Blog

  • পঞ্চগড়ে গণপ্রকৌশল দিবস পালিত

    পঞ্চগড়ে গণপ্রকৌশল দিবস পালিত

    পঞ্চগড় প্রতিনিধি:
    ‘টেকসই উন্নয়নে- নবায়নযোগ্য জ্বালানী’ এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে গণপ্রকৌশল দিবস এবং ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
    এ উপলক্ষ্যে মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি)।
    শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আইডিইবির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
    এতে অংশ নেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম। এছাড়া আইডিইবির পঞ্চগড় জেলা শাখার সভাপতি মাহফুজার রহমান, সহ-সভাপতি হেলাল উদ্দীন, সা
    ধারণ সম্পাদক আতিউর রহমান, পঞ্চগড় সরকারি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন ডালি, পঞ্চগড় গণপূর্তের উপ বিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানসহ আইডিইবির সদস্যরা অংশ নেন।

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়

  • প্রথমে বিয়ে পরে ডিভোর্স অতঃপর হাফেজ স্বামীর নাটকীয়তায় স্ত্রীর অনশন

    প্রথমে বিয়ে পরে ডিভোর্স অতঃপর হাফেজ স্বামীর নাটকীয়তায় স্ত্রীর অনশন

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নে প্রথমে বিবাহের ঘোষণাপত্র পাঁচ দিনের মাথায় ডিভোর্স অতঃপর স্বামীর নাটকীয়তায় স্ত্রী অনশন পালন করেছে। সোমবার (৭ নভেম্বর) উপজেলার দেবনগড় ইউনিয়নের আমজুয়ানী গ্রামের বসির উদ্দিনের ছেলে বজলুর রহমানের পুরানা বাড়িতে এই ঘটনা ঘটে।
    সরে জমিনে গিয়ে জানা যায়, গত সোমবার (৩১ অক্টোবর) দিবাগত গভীর রাতে কোরআনে হাফেজ বজলুর রশিদ ওই ইউনিয়মের খল্টাপাড়া গ্রামে প্রেমিকার বাড়িতে যায়। প্রেমিকার বাবা হাফেজ বজলুর রশিদকে হাতেনাতে ধরে ফেললে পরের দিন (১ নভেম্বর) নোটারী পাবলিক পঞ্চগড়ে একখানা বিবাহের ঘোষনাপত্র করা হয়। এতে ছোট ভাইয়ের সম্মান রক্ষার্থে বড় ভাই বেলাল বিবাহের ঘোষণাপত্রের সমস্ত দায়িত্ব পালন করেন। এরপর রোববার (৬ নভেম্বর) হাফেজ বজলুর রশিদ তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন জানতে পারেন মেয়ের বাবা। বজলুরের স্ত্রী তার বাবার কাছ থেকে এই সংবাদ জানতে পারলে বজলুরের পরিবার তাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে বজলুরের স্ত্রী ডিভোর্সের প্রতিবাদে বাড়ির ভিতরে ঘরের সামনে অনশন পালন করতে থাকেন।
    বজলুরের মা প্রথমে বিষয়টি অস্বীকার করলে পরে স্বীকার করেন। এদিকে বজলুরের বড় ভাই বেলাল জানান, তারা বজলুরের স্ত্রী (প্রেমিকাকে) ডিভোর্স দিয়েছেন। ঘটনার দিন মেয়ের বাবা জোর পূর্বক বজলুরকে বিবাহ করান।
    অপরদিকে বজলুরের স্ত্রী বলেন, বজলুরের সাথে তার এক বছর ধরে প্রেম কাহিনী হয়ে আসছিলেন। ঘটনার দিন বজলুর গভীর রাতে তার রুমে যায়। তিনি আরোও বলেন, সে তার স্বামীর ঘরসংসার করবেন।
    মেয়ের বাবা আমিরুল ইসলাম বলেন, ছোট ভাইয়ের সম্মান রক্ষার্থে বেলার তার ভাইয়ের সাথে আমার মেয়েকে বিয়ের মাধ্যমে মেনে নিয়ে এখন নাটকীয়তা শুরু করছেন। তিনি আরও বলেন, মেয়ের সুখের জন্য ছেলেকে ২ লাখ দিতে চেয়েছেন।
    এ বিষয়ে ইউপি সদস্য ফেরদৌস ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে দুপুর বেলা মুঠোফোনে ফোন করলে তাকে জানানো হয়নি এবং তিনি ডিসি অফিসে মিটিং এ আছেন জানিয়েছেন।

