিসি) থাকাকালীন সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছি। বিগত দুটি নিয়োগ নিয়ে কোন কথা হয়নি অথচ ১১ বছর পর এখন প্রশ্ন তোলা হচ্ছে। গোটা নিয়োগ পক্রিয়া বন্ধ করতে ব্যক্তিগত আক্রশের বহিঃপ্রকাশ ঘটানো হয়েছে। ফলে মৌখিক পরীক্ষা স্থগিত হওয়ায় পরীক্ষার্থী ও অভিভাবকগণ চরমভাবে ক্ষুদ্ধ হয়েছেন। নিয়োগ কমিটির সভাপতি জেলা প্রশাসক মনিরা বেগম বলছেন, এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কারনে পরীক্ষা স্থগিত ঘোষনা করা হয়েছে। পরবর্তীতে মিটিং করে মৌখিক পরীক্ষার তারিখ দ্রুত চুড়ান্ত করা হবে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • ঝিনাইদহে সাড়ে ৩ হাজার কৃষকেরমাঝে সার ও বীজ বিতরণ

    ঝিনাইদহে সাড়ে ৩ হাজার কৃষকেরমাঝে সার ও বীজ বিতরণ

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহে বিনামুল্যে সাড়ে ৩ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। রোববার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এ প্রণোদনা কর্মসূচীর আওতায় এ উপকরণ বিতরণ করা হয়। শুরুতে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক মনিরা বেগম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাহজীব আলম সিদ্দিকী সমি এমপি। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম উপস্থিত ছিলেন। কৃষি বিভাগের কর্মকর্তারা জানায়, ২০২২-২৩ মৌসুমে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় গম, ভূট্টা, সরিষা, সূর্য্যমুখী, চিনাবাদামসহ অন্যান্য ফসল উৎপাদনের লক্ষ্যে প্রথম দিনে সাড়ে ৩ হাজার কৃষকের প্রত্যেককে ৫ কেজি বীজ ও ১৫ কেজি রাসায়নিক সার দেওয়া হয়। আগামী ৫ দিন আরও ১০ হাজার কৃষককে বিনামুল্যে একই উপকরণ দেওয়া হবে।

  • নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

    নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১। নড়াইলে ৪২পিচ ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল আজিজ খন্নারকে (৩৪) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সে মাগুরা জেলার পানিঘাটা গ্রামের মৃত সবুর খন্নার এর ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (৫ নভেম্বর) রাতে লোহাগড়া উপজেলার দরি মিঠাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
    ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি ডিবির তত্ত¡াবধানে এসআই (নি:) জয়দেব কুমার বসু সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া উপজেলার দরি মিঠাপুর গ্রামে অভিযান চালিয়ে তার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
    পুলিশ সুপার নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও’র প্রথম পালকীয় সফর ও খ্রীষ্টপ্রসাদ বিতরণ

    বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও’র প্রথম পালকীয় সফর ও খ্রীষ্টপ্রসাদ বিতরণ

    নিকোলাস বিশ্বাস।
    গোপালগঞ্জ, ৬ নভেম্বর ২০২২-রবিবার; বরিশাল কাথলিক ধর্মপ্রদেশেরনব অভিষিক্ত বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও প্রথমবারের মত আজ গোপালগঞ্জ জেলার অন্তর্গত বানিয়ারচর কাথলিক ধর্মপল্লীতে পালকীয় সফরে আসেন। উল্লেখ্য যে, ভ্যাটিকান রাষ্ট্রপ্রধান ও বিশ্বব্যাপী কাথলিক চার্চের প্রধান ধর্মগুরু মহামান্য পোপ ফ্রান্সিস কর্তৃক মনোনীত হয়ে ১৯ আগষ্ট ২০২২ -এ তিনি বরিশাল শহরে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে হাজার হাজার খ্রীষ্টভক্তদের উপস্থিতিতে বিশপীয় পদে অভিষিক্ত হন এবং বরিশাল ধর্মপ্রদেশের দায়িত্বভার গ্রহণ করেন।বরিশাল ধর্মপ্রদেশের একটি অন্যতম কাথলিক চার্চ হল বানিয়ারচর ধর্মপল্লী।

