Category: Uncategorized

  • পাইকগাছায় বসতঘরে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির  ঘটনায় পথে বসেছে দিনমজুর পরিবার

    পাইকগাছায় বসতঘরে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির ঘটনায় পথে বসেছে দিনমজুর পরিবার

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা) ।।
    পাইকগাছায় অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘরের বিভিন্ন মালামাল পুড়ে সম্বল হারিয়ে পথে বসেছে দিনমজুর পরিবার। বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার গদাইপুরের চেঁচুয়া গ্রামের মৃতঃ আকাম মোড়লের ছেলে দিনমজুর নূর ইসলামের বসত ঘরে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। আগুনে বসত ঘরের চাল, খাট, পরনের কাপড়-চোপড় ও অন্যান্য সহায় সম্পদ পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বলে দিন মজুর নুর ইসলামের পরিবার জানান। পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত অসহায় দিনমজুর পরিবার।
    ক্ষতিগ্রস্ত নূর ইসলামের বড় ভাই ইনছার মোড়লের স্ত্রী সুফিয়া বেগম জানান, আমাদের বসত ঘরের সামনেই নুর ইসলামের বসত ঘর। আনুমানিক রাত ২ টার দিকে নূর ইসলামের বসতঘরে আগুনের শিখা দেখে আমার শাশুড়ী চিৎকার দিলে বাহিরে এসে দেখি আগুন দাউ দাউ করে জ্বলছে। পরে সকলে মিলে পানি ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়। কে বা কারা অগ্নিসংযোগ করেছে তা তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি। নুর ইসলামের স্ত্রী রাশিদা বেগম বলেন প্রতিপক্ষদের ভয়ে আমরা পাশ্ববর্তী প্রতিবেশীর বাড়িতে থাকি। মাঝে মধ্যে বসতবাড়িতে ও থাকা হয়। তবে ঘটনার দিন রাতে পরিবারের কেউ আমরা বাড়িতে ছিলাম না এ সুযোগে বসত ঘরে আগুন দিতে পারে বলে ধারণা করছি। আগুনে ঘরের চাল-বেড়া, কাপড়-চোপড় সহ অন্যান্য মালামাল পুড়ে গেছে বলে গৃহবধূ রাশিদা জানান।
    এ বিষয়ে দিনমজুর নুর ইসলাম জানান, জায়গা জমি নিয়ে প্রতিবেশীদের সাথে বিরোধ রয়েছে। গত ৫ আগস্টের পর প্রতিপক্ষরা মারপিট সহ আমার পূর্বের দীর্ঘদিনের বাড়ী-ঘর ভাংচুর করেন। যা এলাকার সবাই অবগত আছে। এরপর কোন রকমে থাকার জন্য পুরনো বাড়িতে টিনের চাল-বেড়ার একখানা ঘর বাঁধি। মাঝে মধ্যে এখানে থাকা হয়। আগুনে পুড়ে শেষ সম্বলটুকু শেষ হয়ে যাওয়ায় আমাদের এখন পথে বসার উপক্রম হয়েছে। আগুনে পুড়ে যাওয়া জিনিসপত্রের সাথে দুটি বোতল ও টায়ারের অংশ বিশেষ পাওয়া গেছে। পূর্ব শত্রুতার জের হিসেবে দুর্বৃত্তরা কেরোসিন অথবা পেট্রল জাতীয় দ্রব্য দিয়ে এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছি। বিষয়টি থানা পুলিশ কে অবহিত করা হয়েছে বলে নুর ইসলাম জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনী পদক্ষেপের প্রস্তুতি চলছিল।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলে।

  • মুন্সীগঞ্জে গজারিয়ায় কিশোরের হাতের কব-জি কে-টে নিল প্রতিপক্ষ

    মুন্সীগঞ্জে গজারিয়ায় কিশোরের হাতের কব-জি কে-টে নিল প্রতিপক্ষ

    লিটন মাহমুদ,
    মুন্সীগঞ্জ প্রতিনিধি।।

    মুন্সীগঞ্জের গজারিয়ায় সাব্বির (১৭) নামের এক কিশোরের হাতের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।

    শুক্রবার দুপুরে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

    এর আগে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার হোসেন্দী ইউনিয়নের লস্করদী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আহতের বড় ভাই সাইদার (৩৩) বাধা দিতে গেলে হামলাকারীরা তাকেও কুপিয়ে জখম করে।