  • বরগুনার তালতলীতে জেয়ারামা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

    বরগুনার তালতলীতে জেয়ারামা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    বরগুনার তালতলীতে জেয়ারামা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারে ৭ নভেম্বর সোমবার যথাযথ ধর্মীয় মর্যাদায় বৌদ্ধদের মহাপুন‍্যময় অনুষ্ঠান দান শ্রেষ্ঠ,দানোওম শুভ কঠিন চীবর দানোৎসব দিনব‍্যাপী বিভিন্ন কর্মসূচির মধ‍্য দিয়ে সম্পন্ন হয়।
    অনুষ্ঠানে ত্রিশরনসহ পঞ্চমশীল ও অষ্টম শীল গ্রহন,বৌদ্ধ পূজা,অষ্ঠউপকরন সহ সংঘদান,কল্পতরু,কঠিন চীবর দান করা হয়।আগাঠাকুর পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ ওয়ারাচামী মহাথের এর সভাপতিত্বে দনোওম শুভ কঠিন চীবর দানোৎসব ধর্মদেশনা দান করেন টেকনাফ চৌধুরীপাড়া বৌদ্ধ বিহারের ভদন্ত
    উচানওয়ারা মহাথের, অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বড়বালিয়াতলী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উপান্ডি মহাথের,কুয়াকাটা কলাচান পাড়া বৌদ্ধ বিহারের অধ‍্যক্ষ ভদন্ত উচোমানান্দা মহাথের ও উচান্দা ভিক্ষু প্রমূক্ষ।উক্ত,ধর্মীয় অনুষ্ঠানে তিন শতাধিক নারী -পুরুষ,দায়ক-দায়িকা উপস্থিতির মাধ্যমে সফল ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়।