    বিশপের আগমনে বানিয়ারচর কাথলিক ধর্মপল্লীর ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এ উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ সকালে বানিয়ারচরের পবিত্র পরিত্রাতার গীর্জায় এক বিশেষ খ্রীষ্টযাগ অনুষ্ঠিত হয় যেখানে পৌরহিত্য করেন বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও এবং তাকে সহযোগিতা করেন বানিয়ারচর ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার ডেভিড ঘরামী এবং সহযোগী পুরোহিত ফাদার রিচার্ড বাবু হালদার সহ অন্যান্য ফাদারগণ। এ অনুষ্ঠানে বিশপ অত্র ধর্মপল্লীর ২৬ জন ছেলেমেয়েকে প্রথমবারের মত খ্রীষ্টপ্রসাদ প্রদান করেন। কাথলিক চার্চের রীতি অনুযায়ী ছেলেমেয়েদের বয়স ৯-১০ বছর পূর্ণ হলে পবিত্র খ্রীষ্টপ্রসাদ আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয় এবং এর মাধ্যমে তারা আজীবনের জন্য এ প্রসাদ গ্রহনে যোগ্য হয়ে ওঠে। গত দুই মাস যাবৎ ধর্মপল্লীর ফাদার ও সিষ্টারগণ এই ছেলেমেয়েদের ধর্মীয় রীতি অনুসারে প্রস্তুত করেন। ’খ্রীষ্টপ্রসাদ’ কাথলিক মণ্ডলীর একটি গুরুত্বপূর্ণ সাক্রামেন্ট। সকল কাথলিকদের এই সাক্রামেন্ট গ্রহন করতে হয়। উল্লেখ্য যে, আমাদের সন্তান লরেন্স ডি’ বিশ্বাস প্রথমবারের মত আজ বিশপের হাত থেকে খ্রীষ্টপ্রসাদ গ্রহন করে। লরেন্সের সার্বিক মঙ্গলার্থে সবার কাছে প্রার্থনার আবেদন রইল।

    খ্রীষ্টযাগ শেষে চার্চের অডিটোরিয়ামে বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও’র সম্মানে এক সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফাদার ডেভিড ঘরামী। অনুষ্ঠানে এলাকার ছেলেমেয়েরা নাচ-গান পরিবেশনসহ একটি নাটিকা উপস্থাপন করে উপস্থিত সবাইকে নির্মল আনন্দ উপহার দেয়। এ অনুষ্ঠানে বিশপের আগমনকে মহিমান্বিত করে রাখার জন্য একটি স্মরণিকা প্রকাশ করা হয় যার মোড়ক উন্মোচন করে বিশপ সংশ্লিষ্ট সবাইকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    বাংলাদেশে কাথলিক মণ্ডলী (চার্চ) এ পর্যন্ত মোট আটটি ধর্মপ্রদেশ স্থাপন করেছে। প্রতিটি ধর্মপ্রদেশের জন্য একজন বিশপ নিযুক্ত হন যিনি প্রশাসনিক দায়িত্ব পালন সহ ধর্মপ্রদেশের কাথলিক ভক্তদের ধর্মীয় ও আধ্যাত্মিক পরিচর্যা দিয়ে থাকেন। ২০১৬ সালে বরিশালে বাংলাদেশের ৮ম ধর্মপ্রদেশ স্থাপিত হয় এবং এখানে প্রথম বিশপ হিসেবে দায়িত্ব পালন করেন বিশপ লরেন্স সুব্রত হাওলাদার যিনি সম্প্রতি পদোন্নতি পেয়ে চট্রগ্রাম মহাধর্মপ্রদেশে আর্চবিশপ পদে নিযুক্ত হয়েছেন। রেভাঃ ইম্মানুয়েল কানন রোজারিও হলেন বরিশালে নিযুক্ত দ্বিতীয় বিশপ। বরিশাল ধর্মপ্রদেশের আওতাধীন ধর্মপল্লীগুলোতে তিনি এখন পর্যায়ক্রমে সফর করছেন।

