December 22, 2024, 9:46 pm
ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদ দল বিএনপির অঙ্গ সংগঠন পৌর স্বেচ্ছাসেবক দলের ৪ নং ওয়ার্ড কমিটির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার( ১৫ নভেম্বর) বিকেলে পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের আবাসন এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন নলছিটি পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান সুমন, সদস্য সচিব সোহেল খান, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আজমল হোসেন, নলছিটি পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক কামাল সরদার, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, যুগ্ন আহ্বায়ক সোহেল হাওলাদার, ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজান হাওলাদার প্রমুখ।
এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে দিকনির্দেশনা মূলক বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা শাহ ফরিদ। মতবিনিময় সভা শেষে উপস্থিত জনতার মাঝে বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও ধানের শীষ প্রতীক সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।