    এ ঘটনায় আহত সাব্বিরের বাবা শাহজালাল মিয়া ছয়জনের নাম অন্তর্ভুক্ত করে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

    সাব্বিরের বাবা শাহজালাল মিয়া অভিযোগ করে জানান, ‘তার সাথে প্রতিবেশী আব্দুর রশিদের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে আব্দুর রশিদ ও তার ছেলে সোহান ইসলামসহ পাঁচ থেকে ছয়জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ বাড়িতে এসে তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শ্লীলতাহানী করে। তখন তার ছোট ছেলে সাব্বির এগিয়ে এলে তাকে মাথায় কোপ দিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় মাথার কোপ হাতে ফেরানোর চেষ্টা করলে বাম হাতের কব্জি থেকে বৃদ্ধা আঙুলসহ তালু অর্ধেক বিছিন্ন হয়ে যায়। এ সময় তার বড় ছেলে সাইদার এগিয়ে গেলে তাকেও হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাদের সঙ্কটাপন্ন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

    সাব্বিরের মা শান্তি বেগম বলেন, ‘আমার ছেলে সামনে এসএসসি পরীক্ষা দিবো। আমার ছেলেকে যারা অন্যায়ভাবে কুপিয়ে হাত ফালাই দিছে, আমি তাদের বিচার চাই। আমার ছেলে এখন পঙ্গু হয়ে গেল। আমার ছেলের হাত ফেরত চাই।’

    এদিকে, অভিযুক্ত আব্দুর রশিদ জানান, ‘তাদের সাথে জমি জমা নিয়ে বিরোধ রয়েছে। তারা কাউকে কোপ দিয়ে কব্জি বিচ্ছিন্ন করেনি। তাদের নিজেদের কোপেই কব্জি বিচ্ছিন্ন হয়েছে।’

    এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • থানচি প্রেসক্লাবের কমিটির গঠিত সভাপতি মংবোওয়াংচিং, সম্পাদক চহ্লামং

    থানচি প্রেসক্লাবের কমিটির গঠিত সভাপতি মংবোওয়াংচিং, সম্পাদক চহ্লামং

    থানচি (বান্দরবান) প্রতিনিধিঃমথি ত্রিপুরা।

    বান্দরবানের থানচিতে প্রেসক্লাবের নতুন কমিটির নির্বাচনে আজকের পত্রিকা ও বাংলাদেশ বেতার প্রতিনিধি মংবোওয়াংচিং মারমা (অনুপম) সভাপতি এবং দৈনিক কালবেলা প্রতিনিধি চহ্লামং মারমা সাধারণ সম্পাদক পদের নির্বাচিত হয়েছেন।

    শুক্রবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব অস্থায়ী কার্যালয়ের মংবোওয়াংচিং মারমা (অনুপম) সভাপতিত্বে প্রেসক্লাবের সদস্যদের মেয়াদ উর্ত্তীন্ন হওয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের কন্ঠভোটের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি এবং সাধারণ সম্পাদক পদের আগামী দুই বছরে মেয়াদের জন্য তাদের নির্বাচিত হন।

    প্রেসক্লাবের গঠিত নতুন কমিটির ৮ বিশিষ্ট সদস্যদের নিয়ে দুই বছরে মেয়াদের জন্য দৈনিক আমার সংবাদ প্রতিনিধি রেমবো ত্রিপুরা সহ-সভাপতি, ডেলি মেসেঞ্জার চিংথোয়াই অং মারমা কোষাধ্যক্ষ পদের নির্বাচিত হন। এছাড়াও অন্যান্যদের মধ্যে দৈনিক প্রথম বাংলা প্রতিনিধি মথি ত্রিপুরা নির্বাহী সদস্য, সাপ্তাহিক চট্টবানী প্রতিনিধি শহিদুল ইসলাম নির্বাহী সদস্য, দৈনিক বিকাল বেলা প্রতিনিধি হিমং প্রু মারমা নির্বাহী সদস্য, সাপ্তাহিক মাইণী পত্রিকা প্রতিনিধি কাইথাং খুমী নির্বাহী সদস্য পদের নির্বাচিত হয়েছেন। প্রেসক্লাবের নতুন গঠনের প্রাথমিকভাবে ৮ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়েছেন। বিগত ১৪ নভেম্বর ২০২১ সালে কমিটি গঠন করেছিল। গতকাল  বৃহস্পতিবার কমিটি মেয়াদ শেষ হয়।