    পৃথিবীতে খ্রীষ্টানদের মধ্যে দুটি বিশেষ অংশ রয়েছে; এর মধ্যে একটি হল- কাথলিক এবং অন্যটি হল- প্রোটেষ্ট্যান্ট। বিশ্বে বর্তমানে প্রায় ১৩৫ কোটি কাথলিক ভক্ত রয়েছেন। বরিশাল কাথলিক ধর্মপ্রদেশের অধীনে গোপালগঞ্জ জেলার অন্তর্গত বানিয়ারচর ধর্মপল্লীসহ মোট সাতটি ধর্মপল্লী রয়েছে যেখানে প্রায় বিশ হাজার কাথলিক ভক্ত রয়েছেন। প্রতিটি ধর্মপল্লীতে এক বা একাধীক ধর্মযাজক (পুরোহিত) থাকেন যাদেরকে ‘ফাদার‘ বলে সম্মোধন করা হয়। ধর্মপল্লীর যাজকগণ স্থানীয় খ্রীষ্টভক্তদের সরাসরি আধ্যাত্মিক পরিচর্যা দানসহ শিক্ষা, চিকিৎসা ও সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেন। এজন্য প্রতিটি ধর্মপল্লীর আওতায় স্কুল, কলেজ ও হাসপাতাল সহ উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠা করা হয়। শিক্ষা, স্বাস্থ্য ও ধর্মীয় পরিচর্যার কাজে প্রতিটি ধর্মপল্লীতে যাজকদের পাশাপাশি ব্রতধারীগণও কাজ করেন যাদেরকে ‘সিষ্টার’ বলে সম্মোধন করা হয়।।

  • মহেশপুরের খালিশপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের দন্ধ-১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের অভিযোগ।

    মহেশপুরের খালিশপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের দন্ধ-১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের অভিযোগ।

    শহিদুল ইসলাম।
    মহেশপুর ঝিনাইদহ সংবাদদাতাঃ-
    ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১নং এস’বি’কে ইউপির হাট খালিশপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বিশ্বাস পাড়ার মৃত মান্দার বকস্ এর ছেলে মোঃ আব্দুল মোতালেব ও একই গ্রামের কাজী পাড়ার মোঃ মনজের কাজী, মালেক কাজী, মোঃ আব্দুল খালেক কাজী, আমিরুল কাজী, আনারুল কাজী, ইনছাদুল কাজী গং দয়ের বিরুদ্ধে আদালতের নির্দেশনা ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের অভিযোগ উঠেছে।
    অভিযোগ সুত্রে জানা গেছে মহেশপুর থানার অন্তর্গত ১৩৭ নং হাট খালিশপুর মৌজার ১৯২ নং আর’এস খতিয়ানের সাবেক দাগ ৭১৬ ও হালদাগ নং ৬৮৪ এর ৯৩.৫০ শতক জমির মধ্যে উত্তর পার্শের ১৪ শতক নালিশি জমি জবর দখলের অভিযোগে ঝিনাইদহ ফৌজদারী আদালতে মামলা দায়ের করেছেন মোঃ আব্দুল মোতালেব মিয়া।
    তিনি আরো জানান-পৈতৃক ও ক্রয় সূত্রে প্রাপ্ত হইয়া তফসিল বর্নিত জমিতে ফলজ গাছ রোপন করিয়া দীর্ঘদিন ধরে পরিচর্যা করে আসছি। আমার তফসিল বর্নিত ৯৩.৫০শতক জমির মধ্যে উল্লেখিত বিবাদীগন তাহাদের নামে ক্রয় ও রেকর্ডিও সুত্রে জমির মালিক দাবী করে উত্তর পার্শের ১৪ শতক জমির লাগানো গাছ জোর পুর্বক কেটে ফসলের ক্ষতি সাধন করে জমিটি দখল করে নিয়েছে এতে আমার প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। বিবাদীগন দলিল অনুযায়ী ৬ দাগে জমি ক্রয় করেছে।
    উক্ত ১৪শতক নালিশি জমিতে গত ২৭-৯-২০২২ ইং তাং- আদালতের নির্দেশ অনুযায়ী ১৪৪ ধারা জারি থাকা সত্তেও বিবাদীগন জমিটি দখল করায় ৯৯৯ তে ফোন করলে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থল আসে এবং উভয় পক্ষকে পরিস্থিতি শান্ত রাখার নির্দেশ প্রদান করেন।
    বিষয়টি নিয়ে উভয় পক্ষের মাঝে উক্তেজনা বিরাজ করায় আব্দুল মোতালেব মিয়া আবারও আদালতে স্বরণাপুর্ন হয়ে উক্ত নালিশি জমির উপর ১৮৮ ধারা জারি করেছেন।