    মংচিন থান

  • জনবান্ধবে পরিণত ময়মনসিংহ পৌর ভূমি অফিস

    জনবান্ধবে পরিণত ময়মনসিংহ পৌর ভূমি অফিস

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ পৌর ভূমি অফিসে সব ধরণের জনদূর্ভোগ রোধ হয়ে অফিসটি বর্তমানে জনবান্ধব অফিসে পরিণত হয়েছে। এতে অফিসের অতীতের চেয়ে সব ধরণের সেবার মান বৃদ্ধি পেয়েছে। অফিসে আর আগের মত জনগণের ভিড় দেখা যায় না। নেই কোন বস্তাবন্দী ফাইল। নেই কোন অনিয়ম ও দুর্নীতি। সরজমিনে গিয়ে জানাগেছে- অফিসে স্বচ্ছতা ফিরিয়ে আনতে যথেষ্ট বেগ পেতে হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের। সারাদিন কাজ করে এ স্বচ্ছতা ফিরিয়ে আনা হয়েছে। বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কাছে বর্তমান ভুমি সহকারী কর্মকর্তা মোঃ ইকতিয়ার উদ্দীন ভূইয়ার সততা, দক্ষতা ও কর্মনিষ্ঠার কথা শোনা গেছে। তার শ্রম, কর্মতৎপরতা ও সৃজনশীলতার মাধ্যমে বিষয়টি ফুটে উঠেছে। প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে ভূমি রেকর্ড ব্যবস্থাপনা ও নামজারিসহ অন্যান্য সেবা এখন সেবা প্রত্যাশিরা খুব সহজেই পেয়ে যাচ্ছে। এছাড়া কোন ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে হাতের মুঠোয় তার ভূ-সম্পত্তির হিসাব করতে পারছেন। অপরদিকে ই-নামজারী সিস্টেমের মাধ্যমে জনগণ ঘরে বসেই নামজারির আবেদন করতে পারছেন। যা বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ। এছাড়াও অনুমোদিত মিউটেশন খতিয়ানগুলো পৌর/ভূমি অফিসের মৌজা অনুযায়ী সুবিন্যাস্তভাবে সাজিয়ে তা সুচিপত্র তৈরি শেষে ভলিউম আকারে বাঁধাই করা হয়েছে। তাছাড়াও কম্পিউটারে স্ক্যান করে স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়েছে। এতে যেকোন নাগরিক জমির খতিয়ান যাচাই বাছাই করতে পারবেন কিংবা জমি ক্রয়ের পূর্বে স্বত্ব যাচাই করতে চাইলে খতিয়ান বা নামজারি কেস নম্বর দিয়ে সহজেই যাচাই করতে পারছেন। অন্যদিকে কোন নাগরিক তার চাহিদা মোতাবেক খারিজ খতিয়ানের জাবেদা কপি রেকর্ডরুমের মাধ্যমে দ্রুত পেয়ে যাচ্ছে। এছাড়া আবেদনের সময় সংযুক্ত কোর্ট জালিয়াতি রোধে ভূমি সহকারী কর্মকর্তার কর্মতৎপরতা উল্লেখযোগ্য। তিনি লেজার মেশিন দিয়ে কোর্ট ফি যাচাই করে আবেদনপত্র গ্রহণ করেন। ফলে কোর্ট ফি হতে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হওয়ার হাত থেকে রক্ষা পাচ্ছে। অন্যদিকে জনগণ কোর্ট ফি জালিয়াতির প্রতিরোধ হচ্ছে। তাছাড়া আবেদন ফরম ও কোর্ট ফি সেবাগ্রহিতাদের সহজীকরণের লক্ষে উন্মুক্ত রাখা হয়েছে। একজন সেবাগ্রহিতা অফিসের সততা স্টোরের নির্ধারিত মুল্যে আবেদন ও কোর্ট ফি নিজেরাই নিতে পারছেন। এক্ষেত্রে সেবাগ্রহিতারা ভূমি অফিস থেকে সরাসরি ও খুব সহজেই ভূমি সেবা পেয়ে যাচ্ছে। এছাড়াও অফিসের সামনেই টাঙানো হয়েছে সিটিজেন চ্যাটার। এর মাধ্যমে সেবা গ্রহিতারা ভূমি অফিসের যেকোন নিয়ম-কানুন, খাজনা-খারিজ, পর্চা, রেকর্ড সংশোধন, জমি সর্ম্পকিত যাবতীয় তথ্য দেয়া আছে। ফলে সেবাগ্রহিতারা আর অফিসে সময় ও অর্থ খরচ না করে সিটিজেন চ্যাটার দেখে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে পারছেন। এ বিষয়ে ভূমি সহকারী কর্মকর্তা ইকতিয়ার উদ্দীন ভূইয়া বলেন, যোগদানের পর জাতীয় উন্নয়ন মেলায় ভূমি ব্যবস্থাপনায় উন্নয়ন সংক্রান্ত গ্রহিত কার্যক্রম সম্পন্ন করেছেন। ফলে অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে কাজ শুরু করে কঠোর পরিশ্রমের মাধ্যমে এই কাজগুলি সম্পন্ন করতে সক্ষম হয়েছি। তিনি বলেন, সরকার হচ্ছে জনগণের সেবক এবং আমরা সরকারে অংশ হিসাবে আমাদের সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড স্যারের দিক নির্দেশনা মোতাবেক জনগণের ভূমি সেবা দেয়ার ক্ষেত্রে শতভাগ নিশ্চিত করবো ইনশাল্লাহ।
    ভূমি সহকারী কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন ভূইয়া এর আগে ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী ইউনিয়ন ভূনি অফিস সহ বিভিন্ন ভূমি অফিসে সততার কাজ করে সুনাম অর্জন করেছেন। তিনি জনগণের মাঝে হয়রানি মুক্ত ভূমি সেবা উপহার দেওয়ার পাশাপাশি জেলার ভূমি সহকারী কর্মকর্তাদের কল্যাণেও বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির নেতৃত্বে থেকে জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।

  • ঠাকুরগায়ের রাণীশংকেলে ২ দিনব্যাপী হরিবাসর নাম সংকীর্তন অনুষ্ঠিত

    ঠাকুরগায়ের রাণীশংকেলে ২ দিনব্যাপী হরিবাসর নাম সংকীর্তন অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের নেকমরদ ইউনিয়নের বামন বাড়ী পাড়া এলাকায় গত ৬/৭ ই নভেম্বর ২০২২ সোমবার ও মঙ্গলবার ২ দিন ধরে বিভিন্ন এলাকার কীর্ত্তনের দল দিয়ে হরিবাসর অনুষ্ঠিত হয়।

    জানা যায়,ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের বামন পাড়া হরিবাসর কমিটির উদ্যোগে এ হরিবাসরের আয়োজন করা হয়।

    উক্ত হরিবাসর অনুষ্ঠানে বিভিন্ন এলাকার ভক্তবৃন্দ,দর্শক শ্রোতা দলে দলে আসিয়া পুজো পার্বন,কীর্ত্তন ও নাম সংকীর্তন করেন।

    হরিবাসর অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত কীর্ত্তনের দল ভাড়া করে নিয়ে আসা হয়।আর সে কীর্ত্তনের দল দিয়ে হরিবাসর মঞ্চে কীর্ত্তন গাওয়া হয়।সে সময় পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীতি উপস্থিত ছিলেন।

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।

  • হাতীবান্ধা থানার চিত্র বদলে গেছে ওসি শাহা আলমের হস্তক্ষেপে

    হাতীবান্ধা থানার চিত্র বদলে গেছে ওসি শাহা আলমের হস্তক্ষেপে

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের পাঁচ থানার মধ্যে একটি হাতীবান্ধা থানা জনসাধারণের ধারনা থানা মানেই টাকা। টাকা ছাড়া থানায় কোন কাজ হয় না। তবে জনসাধারণের সেই ধারণা পাল্টে দিয়েছেন জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)শাহা আলম।

    হাতীবান্ধা থানার সর্বস্তরের জনগণ এসে ওসি,তদন্ত ওসি, সেকেন্ড অফিসার, এস আই,এ এস আই, কনস্টবল, সহ সকল পুলিশের সাথে নির বিগনে সেবার জন্য সাক্ষাৎ করা ও আলোচনা করতে পাচ্ছে। এ ছাড়া সেবা নিতে আসা লোকজন টাকা ছাড়াই এখন সাধারণ ডায়েরি অভিযোগ ও মামলা লেখা বা অন্তর্ভুক্ত করতে পারছেন। পুলিশের আচরণ যেমন পাল্টেছে, তেমনি আগের তুলনায় থানায় সেবার মান বেড়েছে। থানার মূল ভবনে রঙতুলির আঁচর আর থানা চত্বরে ময়লা পরিষ্কার করায় সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এই স্থাপনার সৌন্দর্য বৃদ্ধি ও দৃষ্টিনন্দন করতে এবং সহজেই মানুষকে সেবা দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। আফিসার ইনচার্জ(ওসি)শাহা আলম, বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি তিনি থানাকে সাজিয়েছেন শৈল্পিক নৈপুণ্যে। ওসির সৃজনশীলতায় বদলে গেছে লালমনিরহাটের হাতীবান্ধা থানার চিত্র। তিনি থানায় যোগদানের পর থেকেই উপজেলাবাসীর কাছে মানবিক ও জনবান্ধব পুলিশ হিসেবে সুনাম অর্জন করেছেন। এ থানায় যোগদানের পর সৃজনশীল ও যুগোপযোগী পরিকল্পনার ফলে থানা পুলিশ হয়ে উঠেছে এ উপজেলার মানুষের আস্থার ঠিকানা। ওসি যোগদান করেন ১৮ই জুলাই ২০২২ ইং। যোগদানের পর থেকেই হাতীবান্ধা থানাকে মডেল করতে ও নিজের সৃজনশীল কর্মদক্ষতায় চেষ্টা করে যাচ্ছেন মাদক, সন্ত্রাস, ইভটিজিং, জঙ্গিবাদ, বালাবিয়েমুক্ত একটি থানা গড়তে।

    হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত আফিসার ইনচার্জ(ওসি)শাহা আলম, জানান, আমি এ থানায় যোগদানের পর থেকেই লালমনিরহাট জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশে থানার অফিসার,ফোর্সদের সহযোগিতায় মাদক, জঙ্গীবাদ,সন্ত্রাস,ইভটিজিং জুয়া ও বাল্য বিবাহ সহসামাজিক অবক্ষয় রোধে কাজ করে যাচ্ছি। আমার উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি কিন্তু মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে মাদক সুস্থ্য সমাজ বিনির্মানে বড় অন্তরায়। মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উপজেলাব্যাপী মাদক নির্মূলের চেষ্টা করছি। তারপরও হত্যামামলার আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার, নিয়মিত অভিযানে ইভটিজিং, বাল্যবিয়ে, মারপিট থেকে শুরু করে প্রায় সব ধরনের অপরাধ প্রবণতা অনেক কমেছে। তিনি আরও বলেন, কোন চাওয়া পাওয়ার জন্য নয়, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ভালোলাগার জায়গা থেকে কাজগুলো করেছি। মানবিক ও জনবান্ধব পুলিশ হিসেবে জনগণের পাশে দাঁড়াতে সর্বদা কাজ করে যাচ্ছি। কিন্তু এ কার্যক্রমকে সকলের মাঝে ছড়িয়ে দিতে এগিয়ে আসতে হবে চেয়ারম্যান, মেম্বার ও যুব সমাজ সহ সকল স্থরের জনগন এবং সকলের সহযোগিতা নিয়ে হাতীবান্ধা কে মডেল থানা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

    হাসমত উল্লাহ।

  • লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে কৃষকলীগের উত্তর শাখার নতুন কমিটি গঠন

    লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে কৃষকলীগের উত্তর শাখার নতুন কমিটি গঠন

    মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধিঃ

    ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন (উত্তর) শাখার বাংলাদেশ কৃষকলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।

    লালমোহন উপজেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মোকলেছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম মাকসুদ এর সঞ্চালনায় (৭ নবেম্বর ) সোমবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় উপজেলা কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে আগামী ৩ বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

    উক্ত কমিটিতে মোঃ জুয়েল হাওলাদারকে সভাপতি, মোঃ টিটু মেলকারকে সাধারণ সম্পাদক ও মোঃ মনির মৃধাকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করে এ নবগঠিত কমিটি গঠন করা হয়েছে।

    সোমবার সন্ধ্যায় উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব মোকলেছুর রহমান বকশি ও সাধারণ সম্পাদক শাহীন আলম মাকসুদ জানান, স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবানকরণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিতের লক্ষে ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপ বন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের হাতকে শক্তিশালী করার লক্ষে এ কমিটি ঘোষণা করা হয়েছে। একইসাথে আগামী ১৪ দিনের মধ্যে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা কৃষকলীগের নিকট সকল তথ্য জমা দিতে নবগঠিত এ কমিটিকে নির্দেশনা প্রদান করা হয়।

    এদিকে বাংলাদেশ কৃষকলীগের কমিটি ঘোষণা করায় ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনসহ সংগঠনটির উপজেলা শাখার নের্তৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবগঠিত কমিটির নের্তৃবৃন্দরা।

  • পুলিশ সুপার  রকিবুল আক্তারের মেধায় জনতার মাঝে সুনাম কুড়াচ্ছেন পিবিআই ময়মনসিংহ

    পুলিশ সুপার রকিবুল আক্তারের মেধায় জনতার মাঝে সুনাম কুড়াচ্ছেন পিবিআই ময়মনসিংহ

    ষ্টাফ রিপোর্টারঃ
    আন্তরিকতা, কঠোর পরিশ্রম ও চৌকসতার সাথে ময়মনসিংহ জেলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশি সেবার মান বৃদ্ধির মাধ্যমে সাধারন মানুষের জান মালের নিরাপত্ত্বায় সফলতায় ব্যাপক সুনাম কুড়িয়েছেন পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার রকিবুল আক্তার।তার অক্লান্ত শ্রম আর মেধায় ময়মনসিংহ জেলার আওতাভুক্ত সকল উপজেলায় সংঘটিত ডাকাতি, খুন, দস্যূতা, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা, অগ্নি সংযোগ, সাইবার অপরাধ ও ব্যবসায় অপরাধসহ বিভিন্ন মামলার নিখুঁত তদন্ত করে অতি স্বল্প সময়ে মামলাগুলোর হয়রানি থেকে সাধারণ মানুষ কে মুক্ত করে ময়মনসিংহবাসীর মুখে হাসি ফুটাইতে সক্ষম হয়েছেন তিনি।

    পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ২০১২ সালের সেপ্টেম্বরে যাত্রা শুরু করে। পরবর্তীতে ৫ই জানুয়ারি ২০১৬ সালে পিবিআই এর জন্য একটি নিজস্ব বিধিমালা অনুমোদিত হওয়ার পর পিবিআই কর্তৃক মামলা তদন্তের কার্যক্রম শুরু হয়। পিবিআই মূলত ডাকাতি, খুন, দস্যূতা, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা, অগ্নি সংযোগ, সাইবার অপরাধ ও ব্যবসায় অপরাধ ইত্যাদি সংক্রান্ত অপরাধ তদন্ত করে থাকে।

    সংগঠটি গত ২০১২ সালের ১৮ সেপ্টেম্বরে ৯৭০ জনবল নিয়ে পিবিআই যাত্রা শুরু করলেও বর্তমানে ২০২০ জনবল নিয়ে বাংলাদেশের মোট ৪২ টি জেলায় পিবিআই এর সর্বমোট ৪৯ টি ইউনিট কাজ করছে। কার্যক্রম শুরুর পর থেকে পিবিআই এর ইউনিটসমূহ জিআর ও সিআর মামলাসমূহ তদন্ত করে আসছে। পিবিআই একজন অতিরিক্ত আইজির নেতৃত্বে পরিচালিত হয়। অপারেশনাল কার্যক্রম অনুসারে পিবিআই পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল এ দুইটি অঞ্চলে বিভক্ত। দুইজন অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে এ দুটি অঞ্চল পরিচালিত হয়। এছাড়া কাজের সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে ৮টি অপরাধ বিভাগ ও ৭৪ টি জেলা ও মেট্রোপলিটন এলাকায় বিভক্ত করা হয়েছে। প্রত্যেক ইউনিট একজন পুলিশ সুপার দ্বারা পরিচালিত হচ্ছে। পিবিআই হেডকোয়ার্টার্স এর অধীনে এসআইএন্ডও, ডিজিটাল ফরেনসিক ল্যাব, সিটিইউ ও অর্গানাইজড ক্রাইম ইউনিট পরিচালিত হয়।

    ইতিহাস সুত্রে জানা গেছে-২০১১ সালে পুলিশ এ্যাক্টের একটি ধারার ক্ষমতাবলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে পিবিআই গঠিত হয়। এ লক্ষ্যে বাংলাদেশ পুলিশের একটি আধুনিক ও নিরপেক্ষ তদন্ত সংস্থা হিসাবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ২০১২ সালের সেপ্টেম্বরে যাত্রা শুরু করে আলোচিত ঘটনা
    নুসরাত হত্যা মামলা,সালমান শাহ হত্যা মামলা,
    সগিরা মোর্শেদ হত্যা মামলা,মোনায়েম হত্যা রহস্যসহ
    আরো উল্লেখযোগ্য মামলার রহস্য উদঘাটনের মাধ্যমে বাংলাদেশের জনতার মাঝে ব্যাপক আলোচনার স্থান দখল করে সুনাম কুড়িয়েছেন।

    সেই ধারাবাহিকতায় নিয়েই সুনাম অর্জন করে চলছেন পিবিআই ময়মনসিংহ শাখা। গত ১৯শে সেপ্টেম্বর ২০২২ তারিখে পিবিআই ময়মনসিংহ শাখায় যোগদান করেন পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার।এর আগে তিনি ২৭তম বিসিএস ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পিবিআই, ময়মনসিংহ জেলার দায়িত্বভার গ্রহণ করার পর থেকে তিনি প্রতিদিন নিয়মিত অফিসে উপস্থিত থেকে প্রথমে সকল কর্মকর্তা/কর্মচারীর সাথে কুশল বিনিময়ের মাধ্যমে জেলার ডাকাতি, খুন, দস্যূতা, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা, অগ্নি সংযোগ, সাইবার অপরাধ নিয়ন্ত্রণে মামলার অগ্রগতি তদারকি করে কর্মরত অফিসারদের দিকনির্দেশনা দেন। পরে অফিসে আগত বিভিন্ন মামলার বাদী ও ভিকটিমদের সাথে কথা বলেন, তাদের কথা শোনেন এবং সর্বোচ্চ পেশাদারিত্বের ভিত্তিতে বস্তুনিষ্ঠ পুলিশ রিপোর্ট প্রদানে পিবিআই এর ঐতিহ্যকে সমুন্নত রাখার আশ্বাস দেন। তিনি ময়মনসিংহবাসি, সরকারি বেসরকারি কর্মকর্তা/কর্মচারী, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সকল অংশীজনের সহযোগিতা কামনা করেন।

  • তারাকান্দায়  ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন ও বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন ডিসি

    তারাকান্দায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন ও বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন ডিসি

    ষ্টাফ রিপোর্টারঃ
    উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়েছে।

    মঙ্গলবার (৮নভেম্বর) উপজেলা চত্বরে বেলুন উড়িয়ে
    ব্যাপক উৎসবমুখর পরিবেশে মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
    এই উপলক্ষে তারাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হলে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এনামুল হক। সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড. ফজলুল হক,ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী রণু ঠাকুর।
    এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম,ইউপি চেয়ারম্যান বৃন্দ, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা প্রমূখ। আনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাস। উক্ত মেলায় তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, আইসিটি এবং তারাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে মেলায় ৩৫ টি স্টল নিজেদের পণ্য ও প্রযুক্তি নিয়ে দর্শনার্থীদের মাঝে উপস্থাপন করেন। মেলায় কম্পিউটার প্রশিক্ষনের জন্য সনদ বিতরণ, প্রত্যেক স্টলকে ক্রেস্ট প্রদান কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। সভা শেষে স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি। এ সময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও প্রেসক্লাবে সকল প্রিন্ট মিডিয়া ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এর আগে তারাকান্দা সদর ইউনিয়ন পরিষদ,থানার পরিদর্শন ও বালিখা আশ্রয়ণ প্রকল্পের ভূমিহীন ও গৃহহীনদের (উপকারভোগী) মাঝে হাস-মুরগী, গাছের চারা ও সবজি বীজ বিতরণ ও তাদের জীবন যাপন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

    এর আগে ডিসি এনামুল হক উপজেলার ভূমি অফিসে বিভিন্ন কার্যক্রমসহ কর আদায়ের বিষয়ে অবগত হন। তিনি সরকারি এ সকল অফিসের পরিচালিত কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। সকালে জেলা প্রশাসক থানার একটি চৌকস পুলিশ দল জেলা প্রশাসক এনামুল হক কে গার্ড অব অনার প্রদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার তার সঙ্গে ছিলেন। ডেপুটি কমিশনার এনামুল হক পুলিশের পরিচালিত বিট পুলিশিং কার্যক্রমসহ চলমান বিভিন্ন কার্যক্রম নিয়ে ওসিসহ পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেন। তিনি পুলিশকে আরও মানবিক পুলিশ হওয়ার আহ্বান জানিয়ে জনগণের সেবা প্রদানের হারকে আরও বাড়িয়ে দেয়ার আহ্বান জানান। তিনি করোনা ভাইরাস মোকাবেলায় পুলিশের ভূমিকার ভুয়সী প্রশংসা করে আসন্ন শীতে সকল প্রকার অপরাধ নির্মুলে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।

  • মাত্র ১৮ঘন্টায় ফুলপুরের কৃষক নুরুল হত্যা মামলার প্রধান ২আসামীকে গ্রেফতার করেছে পিবিআই

    মাত্র ১৮ঘন্টায় ফুলপুরের কৃষক নুরুল হত্যা মামলার প্রধান ২আসামীকে গ্রেফতার করেছে পিবিআই

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    মাত্র ১৮ঘন্টার ব্যবধানে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় জমির সীমানা নিয়ে বিরোধে দুই পক্ষের মারামারিতে কৃষক নুরুল ইসলাম পাঠান (৫৮) নামের এক ব্যক্তিকে হত্যার দ্বায়ে মামলার প্রধান আসামী আজমান আলী পাঠান ও মোঃ মুঞ্জুরুল হককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ।

    সোমবার (৮নভেম্বর) সকাল ০৭.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের কে গাজীপুর শহর হতে গ্রেফতার করা হয়েছে বলে প্রেস ব্রিফিং এ নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার।

    পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার জানান- ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের বনোয়াকান্দা গ্রামের নুরুল ইসলাম পাঠানের সঙ্গে প্রতিবেশী চাচা আজমান আলী পাঠানের জমির সীমানা নিয়ে বিরোধ ছিল। ৭নভেম্বর সোমবার দুপুরে নুরুল ইসলাম নিজের জমিতে বেড়া দিতে গেলে আজমান আলী পাঠান, তাঁর (আজমান) ছেলে মঞ্জুরুল পাঠান বাধা দেন। এ সময় তাঁদের মধ্যে কথা–কাটাকাটি হয়।একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে লাঠিসোঁঠা নিয়ে মারামারি শুরু হয়। মারামারিতে নুরুল ইসলামের মাথায় আঘাত লাগে। পরে তাঁকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    সন্ধ্যায় তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়। এই ঘটনায় ডিসিস্টের ছেলে মাহমুদুল হাসান পাঠান
    ফুলপুর থানায় বাদী হয়ে ০৬ জনের বিরুদ্ধে ৮ই নভেম্বর এজাহার দায়ের করেন। ফুলপুর থানার মামলা নং-১৫, তাং-০৮/১১/২০২২ খ্রিঃ, ধারা-১৪৩/৪৪৭/ ৩২৩/৩০৭/৩০২/৫০৬/৩৪ দঃ বিঃ রুজু হয়।

    মামলাটির দায়িত্ব পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ জেলার হাতে পড়লে
    পিবিআই অ্যাডিশনাল আইজিপি, পিবিআই বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম এর তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় পিবিআই ময়মনসিংহ ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার এর সার্বিক ব্যবস্থাপনায় পুলিশ পরিদর্শক (নিঃ), তদন্তকারী কর্মকর্তা সালাহ উদ্দিন আহমেদসহ
    পিবিআই ময়মনসিংহ জেলার সকল অফিসার ও ফোর্সের অক্লান্ত প্রচেষ্টায়, পিবিআই গাজীপুর ও পিবিআই হেডকোয়ার্টার্সের সহযোগিতায় পিবিআই, ময়মনসিংহ জেলার চৌকস একটি টিম উক্ত হত্যাকান্ডের বিষয়ে ছায়া তদন্ত শুরু করে।তাদের ছায়া তদন্তের মাধ্যমে মাত্র ১৮ ঘন্টার মধ্যে মঙ্গলবার সকালে গাজীপুর থেকে চাঞ্চল্যকর ও নৃশংস এই হত্যাকান্ডের মূল আসামীদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। পিবিআই সুত্র জানায়- নিহত নুরুল সম্পর্কে আসামী আজমান এর ভাতিজা।

    এ বিষয়ে পিবিআই ময়মনসিংহ জেলার এসপি মোঃ রকিবুল আক্তার বলেন, পিবিআই ময়মনসিংহ জেলা চাঞ্চল্যকর ও নৃশংস এই হত্যাকান্ডের ছায়া তদন্ত শুরু করে হত্যাকান্ডের মূল আসামীদ্বয়কে গ্রেফতার করেছে। এজাহারনামীয় অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়ে তিনি বলেন ইতোমধ্যে মামলাটি পিবিআই কর্তৃক অধিগ্রহণ করা হয়েছে। মামলার বাকী আসামীদের গ্রেফতারে তিনি সর্বস্তরের জনতার সহযোগিতাও প্রত্যাশা করেন। এদিকে ৭তারিখ সোমবার খুন হওয়ার পর মঙ্গলবার সকালেই মুল দুই আসামীকে সেই গাজীপুর থেকে গ্রেফতার করে আইনের আওতায় আনায় পিবিআই পুলিশের এই সাহসী ও মেধাবী অভিযানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ফুলপুর উপজেলার সর্বস্তরের জনতা পিবিআই পুলিশের প্রশংসায় মেতে উঠেছেন।