  • জলবায়ু ন্যায্যতার দাবিতে  বেতাগীতে ‘সিডর দিবস’ পালন

    জলবায়ু ন্যায্যতার দাবিতে বেতাগীতে ‘সিডর দিবস’ পালন

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি
    বরগুনার বেতাগীতে উপকূলের জলবায়ু বিপন্ন মানুষের অগ্রগতি, সুরক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে ‘সিডর দিবস’ পালিত হয়েছে।
    শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় বেতাগী পৌরসভার ১ নং ওয়ার্ডের বিষখালী নদীর পাড়ে প্রেসক্লাবের আয়োজনে শোক র‌্যালি, নিহতদের স্মরণে নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এ দিবস পালন করা হয়।
    বেতাগী প্রেসক্লাব সভাপতি সাইদুল ইসলাম মন্টুর সভাপতিত্বে এতে বক্তব্য দেন, স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগি আব্দুস সেবাহান, বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, বেতাগী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লায়ন শামীম সিকদার, সহ- সভাপতি সহকারি অধ্যাপক আবুল বাসার খান প্রমূখ।
    এ সময় বক্তারা বলেন, ২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ংকারী ঘূর্ণিঝড় গোটা উপকূল জুড়ে মানবিক বিপর্যয় নেমে এসে ছিলো। তাই ঘূর্ণিঝড় ও নিহতদের স্মরণে বছরে অন্তত একটিবার আলোচনা সভার আয়োজন এবং উপকূলের সুরক্ষা, সংকট, সম্ভাবনা, বিকাশ ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ রাষ্ট্রীীয়ভাবে স্বীকৃতির দাবি জানাই।’
    বিষখালী নদীর তীরের উত্তর বেতাগী গ্রামের বাসিন্দা আব্দুস সোবাহান বলেন,‘ঘূর্নিঝড় সিডরের সেই রাতটির কথা মনে পড়লে ঘটনার বহু বছর পর আজও শিউরে উঠে ও কান্না আসে। যতদিন বেচে থাকবেন, ততদিনই তাড়া করে বেড়াবে।’ শুধু আব্দুর রবই নয়, সদর আলী, আব্দুর রব, আজমল হোসেন, মো: ইউনুছ, মো: আল আমিন, আ: জলিল সকলেরই একই অভিব্যাক্তি কিছুতেই যেন ভোলা যায়না সিডরের ঐ সমকার স্মৃতি।