    অপর দিকে বিবাদী পক্ষের মোঃ আনারুল কাজী জানান-উপরে উল্লেখিত ৯৩.৫০শতক জমির মধ্যে ক্রয়সূত্রে আমাদের নামে ১৪শতক জমির দলিল এবং হাল রেকর্ডের কাগজ পত্র রয়েছে, উক্ত জমির দলিল ও রেকর্ড অনুযায়ী আমরা ঐ অংশে ১৪শতক জমির মালিক, সেই সুত্রে আমরা ভোগ দখল করেছি।

    বর্তমানে বিরোধপুর্ন জমিটি নিয়ে দু’পক্ষের মামলা আদালতে চলমান থাকলেও উভয়পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এলাকা ও গ্রাম বাসী জানান দ্রত সমাধান না হলে যে কোনো মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে।
    এবিষয়ে দু’পক্ষই সুষ্ঠ তদন্তের মাধ্যমে আইন প্রশাসনের নিকট সঠিক বিচার কামনা করছে।

  • পঞ্চগড়ে মেঘমুক্ত নীলাকাশে ভেসে ওঠে তুষার শুভ্র হিমালয় পর্বত ও কাঞ্চনজঙ্ঘা

    পঞ্চগড়ে মেঘমুক্ত নীলাকাশে ভেসে ওঠে তুষার শুভ্র হিমালয় পর্বত ও কাঞ্চনজঙ্ঘা

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় হতে :
    এমনই সময়ে পঞ্চগড় তেঁতুলিয়া থেকে প্রতি বছরের মতো এবারও বিশ্বের তৃতীয় সবোর্চ্চ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার দেখা মিলছে। স্থানীয়রা জানান, সাধারণত অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত শীতের আগে মেঘমুক্ত নীলাকাশে ভেসে ওঠে তুষার শুভ্র হিমালয় পর্বত ও কাঞ্চনজঙ্ঘা। বছরের এই নির্দিষ্ট সময়ে বাংলাদেশ থেকে দৃশ্যমান হিমালয় পর্বত ও কাঞ্চনজঙ্ঘাকে দেখতে প্রতি বছরই অসংখ্য পর্যটক সেখানে যান। সূর্যোদয়ের পর আজ শুক্রবার সকালেও অনেক পর্যটক পঞ্চগড়ে ঢুকছে থেকেই চলতি মৌসুমে কয়েকদিনের মতো স্থানীয়দের চোখে ধরা পড়ে কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম নৈসর্গিক রূপ। সূর্যকিরণের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে কাঞ্চনজঙ্ঘা আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে। সকাল দশটা থেকে এগারটা পর্যন্ত বেশ ভালোভাবেই দেখা যায়। তারপর ক্রমান্বয়ে আবার ঝাপসা হয়ে হারিয়ে যায় কাঞ্চনজঙ্ঘা। তবে শেষ বিকেলে সূর্যকিরণ যখন তির্যকভাবে বরফাচ্ছাদিত পাহাড়ে পড়ে তখন অনিন্দ্য সুন্দর হয়ে আবারও ধরা দেয় কাঞ্চনজঙ্ঘা।
    তথ্যানুযায়ী, দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়ন (স্থলবন্দর) থেকে নেপালের দূরত্ব ৬১ কিলোমিটার, ভুটানের দূরত্ব ৬৪ কিলোমিটার, চীনের দূরত্ব ২০০ কিলোমিটার, ভারতের দার্জিলিংয়ের দূরত্ব ৫৮ কিলোমিটার, শিলিগুড়ির দূরত্ব ৮ কিলোমিটার। অন্যদিকে হিমালয়ের এভারেস্ট শৃঙ্গের দূরত্ব ৭৫ কিলোমিটার আর কাঞ্চনজঙ্ঘার দূরত্ব ১১ কিলোমিটার। কিন্তু মেঘ-কুয়াশামুক্ত আকাশের উত্তর-পশ্চিমে তাকালেই দেখা মেলে বরফ আচ্ছাদিত সাদা পাহাড়, মনে হয় এইতো চোখের সামনেই কাঞ্চনজঙ্ঘা! সূর্যোদয়ের আগে কিছুটা কালো দেখায় কাঞ্চনজঙ্ঘা। জানা গেছে, কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ নেপাল ও ভারতের সিকিম সীমান্তে অবস্থিত। হিমালয় পৃথিবীর সবোর্চ্চ পর্বতমালা। এই পর্বতমালার তিনটি চূড়া আবার পৃথিবীর সবোর্চ্চ চূড়া। এরমধ্যে প্রথম অবস্থানে থাকা মাউন্ট এভারেস্টের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ৮৪৮ মিটার বা ২৯ হাজার ২৯ ফিট। দ্বিতীয় অবস্থানে থাকা চূড়া কেটু’র উচ্চতা ৮ হাজার ৬১১ মিটার বা ২৮ হাজার ২৫১ ফিট। তৃতীয় অবস্থানে থাকা কাঞ্চনজঙ্ঘার উচ্চতা ৮ হাজার ৫৮৬ মিটার বা ২৮ হাজার ১৬৯ ফিট। যদিও ১৮৫২ সালের আগে কাঞ্চনজঙ্ঘাকে পৃথিবীর সৰ্বোচ্চ শৃঙ্গ বলে মনে করা হতো। ১৯৫৫ সালের ২৫ মে মাসে ব্রিটিশ পবর্তারোহী দলের সদস্য জোয়ে ব্রাউন এবং জর্জ ব্যান্ড সর্বপ্রথম কাঞ্চনজঙ্ঘায় আরোহণ করেন।
    এদিকে, সুউচ্চ এই চূড়া দেখতে প্রতি বছর অসংখ্য দেশি-বিদেশি পর্যটক ছুটে যান ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা শহরের টাইগার হিল পয়েন্টে। টাইগার হিলই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখার সবচেয়ে আদর্শ জায়গা। তবে কেউ কেউ যান সান্দাকপু বা ফালুট। আবার কেউ কেউ সরাসরি নেপালে গিয়েও কাঞ্চনজঙ্ঘা পর্যবেক্ষণ করে থাকেন। তবে যাদের এসব সুযোগ মেলে না সেইসব বাংলাদেশি পর্যটকেরা কাঞ্চনজঙ্ঘার রূপ অবলোকন করতে ছুটে যান তেঁতুলিয়ার বাংলাবান্ধায়। এখানে মেঘমুক্ত আকাশে দিনের প্রথম সূর্যকিরণের সঙ্গে সঙ্গেই চোখে পড়ে কাঞ্চনজঙ্ঘা। একটু বেলা বাড়লেই তেজোদীপ্ত রোদ যখন ঠিকরে পড়ে বরফাচ্ছাদিত পাহাড়ের গায়ে, কাঞ্চনজঙ্ঘা তখন ভিন্নরূপে ধরা দেয় পর্যটকের চোখে। যে রূপের টানে প্রতি বছর হাজারো পর্যটক আসেন তেঁতুলিয়ায়।