    স্থানীয়রা জানায়, বিশেষজ্ঞদের মতে সিডরের ক্ষয়ক্ষতির পরিমান সঠিক নিরুপন না করা গেলেও ধ্বংসস্তুপে পরিনত এখানকার শত শত পরিবার সহায় সম্বল হারিয়ে নি:স্ব হয়ে পড়ে, বিধ্বস্ত হয় কাচাঁ ঘরবাড়ি, গবাদী পশু ও ক্ষেতের ফসল, কৃষি এবং মৎস। রাস্তাঘাট, পুল, ব্রীজ, কালভার্ট ও শিক্ষা প্রতিষ্ঠান।
    সরকারী হিসেব অনুযায়ী ঘূর্নিঝড়ের কবলে ৩১ জনের মৃত্যু হয়। এর মধ্যে শিশু- ২, মহিলা- ৪ ও পুরুষ ২৫ জন, আহত ১ হাজার। শুধু সরিষামুড়ি ইউনিয়নেই মারা যায় ২২ জন। তছাড়াও বুড়া মজুমদারে ৪ জন, মোকামিয়ায় ২ জন, হোসনাবাদে ২ জন, বেতাগীতে ১ জন। এর মধ্যে কেওড়াবুনিয়া গ্রামের আদম আলীর স্ত্রী আম্বিয়া বেগম, ছোপখালী গ্রামের শাহ আলমের পুত্র মিরাজ হোসেন, দেলোয়ার হোসেনের পুত্র জহিরুল ইসলাম শিপন, ছোট মোকামিয়ার মোজাফ্ফর সিকদারের স্ত্রী ফতেমা বেগম, মোঃ সেলিমের পুত্র হেলাল, গ্রামার্দ্দন গ্রামের একই পরিবারে হামেদ খানের পুত্র রাকিব, মেয়ে সোনিয়া, স্ত্রী নাজমা বেগম, আবু হাওলাদারের মেয়ে শাহনাজ বেগম, সরিষামুড়ি গ্রামে গফুর হাওলাদারের ছেলে সাইফুল হোসেন, নাজেম আলীর স্ত্রী জমিনা বেগম, গহর হাওলাদারের পুত্র মোঃ সালেক, আ: মন্নানের পুত্র কবির হোসেন কালু,দুলু শরিফের পুত্র মোঃ লিটন ,স্বপন শরীফ, মফেজ উদ্দিন হাওলাদারের পুত্র মো. শাহ্ জালাল, জালাল উদ্দিন ফরাজির পুত্র আ: সোবাহান,আব্বাস সিকদারের পুত্র মো. সুমন, আ: অহেদের মোঃ আলী, শাহজাহানের পুত্র মো: আনিচ, হাসেম খার পুত্র মো. ইব্রাহীম, হারুন মিস্ত্রির পুত্র মো. ফরিদ, শাহজাহানের পুত্র মো. শামসু, গাবতলী গ্রামের মো. হাসেমের পুত্র মো. ইলিয়াছ, আবুল কালামের পুত্র মো. রাসেল, রাজ্জক আলীর পুত্র মো. নুরুল ইসলাম, কালিকাবাড়ী গ্রামের হাসেম মুন্সীর পুত্র মো. কালাম ,এনাম আলীর পুত্র মো. রুস্তম হাওলাদার ,দঃ কালিকাবাড়ীর হোসেন আলীর পুত্র কালু মিয়া ,বেতমোর গ্রামের শাহআলমের পুত্র মো. লাবু ও ভোড়া গ্রামের মোসলেমের পুত্র মো. ফারুক হোসেন ।
    সিডরের বছর পেরিয়ে গেলেও আজও ভাগ্যের চাকা ঘোরেনি এখানের ক্ষতিগ্রস্তদের। তারাা অবহেলিত,বঞ্চিত, অনেকেই মানবেতর জীবন যাপন করছে। স্বজন হারা ব্যাথা নিয়ে কাটছে অনেকের জীবন, অনেকে এখনো
    বিধ্বস্ত ঘড়বাড়ি বানিয়ে দেয়া হবে এ আশায় বুক বেধে আছে। ক্ষতিগ্রস্তরা ভেঙ্গে যাওয়া ঘর মেরামতের জন্য নামে মাত্র যে টাকা পেয়েছে তাতে শুধু মিস্ত্রির খরচও হয়নি। ঘুর্নিঝড় আশ্রয় কেন্দ্র ও যে সব আবাসন নির্মান হয়েছে তাও অপরিকল্পিত।
    বেতাগী উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক ফারুক আহমদ বলেন, “সিডরের ভয়াবহ ধ্বংস লীলার ক্ষয়ক্ষতি হয়ত কাটিয়ে ওঠা কখনো সম্ভব নয়, তবে এখানকার জনগোষ্ঠিকে ঘুরে দাঁড়াতে দীর্ঘ মেয়াদী সুষ্ঠু পরিকল্পনা গ্রহন করা হবে।”

  • শার্শার রুদ্রপুরে বিএনপির আয়োজনে জনসভা অনুষ্ঠিত  

    শার্শার রুদ্রপুরে বিএনপির আয়োজনে জনসভা অনুষ্ঠিত  

    আজিজুল ইসলাম, যশোরঃ যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার(১৫ নভেম্বর) বিকালে উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। 

    রুদ্রপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু।

    প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আবুল হাসান জহির। 

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন,সাধারণত সম্পাদক আবু তাহের ভরত,যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ও শার্শা উপজেলা বিএনপির সদস্য নুরুজ্জামান লিটন,আশরাফুল আলম বাবু,,কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল হোসেন, বেনাপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন,

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কায়বা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহারিয়ার হোসাইন মুকুল, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন ও গোগা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক সরোয়ার হোসেন,উপজেলা যুবদলের আহ্বায়ক মেস্তাফিজোহা সেলিম,বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক রাহানুজ্জামান দিপু,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াসি উদ্দীন,সাবেক সদস্য সচিব সেলিম হোসেন আশা,উপজেলা ছাত্রদলের সদ্যসচিব সবুজ হোসেন, সহ কৃষকদল, যুবদল,ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

    অনুষ্ঠানে শেষে ফিতাকেটে ১ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি খায়রুজ্জামান মধু সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