  • আক্কেলপুরে পূর্ব শত্রুতার জেরধরে শিক্ষক”কে পিটিয়ে গুরুতর আহত প্রাণনাশের হুমকি

    আক্কেলপুরে পূর্ব শত্রুতার জেরধরে শিক্ষক”কে পিটিয়ে গুরুতর আহত প্রাণনাশের হুমকি

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    জয়পুরহাটের আক্কেলপুরে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরধরে ও গাছ কাটাকে কেন্দ্র করে তিলকপুর আদর্শ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব ইয়াছিন আলী মাস্টার ও তার স্কুল পড়ুয়া ১২ বছর বয়সী নাতনি খাতিজা কেও বেধড়ক মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম করেছে। একই এলাকার মৃত.ইরাজ আলীর ছেলে আব্দুর সোবহান (৫০) ও তার দুই ছেলে সালমান ফার্সি (৩৩) ও কামাল হোসেন (৩০)।

    শনিবার (০৫ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলার রায়কালী ইউনিয়নের গুডুমা পশ্চিম পাড়া গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনার বিষয়টি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় যোগাযোগ গণমাধ্যম ফেইসবুকে দেখতে পেরে রাতেই উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা ছুটে যান আহত শিক্ষক আলহাজ্ব ইয়াছিন আলীর বাসায়।

    দিবাগত রাতে আনুমানিক ১০ টায় তার বাসায় এবং ঘটনাস্থলে সাংবাদিকরা গেলে জানতে পারে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমিজমা সংক্রান্ত কোর্টে একটি মামলা চলমান ছিলো। যে মামলায় বিজ্ঞ আদালত শিক্ষক আলহাজ্ব ইয়াছিন মাস্টারের পক্ষে পরপর দুই বার রায় প্রদান করলেও। কিন্তু বিবাদী আব্দুর সোবহান আদালতের রায় অমান্য করে পূনরায় আবারো তিনি সংশোধনীয় একটি মামলা দায়ের করেছেন। মামলা চলমান থাকা অবস্থায় ক্ষমতার প্রভাব খাটিয়ে। জোরপূর্বক একটি জাম গাছ কেটে বিক্রয় করছিলেন এমন সংবাদ পেয়ে দুই বার স্ট্রোকের রোগী শিক্ষক ইয়াছিন মাস্টার উক্ত জাম গাছটি কাটতে বাঁধা প্রদান করলে।ঘটনাস্থলেই তাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে প্রতিপক্ষ সোবহান ও তার দুই ছেলে সালমান পার্শি ও কামাল হোসেন দেশীয় দ্বারা এলোপাথাড়ি বেধড়ক মারধর শুরু করে এবং তার দাঁড়িও টেনে ছিড়ে ফেলেন এমন সময় তার আত্মচিৎকার শুনে শিক্ষকের নাতনি স্কুল ছাত্রী খাতিজা তার দাদাকে রক্ষা করতে গেলে তাকেও কি কিল ঘুষি মেরে আহত করে।

    পরে স্থানীয়রা শিক্ষক আলহাজ্ব ইয়াছিন মাস্টার কে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করাতে আনলে কর্মতর চিকিৎসক হাসপাতালে বেড নেই বলে তাকে ভর্তি না করায়ে শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন এমনকি হাসপাতালের চিকিৎসা নিয়েছেন তার কোন কাগজপত্র দেননি বলেও জানা যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে আক্কেলপুর থানায় অভিযোগ করার উদ্দেশ্যে রওনা হলে প্রতিপক্ষরা অসহায় শিক্ষক কে প্রাণনাশের হুমকি দিলে তারা প্রাণোভয়ে বাড়িতে চলে যান।

    এতোবড় ঘটনার পরেও কোন আধ্যাত্মিক ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রায় আনুমানিক ৩০-৩২ হাজার টাকা মূল্যে জাম গাছটি রবিবার সকালে প্রকাশ্যে একটি নছিমন যোগে কাটা গাছ গুলো নিয়ে চলে জান। এবিষয়ে প্রতিপক্ষ সোবহানের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করলে কোন ভাবেই তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

    বিষয়টি নিয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন,এই ঘটনার বিষয়ে আমি কিছুই জানিনা এমনকি এবিষয়ে থানায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগও করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ওসি আরও বলেন আপনি আমাকে না জানিয়ে এসপি স্যারকে কেন বলেছেন আগে আমার কাছে শুনবেন না। আচ্ছা আপনার যা লেখার লিখুন কিন্তু সত্যটাই লিখবেন বলে ওসি কল টি কেটে দেন।

    এর আগে দিবাগত রাতে ঘটনার বিষয়ে জয়পুরহাট জেলা পুলিশ সুপার নূরে আলম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আগে ভুক্তভোগীদের থানায় একটি অভিযোগ করতে বলেন এবং অভিযোগটি তদন্ত করে ঘটনার বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ সুপারের এমন আশ্বাসের পরে অসহায় শিক্ষক ও তার ছেলের সাথে আবারো কথা বললে তারা বলেন, আক্কেলপুর থানায় প্রতিপক্ষ সোবহানের নিকটতম একজন পুলিশের চাকরি করে তাই অভিযোগ করে আমরা কোন সুফল পাবো কিনা পাবো এবিষয়ে আমরা নিশ্চিত হতে পাড়ছি না।

  • বানারীপাড়ায় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

    বানারীপাড়ায় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

    এহ মিজানুল ইসলাম।
    বিশেষ প্রতিবেদক।।
    রবিবার ৬ নভেম্বর বেলা ১১ টার সময় বানারীপাড়া উপজেলার কচুয়া গ্রামের অটো চালক সজিব বেপারীর দেড় বছরের শিশু সাজিব অসাবধানাবশত বাড়ির পুকুরের পানিতে পরে ডুবে যায়। সাজিবকে অনেক খোঁজা-খুজির পর পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক উপজেলা হাসপাতালে বেলা ১২ টায় নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মুরাদ জানান, সজিবকে হাসপাতালে আনার পূর্বেই তার মূত্যু হয়। এসময় হাসপাতালে হ্রদয়বিদরক ঘটনার সৃস্টি হয়। পরে সাজিবের লাশ কচুয়া গ্রমের বাড়িতে নেয়া হয়। বিকেলে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।#

  • বরিশালে এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    বরিশালে এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    বি এম মনির হোসেনঃ-

    সারাদেশে আজ ৬ নভেম্বর (রবিবার) সকাল ১১টায় শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। করোনা পরিস্থিতি কাটিয়ে সারা দেশে অনেকটা স্বাভাবিক পরিবেশে হচ্ছে এই পরীক্ষা।
    ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষাবোর্ডের অধীনে এবার মোট পরীক্ষার্থী ১২ লাখের কিছু বেশি।

    এবার ২০২২ সালের এইচএসসি পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়। চলবে বেলা ১টা পর্যন্ত। আজ বিভাগীয় কমিশনার, বরিশাল মোঃ আমিন উল আহসান ও জেলা প্রশাসক, বরিশাল জসীম উদ্দীন হায়দার বরিশালের ২টি কেন্দ্র পরিদর্শন করেন।

    শুরুতে তাঁরা বরিশাল সরকারি মহিলা কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তাঁদের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), বরিশাল মনদীপ ঘরাই, অধ্যক্ষ, বরিশাল সরকারি মহিলা কলেজ মোঃ আসাদুজ্জামান, দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট শিক্ষকগণ।

    পরে সেখান থেকে সরকারি বরিশাল কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে অধ্যাপক মো: আব্বাস উদ্দিন খান বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করান।

    এবার বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৬২ হাজার ৯’শ ৬৪ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এদের মধ্যে ৩২ হাজার ১৭৭ জন ছাত্রী আর ৩০ হাজার ৭৮৭ জন ছাত্র রয়েছে।পরীক্ষার্থীদের জন্য ১৫২টি কেন্দ্র রয়েছে এই শিক্ষা বোর্ডের অধীনে। এবার পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে।

    কেউ বিলম্ব করলে তার কারণ গেটের রেজিস্টারে (খাতায়) উল্লেখ করে প্রবেশ করতে হবে। সে তথ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট কেন্দ্রের সচিবকে শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। পরীক্ষা কেন্দ্রের মধ্যে কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

    শুধু কেন্দ্র সচিব বাটন মোবাইল ফোন ব্যবহার করবেন। পরীক্ষা কেন্দ্রের দুইশ গজের মধ্যে বহিরাগত কেউ প্রবেশ করতে পারবে না। প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার আয়োজন করার নির্দেশনা রয়েছে।

  • জয়পুরহাটে ডিবিপুলিশের অভিযানে টাপেন্টাডল ও ট্রাডলসহ এক মাদক ব্যবসায়ী আটক

    জয়পুরহাটে ডিবিপুলিশের অভিযানে টাপেন্টাডল ও ট্রাডলসহ এক মাদক ব্যবসায়ী আটক

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে হেরোইন-ইয়াবার বিকল্প মাদক ৫০ (পঞ্চাশ) পিস টাপেন্টাডল ও ট্রাডলসহ মো.ইয়াছিন হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে ডিবি-পুলিশ।

    শনিবার(৫- নভেম্বর) জয়পুরহাট জেলা পুলিশ সুপার নূরে আলম এর নির্দেশে ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুনের দিক-নির্দেশনায় সদর উপজেলার চকবরকত এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

    আটককৃত মাদক ব্যবসায়ী হলেন-সদর উপজেলার চকবরকত ইউনিয়নের দোগড় এলাকার মো.মুকুল হোসেনের ছেলে মো. ইয়াছিন হোসেন।

    জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুুলিশ কার্যালয় সূত্রে জানা যায়,পুলিশ সুপার নূরে আলম এর কঠোর নির্দেশে জেলা জুড়ে মাদক নির্মূল অভিযানের অংশ হিসেবে শনিবার গোয়েন্দা তথ্যের ভিক্তিতে সদর উপজেলার চকবরকত ইউনিয়নের দোগড় গ্রামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশের এসআই (নিঃ) মো.মিজানুর রহমান,এ.এসআই মো.ইসমাইল হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটের বিকল্প মাদক ৫০ (পঞ্চাশ) পিস টাপেন্টাডল ও ট্রাডলসহ মাদক ব্যবসায়ী মো.ইয়াছিন হোসেন কে হাতেনাতে আটক করা হয়।

    আটককের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান,জয়পুরহাট জেলা টি ভারত সীমান্তবর্তী জেলা হওয়াই বিভিন্ন রুপে মাদক ব্যবসায়ীরা তাদের মাদক ব্যবসা চালিয়ে গেলেও জেলা পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশে ডিবিপুলিশ প্রতিনিয়তই মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। ওসি আরও জানান,মাদক ব্যবসায়ী ইয়াছিন’কে আটকের পর তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।পাশাপাশি মাদক নির্মূল না হওয়া পর্যন্ত জেলা জুড়ে ডিবিপুলিশের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলেও ওসি জানান।