  • নলছিটিতে পৌর স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নলছিটিতে পৌর স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদ দল বিএনপির অঙ্গ সংগঠন পৌর স্বেচ্ছাসেবক দলের ৪ নং ওয়ার্ড কমিটির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার( ১৫ নভেম্বর) বিকেলে পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের আবাসন এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন নলছিটি পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান সুমন, সদস্য সচিব সোহেল খান, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আজমল হোসেন, নলছিটি পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক কামাল সরদার, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, যুগ্ন আহ্বায়ক সোহেল হাওলাদার, ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজান হাওলাদার প্রমুখ।

    এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে দিকনির্দেশনা মূলক বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করা হয়।

    অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা শাহ ফরিদ। মতবিনিময় সভা শেষে উপস্থিত জনতার মাঝে বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও ধানের শীষ প্রতীক সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

  • পীরগঞ্জে টেকনিক্যাল কলেজে অংশীজন সমন্বয় সভা অনুষ্ঠিত

    পীরগঞ্জে টেকনিক্যাল কলেজে অংশীজন সমন্বয় সভা অনুষ্ঠিত

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
    ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অংশীজন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজের হলরুমে বিভাগীয় প্রধান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরনবী রাজ এর সভাপতিত্বে বাংলা বিভাগের শিক্ষক হোসেনে আরার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কলেজের একাডেমিক ইনচার্জ দেলোয়ার হোসেন, ইন্সট্রাকটর (বাংলা) নন্দলাল সিংহ, অভিভাবক সদস্য ও সাংবাদিক সাইদুর রহমান মানিক, আলমগীর হোসেন প্রমুখ।

  • ১১ বিশেষজ্ঞ চিকিৎসকের বিপরীতে আছে মাত্র একজন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি  এখন নিজেই রোগী

    ১১ বিশেষজ্ঞ চিকিৎসকের বিপরীতে আছে মাত্র একজন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি এখন নিজেই রোগী

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    লোকবলের অভাবে ঝিনাইদহের শৈলকপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি এখন নিজেই রোগীতে পারিণত হয়েছে। ফলে ৫০ শয্যার এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা উপজেলার প্রায় পাঁচ লাখ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।তথ্য নিয়ে জানা গেছে, হাসপাতালটিতে মেডিকেল অফিসারের পোস্ট রয়েছে ২৩টি। এরমধ্যে ৯টি খালি। বাকি ১৪টির মধ্যে একজন চিকিৎসক সাময়িক বরখাস্ত রযেছেন। ২ জন প্রেষণে রয়েছেন ঝিনাইদহ শিশু ও সদর হাসপাতালে। হাসপাতালে ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসকের পদ থাকলেও আছে মাত্র একজন। বিশেষজ্ঞ চিকিৎসকের ১০টি পদ খালি থাকায় উপজেলার মানুষ উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
    হাসপাতালে গাইনী ও এ্যানেসথেসিয়া পদ খালি রয়েছে দীর্ঘদিন। এতে সেখানে নিয়মিত সিজারিয়ান অপারেশন হচ্ছে না। গর্ভবতি মায়েরা ক্লিনিকে সিজার করছেন। সরজমিন দেখা গেছে, হাসপাতালটিতে সবসময় ধারণক্ষমতার বেশি রোগী ভর্তি থাকে। এতে তাদের চিকিৎসা দিতে ডক্তিার ও নার্সদের হিমশিম খেতে হয়। চিকিৎসক সংকটের কারণে হাসপাতালের আউটডোর চলে উপ-সহকারী মেডিকেল অফিসার দিয়ে। ফলে হাসপাতালে যথাযথ সেবা না পেয়ে অনেক রোগী চলে যান স্থানীয় বে-সরকারী হাসপাতাল ও ক্লিনিকে। হাসপাতালে সুইপারের দুইটি পদ খালি রয়েছে।
    এতে ময়লা আবর্জনা পরিস্কার হয়না। ফলে ওয়ার্ডে ওয়ার্ডে দুর্গন্ধ ছড়াচ্ছে। হাসপাতালের প্যাথলজিতে ডেঙ্গু পরিক্ষার কিট সংকট রয়েছে। নেই জলাতংকের ভ্যাকসিন। হাম-রুবেলা ও পোলিও টিকারও মাঝেমধ্যে সংকট দেখা যায়। শৈলকুপার আসানগর গ্রামের আব্দুস সালাম জানান, ডায়াবেটিকস ও প্রেসারের ওষুধ না থাকায় হতদরিদ্রদের বাইরে থেকে ওষুধ কিনতে হয়। নাজমুল হোসেন নামে এক রোগী জানান, হাসপাতালে রয়েছে পুরাতন মডেলের একটি এক্সরে মেশিন। এই পুরাতন মেশিন দিয়ে ঠিকমত এক্সরে করা যায় না। বিভিন্ন সমস্যা দেখা দেয়। রিপোর্টেও আসে ভুলভাল।
    লোডশেডিংয়ের বিপরীতে জেনারেটর থাকলেও তেল বরাদ্দ নেই। ফলে বিদ্যুৎ চলে গেলে অন্ধকারে থাকে রোগীরা। অভিযোগ রয়েছে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই নেই নেই সংকটের কারণে হাসপাতালে প্রায় ৩০ জন দালার সক্রিয় রয়েছে। তারা হাসপাতালে আসা রোগী ভাগিয়ে নিয়ে যাচ্ছে স্থানীয় ক্লিনিকে। ফলে তারা বিভিন্ন সময় অপচিকিৎসার শিকার হচ্ছেন। এ ব্যাপারে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন জানান, শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের পাশাপাশি জনবল সংকট রয়েছে। ফলে কাঙ্খিত সেবা আমরা দিতে পারছি না। তবুও সাধ্যের মধ্যে যতটুকু সেবা দেওয়া সম্ভব তা রোগীদের দিচ্ছি। তিনি বলেন, জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃৃপক্ষের কাছে চিঠি দিয়ে জানানো হয়েছে। আশরা করা যায় দ্রæতই সমস্যার সমাধান হবে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • পাইকগাছায় আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধন

    পাইকগাছায় আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধন

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \
    পাইকগাছায় আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠান বুধবার সন্ধ্যায় পৌরসভার চারাবটতলাস্থ স্মৃতি পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহীনুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এমএ মান্নান। উপস্থিত ছিলেন, পৌরসভা বিএনপি’র আহবায়ক সেলিম রেজা লাকি, সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর যুগ্ম আহবায়ক এ্যাডঃ টিএম সাইফুদ্দীন সুমন, এ্যাডঃ আব্দুল হক গাজী স্কেন্দার, দারা উদ্দীন খান, মনিরুজ্জামান মনি, আবু হুরায়রা বাদশা, আবু সুফিয়ান, নাজমুল হুদা মিন্টু, আজহারুল ইসলাম, জামিলুর রহমান রানা, আমিনুর রহমান, রাসেল, আরিফুল ইসলাম, মনিরুজ্জামান, সুজন, ওবাইদুল্লাহ সরদার, আছাদুজ্জামান মামুন, সেলিম, মহসিন, জাহাঙ্গীর, অনিক, আরিফ, রাকিব, নাহিদ, মাহফুজ, ইনজামাম, ইসরাফিল, হান্নান, টুটুল, কুদ্দুস, মাসুদ, নুরুজ্জামান, মনিরুল ইসলাম, তৈয়েবুর, জুনায়েদুর, জাকির ও জনি।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • পাইকগাছায় জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

    পাইকগাছায় জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \
    পাইকগাছায় জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব জলবায়ু সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরাম এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের সভাপতি প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন শেখ সাদেকুজ্জামান, ইলিয়াস হোসেন, বিশ্বনাথ ভট্টাচার্য, সাংবাদিক এন ইসলাম সাগর, শ্যামাপদ মন্ডল, স্মিতা মন্ডল, মানিক ভদ্র, দেলোয়ার হোসেন, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মানিক লাল বসু, ফিল্ড অফিসার তুষার কান্তি বাইন, ফিল্ড অর্গানাইজার চিত্ত রঞ্জন মন্ডল, নাসরীন আরা, সুপ্রিয়া মন্ডল ও শুভঙ্কর বিশ্বাস। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা জলবায়ুর বিরূপ প্রভাবে বিপর্যয় থেকে পৃথিবী কে রক্ষা করতে বর্জ্য ও কার্বন নির্গমন কমিয়ে আনা সহ জলবায়ু ইস্যু নিয়ে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশগ্রহণকারী নীতিনির্ধারকদের প্রতি আহবান জানান। একই সাথে উপকূলীয় জনপদের প্রাণ প্রকৃতি রক্ষায় আলাদা কর্মপরিকল্পনা গ্রহণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান।